হিংস্র ভ্যাম্পায়ার_২,পর্ব-৯
লেখিকাঃফারু ইসলাম
“”””এরিক আমি চাচ্ছি কিছু দিনের মধ্যে হেনার সাথে তোমার আংটি বদলের কথা বলি মি. মারলেন বলে উঠলো”””””
“””” এরিক চুপ মেরে রয়লো””””
“”””আমি অনেক খুশি এরিক লাস্ট পর্যন্ত তোমার মা আর গ্যান্ড পা মৃত্যু প্রতিশোধ নিতে পারবা মি. মারলেন এরিকে জড়িয়ে ধরে বললো”””””
“”””এরিক হালকা করে হাসলো তার চিন্তা নূরকে নিয়ে নূর সব জানলে কী করবে”””
“”””মি. মারলেন চট করে এরিকে ছেড়ে অবাক হয়ে তার দিকে তাকালো'””””
“””” এরিক চোখ ছোট ছোট করে মি. মারলেনের দিকে তাকালো”””””
“””” এরিক তুমি কী হেনা কে পছন্দ করো মি. মারলেন গম্ভীর গলায় বললো””””
‘”‘””নো ড্যাড হেনার পরিবার আমার মা আর গ্যান্ড পা কে মেরেছে ওর প্রতি দূবল হওয়ার কোন কারন নেই এরিক বলে উঠলো””””
‘”””তাহলে অন্য কেউকে মি. মারলেন চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো”””
“””” এরিক নিজেকে শক্ত রেখে না বললো””””
“””” মি. মারলেন গম্ভীর মুখে রুম ত্যাগ করলেন””””
‘””‘নূরের ফোনে হঠাৎ ড্রেকের কল আসলো””””
“””” হ্যালো ড্রেক কেমন আছো তুমি নূর জিজ্ঞেস করে উঠলো””””
“””নীর (নূর) তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আমার সাথে দেখা করতে পারবে”””””!!!!!!
“”””মি. হোকার আমার মনে হচ্ছে আমার ছেলে মানুষ কেউকে ভালোবাসে মি. মারলেন বলে উঠলো”””””
“”””” তাহলে এটাতো খুবই বিপদজনক কথা মি. হোকার বলে উঠলো”””
“””” হ্যা আমি জানি আমার খুবই খারাপ লাগছে এরিকের সেই পছন্দ করা মেয়েটির জন্য””””””
“”””” কারন কোনো পিউর ভ্যাম্পায়ার কোনো মানুষ ভালোবাসলে তার সামনে তাদের ভালো বাসার মানুষটিকে অন্য ভ্যাম্পায়ারা কুবলে খাই””””””
“””” হ্যা কথাটা একদম সত্যি তখন পিউর ভ্যাম্পায়ারা কিছুই করতে পারে না কারন তাদের শক্তি নিয়ে নেওয়া হয় মি. হোকার বললো””””
“””” দরজা আড়াল থেকে ভ্যাম্পায়ারটি সরে যাওয়ার সাথে সাথে মি. মারলেন হো হো করে হেসে উঠলো তার মিথ্যা কাহিনী এইবার ভালোই কাজে দিবে””””
“”””আমি বুঝে গিয়েছিলাম এরিক তুমি প্রেমে পড়েছো কারন তোমার হার্টবির্ট আমি শুনেছি””””””
“””””আর এটা একটা ভ্যাম্পায়ারের তখনি হয় যখন তারা কোনো মানুষের প্রেমে পড়ে”””””””
“‘”‘”দরজা আড়াল থেকে মি. হোকার আর মি. মারলেনের কথা শুনে এরিকের পুরা শরীর জুরে শীতল রক্ত বয়ে গেলো””””
“””” কি শুনছে এইগুলো এটা কীভাবে সম্ভব তাহলে তার নূর কে তার সামনে মরতে হবে না এটা সেই জীবনেও হতে দিবে না”””””
“”””তার এখনি এভি সাথে কথা বলতে হবে”””””
“””” এরিক কি বলছো কি তুমি এইগুলো আমি তো এইরম কথা আগে শুনে নি জেন বলে উঠলো”””
“””” এরিক তুমি ভুল শুনেছো কারন যতোটুকু আমি জানি এটা মানুষ খেকো ভ্যাম্পায়ার দের ক্ষেত্রে হয়ে তাকে পিউর ভ্যাম্পায়ার না এভি বলে উঠলো”””””
“”””এভি আমি ভুল শুনি নি তুমি ভালো করে জানো আমার কান কেমন প্রখর আমি সবাই ফিসফিস কথা স্পষ্ট শুনতে পাই এরিক বলে উঠলো”””””
‘””””এরিক এখন কি করবে তুমি কী এখন নূর কে ছেড়ে দিবে জেন অবাক হয়ে বললো””””
“”””এরিকের চোখের পানি টলমল করছে”””
“””” এরিক তোমার কিছু করার আগে নূরের সাথে সব কিছু আলাপ করা উচিত ওকে সব বলা উচিত ঔ তোমার স্ত্রী এখন এভি এরিকের কাঁধ ঝাঁকিয়ে বললো””””
“””” এভি আমি নূর কে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমি চাই না আমার জন্য ওর জীবন যাক এরিক চোখে পানি রেখে বললো”””””
“”””এভি অবাক হয়ে তাকিয়ে আছে এরিকের দিকে কত টা হিংস্র ভ্যাম্পায়ার ছিল তার ভাই”””””
“”””””একদিন একেক মেয়ের সাথে রাত কাটাতো আর সকাল হলে তাদের কে নিজের খাদ্য বানাতো”””””!!!!!
