ভালোবাসার টান
part:49,50
writer:Tanzidaa Jannat
49
মিসকা ছাদে গিয়ে দেখে এখনও রোদ,,,,,
মিসকাঃ মামুনিরা চলো এখনও ছাদে অনেক রোদ,,,, আমরা সবাই মিলে বিকেলে আসবো,,,,
ভাগ্নিরাঃ আচ্ছা খালামণি,,,
ওদের নিয়ে নিচে নেমে রুমে আসতেই দেখে ওর বড় বোন মোহনা,,,,
মিসকাঃ তোমরা গিয়ে খেলো আমি তোমার আম্মুর সাথে একটু কথা বলি😊
ভাগ্নিরাঃ আচ্ছা
ওরা দুজন চলে যায়,,,,
মিসকাঃ আপু তুই এভাবে দাড়িয়ে কেন বস,,,,
মোহনাঃ মিসকু তুই খুশি তো!!
মিসকাঃ কেনো কি হয়েছে??
মোহনাঃ না তেমন কিছু না
মিসকা ঃ বুঝেছি,,,, তোরা হয়তো ভাবতে পারিস আমি কেনো একজন বিবাহিত ছেলেকে বিয়ে করলাম তারউপর একটা মেয়ে ও আছে,,,,,,
মোহনাঃ😑😑
মিসকাঃ ইফতিকে আমি বিয়ে করেছি শুধু মাত্র ওর ভিতরটা দেখে,,, ভালো সবাইকে বাসা যায় না,,, ওর মাঝে এমন কিছু আছে যা ওকে ভালোবাসতে বাধ্য করেছে,,,,,,আর হিয়া 🙂ওকে যদি তুই দেখিস তাহলে বুঝতে পারবি। আমি ওর মা হতে পেরে নিজেকে ধন্য মনে করি,,,,,,ও এখন আমার মেয়ে কারো কোনো দাবী নেই ওর প্রতি,,,
মোহনাঃ তুই খুশি থাকলেই আমরা খুশি,,,,,
মিসেস নিলুফা মিসকাকে ডাকতে এসে ওদের কথা সব শুনছিলো,,,,
মিসেস নিলুফা ঃ মিসকা!!
মিসকাঃ মা,,, আপনি,,,,
মিসেস নিলুফা ঃ ইফতি সবাইকে রেডি থাকতে বলেছে
মিসকাঃ ও আচ্ছা ঠিকাছে,,,
মিসেস নিলুফা চলে গেলো,,,,
মোহনাঃ তোর শাশুড়ি অনেক ভালো,,,
মিসকাঃ সবাই খুব ভালো আমাকে নিয়ে চিন্তা করিস না আমি অনেক ভালো আছি,,,,
মোহনাঃ 😊সুখে থাক সারাজীবন
মিসকাঃ আয় বারান্দায়,,,,
দুজনে বারান্দায় দাড়িয়ে অনেকক্ষণ গল্প করলো,,,,,,
রুমাঃ বৌমনি আসবো??
মিসকাঃ হ্যা এসো,,,,
রুমাঃ নিচে খাবার বেড়েছি খেতে এসো,,,,
মিসকাঃ তুমি যাও আমরা আসছি,,,
রুমা চলে গেলো,,,,,
মিসকা আর মেহনা নিচে নেমে দেখে সবাই খেতে বসে গেছে,,,,
মিসকাঃ আমাকে রেখে সবাই খেতে বসে গেছো,,,,
মিসকার দুলাভাইঃ আরে কি যে বলো,,,,,তুমি আমার একটা মাত্র শালীকা,,,,, আমার ছোট ডার্লিং তোমাকে রেখে খেতে পারি😂
মিসকাঃ দুলাভাই আপনি এখনও আগের মতোই রয়ে গেলেন😌
মোহনাঃ কিসব বলছো। ওর শ্বশুরবাড়ির সবার সামনে,,,,,,,
মিসেস নিলুফা ঃ কি হয়েছে আমরা ও তো মজা করি,,,,😁😂
মিসকাঃ জানিস আপু মা আর বাবা প্রতিদিন এরকম মজা করতেই থাকে😂😂
মা বাবা কোথায়??
