তোমার_খোঁজে_এই_শহরে,পর্ব:৫,৬

গল্পের নাম: #তোমার_খোঁজে_এই_শহরে,পর্ব:৫,৬
লেখিকা:#নবনী_নীলা
পর্বঃ৫:#এটা_কি_শুধু_ভালোলাগা?

সকালে কলেজে যাওয়ার সময় আজ ইয়াদ টয়াকে গেটের সামনে দেখলো না।প্রতিদিন টয়া এইখানে দাড়িয়ে থাকতো। কিছুদূর যাওয়ার পর পিছে তাকালো সে, আজ পিছু পিছুও আসছে না। ইয়াদ নিজের মতো করেই হাঁটছে তবে কেনো জানি আজ একা একা লাগছে এভাবে যেতেও ভালোলাগছে না।মেয়েটা সব সময় পিছু পিছু আসতো আজ আসেনি তাই কি এমন লাগছে। টয়া অসুস্থ নাতো? ভাবতে ভাবতে ইয়াদের কাল রাতের ঘটনা মনে পড়লো।
না অসুস্থ হবার কথা না কাল রাতে তো সেই বাঁদরের সাথে সুন্দর মতো নাচ্ছিলো। ভেবেই ইয়াদের গা জ্বলে যাচ্ছে। কেনো এমন হচ্ছে ইয়াদ জানে না।

আজকের দিনটা ইয়াদের খুবই বাজে গেছে। তার কিছুই ভালো লাগছে না। বাসায় এসে রুমের জানালার পর্দা সরালো টয়ার রুমে টয়া নেই। মেয়েটার হটাৎ আজ কি হলো? এতোক্ষণে স্কুল শেষে বাসায় আসার কথা। ইয়াদের চিন্তা হতে লাগলো।

বিকালে ইয়াদ নীচে নামলো। প্রায় নীচে টয়াকে দেখা যায় আজ সেটাও নেই। ইয়াদ হাঁটছিলো হটাৎ অপূর্বের সাথে দেখা। অপূর্ব ইয়াদের খুব ভালো বন্ধু। অপূর্ব ইয়াদকে প্রশ্ন করলো,” কিরে কোথায় যাচ্ছিস?”

–” এমনেই হাঁটতে বেরিয়েছি।”

–” চল সামনের মাঠে যাই। কোন স্কুলের নাকি অনুষ্ঠান হচ্ছে।”

ইয়াদ আসতে চাইলো না তবুও অপূর্ব জোড় করে নিয়ে আসলো। অন্য স্কুলের অনুষ্ঠানে যাওয়ার কোনো প্রয়োজন বোধ করছে না ইয়াদ। কিন্তু অপূর্ব নাছর বান্দা সে নিজেও যাবে ইয়াদকেও সঙ্গে নিবে।
সেখানে গিয়ে ইয়াদ একটা চেয়ার নিয়ে নিজের মতো বসে ফোন হাতে নিয়ে স্ক্রোল করছিলো। অপূর্ব বেশ আগ্রহ নিয়েই অনুষ্ঠান দেখছে আবার হাতে তালি দিচ্ছে। প্রায় পনেরো বিশ মিনিট তো হলো ইয়াদ বসে আছে। এখানে অহেতুক বসে থাকবার কোনো কারন খুজে পাচ্ছে না ইয়াদ। সে চলে যাবে বলে উঠে দাড়ালো এমন সময় একটা অ্যানাউন্সমেন্ট কানে এলো ।

” এবার মঞ্চে একক নাচের জন্য আসবে আমাদের পরবর্তী প্রতিযোগী অর্নিহা তাবাসসুম টয়া।”

এতটুকু শুনেই ইয়াদ চেয়ারে বসে পড়লো। টয়া নাচ পারে? তাহলে দেখে গেলেই হয়। অপূর্ব ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইয়াদের দিকে। ইয়াদ সেই দৃষ্টিকে তেমন গ্রাহ্য করলো না। অপূর্ব বললো,” কিরে তুই না চলে যাচ্ছিলি? বসে পড়লি যে?”

