হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-১০

হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-১০
লেখিকাঃফারু ইসলাম

“”””এরিক নূরকে বিছানায় রেখে উঠতে গেলে তার শার্টের কলার টান অনুভূতি তে নূরের দিকে তাকায় সেই””””””
“””” এই অজ্ঞান অবস্থাও নূর শক্ত করে তার কলার ধরে আছে এরিক আশ্চর্য হয়ে নূরের দিকে তাকালো””””
“””” এরিক ডা. ইউকে ওকে একটু দেখতে দাও মি. সোহান বলে উঠলো””””
“”””এরিক নিজের কলার থেকে নূরের হাত না সরিয়ে নূরের পাশে বসলো হেনা ভ্রু কুচকে তাকিয়ে রইলো হচ্ছে টা কী””””!!!
“””” ডা. ইউক নূর কে ভালোমত চেক-আপ করে বললো””””
“””” উনি অনেক বড় মেন্টালি ধাক্কা খেয়েছে যার কারনে জ্ঞান হারিয়েছে””””
“””এরিকে যেনো পাথর হয়ে গেলো তার জন্য তার নূরের এই অবস্থা এরিক এক দৃষ্টিতে অজ্ঞান নূরের মুখের দিকে তাকিয়ে আছে””””
“”””আমার মনে হয় এমন আগেও হয়েছে ডা. ইউক বলে উঠলো””””
“”””হ্যা ডা. ওর বাবা যখন মারা যাওয়ার খবর শুনে তখন ওর তিন দিন জ্ঞান ছিল না কিন্তু এখন কী এমন হলো সেটায় বুঝতেছি না মিসেস ফিউ বলে উঠলো””””

‘”””মিসেস ফিউর মুখে নূরের বাবার কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেলো এরিকের”””””
“””” সেই আবারও ঘৃণার দৃষ্টিতে নূরের দিকে তাকালো””””
“””””এরিক শক্ত করে নূরের হাত চেপে ধরে তার কলার থেকে ছুটিয়ে নিলো”””””
“”””এভি আর জেন অবাক হয়ে এরিকের কান্ড দেখছে একটু আগে তো ভালো ছিল”””””
“”” এরিক গটগট করে বের হয়ে গেলো এইখানে বেশিখন থাকলে নূর কে তার বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করবে যেটা সেই করতে চাই না”””””
“”””হেনা বডিগার্ডের মত এরিকের পিছনে ছুটে গেলো””””
‘”””রিন রেন মুখে টিপে হাসলো”””
“”””হেনার এরিকের পিছনে দৌড়ে গিয়ে বিশেষ কোনো লাভ হলো না এরিক তার গাড়ী নিয়ে বের হয়ে গিয়েছিল”””””
“”””আমার এতে বিশেষ দিনে তোকে ঘুরে পড়তে হলো নূর উপপ হেনা নাক মুখে ফুলিয়ে দাঁড়িয়ে রয়লো””””
“”””ডা. জানালো ওকে ঘুমের ইনজেকশন দিচ্ছে সকালে ঘুম ভাঙলে শরীর ভালো লাগবে””””
“””” সবাই এক এক করে বিদায় নিলো””
“””” এভি যাওয়ার সময় নূরের কপালে চুমু খেলো জেনের অনেক খারাপ লাগছে তার বুদ্ধির কারনে আজ নূরের এই অবস্থা””””
“”””বার বার নূরের সেই অশ্রু মাখা মুখ এরিকের চোখের সামনো ভেসে উঠছে যার ফলস্বরূপ”””””
“””””একটা বিশাল বড় গাছের সাথে ধাক্কা খেয়েছে এরিকের গাড়ী সেই মাথা নুইয়ে বসে আছে”””””
“”””এরিক গাড়ী থেকে নেমে জংগলের মধ্যে ছুটে গিয়ে একটা বিশাল বড় গাছের মধ্যে লাথি বসালো গড়গড় করে লরে উঠলো গাছটি””””””
“””” রাগে তার শরীর ফেটে যাচ্ছে সেই চাই না নূরকে মনে করতে সেই শুধু ঔ মেয়েকে শাস্তি দিতে চাই কঠিন শাস্তি””””
“””অনেক রাতে হেনাদের বাসায় কলিং বেল বাজলো হেনা জাগ্রত ছিল যার ফলস্বরূপ সেই দরজা খুললো”””
“”””হেনা যেনো বাকরুদ্ধ তার সামনে তার ছোট কালের সেই ভালো লাগার মানুষটি দাঁড়িয়ে আছে যাকে দেখলে তার মনে আগের অনুভূতি টা আবার নাড়া দিয়ে উঠে””””
””'””নীল হেনা স্পষ্ট স্বরে বললো””””
“””” নীল এক গাল হেসে বললো বাড়ি এতো সাজানো কেনো আর তুই এতো শং সেজে বসে আছিস কেন”””””
‘”””হেনা কী বলবে না বলবে তার মাথায় কোনো কাজ করছে না তার সামনে তার ছোট কালের ভালো লাগার মানুষটি দাঁড়িয়ে আছে”””””
‘”””হেনা কী করবে না করবের মধ্যে হুট করে নীল কে জড়িয়ে ধরলো সেই তার এতো কালের আবেগ লুকাতে পারলো না”””””
“””” নীল কিছু খন বিষ্মিত হয়ে দাঁড়িয়ে রইলো কারন আগের বার হেনার সাথে যখন তার দেখা হয়েছিল নূরকে বাজে কথা বলার জন্য থাপ্পড় দিয়েছিলো নীল ওকে”””””
“”””নীল কিছুখন পর হাসার চেষ্টা করে হেনা কে জড়িয়ে ধরলো'”””
“””” কিছুখন পর হেনা নিজেকে কন্ট্রোল করে নীল কে ভিতরে ডুকতে বললো””””
‘””””হেনা তুই বললি না তোদের বাড়িতে কি হচ্ছে নীল জিজ্ঞেস করে উঠলো””””
“””হেনা মুখ টা ভার করে বললো আজ আমার আংটিবদল অনুষ্ঠান ছিল'”””
””””হেনা ভেবেছিল হয়তো বা নীলের মন খারাপ হবে কিন্তু না সেই চট করে হেনাকে জড়িয়ে ধরে অভিনন্দন দিলো””
”'”””রাগে দুঃখে হেনার চোখ পানিতে টলমল করা শুরু করলো একটু কী অনুভূতি জাগে নি নীলের তার জন্য”””””!!!!!
