#I_Love_U
#part_9,10
#sarika_Islam
9
ভাইয়া আমার দিকে তাকালো আর তার ফ্রেন্ডের দিকে তাকালো তারপর বলল,,
‘ও আমার আব্বুর ফ্রেন্ডের মেয়ে,,’
সাদ ভাইয়া মুখে হাসি ঝুলিয়ে বলল,,
‘বাহ মেয়েটা তো বেশ সুন্দর নাম কি?’
‘রাহা,,’
‘ওর মতো ওর নামটাও খুব সুন্দর,,পুরো লাল পরি লাগছে,,,’
বলেই আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল,,,দূর থেকে দারিয়ে আমি এইসব শুনলাম,,আমার খুব খারাপ লাগলো,,আমাকে বউ হিসেবে পরিচয় করালো না?বোনও না আংকেলের বন্ধুর মেয়ে?আমি এতটাই অযগ্য এইসবের?আমি এতটাই নিচ ভাইয়া আমাকে পরিচয় করিয়ে দিতেও হচকচায়?এইসব ভেবেই চোখে পানি চলে আসলো,,তখন আমার কাধে কেউ হাত রাখলো আমি ফটাফট চোখ মুছে ঘুরে তাকালাম দেখলাম নীলা আন্টি,,
‘কষ্ট পাস না বাচ্চা,,যেই পরিস্থিতিতে বিয়ে হয়েছে নিহানের একটু মানিয়ে নিতে টাইম তো লাগবেই,,,কিন্তু বউ বলেও পরিচয় দিতে পারতো ওকে আমি এখুনি বুঝাচ্ছি,,,’
বলেই নিলা আন্টি জেতে নিলে আমি ধরে ফেলি,,মুখে হাসির রেখা ফুটিয়ে বললাম,,,
‘নাহ আন্টি সমস্যা নেই আমি ভাইয়ার সিচুয়েশন বুঝেছি,,বাদ দাও,,’
তারা কথা বলছে হঠাৎ নিহান ভাইয়া বলে উঠলো,,
‘আচ্ছা সাদ তুই বস আমি ফ্রেশ হয়ে আসি,,’
‘আচ্ছা,,’
নিহান ভাইয়া উঠে ফ্রেশ হতে উপরে চলে গেল,,আংকেলও চলে আসলো কিছুক্ষন পর সাদ ভাইয়াকে দেখে কথা বলতে বসলো,,মাহিও সাদ ভাইয়ার পাশে বসলো আমাকে নিয়েও বসলো,,আন্টি কিছু স্নেক্স নিয়ে আসলো,,কথা বার্তা বলছে,,তখন আংকেল আমাকে দেখিয়ে দিয়ে বলল,,
‘সাদ বাবা ও হচ্ছে,,’
‘রাহা,,হুম আংকেল পরিচয় হয়েছি,,’
‘জাক ভালোই,,’
বলেই হাসলো,,কিছুকক্ষন পর ভাইয়া আসলো,,ভেজা চুল সাদা কালারের টি-শার্ট পরেছে আর টাউজার উফফফ আজও ক্রাশ খেয়ে বসলাম,,এমন না যে সাদ ভাইয়া সুন্দর না সাদ ভাইয়াও খুব সুন্দর তাকেও অনেক ডেসিং দেখাচ্ছে কিন্তু যার কাছে যাকে ভালো লাগে,,
এখন সাদ ভাইয়ার যাওয়ার পালা,,সে সবার থেকে বিদায় নিয়ে উঠে দারালো,,আমার কাছে আসলো,,আমি হা হয়ে তাকিয়ে আছি আমার কাছে আসার মানি কি?আমার পাশে মাহি দারিয়ে দারিয়ে চোখ বের করে দেখছে,,নিহান ভাইয়া আমার বরাবর দারিয়ে আছে,,সাদ ভাইয়া হঠাৎ আমার সামনে হাত বারালো,,আমি কিছুক্ষন তার হাতের দিকেই তাকিয়ে রইলাম,,তারপর আস্তে আস্তে হাত ধরলাম,,সাদ ভাইয়া আমার হাত পেয়ে একদম শক্ত করে ধরলো,,আর ছারার নামই নেই,,আন্টি আংকেল কেমনভাবে তাকিয়ে আছে,,তাও বেশরমটা ছারছে না,,আমি হাত ঝাকাচ্ছি ছারানোর জন্য,,
