হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-১৭ অন্তিম পর্ব

হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-১৭ অন্তিম পর্ব
লেখিকাঃফারু ইসলাম

“””এরিক পরম যত্নে নূর কে বেডে শুয়ে দিলো””””
“”””নূরের ঠোঁটে গভীর ভাবে চুমু খেলো এরিক”””””
“””তারপর এভি নাম্বারে কল দিয়ে কিছু কথা বলে ফোন রেখে বারান্দায় দিয়ে ছুটে বের হয়ে গেলো””””
“””নিল (নীল) এভি ডেকে উঠলো নীলকে””””
“””” নীল দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেকের সাথে কথা বলছে””””
“””এভির ডাকে দুজনে তাকালো”””
“””তোমরা কেউ দেখি নির(নূর) কে ডাকছো না যাও ডেকে আনো এভি বলে উঠলো””””
“””নীল মাথা দুলালো””
“”ড্রেক জানালো সেইও যাবে নূরের সাথে দেখা করতে'”””
“”””নীল আর ড্রেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে দেখলো এভিও উঠছে””””
“””” তারা প্রশ্ন বোধক দৃষ্টিতে তাকালো এভি বললো ও রেডি হয়েছে কি না আমি দেখতে চাই'”””
“”””নূরের রুমে ডুকে নীল মৃদুস্বরে চিৎকার দিয়ে উঠলো””””
“””” ড্রেক মাই গড বলে ছুটে নূরের কাছে গেলো””””
“””নূর যেখানে শুয়ে আছে তার আশেপাশে রক্তে ছড়াছড়ি””””
“””এভি না জানার ভান করে বললো কি হয়েছে কি নূরের ওর এই ভাবে ব্লাড যাচ্ছে কেনো””””
“””ড্রেক কঠিন কিছু বলতে গিয়েও দমে গেলো সব যে তার ভাইয়ের জন্য হচ্ছে তার নীলের সামনে এভিকে বলা যাবে না”””””
“”””নীল কোন রকম বললো ওকে এখনি হসপিটাল নিতে হবে””””
“””বাট নিচে মেহমান পুরে গেছে কীভাবে নিবো ড্রেক বলে উঠলো””””
“””নীল আর ড্রেক গভীর চিন্তায় পরে গেলো আসলে এতো মানুষের সামনে নিবে কেমনে ওরা তাকে””””
“””” এভি একবার নীল দিকে তাকাচ্ছে আরেকবার ড্রেকের দিকে””””
“””” তখনি হঠাৎ পিছন থেকে কেউ একজন কিছু একটা বলে উঠলো””””
“””আমি ওকে নিতে পারবো””””
“””সবাই চট করে পিছনে তাকিয়ে দেখে এরিক দাঁড়িয়ে আছে””””
“””এভি অবাক হলো এরিক তো বলছে যাতে করে নীল নূরকে হসপিটালে নিয়ে যায় তাহলে”””!!!!
“”””কেউকে আর কিছু না বলতে দিয়ে এরিক চট করে একটা চাদর দিয়ে নূরকে জড়িয়ে কোলে তুলে নিলো””””
“””ড্রেক তুমি নিচে গিয়ে জলদি পুরো বাসার লাইট বন্ধ করে দাও এরিক বলে উঠলো””””
“”ড্রেক ঘৃণা চোখে এরিকের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে দাঁড়িয়ে রইলো”””
“””এরিক ড্রেকে মৃদু ধমক দিয়ে বললো আশ্চর্য বেপার তুমি এই দাঁড়িয়ে আছো কেনো ওকে এখনি হসপিটালে নিতে হবে যাও””””
“””ড্রেক ছুটে চলে গেলো”””
“””নীল জানালো সেই নূরকে কোলে নিতে পারবে””””
“””এরিক তার রাগ কন্ট্রোল করে বললো যদি নিতে পারতে ওর এমন এক অবস্থা দাঁড়িয়ে চিন্তা করতেনা কি করা যায়””””
“””নীলের আর কথা জোগালো না ঠিকই তো নূরের শরীর থেকে সব রক্ত বের হয়ে যাচ্ছিল কিন্তু সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল””””!!!!
“”” চট করে পুরো বাসার লাইট বন্ধ হয়ে গেলো হৈ হুল্লোড় পরে গেলো কেন লাইট বন্ধ হয়েছে”””!!!!
“‘”” এর ভিতরে নূরকে বুকে সাথে চেপে ছুটে বের হয়ে গেলো এরিক তুফানের বেগে””””
“”” ড্রেক আর নীল হতবাক হয়ে গেলো তারা বাইরে এসে বললো তুমি তো আমাদের সাথে উপরে ছিলে কেমনে আসলে এতো জলদি””!!!!!
