মিঃ নিরামিষ😒😂,Part_38,39

মিঃ নিরামিষ😒😂,Part_38,39
Writer-Afnan Lara
Part_38

তুলি রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়লো
নিবিড় খবরের কাগজটা হাতে নিয়ে চশমাটা পরে তাকালো তারিখের দিকে,,আরে তারিখটা কেমন যেন চেনা মনে হলো,
তুলি রান্না করতেসে নিবিড় এসে পাশে দাঁড়ালো,,
তুলি-কিছু লাগবে?
নিবিড়-আপনাকে লাগবে
তুলি-তা কিসের জন্য
নিবিড়-আজকে কি বলতে পারবা??
তুলি-না,আজকে কি,?আপনার জন্মদিন নাকি
নিবিড়-না তো
তুলি-তাহলে কি
নিবিড়-ভাবো
হঠাৎ জানালা দিয়ে একটা হাওয়ায় ভেসে আসলো,,তুলির মনে পড়লো বিয়ের দিনের কথা, আরে আজকে তো আমাদের বিবাহ বার্ষিকি,আমি একদম ভুলে গেসিলাম
তুলি রান্নার কাজ সেরে বের হতেই মা এসে হাতে একটা শাড়ী ধরিয়ে দিলো
মা-নে এটা পরে আয়,,
তুলি-অনেক সুন্দর ধন্যবাদ মা☺☺
নিবিড় নিজের রুমে গিয়ে দেখলো লাল পাঞ্জাবি একটা খাটে,,সেটা নিয়ে পরে আসলো,
তুলি শাড়ীটা পরে আয়নায় দাঁড়িয়ে দেখতেসে,তুলির শাড়ীটাও লাল
নিবিড় বাথরুম থেকে বের হতেই তুলিকে দেখে হা হয়ে গেলো
কি সুন্দর লাগতেসে তুলিকে,,
তুলি চুলে ক্লিপ দিয়ে পিছনে তাকিয়ে দেখলো নিবিড় মুচকি হেসে তাকিয়ে আছে,,উনাকে তো আজ বেশ লাগতেসে,,
তুলি কাছে এসে চশমাটা পরিয়ে দিলো,,
নিবিড়-মা দিয়েছে?
তুলি-হুম
নিবিড় তুলির হাত ধরে ডাইনিং এ আসলো,,
মা-বাহ, মাশাল্লাহ,কি ভালো লাগতেসে তোদের দুজনকে,,
খাওয়া শেষে,,নিবিড় উঠে গেলো,,
তুলি ও আসলো কিছুক্ষন পর,,ওমা উনি দেখি ঘুমিয়ে পড়ছে👿👿ধুর,একটা নিরামিষ!!
তুলি শাড়ী খুলতে লাগলো
নিবিড়-খুলিও না
তুলি-কেন😒
নিবিড়-এমনি,আমি বললাম তাই,ভালো লাগতেসে অনেক
তুলি-😒আমি কেন শুনবো আপনার কথা??
নিবিড়-আমি বলসি তাই,চকলেট দিব তাহলে
তুলি -তাহলে ওকে ডান,
তুলিও নিবিড়কে ধরে ঘুমিয়ে গেলো,,
বিকালে নিবিড় উঠে একটু বের হল,তুলি ঘুমিয়ে আছে
দোকান থেকে কয়েকটা গোলাপ কিনলো,,বাসায় ফিরতেই দেখলো,বুয়া আর নিরব রুম সাজাচ্ছে,,মায়ের আদেশ,,
কেক ও আনা হয়েছে,বাবা যাদের বিবাহ বার্ষিকি তাদের খবর নাই আর পাড়া পড়শির ঘুম নাই
নিরব-বাহ ভাইয়া দেখি এক কদম আগে চলো,,ফুল?বাহ বাহ
নিবিড় ভেংচি দিয়ে রুমে ঢুকলো,তুলি উঠে বিছানা করতেসে,
নিবিড়- সারপ্রাইজ!!
