মিঃ নিরামিষ😒😂,Part_23,24,25

মিঃ নিরামিষ😒😂,Part_23,24,25
Writer-Afnan Lara
Part_23

তুলি-আচ্ছা ঠিক আছে😒
নিবিড় আর তুলি সব রেডি করে নিলো,ভোর হওয়ার অপেক্ষা,মা তো বারবার বলতেসে যেন সাবধানে থাকে,
ভোর হতেই দুজনে বেরিয়ে পড়লে,,
বিমানে উঠে তুলি আকাশ দেখতে ব্যস্ত,হঠাৎ নিবিড়ের কথা মনে পড়ায় পাশে তাকালো তুলি,
একি!!!!!
নিবিড় চোখ মুখ খিঁচে বসে আছে
তুলি-একি এমন করতেসেন কেন,,
নিবিড়-আমার ভয় করতেসে
তুলি-কেন?আগে উঠেন নাই?
নিবিড়-অনেক উঠসি,কিন্তু ভয় লাগে সবসময়
তুলি -হাহাহাহা😛😛😛মিঃ নিরামিষ 😂😃
নিবিড়-😒
অনেক জার্নি করে নিবিড় আর তুলি সিংগাপুর এসে পৌঁছালো,,নিবিড় ইংলিশে বকবক করে কথা বলতেসে সবার সাথে,তুলি হা করে তাকিয়ে আছে
নিবিড়-চলুন হোটেল এর ফর্ম পূরন করে ফেলেছি
হোটেলের রুমে এসে তো তুলির চোখ কপালে,এত ভালো standard hotel আগে দেখিনি
নিবিড়-কার বাবা বুক করসে দেখতে হবে না,,😎
তুলি ব্যাগ নিয়ে খুললো,,একি এটা কি করলাম আমি😱😱😱😰😫
নিবিড়-কি করলে?কি হইসে?জামা কাপড় আনো নাই?😱
তুলি-নাইটি আনি নাই😭
নিবিড়-😒তো কিছে,নাইটি ছাড়া থাকা যায় না,,?
তুলি-আমার ঘুম আসে না
নিবিড়-ঘুমিও না তাহলে,আমি যাই ঘুমাবো
তুলি -মাকে ফোন দিয়ে বলে দিব আপনার ছেলে আমাকে নাইটি কিনে দেয়নি
নিবিড়-কি বললা তুমি?এত রাতে আমি নাইটি কিনতে যাব?আমি জীবনে এসব কিনি নাই
তুলি-আমি সহ যাব,চলেন
নিবিড়-ফাইন,change তো করতে দিবা নাকি??
তুলি -ঠিক আছে
change করে এসে নিবিড় তুলিকে নিয়ে পাশের একটা শপিং মলে গেলো
তুলি নাইটি খুঁজতে গিয়ে মুখে হাত দিয়ে তাকিয়ে রইলো,সব ছোট ছোট,এগুলা আবার পরে কেন,কে পরে?,না পরাই তো ভালো
নিবিড়-কই পছন্দ করলা?
