হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-১৩
লেখিকাঃফারু ইসলাম
“””” আহ নূর মৃদু চিৎকার দিয়ে উঠলো””””
“””” এরিক নূরের দিকে তাকিয়ে আছে হিংস্র রুপে তার চোখ থেকে যেনো আগুনের হুলকি বের হচ্ছে””””
“”””নূর অবাক আর হতবিহ্বল হয়ে এরিকের মুখের দিকে তাকিয়ে আছে”””””
“””” মাত্র তো এরিক ওকে পাগলের মত আদর করছিল হঠাৎ কি হলো যে এইভাবে ওকে ধাক্কা দিলো”””!!!!!
“”””ইউ নো নূর আমি ভাবতাম তুমি ব্যাঙালী তোমার মধ্যে অনেক লজ্জা রয়েছে বাট আই এ্যাম রং”””””
“””” কি কি বলছো কি এর এরিক নূর আশ্চর্য হয়ে এরিকের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললো””””””
“””” কেন তুমি বুঝছো না আমি কি বলছি””””!!!!
“””” নূর চোখে অসংখ্য অশ্রু নিয়ে এরিকের দিকে তাকিয়ে রইলো””””
“””‘এরিক তার দাঁত কিড়মিড় করে হিসহিসিয়ে বলে উঠলো”””
“””” প্রথমে আমাকে বিয়ে করলে আমি যখন তোমাকে ছেড়ে দিয়েছে তারপর গিয়ে নিজের কাজিনের গলায় ঝুলে পড়লে”””””!!!!
“”””আর এখন আবার আমাকে নিজের দিকে আকৃষ্ট করছো ছিঃ”””””
“””” নূর যেনো বোবা হয়ে গেলো তার চোখ থেকেও পানি পড়া যেনো বন্ধ হয়ে গেলো””””
“”””সেই শুধু এক দৃষ্টিতে তার সামনের লোকটির দিকে তাকিয়ে আছে যাকে সেই পাগলের মত ভালোবাসে””””
“””” কি হলে মুখ বন্ধ হয়ে গেলো বলার বা কি আছে তোমার আমাকে নিজের দিকে টানার ভুল করবে না”””””
“””””আমি তোমার বোনের হ্যাজবেন্ড হবো দূরে থাকবে আমার থেকে আঙ্গুল তুলে বলে উঠলো এরিক”””””
“””তাহলে আমার কি তুমি নূর এক দৃষ্টিতে এরিকের মুখের দিকে তাকিয়ে দৃঢ় কন্ঠে বলে উঠলো””””
“”””এরিকের কথা বন্ধ হয়ে গেলো এইবার সেই কি উত্তর দিবে””””
“””এরিক আবার নিজের চোখ মুখ শক্ত করে বললো তুমি যদি আমার স্ত্রী হতে অন্যের বুকে পড়ে বিয়ে জন্য হ্যা বলতে না নীলকে”””””
“””তোমাকে আমি ঘৃণা করতাম কিন্তু এখন আরো বেশী ঘৃণা করি”””
“””তেমাকে বলেছিলাম না অন্য সাথে তোমাকে দেখলে আমার সহ্য হয় না কিন্তু তুমি এইবার যার সাথে যা ইচ্ছে করো আমার কিছু যাই আসবে না””””
“””” আই হেট ইউ নূর রহমান এটা বলে এরিক গটগট করে ঝড়ের বেগে বের হয়ে চলে গেলো রুম থেকে'””
“””আর মূর্তির মত ঠাই দাঁড়িয়ে রইলো সেখানে আমাকে অন্য কারও সাথে দেখলে তোমার কিছু যাই আসবে না তাইনা ওকে””””
“”” নূর তার পেটে আলতো করে হাত দিয়ে বললো তোমার বাবা কে মা এইখন থেকে একটা উচিত শিক্ষা দিবে মাকে খারাপ ভেবে না কিন্তু””””
“”” নূর ফোন হাতে নিলো হ্যালো নীল কই তুই”””!!!!
