চাচাতো_বোন_যখন_বউ 😍,part_6
writer_মো_রাশেদ
রাইসাঃ আমারিতো ঘর,,,,বরের ঘর মানে আমারিতো ঘর হয় তাই না।
আমিঃ যাবি এখান থেকে।😡
রাইসাঃ আম্মু দেখছো তোমার ছেলে কেমন করে।
ঘর থেকে বের হয়ে যেতে বলে।
আমিঃ ঐ বেয়াদব তুই কাকে আম্মু বলে ডাকিস।
রাইসাঃ বারে বিয়ের পর কি বড়আম্মু বলেই ডাকবো নাকি।😊
আমিঃ ঐ পেত্নি তোকে কতো বার বলবো এটা হবার নয়।
আর বিয়েতো কোনো প্রশ্নই আসে না।
রাইসাঃ বিয়েতো তোমাকে করতেই হবে।
আমিঃ জীবনেও করবো না,,,আর আপু তুই আমার আপু না।
যা এখন এখান থেকে।
আর আমি তোকে এখন থেকে আপু বলেই ডাকবো।
রাইসাঃ কিইইই তুমি আমাকে আপু বলছো আর একবার বলে দেখ।
তোমার মুখ একেবারে ভেঙে দিবো।😡
আমিঃ আচ্ছা ঠিক আছে আমি এখন বাইরে যাবো।
রাইসাঃ কেনো আপু বলে যাও আপু বলছো না কেনো।
আমিঃ না থাক বলবো না যদি মারিস তোরে বিশ্বাস নাই।
এখন একটু সরে দাঁড়া আমি যাবো।
রাইসাঃ কোথায় যাচ্ছো।
–
আমিঃ বন্ধুদের সাথে আড্ডা দিতে।
আর plzz আমাকে তুমি করে বলিস না।
আমার যেন কেমন লাগে,,,,
তুই আমাকে তুই করেই বলিস।
–
রাইসাঃ জীবনেও বলবো না,,,,
আমি আমার বর কে তুমি করেই বলবো।
–
আমিঃ ইসস আবার বরবরবরবর যাতো এখান থেকে।
–
রাইসাঃ হুমমম বরই তো,,,, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছো ভালো কথা।
কিন্তু কোনো মেয়ের সাথে যেন না হয়। ঠিক আছে।
–
আমিঃ ঠিক আছে সর।
রাইসাঃ এইই এইই কোই যাও?
আমিঃ বললামিতো।
রাইসাঃ হুম বলছো,, কিন্তু আমি তো যেতে দিবো না।
–
আমিঃ কিন্তু কেনো আর তুই ই তো বললি যাও।
রাইসাঃ হুম বলছি যেতে দিবো,
কিন্তু আমাকে জড়িয়ে ধরে,,,
একটা কিস করলে যেতে দিবো।
তা না হলে যেতে দিবো না।☺
–
আমিঃ কি বলিস,,,, পাগল হয়ে গেছস আমি পারবো না এইসব।
রাইসাঃ তাহলে আমিও ছাড়সি না।
আমিঃ সর না plzz আমি পারবো না।
রাইসাঃ তুমি পারবা না।
আমিঃ না।
রাইসাঃ পারবানা
আমিঃ বা বললাম না।
–
–
রাইসাঃ উম্মামমমম্মা.😘😘😘😘😘
(আমি না করার সাথে সাথেই রাইসা আমাকে জড়িয়ে ধরে।
একটা ইয়ে করলো আমিতো ওখানেই অবাক হয়ে গেলাম।
এটা কি করলো এখনও জড়িয়ে ধরে আছে আর বলছে।)
বিয়ের পর আমি সারাক্ষণ তোমার বুকে জড়িয়ে ধরে থাকবো,
জড়িয়ে ধরে ঘুমাবো।😍
–
–
পরে আমি জোর করে ছারিয়ে দিলাম।
একদৌরে বাইরে চলে আসলাম।
আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে গেলাম।
রুমে এসে দেখি রাইসা আমার রুমেই আছে আমি বললাম।
–
–
–
আমিঃ কিরে তুই এখানে কি করিস।
রাইসাঃ এক কথা আর বলতে পারবো না।
আমিঃ কি এক কথা।
রাইসাঃ বরের রুমে আসবো না কার রুমে আসবো,,এই কথা।
আমিঃ আবার তোকে না করছি না,,,,ওইসব আর বলবি না।
রাইসাঃ ১০০ বার বলবো।
