গল্পঃ বউ এর প্যারা,পর্বঃ ৪

গল্পঃ বউ এর প্যারা,পর্বঃ ৪
লেখকঃ রোহান

রিমঝিমকে মিথ্যা বলে চলে আসি,এসে আবার Ben10 দেখতেছি,কি সুন্দর আকাশে বাতাশে,ও হো ও হো,,
দ্বারা তোর গান বের করছি,,

আমিঃ কে রে,,
রিমঝিমঃ তোর জম,,
আমিঃ ও সোনা তুমি,,কষ্ট করে আসতে গেলে কেনও,,আমাকে বললেই তো আসি যেতাম।।
রিমঝিমঃ কুত্তা কখনও সঠিক পথে চলে না,
(বলেই পিছোনে রাখা হাতটি সামনে আনলো,,ওমা এটা কি,,)
আমিঃ কি এটা সোনা,,
রিমঝিমঃ wait…..

তারপর কি আদরটাই না করলো,আহ্ কি আরাম,জীবনে জানলে এই কুত্তিটাকে বিয়ে করতাম না।।।আমার জীবনটা শেষ করে দিলো,তবে তার এই প্যারা গুলো আমার খুব ভালোলাগে,

আমিঃ রিমঝিম কোথাই তুমি,,
রিমঝিমঃ হা যাচ্ছি, দাড়াও।।।
আমিঃ তারাতারি এসো,,
রিমঝিমঃ হা বলো,,কি হয়ছে আমার বাবুটার।।
আমিঃ মেঘা A+ পাইছে,,
(রাস্তায় যে মেয়েটির সাথে পরিচয় হয়,তার নাম মেঘা)
রিমঝিমঃ কি,,,
আমিঃ হা।।।
রিমঝিমঃ মেয়েটা খুব কষ্ট করে লেখাপড়াটা শেষ করলো,,চলো দেখা করে আসি।।

তারপর আমি আর রিমঝিম মেঘাদের বাসায় যাচ্ছি,,যেতে যেতে মেঘার পরিচয় দেই।।
আপনেরা আবার ভাবছেন মেঘা তো রিমঝিমের সাথে পড়তো,মেঘার রেজাল্ট দিলো, আর রিমঝিমের দিলো না কেন,,
মেয়েটি টাকার জন্য এক সেমিষ্টার পরীক্ষা দিতে পারেনি,তাই এবার দিলো,,তার মা ছাড়া কেউ নেই,
বলতে বলতে চলেই আসলাম,,

আমিঃ আস্সালামু আলাইকুম আন্টি,কেমন আছো তোমরা,,
মেঘাঃ ভাইয়া তোমরা,,
আমিঃ কেনও আসতে পারিনা কি,,
মেঘাঃ হা পারো,তবে ভাবিও আসলো যে তাই।।
আন্টিঃ মেঘা বসতে দে।।
আমিঃ এখন কেমন আছো তুমি আন্টি।।
আন্টিঃ ভালো আছি বাবা,তবে বউমা কে নিয়ে আসবে বলে আসলে ভালো হতো,ঘরে তেমন ভালো খাবার নেই,,
রিমঝিমঃ আন্টি সমস্যা নেই,,আমরা সব কিছু আনছি,আজ আমি রান্না করে সবাইকে খাওয়াবো,,
আন্টিঃ না মা,আমি রান্না করছি,তোমরা গল্প করো,,
রিমঝিমঃ আপনে অসুস্থ,আপনে রেষ্ট নেন,মেঘা চলো আমার সাথে,,

তারপর মেঘা আর রিমঝিম রান্না করতে গেলো,আসি আর আন্টি গল্প করছি,,
আমিঃ আন্টি এখন তো মেঘা চাকরি করতে পারবে, এখন না হয় জয়েন্ট করুক।।
আন্টিঃ তুমি যা ভালো বুঝো বাবা,
আমিঃ কাল থেকেই অফিসে যেনো যাই।।

মেঘাদের এমন অবস্থা দেখে আমি চাকরি দিতে চাইছিলাম,কিন্তু আন্টি না বলে,তার মেয়ে আগে পড়ালেখা শেষ করবে,তারপর চাকরি,অনেক রিকোয়েস্ট করার পরও রাজি হয়নি,তাই আমি তাদের খরচ বহন করি,
তবে শর্ত আছে কিছু,যেমন মেঘা চাকরি পেলে সব টাকা আমাকে দিয়ে দিবে আসতে আসতে, পৃথিবীতে এমন মানুষ আমি খুব কম দেখেছি,,
কথা বলতে বলতে খাবার চলে আসলো,,