“‘”” আই এ্যাম স্যরি নূর আমি ড্যাড কে প্রমিজ দিয়েছে যে আমার মা গ্যান্ড পা আর আমার এনা আংটকে মেরেছে তাদের কে আমি তাদের নায্য শাস্তি দিবো”””””
“”””মি. মারলেন কেন যেনো মনে কু ডাকছে সকালে উনি এরিকে ভুলিয়ে প্রমিজ করিয়েছে কিন্তু ভয় লাগছে এখন তার নিজের””””
“”””কারন তখন এরিক বলছে যে তার সবচেয়ে প্রিয় মানুষ গুলো কে কেড়ে নিয়েছে তাদের সেই ভয়ানক শাস্তি দিবে””””
“””তখন এরিকের মুখের ভঙ্গি কথা মনে উঠলো মি. মারলেনের কেমন ভয়ংকর লাগছিল তাকে””””
“””” এরিক যদি কখন জানতে পারে তার সেই প্রিয় মানুষ গুলো কে আর কেউ না আমি মেরেছে তাহলে ও আমাকে অন্য দের মত ছিঁড়ে ফেলবে মি. মারলেন শুকনো ঢোক খিললো””””
“””নূর বাইরে এসে দেখলো ড্রেক তার দিকে তাকিয়ে এক গাল হেসে গাড়ি থেকে নামছে””””
“”” হ্যালো নীর(নূর) আজই খুবই সুন্দর লাগছে তোমায় নূর মুচকি হাসলো””””
“””ধন্যবাদ তোমাকে ড্রেক নূর বলে উঠলো””””
“””মাই প্লেজার মেম ড্রেক তার বুকে এক হাত দিয়ে বললো””””
“””নূর হো হো করে হেসে উঠলো”””
“””নূর তাকিয়ে দেখলো নীল আসছে তার দিকে”””
‘””হেই ড্রেক আমি আসছি বলে নূর ছুটে গিয়ে নীলের বুকে গিয়ে পড়লো””””
“”” নীল যেনো হচকিয়ে গেলো তারপর নিজেকে সামলিয়ে নূর কে একহাতে জড়িয়ে নিলো””””
“””নূর কাচুমাচু হয়ে আছে নীলের বুকে তার কেমন যেনো লাগছে””””
“””””এটা তার কাছে নতুন না এরিক বাদে কারও বুকে নূর শান্তি খুঁজে পাইনা””””
“””নূর বহুকষ্টে সহ্য করে নীলের বুক থেকে মাথা উঠালো আর একটু সরে দাঁড়িয়ে হাসার চেষ্টা করলো””””
“”””নীল আর নূরের মাঝখানে হালকা দূরে একজন তাদের দিকে হিংস্র রুপে তাকিয়ে আছে””””
“””কি রে মাই জান এতে মিস করছিলি যে এভাবে ছুটে এলি নীল বলে উঠলো”””
“””নূর আঁড়চোখে কিছুদূর দাঁড়িয়ে হিংস্র রুপে তাকিয়ে থাকা এরিকের দিকে তাকালো””””
“”” এরিকের এমন চেহেরা দেখে নূর মনে মনে একশো বার আল্লাহ কে ডেকে নীল কে উত্তর দিলো””””
“””হুম খুবই মিস করছিলাম মুচকি হেসে বললো নূর””””
“””এরিক চট করে তার হাত মুঠো করে ফেললো””””
“””এভি এতোখনে সবই খেয়াল করলো তার বুঝতে বাকী নেই নূর এইগুলো এরিকে দেখার জন্য করছে কারন নূর কখন নীলের বুকে যাবে না””””
“”” এরিক কি হলো কি তোমার এইভাবে মুড খারাপ করে আছো কেনো হেনা এরিকের গলায় আদুরে হাত রেখে বললো”””””
“””হেনা এতোখনে নূর আর নীলের কিছুই দেখলো না কারন তখন সেই নিজের শেল্ফি তুলতে ব্যস্ত ছিল””””
“””এভি এরিকের দিকে তাকিয়ে ভড়কে গেলো কিন্তু সেই নিজেকে স্বাভাবিক করে বললো””””
“”” এরিক তুমি ঠিক আছো”””!!!!
