সভ্যতার_সভ্য #নবমাংশ

#সভ্যতার_সভ্য
#নবমাংশ
#NishchupSpriha
==============
জাবির দৃষ্টিনন্দন পরিবেশ, বিভিন্ন প্রজাতির পাখি, প্রাকৃতির মনোমুগ্ধকর দৃশ্য, বিভিন্ন রংয়ের কাঠ গোলাপ সহ সবকিছুই সভ্যকে মুগ্ধ করতো।

সভ্য মাঝে মাঝে আফসোস করে বলে, ‘কেনো আমি মেডিকেলে পাইলাম জান! উফ! তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে।’
ওর কথা শুনে আমি হা হা করে হেসে ফেলি।

আস্তে আস্তে আমার প্রাণের জাবিতে আমার থাকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

আজ পরিক্ষাও শেষ হয়ে গেলো। দেখতে দেখতে কিভাবে পাঁচটা বছর চলে গেলো বুঝতেই পারলাম না। হলে কিছুদিন থাকতে পারব… তারপর রুমও ছেড়ে দিতে হবে।

আমার রুমে এখন আমি একাই সিনিয়র। বাকি তিন জনই আমার জুনিয়র, কাছের বলতে এখন শুধু বিনিই আছে। শর্মিদি আর মিতুপু কয়েক মাস আগেই রুম ছেড়ে দিয়েছে। এখন দুজনেই জব করে।

চলে যাব জন্য পরিক্ষা শেষে একা একা কিছুক্ষণ রিকশায় ঘুরে বেড়ালাম। আজ সন্ধ্যায় সিলেটে যাচ্ছি। ছয়টা ত্রিশে ফ্লাইট। এখনো অনেক সময় আছে। ঘন্টাখানেক ঘুরাঘুরি করলে কিছুই হবে না।

এয়ারপোর্টে পৌঁছতেই সভ্যর ফোনকল। ফোন রিসিভ করতেই সভ্য বললো,
— ‘হ্যালোওওওওওওওও!! জায়ায়ায়ায়া….ন! হোয়ার আর ইউ?’

— ‘ওহ্! সভ্য! প্লিজ স্টপ..’

— ‘কিভাবে জান? আমি কত কষ্টে আছি জানো? কত দিন থেকে তোমাকে দেখি না?’

— ‘ওহ্ সভ্য… স্টপ লাইং… মাত্র তিনদিন হলো গেছো।’

সভ্য তীক্ষ্ণ কন্ঠে বললো,
— ‘আমি মিথ্যা বলছি? আমি?’

— ‘জ্বী…হ্যাঁ।’

— ‘আমার কষ্ট তোমার কাছে মিথ্যা লাগছে?’

— ‘না… আমি কি বলেছি যে তুমি কষ্টের কথা মিথ্যে বলেছো? আমি তো জানি তুমি অনেএএএক কষ্টে আছো। এতোই কষ্টে আছো যে প্রতি রাতে তিনটা-চারটা পর্যন্ত তোমাদের ককটেল পার্টি চলে। প্রতি রাতে তোমার কমপক্ষে তিনটা বিয়ার কমন, মাঝে মাঝে আরো বাড়ে। আমি বুঝি তো খুউউউউউউউউউবইইইইইইই কষ্টে আছো তুমি।’

আমার কথা শুনে সভ্য থতমত খেয়ে বললো,
— ‘ইয়ে… জান… মানে… হয়েছে কি… মানে..!’

আমি হাসি আটকে বললাম,
— ‘হুম, বলো তারপর কি?’

— ‘জান, কে বলেছে তোমাকে? রুপি?’

— ‘কে বলে বলুক.. তাতে তোমার কি? তুমি তো অনেএএএক কষ্টে আছো.. তাই না..!’

— ‘আই নো ইট’স রুপি… তোমাকে কথা লাগিয়েছে তাই না… এই মেয়েটা মীরজাফরের ফিমেল ভার্সন… আমি আর কোনদিন ওকে হেল্প করবো না। ওকে জান, লেট ইট পাস… পরে দেখা যাবে বিষয়টা… কিন্তু এটা তো সত্যি আমাদের অনেক দিন দেখা হয় না।’

— ‘না এটাও মিথ্যে.. প্রতিদিন ভিডিওকলে আমাদের দেখা হচ্ছে।’

— ‘ওটা তো রিয়্যাল না, জান। জান, আমি কিন্তু সত্যি অনেক কষ্টে আছি।’

ওর কথা শুনে আমি হেসে বললাম,
— ‘বুঝেছি আপনি অনেক কষ্টে আছেন। এবার ফোনটা রাখি! আমার ফ্লাই করতে অনলি ফোর্টি-ফাইভ মিনিট লাগবে। তারপরই আমি আপনার সামনে থাকবো।’

— ‘ওকে, জান.. আমিও বের হচ্ছি..’