রিমঝিমঃ রোহান আন্টিকে নিয়ে এসো,খাবার রেডি,,
আমিঃ আচ্ছা যাচ্ছি,,
যেতেই দেখি মেঘা আসলো,
মেঘাঃ ভাইয়া আজ তোমার উপর দিয়ে তুফান যাবে,,
আমিঃ কেনও,,
মেঘাঃ তুমি একদিন বলছো যে আপু নাকি অনেক রাগি,তাই নিয়ে আসো না,কিন্তু আপু তো খুব ভালো,
আমিঃ হা,, তো কি হয়ছে।।
মেঘাঃ আপুকে বলে দিছি তুমি যা যা বলছো আমাদের,,
আমিঃ কি😢😢😢😢
মেঘাঃ হুম,,এখন বুঝবে কেমন হয়।।

আল্লাহ এই বারের মতো বাচায়ে দেও,আল্লাহ নাম করছি আর যাচ্ছি খাবার খেতে।।।
খাবার শেষ করলাম,করে সবাই বসে আড্ডা দিচ্ছি,,

রিমঝিমঃ আন্টি আজ তাহলে যায়,,আবার আসবো একদিন।
আন্টিঃ আচ্ছা,
রিমঝিমঃ মেঘা কাল থেকে তাহলে জয়েন্ট করছো।।
মেঘাঃ ওকে আপু,,
রিমঝিমঃ আচ্ছা,আর এই টাকাটা রাখো,বিকালে মিষ্টি কিনে এসে দিবে সবাইকে,,
মেঘাঃ লাগবে না আপু,,
রিমঝিমঃ আরে নেও তো,,তুমি তো আমার বোনেরই মতো,,আবার ক্লাসমেট,

তারপর চলে আসি বাসায়,,বাসায় এসেই বাধলো যুদ্ধ,,
রিমঝিমঃ রোহান এদিকে এসো।।
আমিঃ হা বলো,,
রিমঝিমঃ তোমাকে আমি কি খুব কষ্ট দেই,,
আমিঃ না তো,,
রিমঝিমঃ তাহলে মেঘাকে কি বলছো এসব,,
আমিঃ সরি।।মনে মনে ভাবছি আজ মনে হয় হারপিট খিলাইয়ে মারবে আমারে,,
রিমঝিমঃ এদিকে এসো,,
আমিঃ হা বলো,,
রিমঝিমঃ আমার চোখের দিকে তাকাও,,
আমিঃ পারবো না,,
রিমঝিমঃ কেনও,,
আমিঃ তোমার চোখের দিকে তাকালে নিজেকে কন্টল করতে পারিনা,,
রিমঝিমঃ কে বলছে কন্টল করতে,,
আমিঃ তাহলে একো প্যারা দেও কেনও,,
রিমঝিমঃ বা রে,আমার বরকে আমি প্যারা দিবো না তে কে দিবে শুনি,,

বলতেই রিমঝিমকে কিস করে বসি,রিমঝিমও আমার ডাকে সারা দিলো,,অনেকক্ষন পরে,,
রিমঝিমঃ এখন ছারো,,
আমিঃ আর একটু জরায়ে ধরে থাকি প্লিচ,,
রিমঝিমঃ না,,এখন গোসল করতে হবে,,
আমিঃ আর একটু পর।।
রিমঝিমঃ না এখনই,
আমিঃ তাহলে আমিও যাবো তোমার সাথে গোসল করতে,,
রিমঝিমঃ যা দুষ্টু,,

বলেই চলে গেলো রিমঝিম,
রিমঝিম যতই প্যারা দিক না কেনও,,সে আমাকে কুব ভালোবাসে,,তাকে জীবন সঙ্গী করে পেয়ে খুব খুশি আমি,,কিন্তু মাঝে মাঝে তার চাওয়া গুলো পুরণ করতে কি যে কষ্ট, কিন্তু তার মুখের হাসি দেখলে সব কষ্ট হাওয়া হয়ে যায়,,

রিমঝিমঃ কি গো,,গোসল করবে না,,
আমিঃ হা করবো তো,,
রিমঝিমঃ যাও তারাতারি,,
আমিঃ হুম যাচ্ছি,,
রিমঝিমঃ শুনো,,
আমিঃ কি,,
রিমঝিমঃ আজ সন্ধাই একটু ঘুড়তে নিয়ে যাবে,,
আমিঃ ওকে,,