“”” এরিক দম ধরে দাঁড়িয়ে রইলো নূর ড্রেক নীল কে যেনো কথা বলছে আর নূর হাসতে হাসতে নীলের গায়ে ডোলে পড়ছে””””
“””এরিকের ইচ্ছে করছে নূরের গাল লাল করে ফেলতে আনলিমিটেড চড় থাপ্পড় মেরে””””
“””এরিক তুমি তো বললে না আমাদের বাসায় কখন যাবে সঙ্গীত অনুষ্ঠানের জন্য নাচ রেডি করতে হবে হেনা বলে উঠলো”””
“””এরিক নিজেকে স্বাভাবিক করে দৃঢ় কন্ঠে বললো সন্ধ্যা এটা বলে সেই আর দাঁড়ালো না”””‘
“”” নীল নূর ড্রেক আর এভি জেন কে হতবিহ্বল করে দিয়ে এরিক নীল আর নূরের মাঝখান দিয়ে এমন ভাবে হেঁটে চলে গেলো যাতে করে দুজন আলাদা হয়ে যায়”””””
“”‘” নীল অবাক হয়ে বললো এটা কি হলো নূর আর ড্রেকের দিকে তাকিয়ে””””
“”””ড্রেক নিচের দিকে তাকিয়ে তার হাসি কন্ট্রোল করলো কারন নূর তাকে সব জানিয়েছে তাই এরিকের এমন কাজে তার হাসি পাচ্ছে””””
“””ও অনেক সুঠাম দেহের মানুষ তো তাই হয়তো আমাদের খেয়াল করে নি নূর বলে উঠলো””””
“””নীল ঠোঁট উলটিয়ে কাঁধ ঝাঁকিয়ে বললো হয়তো”””
“”” নূর ঠোঁট কামড়ে হেসে এরিকের দিকে তাকাতে গেলো””
“”” হুট সেই তার জিভ কেটে ফেললো”””
‘””আর খু খু করে কেশে উঠলো এরিক দাঁড়িয়ে তার দিকে রাগে কটমট করে তাকিয়ে আছে”””
“”” নূর কাশতে কাশতে বললো নী নীল চলে আমরা ক্লাসে যাই কারন নূরের বুঝতে বাকী নেই এরিক তার কথা শুনে ফেলেছে””””
“””নূর নীল আর ড্রেকে বলে ছুটে ক্লাসের দিকে চলে গেলো””””
“”” এভি মুচকি মুচকি হাসছে জেন এভি কে ধাক্কা দিয়ে বললো এইবার হবে আসল মজা””””
“”‘”হেনা কিছু না বুঝে বোকার মত তাকিয়ে রইলো””””
“””সন্ধ্যা বেলা”””
“””সোফায় বসে নূর কে চেপে ধরে ফল খাওয়াচ্ছে নীল””””
“””” নূর রাজ্যের বিরক্তি নিয়ে ফল চাবাছে””””
“””সামনে সোফায় বসে মুখ টিপে হাসছে মোনালিচা আর ড্রেক নূরের এমন অবস্থা দেখে””””
“”” কিছুদূরে ডাইনিং টেবিলে বসে আপেল খাচ্ছে আর চেহেরা শুকুনের মত করে আছে হেনা””””
“””তার যেনো নূরের সুখ সহ্য হয় না নূরের জন্য তার মনে এতো ঈর্ষা যে মাঝে মাঝে নূরকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে তার ইচ্ছে করে”””””
“””” না না এই ঈর্ষা নীলের জন্য না এমনতে কেন যেনো তার নূরকে সহ্য হয় না বাবা মা জন্য নাহলে সত্যি বের করে দিতো সেই”””””
“””দেখলি তো কেমন পাগল আমার ছেলে নূরের জন্য হালকা একটু শরীর খারাপ করলো নূর আর কি যে অবস্থা করলো সেই মিসেস হ্যাপি বললো””””
“””মিসেস ফিউ মুচকি হেসে তার মেয়ের দিকে তাকালো হেনা মহা বিরক্তি নিয়ে নূরের দিকে তাকিয়ে আছে””””
“”””এইবার দুধ নীল বিশাল বড় এক গ্লাস দুধ হাতে নিয়ে বললো”””
“””না নূর মৃদু চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে বললো আমি আর খাবো না বলে ছুটে চলে যেতে ধরলে””””
“””চট করে পা স্লিপ খেয়ে কেউ একজনের বুকে গিয়ে পড়লো””””
“””নূর তাকে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকার লোকটির বুকে ঠকঠক করে কাঁপতে থাকলো কত বড় সর্বনাশ হতো””””
“”””নূর বলে মৃদু চিৎকার দিয়ে উঠলো নীল””””
“”” নূর চট করে ঔ লোকটির বুক থেকে সরে দাঁড়াতে গিয়ে তার চেহেরা দেখে আবার পড়ে যেতে ধরলে সেই আবার ধরে পেলে তাকে””””
“””নীল ছুটে এসে এরিকের বুক থেকে নূর কে টান দিয়ে তার বুকে নিয়ে নিয়ে চেপে ধরে””””
“”””আর ইউ ওকে নূর””””!!!!
“””” নূর কে নীল তার বুক থেকে সরিয়ে বললো কি পাগলামো করতে যাচ্ছিস তুই নূর এই সময় কেউ এতো দৌড়া দৌড়ি করে নাকি হ্যা পাগল তুই””””
“””” নীলের এমন কথা সবাই অবাক শুধু ড্রেক বাদে””””
“”” মিসেস ফিউ আর মিসেস হ্যাপি ছুটে এসে বললো এই সময় মানে””””!!!!
