চারুর সংসার,পর্ব_৬,৭,৮,৯

চারুর সংসার,পর্ব_৬,৭,৮,৯
Written by Nowshin Noor
পর্ব_৬
.
🍂
.

নীলিমার অনেক রাগ উঠে।আর অন্যদিকে চারু কফি বানাতে বানাতে মাথায় একটা বুদ্ধি এলো।সে নীলিমার কাপে ৪ চামচ মরিচ মিশিয়ে দিলো।

চারুঃব্যস! এবার বুঝবা চারু কী জিনিস।চারুর পিছনে লাগা না?

নীলিমা আনাফকে বেডে শুইয়ে চেক করছিল।এরপর কিছু ঔষধ লিখে দিয়ে নিয়মিত খেতে বলে।

__________________________________

নীলমাঃআচ্ছা তুই কিভাবে এরকম একটা গাইয়া,খেত,আন্সমার্ট মেয়েকে বিয়ে করলি?আমাকে বিয়ে করতি।নাহলে আমার মতো কাউকে বিয়ে করতি!
আনাফঃআমার সাথে চারু ই যায়।তোদের মতো কেউ আমার সাথে যায় না।তুই কী আমার মতো অন্ধ লোককে বিয়ে করতি?

উত্তরর নীলিমা কিছুবলেনা।চারু কফি নিয়ে আসছিলো আর তাদের কথা গুলো শুনতে পেলো।চারু অনেক কস্ট পায় নীলিমার এমন কথায়।

চারুঃলুচু মাইয়া।লজ্জা করে না!তোকে আমি দেখে নিবো নীলিমা না ফিলিমার বাচ্চা😡।

চারু কফি নিয়ে রুমে যায়।এককাপ আনাফকে দেয় আর এককাপ নীলমাকে!নীলিমা চুমুক দিতেই——–

নীলিমাঃআহহহহহহহ কী ঝাল!উফফফ!আল্লাহ কেউ পানি দেও।কফি এত্ত ঝাল হয়????
আনাফঃচারু ওকে এনে পানি দাও।
চারুঃহ্যা হ্যা দিচ্ছি।

চারু গ্লাসে পানির বদলে ময়দা ঢুকিয়ে আনে।আর নীলিমাও ঝালের চোটে না তাকিয়ে মুখে দেয়!!

নীলিমাঃথু!থুউউউউউউ!

নীলিমা চারুর দিকে চোখ রাঙিয়ে তাকায়।আর চারু হাসতে হাসতে শেষ।চারু একটি টিস্যু এগিয়ে দেয় নীলিমার দিকে।নীলিমা রাগে গজগজ করতে করতে হাতে নেয়।নিয়ে নিজের মুখ মুছে।চারু আবারও হেসে দেয়।চারু হাসতে হাসতে লুতুপুতু খাচ্ছে।আর নীলমা অনেক রেগে গেছে সাথে অবাকও।আসলে ওই টিস্যু টি তে ছিলো কাজল লাগানো আর নীলিমার পুরো মুখের চারিদিকে কাজল লেপ্টে আছে তাই দেখে চারু হাসছে।

অন্যদিকে নীলিমা তো রেগে আগুন🔥।

নীলিমাঃথাকবইনা এখানে😡😡😡😡।
আনাফঃআরে আরে নীলিমা শুন🙄।

নীলিমা চলে যায়।নীলিমা চলে গেলে আনাফ চারুকে জিজ্ঞেস করে কেনো এত্ত বেশি হাসছিলো তখন?চারু সবকিছু বলে,শুনে আনাফও হাসতে থাকে।

🔥🔥🔥🔥🔥

রাতে……🔥

খাওয়াদাওয়া শেষে আনাফ বিছানায় শুয়ে আছে আর চারু ড্রেসিংটেবিলে বসে চুল আঁচড়াচ্ছে।

আনাফঃচারু কী করো?
চারুঃএইতো আয়নার সামনে চুল আচড়াই!
আনাফঃআমি যদি দেখতে পেতাম তাহলে কী করতাম জানো?
চারুঃকী করতেন?(ভ্রু কুচকে)
আনাফঃএসে তুমাকে পিছন থেকে জড়িয়ে ধরতাম এরপর তো…..
চারুঃহইছে হইছে আর বলতে হবে না লুচু কোথাকার😡।

