একটু_একটু_ভালোবাসি পর্বঃ১০

একটু_একটু_ভালোবাসি
পর্বঃ১০
লেখিকাঃ শাদিয়া_চৌধুরী_নোন

সিরাতের চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার মা ইচ্ছে করে এটা করেছে বেশ বুঝতে পারছে সে। তানিশার দিকে তাকাতেই, তানিশাও একটা চোখ টিপ দিয়ে বেস্ট অফ লাক জানালো। অতঃপর সিরাত শাড়ির কুচি সামলিয়ে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। দেখে মনে হচ্ছে, যুদ্ধে যাচ্ছে সে। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দিতেই, তার দিন দুনিয়া উল্টে পড়ার উপক্রম হলো।
সাবির! সিরাত অনড়ভাবে দাঁড়িয়ে রইলো। চোখে মুখে বিস্ময় নিয়ে সাবিরকে দেখছে সে। সাবির সম্পূর্ণ ফরমাল লুকে, শার্টের হাতা ফোল্ড করে সাথে মাথা নিচু করে প্যাকেট গুনছে। তার সাথে আসা লোকটাও মনোযোগ দিয়ে সাবিরকে দেখছে। সিরাত একটা ঢোক গিলে কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো মুছলো। আশ্চর্য এই পাগলটা এখানে কি করছে? বাড়ির ঠিকানা জানলো কি-করে? সাবির প্যাকেট গুণা শেষ করে মুখ তুলে তাকালো। তার চোখেও বিস্ময়ের খেল। গোল গোল চোখে সিরাতকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে মুচকি হাসলো। এদিকে সিরাতের দমবন্ধ হওয়ার উপক্রম। সাবির কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সিরাত মুখের উপর ধরাম করে দরজাটা বন্ধ করে দিলো। কাঁদো কাঁদো মুখ করে ফ্যাকাশে মুখে বন্ধ দরজাটার দিকে তাকিয়ে আছে সে। ড্রয়িংরুম থেকে মায়ের আওয়াজ এলো,
—- সিরাত? তাড়াতাড়ি দরজা খুলে জামাইকে নিয়ে আয়। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ছেলেটা?

সিরাত অসহায় মুখে আবার দরজাটা খুলে দিলো। আজ বোধহয় আর রক্ষা নেই। দরজা খুলে দেখলো, সাবির একা দাঁড়িয়ে আছে। পাশের লোকটা নেই। সিরাতকে অবাক করে সাবির ভেতরে ঢুকলো। নিচু স্বরে জিজ্ঞেস করলো,
— প্যাকেটগুলো কোথায় রাখবো?

সিরাত পারে না দৌড়ে পালিয়ে যায়। এখন থেকেই হাঁটু কাঁপছে তার। গলার স্বরেও তার প্রকাশ পেলো। ছোট টেবিলটা দেখিয়ে বললো,
—- এ-এ-এখানে রাখুন….

সাবির মাথা নেড়ে পেশিবহুল হাতে সব প্যাকেট টেবিলে রেখে সরাসরি সিরাতের দিকে তাকালো। সিরাত খানিকটা ভড়কে গিয়ে পেছনে সরে এলো। এই লোকটা এভাবে শান্তচোখে তাকিয়ে আছে কেন? মনে কি চলছে বোঝার উপায় নেই।
সিরাত পিছিয়ে আসতেই সাবির এক কদম এগিয়ে এলো। সিরাত বুকে ঢোল পেটাচ্ছে। যেকোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে সে। মুখ দিয়ে একটা আওয়াজ বের করার ক্ষমতা যেন নেই। শরীর ক্রমেই অসাড় হয়ে আসছে। সাবিরের এগুনো দেখে দুইহাত মুঠ করে শাড়ি চেপে ধরলো। মনে মনে অসংখ্য দোয়াদরুদ পড়ছে। দুজনেরই মনোযোগ বিঘ্নিত হলো হঠাৎ। সিরাত স্বস্তির ফেললো। ড্রয়িংরুম থেকে আবারো মা ডাকলো তাকে।
—- সিরাত!! কি করছিস এতোক্ষণ?

সিরাত নিজেকে ধাতস্থ করে প্রয়োজনের অধিক জোরে চেঁচালো।
—- আসছি মা….

