হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-১৫,১৬

হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-১৫,১৬
লেখিকাঃফারু ইসলাম

“””মি. এভরিক বসে আছে একটি সম্পুর্ন অন্ধকার রুমে””””
“””তার সাথে একটু আগে মি. নিকের প্রচুর কথা কাটাকাটি হয়েছে কারন একটায় কীভাবে তার শক্তি হারালো”””””!!!
“””” উত্তর উনি শুধু ডাল ভাতে বুঝিয়ে দিলেন”””””
‘”””””কিন্তু সেই যে বিশ্বাস করে নি সেটা মি. এভরিক মি. নিকের চেহারা দেখে ভালোই বুঝেছে””””
“”””আজ থেকে আরো দু হাজার বছর আগে ভ্যাম্পায়ার দেশ রাজত্ব করতো””””!!!
“”””””রানী গোল্ডলিমা””””
“”” সুন্দরীদের মধ্যে তাকে প্রথম স্থানে রাখা হতো হাজারো পুরুষ কামোনা সেই ছিল”””””
“”””হাজারো ভ্যাম্পায়ার তাকে এক রাতের জন্য হলেও কাছে পাওয়া সপ্ন দেখতো”””””
“””তাদের মধ্যে মি. এভরিক ও ছিল””””
“”””রানী গোল্ডলিমা ছিল রাজা মেমোলাচের একমাত্র রাজকন্যা”””””
“””তিনি ছিল মানুষ খেকো অসীম ক্ষমতার অধিকারী এক হিংস্র ভ্যাম্পায়ার”‘””
“”””তিনি ছিলেন সব ভ্যাম্পায়ার থেকে ভয়ংকর সুন্দর সুদর্শন রুপের অধিকারী””””
“””” তারই কারনে রাজকন্যা গোল্ডলিমা এতো রুমবতী””””
“””””এতো রুপবতী হয়েও সেই বিয়ে বসতে নারাজ কারন একটায়”””””
“”””আজ থেকে দশ বছর থেকে নিজের রক্ত দিয়ে এমন একটি যব করছে সেই যার ফলস্বরূপ সেই পাবে অমর ও সবচাইতে শক্তিশালী হওয়ার ক্ষমতা তখন তাকে কেউ মারতে পারবে না”””””
“”””তাই সেই বিয়ে বসবে না””””
“”””এমনকি কোনো পুরুষের সাথে সহবাস করতে পারবে না তাহলে তার যবের সব শক্তি ঔ পুরুষের কাছে চলে যাবে”””””
“””মি. এভরিক কেমনে যেনো কথাটা জেনে যায়””””
“””সেই খুশিতে চিৎকার করে হাসে””””
“””””কারন রানী গোল্ডলিমার সাথে সহবাস করার ইচ্ছে তার অনেক আগে থেকে এখন তো আরো পাবে ফ্রীতে অমর হওয়ার শক্তি এই সুযোগ সেই হাত ছাড়া করবে না”””””
“”””কয়েকদিনপর রাজা মেমোলচ মারা যায় নেকরেদের আক্রমণে”””
“””তখন রাজকন্যা গোল্ডলিমা কে রানী ঘোষণা করা হয়”””””
“”””একদিন রানী গোল্ডলিমার যব শেষ করে স্নান করার সময় তার ঘরে ডুকে পড়ে মি. এভরিক””””””
“””””ঝাপিয়ে পড়ে সেই রানী গোল্ডলিমার উপরে”””””
“”””রানী গোল্ডলিমা যাতে চিৎকার করতে না পারে তার পরনো কাপড় নিয়ে তার মুখ আর হাত বেধে তাকে ছুড়ে ফেলেছিল নিচে””””
“”””অর্ধেক রাত পার হওয়ার পর গোল্ডলিমাকে ছাড়লো তার পৈশাচিক নিযার্তন থেকে মি. এভরিক””””
“””” মি. এভরিক রানী গোল্ডলিমার হাত মুখ খুলে দিয়ে কাপড় ছুড়ে মেরে বললো”””””
“””ধন্যবাদ তোমাকে তোমার অমর হওয়ার শক্তি আমাকে দেওয়ার জন্য”””””
“”””রানী গোল্ডলিমা চিৎকার করে বললে তুৃমি কি ভেবোছো তুমি এতো সহজে অমর হতে পারবে”””””!!!
