গল্পঃ বউ এর প্যারা,পর্বঃ ৩

গল্পঃ বউ এর প্যারা,পর্বঃ ৩
লেখকঃ রোহান

খাবার খেয়ে আমি রিমঝিম বোন সবাই আম্মুর রুমে গেলাম,গিয়ে দেখি আম্মু সব গহনা বের করছে,,

আমিঃ এসব বের করছো কেনও আম্মু,,
আম্মুঃ বউমা কে আজ থেকে সব দায়িত্ব দিবো,,
আমিঃ এগুলো না হয় তোমার কাছেই থাক,,
আম্মুঃ না,,বউ মা এদিকে এসো তো,,
রিমঝিমঃ মা আমি তো অফিস করবো,,এসব পরার সময় কখন পাবো বলেন,,
আম্মুঃ অফিস তো আর সব সময় করবে না,,বাসায় যখন থাকবে তখন পরবে
রিমঝিমঃ আচ্ছা মা।।।

রুমে এসে শুয়ে পড়লাম,রাত প্রায় ৩ টা বাঁজছে,হঠাৎ ধাক্কাতে ঘুমটা ভেঙ্গে গেলো,,চেয়ে দেখি রিমঝিম ধাক্কা দিচ্ছে,,

আমিঃ কি হয়ছে বলো,,
রিমঝিমঃ টয়লেটে যাবো,,
আমিঃ যাও,আমাকে বলছো কেনও,
রিমঝিমঃ তুমিও চলো
আমিঃ টয়লেট তো রুমেই,ভয় কিসের হা,,যাও।।
রিমঝিমঃ গেছিলাম তো,
আমিঃ তাহলে চুপচাপ ঘুমাও,,
রিমঝিমঃ না,, আসলে টয়লেটে তেলাপুকা
বেরাচ্ছে,,😢
আমিঃ তার মানে তুমি তেলাপুকা দেখে ভয় পাও,,
রিমঝিমঃ হুমমম,,
আমিঃ হাহাহা,,
রিমঝিমঃ তুমি যাবে, না আমি এখানেই করবো,,
আমিঃ যাচ্ছি তো রে বাবা,,,
রিমঝিমঃ চলো চলো,,,

অনেকক্ষণ ধরে দারায়ে আছি,কিন্তু রিমঝিম আসছে না,,কি হলো এতো সময় কেনও লাগছে,,

আমিঃ কি হলো রিমঝিম,, বের হচ্ছো না কেনও,কথা বলো না কেনও,,
রিমঝিমঃ আমি তো শুয়ে আছি,,
আমিঃ ছি ছি,,তুমি টয়লেটে ঘুমাও,,
রিমঝিমঃ আরে গাধা,আমি খাটে শুয়ে আছি,,

খাটের কথা শুনে আমি খাটের কাছে গেলাম,,গিয়ে দেখি রিমঝিম সত্যি সত্যি শুয়ে আছে,,তাহলে টয়লেটে কাকে নিয়ে গেছিলাম,,

আমিঃ তুমি কখন বের হয়ছো,,
রিমঝিমঃ তুমি দাড়াই দাড়াই ঘুমাও কি,,
আমিঃ মানে,,
রিমঝিমঃ তুমি যখন দাড়াইয়ে ঘুমাচ্ছিলে,তখনই আমি বের হয়ে চলে আসি,,
আমিঃ ভালো করছো,এখন ঘুমাও,,
রিমঝিমঃ এই চলো না ছাদে যায়,
আমিঃ কাল অফিস আছে,,
রিমঝিমঃ প্লিচ চলো,,,
আমিঃ যেতে পারি,,আমাকে কুলে করে নিয়ে যেতে হবে।।।
রিমঝিমঃ না মশাই,,কুলে তো নিবেন আপনে,,,
আমিঃ না বাবা,,আটার বস্তা আমি নিতে পারবো না,,
রিমঝিমঃ কি বললে,আমি আটার বস্তা😡😡😡
আমিঃ কৌ কখন বললাম,,
রিমঝিমঃ চলো রে প্লিচ,,খুব ইচ্ছে করছে ছাদে যেতে,,

তারপর কি করবো চলে এলাম ছাদে,আপনেরা আবার ভাইবেন না যে মহারাণী হেঁটে হেঁটে আসছে,,তাকে কুলে করে আনতে কি যে কষ্ট,,আগে যানলে বিয়েই করতাম না,,

