হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-২৩,২৪
লেখিকাঃফারু ইসলাম
“””””এরিকের সামনে এসে জেসমিন আর জোসুয়া দাঁড়ালো””‘”
“”””জোসুয়া প্রিয়াঙ্কা আর এরিকে অভিনন্দন দিলো কিন্তু জেসমিন শুধু মিষ্টি করে হাসলো”””
“””””এরিক নাক মুখ ফুলিয়ে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে””””
“””‘জোসুয়া আমি একটু লিজা দের সাথে কথা বলে আসি জেসমিন বলে উঠলো””””
“”””জোসুয়া হ্যা বোধক মাথা নেড়ে যেতে বললো””””
“”””জেসমিন খুবই রহস্যজনক চমৎকার একটা হাসি এরিকের দিকে তাকিয়ে দিলো””””
‘””‘এরিক কপাল কুঁচকে জেসমিনের হাসির মানে বুঝার চেষ্টা করলো””””
“”””জেসমিন এরিকের সামনে দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে তার পিছনের লম্বা চুল গুলো সামনে নিয়ে হাঁটা শুরু করলো”‘”””
“”””এরিক যেনো বোবা হয়ে গেলো জেসমিন হাঁটা দেখে”””
“”””কারন একটা জেসমিন এমন একটা ব্লাউজ পরেছে যার পিছনে মাত্র দুটি ফিতা দাড়া আটকানো যার কারনে পুরো পিট দৃশ্যমান””””
“”””এরিক চোখ মুখ শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করার জন্য অন্য দিকে তাকালো””””
“””” ফিন দাঁড়িয়ে আছে সেই হা করে জেসমিন কে গিলে খাচ্ছে””””
“”””যা এরিকের চোখে এড়ালো না”””””
“”””এরিক এইবার জেসমিনের দিকে তাকিয়ে দেখলো””””
“”””লিজা আর রোভারের সাথে দাঁড়িয়ে জেসমিন কথা বলছে তাকে এক হাত দিয়ে জড়িয়ে আছে জোসুয়া”””
“””এইবার আর নিজের রাগ ধরে রাখতে পারলো না এরিক””””
“”””সেই ছুটে গিয়ে এক টান মেরে ফিন কে দেয়ালের সাথে এক হাত দিয়ে গলা চেপে উপরে ধরলো””””
“”””এরিক এরিক কি করছো আমার অপরাধ কি ফিন উু উু করে বলে উঠলো””””
“”””এরিক ফিন কে নিচের ছুড়ে বললো””””
“””” আমার জেসমিনের দিকে নোংরা নজরে তাকানোর সাহস কে দিয়েছে তোমাকে ফিন এরিক খেখিয়ে বলে উঠলো””””
“”””ফিন তো তো করে ছুটে তার গ্যান্ড পা মি. এভরিকের কাছে ছুটে গেল যাতে করে এরিক কিছু না করতে পারে””””
“””এরিক ফিনের দিকে যেতে ধরলে তাকে আংটি বদলের জন্য ডাকা হলো””””
“”””সেই সেখানে গিয়ে দেখলো জেসমিন জোসুয়া সাথে দাঁড়িয়ে আছে তার চোখ মুখে হাসি””””
“””” প্রিয়াঙ্কা মহা উৎসাহে এরিকে আংটি পড়ালো সবাই হাত তালি দিচ্ছে এইবার এরিকের পড়ানোর পালা সেই শুধু একবার জেসমিনের মুখের দিকে তাকালো”””””
“””মুখে অদ্ভুত মিষ্টি হাসি কিন্তু চোখে পানি এসে জমে আছে””””
“”””জেসমিনের মুখের দিকে তাকিয়ে এরিক প্রিয়াঙ্কাকে আংটি পড়াচ্ছে”””””
“””” জেসমিন এক দৃষ্টিতে এরিকের মুখের দিকে তাকিয়ে তার চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে”””””
“””” সবাই হাত তালি আওয়াজে জেসমিন আর এরিকের ঘোর ভাঙলো আংটি পড়ানো শেষ”””””
“”””চোখ থেকে পানি পড়ছে কিন্তু মুখে হাসি নিয়ে জেসমিন হাত তালি দিচ্ছে””””
“””” আংটি পড়ানো শেষ হলে সবাইকে কাপল ডান্স করার জন্য ডাকা হলো””””
“””” ফিনের বোনের আংটি বদল কিন্তু এরিকের ভয়ে সেই আজ অনুষ্ঠান থেকে নিখোঁজ””””
“”””” সবাই কাপল ডান্স করছে এরিক প্রিয়াঙ্কা সাথে ডান্স করছে কিন্তু তার নজর জেসমিনের দিকে”””””
“”””জোসুয়ার তার একহাত জেসমিনের পেটে রেখেছে আরেক হাত দিয়ে জেসমিনের হাত মুঠো ধরেছে””””
“”””জোসুয়া যে জেসমিনের পেটে হাত রেখে তার আস্তে আস্তে উপরে উঠাচ্ছে তা বুঝতে বাকী নেয় এরিকের রাগে তার কপাল ফেটে যাচ্ছে””””