“””মি এভরিক মুখ বিকৃত করে বললো জানি এতো সহজ নই””””
“””তুমি দশ বছর ধরে যব করছো এই দশ বছরে শুধু মাত্র একটা ফুল ফুটেছে ঔ উত্তরে জঙ্গলে গিয়ে ঔ ফুল আনতে হবে পাঁচটি বিষাক্ত সাপের মাঝখান দিয়ে যা আমার জন্য খুবই সোজা মুখে পৈশাচিক হাসি দিয়ে বলে উঠলো মি. এভরিক””””
“”””নো মি. এভরিক তুমি ঔ ফুল এতো সহজে পাবে না মুচকে হেসে বলে উঠলো রানী গোল্ডলিমা””””
“”””তুমি আমার যব শেষ হওয়ার একদিন আগে আমাকে কুবলে খেয়েছো””””
“”””যার ফলে তুমি যে দু হাজার বছর বাঁচবে তোমার মরার দুশত বছর আগে এই ফুল তুমি ছুতে পারবে এর আগে তা কলি সরূপ থাকবে”””””
“”””আমি তোমাকে অভিশপ্ত করছি তুমি তোমার মরন পর্যন্ত তোমার শক্তিহীন থাকবে””””
“”””যাতে করে তুমি এই ফুল কখন না ফেতে পারো””””
“”””””এটা বলে রানী গোল্ডলিমা চট করে দৌড়ে চুরি নিয়ে নিজের গলা কেটে দেয় যাতে করে তার অভিশাপ কাজে দেয়”””””
“”””দিয়েছিল কাজে মি. এভরিক তার সব শক্তি হারিয়েছে””””
“”” তিনি হন্য হয়ে ছুটে গেলেন অমর হওয়া একজন ভ্যাম্পায়ারের কাছে যার থেকে রানী গোল্ডলিমার সবকিছুর সন্ধান পেয়েছিলেন”””””
“””” তুমি কাজটা মোটেওও ভালে করো নি তোমাকে আমি বলে ছিলাম অপেক্ষা করতে তাহলে কেন তুমি এতে মূর্খ্যতার প্রমাণ দিলে ধমকিয়ে উঠলো ভ্যাম্পায়ার বেরিন””””””
“””” রানী গোল্ডলিমাকে আমি স্নান করতে দেখে আমার মাথায় কাজ করছিল না তাই আমি ভুলে কাজ টা করে ফেলেছি এখন উপায় ভয়াতুর চোখে মি. এভরিক বলে উঠলো””””””
“””” উপায় আছে কিন্তু খুবই বিপদজনক মি. বেরিন বলে উঠলো”””””
“”” যত বিপদজনক হোক আমি রাজি তুমি বলো মি. এভরিক বলে উঠলো”””””
“”””আচ্ছা মন দিয়ে শুনো”””
“”””তোমাকে দুহাজার বছর শেষ হওয়া পযন্ত অপেক্ষা করতে হবে কারন দুহাজার বছর শেষ হওয়ার দুশত বছর আগে তোমার বংশে জন্ম নিবে মানুষ খেকো ভ্যাম্পায়ার”””””
“””চমকে উঠলো মি. এভরিক মানুষ খেকো এরা তো খুবই হিংস্র হয় তারা তো শুধু এক বছরে একটা করে মানুষ খায় আর অন্য সময় পশুর রক্ত”””””
“”””যার চোখ হবে নীল অনেকটা রাজা মেনোমলাচের মতো হিংস্র শক্তি শালী ভ্যাম্পায়ার হবে সেই মি. বেরিন বলে উঠলো”””””
“”””সেই পারবে তোমাকে ও ফুল এনে দিতে তখন যদি ও ফুল তুমি পুরাপুরি না খাও তাহলে তুমি অমর হতে পারবে না””””
“””””আর অন্যান্য ভ্যাম্পায়ারদের মত তুমি দুই হাজার বছর পর মারা যাবে”””””
“””একটা অভিশাপের কারনে মি. এভরিক শক্তিহীন হয়ে পরে আছে'””””””
“””কতটা কষ্ট একটা ভ্যাম্পায়ার কে তার শক্তি বাদে থাকা হুহ সেটা আমি জানি মি. এভরিক রাগে কাঁপতে কাঁপতে নিজে নিজে বললো””””
“””””কীভাবে বলবে সেই এই সব তার ছেলে নিককে কখনও না””!!!