“”আমি দৌড়ে এসেছে নাহলে তোমাদের মত পিঁপড়া মত হাটলে নূর আমার কোলে জীবন দিবে কঠিন স্বরে বলে উঠলো এরিক””””
“”””অপারেশন রুমে নিয়ে গেলো নূরকে””””
“””ড্রেক আর এভি চেয়ারে বসে আছে আর অপারেশন রুমে বাইরে চিন্তিত মুখে এইদিক ঔদিক হাঁটছে এরিক আর নীল””””
“‘””একটা নার্চ বাইরে এসে জানালো নূরের রক্ত লাগবে প্রচুর পরিমান রক্ত চলে গেছে””””
“”””তারা আলরেডি দু ব্যাগ দিয়েছে আর এক ব্যাগ দিলে হবে বাট তাদের এখানে আর রক্ত নেই”””””
“”””নীল জানালো তার আর নূরের রক্তের মিল রয়েছে সেই দিবে””””
“””নীল নার্চের সাথে যাওয়ার সাথে সাথে ড্রেক তেড়ে আসলো এরিকের দিকে””””
“”” খুশি হয়েছো তুমি তোমার জন্য এই চমৎকার মেয়েটি মরতে বসেছে””””
“””এতোই যখন হেনাকে তোমার ভালো লাগে মাঝখান দিয়ে ওকে বিয়ে করলে কেন””””
“”” আজ শুধু তোমার বাচ্চার জন্য ও মরনের পথে আছে””””
“”” ড্রেক তার আগুল তুলে বললো ওর যদি কিছু হয় আমি তোমাকে ছেড়ে কথা বলবো না””””
“””এরিক পুরোটা সময় চুপ করে ছিল সেই শুধু একবার শান্ত মৃদুস্বরে জিজ্ঞেস করলো””””
“””আমার আর নূরের বিয়ের কথা তোমাকে কে বললো”””!!!!
“””কেমিলা যে তোমার একসময় প্রিয়সী ছিল ড্রেক দাঁতে দাঁত চেপে বললো””””
“””হোয়াট এভি মৃদুস্বরে চিৎকার দিয়ে বলে উঠলো””””
“”””হ্যা তোমাদের কেমিলা বলেছে আমাকে আর তুমি জিজ্ঞেস করছিলে না কি হয়েছে নীরের(নূরের)”””!!!!
‘””” আমি তোমাকে বলি তোমার ভাইয়ের বাচ্চা ওর গর্ভে”””
“””এমনেতে ওর প্রেগন্যান্সির অনেক সমস্যা ছিল ডা. বলছে বেবী নিতে না কিন্তু ও শুনে নি ড্রেক বলে উঠলো””””
“””এভি চট করে এরিকের দিকে তাকালো নূর তো এরিকে ছেড়ে দিবে না এতো বড় কাজ করাতে””””!!!!!
“””এরিক একবার শান্ত দৃষ্টিতে এভি দিকে তাকিয়ে আবারও অপারেশন রুমে দরজায় তাকালো””””
“””অনেকখন পর অপারেশন রুম থেকে সবাই বের হলো তাদের মুখে একটায় কথা এটা কীভাবে সম্ভব আমি এমন৷ জিনিস জীবনেও দেখি নি”””!!!!!
“””ডা. এসে জানালো তারা বেবী টাকে বাঁচাতে পারে নি””””
“”” এরিক সাথে সাথে অন্য দিকে তাকিয়ে গেলো তার চোখ থেকে অনবরত পানি পড়ছে”””””
“””তখনি নীল এসে দাঁড়ালো””””
“”””ডা. আরো জানালো তারা আশ্চর্য হলো একটি বেপারে””””
“”””মাত্র দুই মাসের বাচ্চা মিচক্যারেজ হতে এতো ব্লাড যায় তারা আশ্চর্য এটা তাদের দেখা প্রথম””””
“””ডা. বললো আমাদের মনে হচ্ছে বাচ্চাটা তার মায়ের গায়ের রক্ত সব চুষে নিচ্ছে যার ফলে মিচক্যারেজ হওয়াতে এতো ব্লাড গেলো আর লাগলো””””
“”” কিন্তু এটা সম্ভব না একটা মানুষের বেবী কীভাবে এমন হয় হয়তো অন্য কোন সমস্যা হবে ডা. বলে চলে গেলো””””
“””” নীল মূর্তির মত দাঁড়িয়ে রইলো কি বলবে সেই নূরকে”””!!!!!!
“”””খুবই সকালে নূরের জ্ঞান আসলো তাকে কেবিনে দেওয়া হয়েছে””””
“””সেই মৃদু মৃদু চোখে তাকিয়ে দেখলো ড্রেক আর নীল সোফায় কাত হয়ে হা করে ঘুমিয়ে আছে””””
“””” সেই তার পাশে তাকাতে হচকিয়ে গেলো এরিক তার পাশে একটা চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকে দেখছে””””
“””নূর আর ইউ ওকে এরিক মৃদুস্বরে জিজ্ঞেস করে উঠলো”””
“””আমা আমার কি হয়েছে নূর কাঁপা মৃদুস্বরে জিজ্ঞেস করে উঠলো””””
“””” এরিক চুপ মেরে গেলো এখন কি জবাব দিবে সেই নূরকে”””!!!”
“””” হেই নির(নূর)তোমার জ্ঞান এসেছে এভি মৃদু আওয়াজে চিৎকার দিলো””””
“”” তার আওয়াজে ড্রেক আর নীল দুজনের ঘুম ছুটে গেলো””””
“””” ওরা দুজনে ছুটে নূরের কাছে আসলো ওরা নূর কেমন আছে তা বার বার জিজ্ঞেস করতে লাগলো””””
“””নূর জানালো সেই ভালো আছে আর বললো তার হয়েছে টা কি””””!!!!
