মিঃ নিরামিষ😒😂,Part_36,37
Writer-Afnan Lara
Part_36
সারাটা দিন খুব ভালো কাটলো নিবিড় আর তুলির,,বিকালে বাসায় ফিরলো দুজনে,,
নিবিড় fresh হতে চলে গেলো
নিরব-ভাবী
তুলি -হুম বলো
নিরব-এই চকলেট টা খাবা?
তুলি-ওয়াও,সূর্য কোন দিক থেকে উঠসে,তুমি আমাকে চকলেট দিচ্ছো😱
নিরব-খেয়ে দেখো না
তুলি চকলেট টা নিয়ে খেয়ে নিলো
তুলি-ভিতরে তিতা লাগলো,কি খাইয়েছো??
নিরব-আরে এটা নতুন চকলেট,বাজারে নতুন এসেছে,আমি আমার আর তোমার জন্য কিনেছি
তুলি-ওহহ,ঠিক আছে
তুলি রুমে এসে বসলো,
নিবিড়-যাও fresh হয়ে নাও,,
তুলি-হুমম
নিবিড় বই পড়তেসে,,
১০মিনিট এর বেশি হয়ে গেলো তুলি এখনও আসতেসে না,,
নিবিড়-তুলি?তুমি ঠিক আছো?
তুলি দরজা খুললো,চোখ মুখ ফুলে আছে,,
নিবিড়-কি হইসে তোমার
তুলি-শরীরটা ভালো লাগতেসে না,বমি করসি
নিবিড় তুলির কপালে হাত দিয়ে দেখলো,জ্বর নেই,
তুলি ঠিকমত হাঁটতে পারতেসে না,
কোনো রকম এসে খাটে শুতেই ঘুম এসে গেলো তুলির
নিবিড় ভাবলো হয়ত সারাদিনের tiredness,,
রাত ১১টার দিকে নিবিড় আর না পেরে তুলিকে জাগাতে লাগলো, কারন এতক্ষন কিভাবে ঘুমাতে পারে কেউ,,
নিবিড়-তুলি উঠো,,কিছু খাবা,সেই দুপুরে যে খাইসো আর তো কিছু খাও নাই,উঠো
নিবিড় তুলিকে জোর করে উঠালো,তুলির চোখে রাজ্যের ঘুম
নিবিড় তুলির হাত টানলো,,,,
নিবিড়-কি হইসে তোমার বলোতো,
তুলি টেবিলে এসেও ঘুমাচ্ছে,
হঠাৎ নিবিড় জোর করে এক লোকমা ভাত খাইয়ে দেওয়াতে তুলি দৌড়ে গিয়ে বমি করে দিলো,
বমির সাথে রক্ত গেলো,তুলি তা দেখতে পেলো না,কারন তার চোখে শুধু ঘুম
তুলি বাথরুম থেকে বের হয়েই নিবিড়ের গায়ে ঢলে পড়লো
নিবিড়-তুলি তোমার কি হয়েছে
নিবিড় তুলিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেলো
Doctor কে কল দিলো,,
উনি এসে বললো ফুড poisoning হতে পারে বা অন্য কিছু,,pregnancy test ও করাতে বললো
নিবিড়-না সেটা তো হবে না,তাহলে হয়ত ফুড poisoning,
তাও pregnancy কিট এনে নিবিড় পরেরদিন তুলির হাতে দিলো
তুলি-পাগল হইসেন,এটা আনছেন কেন
নিবিড়-সাবধানতার কূল নেই,,পরীক্ষা করতে কি সমস্যা
তুলি পরীক্ষাটা করলো,নেগেটিভ,,
তুলি-দেখেছেন,আমি বলে ছিলাম না
নিরব দুপুর বেলা দেখলো নিবিড় ঘুমিয়ে পড়েছে,আর তুলি টিভি দেখতেছে
নিরব এসে তুলিকে আরেকটা চকলেট দিলো
তুলি-খাব না,ভিতরে তিতা,,কাল খাওয়ার সময় তেমন ভালো লাগেনি আমার
নিরব-এটা মজা হবে দেখো
তুলি চকোলেট টা নিয়ে টিভি দেখতে দেখতে খেয়ে নিলো,স্বাদ কেমন তা টের পেলো না কারন মন ছিল টিভিতে
বিকাল থেকে তুলির অবস্থা আবার খারাপ হয়ে গেলো এবার আরও বেশি খারাপ হলো,,তুলি বিছানা থেকেই নামতে পারতেসে না