মিসেস নিলুফা ঃ কি একটা মিটিং আছে বললো,,,
মিসকাঃ ওহ,,,
সবাই মিলে গল্প করে হেসে খাওয়ার পর্ব শেষ করে যার যার রুমে চলে গেলো,,,,,
মিসকাঃ রুমে এসে ফোনটা হাতে নিয়ে ইফতির নাম্বার বের করে ইফতিকে একটা ফোন দিবে কিনা ভাবছে,,,ভাবতে ভাবতেই কল করে ফেললো,,,,
মিসকা তাকানোর সাথে সাথে ফোন কেটে দিল,,,,
ইসসস কি একটা বিস্রি বেপার হলো,,,,😬 ভাবতে ভাবতেই ফোন বেজে উঠে,,,,
মিসকা তাকিয়ে দেখে ইফতিই ফোন করেছে,,,,,,,
মিসকা ফোনটা রিসিভ করে চুপ করে আছে,,,
ইফতিঃ কি হলো মিস মসা,,,,কথা বলছো না কেন
মিসকাঃ এই কি বললেন😠
ইফতিঃ হাহা,,,, এতক্ষণ তো কথায়ই বলতে পারছিলে না এখন মেজাজও দেখাচ্ছ,,,
মিসকাঃ ক কে বলেছে আমি এমনিই চুপ করে ছিলাম,,
ইফতিঃ হুম তা তো তোমার নিশ্বাসের শব্দেই টের পাচ্ছিলাম😂😂
মিসকাঃএকদম হাসবেন না,,,😏
ইফতিঃ আচ্ছা বাবা হাসবো না,,,,,তো মহারানী ফোন কেনো করেছেন শুনি,,,,
মিসকাঃ কোথায় আমি ফোন করলাম,,,,ফোন তো তুমি করেছো,,,,,
ইফতিঃ হুম বুঝি বুঝি সব বুঝি,,,,,,
মিসকাঃ ঘোড়ার ডিম বুঝেন😒😒
ইফতিঃ তুমি ফোন দিয়েও সাথে সাথে কেটে দিছো,,,মিস করছিলা😜
মিসকাঃ মোটেও না আমার হাতে লেগে ফোন চলে গেছিলো,,, আমি সাথে সাথে কেটে দিছি,,,,
ইফতিঃ হাহ হইছে,,,,,, এসব কিছু আমি বুঝি বুঝছো,,,,,
মিসকাঃ হিয়াকো কখন নিয়ে আসবে??
ইফতিঃ কথা ঘুরানো হচ্ছে
মিসকাঃ আজব কথা কেনো ঘুরাবো,,,,,
ইফতিঃ হিয়ার স্কুল ছুটি হলেই নিয়ে আসবো,,৷।।দুপুরে খেয়েছো??
