হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-২১,২২
লেখিকাঃফারু ইসলাম
“””জোসুয়ার গাড়ী তে কোনো কথা জেসমিন বলে নি জোসুয়ার অনেক চেষ্টার পরেও না””””
“”””জেসমিন পাথরের মত উঠে বের হয়ে বাসায় ডুকে গেলো জোসুয়া কতখন তাকিয়ে থেকে বড় একটা দম নিয়ে গাড়ী চালানো শুরু করলো”””””
“””জেসমিন কেউকে কিছু না বলে তার রুমে ডুকে গেল””””
“””জেসমিন সোজা বাথরুমের দরজা খুলে ভিতরে ডুকে ঝরনা ছেড়ে দিলো দরজা খোলায় রয়ে গেল”””””
“”””চিৎকার করে কান্না করছে জেসমিন এতো খনে বুঝে তার কান্না আসলো””””
“”””নিজের গায়ের গাডিয়ান ছুড়ে ফেলে হাত দিয়ে টেনে নিজের চুল ছিড়ছে জেসমিন”””””
“”” চিৎকার করে কান্না করছে জেসমিন কিন্তু তার কান্নার আওয়াজ ঝরনার পানির সাথে মিশে যাচ্ছে”””
“””জেসমিনের চোখ যেন ঝপসা হয়ে আসছে তার মনে হচ্ছে সেই আর দাঁড়িয়ে থাকতে পারবে না”””‘”
“”'”জেসমিন পড়ে যেতে ধরলে কে ছুটে এসে জেসমিন কে তার বুকের সাথে মিশিয়ে নেয়””””
“”””জেসমিন মৃদু মৃদু চোখে মাথা তুলে বললো””””
“””””এরিক””””!!!
“”””চোখ মুখ লাল হয়ে আছে এরিকের””””
“”””জেসমিন এরিকের মুখ হাত দিয়ে বললো”””
“‘””কেন এমন করলে এরিক কেন আমার বিশ্বাস ভেঙে দিলে””””!!!
“”””” আমি তো তোমাকে আমার সব দিয়ে দিয়েছি তাহলে কেন এমন করলে তুমি””””!!!
“”””কেন বুঝো না তোমাকে অন্য কারও সাথে আমার সহ্য হয় না এলোফেতে খামচি দিচ্ছে জেসমিন এরিককের বুকে”””””!!!
“””””এরিক চুপ করে তাকিয়ে আছে জেসমিনের মুখের দিকে”‘”””
“”””দুজনে ঝরনার নিচে দাঁড়িয়ে আছে দুজনের চোখের পানি ঝরনার পানি সাথে মিশে যাচ্ছে”””””
“”””জেসমিন একসময় ডুলে এরিকের গায়ে পড়ে জ্ঞান হারালো”””
“”””জেসমিন জেসমিন কি হয়েছে তোমার চোখ খুলে চিন্তিত গলায় বলে উঠলো এরিক””””
“”””সেই তাড়াতাড়ি করে জেসমিন কে বেডে এসে শুয়ে দিল”””””
“””ঠান্ডায় জেসমিনের দাঁতে দাঁত লেগে গেছে”””
“””এরিক চট করে আলমারি থেকে জামা বের করে জেসমিনের জামা বদলাতে গিয়েও থেমে যায়”””””
“”””যে মানুষটিকে তার সারাজীবনের জন্য ছাড়তে হবে তা জেনেও আবার কেমনে”””””!!!!!!
“””” নিজের চিন্তা বাদ দিলো এরিক কারন ঠান্ডায় জেসমিন রীতিমত কাঁপছে””””
“”””সেই আস্তে করে জেসমিনের জামা কাপড় খুলে তাকে শুকনো কাপড় পড়েই কম্বল টেনে দে তাও জেসমিনের হু হু করে কাঁপছে আর বিড়বিড় করে কি জেনো বলছে”””””
“””” প্লীজ এরিক ডোন্ট গো প্লীজ এরিক জেসমিনের মুখে এমন কথা শুনে এরিক আর নিজেকে ধরে রাখতে পারলো না””””
“”””কম্বলের ভিতরে ডুকে জেসমিন কে বুকে টেনে নিলো””””
“””” নাও তাও জেসমিনের ঠান্ডা কমছে না হু হু করে শুধু কাঁপছে”””
“”””এরিক বুঝলো জেসমিন কে কীভাবে উষ্ণতা দিতে হবে”‘””
”'”””এরিক জেসমিনের সারা মুখে চুমু তে ভরে দিলো জেসমিন মৃদু মৃদু চোখে এরিকের মুখের দিকে তাকিয়ে আছে তার ঠোঁট কাপছে”””””
“”””এরিক জেসমিনের ঠোঁট কে গভীর ভাবে নিজের দখলে নিয়ে চুষতে থাকলো”””””
“””” আস্তে আস্তে ঠোঁট চেড়ে গলায় তে নেমে আসলো”””””
“‘””তারপর জেসমিনের নাভীতে অসংখ্য চুমু তে ভরে দিলো এরিক””””
“””” সকাল সকাল এলার্মের আওয়াজে জেসমিনের ঘুম ভেঙে গেলো”””
“”””সেই উঠে নিচে পা দেওয়ার সাথে সাথে দেখলো তার ভিজা জামা কামড় নিচে পড়ে আছে আস্তে আস্তে জেসমিনের সব মনে উঠে গেল”””””
“””তার আর বুঝতে বাকী রয়লো না কিছু সেই হুরমুর করে এরিকে ফোন দিলো একবার দুবার না ৫৭ বার ফোন দিলো এরিক ধরলো না””””
“”””জেসমিন উঠে রেডি হয়ে নিলো তার আজকে সব কিছুর উত্তর এরিকের থেকে চাই”””””
“””এখানো ক্লাস শুরু হতে দুই ঘন্টা দেরি লাইব্রেরি তে কেউ নেয় শুধু বই হাতে বসে আছে জেসমিন”””””
“””সে জোসুয়াকে বলে রেখেছে এরিক ভার্সিটি আসলে যেনো তাকে খবর দে”””
“”” টু টু করে ফোন বেজে উঠলো জেসমিনের হুম এরিক এসেছে ভার্সিটি তে””””
“””এরিক কে ফোন দিলো ২৫ বার ফোন দেওয়ার পর সেই ফোন ধরে বললো”””
“””জেসমিন আমি এখন একটু বিজি আছি পরে কথা বলছি””””
“”””এরিক আমি লাইব্রেরিতে তোমার জন্য অপেক্ষা করছি শান্ত কিন্তু দৃঢ় কন্ঠে বলে উঠলো জেসমিন””””
“””এরিক কিছুখন চুপ করে থেকে চট করে ফোন কেটে দিলো””””
“””হঠাৎ কে একজন ঠাস করে লাইব্রেরি দরজা আটকিয়ে দিলো””””
“””ভয়ে হাত থেকে বই পড়ে গেলো জেসমিনের সেই ডানে বামে তাকানো শুরু করলো””””
“””জেসমিন ছুটে দরজা দিকে যেতে ধরলে কারও গায়ে সাথে বারি খেয়ে পরে যেতে ধরলে সে টান মেরে জেসমিন কে বুকে নিয়ে নেয়”””””
“””জেসমিন চোখ বন্ধ করে তার বুকে সাথে মিশে আছে””””
“””এরিক”””!!!!
