মিঃ নিরামিষ😒😂,Part_26,27,28
Writer-Afnan Lara
Part_26
নিবিড় চুপ হয়ে আছে
তুমু-যা হয়েছে! হয়েছে,তুমি আর তুলিকে কষ্ট দিবে না,,
আমার মুখে হাসি দেখতে হলে আগে তুলির মুখে হাসি ফুটাও,
নিবিড় চুপচাপ উঠে বাথরুমে ঝর্না ছেড়ে দিয়ে নিচে বসলো,,
কিছুক্ষন পর গা মুছে তুলির পাশে গিয়ে শুয়ে পড়লো নিবিড়,,নির্ঘাত জ্বর আসতেসে,হাত পা অবশ হয়ে আসতেছে,,
ভোর ৪:০৫বাজে
প্রতিদিনের মত তুলির ঘুম ভেঙে গেলো,কিন্তু মনে হচ্ছে ওর গা পুড়ে যাচ্ছে,, একটা হাত ওর পেটের উপর,সবকিছু মাথায় আসতেই তুলি হকচকিয়ে উঠে বসলো,,
নিবিড়ের হাত,নিবিড়??
তুলি পিছনে তাকিয়ে দেখলো নিবিড় গভীর ঘুমে আচ্ছন্ন,,
কিন্তু এ সময়ে তো নিবিড় ঘুমায় না,,তাহলে?
তুলি আরও একবার তাকালো নিবিড়ের মুখের দিকে,,নিষ্পাপ একটা চেহারা নিবিড়ের,,যে কেউ ভালোবেসে ফেলবে,,
তুলি হাত বাড়িয়ে ওর কপালে রাখলো,,হুম অনেক জ্বর,,আগে জানতাম আমি রাগ হলে ঝর্নায় ভিজে জ্বর করি, এখন দেখি মিঃ নিরামিষের ও এমন স্বভাব,
তুলি উঠে গিয়ে ব্যাগ থেকে রুমাল নিয়ে ভিজিয়ে নিবিড়ের কপালে দিলো,,ইস এখন কি করবো,আগে তো কারো জ্বরের treatment করিনি আমি,
তুলি ড্রয়ার থেকে ঔষুধ বের করে আনলো,কিন্তু কিছু তো খাওয়াতে হবে
তুলি ফোন হাতে নিলো,,খাবার অর্ডার দিল,,
নিবিড়ের পাশে বসে তুলি তাকিয়ে ভাবতেসে,কি করা উচিত,যতই হোক স্বামী তো,,কি হলো?আপনার তুমু এসে আপনার সেবা করতেসে?নাকি তুলি করতেসে??আজব একটা লোক,
খাবার আসলো,তুলি খাবার রেখে নিবিড়কে ধাক্কা দিলো,
নিবিড় উঠতেসে না
শেষে তুলি একটা চিমটি দিলো নিবিড়কে
নিবিড়-আহহ,কি হইসে
তুলি-যাক হুস আসলো তাহলে
নিবিড়-কি?
তুলি-খাবার খেয়ে নেন,then ঔষুধ
নিবিড়-কেন?
তুলি-কেন জানেন না,আপনার অসুখ,জ্বর,তাড়াতাড়ি করে খেয়ে নিন,আশা করি টিচারকে কোনো কিছু খাওয়াতে জোর করতে হয় না??