নিবিড় এসে সব ছোট ছোট নাইটি দেখে হা করে চেয়ে রইলো,
তুলি লজ্জায় শেষ
তুলি-যান এখান থেকে
নিবিড়-তুমি এগুলা পড়বা নাকি?😁😁
তুলি-তাই ভাবতেসি,বড়গুলা কই পাব?😭
নিবিড়-এক কাজ করো ছোট একটা কিনে নাও,হোটেলে পরে নিয়ে নিচে একটা ওড়না বেঁধে নিও ব্যাস হয়ে গেলো
তুলি-আইডিয়া ভালো
নিবিড়-এত ভেজাল করবা তুমি?😒
তুলি-নাইটি তো পরবোই নাহলে ঘুম হবে না
নিবিড় তুলিকে ছোট নাইটি একটা কিনে দিলো
তুলি নাইটিটা পরে নিয়ে নিচে ওড়না বেঁধে বের হলো,নিবিড় তখন পানি খাচ্ছিলো,তুলিকে এমন অবস্থায়য় দেখে পানি সব ফেলে দিলো মুখ থেকে
তুলি-হুহ জানি আমি আমাকে নায়িকা নায়িকা লাগতেসে
নিবিড়-actually তোমাকে নায়িকার যে সহচারিণী থাকে তারমত লাগতেসে😂😂
তুলি দৌড়ে এসে নিবিড়ের চুল টানতে লাগলো,আরেক হাত দিয়ে কোমড়ের ওড়না ধরে আছে
নিবিড় হোহো করে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়লো
তুলি-😒 যদি পড়ে যায়?? তাই ধরে রাখসি☺😎
নিবিড়-গুড গুড
তুলি আয়নারর সামনে দাঁড়িয়ে একটা ছবি তুললো
তুলি-এটা instagram এ post দিব,,আহা কি জোস লাগতেসে
নিবিড়-খবরদার না
তুলি -আমার স্বাধীনতায় বাধা দিবেন না
নিবিড়-তুমি আমার বিয়ে করা বউ,একজন শিক্ষকের বউ তুমি,তুমি এসব status দিলে আমার student রা কি বলবে আর ছেলেরা কত বাজে মন্তব্য করবে সেটা তোমার ভালো লাগবে?
তুলি-জ্ঞান দিতে হবে না আমাকে,আমার আইডি private করা,আর কমেন্ট লিমিট আছে
নিবিড়-যাই হোক, দিতে হবে না,নিবিড় টান দিয়ে তুলির হাত থেকে ফোনটা নিয়ে নিলো,
তুলি-আমার ফোন দিন বলতেসি
তুলি এগোচ্ছে আর নিবিড় পিছিয়ে যাচ্ছে
তুলি নিবিড়কে দেওয়ালের সাথে লাগিয়ে ফেললো
তুলি-সিনেমায় নায়ক রা এমন করে,আর আমি নায়িকা হয়ে নায়কের সাথে এমন করতেসি,হাউ আউলাঝাউলা😂
নিবিড়-আউলাঝাউলা কি আবার?
তুলি-মানে এলোমেলো😁😎
নিবিড়-হাউ difficult
তুলি-হইসে,আমার ফোন দেন,নইলে ধরে চুমু দিয়া দিমু
নিবিড় তুলিকে ফোন দিয়ে সরে পড়লো
তুলি-এই জন্যই বলি মিঃ নিরামিষ,আস্ত গাধা!unromantic😈😈
নিবিড়-যাই বলো না কেন,আমার কি,,আমি এসবে নেই
তুলি-আপনার জীবনে বাচ্চা হবে না, এমন করলে জীবনেও হবে না
নিবিড়-আমার কেন হবে, হবে তো তোমার
তুলি-হ্যাঁ এমন করলে কেমনে হয় আমিও দেখমু
নিবিড়-দেখিয়েন,এখন রেডি হও নিচের ফ্লোরে খেতে যাব
তুলি-ওকে,এটা change করে আসি,একটু trial দিলাম
তুলি গিয়ে সেলোয়ার কামিজ পরে আসলো,,
খেতে বসে মেনু দেখে তুলি তাকিয়ে আছে,এসব কি লিখসে,ভাত ডাল তরকারি কই,চাইনিজ ও তো নাই,নয়তো ওগুলা খাইতাম,তাহলে কি না খেয়ে থাকতে হবে??
নিবিড়-আরে না,সব আছে,just নামটা change
তুলি-তো বুঝবো কি করে
নিবিড়-দাও আমি অর্ডার করতেসি
নিবিড় খাবার অর্ডার করলো,তুলি খাওয়ার সময় টিপে টিপে চামচ দিয়ে গুতা দিয়ে দেখতেসে আসলে সে কি খাচ্ছে বিদেশীরা তো সব উল্টা পাল্টা জিনিস খায়,ওদের বিশ্বাস নাই
নিবিড় খেয়েই যাচ্ছে,এদিকে তুলির গলা দিয়ে খাবার নামতেসে না,কারন বুঝাই যাচ্ছে না,এটাতে কি কি মিক্স করা আছে
নিবিড়-চিকেন আছে,খাও
তুলি-আর কি আছে?
