ভালোবাসা_এমনও_হয় Part_27,28

ভালোবাসা_এমনও_হয়
Part_27,28
Writer_Nusrat_Jahan
Part_27

নেশাঃ কিসব বলছো তুমি।।তোমাত বিয়ের সাথে আমার বিয়ের সম্পর্ক কি

ইশানঃ অবশ্যই আছে।।তুই বিয়ে না করলে আমি ও করবো নাহ

নেশাঃ কিন্তু কেন???

ইশানঃ আমার ইচ্ছা।।

নেশাঃ কিন্তু আমি এখন বিয়ে করতে চাই নাহ

ইশানঃ তোকে জোর করছে কে।।তুই না করলে আমিও করবো নাহ।।যখন তোর মন চাইবে তখন আমিও করবো।। সিম্পল

নেশাঃ নাহ এটা সিম্পল নাহ।।তুমি তো ঈশাকে বলেছো যে বিয়ে করবে

ইশানঃ হুম বলেছি।।আর আমি বিয়ে করবো ও।। বাট যখন তুই করবি।।খুব মজা হবে তাই নাহ যখন একসাথে একবাড়িতে দুই নিয়ে।।আহা আমার ভাবতেই কি আনন্দ লাগছে

নেশাঃ বাট আমি বিয়ে করতে পারবো নাহ

ইশানঃ তাহলে আমিও করবো নাহ 😇

নেশাঃ 🙁🙁

ইশানঃ আচ্ছা এই ব্যাপারে আমি এখন আর কিছু বলতে চাই নাহ।।তুই যখন রাজি নাহ তখন আমিও রাজি নাহ।।মামনি আর খালামনিকে বলে দিস কেমন।।ওকে নাও টাটা।।

ইশান বেরিয়ে গেল।।

নেশাঃ আমি বিয়ে করবো নাহ মানে নাহ।।তুমি যাই করো নাহ কেন বিয়ে আমি করবো নাহ।।

ইশানঃ দেখ নীড় আমি যা বলছি সেটাই করতে হবে।।নাহলে কখনো তুমি নেশাকে নিজের করে পাবে নাহ।

নীড়ঃ কিন্তু এইভাবে জোর করে বিয়ে করা টা ঠিক হবে।।ও তো মন থেকে কখনোই আমাকে ভালোবাসে না।ও তো তো……🙁

ইশানঃ থেমে গেলে কেন?হ্যা আমি জানি নীড় নেশা আমাকে পছন্দ করে।।আর সেই জন্য নেশা কখনোই অন্যকাউকে বিয়ে করতে রাজি হবে নাহ। সো এইটাই চান্স নেশাকে বিয়ের জন্য রাজি করার।।আর আমার তোমার উপর বিশ্বাস আছে।।তুমি নেশার মন ঠিক জয় করতে পারবে

নীড়ঃ কিন্তু

ইশানঃ কোন কিন্তু নাহ।।নেশাকে ভালো যখন বাসো তাহলে এটা তোমায় করতেই হবে।।আচ্ছা এটা ছাড়া কি তোমার আত কোন প্লেন আছে

নীড়ঃ নাহ

ইশানঃ তাহলে আমি যা বলছি তাই করো

নীড়ঃ ওকে বাট ঈশা?

ইশানঃ ও সব জানে।।এতোক্ষণে হয়তো কাজকরেও ফেলেছে।

নীড়ঃ মানে!!!