এইবলে আবার আমাকে জড়িয়ে ধরলো।
আর আমি নিজেকে কন্ট্রলস করতে পারলাম না।
রাইসাকে ছাড়িয়ে কষে একটা চর মারলাম।
আর রাইসা কাঁদতে কাঁদতে চলে গেল।
–
–
আর আমি ভাবছি এটা আমি কি করলাম।
কোনো দিন ওর শরীরে হাত তুলি নাই।
আর আজকে না…….ভালো লাগছে।
কালকে ওর কাছে থেকে মাফ চেয়ে নিবো।
আর ওদিকে রাইসা কান্না করতে করতে চলে যাচ্ছে,,,আর আম্মু ওকে বললো।
আম্মুঃ কিরে কি হইছে কান্না করছিস কেনো রাশেদ কি কিছু বলছে।
রাইসাঃ কিছু না।😭(জারি দিয়ে বললো)
আম্মুঃ তাহলে খেয়ে যা।
রাইসাঃ তোমার ছেলে কেই খাওয়াও গা।😭
–
–
কথাটা বলেই চলে গেল।
আর আম্মু আমার কাছে এসে বললো।
আম্মুঃ কিরে তোর আর রাইসার মধ্যে কি কিছু হয়েছে।
আমিঃ কই নাতো কেনো।
আম্মুঃ মেয়েটা তাহলে কান্না করছে কেনো।
আমিঃ জানি না তো।
আম্মুঃ সত্যি জানিস না,
আমিঃ না।
–
–
তারপর আম্মু চলে গেল,,,,
আর আমি খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম।
আর রাইসা রাতে না খেয়েই রুমের দরজা আটকিয়ে কান্না করছে।
–
–
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে কলেজে গেলাম।
আর আজকেও রাইসা আসে নাই।
বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম।
আর এদিকে রাইসা রুম থেকে বের হচ্ছে না দেখে ডাকা ডাকি করছে।
মনে হয় সারা রাত না ঘুমিয়ে মেয়েটা শুধু কেঁদেছে।
চোখ দুটো লাল হয়ে গেছে ফুলে গেছে।
তখনই রাইসা রুম থেকে বের হয়ে এসে বললো।
–
রাইসাঃ কি হইছে এতো ডাকো কেনো।
রাইসার আম্মুঃ কি হইছে মা রাতেও খাইলি না।
এখনো দরজা আটকে রেখে আসিছ কিছু হইছে মা
রাইসাঃ না কিছু হয় নাই।
তুমি যাওতো এখন আমাকে একা থাকতে দাও।
আর আমাকে ডাকবে না।
–
–
এইবলে আবার রুম আটকে দিলো।
দুপুরেও অনেক ডাকছে কিন্তু দরজা খোলে নাই।
এদিকে আম্মু আব্বু এ কথা শুনে তারাও এসে ডাকা ডাকি করছে তাও খুলে নাই।
এদিকে আমাকে ফোন করবে।
কিন্তু আমার ফোনটাতো ভেঙে ফেলছে,,,,,,
তাই আমাকে ফোন করতে পারে নাই।
–
–
আমার ক্লাস শেষে বাসায় যাবো তখনই বন্ধুরা এসে বললো।
তদের নাকি সাকিব খাওয়াবে তার রিলেশন হয়েছে দেখে। (সাকিব হলো আমার ফ্রেন্ড)
–
–
আর তাই আর বাসায় যেতে পারলাম না।
বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে বাসায় ঠুকে দেখি কেউ নেই।
তাই রাইসাদের বাসায় গেলাম।
গিয়ে দেখি সবার মন খারাপ তাই বললাম।
কি ব্যাপার তোমাদের মন খারাপ কেনো।
আর বাসায় গিয়ে দেখি কেউ নেই।
কি কিছু হয়েছে নাকি।
–
আম্মুঃ তুই এতোখন কই ছিলি।
আমিঃ এক জায়গায় গেছিলাম একটু দরকার ছিল।
আম্মুঃ তোর সাথে রাইসার কি হইছে বল।
আমিঃ কেনো আম্মু।
আম্মুঃ কথা না বারিয়ে সত্যি করে বল তু কি হইছে___?
__চলবে…….??