“””নূর সবাই মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক খিললো সর্বনাশ””””
“””” নূর আস্তে করে আঁড়চোখে এরিকের দিকে তাকালো এরিক চোখ ছোট ছোট করে মাথা টাকে হালকা বেঁকে নীলের দিকে তাকিয়ে তার কথা বুঝার চেষ্টা করছে””””””
“””” এভি জেন ও অবাক””””
“””নীলের এইবার হুস আসলো সেই কি বলবে এখন”””
“”” কি হলো বল মিসেস হ্যাপি বললো””””
“””” না মানে…….. “”””””
“””” নীর(নূর) দুইতিন বার জ্ঞান হারিয়েছে তো আবার কালকে মাত্র জ্বর থেকে উঠলো তাই বলছে নিল(নীল) এটা ড্রেক নীলের কথা শেষ হওয়ার আগে বলে উঠলো””””
“”””সবাই মুচকি হেসে উঠলো””””
“””” এরিক নিজেকে স্বাভাবিক করে ফেললো””””
“””” কিন্তু এভি এখনো সন্দেহ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে তার কেমন যেনো রহস্য গন্ধ আসছে”””””!!!!!
“””” এরিক তুমি এসেছো হেনা ছুটে সবাই সমানে এরিকে গলা ঝুলে পড়লো'”””
“‘”” এরিক একবার নূরের দিকে তাকিয়ে হেনা কে আকষ্মিক ভাবে জড়িয়ে ধরলো””””
‘”””নূর নিজের পায়ের এক আঙ্গুল কে ফ্লোরে সাথে চেপে ধরে নিজেকে ঠিক রাখলো””””
“””” ইয়ায় সুইটহার্ট চলে নাচ রেডি করতে যাই এরিক হেনা কে বললো”””
“””” মিসেস হ্যাপি আর মিসেস ফিউ রান্না ঘরে চলে গেলো”””””
“””” নূর চলে যেতে ধরলে নীল চট করে নূরের হাত ধরে ফেলে কই যাচ্ছিস দুধ কে শেষ করবে নীল বলে উঠলো””””
“”””নূর নাক মুখ কুচকে বললো ইয়াক আমি দুধ খাবো না তুই খা””””
“”””নূর নীল গম্ভীর গলায় বললো”””
“””নূর ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইলো”””
“””” খেয়ে নেই মাই জান তোর ভালো জন্য বলছি নীল বলে উঠলো”””
“”””নূর ঠোঁট কে সরু করে বললো ওকে বলে গটগট করে দুধ খেয়ে নিলো””””
“”””এরিক এক দৃষ্টিতে নূর আর নীলকে দেখছে তার সামনে তার স্ত্রী তার ভালোবাসা অন্যর কথা মত চলছে আর সেই দেখছে”””””
“””” হেনা এরিকের হাতের মধ্যে হাত ডুকিয়ে বললো কি হলো এরিক চলো””””
“””এরিকের হুস আসলো সেই দেখলো নূর হেনা তাকে ধরে রাখা হাতের দিকে তাকিয়ে আছে””””
“””” এরিক হেনার হাতের উপর তার আরেক হাত দিয়ে বললো চলো তোমাকে বেস্ট রোমাঞ্চকর নাচ শিখাবো আমি””””
“””হেনা খুশিতে গদগদ হয়ে গেলো””””
“””” এভি নিঃশব্দে মাথা দুলালো এরিক টা আর ঠিক হলো না””””
“””” এভি জেন এরিক হেনা নাচের রুমে গেলো””””
“”” ড্রেক ধন্যবাদ তোমাকে নীল বলে উঠলো””””
“”” ইটস ওকে নিল(নীল) এটা আমার করার ছিল কিন্তু তুমি খেয়াল রেখো সামনে ড্রেক বলে উঠলো,”””””
“””” নীল হ্যা বোধক মাথা দুলালো”””
”””ড্রেক আর মোনালিচা নাচের রুমে দিকে চলে গেলো””””
“””নীল নূর কে জিজ্ঞেস করলো ঔ পারবে কি না নাচতে নূর হ্যা বললো””””
“””” নীল আগে গিয়ে দাঁড়িয়ে জেনের সাথে কথা বলছিল রুমে হেনা এরিকের বুকে মাথা রেখে স্লো ভাবে ডান্স করছে এভি মোনালিচা ড্রেক কথা বলছে””””
“””” এরিকের চোখ মুখে মহা বিরক্তির ভাব””””
“”””তখন দরজা খুলে ডুকলো নূর”””
“””” মাই গড মোনালিচা বলে উঠলো দরজার দিকে তাকিয়ে””””
“”””মোনালিচা কে অনুসরণ করে সবাই তাকালো দরজার দিকে””””
“””” এরিক নিস্তব্ধ সেই কাকে দেখছে দরজায়”””””