— ‘অ্যাই এত তাড়াতাড়ি কেনো? আমাকে আগে পৌঁছাতে দাও।’

— ‘ব্যাপার না। এখান থেকে যেতে সময় লাগবে।’

— ‘ওহ..ঠিক আছে, রাখছি তাহলে।’

— ‘আনি ওহেব ওটচে..’ [ আমি তোমাকে ভালোবাসি ]

আমি বুঝতে না পেরে বললাম,
— ‘কি? কি বললে বুঝিনি?’

পরক্ষণেই বুঝতে পারলাম এর অর্থ কি!

আমিও হেসে বললাম,
— ‘আওটচা…’
বলেই কল কেটে দিলাম।

আপুর বিয়ে উপলক্ষ্যে সিলেটে যাচ্ছি। সভ্য তিনদিন আগেই কাজিন গ্রুপের সাথে যেয়ে হাজির হয়েছে। আমারও ওদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু পরিক্ষার জন্য আটকে গেছি। সভ্য আমাকে ছেড়ে যেতে চায়নি। আমিই জোর করে পাঠিয়েছি। আমার জন্য ও কেনো মজা নষ্ট করবে?

কাল আপুর গায়ে হলুদ, আপু ওর বিয়ের ডেট আমার পরিক্ষার রুটিন দেখে ফিক্সড করেছে। আমাদের কাজিন গ্রুপের মধ্যে আমার সব থেকে কাছের হচ্ছে রুশাপু।
===============
আমার আর সভ্যর দাদুবাড়ি বলতে কিছুই নেই। আমাদের সব কিছু নানুবাড়িতেই। বাপি আর ছোটবাবা, ছোটতেই তাদের বাবা-মাকে হারিয়েছে। তারপর তারা তাদের দূরসম্পর্কের এক চাচার বাসায় থাকতো। দুজনে কোন রকমে খেয়ে পড়ে বড় হয়েছে।

বাপি ক্লাস টেনেই টিউশানি শুরু করে, টিউশানি করিয়ে তাদের ওই চাচার সংসারে টাকা দিত। অথচ বাপি আর ছোটবাবা চৌধুরী পরিবারের সন্তান! আর তাদের কিনা মানুষের বাসায় পড়ে থেকে কোন বেলা দু মুঠো খেয়ে আবার কোন বেলা না খেয়ে মানুষ হতে হয়েছে!

আমাদের দাদুরা ছিলেন তিন ভাই। দাদুই ছিলেন সবার ছোট। ছোট ছেলেকে ভালোবেসে দাদুর বাবা, নওয়াজিশ চৌধুরী মারা যাওয়ার আগে তার সম্পত্তির সিংহভাগ দাদুর নামে লিখে দিয়ে যান। কারণ ওনার বড় দুই কুপুত্র সারাদিন বাইজি খানায় নেশায় বুদ হয়ে থাকতো আর জুয়া খেলে টাকা নষ্ট করতো। উনি খুব ভালোভাবে জানতেন তার বড় দুই কুপুত্র, জুয়া আর মদের নেশায় তার সয়-সম্পত্তি সব শেষ করে ফেলবে। তাই উনি এ কাজ করেন।

কিন্তু দাদুর বাবা মারা যাওয়ার কয়েক মাস পরেই, দাদু আর দাদীমাকে গলাকাটা অবস্থায় তাদের ঘরে পাওয়া যায়। এরপর একদিন রাতে বাপি আর ছোটবাবাকেও মারার প্লান করা হয়।

সর্বশক্তিমানের ইচ্ছায় তারা বেঁচে যায়। তাদের বাড়ির প্রাচীন এক কাজের লোক তাদের দু’জনকে বাড়ির পিছনের রাস্তা দিয়ে পালাতে সাহায্য করে। তারপর থেকেই বাপি আর ছোটবাবা তাদের দূরসম্পর্কের চাচার বাসায় থাকতো।

বাপিরা যে চাচার বাসায় থাকতো, সেই চাচি বাপি আর ছোটবাবাকে দেখতে পারতো না। অবশ্য না পারারই কথা। সেই সময়ে সব কিছুর দাম অনেক চড়া ছিল। বাড়িতে দুটো বেশি মানুষ মানেই আপদ!