আড়চোখে একবার সাবিরের দিকে তাকিয়ে দ্রুত পায়ে ড্রয়িংরুমের উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো সিরাত। এই মরার শাড়িটার জন্য তাড়াতাড়ি হাঁটতেও পারছে না। সাবিরকে পাশ কাটিয়ে যাওয়ার সময়, সাবির এক অদ্ভুত কাজ করে বসলো। সিরাতের একহাত টেনে ডানগালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে কানের কাছে ফিসফিস করলো,
—- আজ হঠাৎ বউ সেজে ঘুরঘুর করছো কেনো?রসগোল্লা ভেবে টুপ করে খেয়ে ফেললে, আমার মতো পাগলাটে প্রেমিক পুরুষের তো দোষ নেই। প্রেয়সীর একটুখানি চাহনিই হাজারবার পাগল হতে যথেষ্ট।

বলেই সাবির সিরাতকে ফেলে ড্রয়িংরুমে চলে গেলো। এদিকে সিরাত পা থামিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইলো। কি সাংঘাতিক ছেলেরে বাবা! গায়ের রক্ত হিম হয়ে আসছে। সিরাত গালে হাত দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো, কেউ দেখেছে কিনা। একরাশ লজ্জা আর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে ড্রয়িংরুমে গেলো। সবকিছু এলোমেলো লাগছে তার। সাবির কি এই মহিলার ছেলে? এই ছেলেই কি তাহলে পাত্র? ভাবতেই গলা শুঁকিয়ে এলো।
তানিশার চেহারাটা দেখার মতো হয়েছে। এই মুহূর্তে একগলা পানিতে ধাক্কা মেরে ফেলে দিলেও এতোটা অবাক হতোনা, যতটা সাবিরকে দেখে অবাক হয়েছে। সোফায় গা এলিয়ে সে সাবিরকে দেখতে লাগলো। সিরাতকে ক্রমাগত খোঁচাচ্ছে সে। সিরাত টের পেয়ে অসহায় চাহনিতে লাগলো যার অর্থ, এসবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সাবির ভীষণ অমায়িক হাসি নিয়ে সিরাতের মায়ের সাথে কথা বলছে। ইফতি হঠাৎ চোখ ছোটছোট করে বললো,
—- ভাইয়া, আপনাকে কি আমি কোথাও দেখেছি?

সাবির অস্বস্তিমূলক হাসি দিয়ে সিরাতের দিকে তাকালো। সিরাত বিনীত চোখে মাথা নাড়লো। যার অর্থ, “প্লিজ কিছু বলবেন না। ” সাবির আর কিছু বললো না। ইফতিকে নিজের পাশে বসিয়ে কথা বলতে লাগলো। তানিশা আর সিরাত হা হয়ে তাকিয়ে আছে। এতো ভদ্র, সুশীল, নিষ্পাপ মানুষ যেন আর নেই। সিরাতকে সে কোনোদিন দেখেনি, চিনেই না যেন। সিরাতের দিকে তাকাচ্ছে না পর্যন্ত!
একসময় সিরাতের বাবাও এসে আলোচনায় যোগ দিলেন। সাবিরকে রেফারেন্স শুনে গর্বে বুকটা ফুলে উঠলো। তার হবু মেয়েজামাই কিনা একজন এনএসআই অফিসার! যে সবসময় নিজের সাথে গুলি নিয়ে ঘোরে, নির্ভী, সাহসী, কি অমায়িক ব্যবহার! নিঃসন্দেহে সুদর্শন এবং স্বাস্থ্য সচেতন। তিনি নিজেই সিরাতকে বললেন,
— তোমাদের যদি আলাদা কোনো কথা থাকে, বলতে পারো। আমরা বড়রা কিছু কথা বলি। যাও সাবিরকে নিয়ে যাও।

তানিশা বাবার ভয়ে চিৎকার করে বলতে পারলো না, “বাবা আমার কিছু বলার নেই। আমি এখানেই ঠিক আছি। এই লোকটার মাথায় সমস্যা আছে। যেকোনো সময় তোমার মেয়েকে হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলতে পারে। ” বাস্তবে সিরাত এমন কিছুই বললো না। তানিশার হাত ধরে নিজের রুমের দিকে গেলো। তাদের অনুসরণ করে সাবিরও পেছন পেছন গেলো। তানিশা সৌজন্যতার হাসি দিয়ে সাবিরকে আসতে বললো।
ড্রয়িংরুমে আসতেই তারা হাঁটা থামালো। তানিশা তীক্ষ্ণ দৃষ্টিতে বললো,
— আপনিই তাহলে সেই পুরুষ?
সাবির ঠোঁটে হাসি বজায় রেখে বললো,
—- জ্বি, খালা শাশুড়ী!

তানিশা হতাশার নিঃশ্বাস ফেললো। এতোবছরের বড় একটা ছেলে তাকে “শ্বাশুড়ি” বলে সম্বোধন করাটা সহজে হজম করতে পারলো না। সাবির আবার বললো,
— শাশুড়ী মা, আপনার ভাতিজার সাথে একটু কথা বলবো। প্লিজ একটু প্রাইভেসি চাই!

