প্রাইভেট_টিচার♥,পর্ব_৫(শেষ)

প্রাইভেট_টিচার♥,পর্ব_৫(শেষ)
লেখক_Ananta_Sanny

(ইকরা বুঝতে পারলো তার এত রাগ দেখানো টা একদমই উচিত হয় নি)
ইকরা বলল…
-আ আ আমি বুঝতে পারি নি (ইকরা হাটু গেড়ে বসে পড়লো)
-এই কি হইছে এভাবে বসে পড়লে কেনো??(অনন্ত ইকরার দিকে এগিয়ে গিয়ে বলল)
-আমি ভুল করেছি
-দেখছো আমি বললামই যে আমি চিনি না। আমার কথা শুনলে না তো
-আমাকে ক্ষমা করে দাও
-আরে না নিজেদের মধ্যে ভুল হতেই পারে। এটা কোনো সমস্যা না। আর ভুল নিয়ে বসে থাকা ঠিক নয়
-তোমার মুখের ভেতর কেটে গেছে তাই না??
-হ্যা এই একটু কাটছে মনে হয়।
-………(ইকরা কান্না করছে)
-হ্যা আরও বেশি করে কান্না করো। আর এদিকে খুদায় আমার পেট ডাকছে। রান্না করতে হবে না??
-হুমমম করবো
-হ্যা যাও তাহলে। আর এটা নিয়ে আর কোনো কথা নয়।
-আচ্ছা

সকালের খাওয়া শেষ করে তারা একটা ভাল হসপিটালে যায়। সব ধরনের পরীক্ষা শেষ করে। এখন দুজনই রিপোর্ট এর জন্য অপেক্ষা করছে। এর মধ্যে ইকরা বলে উঠলো

-দেখো তোমার কিছুই হবে না। অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে (ইকরা)
-হ্যা জানি তো। আর তুমি তো বেশি টেনশন করছো। (অনন্ত)
-টেনশন তো হবেই
-টেনশন করো না। আশা করি সব ধরনের রেজাল্ট পজিটিভ হবে।

কিছুক্ষণ পর ডাক্তার অনন্ত কে ডেকে নিলো তার রুমে। অনন্ত ইকরা কে সাথে নিলো না। যদি খারাপ কিছু হয় কান্না করতে পারে। অনেক বুঝিয়ে ইকরা কে সেখানে বসিয়ে রেখে ভেতরে গেলো…

ইকরা বসে টেনশনে প্রচুর ঘামছে। আর দোয়া করছে “আল্লাহ ওর যেনো কিছু না হয়”

একটু পর অনন্ত হাসি মুখে ডাক্তার এর রুম থেকে বেড়িয়ে আসলো। ইকরা উঠে অনন্তর কাছে গেলো…
-ডাক্তার কি বলল(ইকরা)
-বলছিলাম না তোমাকে তেমন কিছুই হবে না। (অনন্ত)
-কি বলল তাই বলো
-বলল যে অপারেশন করলে ঠিক হয়ে যাবে
-তো অপারেশন এর ডেট দিয়েছে??
-নাহ… ফো ফো ফোনে ডেট টা বলে দিবে
-তোতলাচ্ছো কেন??
-কই না তো
-হুমম আমি শুনলাম তো
-হুমম
-এখন আমার অনেক ভালো লাগছে সারাজীবন এর জন্য তোমাকে পাবো।
-হ্যা চলো এখন বাসায় যাই
-হুমম চলো

বাসায় আসার পর ইকরা খুবই খুশি। কি থেকে কি করবে নিজেই বুঝতে পারছেনা। রাতে ইকরার পাগলামো টা আরও দিগুণ হয়…
-ওই (ইকরা)
-হুমম(অনন্ত)
-কালকের মতো একটা দাও না গো
-কিহ?
-ওই যে
-কি যে??
-ন্যাকামো করো তাই না
-না সত্যি মনে নেই
-কাল রাতে এই সময় যে হলো ওইটা
-ওহ ওটা আমি দিতে পারব না
-কেনো??
-সব কিছু পরে হবে
-কেন পরে
-সবাইকে সবকিছু দিতে হয় না
-মানে??
-কিছু না এই সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না। যাও ঘুমাও
-দিতে হবে নাহ গুড নাইট (ইকরা মন খারাপ করে চলে গেলো)

অনন্ত শুয়ে ছিলো। শোয়া থেকে উঠে বসলো। আর ভাবছে সেই হাসপাতালে ডাক্তার এর রুমের কথা
-তোমার বেঁচে থাকার এক ভাগ সম্ভবনা নেই। রোগ টা অনেক বড় হয়ে গেছে(অনন্ত এটা ভেবে একটা জোড়ে নিশ্বাস ছাড়ল)

