Accounting Teacher,Part-1,2

Accounting Teacher,Part-1,2
Written_by_Ritu_Rosni
Part-1

ঋতু,এই ঋতু!!
ওমা একিিি!!এটা রুম নাকি কোনো শপিংমল রে ঋতু??
এতো জামা কাপড় ছিটিয়ে রাখছিস কেনো??(নুপুর)

দোস্ত তুই তো জানিস আমি ড্রেস চুজ করা নিয়ে অলওয়েজ কনফিউজড😰😰
কোনটা পড়বো ঠিক বুঝতে পারছি না।তুই একটু হেল্প কর না প্লিজজ(আমি)
,
এত্তবড় মেয়ে হয়েছিস আর এখনো জামা চুজ করতে পারিস না?(নুপুর)

—এই প্যাচি,এতক্ষণ কথা বলছিস এখন লেট হচ্ছে না তোর???কথা না
বলে কোনটা পড়বো তাড়াতাড়ি বল।
,
উমম😒ঐ গোলাপি ড্রেসটা পড়।তোকে সব ড্রেসেই ভালো লাগে জানু।
রেডি হয়ে……….
আমি রেডি এবার চল।
–হু,চল।
মামনি গেলাম(আমি)
সাবধানে যাস।(মামনি)
,
যেতে যেতে আপনাদের আমার পরিচয় টা দিয়ে দেই।
আমি ঋতু,নাম তো সুনাই হোগা😎
বাবা মায়ের দুই মাত্র সন্তান।
আমার ছোট একটা বোন আছে।
মা গৃহিণী আর বাবা নিজেদেরই এক্সপোর্ট এর বিজনেস আছে
সেসব দেখাশুনা করে।
,
আর এতক্ষণ যার সাথে কথা বললাম ও হলো আমার কলিজার টুকরা বান্ধপ্পি নুপুর।
ধুরররর,,আপনাগো লগে কতা কইতে গিয়ে আমাগো লেট হইয়া যাইতেছে।পরে গপ্প করমুনে আপনাগো লগে😎
,
এতক্ষণে তোদের আসার সময় হলো???(কনা)
–আর বলিস না!!মহারাণী ড্রেস চুজ করতে পারে না।তার জন্যেই তো লেট হলো।(নুপুর)
,
ওলে বাবালে,এত্তো বড় ঢিঙ্গি মাইয়্যা তারে আবার নাকি ড্রেস চুজ করে দেওন লাগে,,হুহহহ(কনা)
—ঐ বান্দরনি😡বেশি কতা কবু লা কলেম(আমি)
,
ঐ তোরা থামবি??সব সময় শুধু দুটো মিলে খালি ঝগড়া করবে। মাইয়্যা মানুষ যারে কয়।(রাজু)
—ঐ শালা অগি তুই বেশি লেকচার দিবি না কলেম,,নইলে তোর মেশিন ডাই নষ্ট করে দিমু।(আমি)
,
তোরা ঝগড়া থামাবি???
শুনলাম আজ আমাদের কলেজে New Accounting_Teacher আসবে।(ফরিদ)
,
New teacher কেনো??রেজা স্যারের কি হয়েছে???(আমি)
—হয়তো ট্রান্সফার নিচ্ছে তাই তো নতুন টিচার নিয়োগ দিয়েছে।(কনা)
–শুনেছি নতুন Accounting_Teacher নাকি দেখতে হেব্বি কিউট।কিন্তু….😒(নুপুর)
—কিন্তু কি রে??(আমি)
—ব্যাটা নাকি খুব রাগী রে।(নুপুর)
তাই নাকি??তাইলে তো সাবধানে থাকতে হবে আমাদের।(ফরিদ)
—ঐ খাড়া!!আমরা কি এহন ঐ শয়তান ব্যাটার লাইগা চুড়ি হাতে দিয়া বইসা থাহুম??আর আমরা কি চুরি করছি নাকি যে এত ভয় পাইতে হবে।