নিবিড়-সাথে মশলা,বাড়তি কিছু নেই,আমি দেখে শুনে অর্ডার করসি
তুলি- বিসমিল্লাহ, আল্লাহ রক্ষা করিও,এসব আবলতাবল খাচ্ছি,,
নিবিড় খাওয়া শেষে বিল পে করতে গেলো
তুলি অনেক কষ্টে ২/৩চামচ খেয়ে উঠে গেলো,
রাত ১০টা বাজে,
তুলি খিধায় শুধু এপাশ ওপাশ করতেসে,
নিবিড় বই পড়তেসে,
বেল বাজলো,নিবিড় উঠে গিয়ে আনতে গেলো
তুলি-এত গুলা চিপস জুস চকলেট,আমার?
নিবিড়-তো কি করবো,কিছুই তো খাওনি তুমি, এসব খেয়ে পেট ফুল করো
তুলি খেতে বসে গেলো
মা ফোন দিয়ে সব খবর নিলো ওদের দুজনের,,মা হাসতে হাসতে শেষ তুলির কান্ডের কথা শুনে,,
মা-যাই হোক,সামলিয়ে রাখিস
তুলি নিবিড়ের থেকে ফোনটা নিয়ে নিলো
তুলি-মা আমি তোমার ছেলেরে সামলাচ্ছি,বিমানে যে ভয় পাইসিলো আল্লাহ কি বলবো!
মা-তারপর
তুলি ফোন নিয়ে বারান্দায়য় চলে গেলো
তুলি-তারপর কাঁদতে কাঁদতে শেষ,বলে আমি মার কাছে যাব😂😂
মা-সেকি রে,সত্যি নিবিড় এমন করসে?
তুলি-হ্যাঁ গো,কি বলবো তোমায়
মা-দাঁড়া সবাইরে বলতেসি😁😂😂
তুলি ফোন রেখে পিছনে তাকাতেই নিবিড়কে দেখে ভয়ে চুপসে গেলো
নিবিড়-আমি কাঁদসি?
তুলি-না
নিবিড়-মা মা করসি?
তুলি-না
নিবিড়-মিথ্যাবাদী মেয়ে কোথাকার,থাবড়াই দাঁত ফালাই দিব
তুলি-আম্মুউউউউউ😭

চলবে♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_24
নিবিড় তুলির হাত থেকে টান দিয়ে ফোনটা নিয়ে চলে গেলো
তুলি-😒😈😈
নিবিড়ের ফোনে কিছুক্ষন পরে কল আসলো,,নিবিড়ের ছোট ভাই নিরব
নিবিড়-হ্যাঁ নিরব বল
নিরব-ভাইয়া এটা আমি কি শুনসি?
নিবিড়-কি শুনছস?
নিরব-তুমি নাকি বিমানে উঠে মা মা করসো,কান্নাকাটি করসো?😉
নিবিড় তুলির দিকে তাকালো,তুলি দাঁত বের করে তাকিয়ে আছে
নিবিড়-এটা মিথ্যা বলসে তুলি
নিরব-হ্যাঁ বুঝি বুঝি
নিবিড়-বকবক না করে যা পড়তে বস,তোর না পরীক্ষা??
নিরব-হুহ সারাদিন পড়সি এখন একটু rest নিচ্ছি😒
নিবিড়-অনেক rest হইসে,এবার ঘুমা যা
নিবিড় ফোন রেখে তুলিকে এক দৌড়ানি দিলো
তুলি রুমের দরজা খুলে দৌড়াতে গিয়ে করিডোরে দুম করে পড়ে গেলো
নিবিড়-আমার থেকে তোমাকে কে বাঁচাবে??
তুলি-এই না না
একটা ওয়েটার এসে বললো
Any problem mam??
তুলি-হ্যাঁ
নিবিড়-no,
ওয়েটার টা চলে গেলো
নিবিড় তুলিকে খপ করে ধরে রুমে নিয়ে গেলো,ঠাস করে বিছানায় ফেললো
তুলি -আজ কি আমারে তুমুর জায়গা দিবেন?🙈🙉
নিবিড় দাঁড়িয়ে গেলো,
নিবিড়-বারবার তুমুর জায়গা জায়গা তুমুর জায়গা বলো কেন??আমি কি ওর সাথে রুম ডেট করসিলাম
তুলি-তো কি এখন আমার সাথে রুম ডেট করবেন নাকি
নিবিড়-না,
তুলি -😒
নিবিড়-ইচ্ছা আছে নাকি?