“””নীল চুপ করে রইলো”””
“”” কিন্তু ড্রেক চট করে বলে বসলো নীর(নূর) কালকে তোমার মিচক্যারেজ হয়ে গেছিল””””
“”””নূরের যেনো পায়ের তালু থেকে সারা শরীর জুড়ে শীতল রক্ত বয়ে গেলো””‘”
“””আই এ্যাম স্যরি নূর তোর বেবী টাকে বাঁচাতে পারলাম না ড্রেক বলে উঠলো””””
“”””নীল চট করে বলে বসলো তোর মানে কী এটা আমার আর নূরের বেবী ছিল তো আমাদের হবে ড্রেক””””
“”” এরিক রাগে কটমট করে নীলের দিকে তাকালো””””
“”””নূর হতবিহবল হয়ে এরিকের দিকে তাকালো তার বুঝতে বাকী রইলো না কালকে রাতে এরিক তাকে কীসের ইনজেকশন দিলো””””
“””” এরিক একবার নূরের দিকে তাকিয়ে অপরাধী মত মাথা নিচু করে রইলো”””
“”””নূর জোরে একটা নিঃশ্বাস নিয়ে সবাইকে অবাক করে দিয়ে বললো””””
“”” নীল আমার খুদা লেখেছে তুই কী আমার জন্য কিছু আনতে পারবি””””
“””সবাই হচকিয়ে নূরের দিকে তাকালো এরিক হতবাক হয়ে চেয়ে রইলো নূরের দিকে””””
”””নীল নিজেকে স্বাভাবিক করে হ্যা বোধক মাথা দুলিয়ে ছুটে বের হয়ে গেলো””””
“””” নূর ড্রেকে দিকে তাকিয়ে বললো তোমরা আমাকে কিছুখন একা থাকতে দাও ড্রেক””””
“””নো নীর(নূর) তোমাকে আমরা মটোও একা ছাড়বো না ড্রেক বলে উঠলো”””
“”” নূর শান্ত দৃষ্টিতে ড্রেকের দিকে তাকিয়ে বললো আই রিকুয়েষ্ট ইউ ড্রেক প্লীজ””””
“”””এভি আর ড্রেক বের হয়ে যেতে ধরলো কিন্তু এরিক আগের জায়গায় ঠাই বসে রইলো””””
“‘””নূর সামনের দেয়ালের দিকে তাকিয়ে বললো আমি সবাইকে যেতে বলেছি কেউকে থাকতে বলি নি””””
“””” নূর আমার তোমার সাথ…….””””””
“”” নূর তার হাত উপরে উঠিয়ে এরিক কথা না বলার জন্য ইঙ্গিত করলো'”””
“””এরিক চুপ হয়ে গেলো””””
“””” আমাকে একা থাকতে দাও এরিক নূর শান্ত দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে বললো””””
“””” নূরের এমন শান্ত মৃদুস্বরে কথা বলার ভঙ্গি এরিকের হজম হলো না তার মনে হচ্ছে এটা কোনো ঝড়ের পূর্বাভাস””””
“””” না তোমাকে আগে আমার কথা শুনতে হবে এরিক দৃঢ় কন্ঠে বললো””””
“”” নূর চট করে তার পাশের টেবিলের ফলের মধ্যে ছুরি নিয়ে নিলো””””
“”””এভি ড্রেক সবাই ছুটে এসে নূরকে এমন কাজ না করতে বারন করতে লাগলো'”””
“””” নূর বড় বড় নিঃশ্বাস নিয়ে কাঁপতে কাঁপতে বললো তুমি যদি না যাও আমি এই ছুরি নিজের হাতে বসিয়ে দিবো””””
“””এরিক যেনো বোবা হয়ে গেলো সেই হত বিষ্ময় হয়ে নূরের রগচটা রুমের দিকে তাকিয়ে রইলো””””
“””এরিক চলো তুমি দেখে ডা. বলছে নূরকে উত্তেজিত করা যাবে না বেশি প্লীজ চলো এভি আর ড্রেক বলে উঠলো””””
“””” এভি আর ড্রেক এরিকে টানতে টানতে বাইরে নিয়ে গেলো””””
“””” নূর চোখ বন্ধ করে দপ করে আমার বেডে পড়ে গেলো সেই চিৎকার করে কান্না করছে””””
“””তার চিৎকারের আওয়াজ এরিকের কানে আসতে সেই জোরে তার হাত দেয়ালে মারলো””””
“””নীল ছুটে আসলো নূরের জন্য খাওয়ার নিয়ে নূর চিৎকার করে কাঁদছে””””
“”” নীল খাওয়ার রেখে নূর কে জড়িয়ে ধরলো নীলের বুকে পড়ে কাঁদছে নূর””””
“””অনেকখন পর নূর কাঁদা থেমে কাঁপা কাঁপা মৃদুস্বরে বললো নীল তর সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে””””
“””এভি টানি হিঁচড়ে এরিকে হসপিটাল থেকে নিয়ে গেলো কারন নূর যতবার এরিকে দেখছে সেই অসুস্থ হয়ে পরছে””””
“””এটা দেখে এরিক আর নিজেকে ঠিক রাখতে পারছে না সেই পাগলের মত বার বার নূরকে বুঝানোর জন্য যাচ্ছে””””
“””” কিন্তু নূর কিছু শুনার আগে চিৎকার করে জ্ঞান হারাচ্ছে'”””
“””এরিক নিজের রুমে ডুকে সব কিছু ভেঙ্গে ফেলছে””””
“”””কেন এমন টা হলো কেন হলো সেইকে নরমাল মানুষ হতে পারতো না তাহলে আজ তার জীবন অন্যদের মত নরমাল হতো”””””
“”””হোয়াই বলে চিৎকার করে নিচে বসে কেঁদে দিলো এরিক””””
“”””গুটিগুটি পায়ে এভি এরিকের রুমে ডুকলো'”””
“””এরিকের ঘাড়ে হাত রেখে বললো এরিক তুমি আজ আর নূরের কাছে যেও না কাল যেও”””””
“”””” এরিক এভির দিকে তাকিয়ে বললো কাল আমার আর হেনার বিয়ে হওয়ার কথা তুমি ভালো করে জানো এভি তাহলে কাল কেমনে”””””!!!!
