ভালোবাসা_এমনও_হয় Part_16,17

ভালোবাসা_এমনও_হয়
Part_16,17
Writer_Nusrat_Jahan
Part_16

খান বাড়িতে

কবিরঃ কথা এইবার মনে হয় তোমার মেয়ের বিয়ে দিতে হবে

কথাঃ মানে

কবিরঃ আজ অফিসের একজন ছেলেকে ঈশার মনে ধরেছে

কথাঃ মানে?

কবির কথাকে সব কাহিনি বললো

কথাঃ কিন্তু তুমি বুঝলে কিভাবে যে ঈশা ওকে লাইক করে।

কবিরঃ আচ্ছা দাড়াও তোমার সামনেই জিজ্ঞাসা করছি।ঈশা তোর কি ইশানকে ভালো লেগেছে

ঈশাঃ এইভাবে কেউ জিজ্ঞাসা করে।।আমার বুঝি লজ্জা লাগে নাহ🙈🙈

কথাঃ বাবাহ কবির।।তোমার মেয়ে আবার লজ্জাও পায়😕😲

ঈশাঃ উফফ মামনি এখন তো আমার পিছন লাগা অফ করো।।বিয়ের কথা শুনলে কোন মেয়ে লজ্জা পায় নাহ হুহ😒

কথাঃ ওরে আমার লজ্জাবতীরে।।বাবা তো শুধু পছন্দর কথা বলেছে নিজে তো দেখি বিয়ে পর্যন্ত চলে গেছেন।।এখন বুঝি লজ্জা লাগে নাহ🤨

ঈশাঃ আরে বিয়ে করবো এটা বলার মধ্যে লজ্জার কি আছে।আর কতোদিন তোমাদের ঘাড়ে বসে খাবো।২২ বছর তো হয়ে গেল।বিয়েসাদীর তো দরকার আছে তাই নাহ😒

কবিরঃ 😂😂

কথাঃ এই মেয়ে🤦‍♀🤦‍♀।।একটু আগে নাহ বললি লজ্জা পাচ্ছিস।।এখন কই গেল লজ্জা। আর কবির তুমি হাসছো কেন হুহ😡।।এই মেয়েটা তোমার কারনেই এমন বেহায়া হয়ে যাচ্ছে।।

কবিরঃ আমি আবার কি করলাম🙄

কথাঃ তুমিই তো সব ক….

ঈশাঃ উফফ বাবাই মামনি।।তোমরা আবার তোমাদের কথায় চলে যাচ্ছো কেন।।কথা তো হচ্ছে আমার বিয়ে নিয়ে।।ওইটা নিয়ে বলো নাহ🙈।ইশ আমার বিয়ে ভাবতেই কি ভালো লাগছে🥰🥰🙈

কথাঃ এই মেয়ে একটু তো লজ্জা পেতে শিখ।।নিজের বিয়ে নিয়ে মানুষ এইভাবে কথা বলে নাকি

ঈশাঃ উফফ মামনি লজ্জা পেয়ে কি লাভ হ্যা।বিয়ে যখন করবোই তাহলে বলতে কি।আর আমি কি কারো সাথে পালিয়ে গেছি নাকি প্রেম করে ধরা পরেছি যে লজ্জা পাবো।

কথাঃ 😟😕

কবিরঃ 😂😂

ঈশাঃ সে যাই হোক। তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করো আমি আর বুড়ো বুড়ি তোমাদের সাথে থাকতে চাই নাহ।।আমি এবার আমার জামাই বাড়ি গিয়ে থাকবো।।

কথাঃ আরে কয়েকটা দিন তো ওয়েট কর।।নিজের যে একটা বড় ভাই আছে তা কি ভুলে গেছিস তার আগে তোকে বিয়ে দিলে মানুষ কি বলবে।