সাদ যখন হাত বারালো নিহান একদম রুক্ষ দৃষ্টিতে তাকালো,,সাদ কি করতে যাচ্ছে তা দেখছে,,রাহাও হাত টা বারিয়ে দিল,,নিহান ভেবেছিল হাত বারাবে না,,আবার হাত ছারানের নামই নেই,,নিহানের মন চাইছে টান দিয়ে সাদকে বাড়ি থেকে বের করতে,,কিন্তু বেস্ট ফ্রেন্ড বলে কথা কিছু বলতেও পারছে না,,আর রাহা!! ওর কি দরকার ছিল হাত বারানোর?ওকে তো আমি মজা বুঝাবো,,নিহান মনে মনে এইসব ভেবে সাদের কাছে গিয়ে ওর কাধে হাত দিয়ে বলল,,
‘কিরে সাদ হাতটা ছার,,’
সাদের হুশ ফিরলো,,সে দ্রুত রাহার হাত ছেরে দিল,,হাল্কা হাসলো,,আংকেল আন্টি রুমে চলে গেল,,নিহান ভাইয়া সাদ ভাইয়াকে নিয়ে যেতে যেতে আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে,,এতে আমার কি আজব!!ওয়েট ভাইয়া কি জেলাস?এইসব ভেবেই হেসে দিলাম,,
নিহান রাহার দিকে রাগীভাবে তাকালো,,তখনি রাহা দাত কেলিয়ে দিল,,নিহানের মিজাজ আরো বিগরে গেল,,মন চাইছে দুই গালে দুইটা জোরে জোরে থাপ্পর দিতে,,থাপ্পর দিলেই মনটা ঠান্ডা হতো,,সাদকে বিদায় দিয়ে নিহান ঘরে আসলো,,রাতের খাবার খেয়ে রুমে গেল,,
রাতের খাবার খেয়ে মাহির সাথে কিছুক্ষন কথা বলে রুমে গেলাম,,রুমের দরজা খুলে দেখলাম ভাইয়া রুমে পাইচারি করছে,,এতরাতে পাইচারীর কারন কি?আমি ভ্রু কুচকে ভিতরে ঢুকলাম,,ভাইয়া আমাকে দেখে ঝরের গতিতে আমার কাছে এসে দারালো,,আমি শুধু হা হয়ে দেখছি,,দরজার মধ্যে আমাকে চেপে ধরলো খুব জোরে,,আমার খুব লাগছে তাও কান্ট্রল করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি,,খুব রেগে আছে হয়ত দেখে বুঝা যাচ্ছে,,ভাইয়া রাগী গলায় বলল,,,
‘আস্তে এত দেরি হলো কেন?’
এই কথা শুনে কিছুক্ষনের জন্য শকের মধ্যে চলে গেলাম,,ভাইয়া আমার জন্য ওয়েট করছিল?লাইক সিরিয়াসলি?আমি একটা হাসি দিয়ে বললাম,,
‘কেন মিস করছিলেন বুঝি?’
আমার কথা শুনে ভাইয়া দিল এক ধমক,,
‘চুপ,,তোকে আমি মিস করবো?প্রশ্নই উঠে না,,’
আমার এখন খুব রাগ লাগছে,,মিস যখন করছিলিই না তাহলে অযথা এভাবে চেপে ধরে জিজ্ঞেস করার মানি কি?আমি একটা ঝারা মেরে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলাম,ভাইয়া এক পা পিছে চলে গেল,,আমি খানিক্টা চেচিয়ে বললাম,,,
‘মিস করছিলেন না তাহলে জিজ্ঞেস করলেন কেন?আর এভাবে ধরলেন কেন?আমি কি ব্যাথা পাই না নাকি?’
ভাইয়া আমার একদম কাছে এসে দারালো,,আমার দম বন্ধ হওয়ার উপক্রম ভাইয়ার এত কাছে আসায়,,আমি এক আঙ্গুল ভাইয়ার বুকে দিয়ে দূর করতে চাইলে ভাইয়া আমার হাত ধরে ফেলে,,,আমার অবস্থা আরো খারাপ হয়ে গেল,,ভাইয়া আমাকে টাচ করেছে?ভাইয়া এইবার দাতে দাত চেপে বলল,,
‘আমার বন্ধুদের সাথে এত কিসের ঘেষাঘেষি?’