“””””কিন্তু এখন একটা সাধারণ মেয়েকে ভালো বেসে তার আজ কী অবস্থা””””””!!!!!
“””””এরিক তুমি এখানে আমি তোমাকে কত জায়গায় খুজছি মি.মারলেন এসে বললো””””
“”””এরিক নিজেকে নরমাল করে বললো কি হয়েছে ড্যাড””””
“”””এরিক তুমি কি জানো হেনার একটা কাজিন এসেছে নাম নূর যে তার মামাতো বোন হয় মি. মারলেন বলে উঠলো”””””
“””” এরিক হচকিয়ে এভির জেনের দিকে তাকালো ওরাও হতবিষ্ময় হয়ে তাকিয়ে আছে””””
“””” ওর মামাও একজন ভ্যাম্পায়ার শিকারী ছিল সেই আমাকেও অনেক বার মারা চেষ্টা করেছিল””””
“”””কি যা তা বলছো ড্যাড এরিক অবাক হয়ে বললো””””
“”””মি. মারলেন কাঁদো কাঁদো মুখ করে বললো””””
“”‘” হ্যা এরিক সেই শুধু তা নয় তোমার ছোট ফুফু কে প্রেমের জালে ফাঁসিয়ে মেরে ফেলেছিল সেই জানায় নি সেই বিবাহিতা”””””
“”””এলচা কে মেরে ছুটে চলে যাওয়ার সময় গাড়ী নিচে চাপা পড়ে মারা গিয়েছিল”‘”””
“””’তার সাথে তার একটা ছোট্ট মেয়ে ছিল কিন্তু ও বেঁচে যায় মেয়েটিকে সেই একটা দোকানে রেখে তোমার ফুফু কে মেরে ছিল””””””
“”””এরিকের পুরো শরীর জুড়ে ঝাকুনি দিয়ে উঠলো”””””
“””” নূর বলেছিল তার বাবা গাড়ী চাপা পরে মারা গিয়েছিল সাথে সেইও ছিল””””!!!!!
“””””নূরের কথার সাথে বাবার সব কথা মিলে যাচ্ছে এটা কীভাবে সম্ভব তার মানে নূর ও তার শত্রু””””!!!!!!
“””””এরিক আমি চাই তুমি ঔ নূর মেয়েটিকেও শেষ করে দাও মি. মারলেন বলে উঠলো”””””
“””” এরিক হতবাক হয়ে চুপ মেরে রয়লো””””
“””” এভি আর জেনের মাথা যেনো ভন ভন করছে একটা পর একটা ঝটকা তারা খেতে আছে”””””
“””” এভি খুবই ভয় করছে কারন এরিক তার মা গ্যান্ড পা কে যতো টা পছন্দ করতো তার থেকে বেশি তার ফুফু কে এরিক তাহলে সত্যি নির(নূর)কে মেরে ফেলবে”””””
“””” মি. মারলেন মুচকি হেসে রুম ত্যাগ করলো তার প্ল্যান কাজ করেছে”””””
“””” ভালোই কাহিনী বানাতে পারে সেই নূরের বাবা তার ছোট বোন কে মারে নি তার বোন তো খুবই পছন্দ করতো মি. অভিকে (নূরের বাবা)””””
“”””মি. মারলেন নিজে মেরেছে তার বোন এলচা কে আর নূরের বাবা মি. অভিকে “”””””
“”””সেই কখনো তার ব্রোঞ্জ ফিরত আনার মধ্যে কেউকে আসতে দিবে না এরিকে যে এই মেয়ে ভালেবাসে সেই ধরে ফেলেছে এখন শুধু ঘৃণা করবে””””””
“”””এরিক আমার কথা শুনো এরিক এভির কথায় পাত্তা না দিয়ে গটগট করে হেঁটে চলে গেলো”””””
“””” জেন এসে এভিকে এক হাতে জড়িয়ে ধরলো””””
“””জেন আমার খুবই ভয় হচ্ছে এরিক কি করবে নিরের(নূর) সাথে এভি চিন্তিত মুখে বললো”””””
“”””হ্যালো নূর কই আছো তুমি এরিক দৃঢ় কন্ঠ জিজ্ঞেস করে উঠলো”””!!!!!