তুলি পিছিয়ে গিয়ে বসলো,না ইচ্ছা নাই,বই পড়েন
নিবিড় গিয়ে বই নিয়ে বসলো,
তুলি নিবিড়ের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বসে রইলো
আল্লাহ তুমি আমার জীবনে এই নিরামিষকে রাখলা?কি দোষ করসিলাম আমি বলো?
আপনাদের একটা টিপস দিই,কখনও টিচারদের বিয়ে করবেন না,সারাদিন বই নিয়ে থাকবে আর জ্ঞান দিবে,,মানে fully unromantic, কোনো রোমান্স আশা করবেন না
নিবিড়-কি বিড়বিড় করতেসো
তুলি-মানুষকে টিপস দিচ্ছি
নিবিড়-যাতে টিচার বিয়ে না করে?
তুলি চোখ বড়বড় করে উঠে গেলো,নিবিড় হাসতেসে আর বই পড়তেসে
তুলি-আস্তে বললাম তাও শুনলো,না শুনে নাই গেস করসে😒
তুলি -একটু ঘুমাব
তুলি গিয়ে শুয়ে পড়লো,,সকালে নিবিড় উঠলো,আজ একটা জিনিস নতুন ঘটেছে
তুলি নিবিড়ের হাত ধরে ঘুমাচ্ছে,নিবিড় ঝটকা দিয়ে সরিয়ে নিলো,কেন হাত সরিয়ে দিলাম
তুলি গভীর ঘুমে ছিল তাই জেগে যায়নি
নিবিড় চা অর্ডার দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে,,
পিছনে তাকিয়ে তুলির মুখের দিকে তাকালো,একটা নিষ্পাপ মেয়ে তুলি, আর আমি ওকে বিয়ে করে সব কিছু থেকে বঞ্চিত করেছি,,কেন আজও তুমুকে ভুলতে পারি না😞😞
তুলি নিবিড়কে পেছন থেকে জড়িয়ে ধরলো
নিবিড় তো যেন আকাশ থেকে পড়েছে
নিবিড়-তুলি?ভূতে ধরসে নাকি?
তুলি-না,চা খাব
নিবিড়-এর জন্য জড়িয়ে ধরসো?
তুলি-হ্যাঁ,নয়তো আপনাকে জড়িয়ে ধরার আমার এত শখ নাই
নিবিড়কে ছেড়ে তুলি চলে গেলো
ওয়েটার এক কাপ চা নিয়ে আসলো,নিবিড় বললো আরেকটা এনে দিতে,,
ওয়েটার বললো সেটা আসতে দেরি হবে কারন নিচে একটা ফাংশান হচ্ছে সব গেস্ট চা অর্ডার করেছে
তুলি-আমি ও তো গেস্ট😡
নিবিড়-হইসে আমার কাপটা বড় তোমাকে অর্ধেক দিব
তুলি-😒
নিবিড়-আগে আমি মুখ লাগাতাম নাকি তুমি?
তুলি-কারোরই এটো করতে হবে না
তুলি গিয়ে কাপ একটা এনে অর্ধেক ঢেলে নিলো
যাওয়ার সময় বললো কিস রে ভয় পায় উনি নাকি আবার আমার মুখের চা খাবে
নিবিড়-এত খোঁটা কেমনে দেয় মানুষ,তুমি একবার আমার ভার্সিটিতে ভর্তি হও দেখিও কি করি
তুলি-আপনাকে আমি ভয় পাই নাকি,,
নিবিড়-রেডি হয়ে নাও আমরা বের হবো এখন
তুলি রেডি হয়ে নিলো
নিবিড়-এই আমার নীল শার্টটা দেখেছো
তুলি -আমার ব্যাগে
নিবিড়-তোমার ব্যাগে কেন?
তুলি-আপনি যখন ঘুমিয়েছিলেন আমি ওটা পড়ে trial দিসিলাম নাইটির সাথে
নিবিড়-কেন?!!!!!!