“”””নূর একটা সর্ট খুবই চমৎকার একটা ডোলা টপস্ পড়েছে তার সাথে জিন্স পড়েছে সবচাইতে অবাক করার বিষয় তার গায়ে কোনো ওরনা নেই””””
“””” এরিক নূরের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দাঁত কটমট করা শুরু করলো এতো বড় সাহস তোমার নূর এরিক বিড়বিড় করে বললো”””””
‘”””মাই গড খুবই সুন্দর লাগছে তোমাকে এই ড্রেসে মোনালিচা বলে উঠলো””””
“”””হ্যা আর সেক্সি ও ড্রেক চোখ মেরে বললো””””
“””” নূর মুচকি হাসলো”””
“””” নীল এসে এক হাত বাড়িয়ে বললো মে আই মাই বিউটিফুল কুইন””””
“””” নূর শুধু শান্ত দৃষ্টিতে একবার এরিকের দিকে তাকালো এরিক হেনা কে বুকে নিয়ে তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে””””
“””নূর নীলের দিকে তাকিয়ে মিষ্টি করে হেঁসে বললো অবশ্যই””””
“””” সব কাপল নাচতে শুরু করলো””””
“”””নীল আস্তে করে নূরের কোমর চেপে হাত রাখলো নূর ঢোক খিলে একটু কেঁপে উঠলো””””
“””” এরিক দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে নীলের হাতের দিকে যা নূরের কোমরে রাখা”””””
“””” হেই এরিক কি হয়েছে তুমি চুপ করে আছো যে হেনা বলে উঠলো””””
“””” এরিক তার মাথা চেপে বললো হেনা আমার মাথা একটু ধরেছে আমি একটু বসি””””
“”””হেনা ঠোঁট উলটিয়ে বললো ওকে””””
“”””এরিক গিয়ে দপ করে চেয়ারে বসে গেলো সেই সূক্ষ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে রইলো যা এভি আর জেনের চোখে এড়ালো না””””
“””” এরিক ভালোই লক্ষ্য করছে নূর নীলের সাথে নাচতে সুবিধা বোধ করছে না কেমন কাচুমাচু হয়ে আছে””””
“””নূর নিচের দিকে তাকিয়ে ডান্স করছে কিন্তু নীল মুগ্ধ চোখে নূর কে দেখছে””””
“””হঠাৎ খুবই একটি পরিচিত গলা ওর কানে ভেসে আসলো মেই আই””””
‘”””নূর হচকিয়ে পিছনে তাকালো এরিক দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে”””
“””” যদি কিছু মনে না করো আমি কি তোমার উডবি স্ত্রী সাথে ডান্স করতে পারি এরিক নীলকে উদ্দেশ্য করে বললো””””
“””নূর মাথা দুলিয়ে কিছু বলার আগে নীল মুচকি হেঁসে হ্যা বোধক মাথা দুলালো'”””
“””ও হ্যা আর তুমি হেনা সাথে ডান্স করো নীলকে বলে উঠলো এরিক”””
“””নীল গিয়ে হেনাকে নাচের জন্য বলার সাথে সাথে হেনা হ্যা বলে দিলো কিন্তু আবারও আঁড়চোখে এরিক আর নূরকে দেখে কি যেনো ভাবলো”””””
“”””নূর বড়সড় ঢোক খিললো কারন সেজানে এরিক কেন এই কাজ করেছে””””
“””””প্রথমত তার ভালো লাগছে এরিক তাকে নীলের সাথে দেখে এমন করছে কিন্তু দ্বিতীয় বেপারে তার খুবই ভয় করছে””””
“””””কারন এরিক তার গায়ের ড্রেস টা নিয়ে তাকে যে কিছু কঠিন কথা শুনাবে তা তার বুঝতে বাকী নেই”””””
“””এরিক একটান মেরে নূর কে তার বুকে সাথে মিশিয়ে নিলো””””
“”” নূর খেয়াল করলো এরিকের চোখ মুখ শক্ত যেনো রাগে ফেটে যাচ্ছে সেই””””
“””এতো যখন অস্হিরতা লাগছে ওর সাথে নাচতে তাহলে কেন করছো বিড়বিড় করে বলে উঠলো এরিক””””
“””” নূর এক দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে আছে তারমানে এরিক বুঝে গিয়েছিল তার অস্হির লাগছিল নীলের সাথে””””!!!!!