“””ফিসফিস করে এরিকের বুকের সাথে মিশে বললো জেসমিন”””!!!
“””জেসমিন কে টান মেরে দেয়ালের সাথে চেপে ধরে এরিক””””
“”””অবাক হয়ে তাকিয়ে আছে জেসমিন”””
“””এরিক আমার লাগছে জেসমিন চোখে টলমল পানি নিয়ে বলে উঠলো””””
“”””এতো কেনো ডাকো আমাকে তুমি মোহনীয় দৃষ্টিতে এরিক বলে উঠলো জেসমিনকে””””
“””অসম্ভব রূপবতী লাগছে আজ জেসমিন কে এরিকের কাছে”””””
“”””কেন করছো এমন তুমি এরিক”””
“”””এরিক দুষ্ট হেসে চট করে জেসমিনের গলায় তার নাক ডুবালো”””
“”” জেসমিন মৃদু ধাক্কা এরিকে সরিয়ে বললো””””
“”””প্লীজ এক একটু দূরে গিয়ে দাঁড়াও আমার কথার উত্তর চাই আমি”””””
“”””এরিক মুচকি হেসে আরো চেপে গেলো জেসমিনের দিকে তার বললো কেন দাঁড়াবো এটার জন্য তো আমাকে খালি রুমে ডাকলে এরিক বলে উঠলো””””
“”””জেসমিন এরিকে আরো একটা ধাক্কা দিয়ে বললো””””
“”” কি যা তা বলছো তুমি এইসব আমি তোমাকে এখানে ডেকেছে তুমি কেন আমার সাথে এইগুলা করছো তার উত্তর জানতে জেসমিন বলে উঠলো””””
“””এরিক একটু সরে তার দু পকেটে দুহাত দিয়ে বললো”””
“”” কি করলাম তোমার সাথে জেসমিন তোমাকে আমি আগে বলেছি আমি এমনি তাও তুমি আমাকে ভালোবাসলে তাতে আমার কি দোষ””””
“”””জেসমিন অবাক হয়ে তাকিয়ে আছে এরিকের মুখের দিকে””””
“””” লিসেন জেসমিন তুমি এটা কীভাবে ভাবলে তোমার মতো সাধারণ একটা এশিয়ান মেয়ের জন্য আমার মনে কোনো ফিলিংস থাকবে এরিক নাক মুখ কুচকে বলে উঠলো””””
“”””তু তুমি তাহলে ঔ দিন যা বললে কাঁপা কাঁপা মৃদুস্বরে জেসমিন বলে উঠলো”””
“””এরিক হো হো করে হেসে উঠে বললো”””
“””” ওওওওওও জেসমিন তোমরা এশিয়ান মেয়েরা এতো বোকা কেনো”””!!!!
“”””আমার ঔ ফুল আনার জন্য একটা মানুষের দরকার ছিল যার জন্য তোমাকে আমার দিকে আনার জন্য এইসব করলাম”””””
“””জেসমিন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে”””””
“””’তার মুখ যেনো কে সু…সুতা দিয়ে সিলায় করে দিয়ে গেলো সেই বোবার মত তাকিয়ে আছে””””
“”””এরিক বলতে থাকলো জেনো আজ সেই সব মুখস্থ করে রেখেছে বলার জন্য””””
“””তোমার মত এশিয়ান মেয়ে সাথে বেডে যাওয়ার আমার কোনো শখ ছিল না””””
“”””বাট ঔ দিন তুমি নিজে কাছে টানলে তাই না করতে পারি নি মুচকি হেসে বলে উঠলো এরিক”””
“””” যদি আমাকে ভালো না বাসে তাহলে কালকে আমাকে দেখার জন্য ছুটে কেন গেলে””’!!!!!
“””‘মরতে দিতে ঔ বরফের মত ঠান্ডা পানির নিচে জেসমিন শান্ত স্বরে বলে উঠলো”””””
“”””মুখের হাসি চলে গেল এরিকের সেই জেসমিনের দিকে তাকিয়ে কিছুখন চুপ থেকে বললো আমি যায় নি কাল তোমার বাসায়”””””
“””” ও রিয়েলি বলে জেসমিন চট করে টান মেরে এরিকের শার্টের কিছু বোতাম ছিঁড়ে ফেললো””””
“””” যদি কাল আমার বাসায় না যাও আমার নখের দাগ কই থেকে তোমার বুকে আসলো””””,!!!!!!
“”””এরিক তার চোয়াল শক্ত করে বললো””””
“”””হ্যা গিয়েছি তার কারন আছে””””!!!
“””””জেসমিন অবাক হয়ে বললো কি কি কারন””””
“””””তোমরা এশিয়ানরা হুটহাট করে নিজেকে কিছু করে ফেলো তাই দেখতে গিয়েছিলাম””””
“”””তারপর মুচকে হেসে এরিক বললো”””
“””গিয়ে ভালোই হলে তোমাকে আবার আদর তো করতে পারলাম বলে চোখ মারলো”””
“””জেসমিনের চোখের পানি গড়িয়ে পড়ছে””””
“”””আর যাই বলো এতে মেয়ে সাথে রুম ডেট করলাম এতো ইনজয় করি নি যতো টা তোমার সাথে দুবার করে ফেলাম””””!!!