তুলি-দেখলাম কেমন লাগে
নিবিড়-তুমি একটা পাগল
নিবিড় আর তুলি বের হলো ঘুরার জন্য,,
মারিনা বে স্যান্ডসে যাব চলো,,
তুলি -পিকে দেখসিলাম,অনেক সুন্দর ওটা😍😍😍😍
নিবিড় সেখানে গেলো,তুলি মজা করতেসে অনেক,ছবি তুলেই যাচ্ছে,আহা কি ভালো লাগতেসে কি কমু
সারাদিন অনেক ঘুরাঘুরি করে রাতে দুজনে হোটেলে ব্যাক করলো,,অনেক tired লাগতেসে
তুলি ভাবসিলো আজ মায়ের দেওয়া শাড়ীটা পড়বে,একটা চমক দিবে,আর এই নিরামিষ তো ঘুমিয়ে পড়েসে ধুর,কেমন লাগে😡
পরেরদিন সকালে তুলি নিবিড়ের আগে উঠলো,,ইংলিশে এত পটু না তুলি,তাও চা আর বিস্কুট অর্ডার দিলো
নিবিড়ের মাথায় হাত দিয়ে বুলাতে লাগলো,ইস কি কিউট,,মন চায় না থাক বলবো না,,চশমা ছাড়াও কিউট চশমা সহ ও কিউট,,জোস একটা জামাই পাইসি আমি😎অবশ্য আমিও তো জোস😎
বেল বাজতেই তুলি গিয়ে চা আনলো,বেলের আওয়াজে নিবিড় জেগে গেলো,একি আজ নিজে অর্ডার করলে বাহ,,কেমনে কেমনে
তুলি-হুহ,
নিবিড়-ওরে বাবা,বিস্কুট ও😂
তুলি-😒👿
নিবিড়-ভালো ভালো,আই লাইক ইট
এটা বলতে বলতে নিবিড় সোফায় বসলো
তুলি-তাহলে আসেন চুমু দিই
তুলি এগিয়ে যেতেই নিবিড়ও পিছিয়ে গেলো,আর দুম করে পড়ে গেলো
তুলি-আপনি আসলেই একটা নিরামিষ
এটা বলে তুলি চা নিয়ে খেতে লাগলো

চলবে♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_25
নিবিড়-হ্যালো রিসাদ,হুম বলো
নিবিড় ফোনে কথা বলতে বলতে চলে গেলো
তুলি শাড়ীটা খুঁজে পরে নিলো,,
একটা নীল শাড়ী,,
তুলি চুল ছেড়ে দিলো,নিজের চুলের দিকে তাকিয়ে হঠাৎ তুলির মনটা খারাপ হয়ে গেলো,,তুমুর চুল আরও বড়,আর আমার গুলা,😞😞
তুলি একটা টিপ লাগিয়ে নিলো,,টেবিলে একটা ছোট বোতল পেলো,,কি এটা??আতরের মত ঘ্রান,, মনে হয় আমাদের আগে যারা এ রুমে ছিল তাদের এটা,,
তুলি সেটা নিয়ে চুলে লাগালো,
নিবিড় কথা বলে এসে দেখলো তুলি আয়নায় নিজের সাথে কথা বলতেসে
নিবিড়ের নাকে সেই ঘ্রান আসলো,,
নিবিড় আস্তে আস্তে গিয়ে তুলির পিছনে গিয়ে দাঁড়ালো,
তুলি আয়নায় তাকালো
তুলি -কি মিঃ নিরামিষ??? স্যার!কিছু কি ফিল হচ্ছে
নিবিড় মাথা নাড়িয়ে না বললো
তুলি-ওহ তাই বুঝি
তুলি নিবিড়ের দিকে ফিরে তাকালো,
নিবিড়ের গায়ে থাকা জামাটা চিমটি দিয়ে ধরে ওকে টেনে আনলো কাছে,,
নিবিড় ঢোক গিললো
তুলি-তুমু কখনও এমন করে কাছে টানছে?