“”””” হঠাৎ গান বদলের সাথে সাথে সবাই নিজের পার্টনার বদল করলো””””
“”””জেসমিন গানের মাধ্যমে অন্য একজনের কাছে যেতে ধরলে এরিক এক টান মারে জেসমিন ঘুরে এরিকের বুকে এসে পড়ে””””
“”””এরিক মুচকি হেসে একটা দম নিয়ে জেসমিনের কোমরে হাত দিয়ে আরো বুকে সাথে মিশিয়ে নিলো””””
“”””জোসুয়া চেলচি সাথে ডান্স করছে সেই রাগে ফুঁসতে আছে এরিকের দিকে তাকিয়ে””””””
“””” জেসমিন আস্তে করে মুখ উঠিয়ে এরিকের দিকে তাকালো এরিক দুষ্ট হেসে জেসমিনের পেটে হাত দিলো””””
“”””জেসমিনের দু হাত সেই তার নিজের ঘাড়ে রাখলো”””
“‘””এরিক আস্তে করে জেসমিনের পেটে তার আগুল ভুলাচ্ছে জেসমিন এরিকের শার্ট খামচে ধরে আছে”””””
“””” আমি আমি আর ডান্স করবো না জেসমিন সরতে ধরলে এরিকে আরো জরে চেপে ধরে জেসমিনের পেট কে””””
“””আহ লাগছে এরিক বলে মৃদুস্বরে বলে উঠে”””””
“”””কেনো আমার টাতে এতো কেন বেথা লাগে জোসুয়া তে তো ভালো ইনজয় করো এরিক দাঁত কিড়মিড় করে বলে উঠলো”””””
“””” ও আমার বাগদত্তা হবে এরিক ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে জেসমিন দৃঢ় কন্ঠে বলে উঠলো””””
“”””ও রিয়েলি তোমার এতো বড় সাহস কেমনে হয়েছে আমার সামনে জোসুয়া কে হ্যা বলার এটা বলে জেসমিনের পেটে আরো একটা চাপ দিলো এরিক”””””
“””””জেসমিন তার ঠোঁট কামড়ে বেথা সহ্য করে বললো””””
“””” তুমি আমার সামনে একটা মেয়ে কে নিয়ে বিছানায় যেতো পারো আংটি পড়াতে পারো আর আমি সাধারণ হ্যা বলতে পারবো না জেসমিন অবাক হয়ে জিজ্ঞেস করলো'””””
“””””নো পারবে না আর তোমাকে এতো বিচ্চ্রি শাড়ি পড়া অনুমতি কে দিয়েছে এরিক রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠলো”‘”””
“”””জোসুয়ার ও আমাকে এই শাড়ি উপহার দিয়েছে আজকের জন্য তাই ওকে খুশি করার দায়িত্ব আমার””‘”
“””” আর কেউ একজন বলছে আমি তার টাইফ না তাই একি কথা অন্য থেকে শুনতে চাই না জেসমিন বলে উঠলো”””””
‘””””তোমার এতো কথা শুনার আমার সময় নেয় তুমি এখন আমার রুমে আমার সাথে গিয়ে এই শাড়ি বদলাবে সাথে এই ব্লাউজ””””
“””” তুমি পাগল হয়ে গিয়েছো এরিক নিজের বাগদত্তা দিকে নজর দাও বলে এরিকে মৃদু ধাক্কা দিয়ে জেসমিন সরে গেল””””””
“””” সবাই কাপল ডান্স শেষ করে বিভিন্ন জায়গা দাঁড়িয়ে গল্পে মসকুল হলো”””””
“””””জোসুয়া আমি একটু ওয়াজ হয়ে আসছি জেসমিন বলে উঠলো””””
“”””জোসুয়ার হ্যা বোধক মাথা নেড়ে বললো তাড়াতাড়ি ফিরে এসো””””
“””””এরিক দাঁড়িয়ে তার পরিবারে লোকের সাথে কথা বলছিল””””
“””‘জেসমিন আস্তে আস্তে উপরে বাথ রুমে গেলো কারন নিচের গুলা আলরেডি কে কে ছিল”””””
“”””জেসমিন বাথরুমে ডুকে দরজার আটকানোর আগে কে একজন ছুটে এসে ভিতরে ডুকে গেলো জেসমিন ভয়ে পিছনে সরে গেল””””
“”””এরিক তার হিংস্র রুপে এসেছে জেসমিন যেনে নিজের জায়গা পাথর হয়ে গেলো”'”””
“””””এরিক ছুটে এসে জেসমিনের পেট ধরে টান মেরে ওকে কোলে তুলে নিলো””””
“”””জেসমিন ভয়ে যেনো বোবা হয়ে গেল সেই এরিক নামক হিংস্র ভ্যাম্পায়ার কোলে গুটিশুটি মেরে বিড়াল ছানার মত লেপ্টে ছিল”””””
“”””এরিক জেসমিন কে কোলে থেকে নামিয়ে জেসমিনের দিকে হিংস্র রুপে তাকিয়ে বড় বড় দম নিচ্ছে”””””
“”””এরিক গিয়ে ঠাস করে দরজা আটকিয়ে দিলো””””
“””জেসমিনের সারা শরীর জুড়ে যেনো শীতল রক্ত বয়ে গেলো”””””
“””” ভয়ে জেসমিনের গলা শুকিয়ে গেছে সেই বিড়বিড় করে বললো পানি খাবো জোসুয়া আমি পানি খাবো কই তুমি”””””!!!!!