“””” এরিক আমি হোয়াই হো রেস্টুরেন্টে এসেছে ড্রে……….!!!!!!!”””””
“”””ওকে তুমি সেখানে থাকো আমি আসছি নূর কথা শেষ করার আগে এরিক কঠিন কন্ঠে বলে ফোন চট করে কেটে দিলো””””
“”””ড্রেক তুমি আমাকে এখানে কেন আনলে নূর জিজ্ঞেস করে উঠলো””””
“””” নীর(নূর) আসলে মোম ড্যাড আমার সাথে এনজিলা নামক একটা মেয়ে সাথে বিয়ে ঠিক করেছে””””
“””””মেয়েটি ইংল্যান্ডের আছে এখন কয়েকদিন পর দেশে আসবে ড্রেক বলে উঠলো”””””
“”””এটা তো খুবই ভালো কথা ড্রেক নূর খুশিতে উৎসুক হয়ে বললো””””
“”””হ্যা জানি ঔ দেশে আসলে আমি ওকে প্রপোজ করতে চাই বাট কীভাবে আমি বুঝতে পারছি না””””
“””””ওকে এখানে এনে করবো তাই আমি ভাবছি তোমাকে দিয়ে একবার ট্রাই করি ড্রেক বলে উঠলো”””””
“””” হোয়াই নট নূর বলে উঠলো”””””
“””ড্রেক নূরের সামনে হাঁটু গেড়ে বসে বললো উইল ইউ ম্যারি মী””””
“””” নূর এক গাল হেসে হ্যা বললো””””
“””” ড্রেক উঠে দাঁড়িয়ে ফিক করে হেঁসে নূর কে জড়িয়ে ধরলো””””
“”””দূর থেকে হাত মুঠো করে অগ্নি চোখে তাকিয়ে আছে এরিক”””
“”” রাগে তার শরীর ফেটে যাচ্ছে এতো বড় সাহস এই মেয়ের তাকে বিয়ে করে আবার অন্য একজন কে বিয়ের জন্য হ্যা বলছে””””
“”””আমি তোমাকে কখনও ক্ষমা করবো না নূর তোমার বাবা খুনি ছিল আর তুমি ধোঁকাবাজ”””””””
“””””আই হেট ইউ নূর রহমান বিড়বিড় করে বলে গটগট করে চলে গেলো এরিক””””
“”””ধন্যবাদ নূর বাট আমার চিন্তা হচ্ছে এতো নরমাল প্রপোজে ঔ রাজি হবে তো ড্রেক বলে উঠলো””””
“””ড্রেক কি বলছো কী তোমাদের বিয়ে আগে ঠিক করা আছে আর এতো চমৎকার জায়গায় বিয়ে জন্য বললে যে কেউ রাজি হবে নূর বলে উঠলো”””””
“‘”” তাহলে তোমাকে আমার এখানে বিয়ের জন্য বলা উচিত ছিল নূরের চোখের দিকে তাকিয়ে বললো ড্রেক””””
“””” নূর যেনো নিজের কথায় বোকা হয়ে গেলো””””
“”””ড্রেক আমি বিবাহিতা নূর মাথা নিচু করে বলে উঠলো””””
“””হোয়াট ড্রেক হতবিষ্ময় হয়ে বললো””””
“”””আমি আর এ…….”””””””!!!!!!
“””” নূর তার কথা শেষ করতে পারলো না ড্রেকের বাবা মি. ওম ওলচনের কল আসলো””””
“”””নূর তার কথা বন্ধ করে ড্রেকে ফোন তুলতে ইশারা করলো'””””
“””” ড্রেক ফোন ধরে তড়িঘড়ি করে বললো আমি এখনি আসছি ড্যাড ডোন্ট ওয়ারি তুমি মোমের খেয়াল রাখো””””
“”””নূর জিজ্ঞেস করলে ড্রেক জানালা তার মার রক্ত শূন্যতা রোগ রয়েছে অবস্থা এখন ভালো না তাকে এখনি যেতে হবে””””
“”””নূর বললো তুমি যাও আংটির খেয়াল রাখো আমি একজনের জন্য অপেক্ষা করছি””””
“””” ড্রেক নূর করে বিদায় দিতে হুরমুর করে বের হয়ে গেলো””””
“””” নূর দু ঘন্টা রেস্টুরেন্টে বসে এরিকের নাম্বারে কল দিতে থাকলো কিন্তু এরিক ফোন ধরলো না শেষ পর্যন্ত নূর একটা মেসেজ দিয়ে বাসার দিকে রওনা হলো””””
“””” রাত দুটো হঠাৎ এরিকের ফোন আসলো নূরের নাম্বারে নূর এক গাল হেসে এরিকের ফোন ধরলো”””””
“””” হ্যালো এরিক কই ছিলে তুমি আমি কতখন অপেক্ষা করেছিলাম তোমার জন্য এক নাগাড়ে নূর বলতে থাকলো””””
“””” এরিক চুপ মেরে ফোন কানে দিয়ে দাঁড়িয়ে রয়লো””””
“”” কি হলো এরিক কথা বলো তুমি ঠিক আছো তো এরিক নূর বলে উঠলো”””””
“””” এইবার এরিক কথা বললো আর তার প্রথম কথা হলো তোমার বাবা গাড়ী চাপা কোন দেশে পড়ে ছিল”””””!!!!!!
