তবুও_তুমি💖 পর্ব_০৬

তবুও_তুমি💖
পর্ব_০৬
#লেখিকা-লামিয়া রহমান মেঘলা
ওয়াসরুমে গিয়ে আয়নায় তাকাতে দেখতে পেলাম আমার কাল রাতে শাড়িটা নেই অন্য একটা শাড়ি।
কিন্তু আমার শাড়ি কে বদলে দিলো।
এ বাড়িতে কোন মেয়ে মানুষ নেই তাহলে অবশ্যই রোদ ই পাল্টেছে।
বেশি চিন্তা না করে গোসল সেরে নিলাম।
বাইরে এসে চুল গুলো আঁচড়ে নিচে চলে এলাম।
রোদ এদিকে সব গুছিয়ে ফেলেছে।
আমি নিচে নামতে আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে চেয়ারে বসায় আর নিজে আমার পাশের চেয়ারে বসে পরে।
–নেও খেয়ে নেও।
–আপনিও খান।
–হুম।
রোদ খাবার খাচ্ছে আমি খাবার খাওয়ার মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছি।
সে খুবই তৃপ্তি করে খাচ্ছে।
–তোমার রান্না অনেক দিন পরে খাচ্ছি।
বাইরে গিয়ে খুব মিস করতাম।
মনে আছে আগে তুমি রোজ আমার জন্য রান্না করতে।
রোদর কথায় আমার মনে পড়ে গেল পুরোন সে দিন গুলোর কথা,
ছোঁয়া তখন ক্লাস ১১ তে সবে উঠেছে,
অতিত,
–বর্ষা (ছোঁয়ার বান্ধবি)
–কি রে?
–দেখ আমি তো ভুলেই গেছি রোদ আমার জন্য অপেক্ষা করছে কলেজের বাইরে আমি ওকে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে রেখেছি তাও ওই খাটাস পোলার গলে কথা কইতে গিয়ে।
কেন যে পথ আটকালো।
রোদ তো রেগে আছেই এখন যদি জানতে পারে এটা পেলার গলে কথা কইছি তাইলে আমারে মাইরে ফেলবে।
কি করতাম ক তো।
–তোর একটু বাড়াবাড়ি তোকে বললাম চল তুই মজে গেলি।
–আরে ধুর আমি কি জানতাম নাকি ওই বেদ্দপ আমরে প্রপোজ করবে।
–হ জানতে না আমি বলেছিলম এখন বুঝো ঠেলা।
–দেখ বর্ষ প্লিজ কিছু কর হেল্প কি।
–একটা আইডিয়া আছে কিন্তু যদি তুই পারিস তবে।
–কি আইডিয়া।
–রান্না পারিস তো তাই না।
–হুম।
–তো এই ১ বছর হলো কখনো রোদকে রান্না করে খাইয়েছিস?
–না।
–হুম তুই গিয়ে ওকে তোর রান্না করা খবার খাইয়ে বলবি সরি ফর লেট।
–তাতেই হবে সিওর তুই?
–হ্যাঁ তাতেই হবে সিওর আমি।
–আচ্ছা তাহলে এখন।
–এখন তো ভাইয়া কিছু বলবে না চুপচাপ গাড়ি চালিয়ে বাসায় যাবে তাই না।
–হুম তা তো।
–বাসায় গেলে ওনার হাত ধরে ঘরে বসাবি তার পর রান্না করবি।
–আচ্ছা ধন্যবাদ বাবু।
–ধুর চল।
ছোঁয়া বর্ষার সাথে রোদের কাছে যায়।
রোদের মুখ দেখে বুঝা যাচ্ছে রোদ বেশ রেগে।
ছোঁয়া চুপচাপ রোদের সাথে বাসায় চলে আসে।
গাড়ি থেকে নেমে,
–রোদ।
–হুম (গম্ভীর ভাবে)
–চলুন একটা জিনিস দেখাবো।
রোদ কোন কথা না বলে ছোঁয়ার সাথে হাঁটা শুরু করলো।
রোদ ছোঁয়ার বেডরুমে গিয়ে ছোঁয়ার পড়ার টেবিলের চোয়ার টেনে বসে।
রোদ আর যাই করুক কখনো ছোঁয়ার কথা ফেলে নি।
ছোঁয়া দৌড় দিয়ে রান্না ঘরে চলে যায়।
এক বাটি নুডলস বানিয়ে নিয়ে ঘরে আসে।
রোদ ছোঁয়ার বই গুলো দেখছিল।
ছোঁয়া বাটি নিয়ে রোদের দিকে এগিয়ে আসে,
–সরি ফর লেট আর এমন হবে না।
ছোঁয়ার নরম গলার কথা শুনে রোদ ছোঁয়ার দিকে তকায়।
হাতের বাটি দেখে রোদ কিছুটা অবাক হয়।
–কি এগুলা?
