হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-১৯,২০
লেখিকাঃফারু ইসলাম
“””””জেসমিন হাত পা ছুটাছুটি করছে দেখে আফজাল জেসমিনের নাইট ড্রেসের উপরের পার্ট খুলে তার হাত বেধে ফেললো”””””
“””””জেসমিন শুধু এইবার পা ছুড়াছুড়ি শুরু করলো আফজাল একটা নোংরা কিস্তি দিয়ে বলে উঠলো”””
“”””তোর উপর লোভ আমার সেই তোর আট বছর থেকে বুঝলি শালী আজ তোরে ভাগে পাইলাম””””
“”””জেসমিন ডানে বামে মাথা নেড়ে হুম হুম করছে”””””
“”””জেসমিন দেখলো কি যেনো একটা ছুটে এসে আফজাল কে নিয়ে আবারও ছুটে বারান্দায় দিয়ে বের হয়ে গেলো””””
“””জেসমিন হুম হুম করে পা ছুটাছুটি করলো সেই জানে আজ আফজালে রক্ষা নেয়””””
“”””এরিক আফজাল কে এনে গাছের উপরে ছুড়ে মারলো সেই গাছের সাথে বারি খেয়ে নিচে পরে মাগো করে গোগানো শুরু করলো”””””
“”””আফজাল ডানে বামে তাকিয়ে দেখে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল সেই তার সামনে তাকিয়ে এরিককে দেখে আহঃ বলে চিৎকার দিয়ে উঠে দাঁড়াতে গেলে আবারও পড়ে যায়”””””
“”””এরিক তার হিংস্র রুপ নিয়ে আফজালের সামনে দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে যেনো আগুনের হুলকি বের হচ্ছে”””””
“”””আফজাল ও মাগো বলে উঠে দৌড়ে পালাতে গেলে এরিক ছুটে এসে তার ঘাড়ে এরিকের বিশাল হিংস্র বিষাক্ত দাঁত গুলো বসিয়ে দে”””””
“”””আফজাল আহঃ আহঃ করে চিৎকার দিতে দিতে সেইখানে নিস্তব্ধ হয়ে উু উু করে গোঙানি শুরু করে”””””
“”””এরিক আফজাল কে ছুড়ে মাটিতে ফেলে জেকার্ভ বলে চিৎকার দিয়ে উঠে””””
“”””সাথে সাথে জেকার্ভ আর ত্রিশটি নেকড়ে এসে হাজির হয়””””
“”””এরিক আফজালকে লাথি মেরে ওদের দিকে দিয়ে বললো”””””
“””’ওর একটা হাড্ডি যেনো খুজে না পাওয়া যায় ওকে এমন ভাবে ছিঁড়ে খাবে””””
,””””এটা বলে এরিক ছুটে চলে যায়””‘”
“”””আফজাল মৃদু মৃদু চোখে দেখলো কতগুলো নেকড়ে তার দিকে এগিয়ে আসছে সেই মুখ নাড়াচ্ছে কিন্তু কেনো আওয়াজ বের হচ্ছে না”””””
“”””এরিক গিয়ে দেখলে জেসমিন এখনো পা ছুটাছুটি করছে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে বন্যার মত”””””
“””””এরিক আস্তে করে জেসমিনের হাত ও মুখ খুলে দিলো”””””
“””জেসমিন ছুটে গিয়ে এরিকের বুকে পড়ে হু হু করে ঝরঝর করে কেঁদে দিলো””””
“””আমি আমি দুঃখিত জেসমিন আমার তোমাকে একা ফেলে যাওয়া উচিত হয়নি আমি সত্যি দুঃখিত এরিক বলে উঠলো””””
“”””তো তোমার কোনো দোষ নেয় উনি আমাকে আমাকে খুব খুব আগে থেকে নোংরা ভাবে ছোঁয়ার চেষ্টা করতো””””
“”””এরিক খেয়াল করলো জেসমিনের গলা কাপছে”””””
“”””আমি আমি কেউকে কিছু বলতে পারিনি কেউ বিশ্বাস করতো না উনি আমার মামা হয় উনি কেমনে পারে এই গুলো করতে”””””!!!!
“””জেসমিন আমি আছি তো কেউ আর তোমার দিকে খারাপ নজর দিতে পারবে না ওর শাস্তি ও পেয়ে গেছে”””””
“”””এরিক জেসমিন কে বুকে নিয়ে বললো””””
“”””জেসমিন মুখ উঠিয়ে বললো আক আকাশের মত”””””!!!!
“”””তার থেকে ও জঘন্য শাস্তি ও যে পৃথিবীতে ছিলো তার কোনো প্রমাণ ও পাবে না কেউ”””””
“””বা বাবা মা জেসমিন মুখ তুলে কাঁপা কাঁপা গলায় বললো””””!!!!!