‘ঘেষাঘেষি?ছিহ এইসব কেমন ওয়ার্ড?আর কখন করলাম?আপনার ওই লুচু বন্ধু আমার হাত ধরে রেখেছিল?’
‘হাত দিলি কেন ধরার জন্য?’
‘আমি তো ভদ্রতার খাতিরে দিয়েছি,,ওয়েট জেলাসি?’
একটা ভেটকি মেরে বললাম,,ভাইয়া আমার আর একটু কাছে এসে বলল,,
‘জেলাসি না,,আমার পরিবারের সাথে তোর নাম জুরে গেছে,,এখন তুই আর রাহা নেই এখন তুই রাহা নিহান খান,,তাই আমি চাই না আমার পরিবারের কোন ধরনের ইজ্জত যাক তাও তোর জন্য,,নেক্সট টাইম যেন এইসব না দেখি,,’
বলে ভাইয়া আমাকে সাইড করে বাহিরে চলে গেল,,আমি কিছুক্ষনের জন্য সেখানেই স্তব্দ হয়ে দারিয়ে রইলাম,,আমার নাম তার সাথে জুরেছে বিধায় সে এমন করলো তাছারা আর কিছুই না?একটুও কি ফিলিংস নেই আমার প্রতি নাকি?এইসব ভেবেই মনটা খারাপ হয়ে গেল,,ভাইয়া আমার সাথে তার নাম জুরিয়েছে এইটা অনেক,,এইটা ভেবেই একটু খুশি হলাম,,,
সকালে ঘুম উঠে পাশ ফিরে দেখলাম ভাইয়া ঘুমিয়ে আছে,,কাল রাতে তো আস্তে দেখলামনা হয়ত আমার ঘুমিয়ে যাওয়ার পরে এসেছে,,আজ অফিস গেল না?ওহ আজ তো শুক্রবার ছুটির দিন,,যাক ভালোই হলো,,আমি উঠে শাওয়ার নিয়ে নিলাম,,সবুজ কালার ব্লাউজ আর পেটিকোট পরে বের হলাম,,ভাইয়া নেই হয়ত উঠে বাহিরে গিয়েছে,,আমি আয়নার সামনে দারিয়ে দারিয়ে শাড়ি পরার চেষ্টা চালাচ্ছি কিন্তু প্রতিবারই ব্যার্থ হচ্ছি,,বিরক্ত হয়ে শাড়ি অর্ধেক পেচিয়ে দারিয়ে আছি,,তখনি বারান্দা থেকে নিহান ভাইয়া বের হলো,,আয়নায় তাকে দেখে নিজেকে ঢাকার জন্য বেস্ত হয়ে পরলাম,,
নিহান উঠে ওয়াশ্রুমে যেতে চাইছিলো বন্ধ পেয়ে ভাবলো রাহা,,তাই বারান্দায় গেল একটু ফ্রেশ হাওয়া নিতে,,রুমে এসে আজকেও রাহাকে ব্লাউজ আর পেটিকোটে দেখল,,সবুজ কালার ব্লাউজে রাহাকে আরো সুন্দর লাগছে,,রাহা কি সত্যিই এত সুন্দর?কই আগে তো কখনো দেখিনি?হয়ত তেমন তাকাইনি,,এইসব ভেবেই রাহার দিকে তাকিয়ে তাকিয়ে এগুচ্ছে নিহান,,
নিহান ভাইয়াকে নিজের দিকে এগুতে দেখে আমি বেশ ঘাবরিয়ে গেলাম,,শাড়ি দিয়ে নিজেকে ঢেকে নিলাম,,,আমার কাছে এসে দারিয়ে শাড়িটা নিজের হাতে নিল,,আমি দিতে চাইলাম না,,ভাইয়া ধমক দিয়ে বলল,,
‘দে আমি পরিয়ে দেই?’
‘আপনি পারবেন নাকি?’