নিবিড় plate নিয়ে এক চামচ খেয়ে রেখে দিতেই তুলি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে plate নিয়ে নিলো
তুলি-এক চামচ খেয়ে ঔষুধ খেলে হিতের বিপরীত হবে,আরেক ভেজাল
তুলি জোর করে আরেও কয়েক চামচ খাওয়ালো,ঔষুধটাও খাইয়ে দিলো,,কিছুক্ষন পর এক কাপ চা আসলো,
নিবিড় মুখে দিয়ে তুলির দিকে তাকালো,চায়ে এলাচি দেওয়া
তুলি-আমি বলসি দিতে
নিবিড়-গুড
তুলি-হুম,
তুলি কাঁথা টেনে শুয়ে পড়লো আবার,,
নিবিড়-আজ আমরা চলে যাব
তুলি কিছু বললো না
সকাল হতেই তুলি ব্যাগ গুছাতে ব্যস্ত হয়ে পড়লো,,নিবিড় উঠে বসে আছে
তুলি-আপনার ব্যাগ ও গুছিয়ে দিসি,চলেন এবার
নিবিড় শার্ট পরে নিয়ে আসলো,,
নিবিড় খেয়াল করলো তুলির মনে আগের সেই আনন্দটা নেই,অবশ্য থাকার ও কথা না,,
বিমানে তুলি একটা কথাও বলেনি,, ওরা দেশে ফিরেছে আজ ২দিন হলো,তুলি কোনো কথা বলেনি নিবিড়ের সাথে
মা নিবিড়কে ডেকে বললো তুলির কি হয়েছে
নিবিড় বললো এমনিতেই,কিছু না
তুলি বিকালে নাস্তা করে রুমে এসে দেখলো খাটে একটা শাড়ী রাখা,লাল শাড়ী,তুলি সেটা হাতে নিয়ে দেখলো,চয়েস ভালো
নিবিড়-কি পছন্দ হয়েছে?
তুলি-তো?এটা দিয়ে কি বুঝাতে চান,কি করবো?
নিবিড়-পরবা
তুলি -এরপর এটা আমি পরবো,আপনার চোখে আর মনে তুমু ভাসবে,হয়ত আমাকে তুমু ভেবে আদর করবেন
কথাটা নিবিড়ের গায়ে সইলো না,এত বড় কথা বললো তুলি,
নিবিড় এবার খুব জোরেই মারলো তুলিকে,,
তুলি নিচে বসে আছে,,এতদিন ব্যাথা পেলেও টু শব্দ করতো না,আর আজ তার চোখের থেকে বয়ে যাওয়া পানি বলতেসে সে কতটা ব্যাথা পেয়েছে
নিবিড় নিজের হাতের দিকে চেয়ে চলে গেলো,
তুলি সারা সন্ধ্যা কেঁদে ঘুমিয়ে গেসে ফ্লোরে,,
নিবিড় বাসায় ফেরেনি,মা সকাল সকাল তুলিকে ডাকলো,বললো নিবিড় বাসায় ফেরেনি,,
তুলি উনার উত্তর দিলো না,সোজা ওর বাবার বাড়ি চলে গেলো,বাবাকে সব বললো,তুলি তার বাবার সামনে কখনও তার চোখের পানি দেখায়নি,আজ দেখালো,,
বাবা নিজেই নিজেকে দোষারোপ করতেসে,কারন বিয়েটা উনি জোর করেই দিয়েছেন,হয়ত এমন জানলে দিতেন না,,
বাবা ডিভোর্সের ব্যবস্থা করে দিলেন,,
নিবিড় বাসায় ফিরেছে,,মায়ের থেকে শুনেছে তুলি চলে গেছে
বাবা কাগজ তুলির হাতে দিলেন
বাবা-মা,তুই চাইলে এখনও ফিরতে পারিস,না চাইলে সাইন করে দে,আমি আর কোনো কিছুতেই জোর করব না
তুলি সাইন করে দিলো,,কাগজটা তুলির ভাইয়া নিবিড়দের বাসায় পাঠিয়ে দিলো
নিবিড় কাগজটা দেখে ছুড়ে ফেলে দিলো,,
২মাস হয়ে গেছে,,
তুলির রেসাল্ট দিয়েছে,,গোল্ডেন এ+
তুলির মুখে হাসি নেই,,হঠাৎ কলিং বেল বাজলো,,
নিবিড়ের মা বাবা নিরব আর নিবিড় এসেছে,মা বাবা ব্যস্ত হয়ে গেসে উনাদের নিয়ে,,কথা বলে বুঝা গেলো ডিভোর্সে সাইন করেনি নিবিড়,,
নিবিড়ের চোখ তুলিকে খুঁজতেসে বারবার
বাবা-আমার মেয়ের গায়ে হাত না তুললেও পারতা
নিবিড় নিচু হয়ে তাকিয়ে আছে ফ্লোরের দিকে,,
মা-তুলি ওর রুমে,যাও গিয়ে কথা বলো,,
নিবিড় তুলির বাবার দিকে তাকালো,,বাবা সম্মতি দিলেন
নিবিড় উঠে গেলো
তুলি বারান্দার এক কোণে নিচে বসে আকাশের দিকে চেয়ে আছে
নিবিড়-আসবো?