ঈশাঃ আরে বিয়ে করবো আমি আর আমার জামাই।।মানুষ কেন কিছু বলবে।।আর ভাইয়ার আশায় আমি কি বসে থাকবো নাকি।।এতো বছর প্রেম করিনি জামাইকে সব ভালোবাসা দিবো বলে।।তোমরা যদি আমাকে বিয়েই নাহ দাও তাহলে আমি ভালোবাসাটা দেখাবো কিভাবে হ্যাঁ।। আর শুনো ভাইয়ার কথা আমি জানি নাহ।।আমার বিয়ে যতো তাড়াতাড়ি সম্ভব ঠিক করো।।না হলে দেখবে আমি সত্যিই পালিয়ে যাবো।

বলেই ঈশা রুমে চলে গেল।। কথা ঈশার যাওয়ার দিকে তাকিয়ে আছে

কথাঃ এটা কি সত্যি আমার মেয়ে কবির। নাকি হসপিটালে পাল্টে গেছিলো।

কবিরঃ 😂😂😂

কথাঃ তুমি হাসছো

কবিরঃ কি করবো বলো।।শেষ পর্যন্ত তোমার শান্তশিষ্ট মেয়েটাও বিয়ে পাগলা হয়ে গেল কি বলো😂😂

কথাঃ তাই তো ভাবছি।।একমাত্র আমার ছেলেটাই এখনো শান্ত আছে।।এই মেয়ে তো দেখি লজ্জা সব পানির সাথে মিলিয়ে খেয়ে ফেলেছে।

কবিরঃ আহা যা ছেলে তোমার।।সে যে কি করছে তা কি জানো😂

কথাঃ এই শুনো আমার ওমন ভদ্র ছেলেটার নামে কিছু বলবে নাহ তুমি।।আর বাদ দাও ওইসব।।নীড় তো বলেছে এখন বিয়ে করবে নাহ।।তাহলে আর কি করার।।তুমি বরং ওই ছেলের বাড়ির লোকের সাথে কথা বলো।।না হয় তোমার মেয়ে সত্যি পালিয়ে যাবে

কবিরঃ 😂😂

এইদিকে

নেশাঃ ককি সব বলছেন হ্যা😡

নীড়ঃ কই কিছু বলিনি তো ভুলে 😑😑ভুলে বলে ফেলেছি😅😅

নেশাঃ গেট আউট

নীড়ঃ হ্যাঁ????

নেশাঃ আই সেইড গেট আউট 😡😠

নীড়ঃ ওমা যাবো কেন😕😕ফাইলটা বুঝাবেন নাহ

নেশাঃ 🤬🤬

নীড়ঃ ওকে ওকে যাচ্ছি।।এতো বাঘীনি লুক দেয়ার কি আছে।।হেহে😅😅

নেশাঃ আপনি কি যাবেন😡

নীড়ঃ হ্যা হ্যা এইতো যাচ্ছি।

নেশাঃ যাওয়ার সময় ম্যানেজার কে বলে যাবেন আমার রুমে আসতে

নীড়ঃ কেন কিছু লাগবে।।আমাকে বলুন আমি করে দিচ্ছি 😍

নেশাঃ 😡

নীড়ঃ হুহ।।যাচ্ছি যাচ্ছি😒


একটু পর ম্যানেজার আসলো

রবিঃ মে আই কাম ইন

নেশাঃ ইয়েস কাম

রবিঃ বলুন ম্যাডাম

নেশাঃ আসলে কিছু কথা ছিলো।।নোড় আহমেদ খানকে নিয়ে।উনি আমার আন্ডারে কেন কাজ করে

রবিঃ এই রে ম্যাম কি সব বুঝে গেল(মনে মনে)

রবিঃ কেন ম্যাডাম এনি প্রবলেম

নেশাঃ উনার এডুকেশন কোয়ালিফিকেশন,উনার ব্যাকগ্রাউন্ড টা দেখতে চাই

রবিঃ কেন ম্যাম কিছু কি হয়েছে।।এইসব দেখার দরকার কি?

নেশাঃ আমার স্টাফ দের সম্পর্কে আমি জানতে পারবো নাহ?