,
এই চল চল ক্লাসে ক্লাস শুরু হয়ে যাবে এখনি।
–হু,চল।
আরে খাড়ান!!ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই।
কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ফ্রেন্ডস সার্কেল টা ম্যালা বড়।
হু,ঠিক।
রাজু,ফরিদ,নুপুর,কনা রে নিয়াই আমগো ফ্রেন্ডস সার্কেল।আরো অনকজন আছে তবে এরাই ক্লজ বেশি।
পুরাই একটা শয়তানের গ্যাং।শয়তান ও মনে হয় আমাদের দেখে ভয় পাবে।সব সময় দুষ্টু বুদ্ধি মাথায় কিলবিল করে বেড়ায়।
,
ক্লাস শুরু হবার ৫ মিনিট আগে ক্লাস রুমে প্রিন্সিপ্যাল স্যারের আগমন।
সবাই একসাথে উঠে দাড়ালো…
প্রিন্সিপাল:Plz,Sit Down.All Students,Good Morning.
Students:Good Morning! Sir.
প্রিন্সিপাল:সবাই কেমন আছো??
Students:Fine Sir!Apni??
প্রিন্সিপাল:আলহামদুলিল্লাহ্‌, ভাল আছি।
ইনি হলো শুভ্র চৌধুরী।তোমাদের New Accounting_Teacher
USA থেকে মাস্টার্স কম্পিলিট করছেন।সবাই পরিচিত হয়ে নাও।
দেখলাম স্যুট বুট পড়ে এক সুদর্শন যুবক এগিয়ে আসছে আমাদের দিকে ইনিই হয়তো আমাদের Accounting টিচার।
আরেএএএএহহহহহহ,আমি একি দেখছি?????
আমার ক্রাশ আমার সামনে দাড়িয়ে আছে।তাও আবার আমাদের Accounting_Teacher হয়ে।
এখন থেকে আমার ক্রাশকে সব সময়ই আমি দেখতে পাবো।
ইশশশ!!আমার যে কি খুশি লাগতেছে।😂😂
আমার তো খুশিতে এখন লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে।
বাসায় থাকলে নাহয় এই খুশিতে ডান্স দিতাম।
😡😡😡😡শাকঁচুন্নির দল জীবনে মনে হয় ছেলে মানুষ দেহস নাই??তোগো ঘরে কি বাপ ভাই নাই যে আমার ক্রাশের উপ্রে ড্যাব ড্যাব করে চাইয়া আছস😡😡
,
চুন্নিগরে আর কি কমু??আমারই তো চোখের পলক পড়ছে না।ছেলে মানুষের এতো কিউট হওয়ার কি আছে??
ব্লু জিন্স তার উপ্রে ইন করে ব্ল্যাক শার্ট পড়া।
ব্ল্যাক কালারের উপ্রে বরাবরি আমি দূর্বল।চোখে সান গ্লাস,মুখে খোচা খোচা দাড়িতে উফহহহ যা লাগছে না😲😲
শুভ্র: Hlw!Everybody,How R U?
Students:We R fine Sir!And U?
শুভ্র:ভালো।
পরিচয় পর্ব শেষ করে,যেহেতু প্রথম দিন তাই কিছু কাজ দিলো করতে।
একটা Pblm এর সলিউশন করতে দিলাম।দেখলাম সবাই করছে মনোযোগ দিয়ে।কিন্তু পেছনের বেন্চের এক মেয়ে না করে মিটিমিটি হাসছে।যা দেখে মেজাজ গরম হয়ে গেলো।
এই মেয়ে!!গোলাপি ড্রেস!! Stand Up!!I Say Stand Up.(চিল্লিয়ে)
–ভয়ে ভয়ে দাড়িয়ে……জ্বি স্যার কিছু বলবেন???(আমি)
Problem Solve করতে দিয়েছি,,তা না করে তুমি হাসছো কেনো??কি প্রবলেম তোমার???ক্লাস করতে ভালো না লাগলে Get Out my Class rome.(শুভ্র)
—স সরিি স্যার!!আর এমন হবে না।
অ হলেই ভালো।
—বাপ রে বাপ এইডা স্যার নাকি,ডেভিল😲😲😲

.
.
To be Continue…..

