শুভ্র_রঙের_প্রেম পর্বঃ২৯

শুভ্র_রঙের_প্রেম পর্বঃ২৯
লেখিকা-রুবাইদা হৃদি

ঘরের কোণায় চুপটি মেরে বসে আছি৷ এপ্রিলের মাঝামাঝি সময় দম ফাটা গরমেও আমার শরীরে ঠান্ডা অনুভূতি হচ্ছে৷ কাঁপা হাতে চুল গুলো টেনে উঠে দাঁড়ালাম৷ আজ নয় দিন পার হয়ে গেলো৷ সেদিন সন্ধ্যার পর থেকে উনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন৷ নিজেকে উন্মাদ লাগছে৷ রাফিন মামুর বাসায় গিয়েছে সেদিনের পর৷ নীতি আরিফ ভাইয়াদের বাসায় আর রাহাতের কোনো খোজ নেই উনার মতো৷ সব মিলিয়ে আমি অতিষ্ঠ৷ বুকের ভেতর শূন্যতা ভর করছে৷ কাঁপা হাতে আবারো ফোন দিলাম৷ বারবার এক কথা ভেসে আসছে৷ আমি মোবাইল ছুড়ে মেরে আবারো থম মেরে বসে ডুকরে কেঁদে উঠলাম৷ মৃদু আওয়াজ তুলে বললাম,
–‘ কোথায় আপনি?? আমার যে দম ফেটে যাচ্ছে কষ্টে৷ ভার হয়ে আসছে হৃৎপিন্ড৷ আমি যে সহ্য করেও নুইয়ে যাচ্ছি বারেবারে৷ ‘
ঘরময় শব্দ ঘুরেফিরে বেড়ালো৷ মোবাইলের এলার্ম বেজে উঠতেই দেখি ০৭ঃ১৩৷ চোখ মুছলাম৷
ভার্সিটির চত্ত্বরের আশেপাশে যাওয়া হয় না নীতির বিয়ের আগের থেকেই৷ সামনে এক্সাম! হয়তো ভার্সিটি গিয়ে যোগাযোগের ব্যাবস্থা হবে৷ চট করেই মনে হলো পরশ স্যার জানবেন উনার কি হয়েছে৷ আমি দ্রুত পায়ে ওয়াশরুমে ডুকে ফ্রেশ হয়ে বের হতেই আম্মু সন্ধিহান গলায় বলল,
–‘ এতো সকালে কোথায় যাচ্ছিস? আর তোর মুখের হাল এমন কেন৷ ‘
আমি হাত দিয়ে মুখ ঘষে হালকা হাসার চেষ্টা করলাম৷ আম্মু স্বাভাবিক ভাবেই খাবার টেবিলে দিয়ে বলল,
–‘ খেয়ে যা৷ ‘
–‘ এসে খাবো আম্মু৷ রাফিন আসবে কবে? ‘
–‘ আজ ফিরবে৷ ‘
আম্মু চেয়ার টেনে বসে আমাকে ইশারা করলো কাছে যেতে৷ আমি পাশে গিয়ে দাঁড়াতেই ডিম উঠিয়ে জোর করে মুখে দিয়ে বলল,
–‘ শুকিয়ে যাচ্ছিস দিন দিন৷ চেহারার বেহাল অবস্থা৷ কি নিয়ে এতো টেনশন তোর? ‘ আমি আম্মুর কথা শুনে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করলাম৷ আম্মু আমার চোখে পানি দেখে উঠে দাঁড়িয়ে একহাতে আঁকড়ে ধরে অস্থির কন্ঠে বলল,