রবিঃ হ্যা ম্যাডাম অবশ্যই পারেন।।আমি দিয়ে যাচ্ছি।।

নেশাঃ ওকে



রবি দৌড়ে নীড়ের কাছে আসলো।

রবিঃ স্যার সমস্যা হয়ে গেছে

নীড়ঃ কি হয়েছে

রবিঃ স্যার ম্যাম আপনার সব ইনফরমেশন চেয়েছে

নীড়ঃ হোয়াট

রবিঃ হ্যা স্যার।।এখন কি করবো

নীড়ঃ শিট।।এখন যদি নেশা আসল ইনফরমেশন গুলো দিলে ও তো সব বুঝে যাবে।

রবিঃ তাহলে কি করবো স্যার এখন

নীড়ঃ তুমি বরং আজ চলে যাও।।নেশার সামনে আর যাওয়ার দরকার নেই।।কাল না হয় দেখা যাবে।

রবিঃ ওকে স্যার।



নীড় যেন তেন করে নেশাকে বুঝালো।।অফিস টাইম শেষ করে নেশা বাড়িতে ফিরে এলো।।নিজের রুমে ঢুকে রুম দেখেই মুখে অজান্তেই হাসি ফুটে উঠলো।।কারন সে যা ভেবেছে ইশান সেই অনুযায়ী কাজ করছে।

ইশানঃ হেই নেশা কেমন হয়েছে বলো তো

নেশাঃ অনেক সুন্দর

আসলে ইশান নেশাকে প্রপোজ করার জন্য তার রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে।

নেশাঃ আবার কেক ও😳

ইশানঃ ইয়েস মাই লাভ

নেশাঃ তা এতো কিছু কিসের জন্য শুনি

ইশানঃ তোমাকে নিজের করতে

নেশাঃ করতে পারবেন নাহ।

ইশানঃ আমাকে ফিরিয়ে দিতে পারবে নাহ তুমি নেশা।

নেশাঃ যদি ফিরে আসার হতো তাহলে অনেক আগেই ফিরতাম

ইশানঃ আগের কথা বাদ।।আজ থেকে তুমি আমার

নেশাঃ আর কতো অভিনয় করবেন ইশান

ইশানঃ এগুলো অভিনয় নাহ নেশা।।এগুলো ভালোবাসা।।আর তুমিও আমায় ভালোবাসো।

নেশাঃ বাসতাম।।আর যা ছিল আমার জীবনের সব চেয়ে বড় ভুল।

ইশানঃ ভুল নাহ।।এখন যা করছো তা ভুল।আর তাই তুমি আমার জীবনে ফিরে আসবে। তোমাকে তো আসতেই হবে

নেশাঃ তা যে হবে নাহ ইশান।।

ইশানঃ হতে হবে

নেশাঃ হবে নাহ

ইশান রেগে নেশাকে দেয়ালের সাথে চেপে ধরে কেকের পাশে রাখা ছুড়িটা নেশার গলায় চেপে ধরলো।

ইশানঃ তোমাকে তো আমার হতেই হবে বেবি।।নিজে থেকে যখন ধরা দিয়েছো তখন তো তোমার আমার হয়েই থাকতে হবে।

নেশাঃ কেন হবো আমি আপনার

ইশানঃ ভালোবাসি যে তাই

নেশাঃ 😂ভালোবাসা।।কি ভেবেছেন এই ৬ বছর কি হয়েছে তা আমি জানি নাহ

ইশানঃ ককি জজাননো তুমি

নেশাঃ আরে তোতলাচ্ছেন কেন😅

চলবে

#ভালোবাসা_এমনও_হয়
#Writer_Nusrat_Jahan
#part_17

ইশানঃ ককি জানো তুমি

নেশাঃ নিহা কোথায় ইশান

ইশানঃ আমি কি জানি নিহা কোথায়

নেশাঃ জানেন নাহ।।

ইশানঃ নাহ

নেশাঃ ওকে তাহলে তো আপনি সত্যি কিছু জানেন নাহ।।আজ আমি নিহার বাড়িতে গেছিলাম

ইশানঃ কিহহহহ।।মানে কেন?