চারু লজ্জায় লাল হয়ে যায় আনাফের এমন কথা শুনে।আর আনাফ চারুর এমন কথা শুনে হাসতে থাকে।

এরপর চারু আনাফকে ঘুমিয়ে যেতে বলে নিজেও সোফায় ঘুমাতে যায়।চারুকে সোফায় যেতে দেখে আনাফ বলে—-

সোফায় যাচ্ছ কেনো।(আনাফ)
শুতে যাচ্ছি।(চারু)
না, সোফায় কেনো শুবে বিছানায় জায়গা থাকতে?(আনাফ)
না না আমি আপনার পাশে ঘুমাবো না😒।(চারু)

আনাফের জোরাজোরি তে বিছানায় আনাফের পাশে গিয়েই শুয়ে পরলো চারু।মধ্যখানে একটা বড় আকারের কোলবালিশ রয়েছে কিন্তু হুম😒।

🔥🔥🔥🔥

পরেরদিন সকালে…….♥

চলবে♥…..

চারুর সংসার
Written by Nowshin Noor
পর্ব_৭

(সবারই একটা প্রশ্ন আনাফ কী চোখে দেখে?আবার অনেকে মনে করছেন আনাফ চোখে দেখতে পায়।যাই হোক মনে হতেই পারে।কারণ আমি বলছি যে আনাফ ল্যাপটপ চালাচ্ছে।[যারা চোখে দেখতে পায়না তারা কিন্তু বই পড়তে পারে এতদ্বারা বুঝায় ল্যাপটপ চালানো বেশ কঠিন কিচ্ছু না।]এবং আনাফ চারুকে সোফায় যেতে দেখেছে😁 এটা আমি লিখেছিলাম।এটা রহস্য!আসতে আসতে সব জানতে পারবেন।যেহেতু বেশিরভাগই বলেছেন গল্প বড় করতে আর অনেকে না বলেছেন।আমি গল্প বড় করবো।যাদের প্যাচ গুচ ভাল্লাগেনা তারা পড়বেন না জোর করবো না।অনেকে বলছেন বড় করবেন না বড় করলে পড়ত ভাল্লাগেনা,প্যাচ ভাল্লাগেনা। তাদের বলছি পড়বেন না।আমার কী এত ঠেকা পড়ছে যে সময় নস্ট করে বড় করে প্যাচ দিয়ে লেখবো?আমি তো চাইলেই অগোছালো করে গল্পটা শেষ করে দিতাম!লিখি তো আপনাদের জন্য!আপনাদের থেকে উৎসাহ পাই ভালোলাগে লিখি!তো যাদের ভালোলাগে পড়বেন।প্যাচমুচ থাকবেই রহস্য থাকবেই😊😊)
.
🍂
.

আনাফের জোরাজোরি তে বিছানায় আনাফের পাশে গিয়েই শুয়ে পরলো চারু।মধ্যখানে একটা বড় আকারের কোলবালিশ রয়েছে কিন্তু হুম😒।

সকালে♨

চারু ঘুম থেকে উঠে দেখে আনাফ এখনও ঘুমিয়ে আছে।নিজে উঠে গিয়ে ফ্রেশ হয়ে মা,শবনমের সাথে নাস্তা করে।

অন্যদিকে……

নীলিমাঃচারুর বাচ্চা😤😤।শয়তানের হাড্ডি। কাল আমার সাথে কী করলো??!!!আমার মুখে কালি লাগিয়ে দিলো!কাল সবার সামনে আমাকে অপমান হতে হয়েছে!কত্ত হেসেছে সবাই।তোকে তো আমি দেখে নিবো তুই আমার আনাফকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস😡।আমি আনাফের সব সত্যি বলে দিবো দেখবো কিভাবে সংসার করো আনাফের সাথে।গেট রেডি বেবি!আমি আসছি তোমাদের সংসারে আগুন লাগাতে😁😁।(শয়তানী হাসি দিয়ে)

🌹🌹🌹

আনাফ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বারান্ধায় বসে আছে।তখনি শবনম আসে সেখানে……

