শুধু তোমারি জন্য পর্ব ৭

শুধু তোমারি জন্য
পর্ব ৭
Written By A M Ayan..
.
.
আনিয়া বাক্স খুলে ফেলে..
কিন্তু সে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিলো নাহ..
.
সেই বাক্স তে আর কারো নয় আনিয়ার ছোট বেলার অনেক ছবি রয়েছে.
.
কিন্তু এর পরের টুকু দেখার জন্য হয়তো সে নিজেও প্রস্তুত ছিলো নাহ..
.
আরেকটা ছবিতে আনিয়া আর নীল এর ছবি ছিলো..
.
.
হে.এ সেই নীল যাকে আনিয়া ছোট বেলায় হারিয়ে ফেলেছিলো..
কতোই না ভালোবাসা ছিলো তাদের মধ্যে..কিন্তু কি হলো??
.
হঠাৎ একদিন থেকে আনিয়া আর নীলকে দেখে নাহ..
.
অনেক জায়গায় খুজেছে কিন্তু পায় নি…
হয়তো এতো সবের মতো ভুলেই গেছিলো সে নীলকে.
.
কিন্তু আজ এই ছবি গুলো দেখে যেনো নীল এর কথা মনে পরে গেলো..
.
.
আনিয়া নীল এর কথা ভাবছে..এমন সময় তার পিছনে কারো হাত পরে..
.
সে তাকিয়ে দেখে ফারহান..
.
ফারহান আনিয়ার হাতে বাক্স দেখেই ঠাসসসস করে চড় বসিয়ে দেয়..
.
.
তোর সাহস কি করে হলো এগুলা ধরার??হে??
.
আনিয়া পাথর হয়ে যেনো সব শুনছে শুধু..
.
ফারহান আর কিছু না বলে চুপচাপ আনিয়ার হাত থেকে বাক্স নিয়ে চলে যাচ্ছে..
.
.
আনিয়া সেখানেই বসে থাকে..
.
সকাল হয়ে আয়ান আনহা কে নিয়ে বের হয়..এই দিকে আয়ান দাঁড়িয়ে ছিলো আনিয়াদের বাসার সামনে..
.
ফারহানকে বের হতে দেখে সে ভিতরে প্রবেশ করে..
.
.
আনিয়া বসে বসে তাদের ছোট কালের কথা ভাবছে..
.
মৃধা আর নীল..কতো সুন্দরই না ছিল তাদের জুটি..
.
ছোট থেকেই ভালোবাসতে একে অপরকে..কিন্তু হারিয়ে গেলো তারা.পেলো না একে অপরকে..
.
এমন সময় আয়ান এসে আনিয়াকে ডাক দেয়..
.
.
>আনিয়া চলো..আমরা চলে যাবো..
>কই??
>আনিয়া..তোমাকে ওই পশুটার হাত থেকে বাচাবো..
.
আনিয়া ঠাসসসসস করে চড় বসিয়ে দেয় আয়ানের গালে..
.
ও নর পশু না..আমার স্বামী..মাথায় থাকবে তোমার??
.
আয়ান শক হয়ে যায়৷
>যাও এখান থেকে..যাও…
>কিন্তু আনিয়া??
>কোন কিন্তু নয়..জাস্ট গেট আউট..
.
>আয়ান চলে যাচ্ছে..কত আশা নিয়েই না এসেছিলো সে.কিন্তু..
.
আয়ান চলে যাওয়ার আগে আনিয়া তাকে ডাক দেয়..
.
ওই যে..
>হুম বলো..
>ফারহান তোমায় কিছু বললো না কেনো আমার সাথে দেখেও??
.
.
>কিছু বছর আগে ওর একটা এক্সিডেন্ট হয়..এবং আমি রক্ত দেই এবং আমার পরিবার তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলে..তাই হয় তো..
.
.
আয়ান চলে যায়.
.
আনিয়া বসে বসে ভাবতে থাকে..কখন আসবে তার নীল…সে তাকে বলবে ওগো শুনছো..
.
আমি তোমার মৃধা গো..কত স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে..কিন্তু হারিয়ে গিয়েছিলে তুমি..
.
আজ ফিরে পেয়েছি গো তোমায়..
এসে দেখো..
বসে আছি আমি..
.
শুধু তোমারি জন্য…
.
.
.
চলবে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here