ভালো তুমি বাসবেই,পার্ট-৭ ও শেষ
Written By Ayat Mushtarih Ayan..
.
সাবার মাথায় বিভিন্ন রকম প্রশ্ন ঘুরতেছে…
.
.
কেনো মুস্তাকবির আমাকে তুলে নিয়ে এলো..আর
.
এই ছেলেটাই কি ফাতিন??
.
.
এমন সময় ফাতিন বলে উঠলো..
.
আমার বউকে বিয়ে করছো বন্ধু..আমায় দাওয়াত দিলা নাহ??
>ফাতিন দেখ..
.
>দেখা দেখির টাইম নাই…তুই তো সেই নিচ রে..
.>তোর থেকে কম ই আছি..
.
>আমি কি করছি??
.
>কি করছিশ তুই??আমার ভালোবাসা কে কেরে নিছিশ..তুই ফাতিন..আমার জীবন নরক বানিয়ে দিছিশ..
>তাই??
.
>হে তোর জন্য আমি নিজের ভালোবাসাকে নিজের হাতে মারছি..
.
আর আমি তোকে জীবনেও মাফ করবো নাহ..
.
>মাফ তোকে আমি করবো নাহ ফারহান মুস্তাকবির নীল..
.
সব সময় আমার কাছে থেকে আমার সব খবর শুনলি আর সুযোগ বুঝে আমার বউ কেও তুলে নিলি??
.
হে হে..সব প্লেন আমার ছিলো…তুই নতুন করে ভালোবাসতে শিখেছিশ..নতুন কাউকে ভালোবাসবি..সুখে থাকবি??তা আমি হতে দিবো??জীবনেও নাহ..
.
তাই আকি সাবাকে কিডন্যাও করি..তুই যেমন আমার ভালোবাসাকে কেরে নিছিলি..আর আমি তোর ভালবাসা কেরে নিছিলাম..
.
আর সাবার লাশ বানিয়ে আরেকজনের লাশ রেখে দেই..যাতে দুনিয়া সাবাকে মৃত ভাবে আর ও আমার থাকে.।
.
.
কিন্তু তুই ফেল..এখন তোকে মরতে হবে..
.
.
আমি মরবো??হাহা..
.
>হে..এই দেখ….
.
এই বলে ফাতিন সোজা গিয়ে ফারহানের গলায় ছুড়ি ধরে..
.
খুব কষ্ট দিছিলি না আমার মাইশাকে??এখন দেখ কি হয়..
.
.
এই বলে সোজা ফারহানের গলায় চাকু বিধিয়ে দেয়..
.
.
বিয়ের অনুষ্ঠান এ অনেকেই ছিলো..কিন্তু মুখ কেউ খুলে নি..আসল খুনি ও ধরা পরে নি..
.
.
ফাতিন সাবাকে নিয়ে চলে আসে.
.
কিন্তু সাবা তো এসেই আয়ান কে দেখবে বলে বসে আছে..
.
.
ফাতিন সাবাকে একটা ভিডিও দেখায়..আয়ান আরেক মেয়ের সাথে..
.
.
সাবা যেনো এটা বিশ্বাস কিরতে পারছে নাহ..
.
সাবাও অনেক কাদে সেদিন..ফাতিন এর কাধে মাথা রেখে..
.
.
.
ফাতিন আর কিছুই বলে নাহ..শুধু মনে মনে ভাবে..
.
এখন আমায় ভালো তুমি বাসবেই…
.
.
সমাপ্ত…