কাশফুলের_ভালোবাসা,পর্বঃ২৫,২৬

কাশফুলের_ভালোবাসা,পর্বঃ২৫,২৬
লেখিকাঃঅনন্যা_অসমি
পর্বঃ২৫

” কেন মেয়েটার জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলা খেলেছো?”

” কিসব বলছো তুমি?” ঘাবড়ে গিয়ে বলে মেহেকের মামা।

” আমি যা বলছি ঠিক বলছি।এমনিতেই তুমি মেয়েটার জীবন অনেক কষ্টদায়ক করে তুলেছো।তাহলে কেন আরো কষ্টকর করে তুলছো?”

” সোজাসুজি বলো কি বলবে।”

” তুমি এমনিকেই মেহেকের ফুলের মতো জীবনটাতে অন্ধকার করে দিয়েছে।ওর বাবা-মাকে কেড়ে নিয়েছো।তাহলে কেন আবার নক্ষত্রের সাথে বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করছো?”

” কিসব বলছো তুমি?”

” ঠিকই বলছি।আমি জানি মেহেকের বাবা-মাকে তুমিই মেরেছো আর ওনাদের সব সম্পত্তি পাওয়ার জন্যই তুমি মেহেকের বিয়ে নক্ষত্রের সাথে ঠিক করেছো।”

মেহের মামীর কথা শুনে মেহেকের মামা চুপ করে থাকে তারপর হুট করেই মেহেকের মামীর গলা চেপে ধরে।এতো শক্ত করে ধরে যে উনি কোন কথাই বলতে পারছেন না।

” প্রয়োজন থেকে অনেক বেশি কিছু জেনে ফেলেছো তুমি।চাইলেই আমি কিন্তু তোমাকেও মেরে ফেলতে পারি তবে আমি সেটা করবোনা।এখন তোমার কাজ চুপচাপ থাকা,যা ইচ্ছে মুখ বুজে তা সহ্য করা।নয়তো এর পরিণাম কিন্তু তোমার ছেলে-মেয়েকে ভুক্ততে হবে।বুঝতে পেরেছো?”

মেহেকের মামী মাথা নাড়িয়ে হ্যাঁ ইশারা করে।মেহেকের মামাও উনার মুখ ছেড়ে দেয়।

” তুমি কেন আপু আর দুলাভাইকে মেরেছো?” ভয়ে ভয়ে প্রশ্ন করে মেহেকের মামী।

” তুমি যখন সত্যিটা জেনেই গিয়েছো তাহলে কারণটাও শুনো।আমি ময়ূরীকে(মেহেকের মা) মেরেছি কারণ ওকে আমার হিংসা হয়,ছোটোবেলা থেকে আমার সবকিছুতে ও ভাগ বসাতো।জামা-কাপড়,খেলনা নামকি বাবা-মার ভালোবাসাও ওর ভাগটা বেশি থাকতো।বাবা-মা আমার থেকে ওকে বেশি ভালোবাসতো,আমার থেকে ওকে বেশি গুরুত্ব দিতো।আমি যদি কিছু জিনিস চাইতাম তারা নানা বাহানা দিতো কিন্তু ময়ূরীর একবার বলায় ওনারা সব এনে দিতো।এমনকি সম্পত্তির মধ্যেও ওর ভাগটা বেশি ছিল।ছোটবেলা থেকে ও আদরে আদরে বড় হয়েছে আর আমি অনাদরে।বিয়ের পরেও ও খুব সুখি ছিল।আমিও সব ভুলে নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু যখন জানতে পারলাম মরা যাওয়ার আগে বাবা সম্পত্তিতে ওকে ভাগটা বেশি দিলো তখন আর সহ্য করতে পারিনি।মেরে দিয়েছি ওকে।সেদিন ওর সাথে গাড়িতে ওর হাজবেন্টও ছিল,তাই সেও গেলো।হাহাহা……” কথাগুলো বলো পাগলের মতো হাসতো শুরু করলো মেহেকের মামা।মেহেকের মামার হাসি দেখে মেহেকের মামীর গায়ের লোম খাঁড়া হয়ে যায়।

এতোক্ষণ এসব চলছিল সাউন্ড বক্সে,অডিও ক্লিপ ছিল এটা।ক্লিপটা শুনে সবাই অবাক দৃষ্টিতে মেহেকের মামার দিকে তাকিয়ে আছে আর মেহেকের মামা তাকিয়ে আছে সৌন্দর্যের দিকে কারণ এই ক্লিপটা সেই প্লে করেছে।উনার মনে একটাই প্রশ্ন আসছে যে ” সৌন্দর্য কিভাবে ওনাদের কথা রেকর্ড করলো?”