অনেকদিন পর নিবিড়ের গলারর আওয়াজে তুলি কিছুটা অপ্রস্তুত হয়ে তাকালো
নিবিড়-আসবো?
তুলি এখনও তাকিয়ে আছে,,নিবিড় কি সত্যি এসেছে??
নিবিড় এসে নিচে ফ্লোরে বসলো,,
নিবিড়-কেমন আছো??
তুলি উত্তর দিলো না
নিবিড় তুলির হাতটা টেনে ধরলো,
আচমকা তুলির চোখ গেলো নিবিড়ের ডান হাতের তালুতে,,যে হাত দিয়ে নিবিড় তুলিকে চড় দিয়েছিলো,পোড়া দাগ,,এটা তো আগে ছিল না,নিশ্চয় হাত পুড়িয়েছে?উনিতো এমন কাজ করে না,তাহলে
নিবিড়-মাফ চাইব না আমি,,কারন জানি তুমি মাফ করবে না,ভেবে দেখো তুমি কি বলেছিলে আমাকে,আমার জায়গায় তুমি হলে কি করতে,২মাসে আমি আসতে পারতাম তোমাকে নেওয়ার জন্য,তোমাকে সময় দিতে চেয়েছিলাম,কিন্তু না তুমি এখনও ভুললে না,,আমি ডিভোর্স লেটারে সাইন করিনি,, আজ আমার সাথে আমার বাড়ি যাবে??তোমাকে শুধু একবার একটা জিনিস দেখাতে চাই,,তখন তুমি চাইলে চলে এসো,,
তুলি কিছু বললো না
নিবিড় চলে গেলো,,
পরেরদিন তুলি সকাল ১০টায় নিবিড়দের বাসায় গেলো,,নিবিড় নেই,ভার্সিটিতে গেসে,
তুলি রুমটা দেখলো হেঁটে হেঁটে, কি দেখাবে বলেছেন উনি?
বারান্দার দিকে চোখ গেলো তুলির
চলবে♥
মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_27
তুলি বারান্দায় এসে দেখলো কিছু একটা পুড়ে যাওয়ারর ছাই
তুলি-এটা কি পুড়িয়েছে আবার
তুলি রুমটা এলোমেলো করলো,,ওর কাজই এটা,জীবনে ঘর কেমনে গুছায় তা সে জানে না,,তবে আজ কেন জানি এই রুমটা ভালো লাগতেসে অনেক,
অনেকদিন পর আসা এখানে,ভালো লাগারই কথা,,
তুলি মায়ের জোরাজুরিতে থেকে গেলো,,
খাটে হেলান দিয়ে বসতেই ঘুম এসে গেলো তুলির
বিকালে নিবিড় বাসায় ফিরলো,বাসায় ঢুকতেই তুলির গায়ের পারফিউমের গন্ধ পেলো নিবিড়,,মুখে হাসি ফুটলো তার,
ছুটে গেলো নিজের রুমে,,যেমনটা ভেবেছিল,,তুলি এক কোণে বসে ঘুমিয়ে আছে
নিবিড় ব্যাগ রেখে তোয়ালে নিয়ে fresh হতে চলে গেলো,,সকাল থেকে মেঘ ডাকতেসিলো,আর বিকাল হতেই বাতাস শুরু,,বৃষ্টি নামবে এখনই,,
বাতাসে জানালা দিয়ে বারান্দা ক্রস করে পাতা লতা ভিতরে চলে আসতেসে
তুলি জেগে গিয়ে খাট থেকে নেমে জানালা বন্ধ করতে লাগলো
নিবিড় শাওয়ার করে মাথা মুছতে মুছতে বের হলো,
তুলির হাত থেমে গেলো,,চমকে পিছনে তাকালো,নিবিড় তাকিয়ে আছে তার দিকে,অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে মনের মধ্যে,,
বিয়ের ৭মাস চলতেসে অথচ এখনও এমন অনুভূতি হয়নি তুলির,,কে জানে তুমুকে আজও ভুলতে পেরেছে কিনা,কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সে আমাকে আপন করার জন্য তার সবটা দিয়ে তুমুকে ভুলার চেষ্টা করেছে, এবং পেরেছে,নাহলে আজ এমন করে তাকাত না,,তার ঐ চোখ আমার কাছে কেমন যেন লাগতেসে,,
নিবিড়-কি এমন দেখছে আমার দিকে চেয়ে,,
নিবিড় তোয়ালে রেখে তুলির দিকে এগিয়ে গেলো
তুলি-আজ কি আমাকে স্পর্শ করবে নাকি আবার মাঝপথে ছেড়ে দিবে
নিবিড় এসে তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেলো
নিবিড়-এগুলা কিসের ছাই জানো?