শবনমঃভাইয়া….
আনাফঃআরে শবনম! বল..
শবনমঃভাইয়া এভাবে আর কত দিন?(অসহায় দৃস্টিতে)
আনাফঃনারে,আর বেশিদিন নয়!১ বছর পুর্ণ হতে বেশিদিন নয়।ওই রকির জন্য আমাকে শাস্তি পেতে হচ্ছে।বিনা অপরাধে আমি শাস্তি পাচ্ছি।১ বছর পুর্ন হোক আমি ওই রকিকে তিলে তিলে মারবো(প্রচন্ড রেগে)
শবনমঃকুল ভাইয়া কুল🥶।
শবনমঃভাইয়া আপু যখন সব সত্যি জানতে পারবে তখন কী হবে বুঝতে পারছ কী হবে?
আনাফঃহ্যা রে কিন্তু কিচ্ছু করার নাই😭।

চারু এদিকেই আসছিলো। অখান থেকেই সবকিছু শুনতে পেলো।রুমে ঢুকেই বলল…

চারুঃএই কিসের ১ বছর আরও কি যেনো? কী বলছিলে তোমরা🤨।আমাকে একটু বুঝিয়ে বলতো।
শবনমঃনা…..না কিচ্ছু না।
আনাফঃহ্যাঁ হ্যাঁ আমরা এমনিতেই গল্প করছিলাম
চারুঃহুম🤨🤨।

🔥🔥🔥🔥

বিকেলে…..

নীলিমা আসে চারুদের বাসায়।নীলিমাকে দেখে চারুর ওকে আরেকটু শিক্ষা দিতে মন চায়।তাই সব প্রিপারেশন নিয়ে রাখে।

নীলিমাঃআনাফ আমি শপিং এ যাবো বুচ্ছিস কিন্তু একা যাবো না চারু যাবে আমার সাথে প্লিজ্জ পার্মিশন দে প্লিজ প্লিজ প্লিজ প্লিজ।
আনাফঃওকে নিয়ে যা।আমার কোনো আপত্তি নেই😊।
নীলিমাঃতুমি যাবে না চারু?
চারুঃহ্যা হ্যা।(জোরে হেসে)

হঠাৎ চারুর মাথায় শয়তানী বুদ্ধি আসে।সে বলে…

চারুঃঅবশই যাবো!তুমি বলেছো আর আমি না গিয়ে পারি? বলো?
নীলিমাঃহ্যা হ্যা🙄।

চারুঃকিছু খাবা নীলিমা?
নীলিমাঃকালকের ঘটনা মনে পড়তেই নীলিমা জোরে বলে এই না,না,, না খাবো না🤮

🌹🌹🌹

দুজন শপিং করতে চলে যায়।আর চারুর মাথায় ঘুরতে থাকে কিভাবে নীলিমাকে জব্দ করবে।মুখে চুইংগাম ছিলো চুইংগাম চিবোতে চিবোতে বিড়বিড় করছিলো হঠাৎ মাথায় দুস্টু বুদ্ধি চলে আসে।সে চুপিচুপি নীলিমার চুলে চুইংগাম লাগিয়ে দেয়🤭।

চারুঃবেডি বুঝ মজা অন্যের স্বামীর সাথে লুচ্চামী করিস না?এখন দেখ! না পারছি খুন করতে না পারছি কিছু বলতে!এখন বুঝবি চারু কী জিনিস কত প্রকার ও কী কী😎।(মনে মনে)

দুজনে শপিংমলে ঢুকে….

নীলিমা বেছে বেছে ড্রেস কিনছিলো।আর চারু যেটা দেখছিলো সেটা দেখে বলছিলো এটা নেই এটা নেই নীলিমাও হ্যা বলছে কী আর বলবে বেচারি!

চারু শপিংমলের অর্ধেক ড্রেস কিনে ফেলে।নীলিমা না পারছে কিছু বলতে না পরছে সইতে।রাগে নীলিমার মাথা ফেটে যাচ্ছে তবুও কিছু বলছে না।

বিল পেয় করতে গিয়ে দেখে….

চলবে..♥

চারুর সংসার
Written by Nowshin Noor
পর্ব_৮
.
🍂
.

বিল পেয় করতে গিয়ে দেখে সব টাকা শেষে আরো অনেকগুলো লাগবে।নীলিমা যেগুলো সাথে করে নিয়ে এসেছিলো সেগুলোতে হবে না।এরপর আরো ১ ঘন্টা দাড়িয়ে টাকা আনিয়ে পেয় করে বাসায় আসলো। দুজনেই টায়ার্ড।

বাসায় এসে….

চারুঃবেশ মজা দেখিয়েছে!উফফ কী যে আনন্দ লাগছে না😍।যখন দেখতে পারবে চুলে চুইংগাম তখন আরো ভাল্লাগবে!