অনন্গ ভাবছে.
-হাসপাতাল থেকে হাসিমুখে ফিরলাম। ইকরা কে বানিয়ে বানিয়ে মিথ্যা বললাম। সব ঠিক আছে। কিন্তু ইকরার সুন্দর একটা জীবনকে এভাবে নষ্ট করে দেওয়া যাবে না ওকে বাড়ি ফেরানোর ব্যাবস্থা করতে হবে। কি করি? কি করি?? উমমম পেয়েছি….

অনন্ত কি একটা ভেবে কাগজ আর কলম নিলো। অনেকসময় ধরে কিছু একটা লিখে শুয়ে পড়লো…

পরদিন সকাল বেলা…
-হাদারাম টা মনে হয় ঘুম থেকে উঠে নাই…যাই ডেকে তুলি…(ইকরা)

ইকরা শুভর রুমে এসে দেখে অনন্ত নেই…. ইকরা ভাবে হয়তো বাথরুমে গিয়েছে ফ্রেশ হতে…এটা ভেবে ইকরা অনন্তর বিছানায় বসে অপেক্ষা করতে লাগল…হঠাৎ চোখে পড়লো বালিশ এর উপর একটা সাদা কাগজ এর তার উপরে অনন্তর সেই মোবাইল টা…

ইকরা কাগজটা হাতে নিয়ে পড়তে লাগল…
-এই যে মিস ইকরা আপনাকেই বলছি। তুমি আমার জীবনে এসেছিলে একটা স্পেশাল গিফ্ট হয়ে। কিন্তু আমি এতটাই কপাল পোড়া যে তোমার মত এত্ত সুন্দর একটা গিফ্ট কে ধরে রাখতে পারলাম না। কি জন্য পারলাম না যানো???

হাসপাতাল এর রিপোর্ট ছিলো পুরো নেগেটিভ। আমার বাঁচার সম্ভবনা ছিলো না। আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। এদিকে তোমাকেউ ছেড়ে যেতে পারছিলাম না। আবার তোমার সুন্দর একটা জীবন আছে সেটাও নষ্ট করা যাবে না।

জানো তোমাকে আমি অনেক ভালবেসে ফেলছি। এখন আমি যে সব বলি সেসব মন দিয়ে শুনবা আর সেগুলো করার চেষ্টা করবা…

এখন উঠে সোজা বাসায় যাবা। আর সবার কাছে ক্ষমা চাইবা। আর নিজের জীবন কে হেলায় খেলায় কাটাবে না। এগুলো কেন বলছি জানো??

আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমি তোমার কাছে থাকলে তোমার অনেক ক্ষতি হবে। শুধু আবেগ দিয়ে জীবন চলবে না। আর হ্যা এসব শুধু ভালবাসার মানুষ হিসেবে না তোমার স্যার হয়ে বলছি।

আমি তোমার থেকে এখন অনেক দূরে। আর বেশি সময় নষ্ট না করে এখনই বাড়ি যাবা। আর একটা কথা তোমার ঠোঁট টা অনেক মিষ্টি ছিলো। সারাজীবন সেটা আমার হলে ভালই হতো। কিন্তু ওই যে পোড়া কপাল টা হতে দিলো না।

আমাদের ভালবাসাটা এই পর্যন্তই। আমি চলে গেছি তোমার থেকে অনেক দূরে। আর মাফ করে দিয়ো না বলে চলে যাওয়ার জন্য। মোবাইলটা তোমার কাছে স্মৃতি হিসেবে রেখে দিয়ো। আর আমার মাঝে পূর্নতা ছিলো না তাই হয়তো তোমার হতে পারি নি। ভাল কাউকে বিয়ে করে নিয়ো আর ভালো থেকো… ইতি (তোমার আপনি, তুই, তুমি বলা মানুষটি)

ইকরা কাগজটা পরার পর চোখ বেয়ে পানি পড়ছে। কাগজটা হাত থেকে পড়ে দরজার দিকে চলে যাচ্ছে…
ইকরা চিৎকার করে কান্না করে পাড়ছে না। শুধু মুখদিয়ে বিড় বিড় করে বলছে….. তুই এমন করলি কেনো???

অনন্ত শুনলে হয়তো তার কথার উত্তর টা দিতে দেড়ি করতো না। বলতো
“তোমার ভালোর জন্যই তো”

………….END………….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here