তুলি-না
নিবিড়-আমার সেই ডায়েরিটার,,পুড়িয়ে ফেলেছি,,আর কোনে স্মৃতি রাখিনি আমি,কখনও সেই নাম নিবে না তুমি,আর আমি তো নিবই না,,তোমাকে বিয়ে করেছি,জোর করেই করেছি,,কিন্তু তোমার সব অধিকার থেকে তো আমি তোমায় বঞ্চিত করতে পারি না,আর দেখো এর জন্য তোমাকে কত ব্যাথা সয্য করতে হয়েছে,তোমায় আমি আঘাত করেছি,,এই হাতে সেদিন আমি আগুন দিয়েছিলান নিজের হাতে,,কারন তোমার চোখের পানি আমাকে বিষিয়ে তুলছিল,,
নিবিড় নিচে বসে গেলো,তুলির হাতটা না ধরে শাড়ীর আঁচল ধরলো নিবিড়
নিবিড়-মাফ করবা না জানি,তাও মাফ চাচ্ছি,,ক্ষমা করে দিও পারলে,এই অপরাধী হাত আর কখনও তোমাকে আঘাত দিবে না,
নিবিড় আঁচলে মাথা ঠুকলো
তুলি রোবট হয়ে দাঁড়িয়ে আছে
ছোট থেকে এই এক সমস্যা,সিরিয়াস moment এ খুব হাসি পায়,তাই এখনও তা হলো,তুলি হোহো করে হেসে দিলো,
নিবিড় মাথা উঠিয়ে তুলির দিকে তাকিয়ে বললো,
নিবিড়-কি?
তুলি-কিছু না সরি
তুলি সরে গেলো,,
হঠাৎ পানির ছিঁটা এসে ওর পিঠে পড়লো
তুলি-একদম এরকম শয়তানি করবেন না
এটা বলে পিছনে তাকালো তুলি,,
নিবিড় বোকার মত চেয়ে আছে,
নিবিড়-আমি এ কাজ করিনি
তুলি বাইরে তাকিয়ে দেখলে বৃষ্টি শুরু হয়ে গেসে খুব করে,সেটারই পানি এসে তুলির পিঠে পড়েছে,
তুলি-ওহ আমি তো ভুলেই গেসিলাম আপনি একটা নিরামিষ,,
তুলি গিয়ে বিছানার উপর থেকে পাতা সরাতে লাগলো
নিবিড় মুচকি হেসে ওর ভিজা চুল ঝাড়লো,তুলির পিঠে আবার পানি পড়লো
তুলি-বাব্বাহ বৃষ্টি এত বেড়ে গেসে যে রুমের ভিতরেও পানি ঢুকলো
তুলি পিঠ মুছতে মুছতে মায়ের কাছে চলে গেলো,সে জানলো না তার নিরামিষ বর সত্যি সত্যি এই কাজ করেছে
নিরব আইসক্রিম খেতে খেতে ডাইনিং এর সামনে দিয়ে চলে গেলে,,নিচে ক্রিম পড়লো
নিবিড়-মা মা,খাবার দাও,খুব খিধা লেগেছে
তুলি এগিয়ে আসলো খাবার সার্ভ করার জন্য,,
নিবিড় ক্রিমে পা রেখে পিছলিয়ে গিয়ে তুলির গায়ে পড়লো,,
তুলি দেওয়ালে ঠেকে গেলো,,আর একটুর জন্য দুই জোড়া ঠোঁট এক হয়ে যায়নি,,অবশ্য যেভাবে পড়েছিল কিসই হয়ে যেত যদি না তুলি মুখ সরিয়ে ফেলতো,,নিবিড়ের ঠোঁট তাই তুলির গলা স্পর্শ করেছে তুলি মুখ সরিয়ে নেওয়ায়
তুলি-আল্লাহ গো,উফ,ভোটকা
তুলি হাত দিয়ে নিবিড়কে সরিয়ে দিলো
নিবিড়-সরি,পা পিছলিয়ে গেসিলো
তুলি হাত ডলতে ডলতে ব্রু কুঁচকে চলে গেলো,,
নিবিড় খেতে বসলো,,তুলি দাঁড়িয়ে আছে,,
মা-তুলি তোরে যে কত মিস করসি আমরা,, তা যদি দেখতি,
তুলি-তাও তো তোমার ছেলে আমাকে নিতে যায়নি😒
মা-আমি ওরে কত বলসি,,👿
বাবা মাকে ডাকতেই মা উঠে গেলো