মিসকাঃ হুম,,,,,
ইফতিঃ খেয়ে নিলে আমাকে একবার ফোনও দিলা না
মিসকাঃ ইশশশশ আপনি মনে হয় আমার কলের অপেক্ষায় থাকেন😒😒😒নিজেও তো খেয়ে নেন,,,,,,,আমার ক্ষুধা পাইছে আমি খেয়ে নিছি,,,,,
ইফতিঃ ছিলাম ই তো,,,,,,ঠিকাছে এখন আর লাঞ্চ করবো না,,,,,বাসায় আসলে খাইয়ে দিতে হবে,☺
মিসকাঃ এতোগুলো মানুষের মধ্যে আমি কেমনে খাইয়ে দিবো,,,,,,
ইফতিঃ আমি কি জানি,,,,এখন রাখি
বলেই ফোনটা কেটে দিলো,,,,,
মিসকাঃ একেমন হলো,,,,,,,আল্লাহ আমারে উপরে তুইলা নেও,,,এতো মানুষের মধ্যে কিভাবে 🙈🙈
এসব ভাবতে ভাবতেই গাড়ির শব্দ পেলো,,,,,,
মিসকা দৌড়ে বারান্দায় গিয়ে দেখলো,,,,,
মিসকাঃ একি এতো ইফতির গাড়ি,,,,,, এই মাত্রই তো কথা হলো,,,,,এখনই চলে আসলো,,,,😲
ইফতি গাড়ি থেকে নেমে উপরে তাকাতেই মিসকাকে দেখে একটা চোখ টিপ মারলো,,
মিসকা ঃ ইফতির এই কান্ড দেখে মিসকা লজ্জা পেয়ে রুমে চলে আসে,,,,,
ইফতি একটু মুচকি হাসি দিয়ে হিয়াকে কোলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে,,,,
রুমে দরজা নক করতেই মিসকা হিয়ার জন্য তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়,,,,
মিসকা দরজা খুলতেই দেখে দরজার সাথে হেলান দিয়ে ইফতি দাড়িয়ে আছে,,,
মিসকাঃ একি হিয়া কোথায়??
ইফতিঃ ও ওর নানুর সাথে দেখা করতে গেছে,,,,,,
মিসকাঃ ওহ,,,,,,
ইফতি সোজা গিয়ে বিছানায় সুয়ে পরলো,,,,,,
মিসকাঃ আরে আজব তো,,,,,,,,, এভাবে কেনো সুয়ে পরলে,,,,,😨আগে ওয়াশরুমে যাও,,,,,ফ্রেস হয়ে এসো,,,,,
ইফতিঃ না আমি এখান উঠবো না,,,
মিসকাঃ আপনি নাকি অনেক গোছালো তাহলে এমন করছেন কেন??😡
ইফতিঃ হুম,,,,তাতে কি এখন তো আমার বউ আছে,,😌সে গোছাবে
ইফতির কথা শুনে মিসকা হা করে আছে,,,,
ইফতিঃ হা করে আছো কেন??😂
মিসকাঃ তুমি উঠো বলছি বলে টেনে বসাচ্ছে আর ইফতি আবার সুয়ে পরছে,,,,,,
মিসকাঃ এমন কেন করছো,,,,ভালো হচ্ছে না কিন্তু,,,,,,, বলেই বিছানার পাশে বসে,,,
ইফতি সোয়া থেকে উঠে বসে মিসকাকে পিছন থেকে জড়িয়ে ধরে,,,,,,,
মিসকাঃ ছাড় বলছি,,😐
ইফতি ঃ না ছাড়বো না,,,,,,
মিসকাঃ নিজেকে ছোটানোর জন্য বার বার বৃথা চেষ্টা করছে,,,,
ইফতিঃ লাভ নাই কোনো,,,,,বলেই মিসকার চুল খুলে দিয়ে নিজের মুখ গুজে দেয়,,,,
হিয়াঃ মাম্মাম,,,,,,মাম্মাম,,,,
মিসকাঃ হ্যা সোনা আসছি,,,,
ইফতিঃ হিয়ার শব্দ পেয়ে মিসকাকে ছেড়ে দেয়,,,,,,ওয়াশরুমে চলে যায়,,,,
হিয়াঃ মাম্মাম দেখ নানুভাই আমাকে এই গিফট টা দিয়েছে,,,,
মিসকাঃ ও তাই ( বলেই হিয়াকে কোলে নেয়)আমার হিয়া সোনাকে অনেক মিস করছিলাম সারাদিন 🙁
হিয়াঃ তাই,,,,,,বলেই একটা হামি দিলো,,,
মিসকাঃ আমার লক্ষীসোনা,,,😘
মিসকা হিয়াকে বিছানায় বসিয়ে কাপড়চোপড় পাল্টে দেয়,,,,,
হিয়াঃ মাম্মাম এবার এই বক্সটা এখন খুলি??