ইয়াদ আমতা আমতা করে বলল,” বসে পড়লাম কেনো ? আসলে ….. আমি ভাবলাম তোকে…. I mean তোর সাথেই যাই।”

অপূর্ব কথাটা ঠিক বিশ্বাস করলো না তবে আর কোনো প্রশ্ন করলো না। টয়া বাসন্তী রঙের শাড়ি পরে স্টেজে উঠলো। তার ছোট চুলগুলো খোঁপা করা। ইয়াদের মুখ হা হয়ে রইলো কারণ টয়াকে এতো মায়াবতী লাগছে যে তার দিকে সারাদিন অপলকে তাকিয়ে থাকা যাবে, কোনো ক্লান্তি আসবে না। এর মাঝে অপূর্ব বলে উঠলো,” মেয়েটাকে দেখ কি মিষ্টি দেখতে।”

ইয়াদ আড় চোখে অপূর্বের দিকে তাকালো।” এভাবে তাকাচ্ছিস কেনো? সুন্দরকে কি সুন্দর বলবো না।” অপূর্বর কথায় ইয়াদ কিছু বললো
না।

ইয়াদ অবাক হয়ে টয়ার নাচ দেখছে, খুব সুন্দর নাচে মেয়েটা। নাচের তালে চোখের যে খেলা সব মিলে অসাধারণ। পুরো ভিড়টা এখণ শান্ত সবই মন দিয়ে টয়ার নাচ দেখছে। অপূর্বর মুখ তো পুরো হা হয়ে গেছে তা বন্ধের নাম নেই। ইয়াদ হাত দিয়ে অপূর্বের মুখ বন্ধ করে দিতেই অপুর্ব সন্দেহর চোখে তাকালো কিন্তু কিছু না বলে দৃষ্টি সামনে স্থির করে রাখলো।

নাচ শেষে টয়া স্টেজ থেকে নেমে গেলো। টয়ার বুক ধড়ফড় করতে লাগলো কারন তার মনে হয়েছে ভিড়ের মাঝে ইয়াদকে দেখেছে সে। টয়া স্টেজ থেকে নেমে হাপাতে লাগলো। নিরব সেখানেই ছিলো, টয়ার অবস্থায় দেখে বললো,” কিরে এমন কৈ মাছের মত ছটফট করছিস যে।”

টয়া বিস্মিত চোখে নিরবের দিকে তাকিয়ে আছে। টয়া নিজেও বিশ্বাস করতে পারছে না ওটা ইয়াদ ছিলো। নিরব টয়ার অবস্থা দেখে একটু অস্থির হয়ে গেলো। নিরব একটা পানির বোতল খুলে টয়ার হাতে দিলো। টয়া একদৃষ্টিতে অন্য দিকে তাকিয়ে পানি খেলো। নিরব টয়ার হাত থেকে পানির বোতলটা নিয়ে বললো,” এমন করছিস কেনো এবার বল।”

টয়া একটা ঢোক গিলে বললো,” ইয়াদ এখানে এসেছে!”। টয়ার কথা শুনে নিরবের রাগ হলো এমন ভাব করছে এ মেয়ে যেনো কোনো হলিউড সিনেমার হিরো এসেছে। নিরব বিরক্তি নিয়েই বললো,” তাতে হয়েছে টা কি?”

টয়া মাথা নাড়িয়ে বললো,” তুই বুঝতে পারছিস না।” টয়া আর কিছু বলার আগেই নিরব ওকে থামিয়ে দিয়ে বললো,” আমার বুঝেও কোনো কাজ নেই। কি আছে ঐ ছেলের যে তাকে এতো প্রায়োরিটি দিতে হবে?”

টয়া নিরবের কথা শুনে চুপ করে গেলো। নিরব আবার প্রশ্ন করলো,” কিরে বল ওই ছেলের মাঝে কি পেয়েছিস তুই?”

