হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-৯,১০

হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-৯,১০
লেখিকাঃফারু ইসলাম

“””””জেসমিন জোসুয়া আর লিজা সাথে মাঠে এসে দেখে এরিক সানগ্লাস চোখে ডানা আর তার দলবলের সাথে দাঁড়িয়ে কথা বলছে”””””
“”””এরিক তার গাড়িতে হেলান দিয়ে সবাই কথা শুনছে জেসমিন কে দেখে সেই চট করে সান গ্লাস খুলে ফেলে””””
“””জেস লিজা তোমরা কি কফি খাবে জোসুয়া বলে উঠলো”””!!
“””””নো জোসুয়া ঐ দিন ক্লোড কফি খেয়ে আমার একদমি গলা নেমে গেছে জেসমিন বলে উঠলো””””””
“”””লিজা বললো আমি খাবো আর জেস তুমি হট কফি খাও তা হলে সমস্যা হবে না'””””
“”””জেসমিন কিছু বলার আগে জোসুয়া ছুটে চলে গেল কফি আনতে আর সাথে লিজাও”””””
“”””জেসমিন একাই মুক্তি হয়ে দাঁড়িয়ে ছিল তার একটায় কথা মাথায় ডুকে এই আমেরিকান রা এতো কফি পাগল কেন হয়””””””””!!!!
“”””জেসমিন খেয়াল করলে এরিক শূন্য দৃষ্টিতে জেসমিনের দিকে তাকিয়ে আছে””””””
“”””জেসমিন ডানে বামে তাকিয়ে নিজের জামা কাপড় ভালে মত চেক করে আঁড়চোখে আবার এরিকের দিকে তাকালে””””
“””””এরিক দুষ্ট হাসি দিয়ে জেসমিন শরীরের দিকে আঙুল তুলে দেখাই””””””
“”””জেসমিন দাঁত কিড়মিড় করে এরিককে না দেখার ভান করে অন্য দিকে তাকায় আর বিড়বিড় করে বলে”””””
“””চেহেরা যেমন ভয়ংকর সুন্দর চরিত্র তেমনি ভয়ংকর খারাপ”””””
“”””এরিক জেসমিনের বলা সব কথা শুনছে”””””
“”””জেসমিন মনে মনে বিড়বিড় করে যা বলে সব বাংলা তে বলে তাও এরিক বুঝে”””””
“””” কারন এরিক মানুষের সাথে না মিশলেও””””””
“”””””এরিক ফিন রোভার আর প্রিয়াঙ্কা আজ ২০০ বছর ধরে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ডিগ্রি নিয়েছে এতে এরিক ১২ টি দেশের ভাষাও শিখেছে তাতে বাংলা ভাষাও রয়েছে”””””
“”””” তাই সেই বুঝছে জেসমিন কি বলছে হাসতে হাসতে এরিক গাড়ী তে উঠে যায়””””
“””ওকে ডেনা (ডানা) ভিয়ানা রাতের পার্টিতে দেখা হবে বাই বলে প্রিয়াঙ্কা এরিকের গাড়ীতে উঠে যায়””””””
“””””জেসমিন নাক ফুলিয়ে নিজের বুকের দিকে তাকাতে দেখে তার বুকের দিকের ওরনা টা সরে গেছে”””””
“”””তার পরানো টপস টা পাতলা কাপড়ে হওয়াতে খুবই বাজে দেখাচ্ছে””””
“”””জেসমিন জিভ কেটে তাড়াতাড়ি তা ঠিক করে নিল”””””
“””””হেই ডেভিড তুৃমি কোথায় ছিলে আমি তোমাকে খুজছিলাম ডানা বলে উঠলো””””
“””” আমিও তোমাদের সাথে শপিং মলে যাবে ডেভিড বলে উঠলো””””
“””” বাহ দারুন বেপার ডানা উত্তেজিত কন্ঠে বলে উঠলো””””
“””হুম আমারো কিছু কিনা কাটা আছে ডেভিড বললো””””
“””ওকে দেন লেটস গো ডানা ভিয়ানা মেরি আর ডেভিড শপিং জন্য রওনা হলো””””””
“”””””জোসুয়া ফিরে আসলে জেসমিন আর লিজা চলে যায় আর জোসুয়া শপিংয়ের জন্য বের হয়ে যায়”””””
“””””পার্টি কালার কালো আর লাল দেওয়া হয়েছে”””””
“””””ডেভিড দামী ডলার দিয়ে চোখ ধাধানো খুবই চমৎকার একট লং গাউন কিনলো জেসমিনের জন্য যেটা সম্পূর্ণ লাল কালার কাজ করা ছিল”””””
“”””দূরে থেকে তা ডানা দেখে সেই খুশিতে গদগদ হয়ে নিজের জন্য কিনতে ব্যস্ত হয়ে পড়ে”””””
“”””সেই ভেবে নিয়েছে হয়তো ডেভিড এই দামী গাউন টা তারই জন্য কিনেছে”””””
“”””””হয়তো ড্রেসটা দিয়ে ডেভিড তাকে প্রপোজ করবে”””””””!!!