“”””এরিকের এমন প্রশ্নে নূর হচকিয়ে গিয়ে বললো তুমি হঠাৎ এটা কেন জানতে চাচ্ছো এরিক”””””!!!!!!
“”‘” তোমাকে আমি প্রশ্ন করেছি আশা করি উত্তর দিবে তোমাকে আবার আমাকে প্রশ্ন করতে বলি নি দৃঢ় কন্ঠে বলে উঠলো এরিক”””””
“””” নূর অবাক হয়ে গেলো এরিকের কন্ঠ স্বর আজ একদম অন্য রকম মনে হয় সেই প্রচন্ড রেগে কথা বলছে””””
‘””‘নূর আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি এরিক কঠিন স্বরে বলে উঠলো””””
“”””আমে আমেরিকা নূর কাঁপা কাঁপা মৃদুস্বরে উত্তর দিলো””””
“””” এরিক চোখ বন্ধ করে আহঃ করে চিৎকার দিয়ে ফোন গাছের উপর ছুঁড়ে মারলো যার ফলস্বরূপ এরিকের ফোন খন্ড খন্ড হয়ে গেলো”””””
‘””””নূর চুপ করে এখানো কানে ফোন ধরে আছে এরিক কেন এই কথায় এমন খেপে গেলো”””!!!!!!
“”””এরিক আবারও মৃদু চিৎকার দিয়ে নিচে বসে গেলো”””””
“””””কেন হলো এমন কেন এমন টা হলো নূর যদি তার কপালে নাই থাকে কেন তাকে ভালোবাসার আগে সব জানলো না”””””
‘””””না সেই এমন ধোকাবাজ মেয়ে কে ভালোবাসতে পারে না ঘৃণা করে সেই নূর কে””””
“””আমার এলছা আংট সব ভ্যাম্পায়ার থেকে আলাদা ছিল সেই মানুষ কে খাদ্য হিসেবে না মানুষ হিসেবে ভাবতো সেই সবসময় পশুর রক্ত খেতো'”””””
“”””””কিন্তু তোমার বাবা আমার সেই নিষ্পাপ আংট কে প্রেমের জালে ফাঁসিয়ে মেরে ফেললো”””””
‘”””””আমি তোমার বাবা কে তে কিছু করতে পারি নি কিন্তু তোমাকে আমি তার শাস্তি দিবো কঠিন শাস্তি দিবো””””””
“””” এতো দিন আমার ভালোবাসা দেখলে কাল থেকে তুমি এই এরিকের হিংস্র রুপ দেখবে এরিক দাঁতে দাঁত চেপে বললো”””””
‘””””সারারাত নূর অগণিত বার এরিকের ফোনে কল দিয়েছে কিন্তু ফোন সুইচ অফ আসলো””””
”””গতি না পেয়ে নূর এভিকে কল দিলো এভি জানালো এরিক বাসায় নেই সেই কই আছে সেই জানে না তাকে চিন্তা করতে না করলে আর ঘুমাতে বললো”””””
“”””নূরের সারারাত ঘুম আসলো না মাঝরাতে একটু চোখ লেখে আসলে কিন্তু কারও ভালোবাসার স্পর্শে চোখ খুলে গেলো””””
“””” এরিক নূরের কম্বলের ভিতরে ডুকে এক দৃষ্টিতে নূরকে দেখছে””””
“”””নূর অবাক হয়ে এরিকের মুখের দিকে তাকিয়ে আছে চুল উসকোখুসকো চেহেরায় অন্য রকম লাগছে”””””
“””” নূর এরিকের গালে হাত দিয়ে বললো কই ছিলে এরিক তুমি আমার উপর কি কোনো কিছু নিয়ে তুমি রেগে আছো”””
“”” নূরের গাল বেয়ে পানি পড়ছে'”””
,””””এরিক কোনো কথা না বলে নূরে কে তার ঠোঁট যুগলে বন্ধি করলো””””
“””” এরিকের নরম স্পর্শে নূরের কখন ঘুম এসে গেলো তারা জানা নেই””””
“””” সকালে জানালার দিয়ে আসা আলোতে নূরের চোখ খুললো””””
“”””নূর গোসল করে সুন্দর করে সেজে ভার্সিটির জন্য বের হতে নিচে এসে হত বিষ্ময় হয়ে গেলো একি এলাহি কান্ড”””””
“”””খুবই চমৎকার করে লাল ফুল দিয়ে সারা বাড়ি সাজাচ্ছে হেনাদের”””””
“”””মিসেস ফিউ নানা দিকে ছুটাছুটি করছে একে ওকে নানা রকমের পরামর্শ দিচ্ছে কাজ করার”””””
“””” নূর টুকুর টুকুর পায়ে নিচে নেমে আসলো”””””
‘””””মিসেস ফিউ ছুটে এসে বললো কি রে নূর কই যাস”””””!!