“”””এরিক এইবার নিজের রাগ কে ধরে রাখতে পারলো না””””
“””””সেই এক টান মেরে জেসমিন শাড়ি খুলে ফেললো””””
“”””জেসমিন এরিক বলে মৃদুস্বরে চিৎকার দিয়ে উঠলো””””
“”” সবাইকে আমি অর্ধ নগ্ন অবস্থা দেখতে রাজি কিন্তু তোমাকে কারও সামনে এইরম অবস্থা দেখতে রাজি না হিংস্র রুপে এরিক বলে উঠলো””””
“””” জেসমিন কে অবাকের উপর অবাক করে দিয়ে এরিক বিয়ারের বোতল এনে শাড়িতে ডেলে তাতে কাঠি মেরে দিলো আর ধাউ ধাউ করে শাড়ি আগুনে পুড়ে গেলো””””
“”””জেসমিন মুখে হাত দিয়ে কান্না চেপে ধরলো””””
“”””এরিক এইবার টান মেরে জেসমিনকে বুকে নিয়ে নিলো””””
“”””জেসমিন চোখ বন্ধ করে আছে””””
“”””জেসমিন চট করে তার চোখ খুলে এরিকের মুখের দিকে তাকিয়ে নিজেকে সরানোর জন্য ছুটাছুটি করা শুরু করলো””””
“”””কারন এরিকের হাত তার ব্লাউজের দিকে জেসমিনের বুঝতে বাকী নেয় এরিক এইবার কি করবে'””””
“””এরিক জেসমিন কে চেপে ধরে এক টান মেরে জোসমিনের ব্লাউজের ফিতা দুটি ছিঁড়ে ফেললো”””””
“”””জেসমিন নো বলে মৃদুস্বরে চিৎকার দিয়ে এরিকের পিট খামচি দিয়ে জড়িয়ে ধরে বুকে ঝাপিয়ে পড়লো””””
“”””‘এরিক খেয়াল করলো জেসমিন থর থর করে কাঁপছে তার বুকে সাথে মিশে”””””
“”””এরিক জেসমিনকে আরো গভীর ভাবে জড়িয়ে ধরে বললো””””
“”””এটা তোমার আজকের পুরো দিনের যত উল্টো কাজ করেছো তার শাস্তি শান্ত স্বরে বলে উঠলো এরিক””””
“”””জেসমিন কান্না করছে এরিকের বুক ভিজে যাচ্ছে””””
“”””জেসমিন কে বুকে সাথে লেপ্টে ধরে এরিক আস্তে আস্তে তার আলমারি দিকে এগিয়ে গেলো””””
“”””জেসমিন এখানো রোবটের মত এরিকে আঁকড়ে ধরে আছে””””
“”””এরিক তার আলমারি থেকে একটা কালো শাড়ি বের করে জেসমিন কে দিলো সাথে ব্লাউজ দিতেও ভুললো না”””””
“””নিজের বেড থেকে চাদর নিয়ে জেসমিন কে মুড়িয়ে দিলো””””
“‘”‘এরিক জেসমিন কে বুক থেকে সরিয়ে সামনে দাঁড়া করালো””””
‘”””চোখ মুখ লাল হয়ে আছে জেসমিনের কান্নাকাটি করে তার কঠিন অবস্থা””””
“””””এরিক শান্ত স্বরে বললো বাথরুমে গিয়ে এটা পড়ে নাও জেসমিন ভদ্র মেয়ের মত চুপচাপ চলে গেল”””””
“””‘এরিক চুপ করে দাঁড়িয়ে আছে””””
“””””এই শাড়ি টা সেই জেসমিনের জন্য কিনেছে””””
”””'”এরিকের তার জন্ম দিনের জন্য সমুদ্রের পাড়ে তারা ঘুরতে যাবে ভেবে ছিল””””
“””””তার জেসমিন এই শাড়ি টা পড়ে চমৎকার করে সেজে আসবে কিন্তু তা আর পূরণ হলো না”””””
“””জেসমিন আস্তে আস্তে বাথরুম থেকে বের হলো””””
“”””এরিক তাকিয়ে দেখলো পুল হাতা ঝরি কাপড়ে ব্লাউজের সাথে চমৎকার একটি কালো শাড়ি পড়লো জেসমিন””””
“””” হুম এবার জেসমিনকে তার মনের মত লাগছে এরিকের কাছে”””””
“”””জেসমিন তার আঁচল ঠিক করতে গেলে এরিক দেখলো জেসমিনের পেটের দিকে হালকা হালকা রক্ত বের হয়ে আছে”'””””
“”””এরিকের চট করে মনে উঠে গেলো তখন জেসমিন কে বাথরুমে চেপে ধরাতে তার হিংস্র নখ গুলোর সাথে কেটে পেটে রক্ত বের হয়ে গিয়েছে”””””
“”””এরিক এক কদম দু কদম করে এসে জেসমিনের সামনে হাটু খেড়ে বসলো”””
“””” হা করে তাকিয়ে আছে জেসমিন এরিকের দিকে”””””
“”””সেই এখন তার চমৎকার চেহারায় এসেছে”””””
“”””এরিক জেসমিনের পেট থেকে শাড়ি শরিয়ে নখের আঁচড়ে রক্ত বের হয়ে যায় জায়গা আস্তে করে চুৃমু খেলো”””””
“””””জেসমিন চোখ বন্ধ করে তার হাত এরিকের চমৎকার সোনালী চুল গুলোর মধ্যে চলে গেলো””””
“”””এরিক চুমু খেয়ে আস্তে করে জিভ বের করে জিভ দিয়ে বের হওয়া রক্ত গুলো খাওয়া শুরু করলো”””””
“”””জেসমিন কেঁপে উঠে এরিকের চুল গুলো মুঠো ধরে সরানোর সব চেষ্টা চালালো”””””
“”””” কিন্তু এরিকে এক চুল ও সরাতে পারলো না সেই নিজের মত করে জেসমিনের পুরো পেট জিভ দিয়ে আদর করা শুরু করলো””””””
“”””জেসমিন”””!!!