“”””এটা তো খুবই খুশির কথা হেনা যাক তাহলে কার কপালে পড়লি তুই বেচারা হয়তো জীবন টায় শেষ হয়ে যাবে”””””
“”””হেনা টলমল চোখে মিষ্টি করে হেসে নীলকে বালিসের কুশান মারা শুরু করলো””””
“””” নীল দুহাত ক্রস করে কুশান ঠেকানোর চেষ্টা চালালো””””
“”””কিছু মিষ্টি হাসিতে মিসেস ফিউ নিচে এসে নীল কে দেখে হতবাক হয়ে গেলো””””
“”” নীল মিসেস ফিউ সিঁড়ি দিয়ে নামতে নামতে বললো””””
“””” নীল মিসেস ফিউ কে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো””””
“””” ভালো খারাপ সব জানানোর পর নীল তার প্রান প্রিয় মানুষটির কথা জিজ্ঞেস করলো”””””
“””” মিসেস ফিউ থেকে সব শুনার পর ছুটে নীল নূরের রুমে চলে গেলো””””
“””” হেনা কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে রয়লো””””
‘”””আচ্ছা নীল এতো কেনো পাগল নূরের জন্য সেই তো কত সুন্দরী নূরের থেকে স্মার্ট ভার্সিটি কত ছেলে পাগল তার জন্য কিন্তু নীলের মনে সেই এখনো জায়গা করতে পারে নি কিন্তু কেনো”””””
“””” মিসেস ফিউ হেনার ঘাড়ে হাত দিয়ে বললো আমি চাই না এরিকের সাথে তোমার বিয়ে টা ঝামেলা হোক নীল কে নিয়ে””””””
“””” হেনা চুপ মেরে দাঁড়িয়ে রয়লো কী ঝামেলা হবো নীল তো নূর ছাড়া কিছুই বুঝে না”””””
“””” নীল অবাক হয়ে দেখছে তার নূর কে কী চমৎকার লাগছে তাকে কিন্তু সেই গভীর ঘুমে আছন্ন'””””
“”””নীল গিয়ে নূরের পাশে বসে নূরের হাত তার হাতের মুঠো নিলো””””
‘””””আমি জানি না তুই আবার কী শক পেয়েছিস কিন্তু বিশ্বাস কর আমি চলে এসেছি””””
“””””এইবার তোর চোখে আমি পানি আসতে দিবো না তোর হাসির জন্য সব করবো সব”””””
“””” নীল নূরের রুম ত্যাগ করার সাথে সাথে তার বারান্দায় এসে দাঁড়ালো এরিক””””
“””আস্তে আস্তে ভিতরে এসে রুমের দরজা আটকিয়ে দিল এরিক””””
“”””নূর ঘুমানোর মত পড়ে আছে গুটিশুটি মেরে বাচ্চাদের মত””””
“”” এরিক এক দৃষ্টিতে নূরের মুখের দিকে তাকিয়ে আছে তার যে সম্ভব হয় নি নূরের থেকে দূরে থাকা”””””
“”””সারারাত ভরে নূরের ঘুমন্ত মুখ দেখা এরিকের অভ্যাসের হয়ে গেছে তাই সেই থাকতে পারলো না””””
“””” এরিক চুপটি করে এসে নূরের কম্বলের নিচে ডুকে গেলো””
“””একটান মেরে নূর কে তার বুকে নিয়ে নিলো আলতো করে নূরের সামনে পড়ে থাকা চুল সরিয়ে দিলো”””””
“””” এরিক চট করে নূরের ঠোঁট নিজের দখলে নিয়ে নিলো নূর তার এতো কাছে থাকলে নূরকে আদর না করে থাকা তার সম্ভব হয় না”””””
“”””নূরের ঠোঁট ছেড়ে ঘুমন্ত নূর কে তার বুকের সাথে জড়িয়ে ধরে এরিক বিড়বিড় করে বললো আমি তোমাকে ঘৃণা করি নূর খুবই ঘৃণা করি””””””