মেহেকের নানী এসে সজোরে মেহেকের মামাকে একটা থাপ্পড় মারে।

” কোন পাপ যে করেছিলাম যে তোর মতো একটা জানোয়ার আমার পেট থেকে জন্ম হলো।হে আল্লাহ তুমি আমাকে আমার কোন পাপের সাজা দিলে?আমি যদি জানতাম এসব হবে তোকে জন্মের সময় মেরে ফেলতাম।কেমন ভাই তুই যে নিজের বোনকে মেরে ফেললি।তোর কি একটুও বিবেকে বাঁধলোনা।তুই একবারের জন্যও ভাবলিনা যে ওরা মারা যাওয়ার পর এই মেয়ে দুটোর কি হবে।কিভাব তারা বাঁচবে।”

” না মনে হয়নি।কেন হবে?কেন বিবেকে বাঁধবে আমাকে বলো।ও হওয়ার পর থেকে তুমি আর বাবা সবসময় ওকে নিয়ে ব্যস্ত থাকতে।আমার দিকে তো তোমাদের কোন খেয়ালই ছিলনা।সব আদর-যত্নতো ওকেই করতে,আমি খেলাম কি মরলাম তোমাদের তো কিছুই যায় আসতোনা।এমনকি ময়ূরীও আমার জিনিসে ভাগ বসাতো।তোমরা কি কেউ আমার কথা ভেবেছিলে?ভাবোনি তো,তাই আমিও ভাবিনি।মেরে দিয়েছি ওকে,মেরে দিয়েছি,মেরে দিয়েছি…..।” এরপর তিনি নিজে নিজেই কিসব বিররব করতে থাকে।

সত্যিটা জানার পর সৃষ্টি আর মেহেক প্রচুর ভেঙে পড়ে।নক্ষত্র আর নাইরা বিশ্বাসই করতে পারছেনা তাদের সহজ-সরল বাবার পেছনে এতদিন লুকিয়ে ছিল একটা খুনি।ইতিমধ্যে আশেপাশের সবাই বিভিন্ন কানাঘুষা শুরু করে দিয়েছি।ছেলের কথা শুনে মেহেকের নানী তার ভুল বুঝতে পারে।এখানে আসলে তাদেরও দোষ কম নয়।তাদের উচিত ছিল দুই ছেলে মেয়েকে সমানভাবে দেখার কিন্তু তারা তা করেনি।আজ তাদের ভুলে জন্য একটা সুন্দর পরিবার নষ্ট হয়ে গেলো।

কিছুসময় পর পুলিশ আসে আর মেহেকের মামাকে ধরে নিয়ে যায়।কেউ পুলিশকে আটকাইনি।

মেহেকের নানী পাগলের মতো বিলাপ করে কান্না করছেন,তবে কেউ উনাকে আঁটকাছেন না।স্বচ্ছ সৃষ্টিতে একটা চেয়ারে বসিয়ে দেয়।এই সময় এরকম একটা কথা শুনে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে।আর মেহেক সেতো পাথরের ন্যায় এখনো স্টজেই দাঁড়িয়ে আছে।সে এখনো বিশ্বাস করতে পারছেনা যে মামাকে সে এতো শ্রদ্ধা করতো,সম্মান করতো,নিজের আপন ভাবতো সেই মামাই তাকে বাবা-মা হারা করে দিলো।মেহেকের নানী এসে মেহেকের কাছে দাঁড়ায়।তিনি মেহেকের হাত ধরে কান্না করতে করতে বললেন—

” আমাকে ক্ষমা করে দে নাতি ক্ষমা করে দেখে।আমি এতোদিন আমার মেয়ের মৃত্যুর জন্য তোকে দায়ী করেছিলাম,তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম।কিন্তু কে জানতো আমার জানোয়ার ছেলেটাই আমার ফুলের মতো মেয়েটাকে খুন করেছে।আমাকে মাপ করে দে নাতি,মাপ করে দে।”

মেহেক নিজেকে শক্ত করে শান্তি গলায় বলে—

” না নানী তুমি ক্ষমা চাইছো কেন?আমি জানি তুমি মাকে খুব ভালোবাসো।তাই মায়ের এই হঠাৎ চলে যাও মেনে নিতে পারিনি।তোমার জায়গায় আমি হলে আমিও এরকমটাই ভাবতাম।তুমি আর নিজেকে দোষি মনে করোনা।”