“””” কই কই আমি ঠিক আছি নূর কাঁপা কাঁপা মৃদুস্বরে বললো””””
“”” এরিক এক পেশে হেসে বললো তোমার শরীরে প্রতিটা অঙ্গপ্রতঙ্গের খবর আমি জানি নূর””””
“””” হুম জানবে তো এতো দিন এই শরীর নিয়ে ইনজয় করেছিল দৃঢ় কন্ঠে বলে উঠলো নূর””””
“””” চট করে এরিকের মেজাজ খারাপ হয়ে গেলো সেই নূরের কোমর আরো জোরে চেপে ধরলো””””
“””” নূর ঠোঁট কামড়ে বেথা সহ্য করলো কারন এখন আওয়াজ করা যাবে না””””
“””” খুবই কথা শিখে গেছো তাইনা আর তার সাথে এইসব চোখ দিয়ে ড্রেসের দিকে ঈঙ্গিত করলো এরিক””””
“””” এটা আমার বেপার আমি যেমন ড্রেস পরি তাতে তোমার কি তুমি হয়তো ভুলে গেছো তুমি কারও হ্যাজবেন্ড হবে আর আমি কারও বউ””””
“””” এরিক আর কথা বলতে পারলো নূরের শেষের কথার সাথে তার চোখ বেড়ে পানি পড়ছে”””””
“”””আমাকে নিয়ে কোন অধিকার দেখানো আর তুমি পারবে না আমি অন্য কারও নূর বলে উঠলো””””
“””” এরিকের যেনো মুখের আর কোন কথা জোগালো না নূর অন্য কারও এটা শুনতে যেনো তার দম বন্ধ হয়ে আসছে””””
“””নূর ছুটে রুম থেকে বের হয়ে গেলো সবাই অবাক হয়ে তাকিয়ে রইলো নূরের যাওয়ার দিকে”””””
“”””এরিক কি হলো নূরের নীল এসে জিজ্ঞেস করে উঠলো এরিকে””””
“””আই ডোন্ট নো এরিক দৃঢ় কন্ঠে বলে উঠলো”””
“””তোমরা সবাই নিজেদের টা শেষ করো আমি নূর কে দেখে আসছি নীল এটা বলে হুরমুর করে বের হয়ে গেলো””””
“””এরিক কাঁধ ঝাঁকিয়ে হেনা কে বললো আমি এখান চলে যাবো আমার ভালো লাগছে না এটা বলে হেনার মুখ খুলার আগে এরিক বের হয়ে গেলো””””
“”” হেনা মুখ কে ভাঙা হাড়ির মত করে তাকিয়ে রইলো”””
“””” এভি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলো এরিকের যাওয়ার দিকে””””
“””” নূর কি হয়েছে কি তুই ঠিক আছিস নীল এসে বলে উঠলো”””
“””নূর নিঃশব্দে মাথা দুলালো”””
“””” তাহলে ঔ ভাবে কেন চলে এলি নীল বলে উঠলো”””
“””” আমার শরীর তখন খারাপ লাগছিল তাই তুই কিছু মনে না করলে আমি একটু রেস্ট নিতে পারি নূর শান্ত মৃদুস্বরে বললো””””
“””” হ্যা হ্যা অবশ্যই নীল বলে উঠলো'”””
“”””নূর চুপ করে বাচ্চাদের মত গুটিশুটি মেরে শুয়ে গেলো””””
“””” সারাটা রাত কেউ একজন নূরের রুমের সোফায় বসে মুগ্ধ হয়ে ঘুমানতো নূরের চেহেরা দেখলো””””
“””” আর বিড়বিড় করে বললো এ্যাম স্যরি নূর আবারও তোমার চোখের পানি ফেললাম আমি””””
“””সকাল বেলা তোড়জোড় ভাবে হেনা আর এরিকের সঙ্গীত অনুষ্ঠানের কাজকর্ম শুরু হলো””””
“”””পুরোটা সময় নূর নীরবতা পালন করলো সেই আর কিছু করবে না যা হওয়ার হবে ওর সাথে””””
“””” এরিকের কেন জেনো মন টা চটপট করছিল সেই হেনা সাথে দেখার করার তালে নূর কে দেখতে এলো””””
“””” কিন্তু কাজ হলো না নূর নাকি নীলের সাথে ডাক্তারের কাছে গেছে”””””
“”” এই একটা কথা যথেষ্ট এরিকে অস্হির করে রাখার জন্য”””
“””” সারাটা দিন পাগলের মত রুমে রুমে পায়চারি করে সন্ধ্যা এরিক ছুটে অনুষ্ঠানে চলে আসলো””””
“””তার নূরের কি হয়েছে কই আছে সেই আবার কেন গেলো ডাক্তারের কাছে এইসব প্রশ্ন এরিকে পাগল করে দিচ্ছে””””
“”””অন্ধকার চারিদিকে মহা তৃপ্তিতে মি. মারলেন হেনা দের বাড়ি পিছনে একটা ছেলে কে রক্ত খাচ্ছে””””
“””‘আহা অনেকদিন পর সেই চমৎকার রক্ত খেলো””””