মিসকাঃ হুম,,,
হিয়াঃ বক্সটা খুলে দেখে খেলনা,,,,
মিসকাঃ এতো খেলনা😱
হিয়াঃ খুশিতে খেলনা গুলো নিয়ে খেলছে,,,,,
ইফতিঃ মিসকার দিকে তোয়ালে ফিকে বললো ক্ষুধা পাইছে খাবার নিয়ে আসো,,,,
মিসকাঃ মুখে থেকে তোয়ালে টা সরিয়ে রাগি লুকে ইফতির দিকো তারিয়ে,,,,, কিছু না বলে বারান্দায় তোয়ালে রোদ দিয়ে নিচে চলে যায়,,,,,
রুমাঃ বৌমনি এতো ভাত কি হিয়া খাইবো নাকি,,,
মিসকাঃ তোমার ছোট সাহেবও খাবে সাথে,,,,,বলেই ভাত বেড়ে রুমে আসে,,,,,,
ইফতি ঃ উফফ খুব ক্ষুধা পাইছে,,, 😋
মিসকাঃ 😏😏
হিয়াঃমাম্মাম তুমি এতো ভাত কার জন্য এনেছ😵
মিসকাঃ না মানে,,,,,,,,, 😔
ইফতিঃ আমার জন্য,,,,, 😂
হিয়াঃ 😂😂😂
মিসকাঃ নেও এবার হা করো,,,,,
হিয়া আর ইফতি একসাথে হা করে
মিসকাঃহিয়ার মুখে আগে দেয়,,,
হিয়াঃ ইয়ে আমাকে আগে দিছে,,,,, বাবাই লুজার 😂😂😂
ইফতিঃ 🙄🙄
মিসকাঃ ইফতির মুখে খাবার দিতেই আউ করে শব্দ করে উঠলো,,,,
হিয়াঃ কি হলো মাম্মাম?
মিসকাঃ ম মসা কামড় দিছে😑
ইফতি ঃ মসা নয় মসার বর কামড় দিছে😂
ইফতির কথা শুনে মিসকা ইফতির দিকে তাকাতেই ইফতি চোখ মারে,,,
মিসকাঃ 😒😒😒
হিয়াঃ মসার আবার বর হয় নাকি??? 😨
ইফতিঃ হয়তো,,,,তোমার মতো ছোট বাবুও তাদের থাকে,,,,
( খাচ্ছে আর বলছে)
মিসকাঃ 😡😡😡
হিয়াঃ সত্যি
ইফতিঃ একদম সত্যি,,,
মিসকাঃ হিয়া এসবে একদম কান দিবে না তুমি পানি খেয়ে মিম মুন্নি ( মিসকার ভাগ্নি) ওদের সাথে খেলা কর যাও,,,,,,,
হিয়াঃ আচ্ছা,,,,,, ( হিয়া পানি খেয়ে চলে যায়,,,,)
মিসকাঃ ট্রেতে প্লেট রেখে হাত ধুয়ে চলে যেতে নিলেই ইফতি পিছন থেকে আঁচল টেনে ধরে,,,,
মিসকাঃ কি হচ্ছে 😠
ইফতিঃ বারে খাওয়ালে মুখ কে মুছে দিবে??
মিসকাঃ পারবো না😒😒
ইফতিঃ ঠিকাছে আমিই মুছে নিচ্ছি বলে আঁচল দিয়ে মুখ মুছে নিল,,,,,,,,
মিসকা চলে যেতে নিলে ইফতি মিসকার আঁচল ধরে থাকে,,,মিসকা চুপ করে দাড়িয়ে থাকে,,,,
ইফতিঃ মিসকার কাছে এসে ওর কানের কাছে মুখ নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো বলেই একগাল হেসে চলে যায়,,,,,,
মিসকাঃ অবাক হয়ে ইফতির হাসি দেখছে,,,,এই হাসিতে কেমন জানি এক মুগ্ধতা আছে,,,,,,,,
#চলবে,,,,,,,,,,,,,,,,,,,,
#ভালোবাসার__টান😍👸😍
#part::::::::::(50)
#writer::::::::::Tanzidaa Jannat
রুমাঃ আরে বউ মনি আমিই তো আসছি এগুলো নেওয়ার জন্য,,,,,,, তুমি আবার কষ্ট করে নিচে নামতে যাচ্ছ কেন??