টয়া কিছু বললো না কারন সে নিজেও জানে না ইয়াদকে কেনো তার এতো ভালোলাগে। ইয়াদের আশে পাশে থাকলে অদ্ভুত এক অনুভুতি কাজ করে। সে অনুভুতি অনেক আলাদা।সব কিছু ম্যাজিকাল মনে হয়। এটা কি শুধুই ভালোলাগা?

টয়া সেই প্রতিযোগিতায় প্রথম হয়। ইয়াদ পুরস্কার দেওয়া পর্যন্ত সেখানে ছিল। এদিকে অপুর্ব ভেবেই পাচ্ছে না ইয়াদের মত ছেলে এতক্ষন একটা অনুষ্ঠানে কি করে বসে আছে। অপূর্ব অনেকবার যেতে চাইলো ইয়াদ নানা অজুহাত দেখিয়ে থেকে গেলো। টয়ার পুরস্কার পাওয়ার পর ইয়াদ উঠে দাড়ালো। অপূর্ব ঘাড় ঘুড়িয়ে ইয়াদের দিকে তাকালো। ইয়াদের মতিগতি সুবিদার লাগছে না তার। ইয়াদ অপূর্বকে বললো,” চল আর কত থাকবি?”
” এতক্ষন যে আমি যেতে বলেছিলাম তার বেলায়? আসছে এখন চল বলতে।”, বেঙ্গ করে বলে উঠে দাড়ালো অপূর্ব।

এদিকে টয়া নাচতে নাচতে নিরবকে পুরস্কার দেখাচ্ছে। নিরব টয়াকে থামিয়ে বললো,” হয়েছে থাম এবার। বাসায় চল আজ সারাদিন বাসার বাহিরে। আর ভাল্লাগছে না।”

নিরবের কথায় টয়া বলল,” আমি জিতেছি তাই তোর হিংসে হচ্ছে তাই না?”

নিরব হাত জুড়ে বললো,” বইন আর কথা বলিস না। চল বাসায় চল।”

টয়া হাঁটতে লাগলো, তার ভীষণ খুশি খুশি লাগছে। শাড়ি পড়ে সে ঠিকমতো হাঁটতে পারছে না। টয়া পরে যেতেই নিয়েছিলো তখনই নিরব টয়াকে ধরে ফেলে। ইয়াদ সেই সময় সেই রাস্তা দিয়েই যাচ্ছিলো।পুরো ঘটনাটা ইয়াদের সামনেই ঘটে যদিও টয়া সেটা খেয়াল করেনি কিন্তু নিরব ইয়াদকে দেখে।

ইয়াদের সেদিনের কথা মনে পড়লো। সেদিনও তো টয়া পরে যেতে নিয়ে ইয়াদের শার্ট ধরেছিল। সবটা কি টয়ার নাটক ছিলো ? নাকি মজা ছিলো। না হলে একই ঘটনা আরেকজনের সাথে কি করে ঘটে। হতেই পারে সবটা মজা ছিলো, না হলে দিব্যি আজ ইয়াদকে ভুলে অন্য ছেলের সাথে ঘুরছে। সবটা ভেবে ইয়াদের রাগ বেড়েই চলেছে। মেয়েটার প্রতি দুর্বলতা তৈরি হয়েছে ইয়াদের, সেটা ইয়াদ নিজেও বুঝতে পারছে।

সকালে গেট থেকে বের হয়ে ইয়াদ টয়াকে দেখলো। ইয়াদ আজ নিজের মতো হাঁটতে লাগলো। টয়া আজ পিছু পিছু হাটছে না ইয়াদের পাশাপাশি হাঁটছে। ইয়াদ কিছু বলছেনা কারন তার এ কয়েকদিনের রাগ জমে মাথা ব্যাথা হয়ে আছে।
টয়া হাঁটতে হাঁটতে বললো,” আপনি কি কালকে আমাকে দেখতে মাঠে গিয়েছিলেন?”
টয়ার কথায় ইয়াদ চোখ বন্ধ করে নিজের রাগ সামলাতে চেস্টা করলো। লাভ হচ্ছে না এইসবের একটা শেষ হওয়া দরকার। ইয়াদ টয়া হাত ধরে টেনে ওকে প্রথম দিনের সেই জায়গায় নিয়ে এলো।