‘নিজে তো পরতে পারিস না,,আমি পরিয়ে দেই তাও বাধা দিচ্ছিস?’
‘আপনি কেন পরাতে যাবেন?আন্টিকে ডেকে দিন একটু সেই পরিয়ে দিবে,,’
‘বেশি কথা ছাড়া কি তুই থাকিতে পারিস না নাকি?’
‘নাহ আপনি বরং,,,’
আমার কথা শেষ না হতেই ভাইয়া একটানে আমার শরির থেকে শাড়ি সরিয়ে ফেলল,,আমার চোখ অটোমেটিক বড় হয়ে গেল,,ভাইয়া এ কি করলো?
চলবে,,
(ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন🖤)
#I_Love_U
#part_10
#sarika_Islam
নিহান একটানে আমার শরির থেকে শাড়িটান দিল,,আমি ফেলফেল চোখে তাকিয়ে রইলাম নিহান এইটা কি করল?নিহান শাড়ি নিয়ে পরানো শুরু করলো,,কুচি দেওয়ার সময় নিহানের হাত আমার পেটে লাগছে আমার শরির শিহরন হয়ে উঠলো,,কেমন এক অজানা অনুভুতি হচ্ছে,,আমি চোখ বুজে নিলাম,,নিহান আমার কুচি ধরে দিচ্ছে আমি নিচ নিহানের দিকে তাকিয়ে আছি,,কতই না সুন্দর এই দৃশ্য,নিহান যতই আমাকে নিজের স্ত্রী হিসেবে মানে না কিন্তু কেয়ার ঠিকি করে,,এই ভেবে অটোমেটিক আমার মুখে হাসি চলে আসলো,,নিহান শারি পরানো সেই কবে শেষ করেছে আমি তার দিকে তাকিয়েই আছি কোন হুশ নেই,,আমার মুখের সামনে তুরি বাজাতেই আমার হুশ ফিরে,,
‘নে পরানো শেষ,,’
আমি আয়নায় নিজেকে দেখে বললাম,,
‘ওয়াও,,আপনি তো খুব ভালোই পরাতে পারেন!!কোথা থেকে শিখলেন?নিহা আপুকে পরিয়ে?’
নিহা আপুর কথা বলায় সে এক চিল্লান দিয়ে বলল,,
‘নিহাকে আমি পরাতে যাবো কেন?এভাবেই টিউটোরিয়াল দেখেছিলাম বউর হেল্প করবো বলে,,’
বলেই ওয়াশ্রুমে চলে যেতে নিলে আবার ফিরে এসে আমার মুখের সামনে আঙ্গুল তুলে বলল,,
‘আর নিহাকে ভালোবাসতাম,,’
‘আর এখন?’
না উত্তর দিয়ে আবারও চলে গেল,,ধুর নিহান কখনো এই বাকিটার উত্তর দেয় না,,থাক তাও শাড়ি পরলো দেখে হাসি মুখে নিচে গেলাম,,আমাকে এভাবে হেসে নামতে দেখে মাহি এসে পিঞ্চ মেরে বলল,,
‘কিরে এত খুশি?ভাইয়া কি কিছু করলো নাকি?’
আমি লজ্জা পেয়ে মাহিকে একটা থাপ্পর দিলাম,,
‘ধুর বেয়াদপ এইসব কি বলিস?জানিস নিহান আমায় শাড়ি পরিয়ে দিয়েছে,,’
‘ভাই!!!’
‘হুম,,’
বেশ লজ্জা পেলাম,,মাহি বলল,,
‘ধ্যাত,,এইটাতে খুশির কি আছে?’
‘চুপ তুই বুঝবি না,,’
ভেংচি দিয়ে উঠে পরলাম,,রান্না ঘরে গিয়ে নিলা আন্টিকে পিছন থেকে জরিয়ে ধরে বললাম,,
‘আন্টি কি রান্না করছো?দাও আমিও করি,,’
বলেই তার সামনে আসলাম,,আন্টি আমার মুখে হাত দিয়ে বলল,,
‘কিরে বাচ্চা আজ খুশি?’