–‘ কি হয়েছে মা? ‘ আম্মুর আদুরে ডাক শুনে আমি জড়িয়ে ধরলাম৷ ফুঁপিয়ে কেঁদে উঠলাম৷ মুখ দিয়ে শব্দ বের হলো না৷ আম্মু অনবরত প্রশ্ন করে যাচ্ছে কিন্তু হঠাৎ করেই চুপ হয়ে গেলো রাফিনের আওয়াজে৷ আমাকে ছেড়ে দিয়ে রাফিনের দিকে প্রশ্ন ছুড়লো,
–‘ তোর তো বিকেলে আসার কথা ছিলো সবাইকে নিয়ে৷ ‘
–‘ ধূর, আমি পারবো না৷ খুদা লাগছে খেতে দাও তো৷ ‘
রাফিন ব্যাগ সোফায় ছুড়ে মেরে বলল৷ আমার দিকে এগিয়ে এসে আম্মুকে উদ্দেশ্য করে বলল,
–‘ আম্মু তোমার মেয়েকে কি ধরে বেধে বিয়ে দিয়ে দিয়েছো? ‘
–‘ রাফিন৷ ‘ আম্মু কড়া গলায় বলতেই ও আমলে না নিয়ে আমাকে খুঁচিয়ে বলল,
–‘ এখানে কি করিস রে? আর মুখ এমন অসহায় ভাব ধরে রেখেছিস কেন? শ্বশুর বাড়ি খেতে দেয় না? ‘
মেজাজ বিগড়ে আছে তার উপর ফালতু কথা শুনে ঘুরে ওর গালে সজোরে থাপ্পড় মেরে দম ফেললাম৷ রাফিন উচ্চস্বরে, ‘ আপু ‘ বলে ডাকতেই আমি আম্মুকে উদ্দেশ্য করে বললাম,
–‘ আমি যাচ্ছি৷ ‘
বলেই ঘুরে দাঁড়াতেই দাদুন রিনরিনে স্বরে বলল,
–‘ ওকে মারলি কেন বোনু৷ ও তোর ছোট ভাই না? ‘
–‘ ছোটকে ছোটোর মতো থাকতে বলো দাদুন৷ ও মাত্রাতিরিক্ত কথা বলে৷ ‘
কাউকে আর কথা বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেলাম৷
রাফিনের চড়টা দরকার ছিলো৷ ও বেশি বড় বড় কথা বলে ইদানিং৷ সত্যি দরকার ছিলো? না আমার বিক্ষিপ্ত মনে জমে থাকা চাপা কষ্ট আর কিছুটা রাগ ওর উপর প্রয়োগ করলাম?
ইশ! খুব কি লেগেছে৷ ওর কি দোষ৷ নানা অস্থিরতায় আরো অশান্তি লাগছে আমার৷
.
সূর্যের নরম রোদ গড়াগড়ি খাচ্ছে সম্পূর্ণ ক্যাম্পাস জুড়ে৷ বাতাসে আজ চিরচেনা গন্ধ গুলো পাচ্ছি না৷ বট গাছের নিচে আমাদের আড্ডার স্থান শূন্য৷ সব কেমন এলোমেলো হয়ে গেলো৷ আমি ধীর পায়ে এগিয়ে গেলাম হলের দিকে৷ কিছুদূর যেতেই দেখতে পেলাম দারোয়ান চাচাকে৷ আমি জলদি উনার কাছে গিয়ে বললাম,
–‘ আসসালামু আলাইকুম চাচা,পরশ স্যার কোথায় জানেন? ‘
–‘ হে তো কোন কামে জানি গেছে৷ দুইদিন ধইরা আহে না৷ ‘
–‘ অহ! আমার হলের চাবিটা দিন চাচা৷ আর মান্নান স্যার কোথায় সেটা জানাতে পারবেন? ‘
–‘ অফিস রুমেই৷ ‘
.
.