“””” হুম আমি জানি তাই তো বলছি তুমি কাল ওর কাছে যেও ও একটু সুস্থ হয়ে নেক””””
“””” আর আমি জানি নূর সব জানলে তোমার বুকে ঝাপিয়ে পড়বে””””
“””” তখন সবাইকে সব সত্যি বলে দিও নূর যে তোমার বউ এভি বলে উঠলো””””
“”” এরিক চুপ করে রইলো””””
“”” হেনা অনবরত ফোন দিচ্ছে এরিক এভি জেন কে কিন্তু কেউ ফোন ধরছে না””””
“””” কাল হুট করে এভি এরিক নূর নীল আর ড্রেক কই উদাও হয়ে গেলো কেউ জানে না”””””
“””” একটু আগে ড্রেক আর নীল নূরকে নিয়ে ঘরে আসলো নূর নাকি কাল অজ্ঞান হয়ে গিয়েছিল ওরা সবাই মিলে নাকি ওকে হসপিটাল নিয়ে গিয়েছিল””””
“””তার জন্য কেউ ফোন ধরতে পারে নি””””
“””” সবাই জিজ্ঞেস করতে লাগলো কখন নিলো কেউ দেখলো না কেনো নীল জানালো তখন কারেন্ট চলে গিয়েছিল আর তারা অনুষ্ঠান নষ্ট করতে চাইনি”””””
“””” হেনা তো রীতিমতো অবাক হয়ে কালকে নাকি শুধু তার আর এরিকের বিয়ে না””””
“”””নূর আর নীলের বিয়ে””””
“””” এটা জানানোর জন্য বার বার এরিকে ফোন দিচ্ছে হেনা কিন্তু কেউ ফোন ধরছে না”””””
“””” এরিকের বাসায় নাকি কেউ নেই শুধু এরিক জেন রিনরেন আর এভি বাদে””””
‘”””সবাই নাকি হঠাৎ কিসের কাজে ইংল্যান্ড গিয়েছে””””
“””” বিয়েতে শুধু এই কয়েকজন আসবে””””
“””” হেনা কেমিলা কে ফোন দিয়ে জানালো নূর আর নীলের বেপারে সেই বললো এরিক জানানোর জন্য”””””
“””কেমিলা বললো সেই জানাবে কিন্তু সেই কিছুই জানালো না””””
“””গভীর রাতে এরিক নূরের রুমে আসলো”””
“””” নূরের মাত্র ঘুম আসলো এরিক দেখলো এখানো নূরের গাল বেয়ে পানি পড়ছে””””
“”””এরিকের বুঝতে কষ্ট হলো না নূর এতো থেকে কাঁদছে এরিক নিঃশব্দে সোফায় গিয়ে বসে নূরের দিকে চেয়ে রইলো”””””
“”” খুব সকালে এরিক চলে গেলো””””
“””সারদিন বেলা নূর রুম থেকে বের হলো না””””
“””সবাই অবাক নূর হঠাৎ কেন আজই বিয়ে রাখতে বললো””””
“””‘নীল বলেছে তারা অন্য সব অনুষ্ঠান পরে করবে কিন্তু নূর চাই বিয়েটা আজই হক”””””
“””জানালা ধরে হেনা কাঁদছে দুপুরে দিকে হেনা এরিক আর নূর নীলের বিয়ে'”””
“””আজ কাল নীলের জন্য অনুভূতি টা যেনো আরো বেরে গেলো হেনার যখন থেকে শুনেছে এরিক খুবই পছন্দ করে নূরকে”””””
“””‘হেনা কেমিলা জানালো না নূর যে এরিকের বিবাহিতা স্ত্রী”””””
“””” ঠাস ঠাস করে অগণিত চড় থাপ্পড় মারছে এরিক কেমিলাকা মুখ থেকে গলগল করে রক্ত পরছে কেমিলার”””””
“”””কেমিলা রক্তত্ব থাতুনি চেপে এরিক রাগে কাঁপতে কাঁপতে বললো সব ঝামেলার মোর তুমি”””
“””‘আজকে আমি তোমাকে শেষ করবো”””
“”””” কেমিলা এরিক সব শক্তি দিয়ে ধাক্কা মেরে বললো তুমি যে মেয়ে জন্য আমাকে মারছো গিয়ে দেখো সেই বিয়ের করছে আজ নিজের আগের প্রেমিকে””””
“””” এরিক যেনো সেখানে স্থির হয়ে গেলো কি বলছে কি কেমিলা””””
“””” বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখো কেমিলা তার মুখের রক্ত মুছতে মুছতে বললো””””
‘”””আর যদি এটা মিথ্যা হয় আমি তোমাকে এরিক আঙ্গুল তুলে বললো””””
“””” তাহলে তুমি আমাকে মেরে ফেলো এরিকের কথা শেষ না হতে কেমিলা বলে উঠলো””””
“””” নূর খুবই চমৎকার একটা টকটকে লাল লেহেঙ্গা পরেছে তার সাথে চমৎকার সবুজ কালাে জুয়েলারি পরেছে”””””