‘এভাবেই,,’
বলেই নাস্তা রেডি করতে লাগলাম,,নাস্তা রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম,,সবাই বসে আছে,,নিহানও আজ সবুজ কালারের শার্ট পরেছে কালো পেন্ট চুলগুলো ভেজা কপালে পরে আছে,,ওয়ায় মেচিং মেচিং,,নাস্তা শেষে আমরা সবাই সোফায় বসলাম,,আংকেল বলল,,
‘আজ বিকেলে আমরা ঘুরতে যাবো,,’
ঘুরা জিনিসটা আমার আর মাহির বরাবরই অনেক পছন্দের,, আমি আর মাহি এক্সাইটেড হয়ে বললাম,,
‘কোথায়?’
‘একটা নতুন কেফে হয়েছে সেখানে,,’
‘আচ্ছা,,’
‘বিকেলের দিকে সবাই রেডি থাকিস,,’
আমি আর মাহি বসে বসে ডিসাইড করছি কে কি পরবো,,আমরা শাড়ি পরবো আন্টিও,,তিনজন এরকম পরবো,,গোলাপি কালার,,
বিকেলে,,
আমি আর মাহি রেডি হতে লাগলাম,,আন্টি প্লান চেঞ্জ করে ফেলেছে সে নাকি বোরকা পরবে,,ইয়াংরা শারি পরবে মানি আমরা দুইজন,,আমরা পাচটার দিকে রেডি হয়ে গেলাম,,বেশি সাজিনি,,গোলাপি শাড়ি কালো ব্লাউজ,,গোলাপি ঝুমকো চুলগুলো হাল্কা বড় তাই ছেরেই রাখলাম,,নুড লিপস্টিক,,চোখে কাজল লাইনার দিলাম,,ব্যাস হয়ে গেছে সাজ,,মাহিও আমার মতো সেম সাজ,,নিচে আসলাম আমরা,,আন্টি আংকেলও রেডি,,নিহান ভাইয়া সকালের সেই ড্রেস পরে নিচে আসলো,,আমরা তাকে দেখে হা হয়ে গেলাম সে এভাবে কেন?রেডি হলো না যে?নিহান নেমে এসে আংকেলের সামনে দারিয়ে বলল,,
‘আমি যাবো না বাবা তোমরা যাও,,’
‘সে কেমন কথা?সপ্তাহে একদিন পাস ফেমিলির জন্য তাও যদি ফেমিলির সাথে না থাকিস তাহলে হলো?আর এখন তো তোর বউও আছে চল?,,’
বউ আছে বলায় নিহান রাহার দিকে তাকালো,,গোলাপি শাড়িতে পুরো গোলাপি পরি লাগছে,,,অনেক আবেদনময়ী লাগছে রাহাকে,,তারাতারি রাহার থেকে চোখ সরিয়ে নিল,,আর উপরে চলে গেল,,আংকেল বলল,,,
‘চলো আমরাই যাই,,ও যখন একবার না বলেছে সেইটা আর হ্যা হবে না,,’
আমরা সবাই বাড়ি থেকে বের হলাম,,আমি বারে বারে পিছে ফিরছি যদি নিহান চলে আসে এই আশায়,,কিন্তু নাহ নিহান আর আসলো না,,আমরা গাড়িতে উঠে পরলাম,,বেশকিছুক্ষন পর আমরা একটা ক্যাফেতে আসলাম,,ক্যাফেটা বেশ সুন্দর সামনে সরু রাস্তা,,চারদিকে ভাসমান বসার যায়গা,,আর মাঝে পুকুর সেখানে নৌকা চলাচল করছে,,আবার পুকুরে ফুলও আছে পদ্মফুল,,আমরা ঘুরতে লাগলাম একেক যায়গায় গিয়ে গিয়ে পিক তুলতে লাগলাম,,
সন্ধ্যার দিক দিয়ে হঠাৎ নিহানের আগমন,,আমরা সবাই নিহানকে দেখে বেশ অবাক হলাম,,যে বান্দা একবার যা বলে তাই করে তাহলে আজ কি হলো?আংকেল আন্টি নিহানকে দেখে প্রথমে অবাক হলেও পরে হাল্কা হাসলো,,নিলা আন্টি নিলয় আংকেলকে বলল,,
‘যাক বউর প্রতি একটু আকর্ষিত হচ্ছে,’
‘হুম,,’
আংকেল নিহানকে জিজ্ঞেস করলো,,
‘তুই জানলি কি করে আমরা এখানে?’