ইশানঃ 😁😁

নেশাঃহ্যালো।। কি হয়েছে ঈশা তুমি কাদছো কেন

ঈশাঃ ইশান নাকি আমাকে বিয়ে করবে নাহ😭😭😭

নেশাঃ কে বলেছে করবে নাহ।।আসলে ইশান ভাইয়া কয়েকদিন সময় চেয়েছে।।বলেছে তারপর বিয়ে করবে

ঈশাঃ কিন্তু আমার মামনি,বাবাই তো আমার বিয়ে নাকি এই মাসেই দিয়ে ফেলবে (ডাহা মিথ্যা)

নেশাঃ ওহহ তাহলে এটা ভাইয়া কে জানাও

ঈশাঃ জানিয়েছি।।উনি নাকি এখন বিয়েটিয়ে করতে পারবে নাহ।।বলেছে মামনি,বাবাই যাকে বলে তাকে যেন বিয়ে করে নেই😭😭

নেশাঃ প্লিজ কেঁদো নাহ ঈশা।।তুমি তোমার বাবা মাকে বলো যে তুমি কাউকে পছন্দ করো

ঈশাঃ বলেছি কিন্তু তারা বলছে তাহলে তাদের সাথে এসে দেখা করে বিয়ের কথা বলতে।।কিন্তু ইশান তো বিয়েই করবে নাহ🤕🤕

নেশাঃ তো এখন!!!!

ঈশাঃ আমি ইশানকে ছাড়া মরে যাবো।।প্লিজ তুমি কিছু করো।।যেইভাবেই হোক ইশানকে রাজি করাও।।না হলে আমার সত্যি অন্যকারো সাথে বিয়ে হয়ে যাবে😢😭😭

নেশাঃ আমি!!!!!

ঈশাঃ হ্যা তুমি।।প্লিজ ইশানকে রাজি করাও

নেশাঃ ভাইয়া আমার কথা শুনবে নাহ

ঈশাঃ কেন

নেশাঃ কারন আমি বিয়….বাদ দাও।।আচ্ছা আমি দেখছি কি করা যায়।।তুমি মন খারাপ করো নাহ।।

ঈশাঃ আমি সত্যি ইশানকে ছাড়া মরে যাবো🥺🥺

নেশাঃ এইভাবে বলে নাহ।।আমি বললাম তো আমি দেখছি।।তুমি এইসব নিয়ে ভেবো নাহ

ঈশাঃ আচ্ছা প্লিজ কিছু একটা করো।।😪😪এখন রাখছি ঠিকাছে

নেশাঃ আচ্ছা।

নেশাঃ কি করি এখন একটা কাজ করি নীড়কে ফোন দিয়ে সব জানাই।।ও এখন কিছু একটা করতে পারবে।।

📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞

নীড়ঃ নেশা ফোন দিয়েছে

ইশানঃ ধরো বাট আমি তোমার সাথে বলো নাহ

নীড়ঃ হুম

নীড়ঃ হ্যালো নেশা বলো

নেশাঃ আপনি কোথায় এখন

নীড়ঃ কেন বাড়িতে।।কিছু কি হয়েছে

নেশাঃ হয়েছে তো।।আপনারা বাবা মা নাকি ঈশার বিয়ে ঠিক করছে

নীড়ঃ কে ব…..

ইশান নীড়কে চোখ পাকালো

নীড়ঃ ও হ্যা হ্যা করেছে তো।।কাল পাত্র আসবে দেখা করতে😅😅

নেশাঃ কিসব বলছেন আপনি হ্যা।। আপনি তো জানেন ঈশা ভাইয়া কে ভালোবাসে তবুও আরেকজনের সাথে বিয়ে দিচ্ছেন।।

নীড়ঃ কি করবো বলো বাবা মার কথার উপর কথা বলতে পারি নাহ আমি।।আর ওর ওতো বিয়ের বয়স হয়ে গেছে তাই নাহ (ইশানের দিকে তাকিয়ে)😉👍
ইশানঃ 😅😅

নেশাঃ কিন্তু এটা কি ঠিক হচ্ছে।।

নীড়ঃ কিন্তু এখানে আমি কি করবো বলো।।ঈশাই তো কিছু বলছে নাহ

নেশাঃ কিন্তু ওতো বলেছে যে ইশান ভাইয়া কে ভালোবাসে

নীড়ঃ ওহহ বলেছে।।আমি তো জানতাম নাহ

নেশাঃ মানে

নীড়ঃ নাহ নাহ কিছু নাহ।।মানে জানতাম😑।।আমার সামনেই বলেছিলো

নেশাঃ তো এখন??