নিবিড় ঘুম থেকে উঠে দেখলো তুলি চাদর টেনে শুয়ে আছে,
নিবিড় তুলির কপালে চুমু দিয়ে ওর গলায় নাকটা ডুবালো,,
কেমন ঠাণ্ডা হয়ে আছে তুলির শরীর,,আগে সুড়সুড়ি লাগলে তুলি কাঁচুমাচু করতো আর আজ নড়তেসেও না
নিবিড়-তুলি??এই তুলি
তুলির জ্ঞান নেই,অচেতন হয়ে পড়ে আছে,নিবিড় তাড়াহুড়ো করে মাকে ডাকলো আর doctor কে ডেকে আনলো,
নিরব দূরে থেকে তাকিয়ে আছে আর খাতায় কি যেন লিখতেসে
Doctor বললো হসপিটালে গিয়ে পরীক্ষা করতে,,কারন এটা বিষক্রিয়াও হতে পারে
নিরব দূরে দাঁড়িয়ে সব শুনতেসে,
ওর চকলেটের কারণেই যে এতসব হচ্ছে তা আর বলার দরকার নেই,,
আর এই চকলেটে যে ক্যামিক্যাল দেওয়া আছে সেটা মানুষের স্মৃতি শক্তি হ্রাস করে দেয়,
তাই তুলি মনে করেও বলতে পারবে না যে সে কি খেয়েছিল,,
নিবিড় তুলিকে নিয়ে হসপিটালে আসলো,ওখানে test করিয়ে এমন একটা কথা জানতে পারলো যেটা শুনার জন্য নিবিড় প্রস্তুত ছিল না,
doctor রিপোর্ট পড়ে বললেন তুলি এমন খাবার খেয়েছে যেটা পৃথিবীতে নতুন আবিষ্কৃত মাদক যা এখনও বিক্রির জন্য প্রকাশিত হয়নি,কিন্তু শীঘ্রই হয়ে যাবে(কাল্পনিক) ,,এটার এখন experiment চলতেসে সেসসব মানুষের উপর যাদের পরিবারে এই টিমের সদস্য আছে,যারা এ কাজে যুক্ত তাদের ধরার জন্য সবাই চেষ্টা চালাচ্ছে,,(কাল্পনিক)
নিবিড়-তুলিকে এটা কে খাইয়েছে??আর বাসার খাবারে তো এটা হওয়ার কথা না,,তাহলে?সেদিন যে আমরা বাইরে খেলাম সেই খাবারে গণ্ডগোল হয়েছিল??
আমরা তো বড় নামকরা হোটেলে খেয়েছিলাম
নিবিড় তুলিকে নিয়ে বাসায় ফিরলো,,তুলিকে মানা করলো আজেবাজে কিছু যেন না খায়,
তুলি দূর্বল হয়ে পড়েছে,,
শুয়ে আছে,মা বাবা ভাইয়া সবাই ফোন দিয়ে খোঁজখবর নিলো,,
নিবিড় এসে তুলির হাত জোড়া ধরে বসলো,ওর মাথা মুছে দিলো তারপর জড়িয়ে বুকে ধরে রাখলো,,
তুলি নিবিড়ের বুকে চুপটি করে শুয়ে আছে,,শরীরটা মনে হয় আর চলতেসে না,,এখনই ভেঙ্গে পড়বে,হঠাৎ কেন যে এমন হলো,,
তুলির চোখে মুখে অবসাদ ফুটে উঠেছে,নিবিড় ওর ঠোঁট দিয়ে তুলির সব অবসাদ দূর করে দিলো,,💋🙈
♣♣
নিরব-হ্যাঁ দোস্ত,, কাজ হচ্ছে,এই ক্যামিকেলে ভিকটিম প্রথমে বমি করে,,পরের ডোজে জ্ঞান হারায়,,আর যেটার জন্য খায়,মেইন পার্ট ঘুম,ঘুম তো সারাদিন ধরে,,তার মানে সাকসেসফুল,এবার তাহলে অফিসার আমাকেই first prize দিবে😎,আচ্ছা ওকে,
নিবিড়-নিরব
নিরব ভয়ে পিছনে তাকালো
নিবিড়-আজেবাজে কিছু খাইস না,দেখছিস তো তুলির কি অবস্থা হয়েছে,,
নিরব-ঠিক আছে ভাইয়া,,
নিবিড় রুমে এসে দেখলো তুলি সারা রুমে কি যেন খুঁজতেসে
নিবিড়-কি খুঁজতেসো?