🌹🌹🌹🌹🌹🌹
তুলি-😒আমি জানি এটা কিসের জন্য,thank you😍😁
নিবিড়-হুম,,জানারই কথা,দিনটা তো অজানা নয়,
মা-কইরে তোরা সোফার রুমে আয়
নিবিড় তুলির দিকে হাত বাড়িয়ে দিলো
May I?
তুলি-সিওর
নিবিড় তুলির হাত ধরে সোফার রুমে নিয়ে গেল
সবাই সারপ্রাইজ দিলো,,সুন্দর করেই সাজানো হয়েছে,,
তুলি নিবিড় একসাথে কেক কাটলো,,দিনটা বেশ ভালো কাটলো দুজনের,,
রাতে তুলি রুমে এসে শাড়ী একটা নিলো চেঞ্জ করার জন্য নিবিড় আবারও আটকালো
নিবিড়-থাক না,গায়ে থাকলে কি হয়
তুলি আড় চোখে তাকিয়ে ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে বসলো,,
নিবিড় চিরুনিটা নিয়ে নিজেই তুলির চুল আঁচড়িয়ে দিলো
তুলি আয়নায় নিবিড়কে দেখতেসে,,দেখতে দেখতে ১টা বছর কখন যে কেটে গেলো বুঝতেই পারিনি,
নিবিড়-আমাদের এখন একটা বাবু নেওয়া দরকার না??
তুলি -হুম আপনার মতো নিরামিষ হবে
নিবিড়-সবটা আমার পাবে এমন তো না,,তোমার মত ও হতে পারে
নিবিড় তুলির চুুলে খোঁপা করে দিলো,,
নিবিড়-আজ বেলি ফুল পেলাম না তাই গোলাপ এনেছি,
নিবিড় গোলাপের তোড়া থেকে ২টা গোলাপ নিয়ে তুলির খোঁপায় বেঁধে দিলো
তুলি উঠে গিয়ে লাইটটা অফ করে দিয়ে বালিশ টেনে শুয়ে পড়লো,,
নিবিড়-এটা কি হলো?
তুলি-কি হলো?
নিবিড়-আজকে আমাদের anniversary
তুলি-তো?
নিবিড়-সারারাত গল্প করবো
তুলি-হ,শুধু চা আর আপনার ভার্সিটির গল্প, শুনতে শুনতে তেতো হয়ে গেসি,,আর না
নিবিড়-যদি রোমান্টিক গল্প করি
তুলি-আপনি?রোমান্টিক?? সূর্য কোনদিকে ডুবসে আজকে?😂
নিবিড়-😒
তুলি হাসতে হাসতে আউ করে উঠলো
নিবিড়-কি হইসে
তুলি-গোলাপের কাঁটা ঢুকে গেসে পিঠে,,
তুলি বালিশ দিয়ে নিবিড়কে এক বাড়ি মেরে দিলো,,কে বলেছিল কাঁটা আলা গোলাপ গুজে দিতে,,অসভ্য একটা,কিছু জানে না
তুলি গোলাপ নিয়ে খুলে রেখে দিতেই ওর চুলের খোঁপা খুলে গেলো
ল্যাম্পশ্যাড এর আলোতে ওকে যেন অপ্সরা লাগতেসে,
তুলি চুল বাঁধার জন্য হাত আনতেই নিবিড় থামিয়ে দিলো
নিবিড়-থাক না,এমনই থাক
তুলি-গরম লাগতেসে😡
নিবিড় কাছে এসে তুলির পিঠের উপর থেকে হাত দিয়ে চুল সরিয়ে ফু দিয়ে দিলো,,
তুলির যেন কাতুকুতু লাগতেসে,নড়েচড়ে বসলো তুলি
নিবিড় মুখটা তুলির কাঁধে রাখলো
তুলি নিবিড়ের দিকে ফিরে বসলো,,
তুলি-হুম তো??