” আমাকেও ক্ষমা করিস মা।আমি সব জেনে শুনেও এতোদিন চুপ ছিল।আমি যদি নিজের সন্তানদের কথা না ভেবে আগেই মুখ খুলতাম তাহলে হয়তো আজ এসব কিছু হতোনা।” মেহেকের মামী বলে।

” মামী তুমিও নিজের জায়গায় ঠিক ছিলে।আমি তোমাদের কাউকেই দোষ দিচ্ছিনা।”

” কিন্তু সৌ তুমি এসব জানলে কি করে?” মাঝ থেকে সৃষ্টি সৌন্দর্যকে প্রশ্ন করে।এতোক্ষণ সৌন্দর্য শুধু চুপচাপ দাঁড়িয়ে ছিলো,একটা কথাও সে বলে।এবার সৌন্দর্য সামনে এসে দাঁড়ায়।

” ভাবী এবার আমি নয় বরং ও আমাকে বলেছো।” স্পর্শের দিকে ইশারা করে বলে সৌন্দর্য।সবাই বড় বড় চোখ করে স্পর্শের দিকে তাকাই।

” স্পর্শই আমাকে এই অডিও ক্লিপটা দিয়েছে।আমিতো শুধু প্লে করেছিম।বাকিসব ওই জানে।”

” আদু,তুমি?তুমি আগে থেকেই জানতে?।”অবাক হয়ে জিজ্ঞেস করে সৃষ্টি।

” আরে সবাই এভাবে তাকিয়ে আছো কেন?” বিরক্ত নিয়ে বলে স্পর্শ।” আচ্ছা বাবা বলছি বলছি।আমি যখন কাল গেস্ট রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখনি শুনতে পাই ওনাদের কথা আর রের্কড করে নিয়
কারণ আমি জানতাম কেউ আমার মুখের কথায় বিশ্বাস করবেনা।”

মেহেক এবার স্টেজ থেকে নেমে ধীর পাশে স্পর্শের সামনে এসে দাঁড়ায়।সে কিছু না বলে চুপচাপ স্পর্শের দিকে তাকিয়ে থাকে।

” কি?” ভ্রু-কুচকে প্রশ্ন করে স্পর্শ।

” থ্যাঙ্ক ইউ।” শান্ত কন্ঠে বলে মেহেক।

” কেন?”

” সবকিছু্ জন্য।আজ আপনি না থাকলে হয়তো সত্যিটা কোনদিনই সামনে আসতোনা।”

” ওকে ওকে,এতো থ্যাঙ্ক ইউ বলতে হবেনা।” এটিটিউট নিয়ে বলে স্পর্শ।তারপর মুচকি হেসে মেহেকের মাথায় হাত রেখে বলে —- ” তোমার মতো আমারো একটা বোন আছে।আজ যদি তোমার জায়গায় রিফু থাকতো তখনো কি আমি চুপ করে থাকতে পারতাম?পারতাম না।তাহলে তোমার বেলায় কেন মুখ বুজে থাকবো?রিফার মতো তুমিও আমার একটা মিষ্টি বোন।”

স্পর্শের কথা শুনে মেহেকের চোখে পানি জমে যায়।

” আরে পাগলি মেয়ে কান্না করছো কেন?”

” জানেন আমার না সবসময় একটা বিষয় নিয়ে খুব আপসোস হতো।কেন আমার একটা বড় ভাই নেই।সবাই যখন তার বড় ভাইয়ের কাছে আবদার করতো তখন আমার খুব কষ্ট হতো।তবে আজ আমিও একটা বড় ভাই পেয়েছি।হবে আমার বড় ভাই?”

” হুম অবশ্যই হবো পুচকি।তোমার মতো একটা মিষ্টি মেয়ের ভাই হতে কে না চাই।” মেহেকের মাথায় হাত বুলিয়ে বলে স্পর্শ।স্পর্শের কথা শুনে মেহেক আর নিজেকে আঁটকে রাখতে পারেনা,স্পর্শ জরিয়ে ধরে কান্না করে দেয়।এই কান্না যেমন সুখের তেমনি দুঃখেরও।মেহেকের কান্না দেখে বাকি সবাইও ইমোশনাল হয়ে পড়ে।

চলবে…..