“”””যখন নূর মাথায় ওরনা দিতে যাবে কেউ একজন ঝড়ের বেগে নূরের রুমে ডুকে ঠাস করে দরজা আটকিয়ে দিলো””””
“”””নূর পিছনে তাকিয়ে ভয়ে শুকনো ঢোক খিলে এক কদম পিছিয়ে গেলো””””
“”””এরিকের ভয়াবহন রুপে নূরের দিকে তাকিয়ে আছে তার সারামুখ লাল হয়ে আছে রাগে'””””
“””” সেই ছুটে নূরের হাতের বাহু চেপে বললো হাউ ডেয়ার ইউ নূর হাউ ডেয়ার ইউ এতো বড় সাহস তোমাকে কে দিলো””””
“”” নূর চোখ বন্ধ করে থরথর করে কাঁপছে””””
“””” তুমি কি ভুলে গেছো তুমি আমার স্ত্রী ভুলে গেছো এরিক চিৎকার করে বলতে লাগলো””””
“””” বাইরে গান বাজনা হচ্ছে যার ফলস্বরূপ নূরের রুমের তুফানের আওয়াজ কারও কানে গেলো না”””””
“”””নূর তার সমস্ত শক্তি দিয়ে এরিকে ধাক্কা দিলো”””
“””না ভুলে নিই আর প্রতিটা মিনিট তোমাকেও মনে উঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু তুমি ভুলে গিয়েছিলে””””
“””” আজ যখন আমি ভুলতে ধরেছি কেন তুমি এমন করছো'”””
“””” কারন তুমি তা ভুলতে পারবে না নূর আমার কথা শুনে আগে যা হয়েছে…….””””
“””” না তোমার আর কোন কথা আমি শুনতে চাইনা এরিকে কথা শেষ না করতে দিয়ে নূর বলে উঠলো””””
“”” তুমি একটা খুনি এরিক খুনি এতো এতো ঘৃণা করো তুমি আমাকে আমাদের ভালোবাসা চিহ্ন টাকেও মেরে ফেললে তুমি খুনি এরিক তুমি খুনি”””””
“”” নূর তুমি সত্যি টা জানো না শুনো আমার কথা এরিক মৃদুস্বরে বললো”””
“”” সত্যি আর কিসের সত্যি তুমি আমাকে বলবে এরিক তোমার সব সত্যি আমার জানা আছে আবারও কোন মিথ্যা বলবে তুমি আমার বাবার নামে নূর বলে উঠলো”””
“”””নূর প্লীজ এতো হাইপার হয়েও না এটা তোমার জন্য ভালো হবে না শান্ত ভাবে আমার কথাটা শুনো এরিক বিনীত স্বরে বললো””””
“”” না আর কোন কথা না চলে যাও এখান থেকে এরিক আমি তোমার চেহেরা দেখতে চাইনা আর ঘৃণা করি আমি তোমাকে ঘৃণা নূর শান্ত মৃদুস্বরে হিসহিসিয়ে বললো”””””
“””” এরিক হতবাক হয়ে নূরের মুখের দিকে তাকিয়ে রইলো”‘””
“””আজ আমি নীলের বউ হবো আজ থেকে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই নূর বলে উঠলো””””
“””” যাও চলে যাও নূর চিৎকার করে উঠলো'”””
“””” এরিক ধীরে পায়ে নূরের কাছে এসে নূরের গালে পরম আদুরে হাত রেখে বললো””””
“””” সত্যি আমার চেহেরা দেখতে চাও না তুমি””””!!!!!
“”””না চাই না নূর একদৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললো””””
“””” এরিকের নূরের দুগালে হাত রেখে বললো আমি বলবো না তুমি আমার হতে পারবে না তো কারও হতে পারবে না”””””
“”” আমি বলবো যে দুনিয়াতে তুমি আমার হতে পারো নি সেই দুনিয়াতে থাকার আমার কোনো মানে হয় না”””””
“”‘” নূর এরিকের কথার কোন মানে না বুঝে রাগে ফুঁসতে ফুঁসতে বললো তোমার যা ইচ্ছে করো””””
“”” এরিক নূরের কপালে গাঢ় চুমু দিয়ে নূরের দিকে তাকিয়ে ছুটে বের হয়ে গেলো'”””
“””” নূর হঠাৎ মনে হচ্ছে তার শীরের থেকে যেনো আর্তা টা বের হয়ে গেছে””””
“””” নূর হু হু করে কেঁদে দিলো কেন এমন হচ্ছে কেন এমন করলে তুমি এরিক””””!!!!!
“””” কিছুখন পর মিসেস হ্যাপি আসাতে নূর নিজেকে কন্ট্রোল করে নিলো মিসেস হ্যাপি নূর কে মাথার ওরনা পরিয়ে দিলো'”””
‘”””নূর কপালে ছোট্ট চুমু দিয়ে বললো এখন লাগছে বউ বউ””””!!!!