–নুডলস।
–(রোদ ভ্রু কুঁচকে তাকায়)
–আরে আমি রান্না করেছি আপনার জন্য।
রোদ হেসে দেয়
–তুমি রান্না পারো?
–হ্যাঁ।
–আগে তো বলো নি।
–এখন তো বলছি রাগ কমছে?
রোদ হেসে বলল,
–ছোঁয়া রানি তুমি আমার মনের রানি তোমার উপর রাগ করে থাকা যায় না।
রোদ ছোঁয়ার রান্না খাবার খেয়ে প্রসংশায় পঞ্চমুখ।
ভালোবাসে যে মেয়েটাকে তার সব কিছুই ভালোবাসে রোদ।
বর্তামান,
–ছোঁয়া এই ছোঁয়া।
–হুম।
–খাচ্ছো ন কেন শরীর খারাপ করেছে।
–না তেমন কিছু না খাচ্ছি।
ছোঁয়া রোদ খাবার শেষ করে।
,পুরোটা দিন মেঘলা আকাশ ছিল।
বিকালেও ফুরফুরে বাতাস সাথে মেঘ মেঘ করা আকাশ।
–ছোঁয়া।
–জি।।
–চলো যাবে না?
–ওই জায়্গায় (হাসি মুখে)
–হুম৷।
–আচ্ছা চলুন।।
–তুমি একটা লাল শাড়ি পরো।
–লাল শাড়ি কেন?
–এমনি পরে এসো।
রোদের কথার জন্য একটা লাল শাড়ি পরলাম।
চুল গুলো বেঁধে একটু লাল লিপস্টিক দিয়ে রোদের সাথে বের হলাম।
রোদ কিছু সময় রাস্তা ধরে ড্রাইভ করার পর একটা বাড়ি নিয়ে গেল আমাকে।
সেখানের সবাই রোদকে আর আমাকে দেখে খুব খুশি তারা ব্যাস্ত হয়ে পরলো।
–আরে চাচু কিছু করা লাগবে না তোমাদের বউ মা ওই ঘের টা ঘুরে দেখতে চায় তাই নিয়ে এলাম (রোদ)
–এ তো বড়ো ভালো কথা। তুই বস বাবা আমি আবির কে বলছি
আবির রহিম চাচার ছেলে।
–আচ্ছা চাচা আবির এখন কি করে।
–ও এখন ইন্টার ২য় বর্ষে পড়ালেখা করতেছে।
–আচ্ছা বড়ো হয়ে গেছে।
–হ ছেলে পোলা বড়ো তো হবেই এক দিন।
কথায় কথায় আবির চলে আসে।
আবির আশার পর আমরা রওনা দেয় বিলের মাঝের উদ্দেশ্যে,
চারি দিকে পানি আমি পনির দিকে তাকাচ্ছি না ভয় করছে।
রোদ এসে আমার হাতটা ধরে এসেই যেন ভয়টা কাটিয়ে উঠতে পারি।
আর চারিদিকের শান্ত পরিবেশ ফুরফুরে বাতাস উপভোগ করতে শুরু করি।
কিছু সময় পর আমরা সেই ঘেরে পৌঁছে যায়।
সেখানে নানা রকম ফলের গাছ আর ভেতরে মাছের চাষ।
খুব ভালোই কাটলো সময়।
রোদ কিছু ছবি তুললো।
ঘুরে দেখলাম সব টা।
ভয় করে নি আমার।
কারন রোদ আমার হাতটাই ছাড়ে নি।
আমার শুধু মনে হচ্ছিল ওর সাথে কেন আমার এতো দুরত্ব কেন ওকে আমি ভালোবেসেও বলতে পারি না।
কেন এমন হয় সব সময় আমার ভালোবাসার মানুষ গুলোকেই দুরে রাখতে হয়।
অনেক দুরে তাদের কে কষ্ট দিতে হয়।
আমিও কষ্ট পায় ওরাও কষ্ট পায়।
–ছোঁয়া।
–হুমম।
–এসো এদিকে এসো।
ওনার দিকে এগিয়ে গেলাম।
উনি আমার কানে একটা ফুল গুঁজে দিলো।। এখানে আবার ফুল গাছও আছে।
আমি হেসে দিলাম,
চলবে,
(আসসালামু আলাইকুম।
আমি আন্তরিক ভাবে দুঃখিত পর্ব ছোর হবার জন্য আমাকে ক্ষমা করবেন আমি একটু ব্যাস্ত তাই ছোট করে দিয়েছি।
ইনশাআল্লাহ কাল বড়ো দিবো।
দয়া করে বানান ভুল হলে ক্ষম করবেন আমি রিচেক দিতে পারি নি ❤️।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here