“‘””ভোর রাতে এরিক যেতে ধরলে সেই আবারও একি ভাবে তার শার্টে টান অনুভব করে””””
“””” নূর আবারও তার শার্ট শক্ত ভাবে টেনে ধরে আছে এরিক নূরের মুখের দিকে তাকিয়ে দেখে নূর মিটমিট চোখে তাকিয়ে আছে””””
“”””” এরিক নূরের এই দৃষ্টি দেখে হচকিয়ে গেলো এরিক নূরের হাত ছুটাতে গেলে নূর মাথা নাড়াই””””
“””” তার মানে এই এরিক এই মাঝ রাস্তায় আমাকে পেলে চলে যেও না আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া'””””
“”””এরিক নূরের চোখে দৃষ্টি দেখে বুঝেছে নূরের মাত্র জ্ঞান এসেছে””””
“”””এরিক ঝুঁকে নূর কে আবারও তার ঠোঁট যুগলে বন্ধি করে””””
“”””আস্তে করে এরিকের শার্ট থেকে নূরের হাত হালকা হয়ে যায়”””””
“””” এরিক তাকিয়ে দেখে নূর আবারও ঘুমিয়ে গিয়েছে সেই জানে এরিক যে এখানো এসেছে নূরের কিছুই মনে থাকবে না সব স্বপ্ন মনে হবে”””””
“”””” এরিক ছুটে বের হয়ে গেলো আজ থেকে নূর কে সেই তার হিংস্র রুপ দেখাবে আর তার জন্য মন নরম হতে দিবে না”””
“””‘” সকাল হতে নূর হুরমুর করে বের হয়ে গেলো তার এরিকের বাসায় যেতে হবে””””
“””‘এরিকের বাসায় গিয়ে নূরের মাথা বাজ পড়লো এরিকের আর হেনার বিয়ের ফাংশন জোরেশোরে করা হচ্ছে'””””
‘”‘””এভি, এরিক, রিন, রেন, জেন নূর কেউ কে পেলো না সবাই ভার্সিটি জন্য বের হয়ে গেছে””””
“”””নূর ছুটে ভার্সিটি গেলো নূর মাঠে এভি কে দেখে ছুটে তাদের দিকে গেলো”””””
“””” এভি অবাক হয়ে নূর কে দেখছে মুখে কোনো সাজগোজ নেই কোনো রকম হয়তো জামা টা পড়ে বের হয়ে গেছে চুল গুলোও এলোমেলো”””””
“”””এভি এভি তুমি এখানে ইউ নো আমি তোমাকে কত জায়গায় খুঁজছি এর এরিক কই এভি কাল কাল এইসব নূর কান্নার জন্য কথা বলতে পারছে না””””””
“”””‘এভি কি বলে নূর কে শান্তনা দিবে তার জানা নেই কেমনে পারলো এরিক এমন নিষ্পাপ মেয়েটির সাথে এমন করতে'””””
“”””এভি চট করে নূর কে জড়িয়ে ধরলো হেই নির(নূর) প্লীজ শান্ত হয়ে যাও তুমি অসুস্থ এভি বলে উঠলো”””””
“”””এভির বুকে নূর হু হু করে কেঁদে দিলো”””
“””হঠাৎ শাঁ করে এরিকের গাড়ী এসে থামলো””””
“”””নূর চট করে তাকিয়ে এরিকের গাড়ী দেখে এক গাল হেসে উঠলো”””””
“””” গাড়ী থেকে প্রথমে নামলো এরিক তার পর হেনা”””””
“””হেনার এরিকের হাত জড়িয়ে আসতে লাগলো সবাই তাদের অভিনন্দন দিচ্ছে””””
“””””অনেকই বলছে হেনা অনেক ধন্য কিন্তু এরিক শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে জবাব দিলো হেনা না হেনা কে পেয়ে আমি ধন্য””””
“””নূরের মনে হচ্ছে সেই শূন্য মাটিতে ভাসছে এইসব কি হচ্ছে এরিক আর হেনা তাহলে কালকে যা হয়েছে সব সত্যি””””!!!!