“”” নিক এই সত্যি জানতে পারলে কখনো তার কাজ সফল হতে দিবে না কারন এই ছেলে একদমি নীতিবান হয়েছে”””””
“”””” নিক তো দূরে থাক এরিকও ঔ ফুল আনবে না সেও হিংস্র হলে কি হয়েছে বাপের মত নীতিবান বলে ভেংগচি কাটলো মি. এভরিক”””””
“””””জেসমিন রীতিমত কাঁপছে সেই যে উঠে পালাবে তার শক্তি ও সেই পাচ্ছে না””””
“””””পালাতে চাও নো বেবি এই সব চিন্তা মটোও করবে না আমার কথা শেষ হলে তুমি এখান থেকে যেতে পারবে এর আগে না এরিক বলে উঠলো”””””
“”” য যদি যায় কি কি কর করবে তুমি আমাকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো জেসমিন তার চোখ মুখে ভয় চাপ কিন্তু বুকে সাহস নিয়ে তাও বললো”””””
“””””এরিক মুচকি হেসে চট করে দাঁড়িয়ে চিৎকার করে বললো””””
“””””এটা আমার এলাকা আমার রাজত্ব এখানে একটা পাতাও আমার ইশারায় চলে তাহলে তুমি আমার মত ছাড়া কেমনে যাবে””””””!!!!
“””” তার এলাকা মানে জেসমিন অবাক হয়ে তাকালে এরিকের দিকে””””
“”””এরিক জেসমিনের দিকে তাকিয়ে বললো তুমি এখন সমুদ্রের অন্য প্রান্তে যেখানে শুধু ভ্যাম্পায়ার দের রাজত্ব”””
“””জেসমিন তাকিয়ে দেখলে চারিদিকে অদ্ভুত চাঁদের আলোতে ছড়িয়ে গেছে পুরো জংগল””””
“””””জেসমিন দৌড়ে পালাতে গেলে হঠাৎ এরিক তার সামনে এসে পড়লো””””
“”””জেসমিন হচকিয়ে পড়ে যেতে ধরলে এরিক টান দিয়ে ওকে বুকে নিয়ে নেয়””””
“””জেসমিন কাঁপছে থরথর করে””””
“””প্লীজ আমাকে মেরো না আমি এতো তাড়াতাড়ি মরতে চায় না””””
“”””আমাকে আকাশের মত এতো ভয়ংকর করে মেরো না””””
“”””আস্তে কামড় দিও আমায় প্লীজ প্লীজ আমি এতো কষ্ট পেয়ে মরতে চায় না বলে ঝরঝর করে কেদে দিল জেসমিন এরিকের বুকে””””
“”””জেসমিন আমার কথা শুনো আগে আমাকে কিছু তো বলতে দাও শান্ত গলায় বলে উঠলো এরিক””””””!!!!!
“”””প্রথম বার হ্যা এই প্রথম বার এরিক তার নাম ধরেছে তাও পুরো নাম যেটা বাবা ছাড়া কেউ বলে না”””
“”””জেসমিন মাথা তুলে এরিকের দিকে তাকালো””””
“””খুবই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে এরিক সেই সমুদ্রের মত সুন্দর শান্ত দুটি নীল চোখ চোখ ধাধানো সুন্দর চেহেরা””””
“”””আমি তোমাকে কিছু করতে পারবো না জেসমিন”””
“”””আমি তোমার প্রতি অনুভূতি আলাদা””””
“‘”‘তোমাকে দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না
“””””তোমার রক্ত নাকি তোমার নিস্পাপ চাউনি আমাকে তোমার দিকে টানে তাও আমি জানি না চেষ্টা করছি আমি অনেক বার””””
“”””তোমার থেকে নিজেকে দূরে রাখতে কিন্তু সফল হয়ে উঠলাম না এতো টুকু বলে এরিক থামলো””””
“”””জেসমিন অবাক হয়ে তাকিয়ে আছে এরিকের দিকে”””””
“”””আমি মানুষ না আমি ভ্যাম্পায়ার তাও কোনো নরমাল ভ্যাম্পায়ার না আমাদের সব ভাম্পায়ার থেকে শক্তি শালী এবং হিংস্র আমি””””
“””জেসমিনের চোখ বিশাল বড় বড় করে তাকিয়ে আছে এরিকের দিকে তার চোখের পলক পড়চ্ছে না”””””
“”””আমাদের মধ্যে দুহাজার বছর পর মানুষ খেকো ভ্যাম্পায়ারে জন্ম হয় আর সেই আমি”””””
“””””আমি সবকিছুর জানার বুঝার পরো ও আমার তোমার প্রতি অনুভূতি কমাতে পারি নি এরিক মৃদুস্বরে বলে উঠলো”””””
“””””জেসমিন কান্না করছে তার চোখের পানিতে তার গলা ভিজে যাচ্ছে””””
“””””আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে আমি কিছু জানি না কিন্তু তোমাকে কাছে ফেলে আমি ভিতরে তোলপাড় হয়ে যায় এটা কেমন অনুভূতি বলে আমায় এরিক বলে উঠলো”””””!!!!!
