শেষ বিকেলের তুমি❤,part: 6
writer: নৌশিন আহমেদ রোদেলা❤
শুভ্র রুমের মধ্যে পায়চারী করছে আর সাহেল বেডে বসে আপেলে খাচ্ছে।।
।
ওই শালা,,আমি এইদিকে টেনশনে বাঁচি না আর তুই বসে বসে আপেল খাচ্ছিস??(রাগী গলায়)
।
তো??কি করতে বলিস তুই??তোর টেনশন লাগছে তুই টেনশন কর,,আমি কি বিয়ে বাড়িতে টেনশন করতে আসছি নাকি?খাইতে আসছি,,,সো খাবো এটাই স্বাভাবিক
।
শালা হারামি,,বন্ধু তোর অথৈ জলে হাবুডুবু খাচ্ছে আর তুই নিশ্চিন্তে বিয়ে ইন্জয় করছিস??এতোটা সেলফিস তুই??
।
বিশ্বাস কর দোস্ত,,আল্লাহর কসম।।যদি তুই পানিতে হাবুডুবু খাইতি তাহলে আমি আপেল না খেয়ে তোরে বাচাঁনোর ট্রাই করতাম ,,,বাট তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস,,এখানে বাঁচাতে গেলে আমিও হাবুডুবু খাইতে শুরু করবো….এমনিতেই এতো কম্পিটিশন চলছে সো আমি এর মধ্যে নাই,,
।
সাহেল,,,ওলওয়েজ মজা ভালো লাগে না।।আমার বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই মজা করে যাচ্ছিস,, টু মাচ ইয়ার।।
।
হেই সাড়ে সর্বনাশ,,,তুই বিয়া করলি কবে??বউ পাইলি কবে??
।
চড় খাইতে চাস??
।
ওকে আমি সিরিয়াস,,,দোস্ত তুই এক কাজ কর,,কন্যাকে তুলে নিয়ে সব করে ফেল,,আই মিন বিয়ে করে ফেল।।
।
কিহহহ,,,শেষ পর্যন্ত কিডন্যাপ করবো??
।
তো? অবশ্যই করবি,,ভালোবাসার জন্য কতো সভ্যতা ধ্বংস হয়ে গেলো,,আর তুই এই সামান্য ভদ্র ছেলের পদবি ধ্বংস করতে পারবি না??এই তোর ভালোবাসা??
।
ঢং কমায় কর,,কিন্তু রোদ যে মাইয়া,,রাজি হবে বলে তো মনে হচ্ছে না।।
।
লাইক সিরিয়াসলি??এই আহাম্মকের ঢেঁকি,,তুই কি মেয়ে তোলে নিয়ে যাওয়ার আগে ওর পার্মিশন নিবি নাকি ছাগল,,যে হেই মিস ক্যান আই কিডন্যাপ ইউ??ডাফার।।আমরা মেয়ে কিডন্যাপ করছি,,কিডন্যাপিং বিষয়টি হবে আকস্মিক,,, এটাই নিয়ম… বুঝছিস??
।
এমন ভাব করছিস যেনো লাইফে কতো কিডন্যাপ করছিস,,(ভ্রু কুচঁকে)
।
হ্যা তো??তোর সন্দেহ আছে?তোর বোনকে তো তোলে নিয়েই বিয়ে করতাম,,বাট দেখ আমি তোলে নেওয়ার আগেই সে বাসায় গিয়ে হাজির,,সুযোগই দিলো না।।(অসহায় মুখে)তবে আমি তোকে একটা ফ্রী এডভাইস দিতে পারি,,
।
কি??যদিও তোর সব এডভাইস ক্ষেতমার্কা তবু বল শুনি….
।
দেখছিস,,দাম দিলি না তো,,,তুই ওলওয়েজ আমার সাথে এমন করিস….কষ্ট হয় আমার(মুখ গোমরা করে)
।
হইছে,,,কেউ দেখতাছে না সো এবার ঢংটা থামা,,বল কি বলবি….
।
শোন….রোদকে বউ সাজানোর পর কিডন্যাপ করিস বুঝছিস,,
।
কেনো??(ভ্রু কুঁচকে)
।
তাহলে সাজানোর এক্সট্রা টাকা লাগবো না,,(দাঁত কেলিয়ে)
।
শালা,,কিপ্টা। নাদিয়া ঠিকই বলে তুই আসলেই কিপ্টা,,আমি এতোবড় বিজন্যাস মেন হয়ে আমার বউয়ের সাজ নিয়ে কিপ্টামো করবো??স্টুপিড
।
এইতো লজিকটা বুঝলি না?আবে,,,মাইয়াকে সাজাতে সাজাইতেই দেখবি কেল্লা ফতে,,রোদ যে মাইয়া চেঁচাইয়া তো পুরো পার্লার কাঁপাই ফেলবো,,তারপর মেয়েদের সাজতে যে টাইম লাগে এতোক্ষনে তোর ফুপা মশাই আই মিন তোর ওডবি শশুরমশাই পুলিশ নিয়ে হাজির হয়ে যাবে,,,
।
সিরিয়াসলি??