‘””””এরিক মৃদুস্বরে ডেকে উঠলো”””
“”””জেসমিন কাঁপা কাঁপা করে তার চোখ খুলে এরিকের দিকে তাকালো”””””
“”””এই কেমন পাগল করার মত মোহনীয় দৃষ্টি এরিকের”””””
“”””তার সুন্দর নীল চোখের মাঝে যেনো জেসমিন হাজার বার খুন হয়ে যায়””””””
“””‘এরিক আস্তে করে উঠে দাঁড়িয়ে জেসমিন কে কোলে তুলে নিলো””””
“””””জেসমিন মুখ খোলার শক্তি পাচ্ছে না কে যেন তার গলা চেপে ধরে আছে”””””
“”””এরিক তার বেডে জেসমিন কে শুয়ে দিয়ে এবার পাগলের মত জেসমিনের মুখে গলায় চুমু খেতে থাকলো এবং জিভ দিয়ে আদর করতে থাকলো”””””
“”””জেসমিনের যেনো দম নিতে ভুলে গেছে””””
“”””এরিকে জেসমিন বুকের উপরে আঁচল সরানোর সাথে সাথে জেসমিন তার উল্টো পিট করে শুয়ে গেলো”‘””
“”””এরিক আস্তে করে জেসমিনের ব্লাউজের হুক খুলতে গেলে”””””
“”””জেস জেস তুই কি ভিতরে ডানা ডেকে উঠলো বাইরে থেকে””””
“””””জেসমিন চট করে এরিকে মৃদু ধাক্কা দিয়ে উঠে বসে আঁচল ঠিক করা শুরু করলো”””””
“”””এরিক চোখ ছোট ছোট করে জেসমিনের দিকে তাকিয়ে আছে””””
“”””তুৃমি এইসব কেন করছো এরিক তুমি এখন একজনের বাগদত্তা আর আমি একজনের হবো তাহলে এমন কেন করছো জেসমিন জিজ্ঞেস করে উঠলো””””
”'”””তুমি জোসুয়া কে বিয়ে করবে না তোমাকে অন্য কারও সাথে যেনো আমি না দেখি এরিক শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে উঠলো”””””
“”””তোমার মাথা খারাপ হয়ে গেছে এরিক আমি জোসুয়া কে বিয়ে করবো তুমি যেসব আমার সাথে করছো তা করার অধিকার তোমার নেই শুধু জোসুয়ার আছে জেসমিন বলে উঠলো”””””
“”””এরিক চট করে জেসমিনের গলা চেপে ধরলো””””
“””” জেসমিন অবাক হয়ে তাকিয়ে আছে এরিকের মুখের দিকে”””””
“”””তার চোখ রক্তবর্ন হয়ে আছে””””
“””” তুমি শুধু আমার যতদিন বেঁচে থাকবে শুধু আমার হয়ে থাকবে তুমি””””
“”””জেসমিনের চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে সেই একবারে জন্য নিজেকে এরিকের থেকে ছুটানোর চেষ্টা করছে না”””””
“””””সারাজীবনের জন্য তোমাকে নিজের করে নিবো না কিন্তু কারও হতেও দিবো না তুমি আমার এই হিংস্র ভ্যাম্পায়ারের”””””
“””তোমার শরীরের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গের উপরে শুধু আমার অধিকার আছে আমার বুঝলে””””!!!!!