“””কেউ কিছু জানবে না তুমি চুপ থেকো এখান ঘুমাও আমি আছি পাশে”””””
“””এরিক জেসমিন কে শুয়ে দিয়ে তার গায়ে কম্বল দিয়ে দিলো””””
“”””জেসমিন খেয়াল করলো এরিক তার হাত ধরে পাশে বসে আছে”””
“”””জেসমিন আস্তে করে সরে এরিককে পাশে শোয়ার জায়গা করে দিলো”””
“”””এরিক মুচকি হেসে কম্বলের ভিতরে ডুকে জেসমিনকে বুকে টেনে নিলো””””
“”””রাত অনেক জেসমিন ঘুমাচ্ছে তাকে দেখছে এরিক””””
“”””জেসমিনের মুখ উঠিয়ে ঠোঁটে আলতে করে চুমু খেলো এরিক”””””
“”””জেসমিন ঘুমের মধ্যে হুম করে এরিকের শার্ট খামচিয়ে ধরলো””””
“”””এরিক মুচকি হেসে আরো গভীর ভাবে জড়িয়ে ধরলে জেসমিনকে”‘”””
“”””আজ যদি সেই জেসমিন কে দেখার ইচ্ছে না জাগতো তাহলে কত বড় বিপদ হতো””””
“”””জেসমিনের একটা ডাকের সাথে সেই বুঝে গিয়েছিল জেসমিন বিপদে আছে”””””
“”””না আর কোনো রাত সেই তার জেসমিন কে একা ছাড়বে না সেই তার শক্তি ব্যবহার করে নিজেকে অদৃশ্য করে রাখবে””””
“”””তাও সারাখন সাথে সাথে থাকবে যাতে কেউ না বুঝতে পারে এরিক মনে মনে বলে উঠলো”””””
“”””সকালে উঠে জেসমিন দেখলো এরিক নেয় বাইরে হৈ চৈ আওয়াজ শুনা যাচ্ছে”””””
“””‘জেসমিন জামা বদলিয়ে বাইরে গিয়ে দেখলো অনেক মানুষ জড়ো হয়েছে পুলিশ ও এসেছে”””””
“”””রফিক সাহেব দাঁড়িয়ে পুলিশের সাথে কথা বলছে ডানা বিলকিস আরা সাথে দাঁড়িয়ে আছে”””””
“””” বিলকিস আরা একটু পর পর আমার ভাই কই গেলো রে বলে বিলাপের সুরে বিশ্রী করে কেঁদে উঠছে””””””
“”””””তার কান্না আওয়াজে যে আমেরিকান পুলিশরা যথেষ্টই বিরক্তি হচ্ছে তা তাদের চেহেরা দেখে বুঝা যাচ্ছে””‘”””
“”””জেসমিন এইবার বুঝলো ঔ জানোয়ার কে খুজা শুরু হয়ে গিয়েছে সেই ভয়ে শুকনা ঢোক খিললো””””
‘”””রফিক সাহেব এসে জেসমিনের মাথায় হাত দিয়ে বললো””””
“””””তোর আফজাল মামাকে কোথায়ও দেখছিলি জেসমিন কাঁপা কাঁপা গলায় না বোধক মাথা নাড়ালো””””””
“”””আফজালকে নাকি কালকে রাতে বের হতে ডানা দেখেছিল”””””
“””””তাকে জিজ্ঞেস করছিল আর বলছে””””
“””””মদ খেতে পাশে দোকানে যাচ্ছে ডানা তাকে বাসার চাবি দিয়ে দরজা ভিতর থেকে আটকিয়ে দিলো যাতে করে পরে খুলে ডুকতে পারে”””””
””””সকালে উঠে দেখলাম দরজা আটকানো কিন্তু আফজাল ঘরে নেয় ফোন টাও নেয়”””””
“””””পরে পুলিশ ফোন দি পাশের মদের দোকানে সিসিটিভি ফুটেজ দেখলো যে ও রাত দুটো বের হয়ে গিয়েছিল দোকান থেকে কিন্তু ফোন টা সেখানে রেখে গিয়ছিল”””””
“””যা মা তুই রুমে যা আমরা দেখি কি হয় রফিক সাহেব জেসমিনের মাথাই হাত দিয়ে বলে উঠলো””””
“”””জেসমিন আস্তে করে তার রুমে এসে বই নিয়ে বসে গেলো আজ আর ভার্সিটি যাওয়া হবে না”'”””
“””” রাতের বেলা””””
“”””‘ ভ্যাম্পায়ার বই হাতে নিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে এরিক তার চোখ মুখ লাল হয়ে আছে”””””
“”””বইটিতে আছে একটা ভ্যাম্পায়ার আর মানুষের মিল কখনো হয় না পশুর রক্ত খাওয়া ভ্যাম্পায়ারা মানুষ হতে পারে কিন্তু কোন মানুষ খেকো ভ্যাম্পায়ার মানুষ হতে পারে না”””””
“”””এই বইটি বের করার একমাত্র কারন হলো””””
“”””কোনো মানুষ খেকো ভ্যাম্পায়ার যাতে মানুষের প্রেমে না পড়ে না হলে খুবই নির্মম ভাবে মানুষটিকে মরতে হয়”””””
“””””এরিক চুপচাপ দম ধরে বসে আছে তার পাশে এসে বসলো মি. নিক””””
“”””এরিক আমি জানি তুমি ঔ এশিয়ান মেয়েটির প্রেমে পড়েছো যেটা তোমার আর মেয়েটির জন্য খুবই ভয়ংকর বেপার”””””
“”””আমি তোমাকে বইটি ঔ দিন সেই জন্য দিয়েছি যাতে করে তুমি ভুলটা না করতে পারো কিন্তু লাভ হলো না”””””
“”””আমরা এখানে একটা কাজে এসেছি এরিক যা আমাদের পূরন করতে হবে মি. নিক বলে উঠলো”””””
“”””তুমি মেয়েটিকে ভুলে যাও তাহলে তোমার জন্য আর মেয়েটির জন্য ভালে হবে”””””
“”””এরিক কোনো কথা বলছে না সেই রোবটের নেয় বসে আছে এখনো””””
“””””আর মাত্রই একদিন আছে ফুলটি ফুটার তুমি মেয়েটিকে নিয়ে ফুলটি নিয়ে এসো আর যদি মেয়েটি বেঁচে যায় তাহলে ওর থেকে নিজেকে সরিয়ে নিবে মি. নিক গম্ভীর কন্ঠ বলে উঠলো”””””
“”””তুমি ভালো করে জেনে গেছো কোনো মানুষ খেকো ভ্যাম্পায়ার সাথে মানুষের মিল হয় না”””””
