গল্পঃ বউ এর প্যারা,পর্ব-১
লেখকঃ রোহান
আমি রোহান,আজ রিমঝিম এর সাথে বিয়েটা করেই ফেললাম,বলতে পারেন যোর করেই বিয়েটা করা হলো,তাই বলে Familyr কেউ জানতো না এমন নই,আসলে আজ আমাদের অনুষ্ঠান করে বিয়ে হওয়ার কথা ছিলো,কিন্তু রিমঝিম যোর করে কাজী অফিসে বিযেটা করে,তার নাকি পালিয়ে বিয়ে করার খুব ইচ্ছে,তাই নিজের আশা আখাংকা বিসর্জন দিয়ে বিয়েটা করেই ফেললাম,ধরতে পারের পালিয়ে বিয়ে।।।
অনেকেই এই গল্পটা বুজতে না পারতে পারেন,তাই এই গল্প বুঝার জন্য হবু বউ এর প্যারা গল্পটা পড়েন আর সাথেই থাকুন
বিয়ে করে বাসায় গেলাম,আমি একা না সাথে রিমঝিমও গেলো,,আমাদের এক সাথে দেখে আম্মু এসেই থাপ্পোর দিলো,,
আমিঃ আমাকে মারলে কেনও,,,
আম্মুঃ আজ তোদের বিয়ে হওয়ার কথা,কিন্তু তোরা আজ ঘুড়তে গেছিস,,
আমিঃ আসলে আম্মু।।
আম্মুঃ চুপ কর,,,কোথাই গেছিলে তোমরা মা (রিমঝিমকে বললো)
রিমঝিমঃ আম্মু আপনের ছেলে আমাকে যোর করে বিয়ে করছে,
আম্মুঃ কি!!!
রিমঝিমঃ হা আম্মু,আমি অনেক বলছি এমন করো না,আজ তো আমাদেে বিয়ে,তাহলে পালিয়ে বিয়ে করবে কেনও,,
আমিঃ কি বলছো এসব রিমঝিম
আম্মুঃ তুই চুপ কর কুত্তা,,মা তুমি বলো,,
রিমঝিমঃ সে আমাকে থাপ্পোড় মেরে বলছে,বিয়ে করলে এমন করেই করবো,না হলে করবো না।।।
(এটা তুমি ঠিক করো নি বাবা)
কথাটি রিমঝিমের আব্বু বলে উঠলো,,,
আমিঃ আংকেল আপনে আমাকে বিশ্বাস করেন Please,,
আংকেলঃ থাক আর বলতে হবে না,,আজ তোমার জন্য আমার মানসম্মান সব শেষ,,
আমিঃ Sorry আংকেল,,
রিমঝিমের দিকে তাকিয়ে দেখি মিট মিট করে হাঁসতেছে,,
রাগ করে রুমে চলে আসলাম,আমার সাথে এমন কেনও করলে রিমঝিম।।
সে কি আমাকে ভালোবাসে না,রিমঝিম কি সত্যিই ঝগড়াটে,নাকি সব অভিনয় করতেছে।।।
রুমে এসে শুয়ে আছি,তখনই রিমঝিম আসলো,,
রিমঝিমঃ কি করছো সোনা।।।
আমিঃ কিছু না,,
রিমঝিমঃ রাগ করছো নাকি,,,,
আমিঃ তুমি এমন করলে কেনও,,
রিমঝিমঃ কেবল তো শুরু চান্দু,আরো কত কি হবে দেখতে থাকো,,,,
আমিঃ তাই,,
রিমঝিমঃ হুম,,
হুম বলতেই তাকে জরায়ে ধরলাম,সে নিজেকে ছারাতে অনেক চেষ্টা করতেছে,কিন্তু পাচ্ছে না,
তাই সে আমার কাছে ধরা দিলো,,
যেই কিস করতে যাবো,তখনই রিমঝিম এর বোন আসে,
আফিফাঃ এখনই সব করবে নাকি ভাইয়া,রাতের জন্য কিছু রাখো,,