নিহান পকেটে হাত গুজে বলল,,
‘মাহি বলেছে,,’
আমরা ঘুরতে লাগলাম যেখানেই যাচ্ছি আমি আর মাহি নিহান আমাদের পিছে পিছেই আসছে,,আমরা কি হারিয়ে যাবো নাকি আজব?এত্ত ভালোবাসা দেখানের কি আছে?যা সত্যি নেই তা দেখিয়ে লাভ কি?আমি মাহিকে বললাম,,
‘মাহু চল আমরা নৌকায় চড়ি?’
‘আচ্ছা চল,,’
আমরা আংকেল আন্টির থেকে পারমিশন নিয়ে নৌকায় চড়বো সেখানেও নিহান?নিহান আমাদের সাথেই উঠলো,,আমার পাশে বসলো একদম গা ঘেঁষে ,,আমি নিহানের দিকে তাকালাম কিন্তু নিহান একটু আমার দিকে তাকালো না হুহ “পাত্থার দিল”,,আমি পানিতে হাত দিয়ে পদ্মফুল নিতে নিলাম একটু দুরেই পদ্মফুলটা আমি এগুতে গিয়ে পরে যেতে নিলে নিহান আমার হাত ধরে ফেলল,,
‘এখনি যদি পরে যেতি তারপর কি হতো?আমাকে বলতি আমি দিতাম?নাহ আমাকে কেন বলবি তুই তো সব পারিস!’
আমাকে বকা শুরু করলো নিহান আমি নিহানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি,,একি নিহান ভাইয়া?যে আমাকে একটুও দেখতে পারতো না?আর এখন এত্ত কেয়ার?এইসব ভেবেই একটু খুশি হলাম,,
রাত 8টার দিকে আমরা বাড়ি ফিরলাম,,বেশ টায়ার্ড লাগছে,,ফ্রেশ হয়ে এসে নিচে সোফায় গিয়ে বসলাম আমি আর মাহি আজকের পিক গুলো দেখতে লাগলাম,,সব পিকগুলোই অনেক সুন্দর হয়েছে,,নিহান টাউজার আর একটা টি-শার্ট পরে নিচে নামলো,,সেও সোফায় বসে বসে ফোন গুতাচ্ছে,,মাহি বলল,,
‘আমি এগুলো এখনি ছারছি,,’
‘আমাকেও টেগ দিস,,’
নিহান ফোনের দিকে তাকিয়ে বলতে লাগলো,,,
‘রাহাকে টেগ দিবি না,,’
আমি নিহানের দিকে তাকিয়ে বললাম,,
‘কেন দিবে না আমার ইচ্ছা আপনার কি?’
এই কথা বলায় নিহান আমার দিকে চোখ গুলো ছোট ছোট করে তাকালো,,,আমি আর কিছু বললাম না মাহিও টেগ দিল না ধুর জীবনটাই বেদনার,,
রাত দশটার দিকে আন্টি বলল,,
‘আমি ঘুমুতে যাই অনেক টায়ার্ড লাগছে,,’
আংকেলও চলে গেল,,মাহিও হাই তুলতে তুলতে চলে গেল,,আমার তো এইখান থেকে নড়তেই ইচ্ছে করছে না মন চাইছে এইখানেই শুয়ে থাকি,,নিহান উঠে সিড়ির সামনে চলে গেল,,আমার ব্যাক করে এসে পকেটে হাত গুজে হাল্কা ঝুকে বলল,,
‘আপনাকে আলাদা ভাবে বলতে হবে নাকি?’
আমি সোফায় অর্ধেক শুয়ে বললাম,,
‘আমার উঠতে ইচ্ছে করছে না আপনি বরং গিয়ে ঘুমিয়ে পরুন,,আর এভাবেও আপনি তো চান না আপনার আশেপাশে আমাকে,,’
বলেই আমি চোখ অফ করে নিলাম,, নিহান কর্কশ গলায় বলল,,
‘লাস্ট বার বলবো যাবি নাকি?’