নীলিমাঃকেনো যে মুখে আনছিলাম চারুকে নিয়ে শপিংমলে যাবো😡😡।আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে।বদের হাড্ডি🤬।

নীলিমা চুল আচড়াতে আচড়াতে হঠাৎ দেখে চুলে চুইংগাম রাগে তার মাথা ফেটে যাচ্ছিলো।

নীলিমাঃআমি নিসচিত এই কাজ অই মেয়েই করেছে।কত্ত শখ করে চুল বড় করেছি।না এর একটা হেস্তনেস্ত করতেই হবে 😡😡।

নীলিমাঃচারুউউউউউউউউউউউউউউউ!
চারুঃকী কী?কী হয়েছে ঘরে কী ডাকাত পড়েছে?এভাবে চিল্লাছো কেনো?
নীলিমাঃচিল্লাছি কেনো????????আমার চুলে চুইংগাম কে লাগিয়েছি?
চারুঃআমি লাগিয়েছে!
নীলিমাঃকেনো(জোরে, চিল্লিয়ে,রেগে)
চারুঃবেশ করেছি!
নীলিমাঃতুমিইইইই বেশি বেড়ে গেছো।আমি এক্ষুনি গিয়ে আন্টিকে তোমার কুকর্মের কথা জানিয়ে দিচ্ছি(রেগে)

চারুঃহিহিহি!তেলাপোকা চিনো???
নীলিমাঃহ্যা…হ্যা…..তো..তো কী হয়েছে!(ভয়ে,তোতলিয়ে)
চারুঃ৪/৫ টা এনে শরিরে ছেড়ে দিবো😁😁।
নীলিমাঃএএএএএইইইইইই ন্না নায়া

নীলিমা ভয়ে দৌড় দেয় আর চারু হাসতে হাসতে হাসতে শেষ।

নীলিমাঃকী সাংঘাতিক মেয়েরে বাবা।আর এখানে থাকা যাবে না কেটে পড়ি রে বাবা। উফফফফ😢।

🔥🔥🔥

চারুর সেবা যত্নে আনাফের পা ঠিক হয়ে যায়।এভাবেই ১ সপ্তাহ কেটে যায়।আনাফ আর চারু অনেকটাই কাছাকাছি এসেছে এ কদিননে♥।

কিছুদিনপর……

নীলিমা আবার চারুদের বাসায় আসে কিছুদিন পর।নীলিমা, চারু,শবনম সবাই বসে আড্ডা দিচ্ছিলো!

নীলিমাঃআচ্ছা আসো আমরা একটা ট্রিপে যাই ফুল ফ্যামিলি অনেক মজ্জা হবে!কী বলো চারু,শবনম?
চারুঃউফফফফ জোস হবে😍।
শবনমঃএকদম♥।

চারুঃআগে বাসার সবার সাথে তো কথা বলতে হবে নাকি😒।
নীলিমাঃহ্যা😏।

নীলিমাঃতুমি আমার কাছ থেকে আনাফকে কেড়ে নিয়েছো।আমিও আনাফের কাছ থেকে তুমাকে কেড়ে নিবো😆😆😆😆।(মনে মনে)

নীলিমাঃশবনম তুমি একটু যাও তো এখান থেকে আমার চারুর সাথে একটু কথা আছে।
শবনমঃকী কথা?আমার সামনে বল্লে কী হয়😒।
নীলিমাঃশবনম!!(চোখ রাংগিয়এ)
শবনমঃহুহ😏😏যাচ্ছি😏।

শবনম চলে যায়!

নীলিমাঃআচ্ছা চারু তোমার কী সত্যিই মনে হয় আনাফ চোখে দেখে নাঃ)

চারুঃমানেয়য়?

নীলিমাঃআনাফ কী আসলেই চোখে দেখে না!