আমিঃ কৌ কি ছু কর ছি না তো।।
আফিফাঃ তা তো দেখলাম,,,
আমিঃ কেনো আসছো হা,,,
আফিফাঃ কেনো,কাজে কি Dusturb করলাম নাকি।।
আমিঃ না,,কিছু বলবে কি,,,
আফিফাঃ আপুকে ডাকতে আসছি,কিন্তু মনে হয় আর যেতে পারবে না,,,
রিমঝিমঃ আচ্ছা চল,
বলেই বাহিরে চলে গেলো রিমঝিম,আমিও ফ্রেস হতে বাথরুমে গেলাম।।
ফ্রেস হয়ে খাবার টেবিলে গেলাম,
আমিঃ আম্মু খাবার দেও,,
আম্মুঃ দিচ্ছি,,,,
আমিঃ দিচ্ছি মানে কি,,তারাতারি দেও,,
আম্মুঃ পারবো না,
(আম্মু পারবে না বলতেই রিমঝিম আসলো)
রিমঝিমঃ আমি দেই
আমিঃ দেও,,(আজ বুঝছি কেমন হয়,আমার সাথে লাগা)
রিমঝিমঃ কি কি দিবো,,
আমিঃ অমলেট করে দেও,,,
রিমঝিমঃ আচ্ছা,,,
রিমঝিম অমলেট করতে গেলো,আর আমি বসে বসে ভাবছি কি করা যায়,এই তো বুদ্ধি পাইছি,,
রিমঝিমঃ এই নেও তোমার অমলেট,,
আমিঃ দেও দেও,,তারপর মুখে দিলাম,,থু থু এসব কি করে আনছো হা,,রান্না পারো না নাকি,,
রিমঝিমঃ কি হয়ছে,
আমিঃ একটুও টেস্ট হয়নি,,আবার করে আনো,,
রিমঝিমঃ আচ্ছা,,
রিমঝিম কল আনে আমি মিথ্যা বলে আবার করে আনতে দেই,এমন করে ৪ বার করছি,,৫ বারের বার আম্মু বললো এটাই শেষ বার,এবার বউমা যেমনই করুক,সেটাই খেতে হবে।।
তারপর এনে দিলো,,,
রিমঝিমঃ এবার কেমন হয়ছে,,
আমিঃ অনেক ভালো,,,
আম্মুঃ ভালো হয়ছে তে এতো ঘামছিস কেনও,,
আমিঃ এমনি,অনেক গরম তাই,,
আম্মুঃ শীতের সময় গরম কোথা থেকে আসলো,,
রিমঝিমঃ আম্মু আপনের ছেলের মনে হয় বাথরুম পাইছে,,
আম্মুঃ তাই নাকি বাবা,,
আমিঃ হুম বলেই দৌড় দিলাম,,এক দৌড়ে আমার রুমে,,,
আল্লাহ এই দড়জ্বাল বউয়ের হাত থেকে বাচাও,,বিয়ের এখনও একদিন হলো না,এখনই এমন করছে,না জানি আর কি কি করে😭😭😭😭
আসলে আগের অমলেট খুব টেস্ট হচ্ছিলো,আমিই দুষ্টুমি করে এমন করছি,কিন্তু শেষের টাই খুব ঝাল দিছে,তাই এমন করছিলাম,,,
রুমে আসতেই রিমঝিম আসলো,,
আমিঃ এটা ঠিক করলে না,,
রিমঝিমঃ কেনও বাবু,,তোমার না অমলেট খাইতে ইচ্ছে হয়ছে,,
আমিঃ তাই বলে এমন করবে,😡😡
রিমঝিমঃ রেগে গেলে কিন্তু গরম পানি খাওয়াবো,,
আমিঃ কেনও,,
রিমঝিমঃ আরো ঝাল বাড়ানোর জন্য,,
আমিঃ লাগবে না,,,এমন পেটনি বউ যেনো আল্লাহ কাউরে না দেই,😭😭😭😭
রিমঝিমঃ কি আমি পেটনি,,
আমিঃ হা তুমি পেটনির বুড়ানি,,
রিমঝিমঃ দেখাচ্ছি মজা,,
বলেই আ…..মা……কে😭😭😭😭😭
চলবে