“”””নূর আস্তে আস্তে পিছাতে লাগলো এভি কিছু বলার আগে নূর ছুটে কোন দিকে চলে গেলো”””””
“””এরিক এভির দিকে তাকালো এভি মুখ ঘুরিয়ে সামনে চলে গেলো'””””
“””” একটা ফাঁকা রুমে চিৎকার করে কান্না করছে নূর আওয়াজ যেনো না বের হয় তাই সেই নিজে নিজের মুখ চেপে ধরে আছে””””
“””” কিছুখন পর নূর তাকিয়ে দেখলো তার সামনে চমৎকার হাইকিং বুট পড়া কেউ একজন দাঁড়িয়ে আছে”””””
“””” নূর মাথা তুলে ঝলঝল চোখে তার সামনে দাঁড়ানো লোকটির দিকে তাকালো”””
“”””আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে তার সামনে দাঁড়ানো লোকটির গাল এক হাত দিয়ে নূর কাঁপা কাঁপা মৃদুস্বরে প্রথমে যা বললো””””
“”””কেন এমন করলে এরিক কেন আমাকে ধোঁকা দিলে””””
“”””এটা তোমার প্রাপ্য ছিলো এরিক কঠিন স্বরে বলে উঠলো””””
“””” নূর যেনো সারা শরীর জুড়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলো তার প্রাপ্য ছিল মানে কী””””
“””” এরিকের কথায় নূর ডোলে পড়ে যেতে ধরলে এরিক নূরের কোমরে হাত দিয়ে ওকে বুকের সাথে মিশিয়ে নেই””””
“””” এরিক নূরের চোখের পানি মুছতে মুছতে বললো””””
“””আমি তোমাকে ঘৃনা করি কারন কোনো খুনির মেয়ে কে আমি ভালোবাসতে পারবো না চোখের দৃষ্টি নরমাল কিন্তু কঠিন স্বরে বললো এরিক”””””
“””” নূর অবাক হয়ে এরিকের মুখের দিকে তাকিয়ে রইলো কি বলছে এরিক খুনির মেয়ে””””!!!!!
“””” এতো অবাক কেন হচ্ছো তুমি তোমার বাবা একটা খুনি ছিল আর সেই খুনির মেয়ে তুমি এরিক দাঁত কিড়মিড় করে বলে উঠলো””””
‘”””নূর এরিকে এক ঝটকা মেরে সরিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলো এরিকের গালে”””””
“””” নূরের পায়ের তালু থেকে সারা শরীর কাঁপছে সেই এরিকের কলার চেপে ধরে মৃদু চিৎকার দিয়ে বললো”””
“”””হাউ ডেয়ার ইউ এরিক তোমার এতো বড় সাহস তুমি আমার মৃতু বাবার নামে মিথ্যা বলো হাউ ডেয়ার ইউ”””””
“””” এরিক জোরে ধাক্কা দিয়ে নূর কে দেয়ালের সাথে চেপে ধরলো””””
“”””আমি মিথ্যা বলছি তোমার বাবা আমার এলচা আংটের সাথে প্রেমের ছলনা করে তাকে মেরে পেলেছে”””””
“””” তুমি অস্বীকার যেতে পারবে তোমার বাবা তোমাকে নিয়ে ছুটে পালতে গেলে গাড়ী চাপা পড়ে পারবে রাগে ফুঁসতে ফুঁসতে এরিক বললো”””””
“””” নূর তার সমস্ত শক্তি দিয়ে এরিকে ধাক্কা দিয়ে বললো হ্যা হ্যা পালাছিল কিন্তু আমি জানি আমার বাবা এমন জঘন্য কাজ কখন করবে না কখন না”””””
“””” তোমার বাবা করেছে আর খুবই খারাপ কাজ করেছে আমরা ভ্যাম্পায়ার বংশ আমাদের কেউ ক্ষতি করলে তাদের বংশ নিবংশ করে দি আমরা”””””
“””””তোমার বাবা শাস্তি এইবার তুমি পাবে তিল তিল করে পাবে এরিক দাঁতে দাঁত চেপে বললো'”””
“””” নূরের যেনো বোবা হয়ে গেলো শাস্তি কি বলছে কী এরিক””””
“”””নূর ছুটে গিয়ে এরিকের দুগাল হাত দিয়ে বললো এরিক কি বলছো কী তুমি ওটা মিথ্যা আমার বাবা এমন না বিশ্বাস করো”””””
‘”””এরিক মৃদু ধাক্কা দিয়ে নূরের হাত পেলে বললো আমার বাবাও কখনও মিথ্যা বলবে না আমাকে””””
“””” আমি তোমাকে ঘৃণা করি নূর আজ থেকে তোমার সাথে আমার সব শেষ আমার উপরে তোমার আর কোনো অধিকার নেই””””
“””” নূর ছুটে এরিকের কলার ধরে বললো এমন বলো না এরিক তুমি বললো হয়ে যাবে না আমি তোমার স্ত্রী এরিক প্রেমিকা না যে তুৃমি এইভাবে বলছো”””””
