শুধু তোমারি জন্য
পর্ব ৬
Written By A M Ayan.
.
আয়ান গভীর করে একটা চুমু আকলো আনিয়ার কপালে..
.
কিন্তু এমন সময় দরজা খোলার শব্দ… দাঁড়িয়ে আছে ফারহান..
.
ফারহান এই দৃশ্য দেখে হা হয়ে দাঁড়িয়ে আছে..
আনিয়ার বুক ছেৎ করে উঠলো..
.
ফারহান কোন কথা না বলে আয়ানের কাছে গেলো..
.
.
গিয়ে কানে কানে বলতে লাগলো…
এই বারের মতোও তোকে ছেড়ে দিলাম..চলে যা..চলে যা…
.
.
আয়ান চলে যাচ্ছিলো..এমন সময় ফারহান আবার বলে উঠলো..
.
তোকে যদি আরো এখানে দেখি তাহলে বুঝিশ..একবারে শেষ করে দিবো..
.
.
আয়ান কোন কথা না বলে চলে গেলো..
.
.
ফারহান আনিয়াকে কিছুই বললো নাহ..আনিয়া বুঝতে পারলো.এটা তুফান আসার আগের শান্তময় মুহুর্ত..
.
.
আনিয়া ঘুমাচ্ছে..
.
হঠাৎ তার মনে হলো তার গা যেনো জ্বলে গেলো..
সে লাফিয়ে ঘুম থেকে উঠলো আর চেচিয়ে উঠলো..
.
তার গায়ে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে..
.
আনিয়া চেচাচ্ছে..অনেক জোরে চেচাচ্ছে..আর ফারহান হিংস্র নজর নিয়ে তার দিকে তাকিয়ে আছে.
.
খুব মজা পেয়েছিলি না কালকে??ওই ছেলেটার সাথে রাত কাটিয়ে??
>না আমি কিচ্ছু করিনি বিশ্বাস করুন..
>তুই কি করবি??আমি তো নিজের চোখে দেখেছি..
>প্লিজ আমায় আর কষ্ট দিয়েন নাহ..
.
কষ্ট তো কেবল শুরু আর দেখ কি করি..
কাল তোর কপালে চুমু খেয়েছিলো নাহ আয়ান??এই দেখ..
.
.
এ বলে সাথে সাথেই আনিয়ার মাথা দেওয়ালের সাথে বাড়ি দেয়…
.
কপাল বেয়ে রক্ত পরা শুরু করে..
.
আনিয়ার আর কিছু মনে নেই..
সে অজ্ঞান হয়ে যায়..
.
.
[আমি নতুন রোমান্টিক ক্রাইম সিরিয়াল বানাতে যাচ্ছি আপনারা সবাই তা জানেন..আর কেউ না জানলে এই পোস্ট এর আগের দুইটা পোস্ট চেক করুন..আর গল্পে নিজের নাম দিয়ে নিজেকে গল্পে কল্পনা করতে কমেন্ট করে কোন চরিত্র আপনি চান উল্লেখ করে কমেন্ট করুন]
.
.
যখন আনিয়ার ঘুম ভাংগে সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে.
.
অনেক রক্তক্ষরণ হওয়ার ফলে মনে হয় তাকে এখানে নিয়ে আসা হয়েছে..
.
তার কিছুই মনে নেই..কি হয়েছে তার সাথে..
.
.
দুইদিন লাগে আনিয়ার সুস্থ হতে..
.
আজ তাকে নিয়ে বাসায় যাওয়া হচ্ছে.
.
কিন্তু আনিয়ার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে.
.
.
সে যখন বাসায় গেলো..তখন তার কেনো যেনো ফারহানকে অন্য রকম লাগছিলো.
.
তার চোখ লাল.. দেখেই বুঝা যাচ্ছে খুব কেদেছে..
.
আনিয়া ঘরে গেলো.
.
রাতে আনিয়ার দরজায় টোকা পরলো..
আনিয়া ভয়ে ভয়ে দরজা খুলে দিলো..
.
.
দরজা খুলে দেখে ফারহান..
তার ভিতর ভয় ঢুকে গেলো.
.
এতো রাতে এখানে ফারহান কেনো??
.
ফারহান ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলো..
.
আনিয়ার হাত ধরে তাকে বিছানায় বসালো..
.
তার কপালে হাত বুলিয়ে দিচ্ছে ফারহান..
.
আনিয়া যেনো ফারহানের প্রতি স্পর্শে কেপে উঠছে.
.
ফারহান কিছু না বলে আনিয়ার কাছে ঘেসতে লাগলো..
.
আনিয়ার ঠোটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলো..
.
.
আনিয়াও যেনো আজ ফারহানের ছোয়া পেতে চাচ্ছে৷
.
.
দুইজন দুইজনের ভালোবাসায় তলিয়ে যেতে লাগলো..
.
.
এবং তাদের ভিতর ভালোবাসার একটি রাত সম্পন্ন হলো..
.
.
ফারহান আনিয়ার পাশে সুয়ে আছে.
কিন্তু হঠাৎ আনিয়ার মনে হলো..
.
আমি তো আয়ানকে ভালোবাসি..
.
তাহলে কিভাবে এই নরপশু টাকে নিজের সব দিয়ে দিলাম??
.
.
আনিয়া বিছানা থেকে উঠে যায়..সে কেদে উঠে..
.
বাথরুমে গিয়ে সাওয়ার নিতে নিতে খুব কাদছে সে৷
.
.
কিন্তু তার মাথায় এখনো অনেক প্রশ্ন রয়েছে..
.
.
ফারহান এর এই রুপ তার ভালো লাগছে..
.
তাহলে কি??হতে পারে??তার কি কোন অতীত আছে??
.
আর ফারহান আয়ান কে কিছু বলে না কেনো??ও আমাকে মারে কিন্তু আয়ান কে কিছুই বলে নাহ..
.
কি কারণ হতে পারে.
.
আনিয়া শাওয়ার নিয়ে বের হয়৷
।
সে বসার রুমে যেতেই দেখে আনহা নেই রুমে..
.
আনিয়া সে সুযোগে ফারহানের রুমে যায়..
.
সেখানে কিছু জিনিশ খুজতে থাকে..যে কোন ক্লু পাওয়া যা কিনা..
.
কিন্তু নাহ..সে কিছুই পায় নাহ..
.
সে নিজের রুমে চলে আসে..
.
কিন্তু নিজের রুমে আসার সময় সে একটা বক্স দেখতে পায় উপরের দিকে.
.
তার কেনো যেনো সন্দেহ হয়.
.
সে বক্সটি নিয়ে নিজের বারান্দায় চলে যায়..
.
ফারহান কে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে..
.
.
সে বারান্দায় গিয়ে বক্সটি খুলতেছে আর মনে হচ্ছে কি থাকতে পারে এতে??
.
তাও অনেক সাহস করে সে বক্সটি খুলে.
.
কিন্তু খুলে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিলো নাহ.
.
.
এমন সময় তার পিছনে কার যেনো হাত পরে…
.
সে পিছনে ফিরে দেখে..
.
.
চলবে..