সব ফর্ম ফিলাপ করে বেরিয়ে এলাম মান্নান স্যারের কক্ষ থেকে৷ নীতির বিয়ের আগের দিন জিনিসপত্র নিয়ে বাসায় রেখে এসেছিলাম৷ দুই বছরের কত সৃতি ওই ছোট হল রুমটায়৷ আবারো কোনো প্রাণ প্রিয়ের থাকা হবে হলে, গল্পে আর মন খারাপের ভীর হবে অন্য কারো হাত ধরে৷ ক্যাম্পাসে হাজারো পদচারণ থাকলে আজ ফাঁকা৷ নীতিকে গিয়ে চড় মারতে ইচ্ছা হচ্ছে আর বলতে ইচ্ছা হচ্ছে,’ এই মেয়ে এই! তোর জামাই ছাড়া হয় না? তুই সব ছেড়ে চলে আয় তো আবার আমরা একসাথে থাকবো,হাসবো,কাঁদবো৷ ‘
নিজের আজগুবি ভাবনায় ম্লান হাসলাম৷ ক্লাসে গিয়ে আবারও একরাশ মন খারাপ উড়ে এলো৷ ফোর্থ পিরিয়ড৷ স্নিগ্ধ স্যারের ইংরেজি ক্লাস৷ কিন্তু তার বদলে নতুন বয়স্ক স্যারের মুখ দেখেই আমি আবারো দ্রুত পায়ে বেরিয়ে এলাম৷ মাধবী বার কয়েক ডেকেছিলো তবে ওকে দেখলে আরো মন খারাপ হানা দেয়৷
–‘ মিস.হৃদি! আপনি আমাকে মিস করছেন বুঝি? ‘
নীতি মুখে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে৷ আমি ওকে দেখে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আমাকে জোর করে জড়িয়ে ধরে আহ্লাদী কন্ঠে বলল,
–‘ রাগ করেছিস বাবু? ‘
–‘ ছাড় তো বিবাহিত মহিলা৷ তোর শরীর দিয়ে কেমন বিবাহিত গন্ধ আসছে৷ ‘
আমি নিজেও ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম৷ কিছুক্ষণ জড়িয়ে রেখে ছেড়ে দিয়ে ওকে পরখ করে বললাম,
–‘ সুন্দর হয়ে গেছিস? কার‍ণ কি রে?? আরিফ ভাইয়া অতিরিক্ত সুন্দর হওয়ার মেডিসিন দিচ্ছে বুঝি? ‘
আমার কথা শুনে নীতির দু গাল লাল হয়ে উঠলো৷ আমার হাত ছাড়িয়ে দিয়ে রাগী চোখে তাকিয়ে বলল,
–‘ ছিঃ!কি সব বলিস তুই৷ ‘ আমি ওর কথা শুনে সশব্দে হেসে উঠলেও চুপ মেরে গেলাম মূহুর্তেই৷ আমার মনের ভাব বুঝতে পেরে নীতি বিচলিত হয়ে বলল,
–‘ ঠিক আছিস তুই?’
–‘ আমি একদম ঠিক নেই নীতি৷ উনি….. ‘ কেঁদে উঠলাম আমি৷ ক্যাম্পাসের অনেকে ঘুরে তাকিয়ে দেখছে৷ নীতি আমাকে ধরে কোলাহল মুক্ত পরিবেশে নিয়ে ইটের অল্প উঁচু প্রাচীরের উপর বসিয়ে বলল,
–‘ কি হয়েছে? ‘
আমি ওকে জড়িয়ে ধরে বললাম,
–‘ উনি ফোন তুলছেন না নীতি৷ আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তার৷ গত নয় টা দিন আমি টানা ফোন দিয়ে গেছি৷ নোমান ভাইয়ার কাছেও খোজ নেই তার৷ আর আদি ভাইয়ার নাম্বার নেই৷ এইদিকে পরশ স্যার ও নেই৷ আমি মরে যাবো নীতি৷ আমার শ্বাস উনি নিয়ে গেছেন৷ কোথায় উনি?? আমি যে থাকতে পারছি না৷ ‘
–‘ হুশ! ভাইয়া শুনলে বকবে আমাদের৷ এমন করে কান্না করে কেউ? ‘
নীতির কন্ঠ স্বাভাবিক৷ যেন কিছুই হয় নি৷ আমি অবাক চোখে তাকালাম৷ ও আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল,
–‘ আজ তোদের বাসায় যাবো৷ অনেক দিন আন্টির হাতের রান্না খাই না৷ ‘
আমি কান্না থামিয়ে দিয়ে আগাগোড়া পর্যবেক্ষণ করলাম ওকে৷ এতোটা স্বাভাবিক কেন নীতি??

