হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-১৩,১৪
লেখিকাঃফারু ইসলাম
“”””””রাতের দুইটা হঠাৎ জেসমিনের চোখের ঘুম উড়ে গেলো””
“””””তার মনে হচ্ছে কেউ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে”””””
“””সেই ভালে মত রুম টাতে চোখ বুলালো না কেউ তো নেই কিন্তু তখন ঘুমের মধ্যে এমন কেন লাগলো”””””
“”””সেই উঠে এক কাপ কফি বানিয়ে আস্তে আস্তে বারান্দায় গিয়ে দাঁড়ালো””””””
“””দোতালা বাড়ি উপরে তালার রাস্তার পাশে জেসমিনের রুম””””
“”””জেসমিন বাইরে তাকিয়ে আছে হু হু করে ঠান্ডা বাতাস বয়ে আসছে বারান্দায়””””
“”””সেই দেখলো তার বিশাল বড় বারান্দায় এক কোনো একটা কালো ছায়া দাড়িয়ে আছো””””
“””””খুবই লম্বা একটি ছায়া জেসমিন ভালো করে তাকিয়ে
অস্পষ্ট মৃদুস্বরে বললো”””””
“””এরিক”””!!!
“”””চট করে কালো ছায়াটা সরে গেল কোনো দিকে যেনো””””
“”””জেসমিন বার বার ডানে বামে তাকিয়ে দেখলো না কালো ছায়াটা আর নেই গেলো কই মাত্র তো ছিলো”””!!!!
“”””কিন্তু আমি সিউর ওটা এরিক ছিল ও এখানে এতো রাতে কি করছে”””””!!!
“””””হুম সেই কালকে তার সব উত্তর এরিকের থেকে নিবে”””””
“””” সিট,সিট কেন এমন হচ্ছে আমার সাথে নো….নো করে জঙ্গল এসে গলা ফাটিয়ে চিৎকার করছে এরিক”””””
“””” কখনো তার সাথে এমন হয় নি সেই আজ ১৮০ বছর থেকে মেয়েদের নেশায় আছে কিন্তু আজ এতো চমৎকার সেক্সি একটা মেয়ে কে ফেলে ছুটে চলে গেছে””””
“””তাও কার জন্য””
“”””জেসমিন””””!!!!
“”””কেন কেন বার বার ঔ মেয়ের চেহেরাটা তার চোখের সামনে আসে কেন তাকে বার বার দেখতে ইচ্ছে করে”””””
“”””নো বলে উচ্চ কন্ঠে একটা চিৎকার দিয়ে ছুটে সমুদ্রের পাড়ে চলে গেল এরিক””””””
“”””ডানা তুমি যদি আর কখনো রাত করে ঘরে ফিরো আমার থেকে খারাপ কেউ হবে না রফিক সাহেব ধমকিয়ে বলে উঠলো”””””
“”””ওকে বাবা কাঁধ ঝাকিয়ে কফি হাতে হুরমুর করে বের হয়ে গেলো ডানা”””””
“””””এই মেয়ে কখনো ভালো হবে না আর হবে বা কেমনে তোমার মেয়ে বলে কথা বিলকিস আরা কে ইংগিত করে বলে উঠলো রফিক সাহেব”””
“”””সাপের লেজে পা দেওয়ার মত ফোঁস করে উঠে বিলকিস আরা দাঁত কটমট করে কিছু বলতে গিয়ে পারে নি””””””
“”””কারন তার আগে গটগট করে রফিক সাহেব বের হয়ে গেল””””””
“””” বিলকিস আরা তাকিয়ে দেখলো একটা গোল্ডেন শাড়ি পরে চমৎকার করে সেজে বের হচ্ছে জেসমিন””””
“””” উনি মুখ বিকৃত করে ভেংচি কেটে বললো”””
“””তোকে তোর বাবা চাঁদে নিয়ে গেলেও গ্রামের মেয়ে গ্রামে মেয়ে থাকবি ছিঃ কেমন জঘন্য দেখাচ্ছে তোকে”””
“”””এই দেশে ও শাড়ি হুহ বলে উনি উঠে চলে গেলেন তিনি””””
“””জেসমিন মুচকি হেঁসে বের হয়ে গেলো””””
“”” খুবই সুন্দর করে আজ তাদের ভার্সিটি সাজিয়েছে আজ তাদের সব বাংলাদেশি একত্রিত অনুষ্ঠান আজকের দিনে সব বাংলাদেশি ছাত্র ছাত্রী একসাথে হয়”””””