কিন্তু তাদের ওই চাচা ছিলেন নিজের প্রতিজ্ঞায় আবদ্ধ। কোন এক সময় আমার দাদু উনাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছিল। যার প্রতিদান হিসেবে উনি নিজের জীবন দিয়ে হলেও বাপি আর ছোটবাবাকে রক্ষা করবেন।

বাপি আর ছোটবাবা কিন্তু হাজার কষ্টের মাঝেও নিজেদের পড়াশোনা থামায়নি। বাপির যখন ঢাকা ভার্সিটিতে চান্স হয়ে যায় তখন ছোটবাবা কেবল ক্লাস সিক্সে পড়ে। বাপি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল উনি না থাকলে, তার ছোট ভাইয়ের অনেক কষ্ট হবে। এইজন্য বাপি ছোটবাবাকে ক্যাডেটে পরিক্ষা দেওয়ায়। ভাগ্যক্রমে ছোটবাবার ক্যাডেটে হয়ে যায়, তারপর উনি ক্যাডেটে চলে যায় আর বাপি ঢাকায় তার হলে উঠে যায়।

বাপি তখন টিউশানি করে নিজে চলতো, আবার তার ওই চাচাকেও যা পারতো দিত। ছোটবাবার ছুটিতে বাপি ছোটবাবাকে নিজের কাছে নিয়ে যেত।

এরপর ভার্সিটিতে মাম্মামের সাথে দেখা! মাম্মাম তখন ঢাবির বাংলা বিভাগে অধ্যয়নরত। মাম্মাম বাপিকে বিয়ে করতে চাইলেও বাপি না করে দেয়। কারণ ছিল মাম্মাম ধনীর আদরের দুলালী, সোনার চামচ মুখে নিয়ে তার জন্ম। বংশে তিন পুরুষ পর মেয়ে জন্ম হওয়ায় সবাই তাকে মাথায় তুলে রাখতো।

অপরদিকে বাপি হচ্ছে এক কথায় চালচুলোহীন রাস্তার ছেলে, যার সব কিছু থেকেও নেই, ভিটে মাটি বলতে কিছুই নেই। নিজে হলে থাকতো, আর ছোটভাই ক্যাডেট হোস্টেলে।

কিন্তু মাম্মাম দমে যাবার পাত্রি নয়। উনি লেগেই ছিল বাপির পিছনে।

এরপর বাপির বিসিএস হয়ে যায়, তখন মাম্মাম আবার আসে বাপির কাছে প্রস্তাব নিয়ে। কারণ এর আগে বাপি রিজেক্ট করেছিল তার কিছু না থাকার কারণে। এবারও বাপি মাম্মামকে না করে দেয়। এবার কারণ হিসেবে বলে তার ছোটভাইকে মানুষ করতে হবে। ছোটবাবা তখন সবে বুয়েটে ঢুকেছে।

এর ঠিক চার বছর পর মাম্মামের জেদের কাছে বাপিকে হেরে যেয়ে মাম্মামকে বিয়ে করতে হয়। মজার বিষয় হচ্ছে বাপি আর মাম্মামের বিয়ের দিন থেকে ছোটবাবা আর ছোটমার প্রেম শুরু হয়। তার ঠিক তিন বছর পরেই ছোটমা আর ছোটবাবার বিয়ে হয়।

এখন বাপির ওই চাচিকে তার ছেলেরাও দেখে না। বাপির চাচা অনেক আগেই মারা গেছেন। বর্তমানে বাপি আর ছোটবাবা প্রতিমাসে তাদের ওই চাচির একাউন্টে মোট অংকের ক্যাশ পাঠায়।

বাপি আর ছোটবাবা বাবা-মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পায়নি জন্য আমাকে আর সভ্যকে এর সবকিছু দেয়ার সর্বোচ্চ চেষ্টা করে। তারা দুজনে অভাবে বড় হয়েছে জন্য আমাদের দুজনকে চাওয়ার আগেই সব কিছু দেয়।

এই এত সব কিছুর কিছুই কিন্তু আমি জানতাম না। এসব কিছু সভ্য আমাকে বলেছে। সভ্য চুরি করে বাপির স্টাডি থেকে তার পার্সোনাল ডায়েরী পড়েছে। ডায়েরী লেখা বাপির একটা অভ্যাস। এসবকিছু বাপির ডায়েরীতে লেখা ছিল।

কথায় কথায় একদিন আমি সভ্যকে বলেছিলাম,
— ‘আচ্ছা, সভ্য! আমাদের ফ্যামিলি যদি আমাদের মেনে না নেয়? তখন আমরা কি করবো?’

আমার কথা শুনে ও নির্বিকারভাবে বলেছে,
— ‘কেনো মেনে নিবে না?’