চারুঃতুমি কী বলছো আমি কিছুই বুঝতে পারছিনা সব মাথার উপর দিয়ে যাচচ্ছে!! উফফফ🤧।আমাকে মা ডাকছে আমি গেলাম।

নীলিমাঃশিট🤧🤧🤧🤧🤧।

চারু চলে যায় আর নীলিমা এখানেই থাকে!চারু মায়ের কাছে যায়❤।

চারুঃমা আমায় ডেকেছিলেন??
মাঃহ্যা!আচ্ছা আহান কোথায়?
চারুঃমানে আহান কে?
মাঃম…..মা…..নে আ…নাফ😖।
চারুঃঅহহহ🙄🙄উনি রুমে আছেন।

চারুর মাথায় ঘুরতে থাকে আনাফ কে?কিছুক্ষন পর ভুলে যায়।চারু ভাবে এ বাড়িতে আছে অনেকদিন কিন্তু ছাদে যায় নি এখনো!ভাবে আজ ছাদে যাবে♥।

চারু ছাদে যায়। ছাদ টা অনেক সুন্দর ছিলো।চারুর মন ভরে যায়😍।চারু হাটছিলো কিছুদুর যেতেই দেখে একটা রুম সেখানে স্টোর রুমে মতো।সে আগ্রহ নিয়ে সেখানে যায়।দরজা খুলতে যাবে দেখে লক করে মানে তালা লাগবে🙄।

চারুঃউফফফ😓🤦‍♀।আমি এখন চাবি কই পাবো?

চারু সেখান থেকে আসতে নিলে দেখে দরজার নিচে কিছুএকটা পড়ে আছে!সে সেটা তুলতেই দেখে একটি ছবি।সেখানে আনাফের ছবি আছে অদ্ভুত হচ্ছে গিয়ে দুটো ছবি আর দুটোই আনাফের।যদি বুঝা যেতো যে একই ড্রেসে তাহলে মানতাম।কিন্তু দুই ড্রেসে দুজন আনাফ।চারুর মাথা ঘুলিয়ে আসছিলো সে দৌড়ে ছবিটি যেভাবে দরজার নিচে ছিলো সেভাবে রেখে চলে যায়।

চারুঃউফফফ এখানে আর কিছুক্ষণ থাকলে আমি পাগল হয়ে যেতাম। কিন্তু কিছু তো রহস্য আছে🥴।

চারু এইসব আর ভুলে যায়।|||||||পুরো পরিবার মিলে প্লান করে কক্সবাজার যাবে ১ সপ্তাহের জন্য।সবাই খুশি!সবাই পেকিং করছে।কিন্তু নীলিমা একটু বেশিই খুশি🙄🙄।পরশুদিন তাদের ফ্লাইট।চারু নিজের পেকিং শেষে করে আনাফের টা পেকিং করছে।

চলবে…….

চারুর সংসার
Written by Nowshin Noor
পর্ব_৯
.
🍂
.

চারু এইসব আর ভুলে যায়।|||||||পুরো পরিবার মিলে প্লান করে কক্সবাজার যাবে ১ সপ্তাহের জন্য।সবাই খুশি!সবাই পেকিং করছে।কিন্তু নীলিমা একটু বেশিই খুশি।পরশুদিন তাদের ফ্লাইট।চারু নিজের পেকিং শেষে করে আনাফের টা পেকিং করছে।

পেকিং করচিলো চারু আর গল্প করছিলো আনাফের সাথে।

চারুঃআচ্ছা নীলিমা কী যেন বলল!আপনি চোখে কী দেখেন নাকি না এসব!
আনাফঃমানেএএএ! নীলিমা এসব বলেছে?(রেগে)
চারুঃহ্যা।
আনাফঃআচ্ছা।
চারুঃআপিনাদের ছাদে যে ছোট স্টোর রুম রয়েছে সেটি….
আনাফঃতুমি অখানে গিয়েছিলে?(রেগে)
চারুঃহ্যা।
আনাফঃআর কোনদিন যদি তোমাকে ওই রুমে যেতে দেখেছি! আমার থেকে খারাপ কেউ হবে না মনে রেখো।

চারুঃকী আছে ওই রুমে?যে আমি যেতে পারবো না!আমি তো ওইই রুমে যাবইইই যাবো।চাবি আমাকে খুজে বের করতেই হবে।(মনে মনে)

তখনি সেখানে শবনম আসে।

শবনমঃআপু এদিকে একটু আসো তো!একটু কথা আছে।
চারুঃআচ্ছা আসছি।

চারু শবনমের রুমে যায়।

চারুঃহুম বলো।
শবনমঃআপু তোমার কী আগের কিচ্ছু মনে নেই?
চারুঃনা তো!!মানে তুমি কী বলতে চাইছো?ভালো করে ক্লিয়ার করে বলো!
শবনমঃনা এমনিতেই বল্লাম।আচ্ছা আমি আসি আপু।

চারুঃএই,এই শবনম শুনো!!