“””আমেরিকান রা তাদের মত করে অর্ধ নগ্ন ড্রেস পরে এসেছে তাদের সাথে তাল মিলিয়ে ডানাও”””””
“”” তার বাক্য মতে সেই তো আমেরিকানি ভুলক্রমে সেই বাংলাদেশে জন্ম নিয়েছে কিন্তু এখন আর আপসোস নেই তার কারন সেই তার জায়গায় পৌছে গেছে”””””
“””এরিক,ডেভিড, ডানা, জোসুয়া, রোভার, ভিয়ানা, চেলচি আরো অনেক আমেরিকান ছেলে সহ মোট ১৬ জনের মত”””””
“””প্রিয়াঙ্কা আর ফিন নেই কারন সেই তার ভাইয়ের সাথে অন্য দেশে গেছে হঠাৎ ফিন অসুস্থ হয়ে গেছে নাকি কিন্তু ফিনের অসুস্থার কথা এরিকের আজানা””””
“”””এরিক ফিনের ঘাড় ধরে ঔ রাতে সজোরে ছুড়ে ফেলে ছিলো যার কারনে সেই সাংঘাতিক বেথা পেয়েছে তার ঘাড়ে””””
“”””‘কারন এরিক খুবই হিংস্র আর তাদের মধ্যে সবচাইতে শক্তি শালী তার এইভাবে ধরাতে একটা ভ্যাম্পায়ার মরতেও পারে””””””
“””””সবাই যখন দাঁড়িয়ে বিভিন্ন গল্পে মসকুল তখন গেট দিয়ে ডুকলো তিনটি এশিয়ান মেয়ে”””””
“”””ও মাই গড এক গাল হা করে তাকিয়ে আছে ডেভিড জেসমিনের দিকে”””””
“”” তার মুখের হা দেখে তাকে অনুসরণ করে সবাই তাকালো গেটের দিকে”””””
“””লিজা,হিমা কথা বলতে বলতে ডুকছিলো তারা পিছনে তাকিয়ে দেখে জেসমিন দাঁড়িয়ে কি যেন করছে”””””
“””তারা সরতে দেখা গেল জেসমিন ওর শাড়ির কুচি ঠিক করতে করতে ভিতরে ডুকছে”””””
“””ও মাই গড জেস বলে মৃদুস্বরে চিৎকার দিয়ে উঠলো জোসুয়া””””
“”””এরিকের যেন মুখের ভাষা হারিয়ে ফেললো সেই মুগ্ধবিষ্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে জেসমিনের দিকে”””””
“””জেসমিন আজ একটি লাল ফুল হাতা ব্লাউজের সাথে গোল্ডেন উপরে লাল পাড়ে খুবই চমৎকার একটি শাড়ি পরেছে, সুন্দর করে চোখ সাজিয়েছে, ঠোঁট লাল গাঢ় লিপস্টিক দিয়েছে, সুন্দর করে চুল খোপা করে তাতে তাজা তিনটি লাল গোলাপ দিয়েছে”””””
“”””রাণী গোল্ডলিমা বিড়বিড় করে বলে উঠলো এরিক””””
“””লিজা একটি পুরো সাদা শাড়ি পরেছে সুন্দর করে সজ্জা আর তার চুল ছেড়ে দিয়েছে তেমনি হিমা করেছে কিন্তু সেই খুবই চোখ ধাধানো মেকআপ দিয়েছে””””””
“”””আজ কিন্তু আমাকে তুমি পুরো শেষ করে দিলে জোসুয়া জেসমিনের কাছে এসে বললো””””
“””হুম তাহলে শেষ হয়ে যাও তোমাকে কে না করলো হেঁসে উঠে বলে উঠলো জেসমিন””””
“””হেই লিজা আজ কিন্তু তোমাকে একটা কথা না বলে আমি থাকতে পারবো না লিজা ভয়াতুর হয়ে জেসমিনের দিকে তাকালো”””””
“””জেসমিনের মুখ দুষ্ট হাসি সবাইকে অবাক করে দিয়ে জোসুয়া সবাই সমানে হাঁটু খেড়ে বসে গেলো তার হাতে একটি সবুজ পান্না পাথরের খুবই চমৎকার একটি রিং”””””
“”””সেই হাটু গেড়ে লিজা সামনে বসে বললো””””
“””””আমি জানি না আজ যেভাবে নিজের অধিকার ভেবে দেখতে পারছি তোমাকে কালকে পারবো কি না”””
“”””ভয় একটাই যদি দেরী হয়ে যায় তোমাকে পেতে যদি অন্য কেউ কে এই অধিকার দিয়ে দাও তাই আজই বলতে চাই তুমি কি আমার জীবন সঙ্গী হবে লিজা”””””!!!!!!