“””” নূর কোনো মতে বললো ভার্সিটি তে ফুফু,””””””
“”” না না আজ কোনো ভার্সিটি হবে না আজ বাসায় থাকবি আজ হেনার আংটি বদল””””
“””” মিসেস ফিউ কথা যেনো নূর দুইবার শুনলো সেই এক গাল হা করে বললো কি বলছো কী ফুফু””””!!!!!!
”””মিসেস ফিউ নূরের গালে হাত রেখে বললো আমি দুঃখিত রে মা হেনার বিয়ে অনেক আগে ঠিক করা ছিল আমেরিকান ছেলের সাথে আমরা ঠিক করেছিলাম আংটি বদলের দিন সবাইকে জানাবো”””””
””””অন্য ধর্মের ছেলে আমাদের আত্মীয় স্বজনরা কে কি ভাবে না ভাবে তার ভয়ে তোকেও বলা হয় নি তুই রাগ করিস না মা””””
‘””””নূর কোনো রকম মাথা দুলিয়ে বললো এখানে রাগের কি হলো ফুফু আমি আরো অনেক খুশি হেনা আপু তার পছন্দের ছেলে কে বিয়ে করবে”””””
“”” মিসেস ফিউ নূরের কপালে চুমু খেয়ে কাজে লেগে গেলো”””””
“””” নূরও বিভিন্ন কাজ করলো কিন্তু এর ফাঁকে এরিকে ফোন দিতে ভুললো না কিন্তু আশ্চর্য বেপার এরিকের ফোন এখনো বন্ধ”””””
‘””””সন্ধ্যা বেলা”””””
“”” আজ হেনাকে দেখে মনে হবে কোনো ছোটখাটো একটা ডায়মন্ডের দোকান কারন একটায়”””””
“”””হেনা খুবই চমৎকার একটি লাল বুক খোলা একটি গাউন পড়েছে চুল গুলো খোঁপা করে তার মধ্যে ডায়মন্ডের পাথর বসিয়েছে”””””
“”””কানে ছোট্ট ডায়মন্ডের টফ পরেছে আর গলায় খুবই চমৎকার বড় ইউনিক ডিজাইনের ডায়মন্ডের হার পড়েছে”””””
“””দু হাত ভরতি ডায়মন্ডের চুড়ি পড়েছে””””
“”””নূর এতোখন পর্যন্ত এটায় জানতে পারলো না হেনার বাগদত্তার নাম কী এমনকি রাফিও নেই যে তাকে জিজ্ঞেস করবে””””
“””” নূর শুধু এতো টুকু জেনেছে ছেলেটির সাথে হেনা অনেক আগের সম্পর্ক আর ছেলেটি নিজে হেনাকে বিয়ের জন্য বলছে তারা এই শহরের সবচাইতে ধনী তাই ফুফু না করতে পারে নি””””””
“””” ইসস আজ যদি এরিক তাদের বিয়ের কথা ফুফু কে বলতো”””””
“”””” তারা আবারও সব নিয়ম অনুযায়ী বিয়ে করতে পারতো কই আছো তুমি এরিক বিড়বিড় করে বলে উঠলো নূর”””””
“””””এরিক কাজ টা তুমি ঠিক করছো না তুমি এইভাবে নূর কে ধোঁকা দিতে পারো না ঔ খুবই নিষ্পাপ একটি মেয়ে এভি বলে উঠলো”””””
“”””এরিক নিজের গায়ের ব্লেজার ঠিক করতে করতে বললো ঔ যতো নিষ্পাপ হোক ঔ একটা খুনির মেয়ে আর তার জন্য ওকে শাস্তি পেতে হবে”””””
“””” এরিক কি যা তা বলছো তুমি এভি অবাক হয়ে বললো”””””
“”””এরিক এভির কথায় কান না দিয়ে তার কাজ করতে থাকলো””””
“”””এরিক তুমি কালকে ওকে ভুল বুঝে ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলে ওর পাগল পায় অবস্থা হয়ে গিয়েছিল তুমি জানো”””””
“””” ওটা ভুল ছিল না আমি ওকে ড্রেকের বিয়ের প্রস্তাবে হ্যা বলতে দেখেছি আর তাকে জড়িয়ে দেখতেও এটা বলে এরিক তার হাতের পারফিউম বোতল ছুঁড়ে দেয়ালে মারলো””””””
“”” এরিকের শরীর রাগে ফেটে যাই ড্রেক নূরকে জড়িয়ে ধরার কথা মনে উঠলে””””
“””তুমি কি পাগল হয়ে গিয়েছো এরিক এভি হত বিষ্ময় হয়ে বললো””””
“””” তুমি ভালো করে জানো কালকে ঔ সব ড্রামা ছিল ড্রেক শুধু ট্রাই করছিল কীভাবে তার বাগদত্তা কে প্রপোজ করবে”””””