“””সঙ্গীত অনুষ্ঠানের জন্য খুবই চমৎকার ভাবে স্টেজ সাজানো হয়েছে সবাই প্রশংসা পঞ্চমুখ””””
“”””অনুষ্ঠানে এসে আঁড়চোখে বার বার চারিদিকে তাকাচ্ছে এরিক কই আছে নূর এখনো দেখা মিলছে না””””
“””হেনা নামছে খুবই চমৎকার একটা নীল গাউন পরে তার গাউন এতোটায় লম্বা যে পিছনে দুটো লোক তার ড্রেস ধরে আছে””””
‘”””অনুষ্ঠানে সবাই হা হয়ে হেনা কে দেখছে কিন্তু এরিক একবার তাকিয়ে আবারও তার ভালোবাসার মানুষটিকে খুঁজতে ব্যস্ত হলো””””
“””” হেনা এসে এরিকের পাশের দাঁড়িয়ে আকস্মিক হাসি দিলো””””
“””এরিক হালকা হেঁসে এভির কাছে রওনা হলো””””
“”” হেনা মুচকি হাসছে যতই ওকে খুঁজো এরিক কোন লাভ হবে না এইতো ওর জন্য আমি সব ঠিক করে রেখেছি””””
“””” এভি নূর কই হঠাৎ এরিকের এমন প্রশ্নে অবাক হয়ে গেলো জেন আর এভি”””
“””” এভি শান্ত দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে রইলো তারপর বললো না আমি দেখি নি”””””
“”” কেনো তুমি দেখো নি আমিও দেখছি না তুমি উপরে দেখলে আমি তো এই হেনার জন্য উপরে যেতেও পারছি না””””
“””এভি দেখলো এরিকের চোখ মুখে স্পষ্ট বিরক্তি ভাব কারন একটায় আজ হেনা অসম্ভব রকমের চিপকে আছে এরিকের সাথে”””””
“””” এভি খেয়াল করলো ড্রেক নীল নূর মোনালিচা কেউ নেই আর সবচাইতে বড় যে জিনিস””””!!!!
“””” আজ এরিকের ইগনোর স্পষ্ট বুঝা যাচ্ছে হেনার প্রতি কিন্তু হেনা কেমন মুচকি মুচকি হাসছে ওর ঝগড়া করার কথা বাট কিছুই করছে না”””””
“””এভি আবারও এরিকের দিকে তাকালো তার যেনো পাগলপায় অবস্থা নূরকে একদিন না দেখে””””
“””” আচ্ছা এতো যখন এরিক নূরকে চোখে হারায় কেন কাছে আনছে না কেন সত্যি টা জানার চেষ্টা করছে না””””
“”””হঠাৎ কিসের যেনো এনাউন্সমেন্ট হলো স্টেজের দিকে শুধু ড্রেক আর মোনালিচার নাম শুনা গেলো”””
“”””সবাই সেইদিকে এগিয়ে গেলো যে যার জায়গায় বসলো এরিকের টেনে বসিয়ে দিলো হেনা তার পাশে””””
“”” একদম স্টেজের সামনের সোফায় বসলো এরিক আর হেনা””””
“”””ড্রেক আর মোনালিচা খুবই লাউড মিউজিকে খুবই চমৎকার ইংলিশ গানে সাথে ডান্স করছে তারা””””
“”””সবাই হো হো চিৎকার দিয়ে করতালি দিলো শুধু মাত্র এরিক বাদে সেই দপ করে বসে রইলো””””
“””কিছু খনে মধ্যে এরিকের চোখ মুখে হাসির ঝলক দিয়ে আসলো নূর এসেছে স্টেজে”””
“”””এরিক মুগ্ধ চোখে নূরকে দেখছে কি যে চমৎকার লাগছে তার নূরকে খুবই চমৎকার একটা টপস্ আর জিন্স পড়েছে স্কার্প গলায় সাথে পেছিয়ে রেখেছে””””
“”””নূর শুধু একবার শান্ত দৃষ্টিতে এরিকের দিকে তাকালো কিন্তু এরিকের মনে হলো নূরের চেহেরা আজ অন্য রকম অনুভূতি হীন কেমন যেনো””””
‘”””ড্রেক আর নূর ডান্স শুরু করলো একটি ইন্ডিয়ান গানের সাথে যাতে করে আমেরিকান দের বুঝতে কষ্ট না হয়””””
“””””””Sitti bajaye, sataye
Sitti bajaye, bich sadak pe
Naam mera pukare oh karke isare
O ladka aankha mare
Aankh mare o ladki aankh mare
Aankh mare o ladki aankh mare””””
“””সবাই যেনো বাকরূদ্ধ এতো চমৎকার নূর নাচতে পারে কেউ ভাবতে পারে নি”””””
“””””একজন আমেরিকান ছেলে সাথে যে আলরেডি আমেরিকায় নাচে নামি তার সাথে তাল মিলানো এতে সহজ না কিন্তু নূর”””””!!!!”””
