গল্পঃ বউ এর প্যারা,পর্বঃ ২
লেখকঃ রোহান
রিমঝিম আমাকে কিস করে বসে,ভাবতেই পারিনি মেয়েটি এমন কাজ করবে,যত রাগ অভিমান ছিলো তার উপর, নিমিষেই শেষ হয়ে গেলো,,,
রিমঝিমঃ আর লাগবে কি,,,
আমিঃ হুম,,,
রিমঝিমঃ তাহলে এসো কাছে,,,
আমিঃ রাতে দেখবো কত পারো,,,এখন বাইরে যাবো কাজ আছে,,
রিমঝিমঃ সন্ধা হয়ে গেছে,এখন কিসের কাজ হা,,😡
আমিঃ বলা যাবে না,এসে বলবো,,,
রিমঝিমঃ যাও,তবে তারাতারি আসবে কিন্তু।।।
আমিঃ ওকে বউ,,,
তারপর বাইরে আসলাম,এসে রিমঝিমের জন্য কিছু নতুন কাপড় কিনলাম,চকলেট, আইসক্রিম, জুস,আরো অনেক কিছু কিনলাম,,,
এসব সে খুব পছন্দ করে সেটা আমি আফিফার কাছ থেকে শুনে নিছি।।
বাজার শেষ করে বাসায় আসলাম,,,
আমিঃ আম্মু,কৌ তুমি,,,
আম্মুঃ যাচ্ছি দাড়া,,,
আমিঃ তারাতারি এসো,,
আম্মুঃ কি হয়ছে বল,,,
আমিঃ তারাতারি খাবার দেও আমি ফ্রেস হয়ে আসছি,,,
আম্মুঃ আচ্ছা যা,,,
রুমে এসে দেখি রিমঝিম শুয়ে আছে,আমাকে দেখে বসলো,আমি কাছে গিয়ে তাকে সব কিছু দিতেই সে অনেক খুশি,,খুশিতে আমাকে জরায়ে ধরে,,আমিও জরায়ে ধরে কিস করে বসি,,যেই কিস করছি সেই রিমঝিম ঝাটকা দিয়ে আমার কাছ থেকে তাকে ছাড়ায়ে নেই,,,
আমিঃ কি হলো।।
রিমঝিমঃ ফ্রেস হও আগে যাও😡😡😡
আমিঃ রেগে কথা বলছো কেনও হা,,,
রিমঝিমঃ এখনও থাপ্পোড় মারিনি তোমার কপাল ভালো,,,
আমিঃ বাজে কথা বলবে না তো,,কি এমন করলাম তার জন্য এমন করবমছো হা,,
রিমঝিমঃ আর একটিও কথা বলবি না,,ফ্রেস হতে যা এখন।।।
আমিঃ আগে বলো কি হয়ছে,,
রিমঝিমঃ সিগারেট খাইছো তাই না
আমিঃ কৌ না তো,,(মিথ্যা বললাম)
রিমঝিমঃ মিথ্যা বলবে না,,,
আমিঃ মাথা নিচু করে বললাম হুম
রিমঝিমঃ ভালো করছো,,
বলেই বাইরে চলে গেলো,আমিও ফ্রেস হয়ে আসলাম,খাবার খালাম সবাই এক সাথে,,খেয়ে রুমে আসলাম,,
আমিঃ আচ্ছা রিমঝিম কাল থেকে কি অফিসে যাবে তুমি,,,
রিমঝিমঃ আমি ঘুমাবো,,,
আমিঃ মানে,,
রিমঝিমঃ আমি ঘুমাবো,,
আমিঃ আজ তো আমাদের বাসর রাত,এই রাতে তো
(বলতেই পারলাম না)
রিমঝিমঃ রাখ তোর বাসর রাত,,যে মানুষ নেশা করে,তাকে আমি স্বামী বলে মানি না।।।
আমিঃ সিগারেট খাইছি,এতেই এতো কিছু শুনতে হবে,,আর সিগারেট কি এমন নেশা হা।।
রিমঝিমঃ Good Night
বলেই সে শুয়ে পরে,আমি কি করবো না বুঝে বসে পরলাম তার পাশে,,,বসতেই রিমঝিম লাফ দিয়ে বসে পরে,,,
আমিঃ কি হলো,,
রিমঝিমঃ তুমি নিচে শুবে,আমার কাছে কোন নেশা খোরকে নিতে চাই না,,,
আমিঃ দেখো রিমঝিম এবার কিন্তু বারাবারি হচ্ছে,,
রিমঝিমঃ আচ্ছা আমিই নিচে শুবো,,
আমিঃ না আমি শুবো থাক।।।
বলেই নিচে শুয়ে পরলাম,
সালা কপালটাই খারাপ, নতুন বিয়ে করলাম,কোথাই একটু বউকে নিয়ে গল্প করবো,
জীবনটাই বেদনার,মনে হচ্ছে পেটনিটাকে ঠান্ডা পানিতে চুবিয়ে মারি,,
এসব ভাবতে ভাবতে ঘুমে গেছি,কে যেনো আমার উপর উঠছে,ভুত নাকি😢😢😢😢😢
ভুত ভুত বলে লাপ মেরে উঠি,
ধপ করে কে যেনো পরে যায়,,গিয়ে বলে মা গো গেলাম আমি,,এভাবে ফেলে দিলে কেনও হা
আমিঃ এই যা,,এটা তো রিমঝিম এর কন্ঠ,,,কপালে দুঃখ আছে😥😥😥😥