তানিশা আবারো অবাক হলো। মুখে হাসি ঝুলিয়ে সিরাতকে বললো,
— সিরাত যা, সাবিরকে তোর রুমে নিয়ে যা।

সিরাত অসহায় চোখে তাকাতেই তানিশা চোখ দিয়েই আশ্বস্ত করলো।

সিরাত সাবিরকে নিজের রুমের ব্যালকনিতে নিয়ে গেলো। দরজাটা হা করে খোলা রেখেছে ইচ্ছে করে। কয়েকহাত দূরে দূরে হাঁটছে সে। ব্যালকনির চারপাশে নজর রাখলো,
—- তোমার বাগান? ব্যালকনিতে বাগান? ভেরি নাইছ। বিয়ের পর ছাদে বাগান করবে কেমন?

সিরাত খুকখুক করে কেশে অস্বস্তি নিয়ে ঠোঁট কামড়ে ধরলো। ভীষণ লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে।
সাবির এবার বললো,
— তো তোমার বাগানের গাছগুলোর সাথে আমার পরিচয় করাবে না?

সিরাত মাথা নাড়িয়ে একেকটা গাছের নাম বলতে লাগলো। একটা গাছ দেখিয়ে বললো,
— এটা হলো নীলকণ্ঠ। এই গাছটা আমার অনেক প্রিয়।

সাবির আরেকটা গাছ দেখিয়ে বললো,
—- ওটা কি গাছ?

— ওটা হলে টগর গাছ। সাদা সাদা ফুল ধরে। আপনি যদি কিছুদিন আগে আসতেন দেখতে পেতেন।

সিরাত এবার অনর্গল মুখে বলতে লাগলো,
— এটা হাসনাহেনা। রাত হলে আমার পুরো রুম গন্ধে ভরে যায়। গন্ধরাজও আছে। আব্বুকে একটা নয়নতারা আনতে বলেছিলাম৷ জানেন? একটা বুলবুলি বাসা বেঁধেছে। আমার মনে হয় ওটা ডিম পাড়বে। আমি অনেক এক্সাইটেড….

সিরাত আরো অনেক কথা বলতে লাগলো। সাবির অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। সিরাতের আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। খোলা চুলে স্নিগ্ধ মুখে হাত নাড়িয়ে নাড়িয়ে বোঝানোর ভঙ্গিতে, অসীম প্রফুল্লতা নিয়ে অনর্গল কথা বলেই যাচ্ছে। সাবিরের ক্রমশ গলা শুকিয়ে আসছে। সিরাত এতো কথা বলতে পারে জানা ছিলো না তার। এতো চঞ্চলতা আগে নজরে আসেনি। একপ্রকার ঘোরে চলে গেলো। মূলত অস্বস্তি কাটাতে বাগান নিয়ে কথা বলছিলো সে। ঘোরলাগা দৃষ্টিতেই বলতে লাগলো,
—- তো এসব গাছ কে এনে দেয়?

সিরাত সাবিরের দিকে না তাকিয়েই বলতে লাগলো। ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসির রেখা।
— আব্বু আনে। আমি আনতে বলি।

— টব কে আনে?

— বেশিরভাগ আব্বু এনে দেয়। তবে আমিও কলেজ থেকে আসার সময়ই কিনে আনি। ভাবছি একটা বেলীফুলের চারা আনবো। অনেক ভালো হবে তাইনা?

সিরাত এবার সাবিরের দিকে তাকালো। সাবিরের অন্যরকম দৃষ্টি দেখে তার চঞ্চলতা হারিয়ে গেলো। ভর করলো একরাশ লজ্জা। চুল ঠিক করার বাহানায় সে অন্যদিকে ঘুরে গেলো। সাবির নিঃশব্দে হেসে সিরাতকে কাছে টানলো। সিরাত ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মুখ বন্ধ হয়ে গেছে। সাবির সিরাতকে নিজের দিকে ঘুরিয়ে সামনের চুলগুলো কানে গুঁজে দিতে দিতে আকুল কণ্ঠে বললো,
—- রাত! প্লিজ বিয়েতে রাজি হয়ে যাও। আমি তোমাকে কিভাবে এক্সপ্লেইন করবো জানি না, হাই মাচ আই লাভ ইউ। আমি জানি তুমি পড়তে চাও। বিশ্বাস করো, তুমি যা চাও তাই হবে। আমি তোমাকে বাঁধা দেবো না৷ তুমি বিয়েতে অমত করো না।

সিরাত কিছু না বলে মাথা নিচু করে শুনতে লাগলো।

— ইভেন দো, মা যে এখানে আসবে আমি জানতামই না। কাল তোমার কথা মা’কে বলেছিলাম। বাসার ঠিকানা নিয়ে যে এখানে আসবে, আমার ধারণাতেও ছিলো না। তোমাকে খুব পছন্দ হয়েছে সবার। আ’ম সরি। তোমার বিয়ে যদি আমার সাথে না হয়, আর কারো সাথে হতে দেবো না।

সিরাত শুধু বিড়বিড় করলো,
— আপনার মা আপনার চেয়েও ফাস্ট…

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here