.#Aaccounting_Teacher
__Part__2
#Written_by_Ritu_Rosni
.
.
বাপ রে বাপ এইডা স্যার নাকি,ডেভিল😲😲
Shuvrro:আমার ক্লাসে অমনোযোগী হলে চলবে না।
যার আমার ক্লাস করতে ভালো লাগবে না,সে আমি ক্লাসে ঢুকার আগেই বের হয়ে যাবে।
নইলে আমার থেকে কেউ খারাপ হবে না।Mind it.
—-শালার তিতকা লম্বু(শুভ্র ৬.২”তাই লম্বু কয়),বিলাতি চামচিকা,ধলা ইন্দুর,তোর জন্মের সময়,মনে হয় তোর মুখেে
কেউ মধু দেয়নি দিয়েছে করলা।আগে যদি জানতাম তুই এমন তাইলে আর তোর উপ্রে ক্রাশ নামক বাশঁ টা খাইতাম নাহ😭😭😭😭
—মেয়েটাকে কেমন জানি চেনা চেনা লাগছে।মনে হচ্ছে এর আগে কোথায় যেনো দেখেছি।আর সেটা খুব কাছে থেকে।
কোথায়!😞কোথায়😞
ইয়াহ!!মনে পড়েছে।😂😂
আরে😲😲😲এইটা ঐ পার্টির নির্লজ্জ বেহায়া মেয়ে না??😡😡
বজ্জাৎ মেয়ে সেদিন পার্টিতে কি কান্ডই না করছিলো।😭😭
এই তারছিরা পাবনার পাগলি এই কলেজের স্টুডেন্ট😲 আগে জানলে এখানে জবই নিতাম নাহহ😭😭😭
,
ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছি…..
সবাই আমার ক্রাশের নামে প্রশংসা করছে।😎😎
দেখতে হপ্পে না!ক্রাশ টার😊😊
,
কনা:ইশশশ!!স্যারের মতো যদি আমার একটা বর হতো😰😰
কত্তো সুন্দর হতো।Dashing Looks!Muscle Body Just Owo!!😍😍
—রাগে একদম গা জ্বলে যাচ্ছে কনার কথা শুনে😡😡
ঐ লুচ্চি কানা,ফহিন্নি একদম চোখ দিবি না আমার ক্রাশের উপ্রে নইলে তোর চুল কাইট্টা হেমায়েতপুরে পাঠাই দিমু।
,
কনা:আল্লাহ চোখ দিয়েছে সুন্দর জিনিস দেখার জন্য,তয় দেহুম না তে কি চোখ বন্ধ কইরা রাখুম।
—হ,তাই রাখবি।আর আজ থেকে শুভ্র রে বড় ভাইয়ের নজরে দেখবি।
কনা:হুহহহ,কইলেই হলো ভাইয়ের নজরে দেখবি।
–ওরে কেউ এক গ্লাস পানি দে,এই দুই পেত্নি ডুইবা মরুক।(রাজু)
——–
ক্যাম্পাসে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম।
কি রে তোর আসতে আজ এতো লেট হলো কেনো???(মা)
—বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে একটু লেট হয়ে গেলো(আস্তে করে)
,
–হ্যাঁ,পেয়েছিস তো ওটাই।পড়াশুনার খবর নাই খালি কলেজ গিয়ে বাঁদরামো করা।বাপের লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে একদম।কতো করে বলি মেয়েকে বিয়ে দিয়ে দাও,এতো পড়ে কি হবে??ছেলে পেলে মানুষ করার জন্য এটুকুই যথেষ্ট।(মা)
—কি হয়েছে ঋতুর মা??আমার মেয়ে টাকে এভাবে বকা দিচ্ছো কেনো???
এই বয়সে তো একটু আধটু এনজয় করবে না তো কি বুড়ো বয়সে করবে???
তুমি আমার বাচ্চা মেয়েটাকে এভাবে বকা দিতে পারো না।(বাবা)
–হ,বাচ্চা মেয়ে।যখন মুখে চুন কালি মেখে চলে যাবে তখন বুঝবে।আমার কথা তখন হারে হারে টের পাবে।(মা)
—কি বলো না তুমি ঋতুর মা।আমার মেয়ের উপর আমার অগাধ বিশ্বাস আছে,আমি জানি আমার মা এমন কিছু করবে না যে আমার অসম্মান হবে।কি রে মা ঠিক বলছি তো?????(বাবা)
—-হ্যাঁ বাবা,তুমি একদম চিন্তা করো না।আমি এমন কিছু করবো না যে তোমার অসম্মান হবে।
,
–ঠিক আছে মা,,যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও।
—কেনো বাবা??আমরা কি এখন কোথাও যাচ্ছি???(আমি)
–হ্যাঁ,তোমার নাঈম আংকেল ডিনারপার্টি করেছে আজ।ঐখানেই যাবো আমরা।
—-রেডি হয়ে আমরা আংকেল এর বাসায় রওনা দিলাম।
আংকেল রা ইয়ার কর্নার এর পাশেই থাকে তাই আমাদের যেতে বেশি সময় লাগেনি।
—-
কি রে তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো???(আংকেল)
–না রে,,বাসার বাকি সবাই কই??
—সবাই আছে ভেতরে চল।বাইরে দাড়িয়েই কথা বলবি নাকি???(আংকেল)
—কুশল বিনিময় শেষ করে ভিতরে গেলাম।
তারপরে…………..
.
.
.
To be Continue…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here