।
অবিয়েসলি সিরিয়াসলি,,,আমি ফাউল কিছু বলি নাকি??
।
এক্চুয়েলি তুই যা বলিস সব ফাউলই বলিস তাই বিশ্বাস করতে কষ্ট হয়,,
।
তুই আবার অপমান করছিস আমায়??থাক তুই আমি তারচেয়ে সুন্দরী মাইয়া দেখে আসি,, তাও লাভ আছে,,,
।
চুপচাপ বস,,নয়তো নাদিয়াকে এখনি ফোন করে বলবো তুই এখানে কি করছিস,,,
।
আরে,,, দোস্ত,,তুই তো আমার কলিজা,,দেখ আমি এইখানেই বসে আছি…বম মারলেও সরতাম না…একদম পাক্কা…..
।
।
রোদের গায়ে হলুদ আজ,,,আর কালই বিয়ে।।সবার আনন্দের সীমা নেই শুধু শুভ্র ছাড়া।। শুভ্র শুধু ছটফট করছে আর সাহেলকে জ্বালিয়ে মারছে।।জীবনের প্রথম প্রেম ভেসতে যাবে,,এটা তো হতেই পারে না কিছুতেই না।।সাহেল আবারো তার ফ্রেন্ডদের ইনফর্ম করেছে সবাই এসে হাজির,,,সবাই নাকি দারুন এক্সাইটেট,,বিয়ের আসর থেকে বউকে কিডন্যাপ করবে এরচেয়ে এডভেঞ্চার কিছু হয় নাকি??তাদের প্ল্যানিং এর শেষ নেই,,,এদের দেখে মনে হচ্ছে সবকটা বিশ্বব্যাংকে ডাকাতি করতে যাচ্ছে,,,যত্তোসব, সব কিছুতে বাড়াবাড়ি যাকে বলে আরকি,,,আর সাহেল যেখানে আছে সেখানে বাড়াবাড়ি জিনিসটাও বাড়াবাড়িভাবে থাকে ওলওয়েজ,, এটাই নিয়ম।।এদের মধ্যে আসিফের কথাটা শুভ্রর বেশ মনে ধরেছে,,হ্যা তার উচিত রোদকে আবার বুঝিয়ে বলা,,,কারো জন্য ডেস্পারেট হওয়াটা যদি ভালোবাসা হয় তাহলে শুভ্র রোদকে প্রচুর ভালোবাসে,,এটাই রোদকে বুঝাতে হবে,,তাহলেই ঝামেলা খতম।।কিন্তু রোদকে ছাদ পর্যন্ত আনবে কিভাবে??ওর আশেপাশে যাওয়াও তো এখন দুষ্কর।।এটা নিয়েও ওর ফ্রেন্ডদের প্ল্যানিং এর সীমা নেই,,অবশেষে প্ল্যান তৈরি হয়েও গেলো।।রোদ,, তার ফ্রেন্ড আর আপুদের ছাদে আড্ডা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো,,,শুভ্র সহ ওর ফ্রেন্ডরাও আছে সেখানে,,, আড্ডা এখন চরমে পৌছে গেছে।। ঠিক তখনই সাহেল বলে উঠলো,,
।
রোদ??বিয়ে হয়ে তো কাল চলেই যাবে,,,একটু চা খাইয়ে সবার সেবা করে যাও,,
।
শুভ্রর সব ফ্রেন্ডও তালে তাল মিলালো সাথে মেয়েরাও এটাই তো তাদের প্ল্যান,,রোদকে একা বাইরে বের করা।।
।
কি হলো যাও,,,
।
হ্যা যাও রোদ,,
।
আচ্ছা আমি যাচ্ছি,,,নাউ হ্যাপি??