“””” নূর মিষ্টি করে হাসলো”””
“‘”” মিসেস হ্যাপি যাওয়ার পিছনে মিসেস নিরা নূরের রুমে এসে ডুকলো””””
“””” নূর একবার তাকিয়ে আবারও নিচের দিকে তাকিয়ে বেডে বসে রইলো””””
“”” মিসেস নিরা জিজ্ঞেস করলো কাল হসপিটাল কে গিয়েছে আর নূরকে এমন আলাদা কেন লাগছে তার বাচ্চা ঠিক আছে কিনা”””””!!!!
“””” নূর ছুটে মিসেস নিরা গায়ে গিয়ে পড়ে আবারও কেঁদে দিলো'”””
“””” মিসেস নিরা আর বুঝতে বাকী নেই বাচ্চাটা নেই তাইতো নূর খুবই স্বাভাবিক লাগছিল””””
“””” মিসেস নিরা নূরের মাথায় হাত বুলিয়ে বললো যা করেছে আল্লাহ ভালো জন্য করেছে এমনেতে এই বাচ্চা হলে তুমি বাঁচতে না””””
“””” মিসেস নিরা কথায় নূর চট করে মুখ তুলে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললো কি বলছেন কি আপনি”””!!!!!!
“””” উনি ঠিক বলছে নির(নূর) এভি পিছন থেকে বলে উঠলো””””
“”””এভি তুমি নূর বলে উঠলো”‘””
“”‘হ্যা নির(নূর) আমি এভি বলে উঠলো””””
“””নির(নূর) এরিক তোমাক এইগুলো জানানোর জন্য এতো বার তোমার কাছে ছুটে আসতো”””””
“””নির(নূর) একটা মানুষের পক্ষে কোনো ভ্যাম্পায়ার বাচ্চা জন্ম দেওয়া পসিবল না এটা কখন সম্ভব না”””
“”” আর যদি সম্ভব হয় তাহলে মাকে মরতে হয় যা এরিক কখন হতে দিবে না তাই ও তোমাকে ইনজেকশন দিয়েছে”””
“””ওর শুধু তোমাকে শুধু তোমাকে আর কেউকে না”””
“”” তুমি জানো না নির(নূর) এরিক যখন থেকে জানতে পেরেছে আংকেল মারলেন সব মিথ্যা বলছে তাকে নিজ হাতে খুন করেছে সেই উনাকে”””””
“””” তারউপর এলিনা তোমার রক্ত খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল তোমাকে ওর শক্তি তে বশ করে জঙ্গল নিয়ে গিয়ে আর একটু জন্য শেষ করে দিতো যদি না এরিক আসতো”””
“””” তোমার জন্য নির(নূর) সেই এলিনাকেও ছাড় দে নি মেরো ফেলেছে তাকে”””””
“””” ও পাগলের মত ভালোবাসে তোমাকে নির(নূর) ঔ নিজ হাতে বাচ্চা কে মেরে নিজেও শান্তিতে নেই ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে ঔ”””””
“””” এখন তুমি পারো ওকে ঠিক রাখতে এভি বলে উঠলো””””
“””” মিসেস নিরা বুঝতে বাকী নেই এরিকের পুরো পরিবার ভ্যাম্পায়ার”””
“”””সেই নূরকে বললো ঔ ঠিক বলছে আমি তোমাকে এটা অনেকবার বলতে চেয়েছি””””
“””” যে এই বাচ্চা দেওয়া তোমার পক্ষে সম্ভব না”””””
“”” এভির সব কথা শুনে নূর পরে যেতে ধরলে মিসেস নিরা চট করে ধরে পেলে তাকে”””””
“””এভি আমি আমি এরিকে নূর আর কিছু বলার আগে এভির রিংটোন বেজে উঠলো””””
“””” হ্যা জেন বলো এভি বলে উঠলো””””
“””” হোয়াট কি বলছো কি তুমি থামাও ওকে এভি উত্তেজিত কন্ঠে বললো””””
“””এভি ফোন কেটে আঁতকে উঠে নূর কে বললো এরিকের সাথে তোমার কথা হয়েছিল””””!!!!!
“”””পাগলের মত দৌড়ে রুম থেকে বের হয়ে গেলো নূর””””
“””” হেনার দরজা ক্রস করে যাওয়ার সময় একটা কথা শুনে সেই থেমে গেলো””””
“””” হেনা কাঁদছে মিসেস ফিউ কে জড়িয়ে ধরে আর বলছে মা কেনো নীল আমাকে ভালোবাসালো না আমি কি খুবই খারাপ””””!!!!!