নীড়ঃ এখন আর কি ঈশার বিয়ে ঠিক হয়ে যাবে।।আমার বোন টা আর তার ভালোবাসার মানুষটাকে নিজের করে ফেল নাহ😪😪

নেশাঃ ধুর আপনি কিসের ভাই হ্যা।।মা বাবাকে বুঝাতে পারছেন নাহ

নীড়ঃ আমি কি করবো😟

নেশাঃ আমার মাথা।।ধুর আপনার থেকে হেল্প চাওয়া টাই ভুল।।বাই

নীড়ঃ আরে আরে।।যা রেখে দিলো।।

ইশানঃ কাজ হয়ে গেছে😁

নীড়ঃ কিন্তু কি হয়েছে বলবে।।আমার মাথায় তো কিছুই ঢুকলো নাহ।।

ইশান নীড়কে সব ঘটনা বললো।

নীড়ঃ 😂😂

ইশানঃ এইবার দেখি নেশা বিয়ে নাহ করে কোথায় যায়

রাতে-

নেশাঃ ভাইয়া তোমার সাথে কিছু কথা ছিলো

ইশানঃ বল কি বলবি

নেশাঃ ভাইয়া আমি বিয়েতে রাজি

ইশানঃ কিহ সত্য😃😃।।

নেশাঃ হুম😞

ইশানঃ ওকে তাহলে আমিও রাজি।।মামনি কে বলেদিচ্ছি এই বাড়িতে একটা নাহ বরং দুইটা বিয়ে হবে

নেশাঃ কিন্তু ছেলে🙄

ইশানঃ আরে নীড় আর কে😃😀

নেশাঃ কিহহহহহহ😳😳😳😬😬

চলবে

#ভালোবাসা_এমনও_হয়
#Writer_Nusrat_Jahan
#Part_28

ইশানঃ হ্যাঁ কেন তোর কোন আপত্তি আছে?

নেশাঃ কিন্তু উনি🤒

ইশানঃ??

নেশাঃ উনি কি আমাকে বিয়ে করতে চাইবে🙄😑

ইশানঃ 😅আমি এতো টাও বোকা নই নেশা।।আমি জানি তোর উনি তোকে পছন্দ করে

নেশাঃ কিন্তু

ইশানঃ আচ্ছা এক কাজ কর।।আমি বরং নীড়কে বলছি এখানে আসতে ওর বাবা মাকে নিয়ে।।তারপর তুই না হয় নীড়ের সাথে কথা বলে নিস

নেশাঃ আচ্ছা😞

বিকালে নীড়ের বাবা মা, নীড় আর ঈশা এলো নেশাকে দেখতে।।নীড়ের বাবা মায়ের নেশাকে পছন্দ হলো।।তারা বিয়ে পাকা করে গেল।।আর ঈশা আর ইশানের বিয়ে তো আগেই ঠিক ছিলো।।বাট নেশা তা জানতো নাহ।।

যদিও নেশা আর নীড় একে অন্যকে আগে থেকে চিনে তবুও ওদের আলাদা কথা বলতে দেয়া হলো।।

নেশাঃ আমি আপনাকে কিছু বলতে চাই

নীড়ঃ বলো

নেশাঃ আসলে, আসলে আমি,আসলে,😣

নীড়ঃ ইটস ওকে আমি বুঝতে পারছি।।তুমি চিন্তা করো নাহ।৷ বিয়েটা যাস্ট তুমি ফেমিলির চাপে পরে করছো আমি জানি।।আমার তাতে কোন সমস্যা নেই।।তোমাকে আমি কখনো কিছু নিয়ে জোর করবো নাহ(মুচকি হেসে)

নীড়ঃ মনে মনে- তোমাকে নিজের করে পাবো এটাই অনেক😍

নেশাঃ আসলে আমি এটা বলতে চাই নি

নীড়ঃ তাহলে!!!!