“””” এমন করো না এরিক তুমি তুমি একবার বলাতে আমি কোনো কথা জিজ্ঞেস না করে তোমাকে বিয়ে করে ফেলেছিলাম তাহলে কেন এমন করছো আমার সাথে”””””
“””” এরিকের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে দিলো নূর'””
“””” এরিক তার হাত মুঠো করে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রয়লো তার সহ্য হচ্ছে না নূরের এমন আকুতি ভরা কান্নার আওয়াজ'”””””
“””” এমন করো না এরিক আমি শেষ হয়ে যাবো আমি সব পেলে এখানে এসে তোমাকে পেয়েছি এমন করো না আমার সাথে””””
“””” এরিক উপরে দিকে মাথা উঠিয়ে নিজের চোখের পানি না পড়ার আপ্রান চেষ্টা চালালো”””””
“”””এরিক চট করে নূর কে তার মৃদু ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে বললো”””””
“””” আমি তোমার এখন কেউ না আমি হেনার বাগদত্তা ছিলাম এখানো আছি আমাদের মধ্যে যা ছিল তা ভুলবশত হয়েছে””””
“””” নূর অশ্রু মাখা চোখে এরিকের মুখের দিকে বিষ্মিত হয়ে তাকিয়ে রইলো””””
“””” এরিক তার আগুল উঠিয়ে নূর কে শাশিয়ে বললো”””””
“””””দূরে থাকবে আমার থেকে তোমাকে আমার খাদ্য বানানোর জন্য বাধ্য করো না এটা বলে গট গট করে এরিক বের হতে ধরলো”””””
“”””পারবে তো আমাকে নিজের খাদ্য বানাতে নূর দৃঢ় কন্ঠে বলে উঠলো””””
“””” নূরের কথা শুনে থমকে গেলো এরিক তারপরেও সেই পিছনে তাকিয়ে কঠিন স্বরে বললো”””
‘”””আমার জন্য আমার শত্রুরা আমার খাদ্য হয়ে থাকে আর তুমি তো আমার চোখে সব চাইতে নিকৃষ্ট শত্রু এটা বলে এরিক আর দাঁড়ালো না”””””
“””” নূর পাথরের মত সেখানে দাঁড়িয়ে রইলো”””””
“””” নির নির(নূর) কী হয়েছে ঔ এরিক তোমাকে কী বলছে ড্রেক হুরমুর করে এসে বললো”””””
“””” সেই আমাকে ঘৃণা করে ড্রেক ঘৃণা করে নূর পাথরের মত মুখ নাড়িয়ে বললো””””
“”””আমি তো ওকে ওর এতো বড় সাহস ড্রেক রাগে কটমট করতে করতে বের হতে গেলে নূর ছুটে এসে ড্রেকের হাত ধরে পেলে””””
“”””নো ড্রেক তোমাকে আমার কসম রইলো তুমি কেউকে কিছু বলবে না নূর বলে উঠলো”””””
“”” বাট নীর(নূর) ও তোমাকে…….!!!!!!
“”””ড্রেক এটা আমাদের বেপার আমাকে বুঝতে দাও প্লীজ নূর শান্ত মৃদুস্বরে বললো””””
“””” কারন সেই জানে এরিক কোনো নরমাল মানুষ না কোনো নরমাল ভ্যাম্পায়ার সেই একটি হিংস্র ভ্যাম্পায়ার যাকে তাদের দলের লোকেরাও ভয় পাই'””””
“””” সেই চাই না এরিক ড্রেকে রাগের ভশে নিজের খাদ্য বানায়””””
“””” ড্রেক চুপ মেরে গেলো নূরের এমন কথায়”””””
“””” চলো ড্রেক আমরা মাঠের দিকে যাই নূর দৃঢ় কন্ঠ বললো”””””
“””” ড্রেক অবাক হয়ে নূরের মুখের দিকে তাকালো এই কেমন মেয়ে সেই দেখছে তার সাথে এতো কিছু হলো আর সেই এতো নরমাল””””!!!!!!
‘””নূর ড্রেকের সাথে গুটিগুটি পায়ে বের হলো সেই ফাঁকা রুম থেকে””””
“””নূর শান্ত দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে আছে এরিক নূর কে দেখে চট করে হেনার গালে চুমু বসিয়ে দিলো””””
“”” হেনা হতবাক হয়ে এরিকের দিকে তাকিয়ে বললো আজ সূর্য কোন দিকে উঠেছে””””
“”””এরিক এক পেশে হেসে উঠলো””””
‘”””এভি চোখ গরম করে এরিকের দিকে তাকিয়ে রয়লো কেন এতো কষ্ট দিচ্ছে সেই নির(নূর) কে””””!!!!!!