#কাশফুলের_ভালোবাসা
#পর্বঃ২৬
#লেখিকাঃঅনন্যা_অসমি

” হয়েছে বোন আর কান্না করিসনা।এতো কান্না করলে তো তোর চোখের জলে এখানে বড় একটা সুইমিংপুল তৈরি হয়ে যাবে।” স্পর্শ বলে।

স্পর্শের কথা শুনে মেহেক কান্না করতে করতেই হেসে দেয়।

” এই মেহু তুই আমার ভাইয়ের আদরে ভাগ বাসাচ্ছিস কেন?” কোমড়ে হাত দিয়ে বলে রিফা।

” এটা এখন আমারো ভাই।” স্পর্শের একটা হাত ধরে বলে মেহেক।

” যা নিয়ে যা,লাগবে না।” ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলে রিফা।রিফার বাচ্চাপনা দেখে সবাই হেসে দেয়।হঠাৎই স্পর্শের চোখ পড়ে নাইরার উপর,নাইরাকে দেখে তার মুখের হাসি উবে যায়।সবাই কথা বলতে ব্যস্ত হয়ে পড়লে স্পর্শ সবার আড়ালে নাইরার কাছে এসে দাঁড়ায়।তার গম্ভীর গলায় বসে—

” আমাদের সম্পর্ক আজ এখানেই শেষ।আমি কোন খুনির মেয়ের সাথে সম্পর্ক রাখতে চাইনা।”

স্পর্শের কথা শুনে নাইরার চোখে পানি জমে যায়।স্পর্শ একপলক নাইরার দিকে অনুষ্ঠান থেকে বেরিয়ে যায়।নাইরা একদৃষ্টিতে স্পর্শের যাওয়া দিকে তাকিয়ে থাকে তবে স্পর্শ একবারের জন্যও পেছন ফিরে তাকাই না।আসলে স্পর্শ আর নাইরার ৩ বছরের রিলেশন ছিল।তাদের একটা অনুষ্টানে দেখা হয়েছিল।এরপর মেসেঞ্জারে কথা হয় আর একজন আরেকজনকে ভালোবেসে ফেলে।তবে ১ বছর আগে স্কলারশিপ পেয়ে নাইরা সিওল চলে যায়।তবে তাদের সম্পর্ক ঠিকই ছিল।কিন্তু নাইরার বাবার সত্যিটা জানার পর স্পর্শ তা মেনে নিতে পারেনি।

” আমাকে ক্ষমা করে দিস মেহু।বাবার লালসার জন্য তুই তোর বাবা-মাকে হারালি।” মাথা নিচু করে নক্ষত্র বলে।

” তুমি কেন ক্ষমা চাইছো ভাইয়া।যা হয়েছে তা হয়ে গিয়েছে।এখন আর কিছু পালটানো যাবেনা।”

নক্ষত্র আর কিছুনা বলে তার পরিবারের সবাইকে নিয়ে চলে যায়।একে একে সবাই অনুষ্ঠান ছেড়ে চলে যায়।মেহেক একবার তার বোনের দিকে তাকাই।মেহেকের তাকানো দেখে সৃষ্টি চোখ নামিয়ে নেয়।মেহেক কিছু না বলে নিজের রুমে চলে আসে।এতোক্ষণ দূর থেকে মেহেককে দেখছিল সৌন্দর্য।মেহেক চলে গেলে সেও তার পেছন পেছন নিজের রুমে চলে যায়।

শাড়িটাড়ি খুলে ফ্রেশ হয়ে পড়তে বসে মেহেক।সে এমন একটা ভাব করছে যেন কিছু হয়নি,সব নরমাল আছে।আসলে মেহেক কিছুক্ষণ আগে যা হয়েছে তা ভুলে নরমাল থাকার চেষ্টা করছে।

পড়তে পড়তে হঠাৎ মেহেকেন মনে হয় কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে।মেহেক তাড়াতাড়ি পেছন ফিরে তাকাই।মেহেকের পেছনে তার বোন সৃষ্টি দাঁড়িয়ে আছে।সৃষ্টিকে দেখে মেহেক মুচকি হেসে উঠে দাঁড়ায়।

” আপুনি,তুই এসময় এতো কষ্ট করে আসতে গেলি কেন?আমাকেই ডেকে পাঠাতে পারতি।”