তুলি-আমার না কি যেন খেতে মন চাচ্ছে যেটা আমি কালও খেয়েছিলাম,
নিবিড়-কি খেয়েছিলে?
তুলি-মনে করতে পারতেসি না একদম😰😰😰
নিবিড়-সুপ খাবা?
তুলি-আচ্ছা
নিবিড় সুপ বানিয়ে আনলো,,তুলি মুখে দিয়ে মুখ বাঁকালো,না এটা না ওটা একটু মিষ্টি টাইপের ছিল,,
নিবিড়-মিষ্টি?
তুলি-কি জানি,কিছু মাথায় আসতেসে না আমার😞😞😖
নিবিড়-আচ্ছা থাক,,শুয়ে থাকো,মা মিষ্টি বানাতে পারে আমি মাকে বলতেসি মিষ্টি বানাতে
নিবিড় রুম থেকে যেতেই নিরব চুপিচুপি আসলো
তুলি-আরে নিরব আসো,আজকে নিশ্চয় ঐ খাবারটা এনেছো?
নিরব-কোন খাবার?
তুলি-ও হ্যাঁ তাই তো,কিসের খাবার,ভুলে গেসি
নিরব -নাও চকলেট এটা খাবা
তুলি-হুম খাব,,
তুলি সেটা খেয়ে নিলো,
নিরব প্যাকেট টা নিয়ে চলে গেলো,
নিবিড় মায়ের কাছে বসে আছে,মা মিষ্টি বানাচ্ছে
মিষ্টি বানানোর পর মিষ্টি নিয়ে নিবিড় রুমে আসলো,তুলি বাথরুম থেকে বের হলো,,ঠিকমত হাঁটতে পারতেসে না,,
নিবিড় বাটিটা রেখে তুলিকে বসালো,
নিবিড়-বমি করেছো?
তুলি-হুম,,
চলবে♥
মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_37
নিবিড়-কি যে করবো,,
নিবিড় মিষ্টিটা তুলির দিকে এগিয়ে দিলো,
তুলি মুখে নিয়েই বললো এটা না,নিরব যে আনছিল সেটা
নিবিড়-কি আনছিল?
তুলি-ভুলে গেসি
নিবিড়-তুমি কি মাত্র নিরবের দেওয়া কিছু খেয়েছিলা?
তুলি-হুম তো,
নিবিড়-কি খেয়েছিলা মনে করো
তুলি-মনে আসতেসে না
নিবিড় উঠে নিরবের রুমে গেলো,নিরব বাথরুমে
নিরবের টেবিলে চকলেট এর খোসা
নিবিড় সেটা নিয়ে ভালো করে দেখলো,,
তারপর রেখে চলে গেলো,,
রুমে এসে তুলিকে বললো নিরবকে ডেকে বলতে আরেকটা চকলেট খাব
তুলি নিরবকে ডাকলো,নিবিড় আলমারির পাশে দাঁড়িয়ে আছে
নিরব-চকলেট আবার খাবা?
তুলি-হুম
নিরব চকলেট পকেট থেকে নিয়ে দিলো,,
তুলি-ওকে যাও
নিরব-খাও,আমি খোসা ফেলে দিব,,
তুলি-আমি ফেলে দিব
নিরব-না,আমি ফেলবো,
তুলি-জানালা দিয়া ফেলে দিব,ওকে?
নিরব-ওকে ঠিক আছে
নিরবের কাজ ছিল তাই না থেকে চলে গেলো,
তুলি খোসা খুলে খেতে যাবে নিবিড় চকলেটটা নিয়ে নিলো
নিবিড়-টিভি দেখো আমি আসতেসি
নিবিড় ড্রাইভ করে হসপিটালে এসে ডাক্তারকে চকলেটটা দিলো পরীক্ষার করার জন্য
উনি বললো কাল জানাবে
নিবিড় বাসায় ফিরলো,,
নিরব বাসার সামনে কি যেন খুঁজতেসে
নিবিড়-কি খুঁজস?