তুলি-ও তার মানে মা বলসে তাও আমাকে নিতে আসেননি,খাওয়াচ্ছি
তুলি মরিচের কৌটা থেকে সব মরিচ নিবিড়ের প্লেটে ঢেলে হাত দিয়ে মেখে ওর মুখ ধরে এক লোকমা খাইয়ে দিলো
মা আসতেই তুলি এক দৌড়ে পালালো,নিবিড় পানি পানি করতেসে
মা-একি রে তুই এত ঝাল খেতে গেলি কেন
নিবিড় পানি খেলো তাও গেলো না,,চিনি নিয়ে মুখে দিয়ে রুমে গেলো,,তুলি বারান্দায়য় চোখ বুঝে বৃষ্টি অনুভব করতেসে,,,
নিবিড় আস্তে করে গিয়ে ওর পিছনে গিয়ে দাঁড়ালো,মুখের ঝাল খুব আছে এখনও,যা চিনিতেও কমেনি,,
নিবিড় তুলির হাতটা নিয়ে হাতের চওড়া জায়গায় চুষে নিলো,
তুলি আচমকা কিছু বুঝে উঠতে পারে নি,নিবিড়ের এমন কাজ দেখে সাইকো husband মনে হচ্ছিল নিবিড়কে,পরে মনে হলো না সে তো নিরামিষ বর,,তাইতো ঠোঁট রেখে হাতে কিস করতেসে,বলদ একটা,আস্ত বলদ😒👿👿👿👿👿!!!!আমার কপালে ঝুটতে গেসে,তোর জীবনে বাচ্চা হবে না দেখিস
নিবিড়-মনে মনে গালি দেওয়া অফ করো,চাইলে কিস করতে পারতাম কিন্তু না তুমি ঝাল সয্য করতে পারো তাই এই শাস্তি এভাবে দিব না,,অন্য ভাবে দিয়ে দিলাম,,
নিবিড় ইশারা করে চলে গেলো দাঁত কেলিয়ে
তুলি-ইশারা করে কি বুঝালো?
তুলি সাথে সাথে নিজের হাতের দিকে তাকালো,,টুকটুকে লাল হয়ে গেসে,এবং এমন জ্বলতেসে যে মনে হয় চামড়া উঠে যাবে,মুখে হলেও চলতো,ঝাল খাওয়া হেভিট আছে তুলির,কিন্তু ঝাল শরীরে লাগানোর হেভিট তো নেই
তুলি চিৎকার করতে করতে বাথরুমে দৌড় দিলো
চলবে♥
মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_28
পানি এক মগে হাত চুবিয়ে খাটে বসে আছে তুলি,,
আস্তববেয়াদব একটা,আগে জানতাম নিরামিষ এখন দেখি শয়তান ও,,
ওকে ফাইন,আমার সাথে শয়তানি করলে আমি যে ছেড়ে দিব তা তো না,,
তুলি নিরবকে দিয়ে একটা জোঁক আনালো,,নকল,,নিরব বলসে নিবিড় জোঁক খুব ভয় পায়,,,
নিবিড় খাটের যে পাশে ঘুমায় তুলি সেখানে জোঁকটা রেখে কাঁথা দিয়ে ঢেকে দিলো,,
নিবিড় হাত ধুয়ে এসে খাটে শুয়ে পড়লো,পিঠে কি যেন লাগলো ওর,গরমের কারনে জামা খুলে শুয়েছে তাই অনুভব হলো কেমন কেমন
নিবিড় হাতে নিয়ে এক চিৎকার করে তুলির পাশের দিকে চলে গেলো,,
তুলি বসে বসে মজা দেখতেসে
নকল জোঁকটার নিচে ফোম জাতীয় একটা আবরন ছিল,তাই ওটা হাতে নিতেই সত্যিকারের মনে হলো,নিবিড় ছোঁ মেরে ফেলে তুলির গায়ের দিকে চেপে বসতে গেলো,,
নিবিড়ের বডি চওড়া আর শক্ত পোক্ত আর ভারী,,তুলি সামাল দিতে না পেরে নিচে ঠুস করে পড়ে গেলো,সাথে নিবিড়ও
নিবিড় জোঁকের কথা ভুলে গিয়ে তুলির দিকে চেয়ে আছে,,তুলি চোখ বন্ধ করে আছে,মনে হয় দম বন্ধ হয়ে যাবে