নিবিড় তুমুর কথা শুনে চলে যেতে নিলো তুলি হাতটা ধরে ফেললো,
তুলি-আজ পালিয়ে যাবেন না
নিবিড়-নামটা না উচ্চারণ করলেও পারতে
নিবিড় বারান্দায় চলে গেলো
তুলি রাগ করে শাড়ীটা change করে রুম থেকে বেরিয়ে গেলো
নিবিড় দরজার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখলো তুলি চলে গেসে,
নিবিড় ২মিনিট পর নিজেও বের হলো
তুলি নিচে কফি শপে বসে আছে,
নিবিড়-অর্ডার দিসো?
তুলি কোনো কথা বলতেসে না
কিছুক্ষণ পর একটা ওয়েটার মদের বোতল নিয়ে তুলির সামনে রেখে চলে গেলো
নিবিড়-এসব কি?
তুলি-সজ্ঞানে আপনাকে কাছে টানার শক্তি আমার নেই,,তাই জ্ঞান ছেড়ে কাছে টানবো,
তুলি আর এক মিনিটও দেরি না করে ফটাফট এক গ্লাস খেয়ে নিলো
নিবিড় তুলির হাত থেকে বোতল নিয়ে ওয়েটারকে ডাক দিলো নিয়ে যাওয়ার জন্য
তুলি নিবিড়ের থেকে টেনে দূরে সরে গিয়ে কয়েক ঢোক খেয়ে নিলো সোজা বোতল থেকে
তুলি বোতলটা নিবিড়ের দিকে এগিয়ে দিয়ে বললো নাও এবার তুমি এটা রাখতে পারো
নিবিড় রেগে তুলির হাত ধরে রুমে নিয়ে গেলো
তুলি চুপচাপ খাটে বসে আছে,নিবিড় তুলির দিকে চেয়ে আছে,,
নিবিড়-এসব বাচ্চামি অফ করো,ভুলে যাবা না আমি তোমার সিনিয়র,
তুলি উঠে দাঁড়ালো
তুলি-কি ভাবস নিজেরে হুম??তুই আমাকে ভালোবাসা দিবি না আর আমি দিনের পর দিন সেগুলা মেনে নিব?এত বলদ আমি??আমি গ্রামের মেয়ে??
নিবিড়-বসো,বেশি কথা বলবা না
তুলি-কিরে বল,এখন কথা ঘুরাস কেন,হয় তুই তুমুরে কবর থেকে তুইলা আনবি নয়তো আমাকে আমার প্রাপ্য অধিকার দিবি নিজ থেকে,মন দিয়ে
নিবিড়-অনেক হয়েছ,বসো তুমি,
তুলি নিবিড়কে এক ধাক্কা দিলো
তুলি-তোর কথা সবসময় আমি কেন শুনবো,শুনবো না আমি,আজ তোকে আমাকে আপন করে নিতেই হবে, নয়তো আমি জোর করতে বাধ্য হবো
নিবিড়-তাই?তুমু আমার সঙ্গে পারবা??
তুলি-কেন পারবো না
তুলি নিবিড়কে জড়িয়ে ধরলো শক্ত করে
তুলি-আমি তোমাকে ভালোবাসি ২৬বছরের নিব্বি থুক্কু নিব্বা
নিবিড় চুপ হয়ে আছে
তুলি নিবিড়ের বুকে নাক ঘষতে থাকলো
নিবিড় তুলিকে কোলে তুলে নিয়ে বিছানায় নামিয়ে blanketটা টেনে দিলো
তুলি চোখ বন্ধ করে আবলতাবল বকতেসে
পুরা দিন গিয়ে বিকাল হয়ে গেলো,তুলির ঘুম ভাঙ্গলো তখন
উঠে ওর মনে হলো নিবিড় ওকে টাচ করেছে,নিজের গায়ে চেক করে দেখলো নাহ ঠিক আছে,উঁকি মেরে দেখলো নিবিড় বারান্দায়য় বসে ফোন দেখতেসে
তুলি ইচ্ছা করে আওয়াজ করলো
নিবিড়-উঠে পড়েছেন??