“””” জেসমিন তার কানে হাত দিয়ে মৃদু চিৎকার দিয়ে বললো””””
“””” প্লীজ আর কিছু বলো না আমার সহ্য হচ্ছে না আমি তোমার কাছে হাত জোর করছি”””””
“”””এরিক জেসমিনের কান থেকে হাত সরিয়ে বললো””””
“””” না তোমাকে আজ সব শুনতে হবে তাহলে তোমার মাথার থেকে এটা বের হয়ে যাবে মেয়েরা আমার জন্য কি”””””
“”””জেসমিন কে এক টান মেরে এরিক তার বুকে নিয়ে বললো””””
“”””তোমরা এশিয়ান মেয়েরা যে এতো সেক্সি তা আগে জানতাম না ভালোয় বেড ইনজয় করলাম আমি কালকে আবার”””””
“”””” তারপর ফিসফিস করে জেসমিনের কানের কাছে বললো””””
“””””বিশেষ করে তোমার নাভির পাশের তিল টি উপপসস করে জেসমিনের কানে চুমু খেলো এরিক”””””
“”””জেসমিন ছিঃ করে এরিকে ধাক্কা দিলো তার চোখ দিয়ে যেনো আগুন জরছে””””
“””” ইউ নো এরিক তোমরা এই চেহেরা থেকে তোমার ভ্যাম্পায়ার চেহেরা আরো ভালো”””””!!!
“””””এটা বলে ঝরঝর করে কেঁদে দিলো জেসমিন”””””
“”””এরিক চোখ বন্ধ করে ডানে বামে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করে বললো””””
“””” আমি সেই জন্য মানুষ কে ঘৃণা করি তারা শুধু একটুপর একটুপর চোখের পানি ফেলে””””
“””এরিক চলে যেতে ধরলো চট করে জেসমিন এরিককের হাত ধরে বললো””””
“”””এরিক প্লীজ যেও না একবার বলে যাও কালকে যা হয়েছে তুমি যা বলছো সব মিথ্যা ভালোবাসো তুমি আমাকে””””
“”””জেসমিনের এমন কান্না ভরা গলার স্বর এরিকের ভিতরে দুমড়ে মুচড়ে দিচ্ছে””””
“””সেই জেসমিনকে দেয়ালে সাথে আবার চেপে ধরে বললো””””
“”””নো সব সত্যি ছিল আমি ঘৃণা করি মানুষকে এটা বলে জেসমিন কে ধাক্কা মেরে চলে গেলো”””
“”””জেসমিন তাল সামলাতে না ফেরে বিশাল বড় বইয়ের তাকের সাথে ধাক্কা খায়”””””
“””জেসমিন কিছু বুঝার আগে তাক তার গায়ে পড়তে ধরলে কেউ একজন এসে ধরে ফেলে”””””
“”””অবাক হয়ে তাকিয়ে আছে জেসমিন”””””
“”””বই তাক ঠিক মতো দাঁড়া করিয়ে এরিক জেসমিনকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নিয়ো বললো”””””
“””” নিজের খেয়াল করা শিখো তোমাকে সব সময় সাহায্য করতে আমি এগিয়ে আসবো না বলে ছুটে বের হয়ে যায়”””””
“”””জেসমিন দম ধরে দাঁড়িয়ে আছে কি বলে গেলো এরিক তাকে এই গুলা এইরকম কথা শুনার তার বাকী ছিল”””!!
“”””আমি তার কাছে বেড ইনজয় করার জিনিস””””!!!!!!
“”””‘জেসমিন মুখে হাত দিয়ে হু হু করে কেঁদে দিলো সেই তার নখ দিয়ে তার হাত গলা আছড়িয়ে দিচ্ছে”””!!!
”””””ঘৃণা লাগছে তার এই শরীরের প্রতি”””””
“”””জেস জেস বলে জোসুয়া ছুটে জেসমিন কে বুকে নিয়ে নিলো প্লীজ জেস তুমি কেদেও না প্লীজ কি করছো কি তুমি নিজের শরীরকে ক্ষত কেন করছো””””!!!!!
“”””জেসমিন জোসুয়ার বুকে চিৎকার দিয়ে কেঁদে বললো””””
“””” আমি নাকি তার ইনজয় করার জিনিস ছিলাম জোসুয়া আমার ভালোবাসার কোনো দাম তার কাছে নেয়””””!!!
“”””আমি তাকে আমার সব দিয়ে দিলাম আর সেই আমাকে এইভাবে ধোকা কেন করলো জোসুয়া কেন”””””!!!!!!
“””” আমার ঘৃণা লাগছে নিজের শরীরের প্রতি এতাটা সস্তা হয়ে গেল এই শরীরটা আজ””””
“”””জেসমিন কেঁদে যাচ্ছে জোসুয়ার জেসমিনকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে তার যে বলার মত কিছু নেয়””””
“”””আজ তার জন্য তার জেস এতো কষ্ট ফেলো””””
“”””সেই তখন যদি জেসমিনকে সাহস করে বলে দিতো সেই তাকে ভালোবাসে আজ আর এই দিন দেখতে হতো না তার জেস কে””””””
“”””জেসমিন জোসুয়া কে ছেড়ে দূরে গিয়ে কাঁপা কাঁপা স্বরে বললো”””
“”” আমি দুঃখিত জোসুয়া সত্যি দুঃখিত বলে সেই ছুটে বের হয়ে গেল”””
“””জেস জেস আমার কথা শুনো প্লীজ বলে জেসমিনের পিছনে ছুটে বের হয়ে গেল জোসুয়া””””
“”””জোসুয়া সামনে গিয়ে দেখে জেসমিন পাথরের মত মুখ করে দাঁড়িয়ে আছে জেসমিন কে অনুসরণ করে জোসুয়া যখন তাকালো””””
“”””প্রিয়াঙ্কা আর এরিকে সবাই অভিনন্দন দিচ্ছে কারন এরিক আর প্রিয়াঙ্কার বিয়ে ঠিক হয়েছে”””
“”””প্রিয়াঙ্কার মুখে যেন হাসি থামছে না এরিকের হাতের মধ্যে হাত ডুকিয়ে দাঁড়িয়ে আছে সেই”””””
“”””কিন্তু এরিকের নজর এতো বিড়ের মধ্যে তার জেসমিনের দিকে সেই তার চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে কারন একটাই””””
“”””জেসমিন যে তার উপর রাগ করে তার শরীরকে ক্ষত বিক্ষত করেছে তা আর বুঝতে বাকী নেয়””””
“”””জোসুয়ার তার জ্যাকেট খুলে দিয়ে জেসমিন কে পরিশে দিলো যাতে করে জেসমিনের এই অবস্থা কেউ না দেখে””””
“”””জেসমিনকে এক হাত দিয়ে জড়িয়ে জোসুয়া বের হচ্ছে রক্ত চোখে তাকিয়ে আছে এরিক”””””
“”””জেসমিন বের হয়ে চলে যাওয়ার সময় দেখলো ডানা আর ডেভিড কি নিয়ে খুবই ঝগড়া করছে”””
”””জোসুয়া তুমি একটু অপেক্ষা করো আমি আসছি বলে ডানা দের দিকে এগিয়ে গেলো”””””
“””””ডেনা(ডানা) আমি তোমাকে কত করে বলবো আমি তোমাকে পছন্দ করি না ডেভিড বলে উঠলো””””
“”””ডানা কিছু বলতে গেলে জেসমিন এসে বললো””””
“”””ডেভিড আমি কি তোমার সাথে কিছু খন একা কথা বলতে পারি ডানা রাগে কটমট করতে করতে কিছু বলতে গিয়েও থেমে গেলো””””
“””” কারন ডেভিড যাওয়ার জন্য রাজি হয়ে গেছে””””
“””” হুম বলো জেস কি বলবে ডেভিড বলে উঠলো””””!!!!!
