ভালো তুমি বাসবেই,পার্ট-৬

ভালো তুমি বাসবেই,পার্ট-৬
Written By Ayat Mushtarih Ayan..
.
সাবার মাথায় বিভিন্ন রকম প্রশ্ন জাগতে লাগলো..
.
কে এই ফাতিন.
.
আর এই লোকটাই বা কে??কেনোই বা এমন করছে সে??
.
আর মাইশার মৃত্যুর সাথে এই লোকটার কি সম্পর্ক??
.
এসব ভাবতে ভাবতেই হঠাৎ সাবার চোখে একটা ডায়রি চোখে পড়লো৷

সে সেটা হাতে নিলো..
এবং সে চিন্তাও করতে পারে নি যে..এটা হতে পারে..
.
ডায়রির প্রথম পৃষ্ঠাতেই লিখা ছিলো.
.
মুস্তাকবির লাভ মাইশা…
.
তার মানে ওই লোকটার নাম মুস্তাকবির??
.
সে ডায়রির পরের পেজ এ দেখতে পায়৷
সেখানে লিখা..
.
কলেজে যখন তুমি প্রবেশ করলে মাইশা..সেই দিন থেকে তোমায় ভালোবাসি আমি..কিন্তু ফাতিন ও তোমায় ভালোবাসে..ওকে যে আমি কিছু করতে পারবো নাহ..
.
.
২ ৩ পৃষ্ঠা পরে আবার লিখা.
.
আজ তুমি ফাতিন এর গার্লফ্রেন্ড..আমার সামনে তোমরা হাসছো খেলছো..তোমায় আমি কিছুই করতে পারতেছি নাহ…কিন্তু সহ্য ও করতে পারতেছি নাহ মাইশা..
.
.
.
এরপর অনেক গুলা পৃষ্ঠা উল্টালো সাবা..কিন্তু শেষ এর দিকে গিয়ে লিখা.
.
সরি মাইশা..তোমায় মারতে বাধ্য হলাম আমি..অনেক ভালোবাসি তোমায়..তাই ফাতিন এর সাথে তোমায় দেখে সহ্য করতে পারলাম নাহ..মাফ করে দিয়ো আমায়..
.
.
সাবা যেনো এটা পরে বিরাট রকমের একটা শক খায়…
.
তার মানে এই লোকটাই মাইশাকে মেরেছিলো??
কিন্তু এই ফাতিন টাই বা কে আর আমাকেই কেনো ধরে আনা হয়েছে.।
.
আহহহহ..
.
সাবার যেনো মাথা ফেটে যাচ্ছে..
.
এদিকে মুবাশ্বির রাস্তা দিয়ে যাচ্ছে..হঠাৎ তার সামনে একজন লোক পরে..তারই বন্ধু..
.
সে মুবাশ্বিরকে দেখেই দৌড় দেয়..
.
মুবাশ্বির বড় রকমের শক খায়. ও তো মারা গেছিলো..তাহলে ও এখানে কিভাবে??
.
মুবাশ্বির ওর পিছু নেয়..
.
এবং কিছু দূর যাওয়ার পরেই অকে ধরে ফেলে..
.
.
কিরে দৌড়াচ্ছিলি কেনো??আর তুই না মারা গেছিশ??
.>ভাই ভাই আমায় মাফ করে দে..
>কি করছিশ তুই??বল..
.
>আসলে ভাই…
.
তারপর মুবাশ্বিরকে তার বন্ধু এমন কিছু৷ বলে যা শুনে মুবাশ্বির এর মাথা খারাপ হয়ে যায়…
.
.
এই কি করে সম্ভব…
.
.
এইকে মুস্তাকবিরের মা সাবার সাথে তার বিয়ের সব প্রস্তুতি করে ফেলছে..
.
কিরে মা??তোর মন খারাপ লাগতেছে??(মুস্তাকবিরের মা)
>না আন্টি..সমস্যা নেই..
>আরে মা বলেই ডাকতে পারো আমায়..আর দুদিন পরেই তো আমায় বউমা হবে..আর হে…তোমার মা বাবাকেও আমরা মানিয়ে নিবো..
.
.
এই বলে মুস্তাকবিরের মা চলে গেলো..
.
বাড়ির সবাই বিয়ের প্রস্তুতি নিচ্ছে..
আর সাবা শিয়ে শুয়ে আয়ানের জন্য কাদছে..
.
আজ হয়তো সে আয়ানের কাছে থাকতো..কিন্তু আয়ানের কি সাবার কথা একটু ও মনে হচ্ছে নাহ??
.
সাবা কাদছে… কিন্তু সেই কান্না তো আয়ানের কান পর্যন্ত পৌছাচ্ছে নাহ..
.
.
মুবাশ্বির আয়ানকে ছেড়ে দিছে..সবার মতো সেও জেনে গেছে সে সাবা মারা গেছে..এর পরে আর তাকে দেখা যায় নি..
.
.
আজ সাবা আর মুস্তাকবির এর বিয়ে..
সবাই খুব খুশি…
.
.
কি ভাবী?রুমি রেডি হচ্ছো নাহ কেনো..চলো আমি রেডি করে দেই তোমায়..
.
সাবার হবু ননদ এরা সাবাকেরেডি করতেছে..পার্লার থেকেও লোক আসা শুরু হয়ে গেছে..
.
সব সাজ গুজ শেষ সাবা বসে আছে মুস্তাকবির এর সামনে..
.
কাজী সাহেব এ আছেন..এমন সময় হঠাৎ সদর দরজায় কেউ প্রবেশ করলো..
.
.
থামুন মিষ্টার ফারহান মুস্তাকবির নীল..সাহেব…
.
>ফাতিন তুই???
>মুবাশ্বির তুমি???(একসাথে বসে মুস্তাকবির আর সাবা)
.
.
মুস্তাকবির এর মুখে মুবাশ্বির এর নাম ফাতিন শুনে বড় ধরনের একটা ঝটকা খায় সাবা..
.
হে আমি.. ফাতিন মুবাশ্বির ইজ কাম..
.
.
.
সাবার মাথায় কিছুই কাজ করতেছে নাহ..কি হচ্ছে এটা..
.
.
কাহিনি কি??মুবাশ্বির ই হলো তাহলে ফাতিন?
.
কিন্তু এতো কিছু কেনো হলো??আমাকে কেনো কিডন্যাপ করা হলো??
.
.
.
চলবে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here