নিবিড়-কি আজকে আমার মুড নষ্ট করো কেন বারবার
তুলি-ইহ রে,বছরে একবার টাচ করতে আসে আবার ঢং
নিবিড়-😒
তুলি-আপনার নামের সাথে নিরামিষ কথাটা একদম মিলে যায়
নিবিড়=নিরামিষ
নিবিড়-আমি নিরামিষ না???
নিবিড় তুলিকে খাটের সাথে চেপে ধরলো,
তুলি-আরে হুম মানতেসি মাঝে মাঝে অনিরামিষ হন,ছাড়ুন
নিবিড়-ছেড়ে দিলে আবার বলবা,ছাড়ব না
তুলি-আম্মুউউ
নিবিড় আরেক হাত দিয়ে তুলির মুখটা চেপে ধরলো,
নিবিড়-চুপ চুপ,কোনো কথা না
নিবিড় তুলির কান কামড়ে ধরলো,
তুলি ব্যাথা পাচ্ছে না তবে কাতুকুতুতে মরে যাচ্ছে
নিবিড় বেছে বেছে তুলির কাতুকুতুরর জায়গায় কামড় বসাচ্ছে,,তুলির যেন এটা শাস্তি
ছটফট করতেছে তুলি,,
নিবিড় ছেড়ে দিলো তুলির কান্না দেখে,,এটা কষ্টের না,কাতুকুতুতে হাসতে হাসতে বেচারি কেঁদে দিসে
তুলি চোখ মুছে নিবিড়ের মাথার চুল ইচ্ছামত টানলো,
বেয়াদব আপনি খুব বেয়াদব
তুলি লাইট জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে দেখলো কানে গলায় কাঁধে কামড়ের দাগ,,এমন দাগ আগামী ৩/৪দিনে যাবে না
তুলি আবার এসে নিবিড়ের গাল বরাবার জোরে সোরে কামড় বসিয়ে দিলো
নিবিড়-এটা কি করলা,কাল ভার্সিটিতে যেতে হবে আমার,,
তুলি-😁😁😁😁আমার ও কাল বুয়া আর মায়ের সামনে যেতে হবে
নিবিড়-👿👿👿👿তোমাকে আমি ভার্সিটি নিয়ে যাব
তুলি-বোরকা পরে যাব😁
নিবিড়-আমি কি করবো তাহলে
তুলি-কামড়ানোর আগে ভাবা উচিত ছিল😒😒😒

চলবে♥
মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_39
পরেরদিন সকালে নিবিড় মাস্ক পরে বের হলো
মা-কিরে,,হঠাৎ??
নিবিড়-জীবানু সংক্রমণ যেন না হয় তাই😁
তুলি গোমটা দিয়ে বের হলো
মা-কিরে তোদের দুটোর আজ কি হয়েছে??
নিবিড়-আমি যাই,আমার লেট হচ্ছে,,
মা-কিরে গরমের মধ্যে এত বড় গোমটা দিছস কেন?
মা কথা বলতে বলতে গোমটা এক টান দিলো,
তুলির গায়ের দাগ গুলো স্পষ্ট হয়ে আছে,তুলি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে
মা মুচকি হেসে চলে গেলেন
তুলি শরমে শেষ,নিজের রুমে চলে আসলো,,
নিবিড় ভার্সিটিতে গেলো,,দুপুর হয়েছে এখন তো মাস্ক খুলতে হবে,কি করমু,,
নিবিড় চুপিচুপি মাস্ক নামিয়ে খেয়ে মাস্ক পরার সময় প্রিন্সিপাল এসে হাজির,,
প্রিন্সিপাল নিবিড়ের এই অবস্থা দেখে কাশি দিলো
নিবিড় তাড়াতাড়ি মাস্ক পরে নিলো
বাসায় এসে তুলি আর নিবিড়ে ঝগড়া লেগে গেলো
তুলি-আজ কত লজ্জায় পড়েছি আপনি জানেন👿
নিবিড়-তুমি তো মায়ের সামনে পড়সো আমি তো সোজা প্রিন্সিপালের সামনে পড়সিলাম👿
দুজনে মারামারি করে হাসতে হাসতে ফ্লোরে বসে গেলো,
নিবিড় তুলির চুলের ভিতর হাত দিয়ে ওরে কাছে এনে কিস করতে গিয়ে আবার ও তুলিকে ছেড়ে গালে হাত দিয়ে উঠে গেলো
তুলি-😁
নিবিড়-আজ আবার টক খেয়েছো?