“””ডেভিড আমি জানি তুমি আমাকে পছন্দ করো কিন্তু আমি এরিকে জেসমিন বলে উঠলো””””
“”””ডেভিড অবাক হয়ে তাকিয়ে আছে জেসমিনের দিকে জেস কীভাবে জানলো””””!!!!!!
“”””ডেভিড আমি খুবই সাধারণ একটি মেয়ে খুবই সাধারণ একটি দেশ থেকে এসেছি কিন্তু আমি এতো বোকা না জেসমিন বলে উঠলো”””””
“””””ডেভিড চুপ করে আছে””””
“”””ডেভিড আমার বোন ডানা খুবই চমৎকার একটু মেয়ে সেই আমার বোন তার জন্য বলছি না সত্যি ও খুবই চমৎকার”””””
“”””সবচাইতে বড় কথা ও খুবই পছন্দ করে তোমাকে ও এতো সুন্দর হওয়ার পরেও কখনও কোনো ছেলে সাথে প্রেম নামক সম্পর্কে জড়ায় নেয়”””””
“”””শুধু মাত্র নিজের পছন্দের মানুষের জন্য অপেক্ষা করছে”””””
“””” আমি জানি না তুমি ওকে পছন্দ করো কি না বন্ধু হিসেবে”””””
“””””কিন্তু বন্ধু কিন্তু জীবনসঙ্গী হিসেবে খুবই ভালো হয়””””
“””””আর আমাদের ঔ মানুষটা কে ভালোবাসা উচিত যাকে আমরা না সেই আমাদের ভালোবাসে নাহলে জীবনে অনেক বড় ভুল হয়ে যায় জেসমিন বলে উঠলো”””””
“””””ডেভিড খেয়াল করলো জেসমিনের চোখে পানি””””
“”””আমি আসি ডেভিড বলে জেসমিন ছুটে জোসুয়ার কাছে চলে গেল””””
“”””জোসুয়া গাড়ী নিয়ে দাঁড়িয়ে ছিল জেসমিন এসে গাড়ী তে উঠে গেল শাঁ করে গাড়ী বের হয়ে গেল ভার্সিটি থেকে”””””
“”””এরিক প্রিয়াঙ্কা কে মৃদু ধাক্কা দিয়ে চলে গেল রাগে তার কপালের রগ দাঁড়িয়ে যাচ্ছে””””
“””প্রিয়াঙ্কা মুচকে হেসে উঠলো যা করুক বিয়ে তো তাকে করছে আর কি লাগে””””!!!!
“””‘আজ তার জন্য জেসমিন নিজেকে এমন করলো””””!!!
“”””আর তার জেসমিনে কে বুকে নিয়ে অন্য জন দাঁড়িয়ে ছিল আর সেই কিছু বলতে পারলো না””””””!!!!!!
“‘””ঠাস করে নিজের গাড়ী উপরে একটা বাড়ি দিয়ে গাড়ী নিয়ে বের হয়ে গেলো এরিক””””
“”””জঙ্গল গিয়ে আহঃ করে চিৎকার করছে এরিক তার পুরো শরীর যেন রাগে ফেটে যাচ্ছে””””
“””””নিজের হিংস্র রুপে এসে একবার এক গাছ থেকে অন্য গাছে ছুটে বেরাচ্ছে যাতে করে নিজের রাগ কন্ট্রোল করতে পারে””””””
“””” রাতে জেসমিন বসে নিজের খামছি দেওয়া হাতে মলম দিচ্ছিল ডানা আস্তে করে তার রুমে আসলো””””
“”””জেসমিন অবাক হয়ে তাকিয়ে আছে ডানা আপু তার রুমে”””!!!!
“””” আপ আপু কিছু কি বলবে জেসমিন বলে উঠলো”””!!!
“”” ডানা চট করে এসে জেসমিন কে জড়িয়ে ধরলো জেসমিন যেন বোকা বনে গেলো””‘”
“”” আমি জানতাম না তুই আমাকে এতো ভালবাসিস এতে চিন্তা করিস আমার জন্য আর সারাজীবন আমি তোকে অপমান করলাম ডানা কান্না করছে”””””
“”””হেয় আপু তো কি হয়েছে বড় বোন ছোট বোন কে অনেক কথা বলে আমি ভুলে গেছি সব””””
“”””ডানা হেসে উঠে জেসমিনের গাল টেনে দিয়ে বললো””””
“”” আসলে সবাই ঠিক বলে তুই আলাদা অনেক আলাদা””””
“”””ডানা জেসমিনের হাতে মলম লাগাতে লাগাতে বললো এরিক কাজ টা ভালো করে নি তোর সাথে””””
“”””থাক না আপু বাদ দাও ও আমার মত সাধারণ মেয়েকে কখন পছন্দ হওয়ার কথা না আমারি ভুল হয়েছে জেসমিন বলে উঠলো”””””
“”””তুই সাধারণ না তুই আলাদা তোর মায়ের মত বিলকিস আরা বলে উঠলো””””
“””জেসমিন চমকে বিলকিস আরা দিকে তাকালো””””
‘””””দুধ হাতে দাঁড়িয়ে আছে বিলকিস আরা মুখে চমৎকার হাসি””””
“”””বিলকিস আরা কাছে এসে বললো আমাকেও মাফ করে দেয় রে মা'””
“””জেসমি উঠে বুকে ঝাপিয়ে পড়লো বিলকিস আরা””””
“”””কিছুখন জেসমিন কে ছেড়ে বিলকিস আরা বললো”‘””
“”””নেয় দুধ খেয়ে নেই আজ থেকে ডানার মত তুই আমার অরেকটা কলিজা””””
“”””জেসমিন অবাক হয়ে ডানা দিকে তাকালো””””
“””” ডানার মুখে মিষ্টি হাসি জেসমিন চট করে বুঝে গেলো ডানা বিলকিস আরা কে সব বলে দিয়েছে””””
“”””কালকে বিকালে রেডি হয়ে থাকবি ডানা কে দেখতে আসবে ডেভিডের পরিবার বিলকিস আরা বলে উঠলো””””
“””জেসমিন হেসে উঠে ডানার দিকে তাকালে”””
“”””ডানা লাজুক হেসে রুম থেকে বের হয়ে গেলো হুরমুর করে””””
“”””জেসমিন মনে মনে আল্লাহ কে হাজার শুকরিয়া দিলো এই সুন্দর মূহুর্তের জন্য””””
“”””রাত দুটো অদৃশ্য হয়ে জেসমিনের রুমে এসে বসলো এরিক””””
“”””খুবই সুন্দর করে একটা সাদা জামা পরে বড় সুতির ওরনা দিয়ে নিজের পুরো শরীর ডেকে নামাজ পড়চ্ছে জেসমিন””””
“”””হাত তুলে মুনাজাত ধরে আছে আর তার চোখ দিয়ে বন্যার মত করে পানি পড়ছে””””
‘”””জেসমিন মুনাজাত শেষ করে হু হু করে কেঁদে দিলো সেই বিড়বিড় করে বলছে””””
“””” এরিক তুমি কেন এমন করলে আমার সাথে””””!!!!