“”””জোসুয়ার এমন হঠাৎ প্রপোজ নামক আক্রমনে লিজা যেন খুশিতে দম বন্ধ হয়ে গেলো সেই মুখ লাড়াচ্ছে কিন্তু কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছে না”””””
“””ডানা আর তাদের গ্রুপের সবাই যেন চোখ বের হয়ে যাচ্ছে এরিক বাদে সবাই মাথায় যেন বৃষ্টি বাদে যেনো বজ্রপাত পড়লো”””””
“”””ডেভিড পুরোই শক তার ভাই তাকে না বলে এই কাজ””””!!!
“””ডানার রাগে শরীর কাপছে এক তো জেসমিনের দিকে হা করে তাকিয়ে থাকে ডেভিড””””
“”””সেই তো কাল আরো ডেভিড কে বুঝিয়েছে জেসমিন আর জোসুয়া পছন্দ করে দুজন দুজন কে আর এখন কি হলো এটা”””””!!!!!
“”””সবাই বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে লিজা জোসুয়া কে হ্যা বলে দিয়ে তার বুকে গিয়ে পড়লো””””
“””””জোসুয়া লিজার পিটে হাত দিয়ে শুধু একবার জেসমিনের দিকে আঁড়চোখে তাকালো””””””
“”””জেসমিনের মুখে প্রশান্তির হাসি””””
“”””এই তো এই হাসির জন্য তো জোসুয়া আজ লিজা কে প্রপোজ করেছে সেই তার জেসের জন্য সব করতে পারে সব”””””
“””” লিজা সারাটা সময় জোসুয়া সাথে আটার মত লেগে থাকে”””””
“”””জেসমিন একা একা ঘুরে বেড়াচ্ছে অনুষ্ঠানে”””””
“””ডেভিড কে একদমই একা ছাড়চ্ছে না ডানা””””
“”””হঠাৎ চট করে কে ছুটে এসে একটা ফাকা রুমে নিয়ে গেলো জেসমিনকে'””””
“””জেসমিন চিৎকার করতে গেলে এরিক জেসমিনের মুখ চেপে ধরে বললো হুসসসসস কোনো শব্দ না”””””
“””জেসমিন হা করে তাকিয়ে আছে এরিকের দিকে কি যে সুন্দর লাগছে তাকে””””
“”””তু তুমি জেসমিন তোতলিয়ে বলে উঠলো”””””
“”” হুম আমি,বলে জেসমিন কে টান মেরে নিজের বুকের সাথে চেপে নিলে এরিক”””””
“””””জেসমিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে এরিকের দিকে একটুপর জেসমিন খেয়াল করলো এরিকের হাত তার ব্লাউজে”””””
“””এরিক কি করছো টা কি ছাড়ো আমাকে জেসমিন ছুটাছুটি করা শুরু করলো””””
“””””ছাড়ো আমাকে আমি সবাইকে ডাকবে জেসমিনের চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে”””””
“”””এরিক চট করে নিজের ঠোঁট জেসমিনের ঠোঁটে বসিয়ে দিলো অনেকখন পর জেসমিন বুঝলো এরিক তার ব্লাউজের হুক লাগাচ্ছে””””
“”””জেসমিন চোখ বন্ধ কিন্তু তার চোখের পানি থামছে না”””””
“”””এরিক জেসমিনের ঠোঁট ছেড়ে তার কানে চুমু খেয়ে তাকে ফিসফিস করে বললো তোমার প্রতিটা ড্রেস ঠিক করার কি দায়িত্ব আমাকে দিয়েছো নাকি””””””!!!