নিবিড় মুগ্ধ হয়ে তুলিকে দেখতেছে
তুলি-সরুন,আপনি খুব ভারী একটা লোক,সরুন
নিবিড় যেন তুলির কোনো কথায় শুনতে পাচ্ছে না,,
নিরব পাশের রুমে জোরে গান চালিয়ে শুনতেসে,
আশিকি ২ এর গান
নিবিড় সেটা শুনতেসে আর তুলিকে দেখতেসে,,২মাস এই চোখ নিবিড় দেখেনি,,মনে হচ্ছে এই চোখের গভীরতা আরও বেড়ে গেসে,,
তুলি-কি বলতেসি শুনেন না,সরুন👿
তুলি নিবিড়ের বুকে হাত দিয়ে সরানোর চেষ্টা করতেসে,,
তুলি-ভূতে টুতে ধরসে নাকি আপনাকে,আজব!!!😡
নিরব গান অফ করতেই নিবিড়ের হুস আসলো,
তুলির উপর থেকে উঠে গেলো সাথে সাথে,,
নিবিড় এখনও ঘোরের মধ্যে আছে,,
তুলি তাড়াতাড়ি করে জোঁক লুকিয়ে ফেললো,,
তুলি-মোডা হাতি
নিবিড়-একদম না,আমি ফিট
তুলি-তা যে এই ভার নিসে সে জানে(আর একদিন পড়িস লাতি দিয়া তোরে ফালামু)
নিবিড়-কিছু বললা?
তুলি -কিছু না
তুলি চলে গেলো রুম থেকে,,
সেখান থেকে তুলি ছাদে আসলো,অনেকদিন পর ছাদে আসা,,ফুল গাছ??এত গুলা,,বাহ আমার বাতাস লাগসে মিঃ নিরামিষ এর উপর😂
তুলি একটা গোলাপ নিলো,,আহ কি সুন্দর ঘ্রান,,চুল খুলে দিলো তুলি,
ছাদে এলেই তুলি চুল খুলে দেয়,বাতাসে চুল উড়লে ওর বেশ লাগে,,
গোলাপটা কানে গুজে ছাদের এক কোণে গিয়ে বসলো তুলি,,মেঘ ডাকতেসে
তুলি-আল্লাহ প্লিস বৃষ্টি দাও খুব জোরে,,যাতে সারা রাত ও না শেষ হয়,,দাওও আল্লাহ,
তুলি চোখ বন্ধ করে ১০মিনিট বসে রইলো,বৃষ্টি আসতেসে না😒😒😒👿👿👿
তুলি উঠে চলে যেতে নিতেই ফোঁটায় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে গেলো,,,সন্ধা হয়ে গেছে,,
তুলি আবার গিয়ে সেই কোণে বসে বৃষ্টি অনুভব করতেসে,আম্মুর জন্য এমন অনুভব নিতে পারিনি কোনদিন,,আজ পারতেসি,,কি ভালো লাগতেসে,,
নিবিড় নিজের শার্ট নিতে আসলো ছাদ থেকে,দেখলো তুলি আকাশের দিকে চেয়ে আছে
নিবিড় দৌড়ে এসে তুলির হাত ধরে হ্যাচকা টান দিয়ে উঠিয়ে ফেললো
নিবিড়-ভিজতেসো কেন,জ্বর হবে তোমার,চলো বাসায়
তুলি নিবিড়ের দিকে তাকিয়ে মুচকি হেসে ওর হাতটা ধরে ওকেও বসিয়ে দিলো
তুলি-জীবনটা আর কতই বড়,,সব খুশি অনুভব করে নিন,,
নিবিড় চশমা খুলে রেখে দিলো,,তুলিকে হালকা ঝাপসা দেখতেসে,,
চশমাটা মুছে আবার চোখে দিলো,,তুলির কানের গোলাপটা থেকে পানি এসে তুলির ঘাঁড়ে পড়তেসে,,
ঘাড়টা স্পষ্ট দেখাচ্ছে,,সাদা ধবধবে,,নিবিড় হা করে তাকিয়েই আছে,,হঠাৎ গোলাপ থেকে একটা পাপড়ি এসে ঘাঁড়ে পড়লো,নিবিড় আরও গভীরভাবে তাকিয়ে আছে
তুলির সেদিকে খেয়াল নেই,সে গাছগাছালির দিকে চেয়ে আছে,যেগুলা বাতাসে নড়তেসে শুধু,,
নিবিড় হাত দিয়ে পাপড়িটা নিয়ে নিলো
তুলি-কি?
