অনুভূতিরা শীর্ষে 💗,পর্ব_১১

অনুভূতিরা শীর্ষে 💗,পর্ব_১১
লেখনিতে_সুমাইয়া ইসলাম মিম

ভাইয়ার সাথে সেন্টারে গিয়ে আম্মুর কাছে চলে গেলাম। আপু নাকি আমাকে অনেকবার খুঁজেছে তাই আপুকে খুঁজতে খুঁজতে চলে গেলাম স্টেজের সাইডে যেখানে ফটোশুট হবে সেখানে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এই ডেকোরেশন এর দায়িত্বে ছিল ভাইয়া। এখানে এসে আপুকে পেয়ে গেলাম। আপুর ফটোশুট চলছিল। আমাকে দেখে আপু এগিয়ে এলো। আমিও হালকা হেসে এগিয়ে গেলাম।

-তুই আমার সাথে কেন যে পার্লারে গেলিনা!

আমি মুচকি হেসে বললাম,
–বাদ দাও তো! পার্লারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা আমার কর্ম নয়।

আপু হেসে বলল,
-তাতেও আমার বোনকে মাশাল্লাহ সবচেয়ে সুন্দর লাগছে। তোর মাঝে কোন কৃত্রিম সৌন্দর্য নেই! সব প্রাকৃতিক।
আমি মুচকি হাসলাম। আজ মন ভালো নেই। একটু পর আপু তার শ্বশুরবাড়ি চলে যাবে। আমিও ব্যস্ত হয়ে পড়বো নিজের পড়াশোনা নিয়ে! যাইহোক। সবার সামনে মন খারাপ টা প্রকাশ করতে চাইছি না। যথাযথ চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করতে। কালকের ওই বিষয়টা যেন মাথায় ঝেঁকে বসেছে। আসলেই কি ওইরকম একটা ইন্সিডেন্ট ভুলা যায়! কি পরিস্থিতিতে আমি পড়েছিলাম তা ভাবতেই এখনো গায়ে কাঁটা দেয়। তার উপর ওই বজ্জাত সাদাদ উলটাপালটা কথা বলে আরো মনটা বিষিয়ে দিলো। ভাবনার প্রহর কাটলো আপুর স্পর্শে। আপু আমার হাত টান দিয়ে নিয়ে গেলো ছবি তুলবে বলে। আজ আপুর বিয়ে! কোথায় সে কান্না করবে কিন্তু এই কনেকে দেখলে যেকেউ বলবে মাশাল্লাহ এই মেয়ে যেন কখনো না কাঁদে! আপুকে খুব মিষ্টি লাগছে। আর আপুর কান্না কেন পাবে? কত অপেক্ষার পর আরফান ভাইয়া আর আপু এক হচ্ছে। তাদের খুশির সীমানা নেই। আপু আরফান ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে তা আপুর ওই হাস্যজ্জ্বল মুখটা দেখলেই বোঝা যায়। অনেক ছবি তুললাম আমি আর আপু! আমারও অনেক সিংগেল ছবি তোলা হলো। বুঝি না কনে হচ্ছে আপু কিন্তু ওনারা আমাকে নিয়ে কেন মেতে আছে। আজব! কোনমতে এখানটা সামলে আমি বেরিয়ে এলাম। এর পর আম্মু আর আব্বুর সাথে মিলে সব গেস্টদের আপ্যায়ন করছি। বরপক্ষ আস্তে আস্তে আসছে। আমি গিয়ে গেট ধরলাম। ওখানেও ওই শয়তানটা আছে। কি অসভ্যভাবে আমার দিকে তাকিয়ে আছে। আর পাশেই সাদিয়া আপু! তার মনটা বেশ ভালো। বারবার ওই লোকটার হাত জড়িয়ে ধরছে। লোকটাও হেসে আপুকে জড়িয়ে নিচ্ছে। আরফান ভাইয়ার সাথে যখন টাকা নিয়ে তর্কাতর্কি করছিলাম তখন সাদাদ ভাই এসে আরফান ভাইয়ার পাশে দাঁড়ালেন। আমার সাথে কথা বলতে চাইছিলেন কিন্তু আমি আমার কাজিনদের এখানে রেখে আমি ভিতরে চলে গেলাম। একেতো ওই শয়তানটার কুনজর আমাকে মেরে ফেলছিলো। আর এই সাদাদ ভাইকে এখন আর আমার একদম সহ্য হয় না। জাহান্নামে যাক সব!