“””হেনা নূর কে তার কাছে ডাকলো”””
“””” ড্রেক বারন করার পরেও নূর তাদের কাছে গেলো ঠিকই কিন্তু একটি বারের জন্য এরিক এভি তাদের পরিবারের কারও দিকে তাকালো না””””
“””” এভি খেয়াল করলো নূরের চোখ মুখ শক্ত সেই মানুষের বেপারে একটা কথা খুবই ভালো জানে মানুষ অতি শোকে পাথর হয়ে যায় আজ নূরের তেমনি অবস্থা””””
“”””নূর তোর শরীরে কী অবস্থা কেউকে না বলে চলে আসলি যে হেনা বলে উঠলো”””
“””” কিছু কাজ ছিল তাই বের হয়েছি আর কালকে জন্য দুঃখিত হেনা আমার জন্য তোর চমৎকার দিন টা নষ্ট হয়ে গেলো নূর বলে উঠলো””””
“””ইটস ওকে নূর হেনা বলে উঠলো””””
“”””আমার জীবনে সব কিছু তো তুই নষ্ট করে দিলি নূর আমার ছোট কালের ভালোবাসা টাও তুই নিয়ে গেলি””””
“”””আর এতো বছর পর আবার একজন কে ভালোবাসলাম তাও কাল আমার জীবন চমৎকার দিন টাও তুই নষ্ট করে দিলি মনে মনে বলে উঠলো হেনা””””
“””আচ্ছা তাহলে আমি আসি তুই সময় করে চলে আসিস নূর বলে উঠলো””””
“””” এরিক অবাক চোখে নূর কে দেখছে কয়েকটা মিনিটের মধ্যে চেহেরায় এতো গম্ভীর ভাব কেমনে আনলো নূর””””!!!!
‘”””ড্রেক তুমি কী আমাকে বাসায় পৌঁছে দিবে আমার শরীর ভালো লাগছে না নূর বলে উঠলো””””
“””” কেন কি হয়েছে নির(নূর) এভি চিন্তিত কন্ঠে বলে উঠলো””””
“””তেমন কিছু না এভি নূর খুবই স্বাভাবিক ভাবে এভি কে জবাব দিলো””””
“””” অবশ্যই আমি তোমাকে নিয়ে যাবো ড্রেক বলে উঠলো””””
“”””নূর ড্রেকের সাথে অর্ধেক পথ চলে গেলো””””
“”””” এক দৃষ্টিতে নূরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এরিক আচ্ছা তার বুক টা এতো ফাঁকা ফাঁকা কেন লাগছে”””!!!!!!
“”””বিশাল বড় মাঠে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা দাঁড়িয়ে কথা বলছে হেনার দলবল রাও দাঁড়িয়ে কথা বলছে শুধু এরিক বাদে সেই দম ধরে দাঁড়িয়ে আছে””””
“””” নূর””””
“””” হঠাৎ সেই চেনা কন্ঠে স্বর নূরের কানে বেজে উঠলো সেই দপ করে দাঁড়িয়ে গেলো”””
“”””কি হলো নীর(নূর) চলো দাঁড়িয়ে গেলে যে ড্রেক বলে উঠলো””””
“”””নূর এক পা এগুতে আবার সেই কন্ঠ”””
“””” নূর””””
“””” নূর চট করে পিছনে তাকিয়ে যেনো হতবিহ্বল হয়ে গেলো”””
“””” নূর শুধু অস্পষ্ট মৃদুস্বরে বললো নীল”””
“”””ড্রেক একবার নীলের দিকে তাকালো আরেকবার নূরের দিকে””””
“””” ড্রেক কিছু বলার আগে নূর ছুটে নীলের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়লো””””
“””” নীল নূর কে তার বুকের সাথে চেপে ধরলো আজ কতদিন পর সেই নূরকে বুকে পাচ্ছে””””
“””” নূর মাথা তুলে নীলের বুকে এলোপাথাড়ি মারা শুরু করলো””””
“””” বদ খারাপ তোকে আজ মেরে ফেলবো তুই কোনো যোগাযোগ না করে এইভাবে হঠাৎ করে আসলি””””
“”””ভার্সিটি অনেক হেঁটে যাওয়ার সময় ওদের খুনসুটি দেখছে আর মুখ টিপে হাসছে অনেকই একবার তাকিয়ে নিজেদের কাজ করছে””””
“”””হেনার রাগ লাগছে নীল আর নূর কে এইভাবে দেখে ড্রামা গাল ভেংগছি কেটে বিড়বিড় করে বলে উঠলো হেনা””””
“””” এভি জেন কপাল কুচকে বুঝার চেষ্টা চালাচ্ছে না পেরে তারা হেনার দিকে প্রশ্ন বোধক চিহ্নে তাকালে”””””
“‘””হি ইজ মাই কাজিন নীল ও খুবই ফ্রি নূরের সাথে হেনা বলে উঠলো”””
“”””এভি মুচকি হেসে এরিকের দিকে তাকিয়ে ভড়কে গেলো””””
“””‘এরিকের ধবধবে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে কপালের রগ স্পষ্ট ভাবে দাঁড়িয়ে গিয়েছে হাত মুঠো করে সারা মুখো মন্ডল পাথরের মত করে আগুন জ্বরা চোখে নীল আর নূরের দিকে তাকিয়ে আছে””””””
‘”””একি ভয়ংকর অবস্থা এরিকের চেহেরায় এই অবস্থা কেন নীল তো ওর কাজিন তা হলে এভি আবারও নীল আর নূরের দিকে তাকালো””””
“””” আই এ্যাম সরি মাই জান আমি তোকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম নীল তার কানে হাত দিয়ে বললো””””
“”””নূর কপাট রাগ দেখিয়ে বললো না কোনো স্যরি বললে হবে না আমাকে রান্না করে খাওয়াতে হবে নূর বলে উঠলো””””
‘”””নীল ফিক করে হেসে দিলো আর নূরের গাল টেনে বললো ওকে মাই জান””””
“”””ড্রেক এসে দাঁড়ালে নূর নীলের সাথে ড্রেকের পরিচয় করিয়ে দেই””””
“””” নীল আর ড্রেক সৌজন্য মূলক হাত মিলালো””””
“””নীল হেনা কে দাঁড়িয়ে থাকতে দেখে নূরের হাত ধরে তাদের দিকে আগালো'””
“””পুরোটা সময় নূর নিচের দিকে তাকিয়ে রইলো তার হাত ধরে নিয়ে যাচ্ছে নীল””””
“””” হেই হেনা তুই আমাকে না নিয়ে কেন আসলি নীল বলে উঠলো””””
“””” হেনা তো তো করলো কী বলবে সেই”””!!!!