“””””তাহলে তোমার সামনে অমর হওয়া ভ্যাম্পায়ারা ওকে খুবলে খুবলে খাবে কিন্তু তোমার করার মতো কিছু থাকবে না কারন ওরা তোমার সব শক্তি নিয়ে নিবে মি. নিক বলে উঠলো””””””
“”””””মাই সান নিজেকে শক্ত করে কালকে জন্য তৈরি হয়ে নাও বলে উনি উঠে চলে গেলেন মি. নিক তার খুবই খারাপ লাগছে এরিকের জন্য”””””
“”””” দরজার আড়াল থেকে বের হয়ে আসলো রোভার এতো খনে সেই সব কথা শুনেছে”””””
“”””এরিক মতো হিংস্র ভ্যাম্পায়ার ও প্রেমে পড়লো তাও একটা এশিয়ান মানুষ মেয়ের প্রেমে অবাক হয়ে তাকিয়ে রয়লো রোভার”””””
“””””এরিক তার চোখ মুখ শক্ত কর উঠো দাঁড়িয়ে গেলো সেই বুঝে গেছে তার কি করতে হবে সেই বই টি পেলে ছুটে বের হয়ে গেল””””””
“”””আস্তে আস্তে বইটি নিয়ে রুম থেকে বের হয়ে গেলো রোভার””””
“”””জেসমিন ঘুমাচ্ছে কম্বল জড়িয়ে বাচ্চা দের মত গুটিশুটি মেরে””””
“””””চেয়ে আছে এরিক তার দিকে কি সুন্দর নিষ্পাপ একটি মুখ””””
“””জেসমিন সোজা হয়ে শুয়েলে এরিক জেসমিনের উপরে উঠে তার ঠোঁট আলতো করে একটি চুমু খায় জেসমিন ঘুমের মধ্যে মুচকি হেসে উঠে””””
“”””জেসমিনের মনে হচ্ছে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে তার মুখে সেই চট করে চোখ খুলে এরিক দেখে ভয়ে আহ বলে হা করে চিৎকার দিতে গিয়েও থেমে গেল”””””
“””এরিক তুমি এতো রাতে জেসমিন অবাক হয়ে বলে উঠলো”””!!!!!
“”””এরিক জেসমিনের কথার কোনো জবাব না দিয়ে চুপ করে তাকিয়ে আছে”””
“”””জেসমিন খেয়াল করলো এরিকের চোখের দৃষ্টি আজ অন্যরকম সেই মোহনীয় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে”””””
“””””এরিক কিছু না বলে জেসমিনের ঠোঁট গভীর ভাবে নিজের দখলে নিয়ে নিলো””””
“”””জেসমিন খেয়াল করলো এরিক তার হাত জেসমিন নাইট ড্রেসের ভিতরে আস্তে আস্তে নিচ্ছে”””””
“”””এরিক কি করছো টা কি তুমি বলে এরিককে মৃদু ধাক্কা মারে জেসমিন”””‘
“””””এরিক টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়”””””
“”””জেসমিন ছুটে গিয়ে লাইট দিয়ে দে ততোখনে এরিক উঠে দাঁড়িয়ে যায়””””
“”””জেসমিন এতোখনে খেয়াল করলো””””
“””””এরিকের চোখে পানি তার সমুদ্রের মত সুন্দর নীল চোখ দুটি লাল হয়ে আছে”””””
“””””জেসমিন ছুটে গিয়ে এরিককে বললো””””
“”””আমি দুঃখিত এরিক তোমাকে এই ভাবে ধাক্কা মারা আমার উচিত হয় নি এরিক টান মেরে জেসমিন কে বুকে নিয়ে নেই তার””””
“”””আমি আমি সত্যি দুঃখিত এরিক আমি বুঝে উঠতে পারিনি হুসসসসস আমি দুঃখিত জেসমিন আমার তোমার সাথে এই রকম ব্যবহার করা উচিত হয় নি”””””
“”””এরিকের চোখের পানি জেসমিনের গায়ে পড়ছে জেসমিন অবাক হয়ে এরিকের দিকে তাকালো””””
“””এরিক কি হয়েছে তোমার এই দিকে এসে বসো কি হয়েছে তোমার বলে আমাকে””””
“”””জেসমিন আমি বুঝতে পারছি না আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না এরিক নিজের মুখ দুহাত দিয়ে ডেকে বলে উঠলো””””
“”””জেসমিন এরিকের সামনে হাটু গেড়ে এরিকের মুখ থেকে হাত সরিয়ে বসে বললো””””
“”””আমাকে বলো প্লীজ””””
“”””এরিক আস্তে আস্তে সব বললো তাদের এই খানে আসার মতলব টা কি ছিল শুধু মাত্র বইটাতে যা যা ছিল তা বাদে””””
“”””জেসমিন সব শুনে শুকনো ঢোক খিললো বিষাক্ত সাপ সর্বনাশ”””””
“”””তার তো সাপে ভয়ংকর ফোবিয়া আছে শুধু মাত্র টিভিতে সাধারনত দেখলে তার ভয়ে চোখ মুখ ফ্যাকাশে হয়ে যেত”””’
“”” কিন্তু তাকে এরিকের হেল্প করতে হবে এরিককে এই ভাবে ভেঙে পড়তে দেখতে পারবে না সেই”””””
“”””জেসমিন কাঁপা কাঁপা স্বরে বললো তুমি এটা জন্য এতো চিন্তিত তুমি কোনো চিন্তা করো না তোমার সাথে আমি যাবো””””
“”””নো জেসমিন ওখানে গেলে তুমি মরতেও পারো এরিক উত্তেজিত হয়ে বলে উঠলো””””
“””””তুমি তোমার গ্যান্ডপা কে ওয়াদা দিয়েছো ঔখানে গেলে তোমার মৃত্যু হবে যেনোও,আর আমি তোমার জন্য মরতে পারবো না,জেসমিন মিষ্টি করে হেঁসে বলে উঠলো””””
“”””আর আমি জানি তুমি সাথে থাকলে আমার কিছুই হতে দিবে না এরিকের মুখে হাত বুলিয়ে জেসমিন বলে উঠলো””””
“”””এরিক জেসমিনকে টেনে বুকে নিয়ে নিলো””””
“””এরিক আমরা কাল কখন যাবো জেসমিন এরিকের বুকে মুখ গুঁজে বলে উঠলো”‘””!!!!