— ‘কারণ হচ্ছে আমি তোমার বড়বাবার মেয়ে প্লাস তোমার থেকে তিন বছরের সিনিয়র।’

ও হাসতে হাসতে বলেছে,
— ‘ওহ্! সুইটহার্ট! তুমি হয়তো জানো না আমাদের খুশির জন্য পাপা আর বড়বাবা সব কিছু করতে পারে।’

আমি অবাক হয়ে বলেছিলাম,
— ‘তুমি কিভাবে জানো?’

তার উত্তরে ও হেসে দিয়েছিল। তারপর আমাদের ফ্যামিলি কেচ্ছা-কাহিনি শুনিয়েছে।

ওর কাছে সব শুনে আমি যাস্ট থ! ওহ্ গড! আমার বয়ফ্রেন্ড এত স্মার্ট কেন..!
===============
এয়ারপোর্ট থেকে বের হয়ে সভ্যকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওর কাছে যেতেই ও আমার হাত ধরে ফেললো। পাশেই ফাইয়াজ ভাইয়া আর রুশাপু দাঁড়িয়ে আছে।

ওউফফো! এই ছেলেটা এমন কেন? বড় ছোট কিছুই মানে না। আমি হাত ছাড়িয়ে নিতে গেলে ও আরো শক্ত করে ধরলো।

আমাদের এভাবে হাত টানাটানি করতে দেখে রুশাপু হেসে বললো,
— ‘থাক তো ছেলেটাকে আর কষ্ট দিস না। বেচারা এখানে এসে তোর বিরহে প্রতি রাতে ককটেল পার্টি করেছে।’
বলে রুশাপু হা হা করে হেসে ফেললো।

আপুর সাথে সাথে আমি আর ফাইয়াজ ভাইয়াও হেসে ফেললাম।

শুধু সভ্য মুখ ভার করে বললো,
— ‘বাহ্! এরেই কয় চোরের উপর বাটপারি। সিরিয়াসলি রুপি তুই আমার বোন তো নাকি?’

সভ্যর কথা শুনে ফাইয়াজ ভাইয়া হাসতে হাসতে বললো,
— ‘ফেস দ্যা মিউজিক, ব্রো! বুঝতে হবে এরা নারী… লাইফ তোমার তেজপাতা করে দিবে।’

ভাইয়ার কথায় সভ্য মাথা নেড়ে সম্মতি জানালো।

রুশাপু ভাইয়ার দিকে তেড়ে যেয়ে বললো,
— ‘হ্যাঁ, এই জন্যই তো মুক্ত করে দিচ্ছি।’

সাথে সাথে ভাইয়ার হাসি গায়েব!

আমি অবাক হয়ে বললাম,
— ‘মানে? কি বলছো, রুশাপু?’

আপু কিছু বলার আগেই সভ্য তাড়া দিয়ে বললো,
— ‘চলো চলো… দেড়ি হয়ে যাচ্ছে.. যেতে যেতে কথা হবে।’

আমি আর সভ্য ব্যাক সিটে বসলাম। ফাইয়াজ ভাইয়া ড্রাইভ করছে, তার পাশের সিটে রুশাপু বসে আছে।

কেউ কিছু বলছে না দেখে আমিই বললাম,
— ‘ফাইনালি আপু! অবশেষে তোমরা এক হতে যাচ্ছো! হাউ ডু ইউ ফিল নাউ?’

আপু অন্যমনস্ক হয়ে উত্তর দিলো,
— ‘নট সো গুড..’

আমি অবাক হয়ে বললাম,
— ‘মানে?’

এবার সভ্য বললো,
— ‘এত কথা না বলে ঘুমাও তো। পৌঁছাতে অনেক সময় লাগবে।’

— ‘মানে? বিশ মিনিটের রাস্তাকে তুমি অনেক সময় বলছো?’

— ‘রুপির বিয়ে বাংলোবাড়িতে হচ্ছে।’

— ‘ওয়াও! ফ্যান্টাস্টিক! অ্যাই তুমি বর পক্ষ না কনে পক্ষ?’

— ‘অবশ্যই কনে।’

— ‘আচ্ছা তাহলে আমি বর পক্ষ।’

— ‘না, তুমিও কনে।’

— ‘কেনো? তাহলে ভাইয়ার পাশে কে কে যাচ্ছে?’

— ‘আহ্ সভ্যতা তুমি এত কথা বলো কেন? চোখ বন্ধ করে থাকো নয়তো খারাপ লাগবে।’

হাউ রুড! আমি আর কিছু না বলে সভ্যর হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলাম।

কিছুক্ষণ পর সভ্য আবার বললো,
— ‘জান, তোমার জন্য সারপ্রাইজ আছে।’

আমি মাথা তুলে বললাম,
— ‘কি সারপ্রাইজ?’