নেশাঃ আপনি জানেন যে আমি ভাইয়া কে পছন্দ করি মানে করতাম।।তো ওকে আদোও কখনো ভুলতে পারবো কিনা আমি জানি নাহ।।বাট আমি চেষ্টা করবো।।বাট তারজন্য আমি আপনার কাছে সময় চাই কিছুদিনের?😔

নীড়ঃ মানে তুমি কি বিয়েটা পরে করতে চাইছো??

নেশাঃ নাহ বিয়ে পরে করার দরকার নেই।।বিয়েটা এখনই হোক।।বাট তারপর,…. মানে আসলে

নীড়ঃ আমি তো বললামই তোমাকে আমি কখনো কিছু নিয়ে জোর করবো নাহ।। তোমার যতোদিন সময় দরকার নিও।।আমি অপেক্ষা করবো ততোদিন

নেশাঃ তাহলে আমি এই বিয়ে তে রাজি,

নীড়ঃ ওকে(খুশি হয়ে)

ধীরে ধীরে বিয়ের দিন এগিয়ে আসলো।।একসাথে দুইবিয়ে আবার দুইবাড়িতে।।দুইবাড়িতেই একদিকে মেয়ে বিদায় দিবে আবার আরেক মেয়েকে বরণ করে নিবে।।আর ছেলেদের কি।।তারা তো আর নিজের পরিবার ছেড়ে আরেকপরিবারে যাবে নাহ।তারা তো আছে মহা আনন্দে।।
বিয়ের কাজ সম্পর্ন হলো দেখতে দেখতে বিদায়ের সময় এগিয়ে আসলো।।
নীড় একহাতে নেশাকে ধরে রেখেছে।।আর নেশা তার পরিবারকে জড়িয়ে কাদছে।।এই একটা মুহুর্ত সব মেয়েদের জীবনেই আসে।।যাদের সাথে জীবনের আনন্দের মুহুর্ত গুলো কাটালো তাদের ছেড়েই এক অচেনা জায়গায় চলে যেতে হয় তাকে। এটাই তো প্রতেক মেয়ের ভাগ্য।।
কান্নাকাটির পর্ব শেষ করে নেশাকে গাড়িতে বসানো হলো।।নীড় সবার থেকে বিদায় নিয়ে নেশার পাশে বসলো।।গাড়ি চালানো শুরু হলো।।নেশা এখনো কাদছে।।নিজের বাড়ি টা আজ থেকে আর নিজের থাকবে নাহ।।

নীড়ঃ এতো কাদঁছো কেন তুমি।।মানুষ তো আমায় দেখলে ভাবলে আমি তোমাকে বুঝি চুরি করে নিয়ে এসেছি(নেশার কানের কাছে ফিসফিস করে বললো কথাটা)

নেশা কিছুক্ষণ হা করে নীড়ের দিকে তাকালো।।আবার চোখ নামিয়ে নিলো।

নীড়ঃ কি হলো চুপ করে গেলে কেন।আরে আমি তো এমনি বললাম।।ভয় পেও নাহ।।তুমি কাঁদো সমস্যা নেই।।কেউ যদি বলে চুরি করে এনেছি তাকে আমাদের কাবিন নামার কাগজ দেখিয়ে দিবো সমস্যা নেই।।তুমি কান্না থামিও নাহ।কাঁদো।কাঁদো কেউ আটকাবে নাহ।।

নেশা রাগি চোখে নীড়ের দিকে তাকালো।।এইদিকে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে বলে কতো কষ্ট হচ্ছে তার আর এই লোকটা কিনা তার মজা উড়াচ্ছে।।ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিতে মন চাইছে নীড়কে।।কিন্তু বউ যদি জামাইয়ের সাথে এমন করে লোকে কি বলবে

নীড়ঃ কি হলো বউ কি ভাবছো হুম।। কাঁদা শেষ।।আমি তো ভেবেছিলাম সারা রাস্তা আজ কেঁদে কেঁদেই যাবে।তুমি ভয় পেয়ও নাহ কেউ কিছু বলবে নাহ।।তুমি কেঁদে যাও