নিবিড়-কিছু না,
তুলি-(আহা, আজকে আমাকে ভেজা দেখে উনার মাথা নষ্ট হয়ে যাবে😁😁)
নিবিড় নিজের হাতের শার্টটা তুলির গায়ে দিয়ে চলে গেলো
যেতে যেতে বললো বাসায় চলে আসতে,জ্বর হবে
তুলি ভ্যাভ্যা করে কেঁদে দিলো,,😭😭
ও খোদা তুমি এইডা কি জুটাইলা আমার কপালে,,
তুলি রাগে গজগজ করতে করতে শার্ট নিয়ে নেমে এলো,নিবিড় শার্ট খুলে change করতেসিলো
তুলি তাকায়নি,,না তাকিয়ে আয়নায় দাঁড়িয়ে চুল থেকে গোলাপ খুলতেসে,কাঁটা চুলের সাথে আটকে গেসে,নিবিড় এসে সেটা খুলে দিলো,তুলি ইয়া বড় হা করে তাকিয়ে আছে,কি বডি রে, 😱😱😫
নিবিড় হেসে চলে গেলো,,
তুলি-😒😒😒
তুলি ফোনন নিয়ে ইউটিউবে সার্চ দিলো,,”How to জোর করে নিজের নিরামিষ জামাইর লগে”
বাহ অনেক ভিডিও আসলো,
সবাই আমাকে ফিরিয়ে দিলেও এই youtube আমাকে ফিরিয়ে দেয় না,,
ভিডিও একটা দেখলো husband এর খুব কাছে গিয়ে তার চুল ধরে দেখতে, কেমন একটা ভাব নিতে যে আমি কিস করতে চাই,তুমি করো এখন💋💋
তুলি অনেকক্ষন বসে প্রস্তুত হয়ে নিলো,
নিবিড় খাটে হেলান দিয়ে বই পড়তেসে
তুলি আস্তে করে নিবিড়ের দিকে এগিয়ে গেলো,নিবিড়ের হাতের বইয়ের নিচে দিয়ে মাথা ঢুকিয়ে ওর কাছে চলে গেলো
নিবিড়-কি???তুলি নিবিড়ের উপর বসে ওর মাথার চুল ধরে হাত বুলিয়ে দিলো আর নিজের ঠোঁট নাড়াচাড়া করতে লাগলো,
নিবিড় কিছুক্ষন তাজ্জব হয়ে তাকিয়ে রইলো,মানে কি এটার,এমন করে কেন মেয়েটা😂
তুলি-কি?বুঝেন না
নিবিড়-তোমারর কি কিছু লাগবে??
তুলি নিবিড়কে এক ধাক্কা দিয়ে উঠে চলে গেলো,
ধ্যাত!!!!
নিবিড় মিটিমিটি হাসতেসে,,সবুর করো তুলি,,সবুরের ফল মিঠা হয়
তুলি-কবে?বিয়ের এক বছর পূর্ণ হলে???পৃথিবীতে এমন কাহিনী আমি আর কোথাও দেখিনি বিশ্বাস করেন,,
নিবিড়-তাই তো special
তুলি-(লাথি দিয়ে তোর এসব ছুটাই দিমু)
তুলি চোখ রাঙিয়ে বালিশ নিয়ে চলে গেলো
চলবে♥