শুধু তোমারি জন্য পার্টঃ৮

শুধু তোমারি জন্য
পার্টঃ৮
Written By Ayan..
….
….
আনিয়া অপেক্ষা করছে ফারহানের জন্য..
কতোই না অপেক্ষা করেছে তার জন্য..
.
কিন্তু ফারহান আজ যখন তার সামনে আসবে তখন কি বলবে আনিয়া তাকে?
কিভাবে আপন করে নিবে তাকে??
ফারহান কি ঠিক আগের মতোই ভালোবাসে আনিয়াকে??যেভাবে সে আগে ভালো বাসতো??
.
না সে হয়তো ভালোবাসে..
.
আবার না ও বাসতে পারে..আনিয়ার এসব ভাবতে ভাবতে দিন যাচ্ছে..কিন্তু সময় যেনো কাটছেই নাহ..এখন ১মিনিট কে ঘন্টা মনে হচ্ছে..
.
সে ফারহানের কি কি পছন্দ মনে করতেছে..কিন্তু না..আজ সে নীল এর পছন্দের খাবার রান্না করবে..
.
সে রান্না ঘরে গেলো..সেখানে গিয়ে নীল এর পছন্দের বিরানী রান্না করলো..
.
সেগুলো টেবিলে রেখে দিলো. একটু পর পর সে টেবিলে বসছে আর নীল কিভাবে কি করতো তা মনের অজান্তেই নকল করছেই..
.
.
তার অপেক্ষার প্রহর শেষে হঠাৎ একটা ফোন এলো তার নাম্বারে.
.
সে ফোনটা রিসিভ করে..
.
অচেনা নাম্বার.. রিসিভ করার সাথে সাথেই পাশে থেকে বলে উঠে..
.
এখানে একজনের এক্সিডেন্ট হয়েছে..সে পানিতে পরে গেছে..
.
তার ফোন আমরা পাই ব্রিজ এর উপর..সেখান থেকে আপনার নাম্বার পাই..
.
আনিয়ার যেনো দুনিয়া উল্টে গেলো..
.
সে সব ফেলে দৌড়ে যাচ্ছে..
এতো ভালোবাসার পরেও তাকে পাওয়া হলো নাহ??.
.
সে বাড়ি থেকে বের হয়ে ব্রিজ এর কাছে যায়..এবং সেখানেই গিয়ে কান্না শুরু করে চেচিয়ে..
.
সবাই তাকে আটকায়..
.
.
ফারহানের লাশ পাওয়া যায় নি..
.
আনিয়া সেখানেই অজ্ঞান হয়ে যায়..
.
সে নিজেকে হাসপাতালে পায়..
তার পাশে আয়ান ও তার পরিবার..
.
আনিয়ার জ্ঞান ফিরেছে দেখে আয়ান খুব খুশি হয়েছে।

.
আনিয়ার জ্ঞান ফেরার সাথে সাথেই সে ফারহান কে খোজা শুরু করে..ফারহান ফারহান বলে চেচাতে থাকে..
.
কিন্তু না ফারহান নেই..
আয়ান তাকে অনেক কষ্টে থামায়..
.
আনিয়া ফারহান আর নেই..এখন শুধু তুমি আর আমি ওর মতো পাপীর না থাকাই ভালো।(আয়ান).
>ঠাসসসসসসসস…ঠাসসসসসসস..

আনিয়া রাগে জেদে অনেক জোড়ে চর দিতে থাকে আয়ান কে৷

তোদের একজনকেও যেনো আমার সামনে আর না দেখি..
.
যা এখান থেকে..
.
আনিয়া আয়ান কে তাড়িয়ে দেয়..

আয়ান ও কষ্ট নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে..

চোখে পানি তার..তা এড়োলো নাহ আনিয়ার চোখ থেকে..
.
কিন্তু সে যে নীল কে ভালোবাসে..তার নীলকে..
.
এখন আনিয়া বাসায় একাই থাকে. ফারহানের স্মৃতি গুলোকে আকড়ে ধরে বেচে আছে..
.
কিন্তু এতো দিন পরে তার ভালোবাসাকে ফিরে পাওয়ার পরেও সে হারিয়ে ফেললো তাকে??কেনো??কেনো??এমন হলো??

এতো ভালোবাসলো সে নীলকে তবুও কেনো পেলো নাহ??
.
.
আনিয়া রোজ রাতে খালি পায়ে রাস্তায় হাটে..কারণ নীল আর আনিয়া একসাথে হাটতো.
.
.
আজও হাটছে..
.
আর সব স্মৃতি মনে করছে..
.
হটাৎ তার সামনে একজন লোক আসে..
.
দেখতে ফারহানের মতো।।
কিন্তু তাকে অবারটেক করে চলে গেলো..
.
আনিয়া একটু দাড়িয়ে পিছনে তাকিয়ে দেখে লোকটা অনেক দূরে চলে গেছে..
সে দৌড় দেয়..
.
তাকে যেভাবেই হোক দেখতে হবে লোকটা কে৷
.
চলবে………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here