নেশাঃ আরে কেন গেছি সেটা বাদ দিন।।আগে কথাটা তো শুনুন। যখন আপনাদের বিয়ে হয় তখন তো নিহা প্রেগন্যান্ট ছিলো তাই নাহ?

ইশানঃ হু

নেশাঃ তাহলে এখন ওর বেবির ৫ বছর হওয়ার কথা তাই নাহ

ইশানঃ…….

নেশাঃ কিন্তু জানেন কি হয়েছে।।ওর তো বেবিই নেই।।আচ্ছা কোথায় গেল তার বেবি🤔

ইশানঃ আমমি ককিভভাবে ববললবো

নেশাঃ আর কতো অভিনয় করবেন ইশান।।আমি সব জানি যে।।

ইশানঃ কি জানো তুমি।।দেখ তুমি যা জানো সব ভুল।। নিহা হয়তো তোমায় ভুল বুঝিয়েছে।।

নেশাঃ বাট নিহা তো আমায় কিছু বলেনি।যা জানার আমি নিজে জেনেছি।

ইশানঃ দেখ যা বলার সরাসরি বল হেয়ালি করো নাহ।

নেশাঃ আরে আপনি এতো ঘাবড়াচ্ছেন কেন।আর এতো ঘামছেন কেন।।গরম লাগছে বুঝি

ইশানঃ কি জানো ডিরেক্টলি বলো

নেশাঃ ওকে। জানেন ৬ বছর আগেই ওর বাচ্চা মিসকারেজ হয়ে গেছে।।আর তা কে করিয়েছে…….

ইশানঃ দেখো নেশা আমি এইসবের কিছুই জানি নাহ।আর ওর কথা কেন উঠছে।।কথা তো হচ্ছে তোমার আর আমার নিয়ে।।আমাদের ভালোবাসা নিয়ে

নেশাঃ প্লিজ ইশান স্টপ দা ড্রামা

ইশানঃ এটা ড্রামা নাহ নেশা এটাই সত্যি।। আমি তোমায় ভালোবাসি।

নেশাঃ প্লিজ ইশান।।দয়া করে বন্ধ করুন এই নাটক।।আমি আর পারছি নাহ।।একবার তো হলো এই অভিনয় আবার কেন।।কেন আবার আমার ফিলিংস গুলো নিয়ে খেলতে চাইছেন

ইশানঃ আমি সত্যি তোমায় ভালোবাসি নেশা

নেশাঃ আপনি যা চাইছেন তা আপনি পাবেন ইশান।।এমনিতেই পাবেন আমি কথা দিচ্ছি।।কিন্তু প্লিজ এই ভালোবাসার খেলা খেলবেন নাহ।

ইশানঃ মানেহহ😕

নেশাঃ আমি সব জানি সেই ইশান।।সো প্লিজ বন্ধ করুন এই খেলা।।আমি কথা দিচ্ছি আপনি যা চাইছেন সব আপনারই হবে।আমাকে এক সপ্তাহের টাইম দিন।।আমি সব আপনার নামে করে দিবো।।তবুও প্লিজ এই খেলা বন্ধ করুন🥺😢😥

ইশানঃ সত্যি তুমি বদলে গেছো নেশা।আর অনেক চালাক ও হয়ে গেছো।।আই লাইক ইট।।ভালোই হলো তাহলে।(বাকা হেসে)শেষ পর্যন্ত ধরা পরেই গেলাম।ওয়েট তুমি আবার ওদের জানিয়ে দেবে নাহ তো

নেশাঃ আমি কাউকে জানাবো নাহ ইশান।।আমি কথা দিচ্ছি আপনাকে কেউ জানবে নাহ।।সবাইকে বলবো আমি নিজের ইচ্ছায় সব করেছি।।তবুও প্লিজ এই ড্রামা টা আর করবেন নাহ।।আমাকে আমার মতো থাকতে দিন।(নিজেকে সামলিয়ে)