ও হেসে বললো,
— ‘বলে দিলে তো আর সারপ্রাইজ থাকলো না।’

এবার আমি রেগে যেয়ে বললাম,
— ‘তাহলে বললে কেনো সারপ্রাইজের কথা?’

এতক্ষণ ভাইয়া আপু চুপ করে ছিল, এবার আপু বললো,
— ‘এই সভ্য.. কেন জ্বালাচ্ছিস মেয়েটাকে? ওকে রেস্ট নিতে দে।’

তারপর আমাকে উদ্দেশ্য করে বললো,
— ‘সভ্যতা, তুই ঘুমা তো আপু। এই ফাজিলের কথা শুনিস না।’

আপুর কথা শুনে আমি সভ্যর দিকে তাকিয়ে ওর হাতে চিমটি কাটলাম। সভ্য কিছু না বলে হেসে দিলো। আড়চোখে একবার ভাইয়া আর আপুকে দেখে নিয়ে চট করে আমার ঠোঁটের উপরে চুমু খেলো। সাথে সাথে আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। ও মিটমিট করে হাসছে।

ভাইয়া মনোযোগ দিয়ে ড্রাইভ করছে আর আপু বাহিরে অন্ধকারের দিকে তাকিয়ে আছে।

আমি কিছু বলার আগেই অসভ্যটা আমার মাথাটা ওর কাঁধে দিয়ে বললো,
— ‘তুমি কথা শুনো না কেনো, জান? ঘুমোও তো।’

আমি থ! কি ফাজিল একটা ছেলে!

আমি আর কিছু না বলে চোখ বন্ধ করলাম।
===============
রুশাপু হল মাম্মামের খালাতো বোনের মেয়ে, যিনি ছোটমার নিজের বোন মানে সভ্যর বড় খালামণি। কিন্তু খালামণি এখন বেঁচে নেই।

রুশাপুর আট বছর বয়সে খালামণি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এর কারণ ছিল রুশাপুর বাবা। রুশাপুর বাবা একজন জঘন্য মানুষ। তিনি একাধারে মদ্যপ ও পরনারী আসক্ত।

রুশাপুর বাবার সাথে খালামণির সব সময় ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। প্রতি রাতে উনার কোন না কোন ক্লাবে পার্টি থাকতো, সেখান থেকে মাতাল হয়ে এসে খালামণির উপর টর্চার করতো। উনি খালামণিকে ফিজিক্যালি এবং ম্যান্টালি, উভয় টর্চারই করেছে।

কিন্তু তার একটা গুন ছিল সেটা হল, উনি রুশাপুকে অসম্ভব ভালোবাসতো। রুশাপু চাইলে সম্পূর্ণ পৃথিবী উনি আপুর পায়ের কাছে নিয়ে আসবে। আপুর চোখে উনি ছিলেন পৃথিবীর বেস্ট বাবা। উনি খুব সচেতনতার সাথে নিজের জঘন্যতম রূপটা আপুর থেকে লুকিয়ে এসেছিল বছরের পর বছর।

খালামণি যেদিন মারা যায় সেদিন ফাইয়াজ ভাইয়া আর রুশাপু দুজনেই স্কুলে ছিল। খালামণি মারা যাওয়ার পর থেকে কোন এক অজানা কারণে রুশাপু তার বাবাকে প্রচন্ড ঘৃণা করে। আমি এর সঠিক কোন কারণ জানি না, আপু কেনো আংকেলকে এতটা ঘৃণা করে? যেখানে উনি ছিল রুশাপুর চোখে বেস্ট বাবা!

খালামণি মারা যাওয়ার পর আংকেল আবার বিয়ে করেন রুশাপুর জন্য। কিন্তু এটা ছিল তার জীবনের শ্রেষ্ঠতম ভুল গুলোর মধ্যে একটি।
খালামণি মারা যাওয়ার চার মাসের মধ্যে আংকেল মিসেস রোমাকে বিয়ে করেন।

মিসেস রোমা আংকেলের দ্বিতীয় স্ত্রী এবং রুশাপুর সৎ মা। মিসেস রোমা হলেন ডিভোর্সি, নিঃসন্তান, উগ্রমেজাজী, মদ্যপ, হাই সোসাইটির অতি লোভী একজন মহিলা।

অপরদিকে খালামণি ছিলেন সংসারী, ধীর-স্থির, মিষ্টি ভাষী এবং নিঃসার্থ একজন মানুষ।

মিসেস রোমাকে দেখে আমার একটা ধারণা সত্যি হয়েছে, সেটা হল সৎ মা কখনো নিজের মা হতে পারে না।

আচ্ছা সৎ মানে তো ভালো, উত্তম, সাধু, শুভ। তাহলে আমরা নিজের মাকে কেনো সৎ মা বলি না? নিজের মায়ের মতো উত্তম, ভালো, শুভ, সাধু এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না। তাহলে অন্য একটা মহিলাকে আমরা সৎ মা কেনো বলি?