“”” সেই তো চেয়েছিল নীল জেনো নূরের সাথে সহজে দেখা না করে কারন নূর আর নীল কে একসাথে দেখলে তার ঔ অপমানের কথা মনে উঠে””””
“”””হেনা কিছু উত্তর দেওয়ার আগে জেন নীলের দিকে হাত বাড়িয়ে বললো আই এ্যাম জেন গ্লোবাল””””
“”” নীল মুচকি হেসে হাত বাড়িয়ে বললো আই এ্যাম নীল আহমেদ””””
“””” এক এক করে সবাই নীলের সাথে পরিচয় হলো কিন্তু নূর নিচের দিকে তাকিয়ে রইলো”””””
“”” হেই নীল মিট মাই বাগদত্তা এরিক গ্লোবাল হেনা বলে উঠলো”””””
“”” নীল ভ্রু কুচকে এরিকের দিকে তাকালো এদের সবাই নামের শেষে গ্লোবাল নাম টা যেনো সেই কই শুনেছে””””
“”” চট করে নূর মাথা তুলে তাকালো এরিকের দিকে নীল হেসে হাত বাড়ালো কিন্তু এরিক দৃষ্টি অন্য দিকে'”””
“””” নীল নূরের হাত ফিঙ্গার লকের মত করে দাঁড়িয়ে অন্য হাত দিয়ে হাত মিলাচ্ছে””””
“””” সেই হাতের দিকে রক্তুচোখে তাকিয়ে আছে এরিক তার শরীরের রক্ত যেনো রাগে টগবগ করছে এতো বড় সাহস নূরের হাত ধরলো সেই নীলের হাত ধরলো””””
“””” এরিকের এমন দৃষ্টির মানে বুঝতে নূরের বেশি বেগ পেতে হলো না সেই নীলের হাতের মুঠো থেকে নিজের হাত সরাতে চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো””””
“”””এরিক কি হলো হাত মিলাও হেনার কথায় এরিক নিজেকে স্বাভাবিক করে হাত বাড়ালো””””
“””” কিন্তু সেই একবার নূরের দিকে রক্তু চোখে তাকালো নূর সাথে সাথে ঢোগ খিললো কারন এরিকের রাগের সাথে সেই পরিচিত””””
“””” তার এখনো মনে পড়ে সেই দিনের কথা তাদের বিয়ের ঠিক দুই দিন পরে””””
“””” ড্রেকের নাম ধরে খেপানোর জন্য এরিক তাকে পুরো একা ঔ সমুদ্রের পাড়ে মহলে পেলে কই চলে গিয়েছিলো নূর যেনো সেই দিন ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা””””
“”””তোমাদের অনেক অনেক অভিনন্দন বিয়ের জন্য নীল বলে উঠলো””””
“””” এরিক অনেক কষ্টে মুখে ফ্যাকাশে হাসি এনে ধন্যবাদ দিলো””””
“””হেনা নীল কে জ্বালানোর জন্য এরিকের হাতের মধ্যে হাত ডুকিয়ে বললো””””
“””””নীল আমি চাই তুই আর নূর আমাদের বিয়ের ফাংশন সব ঠিক করবি মানে সংগীত হলুদ মেহেদী সব তো আলাদা হবে তাই””””
“””নূর হত বিষ্মিত হয়ে হেনার দিকে তাকালো তার স্বামীর বিয়ের ফাংশন সেই রেডি করবে””””
“””” কী হলো করবি তো নূর হেনাকে জিজ্ঞেস করে উঠলো””””
“”””এরিক এক দৃষ্টিতে নূরের জবাবের জন্য তাকিয়ে রইলো সেই জানে নূর জীবনেও রাজি হবে না””””
“”””নূর এরিকের দিকে তাকালো এরিক এক পেশে হেঁসে নূরের দিকে তাকিয়ে আছে””””
“””নূর এরিকের মুখের দিকে তাকিয়ে তার চোখ মুখ শক্ত করে বললো হ্যা অবশ্যই আমি করবো আমার বোনের বিয়ে বলে কথা”””
“””” নীল নূরের দিকে তাকিয়ে মুচকি হেঁসে বললো আমার জান রাজি থাকলে আমিও রাজি””””
“”””এরিক এইবার আর নিজের রাগ ধরে রাখতে না পেরে দাঁতে দাঁত চেপে বললো হেনা আমি সন্ধ্যা ফাংশনে দেখা করছি”””