নেশা এবার গেলো রেগে।।নীড়ের কাধে কয়েকটা কিল ঘুষি লাগিয়ে দিলো।

নীড়ঃ আহ মরে যাবো তো কি করছো আল্লাহ এই কোন দজ্জালের সাথে বিয়ে হলো।।মেরে ফেললো গো।।কে আছো বাঁচাও।।ও মামনি গো তোমার ছেলে আর তোমায় দেখতে পাবে নাহ গো।।এই ডাইনি আমাকে আজ শেষই করে দিবে।

নেশা মারা রেখে অবাক হয়ে তাকিয়ে আছে।।কি বলে কি লোকটা।।নেশা এতো জোরেও মারে নি যে মরে যাবে।

নেশাঃ কি বললেন আমি কি😤😤

নেশা সামনের দিকে তাকিয়ে দেখলো ড্রাইভার ও গাড়ি থামিয়ে তাকিয়ে আছে তাদের দিকে।।ব্যাপার টা খুব লজ্জাকর নেশার জন্য।।নতুন বউ কিনা জামাই কে মারছে।ইশ ড্রাইভার টা কিনা কি ভাবছে।।এই নীড়টাও নাহ

নীড়ঃ কিগো ড্রাইভার সাহেব তাকিয়ে কি দেখছো তাড়াতাড়ি গাড়ি চালাও।। দেরি তো আর সহ্য হচ্ছে নাহ(নেশার দিকে তাকিয়ে চোখ টিপ দিলো।)
নেশা কিছুই বুঝলো নাহ।।কিন্তু ড্রাইভার টা ঠিকই বুঝলো। মুচকি হেসে ড্রাইভিং শুরু করলো।।

নীড়ঃ ভালোই হয়েছে আমাদের সাথে কেউ আসেনি কি বলো।।এখন যদি কেউ থাকতো গাড়িতে ভাবতো কি মেয়েরে বাবা বিয়েরদিনই জামাই কে মারছে।।না জানি পরে কি করে😂

নেশাঃ আমি মোটেও এতো জোরে মারি নি😞

নীড়ঃ কে বলেছে জোরে মারোনি।।এই দেখ রক্তে পাঞ্জাবি টা লাল হয়ে গেছে

নেশা কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলো।।কারন নীড় আবার ও মজা করছে।।পাঞ্জাবি লাল কালারেরই ছিলো।।আর সে কিনা বলছে মেরে লাল করে দিয়েছে।।লোকটা আজ এতো পাজি হয়ে গেল কিভাবে।।খালি মজা করছে।

নীড়ঃ কি হলো দেখলে তো মেরে কি হাল করেছে।

নেশাঃ আপনি প্লিজ চুপ করবেন।।আমার কেমন যেন লাগছে😒

নীড় এবার আর না হেসে পারলো নাহ।।খুব জোরেই হেসে দিলো।।ড্রাইভার টা একফাঁকে দেখে নিলো নীড়ের সেই প্রানবন্ত হাসি।।নীড় হাসি থামিয়ে চুপ করে নেশার দিকে তাকিয়ে রইলো।।

নীড়ঃ জানো আজ তোমায় ঠিক কতোটা সুন্দর লাগছে।।নিজের কথাটা রাখতে পারবো কিনা বুঝতে পারছি নাহ।।তুমি তো তোমার নেশা লাগিয়ে দিচ্ছো।।

নেশা লজ্জায় আরেকটু নিচু হয়ে গেল।।নেশা ভালো করেই জানে নীড় তার মনের বিরুদ্ধে কখনো যাবে নাহ।।খুব বিশ্বাস আছে এই লোকটার প্রতি।। কিন্তু এখন তার সাথে আবার মজা করছে
নীড় ও আর কথা বাড়ালো নাহ।
একটুপর নেশার বাম হাত টার উপর নিজের ডান হাত টা রাখলো।।নেশা সরালো নাহ।।বরং নিজের হাত দিয়ে টাইট করে ধরে রাখলো।।তা দেখে নীড়ও মুচকি হাসলো।