“””””তুমি কি জানো না আমরা বাঙালী মেয়েদের জন্য শারীরিক সম্পর্ক কি তাহলে কেমনে এমন করলে””””!!!!
“”””” মুখে দুহাত দিয়ে কেঁদে যাচ্ছে জেসমিন”””
“”””একটু পর পর নিজের চোখের পানি মুছে বললো””””
“””” তুমি ঠিক বলছিলে আমরা এশিয়ানরা সত্যি বোকা খুবই বোকা,না হলে কি একটা সাধারণ মেয়েকে তুমি পছন্দ করতে পারো না তা মাথাই আসতো'”””
“”””এরিকে ছুটে বের হয়ে গেল তার আর সহ্য হচ্ছে না জেসমিনের চোখের পানি””””
“”””জঙ্গলে এসে চিৎকার করে কান্না করছে এরিক কেন এমন হলো তার সাথে যদি সেই জেসমিনকে হারিয়ে ফেলবে তাহলে তার জীবন আসলো কেন জেসমিন”””””!!!!!!
“””” তাদের জীবনের সবচাইতে সুন্দর মূহুর্ত গুলোকে সেই ইনজয়ের নাম দিয়েছে আর যে পারছে না সেই জেসমিনকে বাজে কথা বলতে””””
“”” পরের দিন জেসমিন আর ভার্সিটি যায় নি সেই বিলকিস আরা কে বিভিন্ন কাজে সাহায্যে করলো””””
“””আজ ডানা কে আংটি পড়াতে ডেভিডের পরিবার আসবে”””””””
“”””রফিক সাহেব ধর্ম নিয়ে গু গা করলোও জেসমিনের চমৎকার বুদ্ধি দৃপ্ত কথার কাছে হার মানতে হলো”””””
“”””জেস,জেস আয় তো এই দিকে আপু কে ড্রেস পছন্দ করে দে”””””
“”””কোনটা পরলে আমাকে ভালো লাগবে জেসমিন কে টেনে নিজের রুমে নিয়ে গেল ডানা””””
“””” সন্ধ্যা বেলা রফিক সাহেব আর বিলকিস আরা তাদের করার মত সব করলে ডেভিডের পরিবারের জন্য””””
“””” জেসমিন নিজের মুখে একটা হাসি লাগিয়ে রেখেছে””””
“””সন্ধ্যা আট টার পরে কলিং বেল বাজলো জেসমিন ডানা কে বসিয়ে দিয়ে বললো”””
“”””আমি খুলবো দরজা সেই ছুটে চলে গেল ডানা হেসে নিজের সাজে মন দিল””””
“”””জেসমিন হেসে দরজা খুলার সাথে সাথে তার হাসি গায়েব হয়ে গেলো”””
“”””সেই অবাক চোখে বাইরে দাঁড়ানো লোকটিকে দেখছে””””
“””জেসমিন অস্পষ্ট মৃদুস্বরে বলে উঠলো”””
“””এরিক”””!!!
“”””আমি কি ভিতরে আসতে পারি পাশ থেকে মাথা বের করে ডেভিড বলে উঠলো””””
“”” জেসমিন তাকিয়ে দেখে এরিকের পরিবার জোসুয়ার পরিবার ডেভিডের পরিবার সবাই এসেছে””””
“””” জেসমিন ফিক করে হেসে দিল সবাই দিকে তাকিয়ে””””
“””এরিক যেনো সেখানে স্থির হয়ে গেল এতো চমৎকার কেন জেসমিনের হাসি”””
“”” সবাই এক এক করে ভিতরে ডুকলো”””
“””হেয় এরিক চলো ভিতরে বাইরে থাকবে নাকি ডেভিডের কথায় এরিক তার গন্তব্য আসলো””””
“”””এরিক আস্তে করে ভিতরে ডুকে সোফা তে বসলো'””””
“”””রফিক সাহেব আর বিলকিস আরা আর বিলকিস আরা বোন রিতিমা আরা এবং তার স্বামী জহির সাহেব সবাই সাথে গল্পে মসকুল হলো””””
“”””জোসুয়া বললো ড্যাড আমি একটু জেসের সাথে দেখা করে আসি বলার সাথে দেখলো ডানা কে নিয়ে জেসমিন আসছে”””
“”””ডানা কে আজ চোখ ধাধানো সুন্দর লাগছে সেই একটি সুন্দর নীল শাড়ি পড়েছে সুন্দর করে চোখ সাজিয়েছে চুল গুলো ছেড়ে দিয়েছে'””””
“””” ডেভিড হা করে দেখছে ডানাকে সত্যি জেস মিথ্যা বলে নি ডেভিডের পাশে বসা দুটি ছেলেও জেসমিনকে গিলে খাচ্ছে””””
“””এরিক আর জোসুয়া”””
“”””জেসমিন আজ খুবই চমৎকার একটি কালো পাড়ে সবুজ শাড়ি পরেছে সুন্দর করে চুল বেঁধেছে হাত ভরা কালো সবুজ চুড়ি পড়েছে আর মুখে সেই ভুবন ভুলানো মিষ্টি হাসি”””””
“””” ডানা কে আস্তে করে ডেভিডের পাশে বসালো ডেভিড ফিসফিস করে ডানার কানে বললো”””
“””আজ সত্যি আমার গর্ব হচ্ছে তোমাকে জীবনসঙ্গী করে পাবো বলে ইউ নো আমার এশিয়ান মেয়েদের এতো কেন ভালো লাগে””””
“”””ডানা চোখের ইশরায় জিজ্ঞেস করলো কেন”””””!!!!