“”””” আর এটা তোমাকে আমি কালকে রাতে বলছিলাম নূর ফোনে আমাকে জানানোর পর”””””””
“””এরিক আমার দিকে তাকাও এভি এরিকের কাঁধ ঝাঁকিয়ে তার দিকে ফিরে বললো”””””
“”””কেন তুমি এতো বড় কাজ করতে যাচ্ছো কেন একটা অসহায় মেয়েকে বিয়ে করে মাঝ পথে ছেড়ে দিচ্ছো কেন এরিক””””
“””” কারন ওকে আমি ঘৃণা করি ওকে প্রতিটা পদক্ষেপে শাস্তি দেওয়া আমার এখন মূল উদ্দেশ্য এরিক শান্ত স্বরে বললো'”””””
“””” ও রিয়েলি ঘৃণা আমাকে মিথ্যা বলতে এসো না এরিক কাল তোমাকে ড্রেকের বেপারে সত্যি বলার পর তোমার চোখে মুখে আমি এক অদৃশ্য অস্হিরতা ভাব দেখেছি”””””
“””” আর যখন আমি বলছি নূর তোমার ফোন বন্ধ দেখে পাগলের মত কান্না করছে তুমি ছুটে চলে গিয়েছিলে নূরের কাছে””””
“””আমাদের দেরী হয়ে যাচ্ছে এভি চলো আর হ্যা তোমরা নূর কে কিছুই জানাবে না যা বলার আমি বলবো এটা বলে গটগট করে এরিক চলে গেলো”””””
“”””তুমি নূর কে না শুধু নিজেকেও শাস্তি দিবে এরিক কারন নূর তোমার অস্তিত্বে মিশে গেছে যা আমার বুঝতে বাকী নেই এভি বিড়বিড় করে বলে উঠলো”””””
“”””এরিকের পুরো পরিবার এসেছে হেনা আর তার আংটি বদলের অনুষ্ঠানে এক এক করে সবাই ডুকছে'””””
“””” এরিকের পুরো পরিবার কালো পড়ে এসেছে আর হেনাদের পুরো পরিবার লাল পড়েছে””””
“””” এরিক আর হেনাকে একসাথে দাঁড়া করানো হলো এরিকের চোখ শুধু একটা মানুষ কে খুজে বেড়াচ্ছে যা এভি আর জেনের চোখে এড়ালো না””””
“”” এরিক তোমাকে আজ টু মাচ হট লাগছে হেনা এরিকের কানে ফিসফিস করে বললো””””
“””” এরিক দম ধরে দাঁড়িয়ে রয়লো””””
“”””এরিক তুমি আমাকে বললে না আমাকে কেমন লাগছে হেনা এরিকের গা ঘেঁষে দাঁড়িয়ে বললো””””
“””এরিক হেনার দিকে না তাকিয়ে বললো ভালোই লাগছে”””””
“”””তুমি তো আমার দিকে না তাকিয়ে বললে হেনা মন খারাপ করে বলে উঠলো””””
“””” এরিক এক নজর হেনার দিকে তাকিয়ে বললো কারন আমি জানি আমি না দেখলে বলতে পারবো তেমাকে সুন্দর লাগছে””””
“””” এরিকের এমন প্রশংসা হেনার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়””””
“”””এরিকের হঠাৎ একটা মানুষের দিকে ত চোখ আটকে গেলো”””
“”””নূর তার কানের দুল ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে নামছে তার এখনো কানের দুলের দিকে মনোযোগ যার কারনে সেই এরিকে দেখছে না””””
“””” এরিক মুগ্ধ হয়ে নূর কে দেখছে””””
“”””নূর খুবই চমৎকার চোখ ধাধানো একটি টকটকে লাল শাড়ি পড়েছে তার সাথে ঝরি কাপড়ে চমৎকার মেগি হাতা ব্লাউজ পড়েছে””””
“”””মুখে চমৎকার সাজ, ঠোঁটে গাঢ় লাল কালার লিপস্টিক দিয়েছে, কানে চমৎকার লাল চকচক পাথরের বড় দুল, দু হাত ভরতি লাল চুড়ি আর তার মাঝ খানে সাদা ডায়মন্ডের কয়েক জোড়া চুড়িও রয়েছে””””””
“‘”” চুল চমৎকার করে খোঁপা করে তাতে তাজা অনেক গুলো ছোট ছোট লাল গোলাপ দিয়েছে, আর বা হাতে তাজা লাল গোলাপের কলির মালা হাতে পেছিয়ে নিয়েছে”””””
“”””দু হাত দিয়ে কানের দুল ঠিক করছে যার কারনে পেটের জায়গা দিয়ে শাড়ি সরে অনেক খানি দেখা যাচ্ছে”””””