” এতো কিছু হওয়ার পরেও তুই বই পড়ছিস।” অবাক হয়ে প্রশ্ন করে সৃষ্টি।

” আপুনি তুই তো জানিসই বই পড়লে আমার স্ট্রেজ কমে।দাঁড়িয়ে আছিস কেন?বস।”

” আমি জানিনা আমি তোকে কি বলবো,তবে আমাকে ক্ষমা করেছ দিস।তোর উপর যদি আমি বিয়ের জন্য প্রেশার না দিতাম তাহলে এতোসব কিছু হতোনা।আজ যদি আদু সত্যিটা না জানাতো তাহলে হয়তো আমি তোকেও হারিয়ে ফেলতাম।” মেহেকের হাত ধরে বলে সৃষ্টি।

” চুপ কর আপুনি।যা হয়েছে তা হয়েছে।ভুলে যা ওসব।তুই এখন শুধু তোর বেবিকে নিয়ে ভাব।বুঝতে পেরেছিস।”

” হুম।চল খেতে যাবি।”

” আমার এখন ক্ষিদে নেই।তোরা খেয়ে নে।”

” বেশি কথা বলছিস।চল,আজ তোকে আমি নিজের হাতে খাইয়ে দেবো।”

মেহেককে সৃষ্টি নিয়ে যায়।খাবার টেবিলে কেউ কোন কথা বলেনা।সবাই চুপচাপ নিজের খাবার খেয়ে চলে যায়।

খাবার খেয়ে নিজের রুমে আসার মন মেহেক গিটারে টুংটাং শব্দ শুনতে পাই।মেহেক ভালো করে কান পেতে দেখে শব্দটা সৌন্দর্যের রুম থেকে আসছে।মেহেক দরজায় কান দিয়ে শব্দ হওয়ার চেষ্টা করে।হঠাৎ সে গানের শব্দ শুনতে পাই।
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,

” কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না,
মোহ-মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।”

মেহেক আর শোনেনা,দরজা থেকে কান সরিয়ে নিয়ে সে নিজের রুমে চলে আসে।রুমে এসে মেহেক আবারো বই খুলে বসে।হঠাৎ বইয়ের পাতায় একফোঁটা পানি পড়ে।মেহেক তাড়াতাড়ি পানির ফোঁটাটা মুছে নেয় আর নিজের চোখ মুছে একটা বড় নিশ্বাস নেয়।আসলে সৌন্দর্যের গান শুনে তার আবারো মুগ্ধের কথা মনে পড়ে গেলো।মুগ্ধও প্রায় সময় তাকে এই গানটাই শোনাতে।মেহেক দরজা বন্ধ করে এসে কাঁথা গায়ে জরিয়ে শুয়ে পড়ে।

পরেরদিন সকালে,

রেডি হয়ে ভার্সিটির ব্যাগ নিয়ে নিচে নেমে আসে মেহেক।মেহেককে তৈরি দেখে সৃষ্টি প্রশ্ন করে—

” আরে কোথায় যাচ্ছিস?”

” ভার্সিটিতে।” খাবার খেতে খেতে উওর দেয় মেহেক।

” আজ না গেলে হয়না।আরো কিছুদিন পর…..”

” কেন?ভার্সিটি গ্যাপ দেবো কেন?আমার কি হাত-পা ভেঙে গিয়েছে নাকি?শুধু শুধু বাড়িতে বসে থাকতে আমার ভালো লাগবেনা।আর আপুনি তুই চিন্তা করিসনা যা হয়েছে আমি সব ভুলে গিয়েছি,তুইও ভুলে যায়।”

” এই না হলে আমার বোনু।” উপর থেকে নামতে নামতে বলে স্পর্শ। ” সবসময় এরকমই স্ট্রং থাকবি বোনু,কোন কিছুতেই ভেঙে পড়বিনা।” মেহেকের মাথায় হাত বুলিয়ে বলে স্পর্শ।

” হুম।আচ্ছা তোমরা বসো আমি একটা জিনিস রুমে রেখে এসেছি ওটা নিয়ে আসছি।”

মেহেক তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে দাঁড়ায়।সিঁড়ি দিয়ে খুব তাড়াতাড়ি মেহেক উপর উঠতে থাকে।সৌন্দর্য নিচে নামার সময় এই দৃশ্য দেখে।

” আস্তে,পড়ে যাবে তো।”