“”””হঠাৎ এরিক জেসমিনের চোখের পানি চুষে নিলো তার চোখের পাতায় চুমু গেলো””””
“”””জেসমিন যেনো সেখানে পাথর হয়ে গেলো'”””””
“””এরিকের শরীর আর সহ্য হচ্ছে না এই মেয়ে রক্ত তাকে ভালো থাকতে দেয় না””””
“””””এরিক জেসমিনের মুখ ছেড়ে তার গলায় নাক ডুবালে জেসমিন শক্ত করে এরিকের শার্ট খামছে ধরে আছে””””””
“”””সেই আস্তে করে গলায় কামড় বসাতে গিয়ে গভীর একটা চুমু খেয়ে জেসমিন কে মৃদুধাক্কা দিয়ে ফেলে ছুটে চলে গেলো”””””
“”””জেসমিন সেইখানে থরথর করে কাপতে থাকলো””””
“”””এরিক ছুটে জঙ্গলে চলে গিয়ে নিজের চুল মুঠো ধরে নিচে বসে পড়লো তার একটা কথা মাথায় আসছেনা”””””
“”””সেই যেগুলো জেসমিনের সাথে করছে তা কি তার প্ল্যানের অংশ নাকি জেসমিনের প্রতি এটা অন্য অনুভূতি”””””!!!
“””জোসমিন এখানো পাথরের মত সেখানে দাঁড়িয়ে আছে তার যেনো পা চলছে না””””
“”””জেস জেস বলে দরজা খুলে জোসুয়া দৌড়ে আসলে জেসমিনের দিকে এখনো থরথর করে কাপছে জেসমিন””””
“””জেস আমি তোমাকে কত খন থেকে কত রুমে খুজলাম তুমি এখানে কি করছো জোসুয়া উত্তেজিত কন্ঠে বলে উঠলো””””!!!
“”””জেসমিন শূন্য দৃষ্টিতে রুমের দেয়ালের দিকে তাকিয়ে আছে”””””
“””জেস আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি জোসুয়ার মৃদু ধাক্কা তে জেসমিন তার গন্তব্য ফিরে এলো””””
“”””জোসুয়া তু তুমি কিছু বলছিলে জেসমিন বলে উঠলো”””””!!!
“”””হেই জেস তুমি কোথায় হারালো কতখন থেকে তোমাকে ডাকছি আমি জোসুয়া বললো”””””!!!!
“”””না তেমন কিছু না বলো কি বলবে জেসমিন জোসুয়া দিকে তাকিয়ে বললো””””!!!!
“”””কি বলবো মানে চলো আমার সাথে বাইরে জোসুয়া বলে উঠলো””””
“””ওকে ওকে চলো জেসমিন কে সাথে করে বের হলে জোসুয়া”””
“””তুমি কি আমাকে ইগনোর করছো জোসুয়া সামনে দিকে তাকিয়ে বলে উঠলো””””
“””কই কই না তো আমি আমি কেন তোমাকে ইগনোর করবো কাঁপা কাঁপা স্বরে বলে উঠলো জেসমিন নিচের দিকে তাকিয়ে””””
“””আমার কেন জেনো মনে হচ্ছে আজ খুবই ইগনোর করছো তুমি আমাকে মন খারাপ কন্ঠে বলে উঠলো জোসুয়া””””
“””এইরম মঠোও না জোসুয়া তুমি আমার ভীষণ ভালো একটা বন্ধু তোমাকে ইগনোর করার চেষ্টা আমি চাইলেও করতে পারবো না জেসমিন জোসুয়া দিকে তাকিয়ে বললো””””
“””সেটা যেনো সত্যি হয় জেস জোসুয়া বললো”””
“””ও হো জোসুয়া তোমার আর লিজার ডেট শেষ এটা বলে চোখ টিপ মেরে খিটকিটিয়ে হেসে উঠলো জেসমিন””””
“””জোসুয়া মুগ্ধ হয়ে দেখছে সেই হাসি””””
“”””কই লিজা কে তো তার কাছে এতে মোহনীয় লাগে না জেস কে কেন লাগে””””!!!!