ইশানঃ যদি আমার জিনিস আমি পেয়ে যাই তাহলে আর ড্রামা করার কোন কারন ও নেই।।বাট মনে রেখো যাস্ট এক সপ্তাহ।। কোন চালাকি করার চেষ্টা করবে নাহ আশা করি।

নেশাঃ যদি চালাকি করার চেষ্টা ও করি আপনার কিছু করার থাকবে নাহ।।কিন্তু তবুও আমি কিছু করবো নাহ যাতে আপনার ক্ষতি হোক।।যতোই হোক একটা সময় ভালোবাসতাম 🥺

ইশানঃ 😅😅।।বাদ দাও ওইসব কথা যা বলেছো তা মনে রেখো।।এন্ড আজকের ড্রামাটার জন্য সরি।

নেশাঃ 😭🥺😥

ইশানঃ বাট একটা কথা নাহ বলে পারছি নাহ।।আজ আবার তোর কান্নার কারন সেই আমিই হলাম কি বলিস😅😅।।সরি ড্রামাটা আর করতে পারলাম নাহ।।তুই করে বলি কি বলিস

নেশাঃ প্লিজ আপনি এখন যান এখান থেকে।।আপনার কাজ হয়ে যাবে বললাম তো

ইশানঃ আসলে নেশা বিশ্বাস কর এইবার তোকে কষ্ট দেয়ার কোন প্লেন ছিলো বাট কি করবো বল আমার এতো কষ্টের জিনিস কিভাবে অন্যের হতে দেই বল

নেশাঃ প্লিজ যান

ইশানঃ ওকে ওকে।।।কান্না কর।।বেস্ট অফ লাক

ইশান চলে গেল।।আর নেশা সে আর কি করতে পারবে কান্না ছাড়া।।আজ ৬ বছর পর কাদছে সে।।নিজের পুরানো কষ্ট গুলো আর যে লুকাতে পারলো নাহ।।

নেশাঃ কি করে পারলেন আপনি ইশান।।এতো নিখুঁত অভিনয় কি করে পারেন আপনি।।আর কতো পুড়াবেন আমায়।আমি যে পারছি নাহ এই কষ্ট গুলো নিতে।।আমি ও তো মানুষ।।সব জানার পরও বিশ্বাস হয়নি।।বাট আপনি আজ বিশ্বাস করতে বাধ্য করলেন যে আপনি বদলাননি।।আপনি বদলাতে পারেননি।আপনি যদি নিজে থেকে চাইতেন তাহলে আমি খুশি খুশি সব দিয়ে দিতাম।।তাই বলে এতো অভিনয়। আপনাদের দেয়া পুরানো ক্ষত গুলো কি কম ছিলো যে আবার নতুন করে দিতে শুরু করলেন।।সত্যি আমার দেশে ফিরে আসা উচিত হয়নি।।আগেই ভালো ছিলাম আমি।।চাইলেও ঘৃণা করতে পারছি নাহ আপনাকে ইশান।।এতো কিছুর পর ও নাহ।।কিভাবে পারি বলুন ভালোবাসতাম।।খুব বেশি।।।জানেন এখনো ইচ্ছা করে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে।।বিশ্বাস করুন যদি একবার আপনি মন থেকে বলতেন আমায় ভালোবাসেন সত্যি আপনার কাছে ফিরে আসতাম।।সব ভুলে আপনার কাছে ফিরে আসতাম।জানি এতে হয়তো আমি বেহায়া হতাম।।কিন্তু সত্যিকারের ভালোবাসায় বেহায়া হতেও রাজি আমি ইশান।।কারন আমি যে খুব লোভি। আপনার ভালোবাসা পাওয়ার খুব লোভ আমার।।খুব লোভ। সুইসাইড যদি হারাম নাহ হতো তাহলে হয়তো কবেই নিজেকে শেষ করে দিতাম।কারন আপনার এই অভিনয় থেকে মৃত্যুকে বরণ করে নেয়াও খুব সুখের ইশান🥺😭😭