“”” তাদের চাড়ি (শাড়ি) ডেভিড বলে উঠলো””””
“””সত্যি খুবই সুন্দর লাগছে তোমাকে ডানা লাজুক হেসে মাথা নিচু করে ফেললো””””
“”””এরিক আড় চোখে জেসমিনের দিক আবার তাকালো””””
“””” আজ জেসমিন কে তার অচেনা লাগছে সব কিছুই ঠিক আছে কিন্তু মুখের ভাব দৃঢ় এবং কঠিন লাগছে একবারে জন্য সেই এরিকের দিকে তাকাচ্ছে না””””
“”” বিলকিস আরা নাস্তা জন্য উঠতে গেলো জেসমিন জানালো সেই একাই আনবে তারা গল্প করার জন্য””””
“”” আমিও তোমাকে হেল্প করি জেস জোসুয়া বলে উঠলো””””
“”””আড় চোখে জোসুয়া দিকে তার বাবা তাকিয়ে মনে মনে মুচকি হাসলো'””””
“”””এরিকের খুবই মেজাজ খারাপ হচ্ছে জোসুয়া সাথে জেসমিন কে তার সহ্য হচ্ছে না””””
“”””জেসমিন আর জোসুয়া আস্তে আস্তে সব নাস্তা আনলো””””
“””এরিক রাগে ফুঁসতে ফুঁসতে কাঠ হয়ে বসে রয়লো””””
“”””তাদের আংটি বদল করার সময় হলো এরিকের বরাবর রফিক সাহেবের পিছনে দাঁড়ালো জেসমিন আর তার পাশে আছে জোসুয়া””””
“”””ডেভিড আর ডানা যখন আংটি বদল করছিল জেসমিন আর নিজেকে শক্ত করতে পারলো না””””
“”””এরিক তাকিয়ে দেখলো জেসমিন তার মুখের দিকে তাকিয়ে আছে তার চোখের পানি টলমল করছে মনে হচ্ছে যেকোনে সময় গড়িয়ে পরবে”””””
“”””আংটি পরানো শেষ সবাই হাসাহাসি করছে জেসমিন মনে মনে বিড়বিড় করে বললো””””
“””””খুবই কি খারাপ হতো এমন একটা চমৎকার দিন তার আর এরিকের জন্য আসলে””””!!!!!!
“”””জেসমিনের চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে জোসুয়া জেসমিনের হাতের উপর হাত দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো””””
“”””জেসমিনের মনে মনে কথা সব এরিক শুনলো তার উপর জোসুয়া জেসমিনের হাত ধরা সেই আর নিজের রাগ ধরে রাখতে পারলো না”””””
“”””তার হাতের মধ্যে জুসের কাচের গ্লাস টা ঠাস করে মুচড়ে ভেঙে ফেললো এরিক””””
“”””সবাই অবাক হয়ে তাকালো গড়গড় করে রক্ত পড়ছে এরিকের হাত থেকে””””
“””””জেসমিন ছুটে এসে এরিকের হাত ধরে ফেললো””””
“””এরিক এটা কি করলে তুমি একটু কি খেয়াল নেয় তোমার এরিক তাকিয়ে আছে জেসমিনের দিকে””””
“””” সবাই কিছু বলার আগে ডানা বলে উঠলো””””
“”” জেস তুই ওকে তোর রুমে গিয়ে ব্যান্ডিস করে দেয়””””
“”””ওকে ওকে চলো এরিক জেসমিন বললো””
“”” হ্যা জেসমিন মা ডানা ঠিক বলছে যা নিয়ে যা রফিক সাহেব বলে উঠলো”””””
“”””এরিকও রাজি হয়ে গেলো সেই তো এই সুযোগ টা খুজছিল”””””
“”””জোসুয়া নাক মুখ ফুলিয়ে তাকিয়ে রয়লো””””
“””” জেসমিন এরিককে রুমে ডুকানোর সাথে সাথে এরিক চট করে দরজা টা আটকিয়ে জেসমিন কিছু বলার আগে ওকে দেয়ালের সাথে চেপে ধরলো””””
“”””এরিক কি করছো টা কি তুৃমি জেসমিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো””””
“”””এরিক জেসমিনের ঠোঁট গভীর ভাবে চুষে নিতে থাকলো””””
“”””জেসমিন হুম হুম করে আস্তে চুম মেরে গেলো”””
“””” অনেকখন পর এরিক জেসমিন কে ছেড়ে আলতো করে আবার চুমু খেলো””””
“”””জেসমিন চোখ বন্ধ করে নীরবে চোখের পানি ফেলছে””””
“”””এরিক জেসমিনের চোখের পানি চুষে নিয়ে তার শাড়ি ভিতরে হাত দিয়ে জেসমিন কে বুকের সাথে মিশিয়ে নিয়ে তার গলায় নাক ডুবালো””””
“””” জেসমিন মৃদু ধাক্কা দিয়ে এরিকে সরিয়ে দিয়ে বললো তোমার ইনজয় নেওয়ার সময় শেষ হলে আমাকে তোমার হাত ব্যান্ডিস করতে দাও”””””
“””এরিকের মাথা যেনো রক্ত উঠে গেল””””
“”””সেই তার চোয়াল শক্ত করে জেসমিন কে কোলে তুলে নিয়ে বেডে রেখে তার উপরে উঠে এলোপাতাড়ি চুমু খেতে থাকলো””””
“”””এরিকের প্রতিটা চুমু তে জেসমিনের পুরো শরীর নিয়ে যেনো ঝাকুনি দিচ্ছে””””
“”””জেসমিনের শাড়ির আঁচল বুকে থেকে সরাতে গিয়ে থেমে গেলো এরিক””””
“””” জেসমিনের দিকে তাকিয়ে দেখলো ঠোঁট কামড়িয়ে চোখ বন্ধ করে শক্ত হয়ে আছে সেই তার চোখ দিয়ে শুধু গড়িয়ে পানি পড়ছে””””
“”””এরিক জেসমিন কে সেই ভাবে রেখে ছুটে বাসা থেকে বের হয়ে গেলো কারও কোন কথা শুনলো না সেই”””””
“”””জেসমিন কান্না মুছে তার আঁচল ঠিক করে রুম থেকে বের হলো””””
“””সবাই জানতে চাইলে এরিক চলে যাওয়ার এরিকের বাবা মি. নিক জানালো”””
“”””এরিক খুবই শরীর সচেতন তাই সেই হয়তো ডাক্তারের কাছে গিয়েছে”””””
“”””জোসুয়া জেসমিন ঠিক কাছে কি না জানতে চাইলে জেসমিন জানালো সেই ঠিক আছে তাও জোসুয়া সন্দেহ রয়ে গেলো”””””
“”””বিয়ের ডেট পরে জানাবে বলে রাতে সবাই বিদায় জানালো”””””
“””” জেস এরিকের সাথে তোর সব ঠিক হয়েছে ডানা জিজ্ঞেস করে উঠলো”””
