I_Love_U #part_16 last

#I_Love_U
#part_16 last
#sarika_Islam

সকালে আজকেও নিহার মুখটা দেখতে হলো,,ঘরে এসে রাগ দেখিয়ে নিহানকে বললাম,,

‘ও যেন আর এই বাড়িতে না আসে নিহান বলে দিলাম,,’

নিহান রেডি হতে হতে বলল,,

‘কে?’

‘তোমার ভালোবাসা,,’

নিহান রেগে আমার কাছে এসে বলল,,

‘ভালোবাসা না অতীত,,আর তুই কেমন বউ হ্যা?অতীতের কথা বলে খোচা মারিস,,,’

আমি একটা ভেটকি দিয়ে বললাম,,

‘আমার খোচা মারতে মজাই লাগে,,’

নিহান আমার গলায় একটা কামড় দিল,,তখন দরজায় কেউ ঢুকে গেল,,দেখলাম নিহা আমাদের এভাবে দেখে উল্টো দিকে ঘুরে গেল,,যত্তসব ঢং,,নিহান বলল,,

‘নক না করে কারো ঘরে ঢুকতে হয় না জানো না?নিহাল এতটুকু শিখায় নি?তোমার না ভালোবাসা ও?’

নিহা কিছুটা লজ্জা পেল নিহালের কথা বলায় মাথা নিচু করে বলল,,

‘সরি আর হবে না,,’

‘আর হওয়ার সুযুগও আমি দিব না,,তুমি জবটা ছারতে পারো,,’

নিহা নিহানের মুখের দিকে তাকিয়ে কাদো কাদো হয়ে বলল,,

‘প্লিজ নিহান জবটা নিবে না,,নাহলে আমরা চলতে পারবো না,,’

আমি নিহার সামনে গিয়ে বললাম,,

‘আমাকে এত কিছু শুনানোর আগে মনে ছিল না এইসব?’

নিহা আমার দিকে হাত জোর করে কেদে দিয়ে বলল,,

‘সরি ভাবী আর বলবো না,,,লাস্ট বারের মতো মাফ করে দিন,,’

নিহান এসে বলল,,

‘নিজের সংসার তো ভালোই চালাচ্ছ অন্যের টায় কেন আগুন লাগাচ্ছো?আর লাগানোর চান্সও পাবা না তুমি,,’

নিহা আর কিছু বলতে নিবে নিহান হাত উচু করে বলে,,,

‘গেট আউট,,’

নিহাও চলে গেল,,আমি নিহানের দিকে তাকালাম,,কেমন করে বাহিরে তাকিয়ে আছে,,নিহানকে বললাম,,

‘তুমি এত কিছুও বলতে পারো?তা আজকে জানলাম,,,’

‘আমার ব্যাপারে আরো অনেক কিছু জানার বাকি আছে তোর,,’

বলেই অফিসের জন্য চলে গেল,,আমি চিন্তায় পরে গেলাম অনেক কিছু?আর কি আছে যা আমি জানি না?এখন এই আধা আধুরা কথাটা সারাদিন আমার মাথাটা খাবে,,নিচে গেলাম,,মাহিকে অনেক করে জিজ্ঞেস করলাম এমন কি আছে যা জানার বাকি নিহানের সম্পর্কে? কিন্তু না সে নাকি জানে না,আন্টিও নাকি জানে না হায় আল্লাহ তাহলে কে জানে?বিকেলের দিক দিয়ে টিভি দেখছি আর চকলেট খাচ্ছি,,হঠাৎ একটা রেসিপি চোখে পরলো কিভাবে চিকেন রোল বানায়,,আমি ভালো করে দেখে আন্টির কাছে গেলাম,,

‘আন্টি আজ চিকেন রোল বানাই?’