“”””জেসমিন তার চোখ বন্ধ করে কাঁপা কাঁপা মৃদুস্বরে বললো””””
“””আমি জানি না আমি কিছু জানি না তার ঠোঁট কাঁপছে জেসমিন আরে একটু সরে যেতে ধরলে””””
“””এরিক জেসমিনের শাড়ির ভিতরে হাত দিয়ে তাকে আরো শরীরে সাথে মিশে নিলো””””
“””” আমি জানি তুমি সব জানো সব না হলে কখনো বলতে না যে মানুষ টির হার্টবিট করে না তার জন্য তোমার হার্ট এতো জরে বিট করছে”””
“”””এরিকের কথায় জেসমিন চট করে তার চোখ খুলে অবাক হয়ে এরিকের দিকে তাকালো”””””
“””আমি তোমার মনের সব কথা শুনতে পাই যতখন তোমার আশে পাশে থাকি””””””
“”””তার মানে তুমি তখন জেসমিনের মুখ এক হাত হা হয়ে গেলো””””!!
“”””হ্যা আমি তোমার রুমে ছিলাম লাইট বন্ধ ছিল তাই তুমি দেখতে পাও নি আমাকে এরিক মুচকে হেসে বলে উঠলো”””””
“””” ছিঃ বলে এরিক কে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো”‘””
“”””হুু একটা শক্তিশালী ভাম্পায়ারে সাথে তুমি পারবে বলে তোমার মনে হচ্ছে এরিক দুষ্ট হেসে বলে উঠলো””””
“””তুমি খুবই খারাপ ভ্যাম্পায়ার একটা মেয়ে কে তার বেড রুমে দেখতে যাও ছিঃ করে ঠোঁট চোখা করে রাগ দেখালো জেসমিন”””””
“”””এরিক হো হো করে হেঁসে বলে উঠলো ইউ তোমার লিপ আমাকে তোমার দিকে ভয়ংকর ভাবে টানে”””””
‘”””””জেসমিন সাথে সাথে নিজের ঠোঁট নরমাল করে নিচের দিকে তাকিয়ে গেলো”””””
“”””তুমি তুমি আকাশের এই অবস্থা কেন করলে জেসমিন নিচের দিকে তাকিয়ে বলে উঠলো””””
“””””ও তোমাকে ছোঁয়ার চেষ্টা করেছে যে তোমাকে নোংরা ভাবে ছুঁবে সেইখানে তার মৃত্যু হবে কোনো মাফ নেয় এরিক তার চোখ শক্ত করে বলে উঠলো”””””
“””””জেসমিন অবাক হয়ে তাকিয়ে আছে এরিকের দিকে এতো সুন্দর একটা ব্যক্তি তার মতো সাধারণ মেয়ে কে এতো ভালোবাসে”””””
“”””জেসমিন তার শাড়ির আঁচল তুলে এরিকের মুখে রক্ত মুচে দিতে দিতে বললো””””
“””তাই বুঝে ওকে মেরে ফেলবে””””!!!!
“”””হুম মেরো ফেলবো সেই যে হোক না কেনো এরিক সাথে সাথে উত্তর দিলো””””
,””””জেসমিনের চোখ থেকে টপটপ করে পানি পড়ছে”””””
“””” হুসসসস কোনো চোখের পানি না আমি থাকতে কোনো চোখের পানি পড়বে না তোমার এরিক জেসমিনের চোখের পানি মুছে দিতে দিতে বললো”””””
“”””এরিক আস্তে করে জেসমিন কে টেনে উপরে উঠিয়ে তার বরাবর করে তার ঠোঁটে ঠোঁট বসালো জেসমিন সাথে সাথে এরিককে খামচে ধরলো”””””
“””””অনেকখন পর এরিক জেসমিন কে ছাড়লো””””
“”””জেসমিন চোখ বন্ধ করে কাঁপছে তার ঠোঁট হাত পা সবই কাঁপছে বুক ধড়পড় এমন ভাবে করছে যেনো ঠেলে বের হয়ে আসবে””””””
”””””জেসমিনের ঠোঁট আরো একটা আলতো চুমু খেয়ে এরিক খুবই শীতল কন্ঠে জেসমিন কে ডাকলো””””
“”””জেসমিন চোখ খুলো তাকাও আমার দিকে আমার কথা আছে তোমার সাথে”””””
“‘”””আমি হিংস্র ভ্যাম্পায়ার জেনেও কি তুমি আমার সাথে থাকতে চাও এরিক খুবই কোমল স্বরে বলে উঠলো””””
“”””জেসমিন চোখ বন্ধ করে চট করে এরিকের বুকে ঝাপিয়ে পড়লো”””
“””””এরিক মুচকি হেঁসে আরো জোরে জেসমিনকে জড়িয়ে ধরলো সেই তার উত্তর পেয়ে গেছে””””””
চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here