“”””সকালে কিন্তু এটার জন্য একদিন লাগতে পারে তুমি বাসায় কি বলবে এরিক শান্ত স্বরে বলে উঠলো””’!!!!!
‘”””””আমি বাবা কে বলবো হিমার বাসায় থাকবো আর কোনো চিন্তা নেয় জেসমিন বলে উঠলো”””””
“”””এরিক জেসমিন কে বুকে নিয়ে ঔভাবে শুয়ে গেলো”””
“”” আমি দুঃখিত জেসমিন কালকে থেকে আমি আর তোমার এরিক থাকবো না”””
“”””আমাকে মাফ করে দিও এরিক বিড়বিড় করে মনে মনে বললো”””””!!!
“”””সকাল সকাল জেসমিন একদম টুরিস্ট দের মত ব্যাগ ট্যাগ নিয়ে রেডি”””””
“”””এরিক গাড়ী নিয়ে বাসার একটু দূরে দাঁড়ানো ছিল””””
“”””জেসমিন কে দেখে হা করে আছে এরিক”””
“”””খুবই চমৎকার লাগছে তাকে পিঠে ব্যাগ নেওয়াতে তো আরো বাচ্চাদের মত লাগছে””””
”””এরিক এইভাবে কি দেখছো চলে দেরি হচ্ছে না এরিক মুচকি হেসে গাড়ী চালানো শুরু করে”””””
“‘””পুরো গাড়ীতে জেসমিন কোনো কথা বলে নি তার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আজ বুঝি সত্যি সত্যি সাপের হাতে মরবে”””””
“””” আড় চোখে এরিক জেসমিন কে দেখছে বার বার বাচ্চা দের মত পানি খাচ্ছে আর ঢোগ গিলছে”””””
“”””সেই তো ঠিক করে রেখেছে আজ জেসমিনের কিছু হতে দিবে না সেই জেসমিন শুধু তার দায়িত্ব শুধু তার””‘””
“”””কিছু খন পর তারা ঔ উত্তরে জংগলে পৌঁছে গেল”””””
“”””এরিকের হাত চেপে ধরে আছে জেসমিন তারা আস্তে আস্তে বাগানের ভিতরে ডুকছে””””
“””হঠাৎ এরিক চিৎকার করে ছিটকে সরে যায় জেসমিন অবাক হয়ে তাকিয়ে আছে””””
“””‘এরিক তার শরীর চেপে ধরে রৌদ রৌদ বলে গোগানোর মত আওয়াজ করে উঠে””””
“”””জেসমিন খেয়াল করলো হালকা রৌদের কারনে এরিকের এমন অবস্থা হচ্ছে””””
“”””সেই এরিকের হাত ধরে টেনে ছায়ায় নিয়ে গিয়ে এরিকে জড়িয়ে ধরে বসে রয়লো””””
“”””রৌদ একটু কমুক তারপর আমরা যাবো এরিকের বুকে মুখ গুজে জেসমিন বলে উঠলো””””
“””এরিক জেসমিন কে গভীর ভাবে জড়িয়ে ধরে হ্যা বোধক মাথা নাড়ালো””””
“”””জেসমিন তোমার কি ভয় করছে করলে বলে আমরা ফিরত যায় এরিক বলে উঠলো”””””
“””””জেসমিন ডানা বামে মাথা দুলালো যে তার ভয় করছে না”””””
“”””অনেকখন পর তারা ঔ জায়গায় পৌঁছে গেলো জেসমিন আশ্চর্য হয়ে তাকিয়ে আছে”””””
“”””সমানে একটা ছোট বিশাল গভীর একটি ডোবার মত সেখানে নীরবে শুয়ে আছে পাঁচ টি বিশাল বড় সাপ””””
“””””ডোবা টার উপরে একটি গাছের জড় পেছানো একটা লম্বা সেতুর মত আছে সেই সেতুর লাস্ট প্রান্তে ফুটে আছে খুবই চমৎকার একটি নীল ফুল”””””
“”””জেসমিন তুমি এখানে দাঁড়াও আমি ফুল টা নিয়ে আসছি””””””
“”””জেসমিন থরথর করে কাঁপতে কাঁপতে মাথা নাড়ালো তার মুখ থেকে বের হচ্ছে না শরীরটা ভীষণ খারাপ লাগছে তার এই বুঝি মারা যাবে সেই””””
“”””এরিক আস্তে আস্তে সেতুটা পাড় হয়ে সেখানে গেল ফুল টা ছিঁড়ার সাথে সাথে সাপ গুলা হু হু করে মাথা উপরে উঠিয়ে ফেললো””””
“”””জেসমিন এরিক বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল”””””
“”””এরিক জেসমিন জেসমিন করতে করতে ছুটে আসতে না আসতে””””””
“””””একটা সাপ হা করে জোরে দম ছাড়া সাথে সাথে জেসমিন চোখ মুখ ফ্যাকাশে করে সেই খানে জ্ঞান হারায়”””””
“”””এরিক খেয়াল করলো সব গুলো সাপ উঠে দাঁড়িয়ে যাচ্ছে সেই ছুটে জেসমিন কে কোলে নিয়ে জঙ্গল গভীর থেকে বের হয়ে যায়”””””
“”””এরিক দেখলো জেসমিন নিস্তব্ধ হয়ে পড়ে আছে”””””
“”””এরিক জেসমিন জেসমিন করে অনেক বার ডাকাডাকি করলো কিন্তু কোনো সাড়া নেয়”””””
“”” এরিক জেসমিনের পিটের ব্যাগ থেকে পানি নিয়ে তা মুখে মারলো তাও কোনো আওয়াজ নেয়”””””
“”””এরিকের চোখ মুখ লাল হয়ে গিয়েছে সত্যি সেই তার জেসমিন কে হারিয়ে ফেললো””””””!!!