“””””এরিক আর এক সেকেন্ডেও না দাঁড়িয়ে গটগট করে চলে গেলো তার রাগে মাথা ফেটে যাচ্ছে”””””
“”””জেন ধাক্কা দিয়ে এরিকে এভি কে দেখালো এভি মুচকি মুচকি হাসছে সেই ঔষুধ পেয়ে গেছে””””
“”””হেনা বোকার মত এরিকের যাওয়ার দিকে তাকিয়ে বললো এভি তাহলে সন্ধ্যা দেখা হচ্ছে বাই””””
“””” এভি মুচকি হেসে মাথা নাড়ালো আজ এরিকের বাড়িতে পার্টি রাখা হয়েছে হেনা আর এরিকের জন্য””””
“””””নূর চলো আমরাও যাই বাই ড্রেক সন্ধ্যা দেখা হচ্ছে নীল বলে উঠলো”””””
“””” ড্রেক ও মুচকি হেঁসে বাই জানালো”””
“””নূর চলো যাওয়ার সময় এভি চট করে নূরের হাত ধরে পেলে নূর খুবই স্বাভাবিক ভাবে এভির দিকে তাকায়””””
“””” নির(নূর) তোমার সাথে আমার কথা আছে এভি বলে উঠলো”””
“””ওকে বলো নূর শান্ত মৃদুস্বরে বললো”””
“”””এখানে না এভি বলে উঠলো”””
“”” নূর নীলের মুখের দিকে তাকালে নীল হাসি হাসি মুখ করে যাওয়ার জন্য বলে নূর এভি সাথে অন্য দিকে চলে যায়””””
“””ভার্সিটি লেকে হাত দিয়ে চমৎকার নীল পানির দিকে তাকিয়ে আছে নূর আর তার পাশে এভি””””
“””” নির(নূর) আমার কথা বিশ্বাস করো এরিক খুবই ভালো বাসে তোমাকে তুমি পারবে ওকে আবার নিজের কাছে ফিরিয়ে আনতে এভি বলে উঠলো””””
“””” এভি তুমি এতোখন আমাকে যা বললে তার মধ্যে আংকেল মারলেনের কথা আমার কাছে মিথ্যা মনে হচ্ছে”””””
“””””কারন আমার বাবা এমন না নূর এভির দিকে তাকিয়ে দৃঢ় কন্ঠে বললো””””
“”””সেই বেপারে আমি কিছুই জানি নির(নূর) কারন আমি সত্যি কি সেটা জানি না এভি মাথা নিচু করে বললো””””
“””” নূর এক নিঃশ্বাস ছেড়ে বললো কী করতে হবে আমাকে এরিকের মন থেকে আমার জন্য ঘৃণা সরাতে নূর বলে উঠলো””””
“”””বেশি কিছু না নীল কে তোমার ব্যবহার করতে হবে হয়তো তোমার কাছে খারাপ লাগতে পারে””””
“””””বাট তোমার স্বামী কে ফিরত আনতে এটা তোমাকে করতে হবে এভি বলে উঠলো””””
“””””আই এ্যাম স্যরি এভি আমি আমার বন্ধুর মতো কাজিনের সাথে এটা করতে পারবো না নূর বলে উঠলো””””
“”””সন্ধ্যা বেলা””””
“”””নিজের রুমের সব ভাংচুর করে তার মধ্যে হাত মুঠো করে বাইরে দিকে তাকিয়ে আছে এরিক””””
“””” ভার্সিটি থেকে আসার পর থেকে যত বারি নূর নীলের হাত ধরার দৃশ্য মনে উঠছে যেটা পাচ্ছে ঔটা ভেঙে ফেলছে এরিক”””””
“”””এরিকের এমন রাগের সাথে সবাই পরিচিত রাগ উঠলে ওর হুস থাকে না তাই কেউ যাচ্ছে না ঔদিকে””””
“””রিন রেন কাঁপা কাঁপা মৃদুস্বরে এরিকের দরজার সামনে এসে বললো হেনা রা এসে গেছে নিচে যেতে””””
“””” এরিক রিন রেনের দিকে তাকিয়ে কিছুখন পর এক পেশে হেঁসে উঠলো””””
“””” রিন রেন একজন আরেকজনের দিকে তাকিয়ে এরিকের হাসি দেখে ভয়ে এক ঢোগ খিললো ওরা চট করো দৌড়ে হওয়ার মত ভ্যানিশ হয়ে গেলো”””””
“””এরিক তার পরানো ব্লেজার এক ঝটকা মারলো আজ তোমাকে আমি বুঝাবো নিজের স্বামীর সামনে অন্যের হাত ধরার শাস্তি কী”””

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here