“”””জেসমিনকে মৃদু ধাক্কা দিয়ে আবার বেডে ফেলে দিলো এরিক”””””
“””” আর যাওয়ার সময় আগুল দেখিয়ে বলে গেলো আর যেনো জোসুয়ার আসে পাশে না দেখি নাহলে তোমাকে শেষ করে ফেলবো”””””
“”””এটা বলে গট গট করে দরজা খুলে বের হয়ে গেলো এরিক”””””
“””” দরজার বাইরে ডানা হা করে এরিকের যাওয়ার দিকে তাকিয়ে ছুটে ভিতরে ডুকলো”””””
“”””জেসমিন মুখে হাত দিয়ে কান্না করছে কি চাই এরিক তার থেকে””””!!!!!
‘””””মি. এভরিক তার রুম অন্ধকার করে ভ্যাম্পায়ার মি. বেরিনের সাথে কথা বলছে অর্ধেক ফুল কীভাবে আনা যায় তা নিয়ে'”””
“”””মি. বেরিন জানালো ঔ ফুল কখনও নিজে নিজে ছিঁড়া কথা না যতখন পর্যন্ত কেউ হাত দিয়ে না ছিঁড়াছে”””””
“””‘এটা শুনে মি. এভরিকের মাথায় রাগে রক্ত টগবগ করছে এরিক আর নিক তাকে মিথ্যা বললো এতো বড় সাহস”””””!!!!!
“”””মি. বেরিন আরো জানালে আমার মনে হচ্ছে ওরা কেউকে ঔ ফুলের রস দিয়েছে তুমি খবর নিয়ে আমাকে বলো কিন্তু যদি তারা কোনো মানুষ কে ঔ রস দিয়ে থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে তোমার”‘””
“””” মি. এভরিক রাগ এবং চিন্তিত মুখে বাইরে চলে গেলো পার্টিতে””””
“””””জেস,জেস তোর এই অবস্থা কেনো এরিক কিছু কি করেছে ডানা জিজ্ঞেস করে উঠলো””””
“”””জেসমিন ডানা কে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে উঠলো””””
“”””ডানা জেসমিনের মাথা হাত ভুলিয়ে দিচ্ছে”””
“‘””” কিছুখন পর জেসমিনের কান্না কমলো সেই ডানা কে ছেড়ে দিয়ে বললো””””
“”””চলো আপু সবাই অপেক্ষা করছে আমাদের জন্য”””
“””””ডানা উঠে দাঁড়াতে হঠাৎ অবাক হয়ে বলে উঠলো”””
“””” তুই তো আরেকটা শাড়ি পড়ে এসেছিলি এই শাড়ি কই থেকে আসল””””!!!!!!
“”””জেসমিন নীরহ মুখ করে ডানা দিকে তাকালো””””
“”””ডানা পুরো রুমের দিকে ভালো করে থাকিয়ে মিটমিট করে হেসে উঠলো””””
“”””যেটাই বলিস তোকে কিন্তু খুবই ভালোবাসে এরিক ডানা বলে উঠলো”””
“”””জেসমিন চুপ করে নিচের দিকে তাকিয়ে রয়লো””””
“”””এরিক বাইরে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা সাথে ছবি তুলছে”””
“”””তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জেসমিন”””
“”””জেসমিন তোমার প্লানিং কাজ করেছে রোভার বলে উঠলো””””
“””আমার শাড়ি অবস্থা দেখে কি মনে হচ্ছে না কাজ করেছে কি না জেসমিন বলে উঠলো””””
“”””জেসমিন এক এক করে সব রোভার কে বললো”””
“”””রোভার চিন্তিত মুখে বললো”””
“”” আমি তো ভেবেছিলাম ও প্রিয়াঙ্কা সাথে আংটি বদল বারণ করে দিবে তোমাকে আর জোসুয়া কে একসাথে দেখলে কিন্তু ও এতো রেগে যাবে বুঝতে পারিনি রোভার বলে উঠলো””””
“”””ও আমাকে নিজের করে নিবেও না অন্য কারও হতে দিবে না তাহলে কেমনে ওর মুখ থেকে আমাকে ইগনোর করার আসল কারন শুনতাম জেসমিন বলে উঠলো””””
“”””আমি শুধু শুনেছি ও তোমাকে খুবই ভালোবাসে ও তোমার থেকে দূরে গেলে তোমার জন্য ভালো হবে””””
“””””এর থেকে বেশি কিছু আমি আংকেল নিক আর এরিকের আলোচনা শুনি নি রোভার বলে উঠলো””””
“””ও হ্যা আর একটা বই ছিল আমার কাছে ঔখানে আছে কীভাবে একটা নরমাল ভ্যাম্পায়ার মানুষ হতে পারে””””
“””””আবার মানুষ খেকো ভ্যাম্পায়ারদের সম্পর্কে ও লিখা ছিল কিন্তু তা অন্য একটা অদ্ভুত ভাষা লিখা ছিল তাই আমি কিছু বুঝতে পারি নি রোভার বলে উঠলো”‘”””
””””জেসমিন কিছু বলতে গেলে জোসুয়া ঔখানে চলে এসে জেসমিন কে এক হাতে জড়িয়ে ধরে””””
“””জেস তোমার নাকি চাড়ি (শাড়ি) নষ্ট হয়ে গিয়েছে আমাকে ডেনা(ডানা) বললো জোসুয়া জিজ্ঞেস করে উঠলো””””
“”””জেসমিন দূরে দাঁড়ানো ডানার মুখের দিকে তাকালো ডানা চোখের ইশারায় হা বললো”””””!!!!!