“”””জেসমিন কে বুকে নিয়ে এরিক আহ করে চিৎকার দিয়ে কান্না করা শুরু করলো””””
“”””পাপা প্লীজ হেলপ মি এরিক চোখ বন্ধ করে মি. নিকে ডাকছে””””
“”””এরিক এরিক তোমার গলা এমন শোনাচ্ছে কেন মি. নিকের উত্তেজিত গলা””””
“””” পাপা জেসমিন ও চোখ খুলছে না প্লীজ পাপা আমাকে হেল্প করো এরিক কাদো কাদো গলায় বললো””””
“””””মি. নিক কিছুখন চুপ থেকে বললো তুমি কি ফুলটা নিয়ে নিয়েছো””””!!!!
“””ইয়ায় পাপা ফুলটা আমার কাছে আছে প্লীজ পাপা বলো ওর কিছু হলে আমি নিজেকে শেষ করে দিবো কোনো উপায় বলো আই নো তোমার কাছে উপায় এরিক বলে উঠলো”””””
“”””এরিক জ্যাসমেন (জেসমিন) কে তোমার শুধু একটা উপায়ে জ্ঞান আনতে পারবে তা হলো ঔ ফুল মি. নিক বলে উঠলো””””
“””” ফুল বাট পাপা ওটা তো গ্যান্ড পা জন্য এরিক বলে উঠলো””””
“””তোমার বিগ পার জন্য পুরো ফুল লাগবে না উনাকে অর্ধেক দিলেও উনার শক্তি ফিরত আসবে মি. নিক বলে উঠলো”””””
“”””এরিক তড়িঘড়ি করে আর দেরী না করে ফুলটার অর্ধেক ছিঁড়ে রস করে জেসমিনের মুখ হা করে ডেলে দেয়””””
“”””তারপর জেসমিন কে নিয়ে ছুটে সমুদ্রের অন্য প্রান্তে তার মহলে নিয়ে যায় যেখানে অন্য কোনো ভাম্পায়ার দের আসার অনুমতি নেয়””””
“”””সেই আস্তে করে জেসমিন কে খাটে শুয়ে দিল””””
“”””জেসমিন মৃদু মৃদু চোখ খুলে এরিক দিকে তাকিয়ে জোরে জোরে দম নিচ্ছে””””
“”” এরিক চট করে জেসমিনের মুখ হা করে তার ঠোঁট বসিয়ে দেয় যাতে করে জেসমিন দম নিতে কষ্ট না হয়”””””
“”””এরিক খেয়াল করলো জেসমিনের আস্তে আস্তে দম ঠিক হয়ে যাচ্ছে””””
“”” সেই উঠতে নিলে জেসমিন এরিকের গলা ধরে তাকে গভীর ভাবে চুমু খাওয়া শুরু করে””””
“””একটু পর জেসমিন এরিকে ছেড়ে দিলে এরিক খেয়াল করলো জেসমিন তার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে এই দৃষ্টিতে কিছু একটা আছে””””
“””এরিক নিজেকে সামলিয়ে উঠে চলে যেতে ধরলে জেসমিন এরিকে টান দিয়ে আবারও বিছানায় ফেলে এরিকের উপরে উঠে তার ঠোঁট গভীর ভাবে আকড়ে ধরে”””””
“”””এরিক না আর নিজেকে সামলাতে পারে না সেইও সমান তালে জেসমিনের সাথে তাল মিলানো শুরু করে””””
“”””জেসমিনের ঠোঁট ছেড়ে জেসমিনের গলায় নেমে আসে এরিক””””
“””””আস্তে আস্তে জেসমিনের টপসের বোতাম খুলতে থাকে এরিক জেসমিন চোখ বন্ধ করে এরিকের কাছে নিজেকে সর্পে দেই”””””
“””” সকাল বেলা একটা চাদরের মধ্যে এরিকে জড়িয়ে ধরে তার বুকে সাথে মিশে ঘুমিয়ে আছে জেসমিন”””””
“”””আর এরিক নিজের মন ভরে দেখছে জেসমিনকে আচ্ছা এরিক এতো কিছু পরে যদি জেসমিন কে ছেড়ে দেয় পারবে তো সহ্য করতে মেয়েটা”””””!!!!!!