মিসকঃ তাতে কি হয়েছে 😊
রুমাঃ দাও তো,,,,, (৷ বলেই রুমা ট্রে নিয়ে গেলো)
মিসকা আলমিরা খুলে শাড়ি বের করছে আর আয়নার সামনে দাড়িয়ে বার বার দেখছে কেমন লাগে,,,,,প্রায় ১৫ মিনিট পর একটা শাড়ি চয়েজ করলো,,,,,,,
শাড়ি তো চয়েজ করেছে কিন্তু সমস্যা হচ্ছে ব্লাউজ নিয়ে,,,,,ব্লাউজের সবগুলো হুক পিছনে,,,😑
মিসকাঃ কি করবো এখন আপুকে ডাকবো না থাক পরে যদি সাথে দুলাভাইও এসে পরে,,,আর রুমা তো মনে হয় এখন কাজ করছে,,,,কি করা যায়,,,,,🤔ইয়েস আইডিয়া পেয়েছি😉যে ব্লাউজটা পড়া আছি এটার সাথে শাড়িটা আপাতত পরেফেলি পরে এক ব্যবস্থা হবে,,,,,
মিসকা শাড়ি পরে নিল,,,, ব্লাউজটা পরে আয়নার সামনে দাড়িয়ে দুহাত দিয়ে হুক লাগানোর চেষ্টা করছে,,,,,,,
হঠাৎ করে ইফতি রুমে চলে এলো,,,,
মিসকা ইফতির শব্দ পেয়ে পিছনে ঘুরে ফেললো,,,,,
ইফতিঃ কি হলো এমন ভাবে চমকে গেলে কেলো,,,,,কোনো সমস্যা??
মিসকাঃ কো,,,, কোথায় না তো,,,,স সব কিছু ঠিক আছে,,,
ইফতিঃ মিসকার দিক এগোচ্ছে আর মিসকার মুখ আরো মলিন হয়ে যাচ্ছে,,,,,,,,
ইফতিঃ মিসকার সামনে দাড়াতেই আয়নায় চোখ পরলো,,,,,মিসকার পুরো পিঠ দেখা যাচ্ছে,,,,
ইফতি মুচকি একটু হাসি দিয়ে মিসকার দিকে তাকায়,,,,,,মিসকা মাথা নিচু করে দাড়িয়ে আছে,,,,,
ইফতি ঃ মিসকা কোমড়ে এক হাত দিয়ে স্লাইড করে আরো নিজের কাছে নিয়ে আসে,,,,মিসকা লজ্জায় নিচে তাকিয়ে আছে,,,, ইফতি দুহাত দিয়ে কোমড় থেকে স্লাইড করে পিঠ পর্যন্ত স্লাইড করে,,,
মিসকা ইফতি স্পর্শে ইফতিকে জড়িয়ে ধরে,,,,ইফতি ওর ব্লাউজের হুকগুলো লাগিয়ে দেয়,,,,,,,
ইফতির প্রতিটা স্পর্শে মিসকা কেঁপে ওঠে,,,,,
ইফতিঃ মিসকা,,,
মিসকাঃ হুম( জড়িয়ে ধরে)
ইফতিঃএই মিসকা লাগানো তো শেষ এবার তো ছাড়😃
মিসকাঃ ইফতি ছেড়ে দিয়ে সাথে সাথে পিছন ঘুড়ে ফেলে,,,,
ইফতিঃ মিসকাকে পিছন থেকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে,,,,,আমার বউটা এতো লজ্জবতি,,,,,,,
মিসকা ইফতিকে একটা চিমটি কাটতেই ইফতি আউ করে শব্দ করে ওঠে,,,, এদিকে মিসকা দৌড়ে পালাতে নিলে,,, ইফতি হাত ধরে ফেলে,,,,,,