[ চলবে ]

গল্পের নাম: #তোমার_খোঁজে_এই_শহরে
পর্বঃ৬ : #হবে_কি_আবার_দেখা?
লেখিকা :#নবনী_নীলা
ইয়াদ টয়ার হাত ধরে টেনে টয়াকে প্রথম দিনের সেই জায়গায় নিয়ে এলো। টয়া হতবাক হয়ে গেছে। ইয়াদ বেশ রেগেই বললো,” সমস্যা কি তোমার? আমার পিছু নেও কেনো প্রতিদিন?”

টয়া আরো রেগে বললো,”আপনার পিছু নিতে যাবো কেনো? রাস্তা কি আপনার একার?”

ইয়াদ রাগ মিশ্রিত একটা নিশ্বাস ফেলে বললো,” হুম, জিজ্ঞেস করলে এটাই তো বলবে। সৎ সাহস থাকতে হবে তো তাই না। নাকি এটা কোনো ট্রিক? এভাবে নিশ্চই অনেক ছেলেকে ফাঁসিয়েছো।”

ইয়াদের কথায় টয়া আকাশ থেকে পড়ল। ইয়াদ এভাবে কথা বলছে কেনো তার সাথে আর ছেলে ফাঁসানো মানে। টয়া প্রথমে চুপ করে থাকতে চাইলো কিন্তু পড়ে সাহস করে দুই হাত শক্ত করে ধরে বলেই ফেলল,” ছেলে ফাঁসানো মানে?”

” হ্যা এখণ তো না বুঝার ভান করবেই। তা নতুন যাকে ফাঁসিয়েছো তাকে ছেড়ে আবার আমার পিছু নিয়েছো কেনো? তোমার লজ্জা করে না। এই বয়সে এইসব করে বেড়াচ্ছো রাস্তা ঘাটে, চুল বেঁধে দিচ্ছে, হাত ধরে টেনে তুলছে।”, বলেই ইয়াদ থেমে গেলো। সে উল্টা পাল্টা কিছু বলতে চায় না। টয়া স্তম্ভিত হয়ে গেছে। মাথা নিচু করে দুই হাত শক্ত করে ধরে দেওয়ালের সাথে ঘেঁষে দাড়িয়ে আছে। টয়ার হাত পা ঠাণ্ডা হয়ে গেছে। তাও চোঁখ তুলে বললো,” আপনি ভুল করছেন”

” শোনো আমি নিজের চোখে তোমাদের দেখেছি। আমারই ভুল হয়েছে তোমাকে সরল ভেবেছিলাম।তার চেয়েও বড় কথা আজকের পর থেকে আমি যেনো তোমাকে আমার আশে পাশে না দেখি।”, বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ইয়াদ চলে যায়।

টয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। চোঁখের পানি সে আটকাতে পারছে না। তার সম্পর্কে ইয়াদ এতো খারাপ ধারণা রাখে সেটা ভেবেই তার কষ্ট হচ্ছে। সে এতো খারাপ একটা মেয়ে, সেটা তার জানা ছিলো না। টয়া সেখানে হাঁটুতে মাথা রেখে বসে আছে, চোঁখের জল তার গাল বেয়ে নামছে।

______________________

ইয়াদ কিছুদূর গিয়ে বুঝতে পারলো সে কাজটা ঠিক করেনি। একবার ফিরে গিয়ে দেখতে ইচ্ছে হলো কিন্তু ইচ্ছাটা, ইচ্ছাই রেখে সে কলেজের বাসে উঠে গেলো। কলেজ থেকে ফিরে প্রচন্ড মাথা ব্যাথায় সে কিছুক্ষণ শুয়ে ছিলো। উঠে ফ্রেশ হয়ে বের হওয়ার সাথে সাথে তার মাকে বেশ চিন্তিত মনে হলো। ইয়াদ মাথা মুছতে মুছতে প্রশ্ন করলো,” কি হয়েছে মা?”