“””””ডানা একটি লাল কালো মিক্স করা গাউন কিনলো, ভিয়ানা ফুল কালো একটি গাউন কিনলো আরো অনেকেই কালো লাল মিক্স করা বিভিন্ন রকমের গাউন কিনলো””””””
“”””””জোসুয়া শফিং মলে আসলে একটি একটি পুতুলের গায়ে পুরো কালো একটি গাউনের উপরে নজর আটকিয়ে যায় যেটা সেই জেসের জন্য কিনে ফেলে””””””
“””””সন্ধ্যা বেলা””””””
“””””ডানা তার বন্ধুদের সাথে পার্লার চলে গেছে”””””
“”””জেসমিন দুইটি গাউনের পেকেট সামনে নিয়ে বসে আছে”””””
“”””তার একটা কথা মাথায় ডুকছে না জোসুয়া দুইটি গাউন কেন ফাটালো”””””!!
“””””তাও একটিতে নাম নেই সেই অনেক বার জোসুয়া কে ফোন দিয়েছে কিন্তু সেই দরলো না””””
“”””জেস,জেস তুমি কি রেডি হয়ে গেছো বলতে বলতে হুরমুর করে ডুকলো লিজা””””””
“”””জেসমিন অবাক হয়ে বললো তুৃমি”””””!!!!!!
“”””তুমি না বললে তুমি যাবে না””””!!!
“”””””হুম কিন্তু আমি মমের সাথে যায় নি আমি তোমাদের সাথে যাবে আমি জোসুয়া কে ফোন করে জানিয়ে দিয়েছি ও বললো আমাদের দুজন কে পিক করতে আসবে””””””
“”””ভালোই হলো তুৃমি এলে এবার আমি বুঝলাম জোসুয়া দুটি গাউন কেন ফাটালো”””””
“””” লিজা অবাক হয়ে বললো মানে জেসমিন গাউন দুটি হাতে নিয়ে বললো”””””
“””দেখো তুমি জোসুয়া দুটি গাউন ফাটালো একটাতে নাম আছে আরেক টাতে নেই আমি সিউর আরেকটা তোমার জন্য কিনলো””””””
“”””লিজা লজ্জা লাল নীল বেগুনি হওয়া শুরু করলো জোসুয়া তার জন্য এতো দামি ডলারে গাউন কিনলো”””””””
“””” কিন্তু আমি গাউন এনেছি তাহলে এটা কীভাবে….. “””!!!
“”””তো কি হয়েছে জোসুয়া খুবই উৎসাহ নিয়ে গাউন গুলো ফাটিয়েছে তোমার পরা উচিত জেসমিন বলে উঠলো””””
“”””ওকে লিজা মিষ্টি হেঁসে বলে উঠলো”””””
“””””দুজনে দুটি গাউন পরে নিলো”””””
“”””ওয়াও জেস ইউ আর লুকিং গর্জিয়াস তোমাকে তো এই লাল গাউনে পুরাই পুতুল লাগছে””””
“”””জেসমিন লাজুক হেসে বললো তোমাকেও””””
“””””বলতে হবে জোসুয়ার পছন্দ আছে লিজা বলে উঠলো”””””
“”””জেসমিনের পরানো গাউন পুরাপুরি লাল কালার,পায়ের তালু সমান, গাউনের হাতা একদম চিকনের কারনে পায়ের তালু পর্যন্ত পাতলা নেটের লং কাজ করা কুটি রয়েছে”””””
“””””লিজা পরানো গাউন পুরাপুরি কালো পায়ের তালু পর্যন্ত আর ছোট্ট নেটের মেগি হাতা”””””
“”””ওদের সাজ শেষ হলে জোসুয়ার ফোন আসে সেই বাইরে দাঁড়িয়ে আছে””””
“”””জেসমিন তার বাসায় তালা মেরে বের হয়ে যায় কারন রফিক সাহেবকে নিয়ে বিলকিস আরা তার কোন আমেরিকান বন্ধুর বাসায় গিয়েছে ডিনারে”””””
“””””জোসুয়া লিজার পরানো তার দেওয়া জেসমিনের গাউন দেখে জোরে সরো একটি ধাক্কা খেলো”””
“””জোসুয়া কিছু বলার আগে জেসমিন বলে উঠলো””””
“”””হেই জোসুয়া আমি তোমাকে কত বার ফোন করলাম যখন গাউন আসলো কারন পরপর দুটি পার্সেল এসেছিল আমার নামে””””””
“”””জোসুয়া অবাক হয়ে বললে দুটি”””””!!!!