তুলি-জি😁
নিবিড় -টক খাওয়া দেখাচ্ছি
নিবিড় মুখে চুইংগাম নিয়ে তুলিকে খাটে তুলে নিলো,,
ওকে জোর করে ধরে কিস করলো,💋💋,এবার টক স্বাদ লাগলো না,,
কিস করা শেষে তুলি উঠে কোমড়ে হাত দিয়ে নিবিড়ের দিকে তাকালো
নিবিড়-তোমার জন্য ও এনেছি নাও
তুলি চুইং গাম নিয়ে এক দৌড় দিলো,,
বেশ চলতে লাগলো দুজনের জীবন,,,
♠♠♠♠১টা বছর কেটে গেছে,,♠♠♠

তুলি নিবিড়ের মাঝে আর কোনো বোঝাপড়া নেই,,নেই কোনো দূরত্ব,,,
সংসারি হয়ে গেছে তুলি,,,
এইতো সকালে তার বরকে টিফিন বানিয়ে বাই বললো,,
নিবিড় কার চালাতে চালাতে তুলির ছোঁয়া অনুভব করতে লাগলো,,
তুলি-মা আমি রান্না শেষ করেছি,,আসো তোমার পা টা টিপে দিই,,
মা-সারাদিন কাজ করেছিস এবার একটু রেস্ট নে
তুলি-না মা,বসো তো
তুলি খাটে বসে মায়ের পা টিপতে লাগলো,,
মা হঠাৎ তুলির চোখ মুখের দিলে খেয়াল করলো,,কেমন অসুস্থ অসুস্থ
মা-কিরে তোর শরীর খারাপ নাকি??
তুলি- না তো,,এমনি সকাল থেকে মাথা ঘুরাচ্ছে
মা-তাহলে যা রেস্ট নে যা,হয়েছে অনেক,যা
তুলি এসে গোসল সেরে নিয়ে খাটে মাথাটা একটু এলিয়ে নিলো
নিবিড়ের আসতে আসতে বিকাল হয়ে গেলো
মা-তুলির শরীর খারাপ,দুপুরে ডেকেছিলাম খাওয়ার জন্য,ঘুমায়
নিবিড়-কি হয়েছে,
নিবিড় এসে দেখলো তুলি গভীর ঘুম ঘুমাচ্ছে
নিবিড় তুলির মাথায় হাত বুলিয়ে ডাক দিলো
তুলি চমকে উঠলো,কারন কখন যে এত ঘুম ঘুমালো খেয়ালই ছিল না তুলিরর
নিবিড়-চলো খাব,,খুব খিধা লেগেছে
খাওয়ার সময় তুলি খুব কম খেলো,,শরীর ভালো লাগতেসে না বলে চলে গেলো
নিবিড়ের সন্দেহ হলো,,বাজার থেকে প্রেগনেন্সি কিট এনে তুলিকে দিলো
তুলির মুখে হাসির ফোয়ারা বইলো,কারন ১বছর ধরে তারা চেষ্টা করেছে,,কত ঔষুধ খেয়েছে বাচ্চার জন্য,আজ হঠাৎ করে কোনো সুখবর আসবে তা ভাবনার বাইরে ছিল
নিবিড়-আগে টেস্ট করে সিওর হও
তুলি টেস্ট করে বাথরুম থেকে বের হলো,
নিবিড় এসে তুলির কাঁধ ধরে ঝাকুনি দিলো,কারন তুলি নিচের দিকে চেয়ে আছে
নিবিড়-কি হলো বলো,বলো না,আমার টেনশন হচ্ছে
তুলি মুখ তুলে মুচকি হেসে নিবিড়ের গলা জড়িয়ে ধরলো
জড়িয়ে ধরাটা নিবিড়ের কলিজাটা যেন খুশিতে ভরে গেলো,,
নিবিড় তুলিকে শক্ত করে ধরে উঁচু করে ফেললো
নিবিড়-পজিটিভ??