ইয়াদের মা অস্থির হয়ে বললো,” আরে আমাদের এলাকার একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু আগেই মাইকিং করে গেলো। আল্লাহ যেনো মেয়েটাকে সুস্থ ভাবে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয়।”

ইয়াদ বড়ো রকমের একটা ধাক্কা খেল। এলাকার একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ইয়াদ ছুটে নিজের রুমের পর্দা সরিয়ে টয়ার রুমের দিকে তাকালো টয়া রুমে নেই। তাহলে যাকে খুজে পাওয়া যাচ্ছে না সে কি টয়া? ইয়াদ চিন্তায় পড়ে গেল। মেয়েটাকে বেশি বেশি বলে ফেলেছে ইয়াদ, তার জন্যই কি বাসায় ফিরে নি? ইয়াদ চুপ করেও বসে থাকতে পারছেনা অনেক গিল্ট ফিল হচ্ছে। কিছু না ভেবেই ইয়াদ বাসা থেকে বেরিয়ে এলো, কি করবে এবার। এমন হতে পারে মন খারাপ করে আগের জায়গায় বসে আছে, বাসায় যায় নি।

ইয়াদ আর অপেক্ষা করল না দৌড়াতে শুরু করল। সেখানে পৌঁছে ইয়াদ আরেকটা ধাক্কা খেলো। টয়ার ব্যাগ পরে আছে কিন্তু টয়া কথায়? ইয়াদ কিছু ভাবতেও পারছেনা ভাবতে গেলেই বুকের ভেতরটা কেমন করে উঠে। ইয়াদ অনেক চিন্তা করলো কোথায় থাকতে পারে টয়া। কাশফুলের মাঠে যায় নি তো।
এটাই শেষ আশা, ইয়াদ আর দাড়ালো না। কিছুক্ষণ পরই সন্ধ্যা তার আগেই মেয়েটাকে খুজে বের করতে হবে।

টয়া কাশ ফুলের সেই মাঠে মাথা নিচু করে বসে আছে। এক মুহুর্তে যেনো তার পৃথিবীটাই পাল্টে গেছে। ষোলো বছরের একটা মেয়ের কাছে এই অনুভুতিগুলো অনেক বেশি মূল্যবান। ইয়াদ না বুঝেই সে অনুভূতিতে আঘাত করেছে।
নিরবও টয়ার নিখোঁজের সংবাদ পেয়ে ছুটে এসেছে। খুঁজতে খুঁজতে নিরব টয়াকে দেখলো স্কুল ড্রেস পরা অবস্থায় এক কোণে বসে আছে। নিরবের মাথায় রক্ত ওঠে গেছে। এই মেয়েকে খুঁজতে খুজতে সে পাগল হয়ে গেছে আর দেখো সে এখানে ঘাপটি মেরে বসে আছে। নিরব টয়ার হাত ধরে টেনে দাঁড় করালো। টয়া দাড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে কোনো কথা বলছে না।

নিরব ভেবেছিলো ইচ্ছা মতন বকবে টয়াকে কিন্তু টয়ার অবস্থায় দেখে নিরব আর কিছু বলতে পারলো না। অনেক কেঁদেছে বুঝাই যাচ্ছে চোঁখ মুখ ফুলে আছে, নাক লাল হয়ে গেছে।

নিরব বিচলিত হয়ে প্রশ্ন করলো,” কি হয়েছে তোর? এমন লাগছে কেনো তোকে?”