মিসেস রোমা এসে খালামণির সাজানো গোছানো সংসারকে শেষ করে দিয়েছেন। উনি আসার পর রুশাপুর কাছ থেকে তার বাবাকে কেড়ে নিয়েছে এবং একজন বেস্ট বাবার থেকে তার অতি ভালোবাসার মেয়েকে দূরে সরিয়ে দিয়েছেন।

রুশাপু তার লাইফের সব কষ্টের জন্য আপু সব সময় দুইজনকে দায়ী করে। তার লিস্টের প্রথমেই হচ্ছেন আংকেল, মানে তার বাবা।

আপু বলে, ‘শুধুমাত্র এই লোক আর তার সো কল্ড বউ মিইলা আমার আম্মুরে আমার থাইকা কাইড়া নিছে।’
আপুর এই কথার মানে আমি এখন অবধি বুঝিনি।

আর দ্বিতীয় জন হচ্ছেন মিসেস রোমা। আপু এই মহিলাকে নিজের জীবনের অভিশাপ ভাবে।

আপু বলে, ‘মানুষের জীবনে এঞ্জেল থাকে, আর আমার জীবনে একটা নাইট হ্যাগ আছে, যে আমার বাপের মিস্ট্রেস হয়া বউয়ের নামে থাকে। জীবনে যে কোন পাপ করছিলামরে! খোদাই জানে। কিসের শাস্তি স্বরূপ আমার জীবনে এই অভিশাপ দিছে? এই ডাইনি আমার জীবন শ্যাষ কইরা ফালাইছে। এই ডাইনি আর আমার সো কল্ড বাপের জন্য আমি লাইফে এত সাফার করতাছি। অনেক আগেই আম্মুর কাছে চইলা যাইতাম। খালি ফাইয়াজ এর জন্য মরতে পারি নাই। আমি না থাকলে ওয় সত্যি সত্যি এতিম হয়া যাইবো। ওর তো বাপ মা কেউ নাই, আর আমার তো বাপ থাইকাও নাই। দুই এতিম দুইজনের জন্য বাঁইচ্যা আছি।’
আপু এসব কথা যখন বলে, কথা গুলো একদম কলিজায় যেয়ে লাগে।

যাক! অবশেষে এখন আপুর জীবনে খুশি আসবে। ফাইয়াজ ভাইয়ার সাথে আপুর বিয়ে হলে আপুর জীবনে আর কোন দুঃখ থাকবে না। দ্যে আর মেইড ফর ইচ আদার…

নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাওয়া আশীর্বাদ স্বরূপ… কয়জন ছেলেমেয়ে নিজের ভালোবাসার মানুষকে আপন করে পায়? ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া সবার ভাগ্যে থাকে না…

ফাইয়াজ ভাইয়ার জন্যও আমি অনেক হ্যাপি। আপুর মতো ভাইয়াও অনেক কষ্ট করেছে।

ফাইয়াজ ভাইয়া রুশাপুর একমাত্র ফুপির একমাত্র সন্তান। ভাইয়ার জন্ম কানাডায়, ভাইয়ার পঞ্চম জন্মদিনে তারা বাংলাদেশে এসেছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে একটা রোড এক্সিডেন্টে ভাইয়ার বাবা-মা দু’জনই মারা যান।

ফাইয়াজ ভাইয়ার চাচারা সবাই দেশের বাহিরে সেটেল। তারা কেউ ভাইয়াকে নিতে ইচ্ছুক ছিল না। তখন খালামণি ফাইয়াজ ভাইয়াকে নিজের কাছে রাখে। তখন থেকেই ভাইয়া আপুর একসাথে বড় হওয়া।

এরপর খালামণি মারা যাওয়ায় দুজনেই একা হয়ে পড়ে। মিসেস রোমা একবার চেয়েছিল ফাইয়াজ ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু রুশাপুর জেদের সঙ্গে পারেনি।

ফাইয়াজ ভাইয়াই রুশাপুর বেঁচে থাকার একমাত্র কারণ। ভাইয়া না থাকলে ওই নরকে রুশাপু এক মুহূর্তও বেঁচে থাকতে পারতো না। দম বন্ধ হয়ে অনেক আগেই মারা যেত।

ফাইয়াজ ভাইয়া আর রুশাপু জীবনে অনেক কষ্ট করেছে। হয়তো এই কষ্টই তাদের দুজনকে দুজনার এতটা কাছে নিয়ে এসেছে!