নিরব-কিছু না তো
নিবিড়-ওহহ,যা পড়তে যা,তোর না সামনে পরীক্ষা
পরেরদিন সকাল সকাল ডাক্তারের ফোন আসলো,
উনি বললেন এই চকলেটে সেই ক্যামিকেল দেওয়া ছিল,,
নিবিড় ফোন রেখে নিরবের রুমে গিয়ে নিরবকে বিছানা থেকে টেনে তুললো,কয়েকটা থাপ্পড় মেরে দিলো
পরে মা এসে আটকালো
মা-কি হইসে নিবিড়
নিবিড়-তুমি জানো,ও একটা মাদক সাপ্লাইয়ের গ্রুপের সাথে যুক্ত
মা নিরবের দিকে চেয়ে আছে
নিবিড় সব খুলে বললো,মা মাথায় হাত দিয়ে খাটে বসলো,,
নিরব-মাফ করে দাও ভাইয়া,আসলে আমার টাকার দরকার ছিল,,আমার স্বপ্ন একটা নিজের কার কিনার,,ওদের হয়ে কাজ করলে আমাকে ১৫লাখ টাকা দিতো,
নিবিড় মারার জন্য হাত উঠিয়ে আবার নামিয়ে নিলো,,তারপর চলে গেলো
মা কাঁদতে কাঁদতে চলে গেলো
তুলি-কি হয়েছে??
নিবিড়-কিছু না,,এখন কেমন লাগতেসে?
তুলি-ভালো😊😊
নিবিড়-কয়েকদিনের জন্য মায়ের বাসায় যাবা?
তুলি-কেন😰কি করেছি আমি,,
নিবির-কিছু করো নি,ওখানে থাকলে সুস্থ হয়ে যাবে
তুলি-আপনাকে ছেড়ে
নিবিড়-২দিন পর গিয়ে দেখে আসব?
তুলি মন খারাপ করে ওকে বললো,
নিবিড় নিজে তুলির ব্যাগ গুছিয়ে দিলো,,
নিবিড়-মা তুলিকে কয়েকদিনের জন্য ওর বাসায় দিয়ে আসি
মা-ঠিক আছে,
মা তুলির মাথায় হাত বুলিয়ে দিলো,,
কারে তুলি নিবিড়কে দেখতেসে,নিবিড় সামনে তাকিয়ে গাড়ী চালাচ্ছে
কিছুক্ষন পর♣
নিবিড়-এভাবে তাকালে আমার গাড়ী চালাতে সমস্যা হয়
তুলি চোখ নামিয়ে নিলো,
বাসায় এসে নিবিড় তুলির কপালে চুমু দিয়ে চলে গেলো,তুলি বারান্দা দিয়ে চেয়ে আছে নিবিড় চলে যাচ্ছে
নিবিড় ভার্সিটিতে আসলো,,কিছু ভালো লাগতেসে না,,
মা-নিবিড় তাড়াতাড়ি বাসায় আয় তোর বাবা নিরবকে মারতেসে
নিবিড় তাড়াতাড়ি চলে আসলো,এএসে বাবাকে থামালো,
বাবা- ওরে এই শিক্ষা দিসিলাম?
নিবিড়-বাদ দাও,,ওরে ঠিক করবো আমি,,আমার উপর ছেড়ে দাও,,
বাবা চলে গেলো,,
নিবিড়-তোর কার চাই???কেন?
নিরব-আমার ক্লাসমেট দের আছে,আমার নেই কেন
নিবিড় নিজের কারের চাবি নিরবের হাতে দিলো,
নিবিড়-এখন থেকে এটা তোর,,
নিরব-কিন্তু তুমি
নিবিড়-বাবার কার দিয়ে আমি চলবো
নিরব কেঁদে দিলো
নিরব-ভাইয়া তুমি আমাকে খুব ভালোবাসো,,আর আমি টাকার লোভে কি করতে যাচ্ছিলাম,,😭মাফ করে দাও,,আমি বাবার আর তোমার কার দিয়ে চলবো,,আমার নিজের কার লাগবে না😭😭😭
নিবিড় নিরবকে জড়িয়ে ধরলো,,
রুমে এসে কেমন একটা লাগলো,,তুলি নেই,রুমটা কেমন যেন হয়ে আছে
নিবিড় দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লো,,,এখন গেলে কেমন দেখায়,তাই সেই জায়গায় গেলো যেখানে তুলিকে নিয়ে নিবিড় গিয়েছিল,
চুপচাপ বসে আছে সেখানে,,
দূর থেকে একটা মেয়ে হেঁটে আসতেসে,,হলুদ শাড়ী পরা,,,কাছে আসতেই মুখটা স্পষ্ট হলো,,এটা তো তুলি,হয়ত স্বপ্ন দেখতেসি
তুলি এসে পাশে বসলো নিবিড়ের,,
নিবিড়-আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেসে তাই না
তুলি-হুম
নিবিড়-দেখো না তোমাকে স্বপ্নেও দেখতেসি
তুলি-😒কি
নিবিড় লেকের দিলে চেয়ে রইলো
তুলি হাত দিয়ে এক ঝাঁকুনি দিলো নিবিড়কে
নিবিড়-তুলি?