সন্ধার দিকে আমি আর রিমঝিম বের হচ্ছিলাম,তখনই দেখি বোন আসে,,
বোনঃ ভাবি আমি রেডি,,
রিমঝিমঃ আচ্ছা wait করো নিচে,আমরা যাচ্ছি,,
বোনঃ আচ্ছা।।
আমিঃ ওই কেনও যাবে,
রিমঝিমঃ এমনি,,কেনও সমস্যা
আমিঃ মনে করলাম তোমার হাত ধরে একটু ঘুড়বো,কিন্তু হলো না।।
রিমঝিমঃ হাহাহা,,তা কে মানা করছে।।
আমিঃ বোন যাবে যে,,
রিমঝিমঃ কি হয়ছে, সেও না হয় তোমার আরেকটা হাত ধরবে,,
আমিঃ ওকে,,

তারপর তিনজন মিলে চলে এলাম, আমার দুইহাত দুজন দুদিক থেকে ধরে হাঁটতেছে,খুব ভালো লাগছে আজ,
রিমঝিম বলছে আইসক্রিম খাবো,বোন বলছে চকলেট খাবো,,এমন অনেক দুষ্টুমি করলাম,রাত হচ্ছে তাই চলে যেতে হবে এখন।।

আমিঃ এখন চলে যেতে হবে,,
রিমঝিমঃ আর একটু থাকি প্লিচ,
আমিঃ অনেক রাত হচ্ছে,বাসায় যাওয়ার জন্য কিছু পাওয়া যাবে না কিন্তু।।
রিমঝিমঃ আচ্ছা চলো,,

বলে তিনজন যেই বাসার উদ্দেশ্যে হাঁটা ধরবো, তখনই সামনে দেখি আমার কলেজ বান্ধবী মারিয়া দাড়ায়ে আছে,নিশ্চয় তার স্বামীর জন্য wait করছে,,
কথাও বলতে পাচ্ছি না,রিমঝিম রাগ করবে,আর দেখা হলে তো আরো রাগ করবে,কারণ শালীর একটি অভ্যাস খাবার,দেখা হলেই জরায়ে ধরে,,

রিমঝিমঃ কি ভাবছো,,
আমিঃ মারিয়া,
রিমঝিমঃ কি,,
আমিঃ (যা কি বলতে কি বললাম)
রিমঝিমঃ চুপ কেনও,,
আমিঃ কিছু না সোনা,,চলো বাসায় যায়,,
রিমঝিমঃ না না,,তুমি নিশ্চয় মারিয়া নামে কাউকে চিনো,আর দেখছো তাই নাম বলে ফেলছো,,
আমিঃ প্লিচ চলো,,
রিমঝিমঃ দাড়াও,,

বলেই মারিয়া বলে চিৎকার দেই,যা শালা কপালটাই আজ খারাপ,দেখি মারিয়া আমাকে দেখতে পাইছে,
আল্লাহ রক্ষা করো,,
রিমঝিমঃ এমন করছো কেনও,,
আমিঃ এখান থেকে চলো,বলে রিমঝিমের হাত ধরে টানতে লাগলাম,কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়,,

মারিয়াঃ কি রে, কথা না বলেই চলে যাবি নাকি,,
আমিঃ কে আপনে,
মারিয়াঃ শালা লুচ্চা,কে আমি চিনতে পারছিস না,,থাম আগে কাজটা শেষ করি,
(বলেই জরায়ে ধরলো,রিমঝিমের দিকে তাকায়ে দেখি তার চোখ লাল হয়ে গেছে,তারমানে তার রাগ উঠতেছে)
আমিঃ এই ছার ছার আমাক,,শালী তোর জন্য আমার আজ সব শেষ।।
রিমঝিমঃ ওই ছেমরি,তুই আমার বরকে জরায়ে ধরলি কেন,ছেলে দেখলেই জরায়ে ধরতে ইচ্ছে করে তাই না,তোদের মতো মেয়েতের জন্যই আজ দেশে ধর্ষণ বেশি হচ্ছে,আর এটা কি পড়ছিস হা,শরীরের তো ১০% দেখাই যাচ্ছে,,
মারিয়াঃ রোহান কে এই মেয়ে।।
যেই আমার নাম উচ্চারণ করছে,সেই ঠাস করে পরলো……..

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here