“”””‘এরিকের যেনো পুরো শরীর নিয়ে ঝাঁকুনি দিয়ে উঠলো তার ইচ্ছে করছে ছুটে গিয়ে নূরকে তার চুমুতে সারা শরীর ভরে দিতে”””””
“””” নূর নিচে নেমে এরিকে হেনার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে যেনো পাথর হয়ে গেলো”””
“”””এরিক এখানে কী করছে হেনার সাথে এটা তো হেনার বাগদত্তার জায়গা””””!!!!
“”””নূর অবাক দৃষ্টিতে এরিকের দিকে তাকাতে তাকাতে এগিয়ে আসতে লাগলো””””
“”””এরিক শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে তার ভালো খারাপ মুড কিছুই বুঝা যাচ্ছে না”””
“””” আমেরিকা এয়ারপোর্টে এসে নামলো নীল আজ সেই তার নূর কে চমকে দিবে নূর তো জানে না সেই আমেরিকায় চলে এসেছে”””
“”””বার বার বিভিন্ন নাম্বারে কল দিচ্ছে কিন্তু কেউ তার মন ধরছে না উপপ গেলো টা সবাই কই মহা বিরক্তি নিয়ে ফোন হাতে দাঁড়িয়ে আছে এলিনা”””””
“””আহঃ মৃদু চিৎকার দিয়ে উঠলো সেই তার মনে হলো কেউ তাকে এক ঝটকা মেরে সরিয়ে নিয়েছে””””
“””ধ্বক ধ্বক কারো হার্টবির্টের চমৎকার আওয়াজে এলিনার হুস আসলো সেই কারও বাহুডোরে অাবদ্ধ কিন্তু কে””””
‘”””এলিনা মুখ উঠিয়ে দেখলো খুবই চমৎকার চিপচিপে চেহেরায় একটা এশিয়ান ছেলে””””
“””””তার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে আছে মৃদু ধাক্কা দিয়ে ছেলে টি তাকে সরিয়ে দিয়ে বললো””””
“””আর ইউ লুনেটিক (পাগল) এইভাবে কেউ ফোনে দিকে হা করে তাকিয়ে থাকে এখনি তো গাড়ি টা তোমাকে পিষে দিতো ছেলেটি বললো””””
“””এলিনা এখনো হতবাক হয়ে তার সামনে দাঁড়ানো গম্ভীর মুখো ছেলে টিকে দেখছে””””
“””হেই ইউ কানা নাকি ছেলেটি মৃদুস্বরে ধমকিয়ে বললো””””
“””” নো নো এ্যাম রিয়েলি স্যরি আসলে আমি আমার পরিবার কে কল দিচ্ছিলাম তাই তেমন একটা খুবর ছিল না ধন্যবাদ আপনিকে”””””
””””ইটস ওকে ম্যাম নেক্সট টাইম দেখে চলবেন ছেলেটি বলে উঠলো””””
“””” এলিনা মুচকি হেসে হাত বাড়িয়ে বললো আমি এলিনা গ্লোবাল””””
“””” ছেলেটি চমৎকার করে মিষ্টি হেসে হাত বাড়িয়ে বললো আমি নীল আহমেদ””””
“””নিল অ্যাহেমেদ(নীল আহমেদ) এলিনা অনেক কষ্ট বললো””””
“””” নীল হেসে বললো হুম নীল আহমেদ”””
”””ওকে আল্লাহ হাফেজ বলে নীল গটগট করে চলে গেলো তার অনেক দেরি হয়ে হয়ে গিয়েছে এমনে তার নূরের কাছে পৌঁছাতে অনেক সময় লাগবে আর দেরি করতে চাই না সেই”””””
“”””মোসলমান (মুসলিম) এলিনা মুচকি হেসে উঠলো””””
“””””নিল আহেমেদ ( নীল আহমেদ) আজ পর্যন্ত কারও সাহস হয় নি আমার উপরে জোর গলায় কথা বলা”””””
“””””শুধু আমার টুইন বাদে কিন্তু তুমি আমাকে চিনো না আর আমাকে এভাবে শাসন করলে””””
“”””আমার খুবই পছন্দ হয়েছে তোমাকে এলিনা এক পেশে হেসে বললো দ্বিতীয় বার দেখা হলে কিন্তু আর ছাড়া পাবে না এলিনা থেকে””””
“”””এখন তো নূর ও এসে গেছে এইবার আংটি পড়াও এরিক মি. সোহান বলে উঠলো””””
“””” নূর চট করে মি. সোহানের দিকে তাকালো কি বলছে উনি এইগুলো”””!!!!!