“”””সবাই হাততালি তে ভরিয়ে দিলো নূরের চোখ মুখে চমৎকার হাসি””””
“””” এরিক যেনো বোবা হয়ে গেলো নূর এতো সুন্দর নাচতে পারে তার যেনো চোখে বিশ্বাস হচ্ছে না””””
“””” এরিক হাততালি দিতে ভুললো না এভি তো হো হো করে চিৎকার দিতে লাগলো সাথে রিন রেন”””
“”””আরো অনেকেই নাচলো এরিক উঠে নূরকে খুঁজতে গেলো আর মোনালিচার একটা কথায় সেই থেমে গেলো””””
“”” ড্রেক তোমার কি মনে হয় নির(নূর) নিল(নীল) কে পছন্দ করে আমার কেন যেনো মনে হচ্ছে পছন্দ করে না মোনালিচা বলে উঠলো””””
“”””তোমার এমন কেন মনে হচ্ছে ড্রেক চোখ ছোট ছোট করে বললো””
“”””আরে তুমি হয়তো খেয়াল করো নি””””
“””””নিল(নীল) আর নিরের(নূর) যে ডান্স টা আছে ওটা লাস্ট নিল(নীল) নির(নূর) কে কিস করবে কিন্তু এই কথায় নূরের চোখ মুখে আমি আনইজি দেখেছি”””””
‘”””সেই বলেছে সঙ্গীত অনুষ্ঠান দিন কিস করতে এখন না সেই যদি ওকে ভালোবাসতো কখন এমন কথা বলতো না মোনালিচা বলে উঠলো””””
“”””ড্রেকের আর উত্তর দেওয়ার মত কিছুই রইলো না সত্যি নীর(নূর) তো ভালোবাসে না নীলকে””””
“””” এরিকের যেনো কান গরম হয়ে গেলো সেই দাঁতে দাঁত চেপে স্টেজে দিকে তাকালো নীল আর নূর দাঁড়িয়ে আছে ডান্সের জন্য””””
“””নূর জামা বদলিয়ে একটা সর্ট ওয়েস্টার্ন ড্রেস পড়েছে হুবাহুব সেই মেয়েটির মত””””
“””” এরিকের মেজাজ আরো বিগড়ে গেলো নূরের গায়ে ওয়েস্টার্ন ড্রেস দেখে”””””
“”””””Leja leja leja leja
Leja leja re
Mehaki raat mein
Chura ke saare rang le ja
Saare rang le ja
Raati raati main
Bheegun sath mein
Tu aisi mulaqat de ja
Mulaqat de ja””””””
“””” তারা দুজনে খুবই চমৎকার ভাবে গানটির পুরোটা না কিছু কিছু ভিডিও কপি করে ডান্স আর অভিনয় করে দেখালো”””””
“”””তাদের সাথে হেল্প করেছে নূরের অনেক ইন্ডিয়ান বন্ধুরা””””
“”””লাস্ট মোমেন্ট গানটির ভিডিও মতো নীল নূরকে কিস করবে””””
“””” তখন হঠাৎ আচমকা কি যেনো হলো কেউ একজন টান মেরে নূরকে খুবই চমৎকার ভাবে ঘুরিয়ে সেই কিস করে বসলো””””
“””” নূর চোখ বন্ধ করে আছে হঠাৎ এমন আক্রমণে নূর হতবাক””””
“”” নীল থেকে শুরু করে অনুষ্ঠানে সবাই হা হয়ে তাকিয়ে আছে স্টেজের দিকে এটা কি হলো””””!!!!!!
“””রিন রেন অস্পষ্ট স্বরে বললো এরিক”””!!!!!!!
“””সবাই স্টেজ দিকে খেয়াল তখন বাসায় দরজা দিয়ে ডুকলো দুটো মানুষ””””
“”””তার মধ্যে একটা মানুষ দূর থেকে স্টেজে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকা নূরের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে”””””
চলবে