চারুর সংসার,পর্ব_২,৩

চারুর সংসার,পর্ব_২,৩
Written by Nowshin
পর্ব_২
.
🍁
.

গাড়ি এক বিরাট বাড়ির সামনে এসে থামলো।এত বড় বাড়ি😯।চকচক করছে পুরো বাড়িতে।চারু একদৃস্টিতে তাকিয়ে আছে।হঠাৎ আনাফ বলল…..

——কী হলো নামেন!

চারু হচকিয়ে যায় এই কথা শুনে।কাপা কাপা কন্ঠে বলে জ্বী জ্বী!!

চারুরা সবাই গাড়ি থেকে নামে।বাড়ির ভিতরে ঢুকে সবাই।চারু যতো আগাচ্ছে ততো অবাক হচ্ছে,কত বড়,সুন্দর বাড়ি।চারুকে আনাফের রুমে নিয়ে বসানো হয়।চারু পুরো রুমটা ঘুরে দেখে।অনেক বড় রুম।সাথে বারান্দা।বারান্দা টা চারুর অনেক পছন্দ হয়েছে💕।চারু কী করবে কিছুই ভেবে পাচ্ছেনা।অনেক আনইজি ফিল হচ্ছে ওর😖😨।

—–চারু……..

চারু নিজের নাম শুনতেই পিছনে ফিরে তাকায় দেখে আনাফের মা ডাকছে তাকছে😑।চারু কাপা কাপা গলায় বলল,,,,,

চারুঃজ্বী,বলেন
মাঃআমি তোমার কী হই?
চারুঃশাশুড়ি!!
মাঃতাহলে আমাকে মা বলে ডাকবে কেমন?
চারুঃআচ্ছা😊।
মাঃশুনো এখন থেকে আনাফকে দেখে রাখার দায়িত্ব তোমার।ওকে কখনো কস্ট দিও না🙂।ছোটবেলা থেকেই আমার ছেলেটা একা একা বড় হয়েছে।দেখতে পায় না,একা একা থাকতো।আমি তোমাকে বিশ্বাস করু।আমি জানি তুমি আমার বিশ্বাস ভাংগবে না।
চারুঃআমি আমার যথাসাধ্য চেস্টা করবো!আচ্ছা একটা কথা জিগ্যেস করি?
মাঃসিউর!
চারুঃআচ্ছা উনাকে কেউ চোখ দিলো না?আপনারা বিভিন্ন হাসপাতালে খুজতেন পেয়ে যেতেন।
মাঃনারে মা অনেক খুজেছি😥।পাইনি!পেলেও ওর ব্লাডের সাথে মিলেনা।ওর ব্লাড গ্রুপ এবি-🥺।
চারুঃবলেন কী!! আমারও তো এবি-☺
মাঃতাই নাকি☹।আচ্ছা আমি এখন আসি।কিচ্ছুক্ষন পর আনাফ আসবে রুমে🥰।
চারুঃআচ্ছা।

এই বলে উনি চলে যান। চারু বসে থাকে একা একা।কিচ্ছুক্ষন পর আনাফ আসে রুমে।শবনম মানে আনফের বোন এসে রুমে দিয়ে যায়।আনাফ কে খাটে বসিয়ে চলে যায় শবনম।

আনাফঃতুমি কী জানো আমি দেখতে পাই না!
চারুঃহ্যা জানি!
আনাফঃতাহলে জেনেশুনে কেনো বিয়ে করলে আমাকে?কেনো জেনেশুনে নিজের জিবন নস্ট করলে?
চারুঃ………(নিশ্চুপ)
আনাফঃআচ্ছা বাদ দাও।আচ্ছা ছাদে যাবে?আজকে আকাশটা অনেক সুন্দর।
চারুঃআপনি কিভাবে দেখলেন😯?
আনাফঃহাহাহাহা😅😅।আমি কীভাবে দেখবো?ফিল করেছি🙂।
চারুঃঅহহ আচ্ছা।চলেন যাই😚

আনাফ কে দুহাত দিয়ে ধরে চারু নিয়ে যায়।সিড়ির সামনে এসে আনাফ বলে আমি আর যেতে পারবো।ছেড়ে দাও।…..

চারুঃআজব তো!!সরেন আমি নিয়ে যাবো।
আনাফঃছাড়ো আমাকে আমি যেতে পারবো।
চারুঃজেদ ধরবেন না!

আনাফ একপ্রকার জোর করে চারুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সিড়ি দিয়ে উঠতে শুরু করে।টার্গেট করে ৩-৪ সিড়ি উঠতে পারে।আর বাকিগুলো উঠতে নিলেই পা পিছলিয়ে পড়ে যায়।চারু দৌড়ে আসে।

চারুঃদেখলেন তো?পড়ে গেলেন। বলেছিলাম না।ভালো কথা কানে যায় না।😕😡।এখন মাকে আমি কী বলবো??????