মিসকা নিজেকে ছোটানোর জন্য সাজারো চেষ্টা করেও ছুটতে পারছে না,,,,
ইফতিঃ মিসকার হাতের ভাজে হাত রেখে দেয়ালের সাথে চেপে ধরে,,,,
মিসকাঃ ইফতির চোখের দিকে তাকায়,,,,
দুজন দুজনের চোখে তাকিয়ে থাকে,,,,
ইফতিঃ মিসকার কপালে চুমু একে দেয়,,,,,,
মিসকাঃ মিসকা চোখ বন্ধ করে ফেলে,,,,,,,মনে মনে ভাবে এই তো আমার প্রাপ্তি,,,, এর থেকে বেশি কিছু কখনোই চাই নি,,,,,
ইফতি ঃ মিস মসা তাড়াতাড়ি রেডি হও বুঝলা,,,,
ইফতির কথায় মিসকা চোখ মেলে তাকালো,,,,,
ইফতিঃ ওভাবে তাকিও না ঐচোখের মায়ায় হাড়িয়ে যাই,,,,বলেই মিসকা নাকটা একটু টিপ দিলো,,,,
মিসকাঃ ইশশশ ঢং নিজেই আমাকে রেডি হতে দিচ্ছে না আবার নিজেই বলছে তাড়াতাড়ি রেডি হও,,,,তা মশাই এভাবে ধরে রাখলে রেডি হবোটা কি করে??
ইফতিঃ ওফস,,,,নাও এবার রেডি হও আমি দেখি ঐদিকটা সবাই রেডি হয়েছে কি না
দুলাভাইঃ উমহ উমহ আসতে পারি,,??
ইফতিঃ আরে ভাইয়া আসেন আসেন,,,,, রেডি হয়ে গেছেন,,,,,
দুলাভাইঃ না তোমাদের রোমাঞ্চে ব্যাঘাত ঘটালাম নাতো,,,😂মানে কাবাবে হাড্ডি😂😂😂😂
মিসকাঃ দুলাভাই আপনিও না,,,, ধ্যাত ( বলেই দৌড়ে চলে গেলো)
দুলাভাই ঃ আরে আমার লক্ষী শ্যালিকা কোথায় যাও,,,,,
বলেই দুজনে হাসছে😂😂😂
ইফতিঃ ভাইয়া বসেন🙂
দুলাভাইঃ তোমার সাথে একটু কথা বলতে আসলাম,,,,
ইফতিঃ হ্যা তো বলেন,,,
দুলাভাইঃ ইফতি দেখ আমি জানি তুমি মিসকার অনেক কেয়ার করো,,,,,কিন্তু কি বলোতো আমি যখন মোহনাকে বিয়ে করি তখন মিসকা ছোট,,,,,,, বাবা তো অনেক আগেই পরলোক গমন করেছেন।ওকে আমি নিজের ছোট বোনের মতো আদর করতাম,,,,,, এখনও করি,,,,,,, সেই ছোট্ট মিসু আজ কতো বড় হয়ে গেছে,,,,হয়তো তুমিও এখন ওকে অনেক টা চিনেছ,,,ওর কখনই খাওয়া,পড়া, বা অন্য সৌখিন কিছুর প্রতি লোভ নেই,,ও শুধু একটু ভালোবাসার কাঙাল,,,,,,, তুমি যদি একটু ভালোবেসে দেখ ও তোমার জন্য পাহাড় পরিমান ভালোবাসা নিয়ে হাজির হবে,,,,,ও বরাবরই এমন তবে ওর কিন্তু অভিমানও আছে
ইফতি ঃ হুম মাঝে মাঝে করে,,,
