রোমান্টিক জিন বউ,পর্ব : ৩

গল্প : রোমান্টিক জিন বউ,পর্ব : ৩
লেখক : অচেনা কিউট ছেলে

এসে শুয়ে পড়লাম রাত ১২ টার দিকে মনে হচ্ছে কেউ আমার উপর বসে আর আমার শাট খুলছে মনে করলাম এটা আমার ভুল মনে হয় কিন্তু কিছুখন পর কেউ আমার ঠোঁটের মাজে হাত দিয়ে দরে টানছে আর মাথার চুল গুলো দরে টানছে আর না চেয়ে থাকতে পারলাম না আজ লাইট ওফ করিনি তাকিয়ে দেখি একটা মেয়ে এটা মেয়ে বললেও ভুল হবে মনে হয় কোনো পরি নেমে আসছে আসমান থেকে কিছু বালার আগেই পাগলের মতো কিস করতে লাগলো মনে হচ্ছে কোনো মিষ্টি খাচ্ছে আমি একে ছাড়াতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না কিছুখন পর আমার হাত দুইটি কেমন করে যানি অটোমেটিক দরি দিয়ে বাধা হয়ে গেছে এটা আর কেউ না জিন মেয়েটি তারপর দুইহাত দিয়ে আমার মাথা দরে পাগলের মতো ঠোঁট খেতে লাগলো এখন আর বাঁধা দিবো কি করে বেধে রাখছে এইভাবে আরো বিশ মিনিট ঠোঁটের উপর অত্যাচার করলো তারপর ছেড়ে দিয়ে শক্ত করে জরিয়ে দরে বুকে মাথা রেখে শুয়ে রইলো আর তখন বললো।

> এইভাবে তোমার সাথে সারাজীবন থাকবো জরিয়ে দরে তোমায় শুয়ে থাকবো ( জিন মেয়েটি বললো )

> একদিনেই যেই অবস্থা করছে যদি বাকি জিবন সাথে থাকে তাইলে কি হয় কে যানে ( মনে মনে বললাম আমি৷)

তখন জিন মেয়েটি বললো।।

> ওই শুনো তুমি বলছিলে আমায় আজ হ্যা বলবে বলো এখন ( জিন মেয়েটি বললো )

> আজকের মতো ভাবার সময় দাও আগামীকাল বলবো সত্যি কথা বলছি ( আমি বললাম )

> ঠিক আছে আগামীকাল কিন্তু আমার ভালবাসার হ্যা বলতে হবে ( জিন মেয়েটি বললো )

> ঠিক আছে এখন তোমার বাসায় যাও আগামীকাল রাতে আসবে আবার ( আমি বললাম )

> নাহ এখন যাবো না গেলেও আর ঘুম আসবে না এখন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো তোমার বুকে মাথা না রাখলে এখন ঘুম আসে না ( জিন মেয়েটি বললো )

> ঘুম আসবে গিয়ে চোখ বন্ধ করে থাকো তাহলে দেখবে ঘুমিয়ে যাবে ( আমি বললাম )

> নাহ আমি যাবো না তোমায় ছেড়ে তোমার এই বুকে মাথা রেখে ঘুমাবো আমি ( এটা বলে আরো শক্ত করে জরিয়ে দরলো)

এটাই শক্ত করে জরিয়ে দরলো ব্যাথা পাচ্ছিলাম।
তখন আমি বললাম ।

> ঠিক আছে তুমি থাকো কিন্তু একটু আসতে জরিয়ে দরো ব্যাথা পাইতাছি ( আমি বললাম )

তারপর আসতে জরিয়ে দরলো কিছুখন পর ঘুমিয়ে গেলাম ফজরের আজান এর সময় উঠে চলে গেলো জিন মেয়েটি তারপর আমি আবার ঘুমিয়ে গেলাম সকালে আম্মু এসে ঘুম ভাঙ্গিয়ে দিলো উঠে গিয়ে দাঁত ব্রাশ করছিলাম ঘরে দাড়িয়ে দাড়িয়ে তখন হঠাত আবার দরজাটা বন্ধ হয়ে গেলো পিছন থেকে কেউ গলায় জরিয়ে দরলো আর দুইপা দিয়ে কোমরে পেচিয়ে দরলো তাকিয়ে দেখি জিন মেয়েটি তখন মাথায় গালে কিস করতে লাগলো কেমডা লাগে তখন বলেন তো দাঁত ব্রাশ করছি একটু শান্তিতে তাও নাই তখন আমি বললাম ।