তুলি-জী😒
নিবিড়-সত্যি সত্যি?
তুলি-জী😒
নিবিড়-এটা কি করে সম্ভব?
তুলি-ভালো লাগতেসিলো না তাই এখানে আসছি,আর দেখলাম আপনি আগে থেকেই এসে বসে আছেন
নিবিড় মুচকি হেসে তুলির হাত চেপে ধরে বসলো,,
বিকালটা কাটিয়ে সন্ধ্যা হতেই নিবিড় তুলিকে ওদের বাসায় নামিয়ে চলে গেলো,বুকটা কেমন খালি খালি লাগতেসে,,
তুলি মন খারাপ করে রুমে আসলো,,
পরেরদিন সকালবেলা
নিবিড় সকাল ৭টার দিকে চোখ মেলে দেখলো তুলি রুমের জানালা থেকে পর্দা সরাচ্ছে,,
চুল ভিজা,, মনে হয় গোসল করেছে ২সেকেন্ড হলো,,তুলির একটা অভ্যাস গোসল করে চুল একটু মুছেই ছেড়ে দেয়
তুলি কাজ করতেসে আর চুল নড়তেসে বারবার,পানিও ছিঁটে ছিঁটে পড়তেসে,,
ব্লাউজ ভিজে গেসে পুরা,,মাঝে মাঝে হাত দিয়ে নিজের পিঠ মুছতেসে তুলি,,আবার কাজ করতেসে,,
গাছে পানি দিতেসে,,
নিবিড় উঠে হাঁটার জন্য পা বারাতেই তুলির চুলির পানি নিচে ফ্লোরে পড়ে ছিল,,সেটাতে স্লিপ খেয়ে গিয়ে তুলি গায়ে পড়লো,তুলি গিয়ে গ্রিলের সাথে লেগে গেলো,,
তুলি নিবিড়কে দেখে অবাক হলো,,কারন নিবিড় কখন উঠলো টের পায়নি তুলি,,
নিবিড়-তো ম্যাডাম, এত সকালে?আমার বাসায়?
তুলি-মা ডেকে আনলো,নয়তো বিনা দাওয়াতে আসতাম না আপনার বাড়ি😒
নিবিড়-ওহ,তাই বলো,তো ঠিক মত চুল মুছতে পারো না,,পানি ফেলে কি করসো দেখসো?
তুলি জিহ্বায় কামড় দিয়ে চলে যেতে নিলো,
নিবিড় শক্ত করে চেপে ধরলো গ্রিলের সাথে
সামনের ফ্লাটের একটা বাবু চেয়ারে উঠে দেখতেসিলো ওদের
নিবিড় তুলিকে চেপে ধরায়
ও চিৎকার করে বললো”মা মা দেখো নিবিড় স্যার ম্যামরে বারান্দা দিয়ে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়ে🐸
নিবিড় কথাটা শুনে হকচকিয়ে তাকালো বাবুটার দিকে
বাবুটা যখন দেখলো নিবিড় ওর দিকে চোখ বড়বড় করে তাকিয়ে আছে
সে চেয়ার থেকে নেমে এক দৌড় দিলো
তুলি হাসতে হাসতে চলে গেলো,,
মা-তুলি এদিকে আয় তো,নিবিড় কি উঠেছে,উঠলে বল তোর সাথে আসতে
নিবিড়-তুমি যাও,আমি fresh হয়ে আসতেসি
তুলি মায়ের কাছে গেলো,,
মা ঘরের মেইন চাবি তুলির আঁচলে বেঁধে দিলো
মা-আমার ঘরের বড় বউয়ের জন্য উপহার
তুলি-☺
নিবিড়-বলো মা কি বলবা
মা-আজ ভার্সিটিতে যাবি না
নিবিড়-কেন?😒
মা-আমি বলসি তাই,,
নিবিড়-😒কারন তো বলবা???
চলবে♥