।
বহুত,,(দাঁত কেলিয়ে)
।
রোদ বেরিয়ে যেতেই শুভ্রও ফোনের বাহানা করে বেরিয়ে গেলো,,আর সাথে সাথেই রোদকে টেনে নিয়ে স্টোর রুমে ঢুকে গেলো।।সব যেহেতু আগে থেকেই সেট সো কোনো সমস্যাও হলো না,,,
।
কি সমস্যা কি তোমার??এখানে আনলে কেন??সরো আমায়,যেতো দাও।।
।
প্লিজ রোদ একটু শোন আমার কথা,,
।
কি বলবে তুমি??যায় বলো না কেনো আমার কিছুই শোনার নেই,,আমাকে যেতো দাও
।
প্লিজজ রোদ,,একটু শোন প্লিজজজ
।
ওকে বলো কি বলবে,,বাট দূরে দাঁড়িয়ে বলো
।
রোদ প্লিজ বিয়েটা করিস না….প্লিজ
।
পাগল হইছো তুমি? কাল বিয়ে আর তুমি বলছো বিয়ে করবো না??আমি আমার হবু বরকে যথেষ্ট ভালোবাসি আর আমি তাকে অবশ্যই বিয়ে করবো।।।তোমার যদি এটাই বলার থাকে তো বলা শেষ এবার আমি গেলাম,,
।
রোদ,,আমিও যে তোকে ভালোবাসি,,তার কি হবে??(করুন চোখে)পারবো না তো তোকে ছাড়া থাকতে….
।
লাইক সিরিয়াসলি?? তুমি আমায় ভালোবাসো??নাইস জোক,,প্লিজ শুভ্র ভাই এসব প্রেংক বন্ধ করো,, আই হেব টু গো,,
।
এটা প্রেংক নয় রোদ আই মেডলি লাভ উইথ ইউ,,প্লিজ বোঝার চেষ্টা কর,,একটু বোঝ আমায়,,প্লিজজজ,,সত্য তোকে ছাড়া চলবে না আমার,,
।
যে ছেলে আমায় দু চোখে দেখতে পারতো না,,কথায় কথায় গায়ে হাত তুলতো সে আমায় ভালোবাসে??অসাধারণ বাট এখন কিছু করার নেই,,তাছাড়া এই দশবছর যখন চলেছে এখনও চলবে,,যেতে দাও আমায়
।
ওটা দশবছর আগের কথা,,ওসব ভুলে যা প্লিস,,দশ বছর আগের কথা টেনে এনে আমায় এখন শাস্তি দিস না প্লিজ,,
।
তোমাকে শাস্তি দেওয়ার মোডও এখন আমার নেই শুভ্র ভাই,,প্লিজ এসব ন্যাকামো বন্ধ করো আর আমায় যেতে দাও,,
।
তোর কাছে এসব ন্যাকামো লাগছে??
।
তা নয়তো কি??আমার আর ভালো লাগছে না সরো তো,,,
।
কথাটা বলেই রোদ বেরিয়ে গেলো,,শুভ্রও আর আটকায় নি,,,কি বলবে তাই বুঝতে পারছিলো না…সব যেনো গুলিয়ে যাচ্ছিলো শুভ্রর।।ভালোবাসার কথা বলাটা হাজারটা প্রেজেন্টেশন দেওয়ার চেয়েও যে হাজার গুন কঠিন তা আজ বুঝে গেছে শুভ্র।।শুভ্র রুম থেকে বের হতেই দেখলো সব কটা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর শুভ্রর দিকে “হা ” করে তাকিয়ে আছে যেনো সে আস্ত একটা এলিয়েন,,
।
কি সমস্যা?এভাবে তাকিয়ে আছিস কেন??
।
কি হলো দোস্ত??
।
কি কি করলি??(দাঁত কেলিয়ে)
।
হানিমুন করলাম,,,আই প্রেকটিক্যালি দেখাই কি কি করছি ,,ডাফার
।
আরে চেতস কেন শালা,,,রোদ কি বললো তাই বল,,
।
ঠাস করে মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেলো,,তার নাকি এসব ন্যাকামোতে টাইম নেই,,(মুখ গোমরা করে)
।
হাহাহাহা,,দোস্ত,,মোষ্ট পপুলার বিজন্যাসমেন একটা মেয়ের কাছে কপোকাত,,,ভাবা যায় এগ্লা???
।
চুপ কর তো তোরা,,ধেৎ সারাজীবন চিরকুমার থাকতে হবে মনে হচ্ছে,,,প্রেমে পড়ার জন্য আর মেয়ে পাইলাম না,,শেষ মেষ এই পিচ্চি,,আল্লাহ!!!তোরাও কোন পাহার উদ্ধার করতে পারছিস,,১০ জন মিলে একটা মেয়েকে ম্যানেজ করতে পারছিস না,,??
।
আরে দোস্ত আমরা একটা শুভ্রকেই কি সামলাতে পেরেছি এতোদিনে??আর তার ওপর যে ঝাঁঝ ঢালে সেই মাইয়াকে ম্যানেজ করতে কাঠখড় পুড়াতেই হবে রে,,বাট আমরা পুড়াবো,,পুরো বাংলাদেশের কাঠখড় পুড়িয়ে ছাই করে ফেলবো নো টেনশন,,,
।
মাইর না খাবার চাইলে চোখের সামনে থেকে বিদেয় হো,,শালা
।
চলবে❤