“””” নূর ছুটে বের হয়ে নীল কে খুঁজতে লাগলো”””””
“””” একটা ইন্ডিয়ান মেয়ে বউয়ের বেশে দৌড়ে আসছে””””
“””” চমৎকার লেহেঙ্গা চমৎকার জুয়েলারি দুহাত ভরতি তিনগজ সমান ঝুমকো চুড়ি কি যে চমৎকার লাগছে মেয়েটিকে”””
“””” আংকেল আপ আপনি কি আমাকে রেড বেলের ঔখানে নিয়ে যাবেন প্লীজ””””
“””” স্পষ্ট আমেরিকান ভাষায় নূর আকুতি করলো ঔ লোকটির কাছে'””””
“””” তিনি মাথা দুলালেন””””
“””” পুরো টেক্সি তে এরিকের শেষের কথা তার কানে বাজতে লাগলো তখন না বুঝলেও এখন সেই ঠিকই বুঝছে এরিকর কথার মানে”””””
“”” নূর মুখে চেপে কাঁদছে””””
“””” হেই বিউটিফুল গার্ল প্লীজ তুমি কান্না করো না তুমি ঔ জায়গা কেন যাচ্ছো আমার জানা মতে ঔখানে খুবই রৌদ পড়ে আর কয়েক হাজার বছর ধরে আমি শুনেছি ঔখানে কোন মানুষের বসাবস নেই””””
“”””নূর কিছু বললো না সেই অনবরত কাঁদছে””””””
“””” লোকটি নূরকে সেই রেডবেল জায়গায় নামিয়ে দিলো নূর তাকে তার হাতের বালা দিলো সেই জানালো তার কাছে কোনো টাকা নেই'””””
“””” লোকটি প্রথমে নিতে চাইলো না নূর বললো এখানে কেউ আসতে যাচ্ছিল না কিন্তু আপনি নিয়ে আসলে এটা আপনার প্রাপ্তি ছিল””””
“”””লোকটি হেসে বালা টা গ্রহন করে তার মাথার ক্যাপ খুলে ঝুকে ধন্যবাদ জানালো নূরকে”””””
(এটা আমেরিকান লোকদের সম্মান বা ধন্যবাদ জানানোর একটা পদবি)
“””” এরিক আস্তে আস্তে তার শার্টের বোতাম খুলছে””””
“”” রৌদে তাপ ধীরে ধীরে বাড়ছে এই জায়গা টা ভ্যাম্পায়ার দের নিজেদের উৎসর্গ করার জায়গা এখানে অনেক ভ্যাম্পায়ার নিজেদের জীবন দিয়েছে”””””
“”””এরিক তার শার্ট খুলে ছুড়ে ফেলে চোখ বন্ধ করে দুহাত রৌদে মাঝখানে মেলে ধরার সাথে সাথে হঠাৎ কিছু একটা হলো””””
“”””” এরিকে বুকে জড়িয়ে ছুটে বিরাট একটি গাছের নিচে চলে আসলো নূর””””
“”” এরিকের এখনো চোখ বন্ধ হঠাৎ এমন হওয়াতে সেই হতবাক”””””
“”””তার অনূভুতি হলো কেউ একজন ওর বুকে সাথে লেপ্টে কাঁপছে”””
“””” এরিক চোখ খুলে নূর কে তার বুকে দেখে প্রশান্তির হাসি দিলো”””
“”” সেই নূর কে আরো চেপে ধরলো তার বুকে””””
“”” নূর চট করে এরিকে মৃদু ধাক্কা দিয়ে বললো””””
“””” কি করতে যাচ্ছিলে তুমি হ্যা একবার আমার কথা চিন্তা করেছিলে তুমি আর একটু দেরি হলে কি হতো জানো কেন এমন করলে””””!!!!!
“””” এরিকের বুকে এলোপাথাড়ি মারছে নূর এরিক এক পেশে হেঁসে নূরের দিকে তাকিয়ে আছে””””
“”” হঠাৎ হালকা রৌদ এরিকের দিকে আসলে নূর চট করে এরিকের বুকে আবারও ঝাপিয়ে পরে””””
“”” এরিক মাথা দুলিয়ে হেঁসে নূরকে বুকে সাথে ধরে রাখে তার যে আর কিছু লাগবে না এই জীবনে”””””
“”” ৫ বছর পর”””””
“””””মা আমি কেন এমন হলাম আমি কেন তোমার মত হয় নি দেখো কি চমৎকার তোমার গায়ের রং”””””
“””” আয়না সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে ৪ বছরের চোখ ধাধানো সুন্দরী
একটা বাচ্চা মেয়ে”””””
“””” নূর তার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে তার কপালে চুমু দিয়ে বললো””””
“””” তুমি তোমার মায়ের মতই হয়েছো মাই বিউটিফুল লিটল গার্ল”””
“””” মেয়েটি আবার আয়না নিজেকে দেখতে লাগলো কই সেই তো মায়ের মত মটোও হয় নি”””””
“”””জুলিয়া চলো মাছ ধরবে না তুমি””””!!!!!
“””” দরজা সামনে কিছু মাছ ধরার জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে আরো চমৎকার রুপবতী একটি মেয়ে”””””
“””” নূর তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললো হেই জেনিফা আমার আরো একটি আদুরের মেয়ে তোমরা প্রতিদিন কেন এতো কষ্ট করো আমার জন্য”””!!!!!
“””” মেয়েটি চমৎকার করে হেঁসে বললো লিটল মা আমরা মাছ পছন্দ না করলেও তুমি আমাদের হাতের মাছ খাও এটা খুবই পছন্দ করি”””””
“”” নূর হেঁসে উঠলো সত্যি পারা যায় না কথায় এই বাচ্চা মেয়ে গুলোর সাথে আজব লাগে তার কাছে ভ্যাম্পায়ার বাচ্চা হওয়াতে এদের বেশি টাইম লাগে না বড় হতে”””””
“””মা আমি কি জেনিফা সাথে যাবো জুলিয়া জিজ্ঞেস করে উঠলো””””!!!!