‘”””জেসমিন আস্তে আস্তে চোখ খুলে এরিকের দিকে তাকায় লজ্জা তার মরে যেতে ইচ্ছে করছে””””
“”””কি পাগলামি টা না করলো সেই কাল রাতে কেন এমন করলো সেই নিজেও জানা নেয়”””””
“”””এরিক জেসমিনের মুখ লজ্জাই লাল হতে দেখে ওর কপালে চুমু খেয়ে ঠোঁট চুমু খেয়ে বললো”””””
“”””দেরী হয়ে যাচ্ছে জেসমিন শাওয়ার নিয়ে রেডি হয়ে নাও””””
“”””জেসমিন হুম করে মাথা নেড়ে পাশের আরো একটি চাদর নিয়ে মোড়ে বাথ রুমে চলে যায়”””””
“””একটুপর এরিক দেখলো একটা তোয়াল পেছিয়ে ভিজা চুলে বের হয়ে এসেছে জেসমিন এরিক অবাক হয়ে জেসমিন কে দেখছে”‘”””
“””””এরিক তুমিও উঠো শাওয়ার নিয়ে নাও এরিক রোবটের মত মাথা নেড়ে জেসমিনের দিকে এগিয়ে গেলো”””””
“”” এরিক বাথ রুম তো ঔ দিকে তুমি এই দিকে কেন আসছো জেসমিন বলে উঠলো”””””
“””””এরিক কোনো কথা না বলে মুচকি হাসতে হাসতে জেসমিন কে টান মেরে জেসমিনের গলায় তার মুখ গুজে দেয়”””””
“”””মি. এভরিকের সামনে দাঁড়িয়ে আছে মি. নিক আর এরিক”””””
“”””মি. এভরিক রাগে কাঁপতে কাঁপতে বললো””””
“”””আমি আমি তোমাকে বলেছি পুরো ফুল আনতে আর তোমরা আমাকে আধ খাওয়া ফুল এনে দিচ্ছো”””””
“””” আর ফুলের অর্ধেক আমাকে এনে দাও আমাকে এরিক মি. এভরিক বলে উঠলো””””
“”””মি. এভরিকের এমন ভিন্ন রুম এরিকে কখনো দেখেনি”””””
“”””তোমাকে তো আমি সেই কখন থেকে বলছি ফাদার ফুল অর্ধেক ঔ ডোবা তে সাপের সাথে এরিক লড়াই করতে গিয়ে পড়ে গেছে মি. নিক বলে উঠলো””””
“””এরিক চুপ করে দাঁড়িয়ে আছে””””
”””””কারন মি. নিক তাকে আগে না করেছে যে ঔ এশিয়ান মেয়েটা কে বাঁচানোর কথা গোপন রাখতো মি. এভরিকের কাছে”””””
“”””কেনো পড়বে ফুলটা”””!!!
“”””তোমার ফুলটা পুরা নিয়ে আসা উচিত ছিল আমি আজ ২ হাজার বছর এই ফুলের অপেক্ষা করছি আর তুমি আমাকে এই ফুল দিলে মি. এভরিক মুখ বিকৃত করে বলে উঠলো”””””
“”” ফাদার এই অর্ধেক ফুল খেলে তোমার শক্তি চলে আসবে তাহলে তুমি এতো উত্তেজিত কেন হচ্ছো মি. নিক বলে উঠলো”””””
“””” মি. এভরিক কিছু বলতে গিয়েও চুম মেরে গেলো””””
‘”””ঠিকই আছে তোমরা যাও এখন এখান থেকে মি. এভরিক গম্ভীর কন্ঠে বলে উঠলো”””””
“”””এরিক আর মি. নিক আস্তে করে রুম থেকে বের হয়ে যায়””””
“”””মি. এভরিক রাগে ফুঁসতে ফুঁসতে রুমের সব ছুড়ে ফেলে দিলো তার এতো বছরের আশা সব শেষ হয়ে গেল”””””
“”””মি. বেরানের সাথে তার যোগাযোগ করতে হবে কিন্তু কীভাবে উনি তো এখন এই শহরে নেয়”””””!!!!!
