অহংকারি_চাচাতো_বোন🍀,পর্ব -২০ (শেষ)

অহংকারি_চাচাতো_বোন🍀,পর্ব -২০ (শেষ)
✍️শাকিল_দিহান🥀

সন্ধ্যা বেলা এমন একটা সময় যে সময়টাই সবার মনই ফ্রেশ থাকে,জানি লিজা তানুকে আমার পছন্দের বিষয়ে বলে দিয়েছে,বসে বসে মশা মারছি,তখন তানু নাস্তা নিয়ে আসলো,
“নাস্তা করে নাও” ~(তানু এটা বলে আমার পাশে এসে বসলো)
“করছি বাট তুমি সোফায় গিয়ে বসো,আমার ভালো লাগছে না”~(এমনি এমনি ওকে রাগিয়ে দেওয়ার জন্য এমন করলাম)
অশ্রুচোখে আমার দিকে তাকিয়ে সে সোফায় গিয়ে বসলো,ওর দিকে তাকিয়ে দেখলাম মুখ কালো করে বসে আছে,
আমি নাস্তা নিয়ে ওর পাশে গিয়ে বসলাম,পাগলিটা নিজের জন্য নাস্তা আনেনি আমার সাথে ভাগ করে খাবে বলে,লিজাকেও আসতে দেয়নি রুমে,
” নাও হা করো”~(আমি)
“কেন..?” ~(তানু)
“আমার হাতে খেতে ইচ্ছে করছে না.?”
“না”
এটা বলার পর আমি উঠে চলে আসতে নিলাম,তখন আমাকে টেনে আবার বসিয়ে দিলো,তারপর হা করে আমাকে ইশারা করছে ওকে খাইয়ে দেওয়ার জন্য,আমিও ওকে খাইয়ে দিলাম,
“দিহান তুমিকি আমাকে ভালোবাসো.?” ~(তানু)
“তোমাকে আমি ভালোবাসি এটা মিথ্যা কথা,তবে তোমার সঙ্গি হয়ে সারা জীবন থাকতে চাই” ~(আমি)
“সরাসরি বললে কি হয়..?”
“I love you”
“I love you too dihan,আমাকে মাফ করে দিও,আমি তখন তোমাকে বুঝতে পারিনি,আর কখনো এমন হবে না,তোমার কথা মতোই থাকবো”~(তানু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল)
“আমার ডায়েরিতে কান্না নামক শব্দ থাকা নিষেধ” ~(এই বলে ওর চোখের পানি মুছে দিলাম)
“এবার বলো আমরা বিয়ে করছি কবে..?”
“যে আল্লাহ আমাদের কপালে বিয়ে ঠিক করে রেখেছেন সেদিন,চলো এবার সন্ধ্যার সময়টা উপভোগ করে আসি” ~(আমি)

এরপর তানুকে নিয়ে সারা শহর ঘুড়লাম,আজ আমি অনেক খুশি,আমার প্রিয় মানুষটা আমার পাশে সারা শহর ঘুড়ছে,তাকে খুশি দেখে নিজের অনেক ভালো লাগছে,
এভাবেই চলছে আমার আর তানুর ভালোবাসা,সে এখন আমাকে ছাড়া থাকতে পারে না,
দেখতে দেখতে আমাদের বিয়ের দিনটা চলে আসলো,ছোটখাটো আয়োজন করে আমাদের বিয়ের কার্যক্রম শেষ হলো,
বাসর ঘরে গিয়ে দেখি তানু ঘুমটা দিয়ে বসে আছে, আমাকে দেখে তাড়াতারি সালাম করতে আসলো,
এরপর আমাদের বাসর রাতের কার্যক্রম শুরু হলো🍀
সকালে বেলা ওঠে দেখি তানু পাশে নাই,তাই আশাপাশে তাকিয়ে দেখছিলাম তানু গোসল সেড়ে বাথরুম থেকে বের হলো,
ভেজা চুলে ওকে অনেক সুন্দর লাগছে,
“কিরে এমন করে কি দেখছো.?”~(তানু)
“আমিনা পরশু দিন চলে যাবো তখন তোমাকে অনেক মিস করবো😢”
“কই যাবা তুমি…?!কোথাও যেতে পারবা না তুমি..!”
“একটা মিশনে না গেলে হবে না,প্লিজ আমিতো আরো দুইদিন আছি,মাত্র ৩ মাসের জন্য দেশের বাহিরে যাবো,আমি মিশন শেষ করে চলে আসব..!”
“দিহান আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো,তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগেনা”
“মাত্র ৩ টা মাস, ৩ মাস পরইতো ফিরে আসবো,I love YOU তানু”
“এবার তো নাস্তা করতে আসো”
“গোসল করা লাগবে না?”
“তুমি গোসল করে নাস্তা করতে আসো আমি নাস্তা রেডি করে রাখছি”
“ওকে”

তানুর সাথে আমার সময় খুবই ভালো গেল এই দুইটা দিন,কিন্তু আজ খুবই খারাপ লাগছে,কারন আজ প্রিয় মানুষটার থেকে দুরে যাবো তিন তিনটি মাসের জন্য,খুবই খারাপ লাগছে,
এয়ারপোর্টে তানু আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষন কেঁদেছিল,
প্রিয় মানুষটাকে ছেড়ে অন্যদেশে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে,আচ্ছা যারা অন্যদেশে আছে তাদের কি কষ্ট হয়না না..? প্রিয়জনদের ছেড়ে থাকার কষ্ট..?

_____সমাপ্ত_____

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here