রিমঝিমঃ চুপচাপ দাড়ায় আছো কেন,,কিছু বলো,,
আমিঃ কি বলবো,,এখনও তো তোমার মনের মতো হতে পারলাম না,,,
রিমঝিমঃ তুমি তো আমার মনে রাজকুমার,,তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি,,
আমিঃ মানে,,
রিমঝিমঃ হা,,, তা কতদিন থেকে সবার উপকার করো শুনি,,
আমিঃ কি সব বলছো,,
রিমঝিমঃ আমি সব জানি,যাকে প্রতিমাসে টাকা দেও,সে আমার ক্লাসমেট ছিলো,,

একটি ফ্যামেলিকে আমি চালাই,আসলে মেয়েটি আমার বোনের বয়সি,একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম,দেখি একটি মেয়ে রাস্তা পরে আছে,সেখান থেকেই পরিচয়,,সে আমাকে ভাইয়ের মতোই ভালোবাসে।

রিমঝিমঃ কি হলো,,
আমিঃ নিচে যাবো চলো,,,
রিমঝিমঃ আর একটু থাকি প্লিচ,,
আমিঃ ওকে,,
চুপ করে দাড়ায়ে আছি,হঠাৎ রিমঝিম আমার হাত ধরলো,তার দিকে তাকাতেই মাথা নিচু করলো,

আমিঃ আর কতদিন লাগবে মেনে নিতে,,
রিমঝিমঃ কি।।
আমিঃ আমাকে।।
রিমঝিমঃ মেনে তো নিছি,,
আমিঃ কবে,,
রিমঝিমঃ যখন বিয়ে করছো তখন থেকেই।।
আমিঃ তাহলে গতকাল বললে কেনও মেনে নেওনি,,
রিমঝিমঃ তোমার ধর্য দেখলাম,,
আমিঃ পাশ করছি না ফেল,,
রিমঝিমঃ পাশ,,,
আমিঃ তাহলে চলো শুরু করি,,
রিমঝিমঃ কি।।
আমিঃ বেবি নেওয়ার খেলা।।
রিমঝিমঃ যা দুষ্টু।।।

এমন করেই আমাদের দিন যাচ্ছিলো,এখন অফিস আর বাসা নিয়েই থাকি,,

রোহান তুমি কোথাই,কখন থেকে ডাকছি হা,,আসবে, না আমি যাবো
কি হলো কানে কথা যায় না নাকি,,,
আচ্ছা আমিই যাচ্ছি,দাড়া রোহানের বাচ্চা,তোর একদিন কি আমার একদিন,আজ তুকে খুন করবো,নিজেও জেলে যাবো,

আসলে আমার বউ আমাকে ডাকতেছে,সে রান্না করবে আমাকে নাকি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে থাকতে হবে, কি আজব ব্যাপার তাই না।।

আমিঃ হা সোনা বলো,,
রিমঝিমঃ কি করলি রে তুই হা,কখন থেকে ডাকছি,,
আমিঃ Ben10 দেখতেছিলাম,,
রিমঝিমঃ আজ টিভিই ভেঙ্গে ফেলবো,,
আমিঃ সরি সোনা,,বলো কি করবো।।
রিমঝিমঃ জানিস না কি জন্য ডাকছি,,
আমিঃ হা,,
রিমঝিমঃ তাহলে ধর,,
আমিঃ আচ্ছা।।।
রিমঝিমঃ আরো শক্ত করে ধরো,,
আমিঃ আর পাচ্ছি না তো,,
রিমঝিমঃ অফিসে কত মেয়েকে জরায়ে ধরো যে আমাকে ধরতে পারছো না হুম😡😡
আমিঃ ওমা বলে কি,,সত্যি সোনা আমি শুধু তোমাকেই ভালোবাসি,কার কাউকে না।।
রিমঝিমঃ তার মানে তোর Life এ আরো timepass বউ আছে,,
আমিঃ ওমাগো,,
রিমঝিমঃ কি হলো,,
আমিঃ হিসু লাগছে,কল আসতেছি।

বলেই চলে আসি,যদি ওখানে থাকতাম তাহলে আমার কপালে খারাপ ছিলো,
এতো ভালোবাসি তাও সন্দেহ করে শুধু,সেও আমাকে অনেক ভালোবাসে।
জীবনে অনেক স্বামী স্ত্রী দেখছেন মনে হয়,,তবে আমাদের মতো দেখেন নি আমি sure…
এসব ভাবতে ভাবতে কখন যে রিমঝিম আমার সামনে আসছে বলতেই পারবো না,,
ওমাগো,হাতে এটা কি😢😢😥😢😥😢😥😢😥😥

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here