তবুও তুমি পর্ব ১১ (শেষ)

তবুও তুমি
পর্ব ১১ (শেষ)
লেখিকা -লামিয়া রহমান মেঘলা
রোদ আমাকে জড়িয়ে ধরে বসে আছে।
কেন আছে কে জানি।
আমি চুপচাপ তার বাহুডোর বাঁধা হয়ে আছি। হটাৎ ওর কি হলো আমি জানি না। এমন ব্যবহার কেন করছে ও।
–সরি ছোঁয়া।
–কি হয়েছে?
–ছোঁয়া।
আমি বুঝতে পারলাম ও কাঁদছে কিন্তু কেন কাঁদছে তা বুঝতে পারছি না।
আমি মুখ তুলে তার দিকে তাকায়।
–কি হয়েছে রোদ ।
–ছোয়া আমি জানতে পেরেছি কে অপরাধী।
আমি বুঝতে পেরেছি সব।
আমার দাদা জান তোমার মা বাবাকে মেরেছে।
ওরাই তোমার মা বাবাকে মেরেছে
আমি কথা দিচ্ছি আমি নিজে তোমার দাদা এর জীবন রক্ষার দায়িত্ব নিলাম।
এবং তোমার মা বাবা মৃত্যুর বিচার ও আমি দিবো।
–রোদ তুমি কেঁদো না।
–ভুল বুঝেছি ছোঁয়া তোমায় তোমায় মেরেছি আমি এই হাত দিয়ে। ক্ষমা করে দেও। আমাকে।
–এভাবে বলো না।
–কি বলব আমি দাদা জান আমাকে ছোট থেকে যা বুঝিয়েছে আমি সব সময় তাই বুঝেছি সব সময় তার কথা শুনেছি।
কিন্তু এখন আমার নিজেকে অসহায় লাগছে।
কোন আশা নেই।
সব কিছু ধোয়াসা হয়ে আসছে তোমায় কেন এতো কষ্ট দিয়েছি ছোঁয়া বলতে পারো।
–রোদ।
আমি রোদকে জড়িয়ে ধরলাম
–ভালোবাসি তোমায় তোমার দেওয়া কোন আঘাত আমাকে ব্যাথা দিতে পারবে না।
–আমি ভুল করেছি ছোঁয়া আমাকে ক্ষমা করো তুমি।। –
–রোদ তুমি যা করেছো না জেনে করেছো।
আমি তোমার সাথে আছি থাকবো সব সময়।
–আমি কেন তোমায় কষ্ট দিয়েছি ছোঁয়া।
–আবার সেই এক কথা কেন বলছো

–সরি ছোঁয়া।
রোদ আমাকে জড়িয়ে ধরে বসে আছে।
আমিও চুপচাপ ওর বুকের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছি।
,
,
,
,
দিম কেটে সন্ধ্যা হলো,
রোদ বসে আছে আমার পাশে।
হটাৎ কলিং বেল এর শব্দ।
আমি উঠে দরজা খুলতে অবাক।
ভাইয়া বর্ষা দাঁড়িয়ে।
আমি ভাইয়াকে জড়িয়ে ধরি।
–কেমন আছিস বোন।
–ভালো ভাই তুই কেমন আছিস?
–ভালো।
–ওদের ভেতরে আসতে দেও।
রোদের কথায় আমি ওদের নিয়ে ভেতরে এলাম।
–এবার পরিবার পূর্ণতা পাবে ছোঁয়া আমরা সবাই এক সাথে থাকবো।
–দাদা জান।।
–দাদা জান ক্ষমা চাইবে দেখো ছোঁয়া দাদা জান ছাড়দ পৃথিবীতে আমার কেউ নেই তুমি ওনাকে মাফ করে দেও।
রোদ আমার হাত ধরে কথা টা বলল।
আমি ভাইয়ার দিকপ তাকালাম
তখন দরজা দিয়ে দাদা জানের প্রবেশ।
–ছোঁয়া বর্ষন আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত জদিও তোমার মা বাবাকে ফেরত দিতে পারব না।
দয়া করে আমাকে ক্ষমা করে দেও।
–হ্যাঁ দিবো সত্যি আর কেন চাওয়া পাওয়া নেই।
ভালে থাকুন সুস্থ থাকুন আপনি আমাদের সাথে থাকুন।
বর্ষন ভাইয়ার কথায় ওর দিকে তাকালম
সত্যি আমার ভাই টা উদার মনের।
রোদ বর্ষন ভাইকে জড়িয়ে ধরল।
,
,।
রতে,
–কাল ফিরে যাবো আমরা ছোঁয়া।
–বাসায়।
–হ্যা আর কাল থেকে আমরা এক সাথে থাকবো।
–তুমি জানো হাজার ঝড় ঝাপটা সব কিছুর ভেতর দিয়ে তবুও তোমায় ভালোবাসি 💖
–তবুও তুমি💖
সমাপ্ত

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here