“”””জেসমিন জোরে জোরে মাথা দুলালো”””
”””ও ভালো হলে ডেনা(ডানা) আরেকটা চাড়ি(শাড়ি) এনেছিল নাহলে তোমাকে অনেক সমস্যা পড়তে হতো জোসুয়া বলে উঠলো””””
“””জেসমিন ছোট্ট করে শুধু হাসলো””””
“””” ভয়ে জেসমিনের কলিজার পানি শুকিয়ে যাচ্ছে””””
“”””কারন জোসুয়া তাকে এখনো এক হাতে জড়িয়ে ধরে আছে'””
“”””সেই জোসুয়া দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে এরিকের দিকে তাকালো””””
“”””এরিক ছবি তুলছে সবাই সাথে কিন্তু সেই রাগে কটমট করে জেসমিনের দিকে তাকিয়ে আছে””””
“”””রোভার একবার এরিকের দিকে তাকালো আরেকবার জেসমিনের দিকে তাকিয়ে জোসুয়া কে বললো””””
“””” হেয় জোসুয়া তোমাকে তো আমার ইংল্যান্ডের বন্ধুদের সাথে পরিচয় করে দি নি এসো আমার সাথে””””
“””ওকে রোভার জেস তুমি এইখানে থাকো আমি আসছি বলে রোভার সাথে চলে গেলো”””””
“”””জেসমিন বড় একটা দম নিয়ে চোখের ইশারায় রোভার কে ধন্যবাদ দিলো””””
“”””জেসমিন এরিকের দিকে তাকিয়ে দেখলো এরিকের চোখ মুখে অসাধারণ একটি মিষ্টি হাসি”””””
“”””জেসমিন মনে মনে না বলে মুখে আস্তে আস্তে বিড়বিড় করে বললো””””
“”””আমার ভালো জন্য তোমাকে দূরে যেতে হবে না এরিক উল্টো তোমাকে কাছে থাকতে হবে””””
“”””হেয় জেস এইদিকে আয় তো ডানা জেসমিন কে ডেকে উঠলো””””
“”””জেসমিন এগিয়ে গিয়ে দেখলো ডানা ডেভিড আর এরিক দাঁড়িয়ে আছে””””
“”” আপু আমাকে কিছু বলবে জেসমিন জিজ্ঞেস করে উঠলো””””
“””””হ্যা তুই ওখানে একা না দাঁড়িয়ে আমাদের সাথে গল্প কর জেসমিন মুচকি হেসে মাথা দুলালো””””
“”””হেই জেস তুমি চাড়ি(শাড়ি) কেন বদলালে সন্ধ্যার চাড়িতে(শাড়িতে)কিন্তু
তোমাকে অনেক সেক্সি লেখেছিল বলে ডেভিড চোখ মাড়লো””””
[আমেরিকানদের কাছে সেক্সি হট কথা গুলো নরমাল কথা হিসেবে পরিচিত]
“”””জেসমিন মুচকি হেসে নিচের দিকে তাকালো”””
‘”””ডেভিড খেয়াল করলো এরিক তার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে সেই ডেভিড এরিকের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো””””
“””” ডানা অবস্থা পরিবর্তনের জন্য বললো”””
“””” আমরা তো সেলফি তুললাম না চলো সবাই বলে ডানা হুরমুর করে ছবি তুলতে শুরু করলো””””
“”””ডানার হাতে ফোন তার পাশে ডেভিড তার পাশে এরিক জেসমিন একটু দূর করে দাঁড়িয়ে ছিলো এরিকের””””
“”””এরিক জেসমিনের শাড়ির ভিতরে হাত দিয়ে জেসমিন কে কাছে টেনে নিলো””””
“”””জেসমিন পাথরের মত চুম করে ছিল আজ যে সেই এরিক হিংস্র রুপ দেখেছে””””
“””””প্রিয়াঙ্কা কই থেকে ছুটে এসে জেসমিন কে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে এরিকের গা ঘেঁষে ছবি তুলতে লাগলো””””
“”””জেসমিন অবাক হয়ে তাকিয়ে আছে সাথে ডানা ডেভিড ও”””””
“””””হেয় ডেনা(ডানা) তুমি ছবি কেন তুলছো না প্রিয়াঙ্কা বলে উঠলো””””
“””” তুলছি তুলছি বলে ডানা ছবি তুলতে লাগলো””””
“”””এরিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে জেসমিনের দিকে””””
“”””জেসমিন শুধু এরিকের হাতের দিকে তাকিয়ে আছে যা প্রিয়াঙ্কা নগ্ন পেট ধরে আছে””””
“”””জেসমিন এক কদম দু কদম করে ছুটে চলে গেল””””
“”””এরিক চট করে প্রিয়াঙ্কা পেট থেকে তার হাত সরিয়ে পেলে রাগে কিড়মিড় করে প্রিয়াঙ্কা এরিকের দিকে তাকায়”””””
“””” চারিদিকে সাদা কালারে ছোট্ট ছোট্ট লাইটিং করে চমৎকার ভাবে তাদের বাগান সাজিয়েছে পুরো বাগান সাদা কালারে বিভিন্ন ফুলে ভরে আছে””””
“””””তার মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে জেসমিন””””
“””” হাজারো সাদা ফুলের মাঝখানে কালো শাড়ি পড়া জেসমিনকে পৃথিবীর সবচাইতে দামি ফুল কালো গোলাপের মত লাগছে যেটা সব মাটিতে ফুটে না”””””