আনাফঃআগে তো আমাকে তুলো🙁😒।।

চারু অনেক কস্টে টেনে আনাফকে মাটি থেকে তুলে। এরপর নিচে চলে যায়।রুমে নিয়ে আসে।

চারুঃআরে আপনার পা তো মচকে গেছে।খুব ভালো হইছে।না পারলাম ছাদে যাইতো।বজ্জাত কোথাকার।

জোরে শব্দ করে হেসে দিলো আনাফ।চারুর রাগ সপ্তম আকাশে আনাফের হাসি দেখে।রাগে গজগজ করে আনাফকে বলে,,

—–খুব হাসি হচ্ছে না?? সরেন, আমি ঘুমাবো😡।
—–ইসস তোমার মুখের হাসিটা যদি দেখতে পারতাম।

আনাফের মুখে এমন কথা শুনে চারুর রাগান্বিত মুখ নিমিশেই ফ্যাকাসে হয়ে যায়।চারু আর কিছু না বলে আনাফকে ঘুমিয়ে যেতে বলে।আনাফও ঘুমানোর প্রস্তুতি নেয়।।চারু ওয়াশ্রুমে ঢুকে ফ্রেশ হতে।

চারুঃধুর ছাই☹।কারো বাথরুম এত্ত বড় হয় নাকি।মনে হচ্ছে আস্ত একটা হাতি🥴।আমাদের বাড়ির দুই রুম মিলেয়ও এত্ত বড় হবে না।উফফফ এখানে তো যে কেউ সংসার করতে পারবে সুখে শান্তিতে😒।ধুর ভাল্লাগেনা,এখানে কী আমি দৌড়াদৌড়ি করবো?🤦‍♀।আল্লাহ তুমি রহম করো যে এই বাথরুম টা বানাইছে🤦‍♀।(মনে মনে)

চারু বকবক করতে করতে বের হলো🤦‍♀।দেখে আনাফ ঘুমাই গেছে।চারু ও ঘুমিয়ে পড়বে ভাবে।কিন্তু কই ঘুমাবে সে?

চারুঃআচ্ছা আমি কই ঘুমাবো?আমি কী উনার পাশে গিয়ে শুবো?না না,,,🤦‍♀।আমার তো লজ্জা করে। কোথায় যে ঘুমাই☹।

চারু এদিক-ওদিক তাকায় দেখে পাশেই একটা সোফা আছে🤩।

—-এই তো পেয়েছি এই সোফায় ঘুমাবো।

একটা বালিশ এনে ঘুমিয়ে পড়ে চারু।

.
🍁
.

ফজরের আজান শুনে চারুর ঘুম ভাংগে।আড়মোড়া ভাংতে ভাংগতে উঠে চারু।বারান্দায় যায় চারু।

বারান্দায় শীতল হাওয়া বইছিলো।চারুর মন ভরে যায়।

চারুঃইশসসস এক কাপ চা/কফি হলে অনেক ভালো হতো!😒😒😒কিন্তু আমি এখানকার রান্নাঘর কিছুই তো চিনি না জানিনা।কিভাবে বানাবো😒।(মনে মনে)

চারু বারান্দায় দাড়িয়ে চোখ বুজে শীতল হাওয়া মন ভরে অনুভব করতে থাকে।কিচ্ছুক্ষন পর চারু ফ্রেশ হয়ে নামাজ পড়তে যায়।নিজের নামাজ পড়া শেষে আনাফ কে ডাকতে যায়।আনাফের ঘুমন্ত শান্তশিষ্ট চেহারা দেখে আর ডাক দেয় না। ভাবে সকালে উঠে পড়ে নিবে💗।

এরপর চারুও ঘুমিয়ে পড়ে।

সকালে❤………

চলবে……..

চারুর সংসার
Written by Nowshin Noor
পর্ব_৩
.
🍂
.

চারু বারান্দায় দাড়িয়ে চোখ বুজে শীতল হাওয়া মন ভরে অনুভব করতে থাকে।কিচ্ছুক্ষন পর চারু ফ্রেশ হয়ে নামাজ পড়তে যায়।নিজের নামাজ পড়া শেষে আনাফ কে ডাকতে যায়।আনাফের ঘুমন্ত শান্তশিষ্ট চেহারা দেখে আর ডাক দেয় না। ভাবে সকালে উঠে পড়ে নিবে💗।

এরপর চারুও ঘুমিয়ে পড়ে।

সকালে,,,,,,

চারু সকাল ৯ টার সময় উঠে পড়ে আবার।ঘুম থেকে উঠতেই দেখে সকাল ৯ টা বাজে একপ্রকার লাফ দিয়ে উঠে।তাকিয়ে দেখে আনাফ এখনো ঘুমাচ্ছে।চারু হাফ ছেড়ে বাচলো!