“”””এই এইভাবে কি দেখছো আমাকে জেসমিন জোসুয়ার মুখের সামনে আঙুলের তুরি বাজিয়ে বলে উঠলো”””””!!
“””দেখার মানুষ কে তো দেখবোই জোসুয়া মুখ ফুসকে বলে উঠলো”””””
“”””হেই জোসুয়া তোমার এই সব জাদু আমার উপর কাজ হবে না কিন্তু তুমি এখন আমার বেষ্ট বন্ধুর প্রেমিক লাগো জেসমিন মিষ্টি করে হেসে বলে উঠলো”””””
“””জোসুয়া হো হো করে হেসে উঠলো””””
“”””প্লীজ ডেনা আমাকে আর মিথ্যা বলে না তুমি আলরেডি আমাকে অনেক বোকা বানিয়েছো উত্তেজিত কন্ঠে ডেভিড বলে উঠলো””””
“””বিশ্বাস করো আমাকে ডেভিড আমি জানতাম ওরা দুজন দুজনকে পছন্দ করে ডানা বলে উঠলো”””””
“””হুম দেখলাম তো পছন্দের নমুনা ও যদি জেসকে পছন্দ করতো পুরা ভার্সিটি সামনে লিজা কে জীবনসঙ্গী বানানোর প্রস্তাব দিতো না ডেভিড নাক মুখ কুঁচকে বলে উঠলো””””
“””বাট ডেভিড….ডানা বলে উঠলো”””
“””নো ডেনা আর কোনো কথা না সামনে আমাকে না জেনে মিথ্যা বলবে না আমি তা পছন্দ করিনা এটা বলে ডেভিড উঠে ডানা সামনে থেকে চলে এলো””””
“”””সব দোষ তোর জেস তুই কেন আমার সাথে এই দেশে আসলি জীবনে প্রথম কেউকে এতো ভালেবাসলাম আর সেই আমার ছোট বোন কে পছন্দ করলো আমি তোকে ঘৃণা করি জেস ঘৃণা মুখে হাত দিয়ে চিল্লিয়ে ডানা বলে উঠলো”””””
“””জোসুয়া তুমি এখানে””””!!!
“”””হিমা আর লিজা আসলো জোসুয়া আর জেসমিনের দিকে এগিয়ে”””””
“”””হুম কেন কি হয়েছে জোসুয়া জিজ্ঞেস করে উঠলো লিজাকে””””!!!
“””আমার খালাতো বোন এখানে আছে আমি ওর সাথে তোমাকে মিট করাতে চায় লিজা বলে উঠলো”””
“”” কিন্তু আমার জেসের সাথে কাজ আছে জোসুয়া বলে উঠলো'””””
“””পরে বলে ও এখন হিমা সাথে থাকুক এটা বলে সেই টেনে জোসুয়া কে নিয়ে গেলো”””””
“”””জেসমিন হেসে উঠে হিমা সাথে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেদিকে এগিয়ে গেলো”””””
“”””জেসমিন এই দিক সেইদিক এরিক কে খুঁজছে কিন্তু কোথাও সেই নেয় তার যে এরিক কে দরকার অনেক উত্তর পাওয়া বাকী তখনি””””
“”””কিছুখন পর””””
“””এই জেস আজ কিন্তু তোমাকে চোখে চোখে রাখা উচিত খুবই চমৎকার লাগছে তোমাকে ডেভিড বলে উঠলো”””””
“””ধন ধন্যবাদ তোমাকে ডেভিড তোতলাতে তোতলাতে জেসমিন বললো”””””
“”””জেস তুমি এতো কাপছো কেনো তুমি জোসুয়া অবাক হয়ে বলে উঠলো””””!!!!