‘””””আচ্ছা তার মা বেঁচে থাকলে কি খুবই খারাপ হতো””””
“””” আজ তার মা বেঁচে থাকলে হয়তে তাদের চমৎকার সবুজ শ্যামল দেশ ছেড়ে এই ভিনদেশে এসে হানা দেওয়া লাগতো না”””””
“””” মা বাবা সেই আর হয়তো তাদের কোনো ছোট্ট ভাই বোন থাকতে সুন্দর ভাবে তাদের জীবন চলে যেতো””””
“””” না নিয়তি তাকে এখানে আনতে না এরিকের সাথে দেখা করাতো না এতো কষ্ট তাকে সহ্য করতে হতো”””””
“”””কেন আমাকে এইভাবে একা করে চলে গেলে মা কেনো মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো জেসমিন”””””
“”””কেউ একজন পিছন থেকে জেসমিন কে টান মেরে বুকে নিয়ে নিলো””””
“”””জেসমিন বুঝতে দেরি হলো না মানুষটি কে তার বুকে সাথে মিশে ফুপিয়ে কেঁদে যাচ্ছে””””
“””আমার দাঁড়া আর সম্ভব হচ্ছে না,এরিক তুমি কেন আমাকে এতে কষ্ট দিচ্ছো,আমি আর পারছি না আমার দম বন্ধ হয়ে আসে”””
“””””তোমাকে অন্য কারও সাথে দেখলে কেন এতো অল্প সময়ের জন্য তুমি আমার জীবনে এসে আবার আমাকে ছুড়ে পেলে দিলে”””””
“””””কেন মা আমাকে একা করে চলে গেলো এরিক সেই কেন তার সাথে নিলো না জেসমিন এরিকের শার্ট খামচে ধরে কান্না করছে”””””
“”'” হুসসসসস আর কোনো কথা না জেসমিন কে আরো গভীর ভাবে জড়িয়ে ধরলো এরিক”””””
“””” না না আমি বলবো মাকে বলে না তার কাছে আমাকে নিয়ে যেতে প্লীজ বলে না এরিক আমার আর এই জীবন সহ্য হচ্ছে না””””
“””””জেসমিন তার মাথা উঠিয়ে এরিকের শার্ট ধরে বাচ্চা দের মত জিদ করে কান্না শশুরু করলো””””
‘”””জেসমিনের মরে যাওয়া কথা যেনো এরিকের দম বন্ধ হয়ে আসছিল””””
“”””সেই চট করে জেসমিনের ঠোঁট নিজের দখলে নিয়ে নিলো””””
“”””জেসমিন ও এরিকের সাথে তাল মিলালো””””
“”””পাগলের মত জেসমিনের ঠোঁটে চুষে নিচ্ছে এরিক”””””
“””””অনেক খন পর এরিক জেসমিন কে ছাড়লো বড় বড় দম নিচ্ছে জেসমিন আর এরিক”””””
“””””আই এম সরি জেসমিন আই এম সরি জেসমিনের মুখে হাত দিয়ে বললো এরিক””””
‘””””জোসমিনের কপালে গভীর ভাবে চুমু খেয়ে এরিক ছুটে চলে গেলো জেসমিন অবাক হয়ে তাকিয়ে আছে এরিকের চলে যাওয়ার দিকে”””””
“”””” আস্তে আস্তে জেসমিন পার্টির দিকে এগিয়ে গেলো সবাই তার জন্য অপেক্ষা করছে সবাই বিদায় নিচ্ছে”””””
“”””জেস তুমি এতোখন কই ছিলে জোসুয়া বলে উঠলো”””””
“”””এইতো এই এইখানে জেসমিন বলে উঠলো”‘””
‘”””ও চলো আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে জোসুয়া জেসমিনের শাড়ি উপরে জড়িয়ে ধরার মত পেটে হাত দিলো””””
“”””জেসমিন আহঃ করে মৃদুস্বরে বলে উঠলো””””
“”””এরিক যেতে ধরেও দাঁড়িয়ে গেলো””””
“”””হেই জেস কি হয়েছে তোমার আমি দুঃখিত আমি দেখি নি জোসুয়া উত্তেজিত হয়ে বলে উঠলো”””””
“”””না না ইটস ওকে আমি ঠিক আছি জেসমিন বলে উঠলো””””
“”””এরিকের দিকে আঁড়চোখে একবার তাকিয়ে জেসমিন জোসুয়া সাথে গাড়িতে উঠে গেলো শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে এরিক”””””
“”””এরিক তোমার কি এইসব কি করছো মি. নিক গম্ভীর কন্ঠে বলে উঠলো””””
“”””এরিক চুপ করে বাইরে তাকিয়ে আছে জানালা দিয়ে””””
“””‘তেমাকে আমি এতে বুঝলাম ঔ এশিয়ান মেয়েটা থেকে দূরে থাকতে কেন ওর বিপদ বাড়াচ্ছো মি. নিক বলে উঠলো””””
“”””আমি পারছি না নিজেকে ওর থেকে দূরে রাখতে দৃঢ় কন্ঠে বলে উঠলো এরিক'””””
“”””পারতে হবে তোমাকে এরিক”””
“””””তুমি ভালে করে জানো জেসমিনের গায়ে আলরেডি ভ্যাম্পায়ার শক্তি আছে””””
“””””তুমি ওর সাথে এমন আটার মত লেখে থাকলে তোমার গ্যান্ড পা বুঝতে দেরি হবে না যে অর্ধেক ফুলের রস ওকে দেওয়া হয়েছে মি. নিক খেখিয়ে বলে উঠলো”””””
“””””এশিয়া মেয়ে মানে জেসমিন”””!!!!!