“”””জেসমিন মাথা নেড়ে বললো হুম একটিতে নাম ছিল আরেকটিতে নাম ছিল না”””
“””””পরে বুঝলাম তুমি লিজা জন্য একটা ফাটালে”””””
“”””ধন্যবাদ জোসুয়া আমার গাউন টা অনেক পছন্দ হয়েছে লিজা বলে উঠলো””””””
“””” লিজার মুখে হাসি দেখে জোসুয়া আর কিছু বলতে পারে নি যে সেই শুধু জেসের জন্য গাউন ফাটিয়েছে যেটা তে কোনো নাম লেখে নি””””””
“”””তাহলে জেসের পরা গাউন টা কার”””””!!!!
“”””যারি হোক খুবই চমৎকার লাগছে জেস কে চোখ ফিরানো দায় হয়ে গলে””””
“””””জেস আজ কিন্তু পার্টিতে সবার নজর তোমার উপরে থাকবে জোসুয়া বলে উঠলো”””””
“”””জেসমিন মুচকি হেঁসে তাকে ধন্যবাদ দিল”””””
“”””পাশে ফিরে লিজার মন মরা মুখ দেখে জোসুয়া বললো আজ কে আমাকে দেখবে না আমার পাশের দুই সুন্দরী কে দেখবে”””””
“”””এতো লিজার মুখে মন মরা ভাব হাসিতে রুপ নিলো””””
“””” লিজা আর জেসমিন মিষ্টি করে হেসে বললো তোমাকে অনেক অনেক ধন্যবাদ””””””
“”””কে দিলো জেস কে গাউন টা চিন্তিত মুখে জোসুয়া ওদের নিয়ে রওনা হলো”””””!!!
“”””””ওয়াও ইউ আর টু মাচ হট”””””
“”””প্রিয়াঙ্কা সম্পূর্ণ বুক খোলা একটি কালে গাউন পড়ে এরিক ঘাড়ে হাত দিয়ে তার সামনে এসে দাঁড়ালো”””””
“”””এরিক প্রিয়াঙ্কা কে সরিয়ে আয়নায় নিজে কে দেখতে ব্যস্ত হয়ে গেল””””””
“”””” প্রিয়াঙ্কা রাগে কটমট করা শুরু করলো”””””
“””এরিক নিজের ওয়াচ পরতে পরতে বললো তুমি কি কিছু বলবে””””””!!!
“”””প্রিয়াঙ্কা দাঁত কিড়মিড় করে বললো”””””
“””””আমার সাথে কথা বলার আমাকে দেখার তোমার সময় থাকে না””””
“”””কিন্তু একটা চিপ ব্যাংলাদেশী (বাংলাদেশী) মেয়েকে তুমি উপর নিচ মোহনীয় দৃষ্টিতে দেখতে পারো তার সাথে হি হি করতে পারো আর আমাকে দেখলে তোমার ইগো বাড়ে”””””!!!
“”””তোমাকে দেখার বা তোমার সাথে কথা বলার ইচ্ছে বা রুচি আমার আসে না যখন আসবে তোমাকে ডেকে নিবো তুমি এবার যেতে পারো এরিক বলে উঠলো””””””
“””” প্রিয়াঙ্কা যেন গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে এতো বড় অপমান সেই কারও কাছে হয় নি”””””””
“””””পুরা ভ্যাম্পায়ার মেয়েদের মধ্যে সবচাইতে সুন্দরী হট সেক্সি একমাত্র সেই””””””
“”””””তার জন্য সবাই পাগল সেই শুধু মাত্র এই একটি ভ্যাম্পায়ারের জন্য পাগল কিন্তু সেই তাকে পাত্তা দেয় না”””””
“””””বার বার সেই এরিকের কাছে অপমান হতে চলে আসে”””””
“”””””আই নো আমি জানি তুমি কীভাবে আমার দিকে তাকানোর সময় পাবে””””””
“”””এরিক প্রিয়াঙ্কার কথা পাত্তা না দিয়ে তার জুতার ফিতা আটকাতে ব্যস্ত হয়ে পড়ে”””””
“”””” প্রিয়াঙ্কা নাক ফুলিয়ে বললো আমি ঔ ব্যাঙালী (বাঙালী) মেয়ের রক্ত খেয়ে শেষ করে দিবো ওকে”””””
“”””এটা বলে প্রিয়াঙ্কা চলে যেতে ধরলো এরিকে ছুটে এসে প্রিয়াঙ্কার কন্ঠ নালী চেপে ধরে”””””
“””” প্রিয়াঙ্কা বেথায় ইইইই করা শুরু করে”””””
“”””এরিক দাঁত কিড়মিড় করে বললো ঔ মেয়েটা আমার শিকার”””””!!!