তুলি-yes
নিবিড়-আই লাভ ইউ সো মাচ তুলি
তুলি-লাভ ইউ টু☺
নিবিড়-মাকে জানিয়ে আসো
তুলি মায়ের কাছে গিয়ে মাকে পিছন থেকে জড়িয়ে ধরলো
মা-কিরে?আমি ভয় পেয়ে গেসিলাম,কি হয়েছে?
তুলি-তুমি দাদি হতে চলেছো😁
মা-আলহামদুলিল্লাহ 😍😍😍
নিবিড় হেলান দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে
তুলির খুশিতে লাফাতে ইচ্ছে করতেসে,কত কষ্ট করেছে এই এক বছরে,,,কত ঔষুধ,কত রোজা,,সফল হয়েছে সে,,
তুলি নিবিড়কে কথায় কথায় বলতো ও বাচ্চার বাবা হবে না সেটা যদি সত্যি হয়ে যায় এ ভেবে তুলি কত কেঁদেছে
ছাদে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে আকাশের দিকে চেয়ে আছে তুলি,
নিবিড়-তো???ছেলে নাকি মেয়ে
তুলি-আল্লাহ যা দিবে তাতেই খুশি আমি😊😊😊
নিবিড়-আমিও☺
তুলি-টিচারের বাবু টিচার হবে
নিবিড় তুলির হাতটা ধরলো
নিবিড়-আমার জীবনকে পূর্নতা দিয়েছো তুমি তুলি
তুলি হেসে তাকিয়ে আছে
নিবিড়-আমার কপালে তুমি ছিলে আমি ভাবতাম এই বুঝি সব আশা আমার জীবন থেকে চলে গেলো,কিন্তু তুমি আমাকে ভুল প্রমান করে দিয়েছো☺
তুলি-একটা জায়গায় যাব,যাবেন?
নিবিড়-কোথায়
তুলি নিবিড়ের হাত ধরে হাঁটা ধরলো,,
কারে উঠে নিবিড় তুলির চোখের দিকে তাকালো
তুলি-তুমু আপুর কাছে
দুজনেই তুমুর কবরের সামনে দাঁড়িয়ে আছে,,
তুলি-আমাদের সন্তান হলে তুমু আপুর নামের সাথে মিল রেখে রাখব যাতে তাকে আমরা মনে রাখতে পারি,সে আবার ফিরে আসবে আমাদের মাঝে
নিবিড় চুপ হয়ে আছে
তুলি মুচকি হেসে একটা রজনীগন্ধা কবরের উপর রেখে চলে আসলো,,
নিবিড়-দেখলে তো মিঃ নিরামিষ বাচ্চার বাবা হতে চলেছে😎😎😎
তুলি-সব আমার কষ্টের ফলে😎😎😎😎
নিবিড়-ক্রেডিট আমার
তুলি-আমার
নিবিড়-😒👿
নিবিড়-দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি
তুলি-চোরাবালির পিছুটানে বুঝি না এ ভাষার মানে🙊🙈
নিবিড়-টিচারগিরি ছেড়ে ভাবছি কবি হবো😜😜
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
😜
তুলি বসে বসে টক খাচ্ছে আর নিবিড় দাঁতে দাঁত কামড়ে তুলির খাওয়া দেখছে,,
বরাবরের মতন তুলি টক খায় অনেক এটা নতুন না,আর এখন আরও বেশি খাচ্ছে,,উফ ভাবলেই দাঁত কামড়ে উঠে আমার,কি মেয়েরা বাবা😖😖😖
তুলি-😒

চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here