রিমঝিমঃ কুত্তা,বিলাই,হুনুমান,শয়তানের নানা,,তোকে আমি আজ খুন করবো,,
আমিঃ সরি সোনা,আমি তো জানিনা তুমি আমার উপর শুয়ে আছো,,
রিমঝিমঃ রাখ তোর সরি,আজ তোকে খুন করবোই আমি,,
আমিঃ তুমি যে স্বামী হারা হবে,,তখন যে তোমাকে কেউ বিয়ে করবে না,,
রিমঝিমঃ কেন তুই করবি না,,,
আমিঃ আমি তো মারা যাবো,,,
(বলতেই আমার মুখ চিপে ধরে)
রিমঝিমঃ Please এসব কথা বলবে না আর,,তোমার কিছু হলে আমি বেঁচে থেকেও মরে যাবো,,
আমিঃ তাহলে কষ্ট দেও কেনও,,,
রিমঝিমঃ আমি তোমাকে মেনে নিতে পারছি না এখনও,,আমাকে একটু সময় দেও,,
আমিঃ মেনে নিতে পাচ্ছো না মানে,,,
রিমঝিমঃ তুমি কেমন,তা আগে যানি,তারপর না হয় আমার বাবুটাকে আদর করবো,,
আমিঃ কে তোমার বাবু হুম,,
রিমঝিমঃ কেনও,তুমিই তো আমার বাবু,,,,
আমিঃ তাই,,তাহলে বাবুকে একটু আদর করে দেও,,
রিমঝিমঃ No No,,
আমিঃ কেনও,,,
রিমঝিমঃ আগে তোমার মন বুঝবো,তারপর আমার সব তোমার,,তুমি যা বলবে তাই শুনবো,,
তারপর দু’জনেই উপরে শুয়ে পরি,,সকালে উঠে ফ্রেস হয়ে অফিসে গেলাম,,আমাকে দেখে সবাই অবাক,,যে ছেলের গতকাল বিয়ে হয়ছে,সে ছেলে আজ অফিসে,,
রুমে ডুকেই পিয়ণকে ডাক দিলাম,,,
আমিঃ চাচা আমাকে এককাপ কফি এনে দেও তো,,
চাচাঃ আচ্ছা বাবা,,,তা আজ অফিসে আসলে কেনও বাবা,,
আমিঃ কাজ পরে আছে অনেক,,আর আজ তো বেতন দিতে হবে সবাইকে,,,
চাচাঃ তা বাবা মেডাম কেমন আছে,,
আমিঃ ভালো আছে,,আর আজ থেকে মেডাম বলবে না চাচা,,সে তোমার ভাসতা বউ,,
চাচাঃ আচ্ছা বাবা,,,
অফিসের সব কাজ শেষ করে বাসায় দিকে রওনা দিলাম,,যেতেই আম্মু ফোন দিলো,,
আমিঃ হা আম্মু বলো,,
আম্মুঃ বাসায় আসছিস কি বাবা,,
আমিঃ হা আম্মু,,কিছু লাগবে কি,,,
আম্মুঃ না,,তারাতারি বাসায় যা,,আমি বাইরে আসছি কাজে,,
আমিঃ এই তো চলেই আসছি,, তা তুমি কি কাজে গেছো শুনি,,
আম্মুঃ বাসায় গেয়ে বলবো,,
আমিঃ আচ্ছা,,,
বাসায় এসে কলিংবেল বাজাতেই দড়জা খুলে দিলো রিমঝিম,,
আমিঃ এতো তারাতারি খুলে দিলে যে,,,
রিমঝিমঃ এমনি,,তা কেমন লাগলো অফিস,,
আমিঃ ভালো,তবে একজনকে Miss করছি খুব
রিমঝিমঃ কাকে,,
আমিঃ এই আমার সোনা বউ টাকে,,বলেই জরায়ে ধরি,,
রিমঝিমঃ ছারো ছারো,,
আমিঃ কেনও,,
রিমঝিমঃ তোমার বোন দেখতেছে তো,,
আমিঃ দেখছে তো কি হয়ছে হা,,
রিমঝিমঃ ছারবে, না কামড় দিবো,,
আমিঃ হুম,,, আচ্ছা খাবার দেও খুদা লাগছে,,
রিমঝিমঃ আচ্ছা,,
বলেই রুমে আসতেই আমি অবাক,এতো সুন্দর করে রুম কে সাজালো,নিশ্চয় রিমঝিম করছে,,মেয়েটি সত্যিই খুব লক্ষী,,,
ফ্রেস হয়ে খাবার খেলাম,,খেতেই আম্মু আসলো,,,
আম্মুঃ বউ মা,,দেখো তো এগুলো তোমার হাতে, কানে,গলাই হবে কি না,,,
রিমঝিমঃ এসব কেনও আনতে গেছেন মা,,আমি পরে থাকতে পারিনা,,,
আম্মুঃ এখন থেকে পরতে হবে মা,,আর রোহান তুর কি আজ বেতন দিছে,,
আমিঃ হা আম্মু,,,কেনও টাকা লাগবে কি,,
আম্মুঃ না,,টাকাটা বউ মাকে দিস,,আজ থেকে সব দায়িত্ব বউ মাকে ছেড়ে দিলাম,,
আমিঃ আচ্ছা আম্মু
আম্মুঃ খাবার খেয়ে আমার রুমে আই তোরা সবাই,,,
খাবার শেষ করে আম্মুর রুমে গেলাম,,আম্মু যা বললো তা শুনে রিমঝিম আমি অবাক,,,
চলবে