“”””নূর হ্যা বোধক মাথা নেড়ে বললো অবশ্যই ও তোমার বোন ওর সাথে তুমি যেতে পারো এতে অনুমতি নেওয়ার কি আছে”””
“”” জুলিয়া আয়নায় নিজেকে আরো একবার দেখে বললো তুমি ভালো করে জানো মা তোমার অনুমতি ছাড়া আমি কিছুই করি না এটা বলে সেই বের হয়ে গেলো””””
“”” নূর চেয়ে রইলো তাদের যাওয়ার দিকে কতটা নূর মিথ্যা বলে নি জুলিয়া একদমই এভির মতো হয়েছে””””
“””নূর আর এরিক যখন একসাথ হয় তখন জানা গেলো ইংল্যান্ডের কিছু নেকড়ে এরিকের পরিবারে সবাইকে মেরে ফেলেছে সাথে কেমিলাকেও”””””
“””” শুধু রিনরেন এভি জেন বেঁচে গেছে আমেরিকায় থাকাতে”””””
“””” আরো জানা গেলো তারা খুবই তাড়াতাড়ি এরিকদের উপর হামলা করবে তাই সবকিছু ছেড়ে এরিকের সেই সমুদ্রের পাড়ে প্রাসাদ চলে আসলো ওরা সবাই”””””
“””” এভি আর জেনের বিয়ের ১ বছর পর এভি টুইন বেবীর মা হলো যার ফলে এভি তার একটি মেয়েকে নূর কে দিয়ে দিলো””””
“””যেটা দুটো বাচ্চা মধ্যে কারও জানা নেই আর তারা প্রমিজ করেছে কখনো জানাবে না”””””
“””” রিনরেন বিয়ে করো নি তারা আগের মত রয়ে গেলো এই প্রাসাদে ওরা সবাই সুন্দর ভাবে জীবন যাপন করছে””””
“””” আর কখন যাওয়া হবে না সেই দুনিয়াতে যেখানে রয়েছে নূরের পরিবার””””
“””” নূরের চিন্তার চেদ পরলো ঘাড়ে কারও ঠোঁটের স্পর্শ পেয়ে”””
“””” এরিক কি করছো কি কেউ এসে যাবে নূর বলে উঠলো”””
“””” এরিক গাঢ় স্বরে বললো সবাই তোমার পছন্দে মাছ ধরতে ব্যস্ত বাইরে আজ রাত হয়তো ওদের আসা হবে না”””””
“””এরিক আমি একটু ওদের দেখে আসি নূর কাঁপা কাঁপা মৃদুস্বরে বললো””””
“””” এরিক চট করে নূরকে কোলে তুলে বললো অনেক বাহানা হয়েছে মিসেস নূর গ্লোবাল আর না”””
“””” নূরকে নিয়ে এরিক তার বেড রুমে দিকে রওনা হলো”””
“”””ছেলের কপালে আলতো চুমু দিয়ে নীল উঠে বারান্দায় চলে গেলো হেনা ঘুমাচ্ছে”””””
“””‘নীল আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললো কই আছিস মাই জান এতো টা বছর কেটে গেলো তোকে একবার চোখের দেখাও দেখলাম না””””
“””” দেখ তোর কথা রেখেছি আমি তুই ঔদিন যাওয়ার আগে আমাকে শুধু একটা রিকুয়েষ্ট করেছিলি হেনাকে বিয়ে করতে করেছি আমি”””””
“”” কিন্তু এই মনে যে এখনো তুই আছিস বলে বুকে হাত রাখলো নীল””””
“””” মোনালিচা শুয়ে আছে কম্বল মোড় দিয়ে তার পাশে বসে ল্যাপটপে নূরকে দেখছে ড্রেক””””
“””” কত চমৎকার চমৎকার তাদের মুহূর্ত ছিল কই আছে নূর এখন কারও জানা নেই”””””
“””” ড্রেক আর হেনা কেউকে জানায় নি এরিকের আর নূরের বেপার টা””””
“””””সবাই অনেক খুঁজেছে কিন্তু পুরো টা সময় তারা চুপ ছিল””””
“”””কারন একটায় নূর কে কারও চোখে খারাপ করতে হেনা বা ড্রেক কেউ চাই নি পরে কথা উঠবে নিজের বোনের স্বামী নিয়ে নাচানাচি করেছে সেই”””””
“”” কিন্তু আসল কথায় নূরের তো জানাই ছিল না কিছু””””
“””সকাল বেলা গোসল করে দেয়ালে টানানো সবাই ছবির দিকে তাকিয়ে আছে নূর””””””
“””” পুরোটা দেয়াল জুড়ে ড্রেক নীল সবাই ছবি রয়েছে সাথে আছে এরিকের পরিবারের”””””
”””নূর হেনা আর এরিকের সঙ্গীতে তোলা পরিবার ছবির দিকে তাকিয়ে বললো””””
“””” তোমাদের কি মনে পড়ে আমার কথা আমার তো একটা দিন ও কাটে না তোমাদের মনে করা ছাড়া””””
“””” এরিক এসে নূরের শাড়ির ভিতরে হাত ডুকিয়ে নূরের ঘাড়ে থাতুনি রেখে বললো”””
“””তোমার মত চমৎকার মেয়েকে কেউ কখন ভুলতে পারবে না মরার আগেও না””””
“”” নূর গভীর ভালোবাসার চোখে স্বামীর দিকে তাকলো””””

সমাপ্তি
পুরোটা গল্প কেমন হয়েছে অবশ্যই জানাবেন
ধন্যবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here