“””পাপা তুমি আমাকে গ্যান্ডপা কে কিছু বলতে না কেন করলে এরিক বলে উঠলো””””
“””” কারন তুমি মেয়েটিকে যে অর্ধেক ফুলের রস দিয়ছো তাতে ওর গায়ে ভ্যাম্পায়ার শক্তি বিদ্যমান কিন্তু তা ওর কাজে দিবে না”””””
“””‘কিন্তু অন্য ভ্যাম্পায়ার দের কাজে দিবে তারা শক্তি বেশি পাওয়ার জন্য ওকে মারার চেষ্টা করবে”””””
“”””আর ঔ ফুল পুরো টুকু খেলে তোমার বিগ পা অনেক শক্তিশালী হয়ে যেতো””””
“”””তাই সেই সব জানলে হয়তো জ্যাসমেন (জেসমিন) কে মারা চেষ্টা ও করতে পারে মি. নিক বলে উঠলো””””””
“””” কি যা তা বলছো পাপা বিগ পা কখনো এমন করবে না এরিক বলে উঠলো”””
“””” আমি জানি না সেটা করবে কি না তার মনে লোভ হতে কতখন তাই আমি নীরহ মেয়েটিকে বিপদে ফেলতে চাই না মি. নিক বলে উঠলো”””””
“””” আর এরিক আমার আরো একটা কথা তুমি মেয়েটা থেকে নিজেকে সরিয়ে ফেলো মেয়েটার বিপদ আর বড় করো না মি. নিক বলে উঠলো”””””
“”””এরিক চুপচাপ নিজের রুমে চলে গেল”””””
“”””জেসমিন নিজের রুমে মুচকি মুচকি হাসছে আর আয়নায় নিজের ঘাড়ে এরিকের দেওয়া লাভ বার্ইট দেখছে””””
“”””হঠাৎ জোসুয়ার ফোন আসলো জেসমিন অনেক চিন্তা ভাবনার পর ফোন ধরলো””””
“”””হেই জেস তুমি এখনি ক্লাব রেকসোন চলে এসো জোসুয়া উত্তেজিত কন্ঠে বলে উঠলো”””””
“”””কিন্তু এতো রাতে কেনো জোসুয়া জেসমিন জিজ্ঞেস করে উঠলো””””
“””” তুমি এসো আমি তোমাকে কিছু দেখাতে চাই প্লীজ কাম জোসুয়া বলে উঠলো””””
“”””জেসমিন জোসুয়ার ফোন রেখে এরিককে কল দিলো এরিক জানালো সেই তার বাসায় আছে এখন দেখা করতে পারবে না””””
“”””জেসমিনের কাছে এরিকের গলার আওয়াজ টা কেমন যেনো লাগলো””””
“”””সেই একটা লং কাডিয়ান পরে বের হয়ে গেল””””
“”””ক্লাব টির সামনে জোসুয়া তার কিছু আমেরিকান বন্ধুদের সাথে দাঁড়িয়ে ছিল জেসমিন কে দেখে ছুটে তার কাছে এসে বললো”””””
“”””তুমি কি জানো এরিক এখন কই আছে””””!!!
“””জোসুয়ার এমন আচমকা এরিকের কথা জিজ্ঞেস করাতে জেসমিন একটু ভয় বললো”””””
”””””ও তো বললো ঔ বাসায় আছে একটু কাজে আছে জেসমিন কাঁপা কাঁপা মৃদুস্বরে বলে উঠলো”””””
“”””ও রিয়েলি ও তোমাকে বলছে ও বাসায় জোসুয়া নাক মুখ কুচকে বলে উঠলো””””
“”””জেসমিন হ্যা বোধক মাথা দুলালো””””
“”””ওকে তাহলে আমার সাথে ভিতরে চলো জোসুয়া জেসমিন কে টেনে ক্লাবের ভিতরে নিয়ে গেল””””
“”””জেসমিন ক্লাবের ভিতরে ডুকে চুখু চড়কগাছ”””””
“””””ডেভিড ডানা চেলচি আরো অনেক আমেরিকান বন্ধু ডানার””””
“”””ওরা সবাই জেসমিনকে দেখে মুখ চেপে হাসছে ডেভিড বাদে””””
“””জোসুয়া তুমি আমাকে এখানে কেন আনলে জেসমিন জিজ্ঞেস করে উঠলো””””
“””জোসুয়া আগুলের ইশারায় জেসমিন কে ডান্স ফোলরে থাকাতে বললো””””
“””জেসমিন তাকানোর সাথে সাথে তার মনে হলে কেউ তাকে বৈদ্যুতিক শক দিলো সেই অদ্ভুত চাউনি তাকিয়ে আছে এরিকের দিকে”””””
“””””ভিয়ানা খুবই চোখ ধাধানো বিশ্রী একটা উগ্র ড্রেস পরে এসেছে””””
“””””তার কোমরে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে এরিক আর তার সাথে তারা একটি হলিউড গানে অশ্লীল ডান্স করছে””””
,”””””এরিককে দেখে মনে হচ্ছে সেই খুবই ইনজয় করছে একটু পর পর ভিয়ানা গলায় নিজের মুখ ডুবাচ্ছে”””
“””জেসমিন সেই খানে মুক্তি হয়ে দাঁড়িয়ে ছিল”””””
“”””ডানা জেসমিন কে আগুল দিয়ে এরিক আর ভিয়ানাকে দেখিয়ে ডেভিড কে নিয়ে ডান্স ফোলরে চলে গেলো সাথে তার বন্ধু রাও””””
“”””কিছুখন পর এরিক ভিয়ানাকে জড়িয়ে ধরে নামলো””””
“”””সেই জেসমিন কে দেখে মুচকি হেসে ভিয়ানা কে ছেড়ে দিয়ে বললো””””
“‘””হাই বিউটিফুল বলে জেসমিনে গালে চুমু খেলো””””
“””জোসুয়া নাক মুখ ফুলিয়ে অন্য দিকে চলে গেল””””
“”””জেসমিন অবাক হয়ে এরিকের দিকে তাকিয়ে আছে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না””””
“‘””এরিক জেসমিনের সামনে তুড়ি বাজিয়ে বললো তুমি এখানে হঠাৎ”””””!!!!