> আরে পিছনে না ঝুলে থেকে নামেন আমি ফ্রেস হতে যাবো ( আমি বললাম )

> তা যাও তেমায় মানা করছে কে তোমার সাথে আমিও যাবো ( জিন মেয়েটি বললো )

> আরে ছাড়েন তো আমি ওয়াস রুমে যাবো আপনি পড়ে আসেন ( আমি বললাম )

> ঠিক আছে আমি চলে যাবো তার আগে আমার ভালবাসা শিকার করো I Love you বলো আমি এখনি চলে যাবো ( জিন মেয়েটি বললো )

কেমনডা লাগে এমনিতেও পেটে মোচড় দিয়েছে কি আর করা বলে দেই পরে দেখা যাবে। চাচাতো বলছে আজ তার গুরুকে নিয়ে আসবে তাহলে আর চিন্তা কি

> আচ্ছা ঠিক আছে তোমার ভালবাসা আমি মেনে নিলাম এবং তোমায় আমি খুব ভালবাসি। হয়েছে এখন ছাড়ো আর যাও ( আমি বললাম )

> ইয়াহু আর কিছু লাগবে না উমমমমাহ ( গালে একটা কিস করে) আমি এখন যাই রাতে আসবো ( জিন মেয়েটি বললো)

তারপর লাফাতে লাফাতে চলে গেলো আমিও চলে গেলাম ওয়াস রুমে তরপর একেভারে ফ্রেশ হয়ে আসলাম নিচে গিয়ে কিছু খেয়ে আসলাম সন্ধায় চাচা আসলো তার গুরুকে নিয়ে আমার রুমে এসে চাচা বললো।

> নিরব এনি হচ্ছে আমার গুরু ( চাচা বললো )

তখন আমি সালাম দিলাম আমি কিছু বলার আগে তিনি আমায় দেখে বললেন।

> এর সাথে জিন মেয়েটি একেভারে মিশে গেছে এখন একে ছাড়ানো প্রায় অসম্ভব এই জিন গুলো একবার যার পিছু নেয় হয়তো তাকে পেয়ে ছাড়বে আর নয়তো তাকে মেরে ফেলবে যদি কেউ তাদের বাঁধা দেয় তাহলে তাদেরকে জীবিত অবস্থায়ই রাখে না রাখলেও হেটে চলতে পারবেনা খুবি খারাপ তারা ( চাচার গুরু বললো)

> তাহলে কি এখন পিছু ছুটাতে পারবো না আমার ভাতিজার গুরু ( চাচা বললো )

> একটা উপাই আছে ছাড়ানোর তবে এতে আমার জিবনের বিপদ হতে পারে আমি তবুও চেষ্টা করবো আর তুমি গতকাল রাতে কোন শাট পড়েছো সকালেও ওটা দাও আর তোমার মাথার কিছু চুল দাও ( চাচার গুরু বললো৷)

> নিরব যলদি দে ( চাচা বললো৷)

তারপর গতকাল রাতে যেই শাট পড়েছি সেটা দিলাম আর কিছু মাথার চুল দিলাম তখন তিনি আবার বললো।

> আর তোমার বাবা মা ভাই কে অন্য কোনো একটা বাসায় রেখে আসো আগে যে কোনো কিছু হয়ে যেতে পারে জিন মেয়েটি রাগের মাথায় অনেক কিছু করবে তাই তাদেরকে অন্য কোনো বাসায় দিয়ে আসো যলদি ( চাচার গুরু বললো৷)

> ঠিক আছে আমি এখনি দিয়ে আসছি ( আমি বললাম )

তারপর আমি চলে গেলাম। আব্বু আম্মু কে আমাদের পাসের বাসায় দিয়ে আসলাম বললাম আজ রাতের জন্য এখানে থাকতে আব্বু আম্মু তারা বলেছে কিসের জন্য আমি শুধু এতটুকু বলছি এই বাড়িতে খারাপ কিছু থাকে তাই কবিরাজ আসছে তাই তোমাদের কে এখানে থাকতে হবে আমাকেও বলছে থাকতে আমি বলে আসছি আমি না গেলে কিছুই হবে না তারপর আমি চলে আসলাম আমার রুমে এসে আমি তো অবাক….

বানান গুলো ভুল হলে ক্ষমা করে দিবেন ।

কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে বলে দিন।

চলবে…………….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here