কিন্তু মেহেক কোন কথা না শুনে তাড়াতাড়ি নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়।মেহেক তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিতে থাকে।অনেক্ষণ মুখে পানি দেওয়ার পর মেহেক আয়নায় থাকায়।মেহেকের পুরো মুখে পানি লেপ্টে আছে,তবে তার চোখগুলো লালবর্ণ ধারণ করেছে।ঠিক মেহেক নিজের কান্না আটকানোর জন্য মুখে পানি দিচ্ছিলো।আসলে মেহেক সবার সামনে যতটা স্বাভাবিকই দেখানোর চেষ্টা করুক না কেন আসলে কাল ঘটনায় সে অনেকটা ভেঙে পড়েছে।আয়নার নিজের প্রতিবিম্বের দিকে অজোরে কান্না করতে থাকে মেহেক।

ভার্সিটির ক্যান্টিনে বসে আছে মেহেক,রিফা,অথৈ,সৌন্দর্য,স্পর্শ আর বাকি সবাই।সবাই কথা বলছে আর হাসিমজা করছে।মেহেকেও তাদের সাথে হালকা-পাতলা কথা বলছে।হঠাৎ লিজা বলে উঠে,

” মেহেক তোমার সাথে যা হয়েছে তা আমরা সবাই জানতে পেরেছি।আমার জেনে খুব খারাপ লেগেছে।এরকম কিছু হবে হয়তো তোমরা কখনো আশা করেনি।”

লিজার কথা শুনে সবাই কথা বন্ধ হয়ে যায় আর মেহেকের মুখ কালো মেঘে ঢেকে যায়।মেহেক মাথা নিচু করে ফেলে আর বাকি সবাই রেগে লিজার দিকে তাকাই।বিশেষ করে সৌন্দর্য।

” এভাবে সবাই তাকিয়ে আছিস কেন?খেয়ে ফেলবি নাকি।”

লিজার কথা শুনে সবার বিরক্ততে কপাল ভাজ করে।

” এই মেয়েটা কি জানেনা কখন কোথায় কি বলতে হয়।পালতু মেয়ে।কোথায় আমরা সবাই চেষ্টা করছি মেহুর মন ভালো করার কিন্তু এই মেয়েতো সব বন্ড করে দিলো।” বিরক্ত নিয়ে বলে অথৈ।

” কি করছিস অথু!আস্তে কথা বল।ওরা শুনলে খারাপভাবে।”

রিফার কথা শুনে অথৈয়ের বিরক্তবোধ আরো বেড়ে যায় আর সে অন্যদিকে তাকিয়ে থাকে।এদিকে অথৈয়ের চেহারা দেখে শান্তও বুঝে যায় অথৈ প্রচুর বিরক্ত লিজার কাজে।তবে সে কিছু বলেনা।

” লিজা তোমার কি কখনো জ্ঞান শক্তি হবেনা যে কখন কি বলতে হয়।” লিজার কানে কানে বলে আদিব।

আদিবের কথা শুনে লিজা বুঝতে পারে আদিবার তা উপর রেগে আছে বা সে বিরক্ত কারণ রাগলে বা বিরক্ত হলেই সে লিজাকে “তুমি” করে বলে।

” তুমি আমাকে এভাবে বলছো কেন?আমি কি ভুল কিছু বলেছি?যা সত্যি তাই তো বলেছি।এতে এতো রেগে যাওয়ার কি আছে?”

” আসলেই তোমার কোনদিন বোঝার শক্তি হবেনা।” বলে বিরক্ত নিয়ে মুখটা ঘুরিয়ে নেয় আদিব আর শান্তের সাথে কথা বলতে থাকে।আদিবের এই আচরণে লিজা প্রচুর ক্ষেপে যায়।সে উঠে চলে যেতে নিলে কেউ তার হাত ধরে তাকে আটকিয়ে নেয়।লিজা দেখে আদিবই তার হাত ধরেছে।কথার বলতে বলতেই আদিব চোখের ইশারায় লিজাকে বসতে বলে।লিজা বুঝতে পারে আদিব তার উপর প্রুচর রেগে আছে।তাই সেও আর কোন কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়ে।সৌন্দর্য,স্পর্শ,রিফা আর অথৈ মেহেকের মন ভালো করার জন্য তাকে বিভিন্ন কথা বলতে থাকে।এদিকে সব চুপচাপ দেখছে মহুয়া।সে কঠিন মুখ করে তাদের দিকে তাকিয়ে আছে,বিশেষ করে মেহেকের দিকে।তার মুখ দেখে বোঝার উপায় নেই সে কি ভাবছে।

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here