.
অবশেষে ১৫ হাজার টাকা নগদ দিয়ে গেট দিয়ে ঢুকেছে তারা। তারা চাইলে এক লাখ টাকাও অনায়াসে দিতো কিন্তু এখানে কেউই টাকার জন্য গেট ধরে নি। মজার জন্য গেট ধরার রীতি। যেহেতু আমার সব কাজিন মেরিড এবং সব চাকরি করে তাই না চাইতেও সব টাকা আমার পকেটে ঢুকলো। কেউই এক টাকাও নিলো না। অনুষ্ঠান সুন্দর ভাবে শুরু হয়ে গেছে। প্রথম ব্যাচ খাওয়াও শেষ। এখন দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে। সেই থেকে শয়তানটা আমার পিছে পড়ে আছে। আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে। তাই একা কোথাও যাচ্ছিও না। খুব অসহায় লাগছে নিজেকে। এখানে কোন সিনক্রিয়েট হলে একে তো আপু কষ্ট পাবে আর অন্য দিকে সাদিয়া আপুও কষ্ট পাবে। অনেকক্ষণ ধরে সাদিয়া আপুকে দেখতে পাচ্ছি না আর না ওই সাদাদকে! এরই সুযোগ নিচ্ছে এই শয়তানটা। আমি তাড়াতাড়ি আম্মুর পাশে এসে দাঁড়িয়ে আছি।

.
আরফান ভাইয়া আর আপুর বিয়ে পর্ব শুরু হয়ে গেছে। আরফান ভাইয়া কাজী সাহেব যা যা বলছেন তার উত্তর দিচ্ছে। বারেবার আপুর দিকে তাকাচ্ছে। আর তাকানোর মাঝে মাঝে আপুকে চোখ টিপ দিচ্ছেন, আর তা দেখে আমার বোন লজ্জায় নত হয়ে যাচ্ছে। আমি এই মিষ্টি মুহূর্তটাকে ক্যাপচার করতে ভুললাম না। ক্যামেরাম্যান ও মনে হয় এটা মিস করে নি।

.
হঠাৎ করেই হাতে টান পড়ায় পাশে তাকাই কিন্তু কিছু বুঝার আগেই সাদাদ ভাই আমার হাত টেনে কোথাও নিয়ে যাচ্ছে। বারবার হাত ছুটানোর চেষ্টা করছি কিন্তু উনি আমার কোন কথাই শুনছেন না।

–আরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার হাত ছাড়ুন। আহ! হাতে ব্যাথা পাচ্ছি আমি!

উনি আমার কোন কথার ভ্রুক্ষেপ না করে হাতটা শক্ত করে ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে যাচ্ছে বললে ভুল হবে উনি রীতিমতো টানাহিচড়া করে আমাকে নিয়ে যাচ্ছে। নিজেকে আমি কন্ট্রোলই করতে পারছি না উনি যেভাবে টানছেন। টেবিলের সাথে এতো জোরে ধাক্কা খেলাম যে মনে হলো জানটা বেরিয়ে যাবে। পায়ে প্রচুর ব্যাথা পেয়েছি। এক হাতে তো আগে থেকেই ব্যাথা আর অন্য হাত এখন উনি যেভাবে ধরেছে তাতে এই হাতও অবশ হয়ে যাচ্ছে।

.
উনি আমাকে একটা রুমে এনে ছুড়ে ফেললেন। আমি উঠে হাত ধরে চোখ বুঝে ব্যাথা সহ্য করার বৃথা চেষ্টা করছি কিন্তু চোখের পানি আর বাধা মানলো না। উনি ঝট করে এসে আমার বাহু চেপে ধরলো। উনার মুখ কঠিন করে আমাকে বলল,

–আমি ভাবতেও পারি না তুমি এতোটা নিচ! কি করে পারো একটা মেয়ের জীবন নষ্ট করতে? আবার এমন ভান করছো যেন তোমার কোন ভুলই নেই! বাহ!

আমি উনার দিকে তাকাতেই দেখি উনার চোখ সম্পূর্ণ লাল। চোখে মুখে কাঠিন্যতায় ঘেরা। আমি ব্যাথাকাতুর শব্দ করে বললাম,

–আহ! আমার লাগছে প্লিজ দূরে সরুন! আমি কারো জীবন নষ্ট করি নি। কেন ভুলভাল কথা বলছেন?

উনি আমাকে আবার দেয়ালের সাথে চেপে ধরে বললেন,

–ওহ! আমি ভুলভাল কথা বলছি? হ্যাঁ? আর তুমি যা করছো তা সব ঠিক! তাইনা! ইচ্ছে তো করছে তোমাকে এখানে মেরে পুতে দি!