“”””এরিক নূরকে আরো হত বিষ্ময় করে হেনা কে আংটি পড়িয়ে দিলো””””
“””” নূর পাথরের মূর্তির মত দাঁড়িয়ে রয়লো তার পায়ের তলা থেকে যেনো মাটি সরে গেছে”””””
“”””আচ্ছা সেই এইগুলো দুঃস্বপ্ন দেখছে না তো নাহলে এরিক তো তার সাথে এমন করার কথা না”””””
“””””হেনা আর এরিকের আংটি বদল হয়ে গেলো সবাই হাত তালি দিচ্ছে এভি জেন অসহায় দৃষ্টিতে নূর কে দেখছে”””””
“”” মি. মারলেনের মুখে তৃপ্তির হাসি তার ব্রোঞ্জ ফিরে পেতে আর বেশি দেরি নেই””””
“””” এরিক এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে”””””
“”””‘নূর বোকার মত এরিকের মুখের দিকে তাকিয়ে তার প্রশ্নের উত্তর খুঁজছে তার গাল বেড়ে বৃষ্টির মত পানি পড়ছে””””
“””” হেনা চট করে এরিকের ঠোঁটে চুমু বসিয়ে দিলো”””””
‘”””নূর যেনো সব কিছু অন্ধকার দেখছে হঠাৎ নূর ডোলে তার পিছনের মানুষটির গায়ে জ্ঞান হারালো””””””
“”””এরিক যেনো হতবাক হয়ে গেলো সেই হেনার পাশে পাথরের মত নূরের দিকে তাকিয়ে রয়লো”””””
“””” নীর(নূর) কথা বলো নীর(নূর) কি হয়েছি কি তোমার চোখ খুলো ড্রেক নূরকে তার বুকে জড়িয়ে তার গালে হাত রেখে বলতে থাকলো””””””
“”””হেনা এভি জেন রিন রেন মিসেস ফিউ মি. সোহান আরো অনেকেই ছুটে আসলো””””
“””” আমার মনে হয় ওকে রুমে নিয়ে যাওয়া উচিত ড্রেক চিন্তিত মুখে বলে উঠলো”””
“”””ড্রেক নূর কে কোলে নিতে গেলে একটা শক্ত হাত তার হাত চেপে ধরলো”””
“””” ড্রেক মাথা তুলে এরিকে দেখে চট করো মাথা গরম হয়ে গেলো””””
“””” আমি ওকে নিবো ড্রেক তার দাঁত কিড়মিড় করে বললো””””
“””তুমি এতো দূর উঠাতে পারবে না এরিক তার চোয়াল শক্ত করে বললো””””
“””” তোমার থেকেও ভালো পারবো আর যাই হোক নীর(নূর) কে আমি তোমার মত বিয়ে করে মাঝ পথে অন্য দিকে যাবো না ড্রেক তার দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বললো কেউ না শুনার মত””””
“”” এরিক চট করে ড্রেকের দিকে তাকালো ড্রেক কীভাবে জানলো এটা””””
“””” এরিক ড্রেকের কথায় নিজেকে সামলে নিয়ে চট করে নূরকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো”””
“”””ড্রেক রাগে ফুঁসতে থাকলো সবাই পিছে যেতে ধরলো””””
“””” এভি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে দেখলে জেন সেই নিজেও কাছে টানবে না কেউকে ছুঁতেও দিবে না আজব একটা ভ্যাম্পায়ার সেই”””””
“””আমিও একমত তোমার সাথে জেন এভির হাত ধরে বললো””””
“””” এরিক এক দৃষ্টিতে নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তার এতো কেন কষ্ট হচ্ছে সেই তো ঘৃণা করে নূর কে তাহলে”””””!!!!
চলবে