টয়া কোনো কথা বললো না। নিরব বুঝতে পেরেছে কোনো কারনে টয়া কষ্ট পেয়েছে কিন্তু কি সেটাই বুঝতে পারছে না। নিরব গলা নরম করে বললো,” কি হয়েছে তোর আমাকে বল। কেও খারাপ কিছু করেছে? টিজ করেছে? আমাকে বল, দেখ কি হাল করি।”

টয়া না সূচক মাথা নাড়ল তারপর আবার কাদতে লাগলো। নিরব কি করবে কিছুই বুঝতে পারছেনা না টয়াকে এভাবে দেখতেও ভালো লাগছে না তার। নিরব একটা নিশ্বাস ছেড়ে টয়াকে হাত দিয়ে আগলে টয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে লাগলো।

ইয়াদ খুঁজতে খুঁজতে টয়াকে পেয়েছিলো কিন্তু ইয়াদের পৌঁছানোর আগেই নিরব এসে টয়াকে টেনে তুলে তাই ইয়াদ আর আগায় না।
টয়াকে নিরব সেখান থেকে নিয়ে যায়।
ইয়াদ পুরোটা দেখে চোখ বন্ধ করে একটা নিশ্বাস ফেললো।
রাত হয়ে গেছে কিন্তু ইয়াদের বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। এই মাঠে কিছুক্ষণ বসতে ইচ্ছে করছে এমনিতেও আর হয়তো আসা হবে না কোনোদিন এই মাঠে।
ইয়াদ সেই জায়গায় গিয়ে চুপ করে দৃষ্টি সামনে স্থির করে বসে রইলো। কাল সে চলে যাচ্ছে, এই শহরে আর কোনোদিন আসা হবে কিনা সে জানে না।

টয়া মেয়েটির সাথে কি তার আর কোনোদিন দেখা হবে? যাকে যাবার আগে একরাশ কষ্ট দিয়ে ফেললো। ভালোই হয়েছে ঐ ছেলেটা আগে এসেছে ইয়াদ গেলে হয়তো বাসায়ও ফিরতে চাইতো না। ইয়াদ ঘাস ভরা সে মাঠে শুয়ে পড়লো। এভাবে আকাশ দেখতে অনেক ভালো লাগে, কি সুন্দর তারা জ্বলছে। টয়া কি এভাবে ঘাসে শুয়ে কোনোদিন আকাশ দেখেছে? চোখ বন্ধ করে দুই হাত ঘাসে মেলে দিতেই ইয়াদের ডান হাতে কি যেন লাগলো। ইয়াদ ঘাড় উচু করে সেটা হাতে নিলো।

ঘড়ি মনে হচ্ছে। ইয়াদ শুয়ে ঘড়িটার দিকে তাকিয়ে রইল। ঘড়িটা টয়ার কিছুক্ষণ দেখার পর ইয়াদ বুঝতে পেরেছে। টয়া সেদিন হাত নাড়িয়ে এই ঘড়ি দেখিয়ে ছিলো।
ইয়াদ ঘড়ির দিকে তাকিয়ে যে জিনিস আবিষ্কার করলো, তা হচ্ছে ইয়াদের হাতের ঘড়ির সাথে এই ঘড়িটার অনেক মিল।

খুঁজে খুঁজে তার মানে একই ঘড়ি কিনেছে মেয়েটা। ঘড়িটার দিকে তাকিয়ে ইয়াদের মুখে হাসির ঝিলিক এলো।

পরের দিন সকালে ইয়াদরা চলে গেলো। যাওয়ার আগে ইয়াদ অনেক চেস্টা করেছে টয়াকে দেখতে কিন্তু পারে নি কারণ টয়ার রুমের সব পর্দা দেওয়া ছিলো। একবার দেখতে ইচ্ছা হয়েছিলো ইয়াদের কিন্তু সব ইচ্ছে পূরণ করতে নেই।

টয়া ইয়াদ গল্পটা কি এইটুকুই ছিলো? সব গল্পের শেষটা তো আর সুন্দর হয় না। তবে টয়া নামের এই মেয়েটিকে ইয়াদ কোনোদিন চাইলেও ভুলতে পারবে না কারন টয়া নামটি গভীর ছাপ ফেলেগেছে তার মনে।

[ চলবে ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here