আমি সব সময় তাদের জন্য প্রে করি। গড অবশ্যই এখন তাদের হ্যাপি রাখবে! আই উইশ পৃথিবীর সকল সুখ যেন তারা পায়….
===============
চোখ খোলার পর নিজেকে আবছা অন্ধকারের মধ্যে একটা বিছানায় আবিষ্কার করলাম।

কোথায় আছি? কয়টা বাজে? কিভাবে এখানে এলাম? কিছুই বুঝতে পারছি না। আমি তো গাড়িতে সভ্যর পাশে বসে ছিলাম। আর এখন বিছানায়! কিভাবে?

উঠে বসতেই বুঝতে পারলাম আমার পাশে কেউ আছে। সভ্য নয়তো? ওর তো অভ্যাস যখন তখন আমার কাছে চলে আসা।

ড্রেস দেখে বুঝতে পারলাম এটা রুশাপু। ওহ্! তারমানে আমি গাড়িতেই ঘুমিয়েছি? তাহলে এখানে কিভাবে এলাম? কে নিয়ে এলো? হয়তো বা সভ্য! কারণ আমার হাতটাও ও অন্য কাউকে স্পর্শ করতে দিবে না।

জানালার সাদা পর্দা ভেদ করে সোনালি রোদ আসছে ঘরে। গড! আমি এমন ঘুম ঘুমিয়েছি যে একদম সকালে টের পেলাম? কিভাবে সম্ভব!

ফ্রেশ হয়ে ওড়না জরিয়ে, চুল খোঁপা করতে করতে বের হলাম। বের হয়েই আমি মুগ্ধ দৃষ্টিতে চারপাশে দেখতে লাগলাম। এত সুন্দর চাবাগান আমি আগে কখনো দেখিনি!

রুশাপুর কাছে অনেক ছবি দেখেছি এই চাবাগানের। আসার অনেক ইচ্ছা থাকার পরেও সময় অথবা সুযোগের অভাবে আসা হয়নি। রুশাপুদের পাঁচটা চাবাগানের মধ্যে সবচেয়ে সুন্দর হল এটি।

কয়টা বাজে জানি না কিন্তু সূর্য কেবল উঠছে, হাটতে হাটতে অনেকটা চলে এসেছি। এবার ফেরা উচিত।

আজ আপু-ভাইয়ার গায়ে হলুদ আর কাল বিয়ে। আমার মেহেদি দেয়া শেষ। এখন আপুর হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আমি আপুর পাশেই বসেই মেহেদি দেয়া দেখছি। হঠাৎ সভ্য এসে আমার পাশে বসলো। ওকে দেখেই কই থেকে যে মিসেস রোমার ভাগিনি রিয়া আসলো বুঝতে পারলাম না। এসেই ওর গাঘেঁষে বসে পড়লো।

ওদের দুজনকে এভাবে বসতে দেখেই আমার মেজাজ চটে গেলো। কি বেহায়া মেয়েরে বাবা! আর অসভ্যটা কিভাবে চান্স নিচ্ছে দেখো! ওউফফো! এই ছেলেটা এত অসভ্য কেন গড!

আমি ওদের দিকে না তাকিয়ে মেহেদি দেয়া দেখতে মনোযোগ দিলাম।

সভ্য আর রিয়ার কথা কানে আসছে।

রিয়া ঢংগিটা নাকিসুরে বলছে,
— ‘সওভ্য দেখো তো আমার মেহেদি কেমন হয়েছে?’

অসভ্যটা বলছে,
— ‘ওয়াও! অপূর্ব।’

কুত্তা, শালা! অপূর্ব তাই না? কই আমাকে তো বললি না আমার মেহেদি কেমন হয়েছে! এখানে থাকলে আমার রাগ আরো বেড়ে যাবে।

তাই আমি আপুকে বললাম,
— ‘রুশাপু আমি যাচ্ছি।’

আপু বললো,
— ‘কোথায় যাচ্ছিস?’

— ‘মেহেদি ধোয়ার জন্য।’

— ‘ওমা কেন? শুকায়নি তো! শুকিয়ে গেলে একায় খুলে পড়ে যাবে।’

এবার আমি বললাম,
— ‘হাত খুব চুলকাচ্ছে। মনেহয় এলার্জিটা আবার শুরু হয়েছে। ঔষধ নিতে হবে।’
বলেই আমি উঠে পড়লাম।

রুশাপু পিছন থেকে ডাকার পরও থামলাম না। আপুর রুমে এসেই বারান্দায় চলে এলাম।

আপুর বারান্দাটা বাংলোর পিছনের দিকে। বাংলোর সামনে চাবাগান আর পিছনে গাছপালায় ঘেরা। পিছনের দিকে মাঝারি সাইজের একটা পুকুর। পুকুরে কয়েকটা রাজহংসী ভেসে বেড়াচ্ছে। পুকুরের চারপাশে গাছপালায় ঘেরা।