শবনম চলে যায় সেখান থেকে।হঠাৎ চারুর মনে পড়ে আহান নামটার কথা!সে ভাবে আনাফকে জিজ্ঞেস করবে তাই রুমে চলে যায়।

🔥🔥🔥

চারুঃআচ্ছা আহান কে?
আনাফঃহু?
চারুঃআহান কে?
আনাফঃজানিনা!হয়তো কারো নাম হবে।তুমাকে কে বলেছে?
চারুঃমা-ই তো বললো আহান কোথায়।
আনাফঃকী জানি!হয়তো মা মজা করে বলেছে।
চারুঃহুউউউ!

চারু ভাবে হচ্ছেটাকে।আনাফ |আহান?অন্যদিকে সেই ছবি!নীলিমার প্রশ্ন?স্টোর রুমে যাওয়ায় আনাফের রাগ করা!!নিশ্চয়ই কোনো রহস্য আছে।

সবাই ঘুমিয়ে পড়ে একটু তাড়াতাড়ি কারণ কাল কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা দিবে সবাই।

পরেরদিন সকালে…..

সবাই উঠে পড়ে তাড়াতাড়ি।চারু ও আনাফ ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলো।আনাফ চারুকে বলে যে তার চুল গুলো আচড়ে দিতে চারু প্রথমে পারবে না বল্লেও পরে রাজ্বি হয়ে যায়।চারু যত্ন করে আনাফকে চুল আচড়িয়ে দিচ্ছিলো হঠাৎ আনাফ চারুর কোমড় জড়িয়ে ধরলো আর চারু কেপে উঠলো।

চারুঃছাড়ুন বলছি!দেখছেন না চুল আচড়াচ্ছি।অসভ্য কোথাকার!
আনাফঃঅসভ্যতামির দেখলে কী?

তখনি নীলিমার উপস্থিতি ঘটে। নীলিমাকে দেখে চারু চুল আচড়ানো শুরু করে আর আনাফ চারুর কোমড় ছেড়ে দেয়।

আনাফঃরোমান্সের সময় সবসময় এই বেডি আইসা হাজির হয় যত্তসব(মনে মনে)

নীলিমাঃআরে চারু তুমি আনাফের চুল আচড়িয়ে দিতে পারছই না দাড়াও আমি দেই।আমার কাছে চিড়ুনি টা দাও।

চারু নীলিমার হাতে দেয়।যখনি নীলিমা আনাফের মাথায় হাত দিতে যাবে তখনি শবনম ডাক দেয় নীলিমাকে।

উফফফফ(নীলিমা)

নীলিমা চলে যায় আর চারু আনাফের ওয়াড্রবে হাত দেয় কী একটা খুজতে খুজতে।তখনি কাপড়ের চিপায় একটা লকেট পায়।যেটা সে অনেক আগে দেখেছে বলে মনে হচ্ছে কিন্তু কিছুতেই মনে করতে পারছে না অনেক ভাবলো তবুও মনে করতে না পেরে আনাফকে জিজ্ঞেস করলো———

চারুঃআচ্ছা দেখেন তো এই লকেট টা কার। আমার মনে হচ্ছে আমি কোথাও এটা দেখেছি কিন্তু কিছুতেই মনে করতে পারছিনা।
আনাফঃ_______________
চারুঃঅহহ হ্যা আমি ভুলেই গিয়েছিলাম যে আপনি দেখতে পারবেন না!সর‍্যি।
আনাফঃতুমি কী এটা আমার ওয়ার্ড্রব থেকে নিয়েছো?
চারুঃহ্যা!!

এটা শুনতেই আনাফ ছু মেরে চারুর হাত থেকে লকেট টি নিয়ে নেয়।

আনাফঃতুমি কেনো এগুলো দেখতে গেলএ?এটা কার এসব তুমাকে জানতে হবে না ওকে?
চারুঃপ্লিজ্জজ্জজ্জজ বলেন না এটা কার প্লিজ্জজ্জ!

আনাফ কিছু না বলে চলে যায়।আর চারু অবাক হয়ে যায়।লকেট টি কার আর সে কোথায় দেখেছে এসব ভাবতে ভাবতে তার মাথা ব্যাথা চলে আসে।

চারুঃনা আর ভাবতে পারছি না!!উফফফফ!