আমি আতকে উঠে ওনার দিকে তাকাতেই দেখি উনি আমাকে ছেড়ে দূরে গিয়ে ওদিক ফিরে আছে। আমি বাকশূন্য হয়ে রইলাম। একটাদিন আগেও আমি মনে করতাম উনি আমায় পছন্দ করেন কিন্তু আমি সম্পূর্ণ ভুল! উনি তো আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবেন না। আমার ভিতরে আর কোন ইমোশন কাজ করছে না। শুধু চোখ দিয়ে পানি ঝড়ে যাচ্ছে। এরপর উনি যা বললেন তাতে আমার চোখ বড় হয়ে গেলো।

–তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে। আমি তোমাকে এক বছরের জন্য বিয়ে করবো! এক বছর পর বিনা শর্তে তোমাকে আমি মুক্তি দিবো। তুমি আমার থেকে এক বছর পর মুক্তি পাবে। তখন আমার লাইফে তোমার কোন ভূমিকা থাকবে না। এমনকি তুমি কখনোই আমার থেকে স্ত্রীয়ের অধিকার পাবে না।

আমি কান্না করতে করতে বললাম,

–প্লিজ আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার এতো বড় ক্ষতি করবেন না প্লিজ!

উনি মুখ কঠিন করে বললেন,

–তুমি আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছো! এতোটুকু তো তোমাকে সহ্য করতেই হবে, তা নাহলে…..

–তা নাহলে?

উনি রাগে কটমট করতে করতে বললেন,

–তা নাহলে এখানে এমন সিনক্রিয়েট করবো যে তোমার বোনের বিয়ে এখানেই শেষ হয়ে যাবে। তোমার বোন তো আমার আরফানকে খুব ভালোবাসে তাই না। যদি বিয়েটা ভেঙে যায় তবে তোমার বোনের কি অবস্থা হবে ভেবে দেখেছো?

আমি আতকে উঠলাম! উনি আমার সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আঘাত করেছে। আমি কখনোই আমার বোনের এতোটুকুও কষ্ট আমি মানতে পারবো না। আমি অনবরত কান্না করেই যাচ্ছি! উনি আবার বললেন,

–কি? আমার শর্তে রাজি?

বাধ্য হয়ে রেজিট্রিতে সাইন করতে হলো আমার! শুধু আইনিভাবে না ধর্ম মোতাবেকও আমাদের বিয়ে হয়। কিন্তু আমি বুঝতে পারছি না এক বছরের শর্তের বিয়ের জন্য কেন এতো পরিপূর্ণ ভাবে বিয়ে করতে হবে? আর কপাল খারাপ হলে যা হয়। আমাদের বিয়েটা যেন বাচ্চাদের ছেলেখেলাই ছিলো। একটা বদ্ধরুমে আমার আর সাদাদ ভাইয়ের বিয়েটা হয়। কান্নার ফলে মাথা ব্যাথা করছে তবুও কান্না থামাতে পারছি না। উনার চেহারা দেখে বোঝা যাচ্ছে উনি আমার উপর চরম বিরক্ত! গাড়িতে বসে ফুঁপিয়েই যাচ্ছি!

.
সাদাদ ভাই আমার হাত ধরে ওনাদের বাসায় প্রবেশ করলেন। এই প্রথম আমি এই বাড়িতে এসেছি। এটা আমার আপুরও শ্বশুর বাড়ি! আপুর তো বরণও হয়ে গেছে সবাই যখন আপুকে নিয়ে ব্যস্ত তখনই আমাকে নিয়ে ঘরে প্রবেশ করেন উনি। আমার চোখ নিচের দিকে কিন্তু না তাকিয়েও বুঝতে পারছি সবার নজর আপাতত আমাদের দিকে। এবং সবাইই চোখে এক সমুদ্র বিষ্ময় নিয়ে তাকিয়ে আছে। তাতে উনার কোন ভ্রুক্ষেপ আছে নাকি তার সন্দেহ আছে। আমি অনবরত ফুঁপিয়েই যাচ্ছি! সাদিয়া আপু এসে আমাকে একবার দেখেই বললেন,

-এসব কি সাদ?

উনি ভ্রুক্ষেপহীনভাবে বললেন,

–বিয়ে করেছি আমরা!

সাদিয়া আপু সাথে সাথে এক চড় বসিয়ে দিলেন উনার গালে। উনি অবাক চোখে গালে হাত দিয়ে আপুর দিকে তাকিয়ে আছেন।
,
,
,
চলবে……………..❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here