পরেরদিন সকালে

নেশা অফিসে এসেছে। লিফটে ঢুকার সাথে সাথে নীড় ও ঢুকে গেল লিফটে

নীড়ঃ হাই ম্যাডাম 😊

নেশাঃ হেলো

নীড় আর কিছু বললো নাহ কারন তার নজর নেশার মুখের দিকে।সারা রাত কাঁদার ফলে নেশার চোখমুখ অনেকটাই ফুলে আছে।।চোখ গুলো এখনো লাল।

নীড়ঃ এনি প্রবলেম ম্যাডাম

নেশাঃ নাহ

নীড়ঃ আমাকে বলতে পারেন

নেশাঃ বললাম তো নাহ

নীড় আর কথা বাড়ালো নাহ।

অফিস টাইমে নীড় অনেক বারই নেশার সাথে কথা বলার ট্রাই করেছে।।বাট নেশা যতোটা সম্ভব এভয়েড করে গেছে।নীড় বুঝতে পারলো নেশার কিছু একটা হয়েছে।।বাট কি হয়েছে তা বুঝতে পারলো নাহ।অফিস টাইম শেষে সবাই নিজের বাড়ি ফিরে গেল

সবাই মিলে ঈশার বার্থডে যাওয়ার জন্য রওনা দিলো।।যদিও নেশার ইচ্ছা ছিলো নাহ বাট অফিসের বস যখন দাওয়াত দিয়েছে না যাওয়া টা ভালো দেখায় নাহ।

ঈশা তো বেশ খুশি ইশানকে দেখে।।নীড় ও নেশাকে দেখে খুশি হলো বাট নীড় যতোটা সম্ভব লুকিয়ে থাকলো।। কারন নেশা যদি বুঝে যায় নীড় এই বাড়ির ছেলে তাহলে প্রবলেম হবে।। আড়ালে গিয়ে নীড় তার বাবাকে বললে নেশাকে দিয়ে গান গাওয়াতে।


নেশা প্রথমে গাইতে চায়নি কিন্তু কবিরের জোরাজোরি তে বাধ্য হলো।

নেশাঃ
ভেঙ্গেছে পিঞ্জর,মেলেছে ডানা,
উড়েছে পাখি,পথ অচেনা,
নীড়েরই ঠিকানা পাবে কিনা,
পাখি তা নিজেই জানে না,
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
ভেঙ্গেছে পিঞ্জর,মেলেছে ডানা,
উড়েছে পাখি,পথ অচেনা,
নীড়েরই ঠিকানা পাবে কিনা,
পাখি তা নিজেই জানে না,
নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
(বাকিটা শুনে নিবেন)

ইশান ভালো করেই বুঝলো নেশা তাকে মিন করে গানটা গাইছে।।কিন্তু তাতে তার কি

নীড়ঃ মনে মনে- নীর তো তোমার আসে পাশেই আছে নেশা।।খুজে দেখো ঠিক পাবে😍।

একটা গান।।একজনের নাম আছে বাট তাকে নিয়ে গাওয়া হয়নি নীড় কি আর তা জানে।নেশা যে কোন নীড়ের সন্ধানে আছে তা যদি নীড় জানতো তাহলে হয়তো ভালোবাসা টাই অন্যরকম হতো।


ইশান গানের সাইড পেরিয়ে বাইরে গিয়ে দাড়ালো।।কারন তার এইসব অসহ্য লাগছে।।হঠাৎ কারো সাথে ধাক্কা খেল।

ইশানঃ আই এম সরি।।আমি দেখতে….(লোকটা কে দেখে ইশানের চোখে অজান্তেই পানি চলে এলো।।আজ ৬ বছর পর আবার দেখা।।ও তো চায়নি।।তাহলে কেন দেখলো তাকে)

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here