চারু আর কিছু না বলে চলে যায়।



সবাই বাসা থেকেবের হয় বিমানবন্দরের উদ্দেশ্য। সবাই পৌছে সব ঝামেলা শেষ করে সবাই প্লেনে উঠে।

প্লেনে♥

চারু ঘুমিয়ে গেছে আনাফের কাধে মাথা রেখে আর আনাফও বসে আছে চুপটি করে।আনাফ চারুর শান্তশিষ্ট ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে।হঠাৎ আনাফ আনমনেই চারুর কপালে ভালোবাসার পরশ একে দেয়।কেউ খেয়াল না করলেও নীলিমা ঠিকই খেয়াল করেছে।নীলিমা সারা পথ দুজনের দিকে কড়া নজর দিয়ে রেখেছে।এই রোমাঞ্চকর দৃশ্য দেখে তেলে বেগুনে জ্বলে উঠে নীলিমা।

নীলিমাঃআর বেশি দেরি নয় চারু তুমি মরতে।দেখবো আমার হাত থেকে তুমাকে কে বাচায়?(শয়তানি হাসি দিয়ে)

🔥🔥🔥🔥

কক্সবাজার পৌছিয়ে……..

মোট ৩ টা রোম নেওয়া হয়েছে।একটিতে চারু,আনাফ।অন্যটিতে মা,শবনম।আর অন্যেকটিতে নীলিমা একা।

তারা পৌছাতেই প্রচুর বৃষ্টি হয়।থামার কোনো নাম নেই। তাই আজ আর ঘুরতে বের হওয়ার প্লান করে না তারা।

পরেরদিন………

সবাই বের হওয়ার প্লান করে।সবাই বিচে যাবে বলে সিদ্ধান্ত নেয়।খালি আনাফ বাদে সবাই যাবে।আনাফের যেতে ভালো লাগছে না তাই সে যাবে না।সবাই আর জোর করেনা!

নীলিমাঃআচ্ছা আমি একটু পরে যাবো তোমারা চলে যাও।আমি কাজ শেষ করেই চলে আসবো।

সবাইঃআচ্ছা ঠিকাছে।।

🔥🔥🔥

সবাই বের হয়ে যায়।

সবাই বিচে পৌছায়।অনেক্ষন ঘুরাঘুরি করলো সবাই।তারা ভুলেই যায় যে নীলিমা এখনো আসেনি।শবনম ও মা ছবি তুলছিলো আর চারু অন্যদিকে দৌড়াতে থাকে।চারু দেখে সে উনাদের থেকে অনেক দূরে চলে আসছে এসব তোয়াক্কা না করে সে বালি দিয়ে এই সেই বানাতে লাগলো!!

🔥🔥🔥🔥

হঠাৎ………

কেউ পিছন থেকে চারুর মুখ চেপে ধরে।চারু চিৎকার করতে নিলে জ্ঞান হারিয়ে ফেলে!




চোখ খুলতেই নিজেকে অন্ধকার রুমে আবিস্কার করে চারু।বুঝতে পারে তার হাত,পা,সব বাধা।সে সামনের দিকে তাকায় দেখে নীলিমা কপালে হাত দিয়ে, পায়ের উপর পা রেখে বসে আছে।আর হাতে একটি গান।

চারুঃনীলিমা তুমিইইইইই??
নীলিমাঃহ্যা আমি!
চারুঃকী চাও তুমি? কেনো এমন করছো তুমি আমার সাথে?
নীলিমাঃআমি আনাফকে চাই আনাফকে।তুমি আমার পথের কাটা হয়ে আছো।তুমি আমার সবচেয়ে বড় শত্রু!আমি তুমাকে মেরে আনাফের হবো।
চারুঃছি!ছি!নীলিমা তুমি এতো নিচু?লজ্জা করে না তোমার?খালি একবার এখান থেকে ছাড়া পাই আমি দেখ বে তোমার কী হাল করি আমি।(রেগে)
নীলিমাঃতুমি এখান থেকে ছাড়া পাবে কিভাবে ভাবলে?এখনি মৃত্যু হবে তুমার!বাই বাই ফরএভার (গান সামনে এনে শয়তানি হাসি হেসে)

নীলিমা শ্যুট করতে নিলেই কেউ একজন এসে নীলিমার হাত ধরে ফেলে এবং গান টান মেরে হাত থেকে নিয়ে নেয়!!!

চলবে………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here