‘যাবো তবে কোলে উঠিয়ে নিয়ে গেলে,,হেটে একদমিই যেতে ভালোলাগছে না,,’
নিহানের দিকে তাকিয়ে দেখি নিহান আমার দিকে কেমন করে তাকিয়ে আছে,,আমি জানি নিবে না সো চিল,,আমি এখানেই ঘুমাবো আজ,,কিন্তু আমার চিন্তাভাবনাকে ভুল প্রমান করে নিহান আমাকে কোলে তুলে নিল,,আমি সম্পুর্ন হা হয়ে আছি,,নিহান আমাকে একদম নিজের সাথে লাগিয়ে রেখেছে আমি নিহানের গলা জরিয়ে আছি,,সিড়ি দিয়ে উঠে রুমে গিয়ে আমাকে বিছানায় বসালো, ওয়াশ্রুমে চলে গেল,,আমি ভাবতে লাগলাম,,নিহান কি সত্যিই উঠালো নাকি স্বপ্ন দেখছি,,নিজেকে চিমটি কাটলাম,,”আউচ” তাহলে এইটা সত্যি,,প্রচুর ঘুমে ধরেছে আর কিছু না ভেবে ঘুমিয়ে পরলাম,,,
নিহান ওয়াশ্রুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে রাহা ঘুমিয়ে গেছে,,একদম এলোমেলোভাবে শুয়ে আছে,,মেয়েটা বাচ্চাই রয়ে গেল,,,ভেবেই নিহান হাল্কা হাসলো,,রাহার পাশে গিয়ে বসলো মুখের উপর থেকে চুলগুলো আলতোভাবে সরিয়ে দিল,,একদম বাচ্চা বাচ্চা লাগছে দেখতে সবুজ শাড়িতে আরো মায়াবি লাগছে,,বারান্দা দিয়ে বাতাস আস্তে লাগলো বাতাসে পেটের দিক দিয়ে শাড়িটা সরে গেল,,নিহানের চোখ সেখানে আটকে গেল,,আবার তারাতারি চোখ জোরা সরিয়ে রাহার পাশ থেকে উঠে পরলো,,
নিহান এইসব কি হচ্ছে তোর সাথে?রাহার প্রতি আকর্ষিত হসনা,,কেন হবো না?ওতো এখন আবার বউই তাহলে বারন কই?কিন্তু তুই তো নিহানকে?নিহান নিজে নিজেই এইসব ভেবে আবার এংরি মুডে চলে গেল,,রাহার পাশে গিয়ে চুপচাপ শুয়ে পরলো,,
এভাবেই দেখতে দেখতে এক মাস হয়ে গেল তাদের বিয়ের,,এই একমাসে তারা কাছে এসেও আসেনি দূরে গিয়েও যেতে পারেনি,,নিহান এই কাছে আসে এই দূরে ঠেলে দেয়,,ধমক মারে হঠাৎ আবার হঠাৎ ঠান্ডা মিজাজ আমি এখন পর্যন্ত নিহানকে বুঝে উঠতে পারলাম না,,
আজ হঠাৎ মাঝরাতে ঘুম ভেংগে গেল,,আমি হাই তুলতে তুলতে উঠে বসলাম,,পাশ ফিরে তাকিয়ে দেখি ভাইয়া বেঘোরে ঘুমুচ্ছে,,ইসসস কত ঘুম রে বাবা,,এখন আমার একটুও ঘুম আসছে না কি করবো?আবার আইস্ক্রিমও খেতে ইচ্ছে করছে,,যেই ভাবা সেই কাজ,,ধীরে ধীরে উঠে পা টিপে টিপে রুমের দরজা খুললাম,,খুলে পিছে ফিরে দেখলাম ভাইয়া উঠেছে নাকি,,নাহ উঠেনি!!বাহিরে বের হয়ে আবার আস্তে করে দরজা বন্ধ করে দিলাম,,আগের মতোই পা টিপে টিপে সিড়ি বেয়ে নিচে গেলাম,,বিনা আওয়াজে ফ্রিজ খুললাম,,আইস্ক্রিমের বক্স বের করে একটা হাসি দিয়ে ফ্রিজ আটকে দিয়ে ঘুরবো কেউ আমার পিছে দারিয়ে আছে তাকে দেখে দিলাম এক চিৎকার,,,
‘আাাাাাাাাাা’
চলবে,,