“”””কই কই আমি আমি বাসায় যাবো জেসমিন জোসুয়া কে বলে উঠলো””””
“””কেনো তোমাদের অনুষ্ঠান তো এখনো চলছে জোসুয়া বলে উঠলো”””””
“”””কিন্তু আমার ভালো লাগছে না থাকতে জেসমিন বলে উঠলো তার চোখ মুখে ভয়”””””
“”””আমি জানি জেসমিন কেন বাসায় যাওয়ার জন্য এমন করছে হিমা বলে উঠলো”””””
“””” সবাই অবাক হয়ে হিমার দিকে তাকালো””””
“””এখানে ভারতের কয়েকটা উগ্র ছেলে আছে””””
“”””তাদের মধ্যে একজন জেসমিন কে নোংরা ভাষায় কথা বলছ আর বার বার ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল হিমা বলে উঠলো”””””
“””””হোয়াট কোন ছেলে আমাদের এখনি দেখাও ডেভিড আর জোসুয়া উত্তজিত কন্ঠে বলে উঠলো'””””
“””প্লীজ নো তোমাদের কে আমি হাত জোর করছি কিছু করো না আমার কথা রাখো জেসমিন বলে উঠলো””””
“””বাট জেস তুমি এটা কীভাবে বলছো ও ছেলে তোমাকে নোংরা ভাবে ছোঁয়ার চেষ্টা করছিল আর তুমি কি যা তা বলছো জোসুয়া বলে উঠলো'”””
“”” আমি চাইনা আমার জন্য কোনো ঝামেলা হোক প্লীজ নো””””
“””ওকে তোমার যা ইচ্ছা বলে রাগে কটমট করে জোসুয়া চলে গেল লিজা তার পিছনে দৌড়ে গেলো”””””
“”””জোসুয়া প্লীজ আমার কথা শুনো জো…..জেসমিনের কথা না শুনে জোসুয়া চলে গেলো””””
“”””জেসমিন সামনে তাকিয়ে দেখে ডেভিড ও রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলো জেসমিন মূর্তি হয়ে সেখানে দাঁড়িয়ে রইলো”””””
“”””জেসমিন কতখন পর দেখলো এরিক ঔ ছেলের সাথে হাসতে হাসতে তার গাড়ি তে উঠছে””””
“””এরিক এরিক কই যাচ্ছো তুমি তোমার সাথে আমার কথা আছে এরিক”””””!!!!
“””””জেসমিনের কাছে লিজার গাড়ির চাবি ছিল সেই সেটা নিয়ে ছুটে ওদের পিছনে গেল তার সব কথার উত্তর চাই আজ””””””
“”””হেই আল্লাহ এটা তো সেই জঙ্গল”””””!!!
“””””জেসমিন দেখলো এরিকের গাড়ি সেখানে জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছে””””
,””””আহহহহহহহহ বলে কে চিৎকার করে উঠলো”””””
“”””জেসমিন আস্তে আস্তে তার শাড়ি ধরে বের হয়ে জঙ্গল দিকে ছুটে গেলো””””””
“”””এটা কি দেখছে সেই কি হিংস্র জানেয়ারে মত লাগছে এরিকে”””””
“”””নীল নীল সমুদ্রের মত সুন্দর চোখ গুলো রক্ত লাল হয়ে আছে চোয়ালে বড় বড় দাঁত দিয়ে সেই আকাশের ঘাড় কামড়ে রক্ত সব চুষে নিচ্ছে”””””
“””””মা বলে চিৎকার দিয়ে জেসমিন সেখানে জ্ঞান হারালো””””
“””জেসমিনের আস্তে আস্তে চেতনা আসছে তার মনে হচ্ছে কেউ তার কপালে গভীর ভাবে চুমু খাচ্ছে””””
“””তার যখন জ্ঞান আসলো মৃদু মৃদু চোখে চারিদিকে তাকালে অন্ধকার আর অন্ধকার”””””
“””সেই তার কপালে হাত দিয়ে দেখলো রক্ত লেগে আছে””””
“”””সেই খেয়াল করলো সেই একটি গাছের সাথে হেলান দিয়ে বসে আছে”””””
‘””””আর তার সামনে বরাবর গাছে হেলান দিয়ে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে এরিক”””””
“”””তার ঠোঁটের আশে পাশে রক্ত লেখে আছে””””
“””এরিক জেসমিনের দিকে তাকিয়ে মুচকি হেঁসে বললো হ্যালো বিউটিফুল””””
চলবে