ভালো তুমি বাসবেই,পার্ট-৪
Written By Ayat Mushtarih Ayan…
.
আমি মর্গে চলে যাই..
সেখানে যাওয়ার পর যখন আমার সামনে একটা কাপড় সরানো হয়
.
তখন আমি স্পষ্ট দেখতে পাই এটা সাবার লাশ..কিন্ত সবচেয়ে কষ্টকর বিষয় হলো।।
.
লাশ এর মাথা ছিলো নাহ..
লাশটির হাতে সেই আংটি ছিলো যা আমি বিয়েতে ওকে দিয়ছিলাম..
.
আর ওর কাছে পুলিশ যে ফোন পেয়েছে তা সাবার।।
জামা কাপড় এ সাবার..
.
.
এর মানে সাবা কি আর আমার মাঝে নেই??
.
আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি নাহ..
.
আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম নাহ..চেচিয়ে কাদতে শুরু করলাম..
.
এ কি করে হয় গেলো..
যাকেই আমি ভালোবাসি সেই কি আমার থেকে দূরে সরে যায়..
.
ও সাবা..
সাবা…উঠো নাহ…আমি যে আর পারতেছি নাহ…
.
>মুবাশ্বির থাম..(ফারহান.)
>ফারহান তুই জানিশ আমি ওকে কত্ত ভালোবাসি??কিন্তু ও চল গেলো কি করে??
>মুবাশ্বির শান্ত হ..
>এতো দিন ধরে ওর সাথে আছি…ও স্বামীর অধিকার না দিলেও আমি তো ওকে স্ত্রী মানতাম.
.কে করছে ওর এই অবস্থা??
>মুবাশ্বির আমি দেখছি তুই শান্ত হ..
.
আমি আর ধরে না রাখতে পেরে অজ্ঞান হয়ে যাই..
.
যখন জ্ঞান ফিরে পাশে আমার সৎ মা ও বাবা.
.
মুবাশ্বির.
>এতো দিন পরে দরদ দেখাতে আসছো??
>বাবা ভুল বুঝিশ নাহ আমায়.(বাবা)
>তো পুজা করবো??এতো দিন তো আসো নাই..
>আরে নাই আজ আসছে.. বাবার সাথে কেউ এভাবে কথা বলে??(সৎ মা)
.
>এই তুই কথা বলবি নাহ..তোর জন্য আমার বাবা এমন হইছে..যা তুই বের হ..আর বাবা তুমি ও বের হও…যাও….
.
.
আমার মাথা কাজ করতেছে নাহ..এটা কিভাবে হলো..আয়ান তো আমার কাছে..তাহলে সাবাকে কে মারতে,পারে…
.
.
আমি পুলিশ স্টেশন গিয়ে জানতে ওরা নদীর ধারে লাশ পাইছে..
.
এক জেলে নাকি দেখে পুলিশে খবর দেয়..
.
.
আমার বাসায় আর কেউ নেই এখন..খুব একা আমি..
.
.
এতোদিন তো এই বাসায় সাবা ছিলো আজ তো কেউ ই নেই..
.কেউ ই নেই..
.
এখন আমি কিভাবে থাকবো৷
.
.
.
.
______________________________
.
.
কে আপনি??আমাকে কেনো আনছেন তুলে??
.
>আজ থেকে এখানেই থাকবা তুমি..
>না আমি থাকবো নাহ.
>যা বলছি না শুনলে তোমার পরিবার বিপদে পরবে সাবা..তুমি চাও নাহ তোমার মা ভালো থাকুক?
.
>মানে??
>আজ থেকে এটাই তোমার বাসা…যদি চালাকি করো তাহলে তোমার মা বিপদে পরে যাবে..
.
না প্লিজ আমার মাকে কিছু করবেন নাহ.
>করবো না ঠিক. কিন্তু আমার পরিবারের সাথে আমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে..
>কি??
>হে..আর কিছু দিন পরে তোমায় আমি বিয়ে করবো..
>কি?
>হে..
>কিন্তু আমি তো বিবাহিত…
>নো প্রব্লেম…
..
.
এখন চলো আমার সাথে..
.
কোথায় যাবো??
>আমার বাসায়…
.
.
আচ্ছা..
.
.
হায় মা..
>কিরে কই ছিলি??
>মা??তুমি বউ চাইছিলা নাহ??
>হুম..
>এই দেখো..পরি নিয়ে এসেছি..
.
.
সাবাকে সামনে বের করলো৷
।
ওমা..এ তো মেয়ে না রে..সত্যি ই পরী..
এই ঝিলমিল..আবরার. তোরা কই.
.
দেখ দেখ…এদিকে আয়.
.
হে মা??।
.
এই দেখ তোদের ভাই ভাবী নিয়ে এসেছে. রে..
.
.
কই মা??
.
এই দেখ..
.
.
পুরো বাড়িতে যেনো খুশির রোল পরে গেলো..
.
কিন্তু সাবার যেনো কিছুই ভালো লাগতেছে নাহ..
.
সবাই যেনো সাবাকে পেয়ে আকাশের চাঁদ পেয়ে ফেলেছে.
.
.
কিরে বাপ জান..এতো দিন বিয়ে বিয়ে করলাম..আজ পরী নিয়ে এসে পরলী??
.
আসলে মা ওর বাসা থেকে মেনে নিচ্ছিলো নাহ..
তাই ও চলে এসেছে..
.
.
এমা দ্বারা আমি ওকে বুঝাচ্ছি…
.
.
.
অপরদিকে মুবাশ্বির যেনো পাগলের মতো হয়ে যাচ্ছে..
.
রাস্তায় রাস্তায় ঘুরছে…সাবার খুনিকে সে মেরেই ফেলবে.
.
ওর ধারণা মতে সাবা মারা গেছে…কিন্তু তা তো নাহ.
.
মুবাশ্বির পুলিশ এর থেকে খোজ নিয়ে সেই জেলের কাছে যায়৷
।
সেখানে গিয়ে জানতে পারে লাশ নাকি পরে ছিলো রাতের দিকে৷
।
।
এর পর সে ফরেন্সিক ডিপার্টমেন্ট এ যায় ।…
.
সেখানে জিজ্ঞাসা বাদ করে জানতে পারে লাশ নাকি ৭দিন পুরোনো..
.
কিন্তু আমি সাবা তো পালিয়েছিলো ৬দিন হলো..
.
.
মুবাশ্বির এর কিছুটা খটকা লাগে
.
সে রাস্তায় বের হয়..
.
হাটতে হাটতে বাড়ি যাবে৷
।
হঠাৎ তার সামনে থাকা একটা গাড়িতে সে দেখতে পায় সাবা বসে আছে৷
।
.
.
সাবা কে দেখে মুবাশ্বির যেনো আরো উত্তেজিত হয়ে গেলো..
.
.
সে দৌড় দিলো..
.
খুব দ্রুত যাচ্ছে..
.
যতোই কাছে যাচ্ছে তার মন আর মানছে নাহ..
.
।
.
.
সে গাড়ির খুব কাছে চলে গেলো.
.
এবং সে গাড়ির দরজা খুললো..
.
.
এবং…
.
.
.
চলবে..