“”””জেসমিনের গায়ে ভ্যাম্পায়ার শক্তি আছে দরজার আড়াল থেকে ফিসফিস করে ফিন বলে উঠলো””””
“”””খুশিতে ফিনের চোখ মুখ জলজল করে উঠলো এইবার সেই জেসমিনের রক্ত খাবেই খাবে এটা বলে সেই ছুটে তার রুমে দিকে গেলো””””
“”””ফিনের পিছনে ছিল আরো একটি ভ্যাম্পায়ার যে ক্রোধের চোখে তাকিয়ে আছে দরজা ফাঁক দিয়ে এরিক আর মি. নিকের দিকে”””””
“””””রাতে শাড়ি খুলতে গিয়ে তার পেটে এরিকের নখের দাগ দেখে তাতে হাত বুলালো জেসমিন””””
“”””মলম লাগাতে গিয়েও লাগাই নি জেসমিন থাক না দাগ এরিক হয়তো তার কপালে নেয় তার দেওয়া দাগ টা তো থাক””””
“”””কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছে জেসমিন তার বারান্দায় দিয়ে বাতাসের বেগে এসে ডুকলো এরিক””””
“”””এক দৃষ্টিতে তাকিয়ে আছে জেসমিনের দিকে এরিক এটা তার প্রতি দিনের কাজ রাতে এসে মন ভরে জেসমিন কে দেখা”””””
“””””পাশ মুড়তে গিয়ে ঘুমের মধ্যে বেথায় উু করে উঠলো জেসমিন””””
“”””এরিক আস্তে করে জেসমিনের পাশে বসে তার গায়ে থেকে খুবই সাবধানে কম্বল সরালো””””
“””” আস্তে আস্তে জেসমিনের পেটের উপরে কাপড় সরালো এরিক””””
“””” হুম যেটা ভেবেছিল সেইটাই এখনো মলম দেয় নি নখের কাটা জায়গায়””””
“””ক্ষত হয়ে রক্ত জমে আছে পেটে জেসমিনের””””
“”””এরিক আস্তে করে ড্রয়ার খুলে মলম নিয়ে জেসমিনের পেটে লাগিয়ে দিলো”””
“”””জেসমিন ঘুমের মধ্যে নাক মুখ কুচকালো বেথায়””””
“”””” জেসমিনের ঠোঁটে আলতো চুমু খেয়ে এরিক বললো””””
“”””” আমি আর তোমাকে কষ্ট পেতে দিবো না জেসমিন তুমি একটা মানুষ কে বিয়ে করে সুখে থেকেও এটায় ভালো আমি শুধু নিজের চিন্তা করছিলাম আমি দুঃখিত”””””
“””””আজ থেকে তোমার উপর কোনো অধিকার আমি দেখাবো না চেষ্টা শুধু একটায় থাকবে তুমি আমাকে চরম ঘৃণা করো”””””
“”””সকাল বেলা ফোনের শব্দে জেসমিনের ঘুম ভাঙলো”””””
“”””সেই ফোন হাতো নিয়ে দেখলো রোভার তাকে ম্যাসেজ করছে””””
“””” ম্যাসেজ দেখে জেসমিনের বুক ধকধক করা শুরু করলো””””
“””” এরিকরা সবাই তাদের জায়গায় চলে যাওয়ার আলোচনা করছে যেকোনে একদিন চলে যেতে পারে””””
“”””রোভার আরো জানালো আজকে ভার্সিটি তে এরিকের থেকে সব সত্যি বের করতে”'””””
“””””কেমনে পারবে জেসমিন সব সত্যি বের করতে কেন চলে যাচ্ছে এরিক তাকে পেলে””””!!!!!!
চলবে