দেখতে দেখতে তারা খান বাড়ি চলে এলো।।নীড়ের মামনি নেশাকে বরন করে নিলো।।সবার সাথে পরিচয় করে নেশাকে ঘরে পাঠানো হলো।।আজ প্রথম নেশা নীড়ের ঘরে আসলো।।রুমটা খুব সুন্দর পুরো দেয়ালে ধুসর আর কালো রংয়ের কম্বিনেশন করা।।নেশার ও কালো রংটা খুব বেশি পছন্দ।।হয়তো নীড়ের ও পছন্দ হবে।।এমনিতেও ঘরটা আজ বেশি সুন্দর লাগছে।।পুরো রুমটা ফুল দিয়ে সাজিয়েছে।। খাট টাকে কুড়ের ঘরের মতো সাজিয়েছে।।প্রতিদিন যদি এমন করেই সাজানো হতো খুব বেশি খারাপ হতো নাহ।।নেশা ঘুরে ঘুরে রুমটা দেখতেই নীড় ঘরে ঢুকে গেল।।
নীড় খেয়াল করে দেখলো নেশা দাড়িয়ে দাড়িয়ে রুম দেখছে
নীড়ঃ কি হলো কই ভাবলাম এসে দেখবো বউ খাটে বসে আছে ঘোমটা টেনে।।এখানে তো দেখছি পুরাই উল্টো

নেশা নীড়ের দিকে ঘুরলো।

নেশাঃ আপনিই বা এতো তাড়াতাড়ি আসলেন কেন।শুনেছি আজ নাকি জামাই রা অনেক দেরি করে আসে।।বউ দের নাকি অপেক্ষা করতে করতে কোমড় ধরে যায়।।আর আপনি কিনা আমি রুম দেখা শেষ না করতেই চলে এলেন।।

নীড়ঃ কি করবো বল রুমে পরী বসিয়ে রেখে কি আর বাইরে মন বসে তাই চলে এসেছি

নেশাঃ তাই নাকি তা আমি তো রুমে কোন পরী দেখতে পেলাম নাহ।।কোথায় লুকিয়ে রেখেছেন শুনি

নীড়ঃ এইতো আমার বুকের এইখানে।।আসলে খুব সুন্দর তো তাই লুকিয়ে রেখেছি।যদি কেউ চুরি করে নেয়।।বাট তুমি দেখতে চাইলে দেখাতে পারি।।দেখতে চাও নাকি

নেশাঃ নাহ থাক

নীড়ঃ আচ্ছা অনেক তো কথা হলো যাও ফ্রেশ হয়ে আসো।।এই আটা ময়দা আর কতোক্ষন লাগিয়ে রাখবে।।এইসব আটা ময়দার জন্য তো আমার বউকে আমি দেখতেই পারছি নাহ😝

নেশাঃ কি বললেন😠

নীড়ঃ কিছু নাহ আচ্ছা অনেক হয়েছে।।সত্যি যাও ফ্রেশ হয়ে এসো।।

নেশাঃ ওকে

নেশা লাগেজ থেকে একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল।।ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো নীড় ও জামা পাল্টে ফেলেছে।।আর নিচে জায়নামাজ পেতে রেখেছে

নীড়ঃ ওহহ তুমি এসে পরেছো।।ওজু করেছো?

নেশাঃ নাহ করে আসছি দাড়ান

নেশা ওজু করে আসলো তারপর নীড় ও গেল।।ওজু করে এসে দেখলো নেশা তার জন্য অপেক্ষা করছে

নীড়ঃ কি হলো বসে আছো কেন

নেশাঃ কেন একসাথে নামাজ পড়বো নাহ😕🙄

নীড় মুচকি হাসলো।।

নেশাঃ আমি হাসার মতো কি বললাম

নীড়ঃ কিছু নাহ আসুন ম্যাডাম

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here