“””” উত্তরে জেসমিন জানালো আমি তার কাছে ইনজয় করার মত মেয়ে তাই তার সাথে আমার কখন কিছু ঠিক হবে না ডানা ছোট করে দম নিলো””””
“””সেই ভেবে নিয়েছিল ওদের একা রুমে দিলে হয়তো সব ঠিক হবে উল্টো এরিক তুফানের বেগে অনুষ্ঠান ত্যাগ করলো””””
“”””””পরের দিন সকালে জেসমিন ভার্সিটির গেলো ডানার সাথে”””””
“”””ডেভিড বাদে তার সব আমেরিকান বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে আছে জেসমিন আর ডানার দিকে””””
“”””” সবাই মুখের উপর তুরি বাজিয়ে ডানা বললো””””
“””এইভাবে হা করে কেন আছো সবাই””””
“”””সবাই একসাথে বলে উঠলো না না কিছু না””””
“””” আপু আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি জেসমিন বলে উঠলো””””
“”””ডানা হ্যা বোধক মাথা নাড়ালো””””
“”””জেসমিন আস্তে আস্তে লাইব্রেরি যাচ্ছে সামনে জোসুয়া দাঁড়িয়ে আছে”””””
“””জোসুয়া কে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছিল জেসমিন”””””
“”””জোসুয়া দৌড়ে এসে জেসমিন হাত চেপে ধরলো””””
“””” তখনি গাড়ী থেকে নামলো এরিক আর প্রিয়াঙ্কা””””
“””গাড়ী থেকে নেমে এরিকের চোখ গেলো জেসমিন আর জোসুয়ার দিকে সেই ডানাদের সাথে গিয়ে দাঁড়ালো”””””
“””আর প্রিয়াঙ্কা অন্য দিকে গেলো””””
“”””জেস তুমি কেন আমাকে এতো ইগনোর করছো জোসুয়া বলে উঠলো””””
“”””জোসুয়া আমাকে ঔ মুহূর্তে সাপোর্ট করার জন্য ধন্যবাদ কিন্তু আমি চাই না তুমি আমার সাথে বেশি কথা বলো””””
“”” কিন্তু কেন জেস আমার দোষ কি জোসুয়া অবাক হয়ে বললো””””!!!!
“””” তুমি আমার বাবার কাছে বিয়ের জন্য প্রস্তাব কেন দিলো দৃঢ় কন্ঠে বলে উঠলো জেসমিন”””””
“”””এরিকে তাকিয়ে আছে কিন্তু তার কানে তেমন কথা আসছে না”””””
“”””‘ডানা এরিকে বললো”””
“”””তুমি ওদের দিকে কি দেখছো এরিক তোমার শুধু প্রিয়াঙ্কা কে দেখা উচিত””””!!!!
“”””এরিক চুপ করে থেকে বললো ওদের মধ্যে কি কথা হচ্ছে কঠিন স্বরে বলে উঠলো””””
“”””ডানা বললো কি আর হবে জোসুয়ার পরিবার জেসমিনের সাথে বিয়ের কথা বলছে বাবার সাথে”””””
“”””এরিকে কেউ যেনো বৈদ্যুতিক শক দিলো সেই চোখ মুখ শক্ত করে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে””””
“””ডানা আর ডেভিড খেয়াল করলো এরিকের কপালের রগ দাঁড়িয়ে গেছে””””
“”””ডানা আর ডেভিড মুখ চেপে হাসছে””””
“””আমি তোমাকে পছন্দ করি জেসমিন আমি জানি লিজা জন্য তুমি আমাকে ইগনোর করছো কিন্তু ওর জন্য আমার মনে কোনো ফিলিংস নেই জোসুয়া বলে উঠলো””””
“”””আমি লিজাকে ঠকাতে পারবো না জোসুয়া ও আমার বন্ধু জেসমিন বলে উঠলো””””
“””” তুমি আমাকে ঠকাচ্ছো না জেসমিন জোসুয়া আমাকে না তোমাকে ভালোবাসে লিজা এসে বলে উঠলো””””
“””জেসমিন অবাক হয়ে তাকিয়ে আছে লিজা আর রোভার একজন আরেক জনের হাত ধরে আছে””””
“””জেসমিন কিছু বলার আগে লিজা বলে উঠলো””””
“”” আমি জোসুয়াকে পছন্দ করি কিন্তু জোসুয়া তোমাকে””””
“”””আর রোভার আমাকে ভীষণ পছন্দ করে তুমি তো বলো জেস আমরা তাদের ভালোবাসা উচিত যারা আমাদেরকেও ভালোবাসে'”””
‘””””তাই আমি রোভার কে হ্যা বলে দিয়েছি লিজা বলে উঠলো”””””
“””রোভার একবার জেসমিনের দিকে তাকাচ্ছে আরেকবার এরিকের দিকে””””
“””তোমার সব কিছু ভুলে জোসুয়া কে হ্যা বলে দেওয়া উচিত লিজা বলে উঠলো”””””
“””জেসমিন দেখলো জোসুয়া তার উত্তরের আশায় ওর মুখের দিকে তাকিয়ে আছে””””
“””এরিক তোমাকে এমন কেন দেখাচ্ছে তুমি কি জেসমিন কে পছন্দ করো ডেভিড বলে উঠলো””””
“”””সবাই এরিকের মুখের দিকে তাকিয়ে আছে””””
“””জোসুয়াকে কোনো উত্তর না দিয়ে জেসমিন ছুটে ভার্সিটি থেকে বের হতে গেলে একটা কথা শুনে মুক্তি হয়ে যায়””””
“””নো..সি ইজ নট মাই টাইফ অ্যান্ড আই ডোন্ট লাভ জেসমিন বিকজ টুনাইট ইজ মাই এ্যান্গেজমেন্ট উইথ প্রিয়াংকা””””
“”””সেই প্রতি টা কথা জেসমিনের মুখের দিকে তাকিয়ে বলছিল””””
“”””ডানা ডেভিড আর তাদের আমেরিকান প্রতি টা বন্ধু এরিকের মুখের দিকে তাকিয়ে আছে হা করে””””
“”””হঠাৎ কবে প্লানিং হলো এটার আমাকে তো ড্যাড কিছু বলে নি ডেভিড বলে উঠলো””””
“””” কালকে তোমার আংটি বদল দেখে আমার আজই করার ইচ্ছে জাগলো এরিক বলে উঠলো”””””
“””””জেসমিন দৌড়ে লাইব্রেরি দিকে চলে গেলো তার চিৎকার করে কান্না করতে ইচ্ছে হচ্ছে””””
“”””জেসমিন আমার তোমাকে কিছু বলার আছে জেসমিন পিছনে তাকিয়ে দেখলো রোভার”””””
“””” মাঠে এখনো লিজা আর জোসুয়া ডানা দের সাথে গিয়ে দাঁড়িয়ে আছে'”””
“”””এরিকের মুখে তৃপ্তির হাসি জেসমিন কখনো জোসুয়াকে বিয়ে করতে রাজি হবে না”””””
“””””জোসুয়া”””!!