দুলাভাইঃ না সেই অভিমান তুমি দেখ নি,,,,,ও যখন অভিমান করে ওর রাগ সহজে কেউ ধরতেও পারবে না আর সহজে ভাঙেও না,,,,,
ইফতিঃ ঠিক বুঝলাম না,,,
দুলাভাইঃ তোমাকে কিছু শিখিয়ে দেই,,,,,ও যখন অভিমান করে তখন বেশির ভাগই ও ছাদে,,,, ওয়াশরুমে সময় কাটায়,লাইট অফ করে অন্ধকার রুমে বসে থাকে,,
ইফতিঃ এগুলো তো জানা ছিলো৷ না
দুলাভাইঃ এগুলো সিক্রেট তোমাকে বলে গেলাম,,,,,আর ওকে বেশি না পার একটু ভালোবেসো,,,,,ও এমন একটা মেয়ে ওকে ভালো না বেসে পারবেই না,,,,
ইফতিঃ ভাইয়া আপনি চিন্তা করবেন না ওর প্রাপ্য সম্মান ওকে আমি দিবো,,,,,,,, আপনি একদম ঠিক বলেছে ওকে ভালোবাসবে না এমন কোনো মানুষই নেই,,,,,
হিয়াঃ বাবাই দেখ খালামুনি আমাকে সাজিয়ে দিয়েছে 😍,,,,পাশে মিম মুন্নিও দাড়ালো,,,,তিনজনের একই ড্রেস একই সাজ,,,,,
ইফতিঃ উঠে গিয়ে তিনজনকেই জড়িয়ে ধরলো,,,,,,মনে হচ্ছে তিনটা পরী নেমে এসেছে😘
হিয়াঃ বাবাই আমি ঐ আঙ্কেলটাকে কি বলে ডাকবো,,,,,
ইফতিঃ আব্বু ডাকতে পারো😉
হিয়াঃ সত্যি??
ইফতিঃ হুম😊
মিম- মুন্নিঃ আমরাও তোমাকে ছোট আব্বু বলে ডাকবো,,,😊
ইফতিঃওকে ডেকো😊
সবাই হেসে দেয়,,,,,
মোহনাঃ কি হলো তোমরা সবাই এখানে কেন আমরা মেয়েরা রেডি আর তোমরা এখনও এখানে,,,,
দুলাভাইঃ আমরা তো রেডি হয়েই বসে আছি,,,তোমাদের মতো ওতো আটা ময়দা মাখতে হয় না,,,,,তুমি তো এলে আমার ছোট গিন্নি কোথায়??
মোহনাঃ ও তো ওর শ্বাশুরীর কাছে গেলো,,,,
ইফতিঃ হ্যা মম আর শাশুমা তো যাবে না,,,, আমি বলেছিলাম,,,
মোহনাঃ হ্যা আন্টি বললো তোমরা ঘুরে এসো আমরা গল্প করি😊
ইফতিঃ তাহলে চলো দেরী করা যাবে না,,,,,
সবাই নিচে নেমে গাড়িতে উঠে বসলো কিন্তু মিসকা এখনও আসে নি তাই ইফতি জোরে জোরে গাড়ির হর্ন বাজাতে লাগলো
মিসকাঃ মা আসি,,,,,
মিসেস নিলুফাঃ সাবধানে যাস কিন্তু ,,,,,,,
মিসকাঃ আপনাদের অসুবিধা হলেও জানাবেন,,,,,আর সাবধানে থাকবেন,,,
রুমাঃ বৌমনি তুমি যাও আমি তো আছি খালাম্মারে দেখা করার লাইগা,,
মিসকাঃ হুম,,,আমি জানি😊
মিসকা উঠে চলে যেতে নিলে হোচট খেয়ে পরে যায়,,,,,
মিসেস নিলুফাঃ একি তুই এভাবে পরে গেলি কেমনে??