আমি পা ঝুলিয়ে বারান্দায় বসলাম। এখন আমার একা থাকাটা জরুরি। প্রচুর রাগ লাগছে, এই রাগটাকে এখন কমাতে হবে, নয়তো আপুর বিয়েতে কোন মজা করতে পারবো না।

আমি পুকুরের দিকে তাকিয়ে রাজহংসী গুলোর সাঁতার কাটা দেখছিলাম। হঠাৎ কেউ পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো সঙ্গে মিষ্টি একটা ঘ্রাণ। আমি জানি এটা কার কাজ। শুধুমাত্র একজন ছাড়া কারো অধিকার বা সাহস নেই আমাকে এভাবে স্পর্শ করার।

এই স্পর্শ আমি চিনি, তার থেকেও বেশি চিনি তার শরীরের নেশা ধরানো সেই সৌরভকে। চোখ বন্ধ করেই আমি বলে দিতে পারবো এটা কে?

আমি কিছু বললাম না। কারণ এখন কিছু বললেই ঝগড়া লেগে যাবে, আর আমি চাচ্ছি না ঝগড়া করতে। ঝগড়া হলে দুজনের কেউই বিয়ের ফাংশনে মজা করতে পারবো না। আমি যথা সাধ্য চেষ্টা করলাম নিজের রাগটা কমানোর জন্য।

কিছুক্ষণ পর ও নিজেই বললো,
— ‘সুইটহার্ট..! তুমি কি রেগে আছো?’

জবাবে আমি কিছুই বললাম না।

ও নিজেই আবার বললো,
— ‘আ’ম এক্সট্রিমলি স্যরি, জান।’

আমি এবার বললাম,
— ‘ইট’স অকে।’

ও আবার প্রশ্ন করলো,
— ‘তুমি কি আমার উপর রেগে আছো?’

আমি ছোট করে জবাব দিলাম,
— ‘উঁহু!’

সভ্য আর কিছু বললো না।

কিছুক্ষণ চুপ থেকে ও আবার বললো,
— ‘আ’ম স্যরি, জান!’

— ‘ইট’স ওকে, সোনা।’

ও আবার কিছুক্ষণ চুপ থেকে বললো,
— ‘আই মিসড ইউ।’

ওর কথা শুনে আমি হেসে ফেললাম। আমি যখন রেগে থাকি বা ওর যখন কিছু চাওয়ার থাকে তখন ও এমন আদুরে কথা বলবে। ওর এমন কথা শুনে আমি রেগে থাকতেই পারিনা।

আমি হেসেই বললাম,
— ‘আ’ম অলসো মিসড ইউ।’

সভ্য আবার বললো,
— ‘আনা বেহিবাক…’ [ আমি তোমাকে ভালোবাসি ]

এবার আমি শব্দ করে হেসে ফেললাম।

হাসতে হাসতে বললাম,
— ‘আনা বেহিবেক…! আমি বললাম তো সভ্য আমি রেগে নেই। তাহলে কি লাগবে বলে ফেলো।’

সভ্য হেসে আমার মাথায় চুমু খেয়ে বললো,
— ‘তুমি কিভাবে বুঝলে, জান?’

আমি রহস্যময় ভাবে বললাম,
— ‘ম্যাজিক!’

আমার কথা শুনে ও হো হো করে হেসে ফেললো।

বললো,
— ‘একটু পিছনে ঘুরো তো।’

আমি বললাম,
— ‘কেনো?’

— ‘প্রয়োজন.. ‘

ওর কথা শুনে আমি পেছনে মাথা ঘুরাতেই, ও নিজে নুইয়ে এসে চট করে ঠোঁটে চুমু খেলো। আমি চমকে উঠে ওর থেকে কিছুটা দূরে সরে এলাম।

ব্যস্ত হয়ে বললাম,
— ‘কি করছো সভ্য? কেউ চলে আসবে।’

ও আমার কাছে এগিয়ে এসে, দুই হাতে কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বললো,
— ‘কেউ আসবে না। এদিকে কেউ আসে না আর আমি দরজা লক করে এসেছি। কারো আসার চান্স নেই।’

— ‘কিন…’

আমি শেষ করার আগেই ও বললো,
— ‘প্লিজ.. নো মোর ওয়ার্ডস… ‘
বলেই অধরবন্দি করে ফেললো।

আমি চোখ বন্ধ করে, দুই হাতে ওর গলা জড়িয়ে ধরলাম।
………………………..
(চলব)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here