তুলি-আমি বাসায় যাব
নিবিড়-এখনও অনেক কিছু ঘুরে দেখার বাকি আছে,
তুলি-দরকার নাই,এসব দেখে আমার লাভ নাই কোনো,
কোনো কিছুতেই আপনার মন গলে না,দেখবেন আপনার জীবনে বাচ্চা হবে না
তুলি ওড়না নিয়ে বেরিয়ে পড়লো
নিবিড় ও বের হলো,
তুলি আগে আগে নিবিড় পেছন পেছন
তুলি-আমাকে ফলো করা অফ করেন,কোন পাপ করসিলাম আল্লাহ আমাকে এর লগে বিয়া দিসে😞,, আমার কপালে এমন একটা নিরামিষ জুটাইসে,,
নিবিড়-হ্যাঁ তোমাকে আমি এখন একা ছাড়লে তোমার ক্ষতি হলে মাকে কি জবাব দিবব
তুকি -ওওওওও মায়ের ভয়ে আমার পেছন নিসেন আপনি??বের হয়ে যান এখান থেকে,কোনো কথা বলবেন না, আমি তো শুধু আপনার কাছে একটা দায়িত্ব কেবল,,
তুলি গিয়ে দূরে একটা পার্কের চেয়ারে বসলো,নিবিড় পাশের একটা চেয়ারে বসলো,
নিবিড়-দেখো তুলি,আমার কথা শুনো
তুলি উঠে চলে গেলো,
হঠাৎ বৃষ্টি শুরু হলো,এটা আবার কিসের বৃষ্টি,,
তুলি ভিজতেসে হেঁটে হেঁটে
নিবিড় তুলির হাতটা ধরে টেনে নিয়ে গেলো
নিবিড়-জ্বর করে আরেক ভেজাল আনতে চাও
রুমে আসতে আসতে দুজনে ভিজে টইটুম্বর হয়ে গেসে,তুলি ভিজা জামা নিয়ে খাটে রোবটের মত বসে আছে
নিবিড় একটা তোয়ালে এনে ওর মাথা মুছে দিতে থাকলো
তুলি তোয়ালেটা টেনে নিয়ে ফেলে দিলো
তুলি-এসব আদর তুমুর কবরকে দেখান
নিবিড় কথাটা শুনে তুলির গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলো,,রাগ control করা আর ওর পক্ষে সম্ভব না
তুলির চোখ বেয়ে পানি পড়তেসে উঠে সরে যেতে নিতেই নিবিড় ওর মুখটা টেনে ধরলো নিজের মুখের সামনে
তুলির চোখের পানিতে ওর চোখ ঝাপসা হয়ে আছে,
নিবিড় তুলির চোখের দিকে চেয়ে রইলো
তুলি হাত উঠিয়ে নিবিড়ের বুকে ধাক্কা দিয়ে ওকে দূরে ঠেলে দিলো
তুলি-যেদিন সেই তুমুকে ভুলে নিজ থেকে আমাকে ভালোবাসতে আসবেন সেদিন আর আমি আপনাকে বাধা দিব না,,
তুলি কাঁথা টেনে শুয়ে পড়লো
নিবিড় নিচে ফ্লোরে বসে গেলো,,নিজের হাতের দিকে চেয়ে আছে,,কখনও কোনো student কে সে থাপ্পড় দেয়নি,,কাউকেই দেয়নি,,আর আজ কিনা এই মেয়েটার উপর হাত তুললাম,,তাও অবাধ্যতার কারণে??
আমি ভুল করেছি,,
হঠাৎ নিবিড় দেখলো ওর সামনে তুমু বসে আছে,মুখে হাসি
তুমু-কি চিনতে পারছো??
নিবিড়-হুম,,
তুমু-তুলি কোনো দোষ করেনি,,তাও কেন তুমি বারবার ওকে ফিরিয়ে দাও?
নিবিড়-সব জেনেও কেন জিজ্ঞেস করতেছো??
তুমু -তুমি ভাবতেসো আমার জায়গা ওকে না দিয়ে তুমি আমার ভালোবাসার মান রাখছো??
যেখানে আমি সয়ং তোমার পাশে নেই সেখানে তুমি কোন ভালোবাসার দেয়াল গড়তেসো তোমাদের মাঝে???

চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here