“””””তুমি তো বললো তুমি বাসায় তাহলে এখানে কি করছো এরিক খুবই শান্ত স্বরে বলে উঠলো জেসমিন””””
”””এরিক চট করে জেসমিনে ঠোঁটে চুমু খেয়ে বললো এমনে আসলাম ইচ্ছে হলো””””
“”””জেসমিন আর কথা বাড়ালো না এরিকের সাথে চুপচাপ দাঁড়িয়ে রয়লো””””
“”””জেসমিন একটুপর খেয়াল করলো ভিয়ানা চোখের ইশারায় এরিককে কিছু বলছে””””
“”””জেসমিন এরিকের দিকে তাকানোর সাথে সাথে এরিক বললো””””
“”””আমি একটু ওয়াজরুম থেকে আসছি তুমি জোসুয়া সাথে গল্প করো বলে সেই চলে গেল””””
“”””জেসমিন চুপ করে দম ধরে দাঁড়িয়ে রয়লো”‘””
“””””সেই মাথাটা একটু সরিয়ে উপরে তাকিয়ে দেখে এরিক ভিয়ানাকে কোলো নিয়ে হাসতে হাসতে একটা রুমে ডুকছে”‘”””
“””জেসমিন সেইদিকে যেতে ধরলে জোসুয়া তার হাত ধরে ফেলে””””
“””নো জেস তোমার আর কিছু দেখা দরকার নেয় তোমার এখন বাসায় ফিরা দরকার চলো আমি তোমাকে পৌঁছিয়ে দি জোসুয়া বলে উঠলো””””
“””জেসমিন জোসুয়ার হাত ছাড়িয়ে বললো””‘”
“””নো জোসুয়া আমি এটার শেষ দেখে যেতে চাই এটা বলে সেই ছুটে সিড়ি দিয়ে উপরে উঠে যায়”””””
“”””এরিক আর ভিয়ানা যে রুমে ডুকেছে জেসমিন ও সেই রুমে দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথে খুলে যায়”””””
“”””এরিক আর ভিয়ানা একটা বেডে চাদরের নিচে”””””
“”””জেসমিন যেনো নিজের জায়গা জমে গেছে তার হাত পা কাঁপছে গলা শুকিয়ে যেনো তার কাঠ হয়ে গিয়েছে আচ্ছা সেই ও কি তার মার কপাল পেয়েছে”””””
“”””হেয় ইউ তুমি এখানে কি করছো ভিয়ানার কথার জেসমিনের চিন্তার জগত থেকে টনক নড়লো””””””
“””ভিয়ানা নিজের শরীরে চাদর মোড়ে বেড থেকে নেমে এসে জেসমিন কে ধমকিয়ে বলে উঠলো””””
“”””সেই শুধু এরিকের দিকে তাকিয়ে আছে এরিক শুধু একটা জিন্স পড়া”””””
“”””এরিক চোখ চোখ ছোট ছোট করে অবাক হয়ে জেসমিনের দিকে তাকিয়ে আছে””””
“”””জেসমিন খুবই স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে তাদের দিকে না এতো নরমাল তো থাকার কথা ছিল না জেসমিনের””””!!!!
“””””এখানো হাড়ে মত মুখ করে কেন দাঁড়িয়ে আছো কারও রুমে ডুকতে হলো নক করতে হয় জানো না ভিয়ানা খেখিয়ে উঠলো””””
“””এরিকে আরো অবাক করে দিয়ে জেসমিন উত্তর দিলো””””
“”””আমি দুঃখিত আমি আমি আসলে বুঝতে পারি নি তোমরা খুবই চমৎকার সময় পার করছো আমি সত্যি দুঃখিত
খুবই ভিয়ানা””””
“”””সেই এরিকের দিকে একবার থাকিয়ে ছুটে বের হতে গেলে জোসুয়া সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে ধরলে জোসুয়া ধরে ফেলে”””””
“”””এসেছে গেছে তার আরেকটা প্রেমিক ভিয়ানা মুখ ভেংগচি কেটে বলে উঠলো””””
“”””এরিক চোখ মুখ লাল করে রোবটের মত দাঁড়িয়ে ছিল””””
“”””জেসমিন জোসুয়া দিকে তাকিয়ে কাঁপা কাঁপা মৃদুস্বরে বললো””””
“”””জো জোসুয়া আমাকে একটু বাসায় দিয়ে আসবে আমার কেমন যেনো লাগছে””””
“”””জোসুয়া এরিকের দিকে ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করে জেসমিন কে নিয়ে বের হয়ে গেল”‘”””
“”””জেসমিন কে ধরে গাড়ি কাছে নিয়ে নিলো জোসুয়া জেসমিন পুরো নিস্তব্ধ””””
“””আচ্ছা তার কেন কান্না পাচ্ছে না কান্না কেন তার গলায় ধলা পেকে যাচ্ছে কি এমন হতো এরিক তার সাথে এমন না করলে”””””!!!
“”””জেস জেস আমার দিকে তাকাও কি বলছি আমি””””
“”””জেসমিন জোসুয়ার কোনো কথা শুনছে না সেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে অন্য দিকে”””””
“””জোসুয়ার ধাক্কা তে জেসমিনের হুস আসে””””
“””” কি হচ্ছে টা কি জেস তুমি তাকাও আমার দিকে জোসুয়া বলে উঠলো”””
“”””জেসমিন জোসুয়ার মুখের দিকে তাকায়”””””
“”””জোসুয়া জেসমিনের গালে হাত দিয়ে বলে”'”””
“”””আমি আছি তোমার সাথে জেস কিছু তো বলো”””””
“””জেসমিন জোসুয়ার মুখের দিকে তাকিয়ে বললো আমি বাসায় যাবো জোসুয়া”””””
“”””জোসুয়া আর কথা না বাড়িয়ে গাড়িতে জেসমিনকে নিয়ে উঠে যায়””””
“””জানালা দিয়ে তাকিয়ে হাত মুঠো করে আছে এরিক তার চোখ মুখ শক্ত হয়ে আছে জেসমিন কে শুধু সেই ছুইতে পারবে আর কেউ না””””””
চলবে