মিসকাঃ ওমন কিছু না শাড়ীতে হয়তো,,,,
মিসেস নিলুফাঃ ব্যথা পাস নাই
মিসকাঃ মা আমি একদম ঠিক আছি ( উঠে দাড়িয়ে)
মিসেস নিলুফা মিসকাকে৷ জরিয়ে ধরে বললো সাবধানে যাস,,,,
মিসকাঃ ঠিকাছে মা আসছি,,,
মিসকা নিচে নামতেই
ইফতিঃ কি হোলো এতক্ষণ লাগে নিচে নামতে,,,,
মিসকাঃ মায়ের সাথে কথা বলছিলাম,,😑😑
মিসকা গাড়িতে উঠতেই ইফতি গাড়ি স্টার্ট দেয়,,,,,,ইফতি ড্রাইভ করছে মিসকা পাসের সিটে আর মোহনা, মিসকার দুলাভাই, বাচ্চারা পিছনে বসেছে,,,,, সবাই গাড়িতে বসে আনন্দ করছে,,,,সারা বিকেল – সন্ধ্যা ঘুরেছে,,,,সপিং করেছে,,,,রেস্টুরেন্টে গিয়ে খাবারের অর্ডার দিয়ে ইফতি একটু আসছি বলে বাইরে গেলো,,,,
হিয়াঃ মাম্মাম😔
মিসকাঃ কি হয়েছে সোনা মোন খারাপ কেন??
হিয়াঃ আইসক্রিম খাবো,,,,
মিসকাঃ ওকে বসো আমি অর্ডার দিয়ে আসি,,,
মিসকা ওদের খাবারের সাথে আইসক্রিম এড করে দিতে বলে চলে আসতেই একজনের সাথে ধাক্কা খায়,,,,
মিসকাঃ ছড়ি ম্যাম,,
অচেনা কন্ঠেঃ ইটস ওকে,,,
মিসকা সামনে পা বাড়াতেই মিসকা একটা নাম শুনতে পেয়ে থমকে দাড়ালো,,,,
সাথে সাথে পিছনে ফিরে তাকাতেই দেখতে পেলো একটা মেজেন্টা কালারের শাড়ি পড়া মেয়ে,,,,, চুলগুলো কোমড় পর্যন্ত স্ট্রেট করা,,,,,,একটা ছেলে মেয়েটাকে বলছে হায় নীলা,,,,,ওয়াট আ সারপ্রাইজ,,,, এতো বছর পর 😃
মিসকা ঐ মুহুর্তে মেয়েটার ফেইস দেখতে পারে নি ঠিকই কিন্তু নামটা শুনে ওখান থেকে একপা ও নরাতে পারছে না,,,,,,সারা শরীর থরথর করে কাঁপছে,,,,, কেন জানি ওর মনে একটা ভয় কাজ করছে,,,,,,কেন হচ্ছে এমন,,পাথরের মুর্তির মতো দাড়িয়ে আছে,,,,,,
পিছন থেকে কারো স্পর্শে কেপে ওঠে ফিরে তাকাতেই দেখে ইফতি,,,
ইফতিঃ কি হলো মিস মসা😂এভাবে ভয় পেলে কেনো,,,
মিসকাঃ শুধু ইফতির দিক তাকিয়েই আছে,,,,
ইফতিঃ এই মিসকা কি হলো চোখ লাল হয়ে আছে আর মনে হচ্ছে ভয়ও পেয়েছ কি হয়েছে তোমার??
মিসকাঃ কথা না বলে হাত দিয়ে দেখায়
ইফতিঃ তুমি কাউকে চিনো ওখানের??
মিসকাঃ তাকিয়ে দেখে নেই,,,মিসকা খুজতে খুজতে দৌড়ে বের হয়ে যায়,,,,,,সাথে ইফতিও দৌড়াচ্ছে,,,,
চলবে,,,,,,,,,,,