‘সেকি সেটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি?বানা,,’

আমি বানাতে চলে গেলাম মাহিকে নিয়ে গেলাম,,মাংসগুলো বের করে রান্না করতে লাগলাম এর মাঝে মাহি একটু হেল্প করে চলে গেল, আলিসা এক নাম্বারের,,আমি বানাতে লাগলাম,,ময়দা নিয়ে বেটেল বানাতে লাগলাম অনেক গরম লাগছে বানানো শেষ এখন রোল ভাজতে লাগলাম,,সন্ধ্যা হয়ে গেছে তখনি পিছন থেকে কেউ ঝাপটে ধরলো,,প্রথমে ঘবরে গেলেও পরে স্পর্শ নিচে চুপচাপ ভাজতে লাগলাম,,নিহান আমার ঘারে থুতনি রেখে বলল,,

‘বুঝলি কিভাবে আমি ধরলাম?’

‘তোমার স্পর্শ আমার চেনা হয়ে গেছে,,’

‘ওয়াহহ,,তো কি বানাচ্ছিস?’

‘চিকেন রোল,,আচ্ছা শুনো,,’

পিছে ঘুরলাম আমাকে দেখে নিহান ফিক করে হেসে উঠলো,,আমি ভ্রু কুচকে নিহানের দিকে তাকিয়ে বললাম,,

‘হাসছেন কেন?আমাকে দেখে কি জোকারের মতো লাগছে?’

নিহান আমার কাছে এসে হাস্তে হাস্তে বলল,,,

‘নাহ কিউট জোকার লাগছে,,কি অবস্থা করেছিস নিজের?মুখে ময়দা দিয়ে ভরে রেখেছিস,,’

আমাকে ময়দা সরিয়ে দিতে লাগলো,,হাস্তে হাস্তে বলল,,

‘তোর দারা যেইটা হয়না সেইটা কেন করতে যাস?’

‘হুহহ আমি সব পারি,,’

রোলগুলো নিহান আমার সাথে করে নিয়ে গেল ডাইনিং রুমে,,আমি উপরে ফ্রেশ হতে গেলাম একটু ফ্রেশ হয়ে আসি,,নিহানও ফ্রেশ হতে উপরে গেল,,সবাই রোল খেলে নিল,,আংকেল মুখটা একটু ইয়াম্মি টাইপ করে বলল,,

‘ওয়াও খুব ইয়াম্মি হয়েছে,,,নিশ্চয়ই রাহা বানিয়েছে?’

আমি হাল্কা হাসলাম সবাই এক এক করে খেল,,কিচ্ছুক্ষন গল্পগুজব করে রাতের খাবার খেয়ে উপরে গেলাম,,আমার আবার সকালের সেই কথা মাথায় ঝেকে বসলো নিহান নিজের লেপটপে কাজ করছিল আমি তার পাশে গিয়ে বসলাম তার দিকে মাসুম চেহারা করে বললাম,,

‘আমি আর এমন কি নেই যা জানি না?’

নিহান লেপটপ থেকে মুখ উঠিয়ে আমার দিকে অবাক ভাবে তাকিয়ে বলল,,

‘মানি?’

‘তুমি না সকালে বললে আমি এখনও অনেক কিছুই জানি না তোমার সম্পর্কে!!’

নিহান আমার কথা হয়ত বুঝছে,,লেপটপ্টা সাইডে রেখে আমার দিকে কিছুটা এগিয়ে এসে আমাকে একদম তার দিকে ঘুরিয়ে নিয়ে বলল,,

‘আমার ব্যাপারে তোর জানতে ইচ্ছে হয়?’

‘হুম অবশ্যই জানবো না,,’

‘আমার সম্পর্কে,,,’

বলতে বলতে আমাকে একদম তার সামনে এসে বসালো,,আমার কোমরে হাত দিয়ে গালে একটা চুমু দিয়ে বলল,,

‘আমি অনেক রোমান্টিক এইটা জানিস না আমার ব্যাপারে,,’

বলেই আরেক গালে আরেকটা চুমু খেল,,আমি তো ভেবেছিলাম কি না কি জানি না এখন দেখি এইসব,,হায় আল্লাহ, তাহলে না জানাই ভালো ছিল,,

‘I Love U,,’

বলেই নিহান আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আমিও জরিয়ে ধরলাম,,

———-🖤🖤সমাপ্ত🖤🖤————

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here