_______________________________
বাড়ির পরিবেশ ঠান্ডা শীতল৷ আমরা প্রবেশ করতেই আম্মুকে দেখে নীতি সালাম দিলো৷ আম্মু ওকে জড়িয়ে ধরে বলল,
–‘ রুমে সব আছে তুমি ওকে নিয়ে যাও৷ আর আরিফ আসবে না?? ‘

–‘ অফিস শেষে আসবে আন্টি৷ ‘
আমি ওদের কথা শুনে ‘ থ ‘ মেরে দাঁড়িয়ে আছি৷ অবাক হয়ে প্রশ্ন করলাম,
–‘ আরিফ ভাইয়া আসবে? আগে বললি না কেন আমায়! ‘
–‘ আম্মু,আব্বু ফোন দিচ্ছে৷ আর কি কি লাগবে বলে দেও তো৷ ‘
–‘ ফোন দিয়ে যা৷ আর তুই কোথাও যাবি না এখন অনেক কাজ বাকি৷ ‘
রাফিন ফোন এগিয়ে দিয়ে বলল, ‘ আচ্ছা৷ ‘
আমি বিষ্ময় নিয়ে ওকে জিজ্ঞেস করলাম,
–‘ বাড়িতে কি আজ? ‘
রাফিন মুখ ঘুরিয়ে বলল,
–‘ আম্মু কাউকে আমার সাথে কথা বলতে মানা করো৷ না হলে আজ কেলেংকারী হয়ে যাবে৷ ‘
ওর ভার মুখ দেখে সকালের কথা মনে হতেই আমি অসহায় চোখে তাকালাম৷ আম্মুর দিকে তাকিয়ে বললাম,
–‘ কেউ তো বলো আমায়৷ ‘
নীতি আমার হাত টেনে আমার রুমে নিয়ে যেতে যেতে বলল,
–‘ অপেক্ষা করো রমণী৷ ‘
–‘ মানে?? ‘ আমার গলায় হাজারো প্রশ্নের ভীড়৷ এরা কেউ কোনো উত্তর দিচ্ছে না৷ আমাকে টেনেটুনে নিয়ে এসেই রুম আটকিয়ে সটান হয়ে শুয়ে পরলো নীতি৷ আমি ভ্রু কুঁচকে বললাম,
–‘ হচ্ছে টা কি? ‘
–‘ তোমার বিয়ে৷ ‘ নীতি উঠে বসে আমার দিকে একটা ব্যাগ ছুড়ে মেরে বলল৷ আমি না চাইতেও ধরে বললাম,
–‘ এইটার মাঝে কি?’
–‘ খুলে দেখ৷ ‘
আমি দ্রুত হাতে ব্যাগ খুলে দেখলাম, সাদা আর মেরুন রঙের লেহেঙ্গা৷ সেই সাথে একটা চিরকুট৷ আমি লেহেঙ্গা হাত থেকে নামিয়ে চিরকুট খুলে দেখলাম,
চলবে….
~” স্যাড হবে না হ্যাপি সবাই ভেবে ফেলছে আল্লাহ৷ আমি এখন কনফিউজড কি এন্ড দিবো৷ জানেন? অনেকে পড়া ছেড়ে দিয়ে আমার ইনবক্সে বলছে আপু লাস্ট পার্ট দিলে পুরোটা পড়বো৷ আমি হাসবো না কাঁদবো? “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here