“””জেসমিনের গলায় সবাই পিছনে ফিরে তাকালো””””
“”””জেস আমি দুঃখিত জেস তোমাকে আমার জীবনসঙ্গী হতে হবে না প্লীজ আমার সাথে বন্ধুত ভেঙে না কাদো কাদো গলায় জোসুয়া বলে উঠলো””
“”””জেসমিন মুখে মিষ্টি হাসি নিয়ে বললো তুমি তো আমাকে প্রপোজ করলে না আমি কীভাবে তোমাকে হ্যা বলি”””””
“‘””এরিক যেনো নিজের জায়গায় জমে গেলো সেই পাথরের মত জেসমিনের মুখের দিকে তাকিয়ে আছে”””””
“”””জোসুয়া এক গাল হেসে জেসমিন কে হাটু গেয়ে খুবই সুন্দর বিশাল বড় দুহাজার গোলাপ ফুলের তোড়া দিয়ে প্রপোজ করলো”””””
“”””জেসমিন চমৎকার করে হেসে হ্যা বললো””””
“”””সবাই তাদের অভিনন্দন দিচ্ছে প্রিয়াঙ্কা এসে এরিকের হাতের মধ্যে হাত ডুকিয়ে ওদের অভিনন্দন দিলো”””””
“”””এরিক দম ধরে দাঁড়িয়ে আছে রাগে তার মাথা ফেটে যাচ্ছে ইচ্ছে করছে জেসমিন কে জঙ্গল নিয়ে তার রক্ত সব শুষে নিতে””””
“”””জেসমিন এরিকের দিকে আড় চোখে তাকালো সাথে সাথে জেসমিন বড় একটা ঢোক খিললো”””””
“””””এরিকের চোখ থেকে যেনো আগুনের হুলকি বের হচ্ছে””””
“”””সন্ধ্যা বেলা””””
“”””রেডি হয়ে দম ধরে বসে আছে এরিক আজ সেই জেসমিনকে ভার্সিটিতে একা পায় নি তাহলে বুঝিয়ে দিতো এরিক কিরকম হিংস্র”””””
“”””প্রিয়াঙ্কা নিজের সব জোর লাগিয়ে দিচ্ছে এরিকের চোখে নিজেকে আকষ্মিক বানানোর জন্য””””
“””” তাদের পার্টি রং আজকে পুরো কালো দেওয়া হয়েছে জানা যায় আমেরিকান দের সবচাইতে প্রিয় রং কালো আর সাদা””””
“”””প্রিয়াঙ্কা আজ একটি কালো জলপরী দের মত কেমন যেনো অদ্ভুত একটি আর্ধ নগ্ন ড্রেস পরেছে যার শুরু একবার দেখাতে মানুষের বুঝার ক্ষমতা নাই”””””
“””পার্টিতে””‘
“”‘”এরিক মহা বিরক্তি নিয়ে প্রিয়াঙ্কার পাশে এসে দাঁড়িয়েছে””””
“””” পার্টির প্রতি টা মেয়ে এরিককে রীতিমত চোখ দিয়ে গিলে খাচ্ছে””””
“”””হঠাৎ এরিক দেখলো জেসমিনের পুরো পরিবার এসেছে জোসুয়ার পরিবার ও এসেছে সাথে ডেভিড ও”””””
“””” ডেভিড আর ডানা একজন আরেক জনের হাত ধরে এগিয়ে আসছে কিন্তু জোসুয়া কে দেখা যাচ্ছে না”””””
“””” এরিকের বিশ্বাস জেসমিন আজ আসবে না”””””
“”””‘সেই শুধু এই আংটি বদল নামক নাটক থেকে একটুপর মুক্তি ফেলে তার জেসমিনের কাছে ছুটে যাবে”””””
“”””জোসুয়া কে হ্যা বলার প্রতিটি শাস্তি তাকে ফেতে হবে”‘”””
“”””ডেভিড ডানা এরিক আর প্রিয়াঙ্কা কে অভিনন্দন দিচ্ছিল””’
“”‘””তখন খিলখিল করা হাসির শব্দে এরিক ডেভিড আর ডানা পিছনে ফিরে তাকালো সাথে এরিক ও'””””
“”””জেসমিনের শাড়ি দেখে তার মনে হচ্ছে””””
“””” সারা শরীরের যেনো কেউ আগুন লাগিয়ে দিলো তার মাথার রক্ত যেনো টগবগ করছে””””
“”””তার ইচ্ছে করছে জেসমিন কে কোনো জন শূন্য জায়গায় নিয়ে কষে আনলিমিটেড কয়েকটা থাপ্পড় দিতে”””””
“”””জেসমিন চোখ ধাধানো কালো একটা শাড়ি পড়ে এসেছে চুল গুলো ছেড়ে দিয়েছে”””””
“””””মেগি হাতা কালো একটা ঝরি কাপড়ে ব্লাউজের সাথে কালো শিফনের একটা শাড়ি পড়েছে”””
“”””দুহাত ভরতি কালো ও সাদা পাথরের চুড়ি পড়েছে নাকে ছোট্ট একটা সাদা নাক ফুল কানে সাদা বড় রিং”””””
“””” সবচাইতে চোখু লক্ষ্য হলো তার শাড়ি এতো টা দৃশ্য মান যার জন্য তার শরীরের অর্ধেক অংশ দেখা যাচ্ছে””””
“”””হাসতে হাসতে জোসুয়া সাথে এগিয়ে আসছে”””””
“”””এরিক বিড়বিড় করে বললো আজ অনেক বড় কঠিন শাস্তি তোমার পাওনা হয়েছে জেসমিন”””””
”””‘আজ তোমাকে এরিক তার হিংস্র ভ্যাম্পায়ার রুপ দেখাবো”””””
চলবে