চারুঃআমি তো ভুলেই গিয়েছিলাম আমি এখন আর মামাবাড়ি নয় এখন আমি আমার শ্বশুরবাড়ি।যাক বাবা অন্তত মামির ঝাড়ি খেতে হবে না লেইট করে উঠলে😍(মনে মনে)

চারুঃকিভাবে ভাবলাম আমি আর ঝাড়ি খেতে হবে না😒।শ্বাশুড়ির ঝাড়িও তো খেতে পারি নাকি😒😒।যাই হোক ফ্রেশ হতে যাই।

চারু ফ্রেশ হতে চলে গেলো।চারু ফ্রেশ হয়ে বারান্দায় যায়।বারান্দার ফুল গাছ গুলোতে পানি দেয় আর গুনগুন করে গান গাইতে থাকে🌸

অন্যদিকে আনাফের ঘুম ভাংগে চারুর গুনগুন করে গাওয়া গানের শব্দে❤।আনাফ বুঝতে পারে চারু গান গাইছে।নিজের অজান্তেই আনাফের মুখে হাসি ফুটে।সে বিছানা থেকে নামতে নিলেই পায়ে প্রচন্ড ব্যাথা পায়।ব্যাথার চুটে আনাফ শব্দ করে আহহহহহহ করে😰।

চারু বারান্দা থেকে শুনতে পেয়ে দৌড়ে আসে।এসে দেখে আনাফ মাটিতে বসে আছে পায়ে হাত দিয়ে।

চারুঃকী হয়েছে?আর হঠাৎ এভাবে পড়ে গেলেন কিভাবে?আপনি একা একা হাটতে নিলেন কেনো? কখন উঠেছেন ঘুম থেকে?আমাকে ডাক দিতেন আমি ধরে নিয়ে যেতাম!!!
আনাফঃআহহহহহা😕এত্ত অস্থির হচ্ছো কেনো?আমি বিছানা থেকে নামতে নিলেই পড়ে যায় হাটতে পারছিলাম না😰।মাটিতে পা ফেলতে পারছি না।আসলে ক.কা.ল রাতের পড়ে যাওয়া…….
চারুঃখুব ভালো হয়েছে খুব।বলেছিলাম না আমি😡😡😡😡।এখন মাকে আমি কী বলবো?🤬🤬
আনাফঃ😒😒😒😒😒😒

৳ক৳

চারু আনাফকে শুইয়ে দেয় বিছানায় আবার।

চারুঃআমি আপনার জন্য চা-নাস্তা নিয়ে আসছি।চুপচাপ শুয়ে থাকেন।
আনাফঃআচ্ছা🤫।আমার ল্যাপটপ টা দিয়ে যাও প্লিজ্জজ্জ আমার একটু কাজ আছে😒😒।
চারুঃআপনি ল্যাপটপ চালাবেন কীভাবে?
আনাফঃআরে আমি এগুলো পারি😎😎।
চারুঃঅহহহহ।আচ্ছা আমি আসছি।

চারু রান্নাঘরে চলে গেলো।রুম থেকে বেরিয়ে হাটা শুরু করলো কিচ্ছু চিনেনা জানেনা।

চারুঃআল্লাহ এত্ত বড় বাড়ি।আমি তো হারাই যাবো এখানে😨।কোথায় যে পাই কিচেনটা খুজে🙄।(বিড়বিড় করে)

তখনি মা আসলেন হাতে একটা ট্রে।চারুকে বিড়বিড় করতে দেখে বল্লেন।

—–কীরে চারু কী বকবক করছিস?
—–না না কিছু না।উনার জন্য নাস্তা নিতে আসছি কিন্তু কিচেনটা তো খুজে পাচ্ছিনা😨।
——তোকে আর খুজতে হবে না এই নে আমি নিয়ে আসছি। পুরোটা খাইয়ে রেখে দিস।কেয়ার টেইকার এসে নিয়ে যাবে।তোকে রেখে আসতে হবে না।
——–ওকে থ্যানকু😘😘😘😘

.
🍂
.

চারু নিজেদের রুমে নাস্তার ট্রে নিয়ে যায়।দেখে আনাফ ল্যাপটপ চালাচ্ছে।ট্রেটা রাখতে রাখতে আনাফকে বলে……

চারুঃপায়ে কী খুব বেশি ব্যাথা করছে?
আনাফঃহ্যা🤕।(অসহায় দৃস্টিতে)

চারুঃআপনাকে আমি বলেছিলাম না যে আমি ধরে নিয়ে যাবো?কথা শুনলেন না কেনো?এখন মজা বুঝেন🤬🤬।
আনাফঃতো এখন আমি কী করবো😒😒?যা হওয়ার তা তো হয়ে গেছে🤕।
চারুঃআচ্ছা এখন খাবার এনেছি খাবেন তারপর মালিশকরে দিবো পায়ে।
আনাফঃনা আমি কিচ্ছু খাবো না!আমাকে এককাপ ব্লাক কফি এনে দাও😒।
চারুঃ🤬🤬।আগেও জেদ ধরে পায়ের সর্বনাশ করেছেন এখন আবার জেদ ধরছেন।মেরেই ফেলবো🤬।

চারু মারার ভান করে আনাফের দিকে আগায়।আনাফ ভয় পেয়ে বলে…….

আনাফঃএই না,না😒🤕
চারুঃএইতো লাইনে এসেছো বাবু😁😁।

এরপর?????????

চলবে……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here