“”””তুমি কি, আমার কাজ আদায়ের আগে কেউ ওকে ছুয়েও দেখতে পারবে না এটা বলে প্রিয়াঙ্কাকে মৃদু ধাক্কা দেয় এরিক””””””
“”””” প্রিয়াঙ্কা ছুটে গিয়ে এরিকের বেডে গিয়ে পরলো””””””
“””””এরিক তার হাত মুঠো করে প্রিয়াঙ্কা কে বললো”””””
“””””””ওকে আমি আমার কাজ আদায়ের জন্য ব্যবহার করছি ভুলে যেও না আমরা এখানে একটি মিশনে এসেছি কাজ শেষ হলে আমরা আমাদের জায়গায় চলে যাবো”””””””!!!!!
“”””” প্রিয়াঙ্কা তার গলা ধরে বললো তুমি তাহলে এতো মহনীয় দৃষ্টিতে ওকে কেন দেখো এই দৃষ্টিতে তো তুমি কখনো কোন মেয়েকে দেখো নি””””””!!!!
“””””এরিক আগুন জ্বরা চোখে প্রিয়াঙ্কা কে চিবিয়ে চিবিয়ে বললো”””””
“””” আমি শুধু ওকে নিজের দিকে আনার জন্য নিজের চেষ্টা চালাচ্ছি আর কিছু না জানা শেষ নাউ গেট আউট”””””
“”””” প্রিয়াঙ্কা তার এক হাত হিল পড়ে পায়ে বিশ্রী আওয়াজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল””””””
“””””এরিক জানালা দিয়ে বাইরে তাকিয়ে চোখ বন্ধ করলে”””””””
“”””””সাথে সাথে সেই জেসমিনের খিলখিল করা হাসি মাখা মুখ দেখলো”””””
“”””””সেই চট করে তার চোখ খুলে বাইরে তাকিয়ে দেখে””””
“””””একটা কালো গাড়ী থেকে নিজের গাউন ধরে ভুবন ভুলানো সেই মিষ্টি হাসি দিয়ে বের হচ্ছে জেসমিন”””””
“””””এরিক সাথে সাথে উল্টো দিকে ফিরে গেলে সেই বিড়বিড় করে বললো””””””
“””””এইসব কি হচ্ছে আমার সাথে যেদিকে তাকাই এই মেয়ে কে কেন দেখি””””””!!!!!
“””””নো নো নো এটা সম্ভব না আমি মানুষকে ঘৃণা করি খুবই ঘৃণা করি”””””
“”””””এটা বলে সেই গটগট করে নিচে নেমে গেল সবাই এসে পরেছে পার্টিতে””””
“””””হেই মাই ডিয়ার সান তুমি এতোখন কই ছিলে মি. নিক বলে উঠলো””””””!!!
“”””””মি. নিক এক হাতে মিসেস রোজি হাত ধরে আছে আরেক হাতে একটি রক্তের গ্লাস নিয়ে এরিকের সামনে এসে দাঁড়ালে””””””
“””””এরিক সিঁড়ি দিয়ে নামতে নামতে বললো ও মম ইউ আর লুকিং ওয়াও এটা বলে মিসেস রোজির হাতে চুমু খেলো”””””
“””ধন্যবাদ মাই লাভলী সান মিসেস রোজি বলে উঠলো”””
“”””আর পাপা কে মি. নিক বলে উঠলো এরিকে উদ্দেশ্য করে”””””!!!
“”””তোমাকেও লাগছে ঠিকঠাক এটা বলে মিসেস রোজিকে চোখ মারলো এরিক”””””
“””” মি. নিক মুখ গম্ভীর করে বলে উঠলো এটা কিন্তু ঠিক না”””””
“”””মিসেস রোজি আর এরিক হো হো করে হাসিতে ফেটে পড়লো”””””
“”””ওকে পাপা পরে কথা হবে সেই এটা বলে মি. এভরিকের দিকে এগিয়ে যায়”””””
“”” ও হো মাই এরিক তোমাকে তো খুবই চমৎকার লাগছে সবাই নজর তো তোমার দিকে থাকবে এরিক হেসে মি. এভরিকে জড়িয়ে ধরলো”””””
“””তখন দেখলো জেসমিন তার গাউন ধরে ধরে জোসুয়া আর লিজা সাথে আসছে”””””
“”””জেসমিন কে দেখে এরিক মুখ হা হয়ে গেল তাহলে সেই তখন সপ্ন দেখে নি মেয়েটি সত্যি সত্যি এখানে এসেছে”””””
“”””জেসমিন কে তার দেওয়া গাউন পরতে দেখে ডেভিড খুশিতে আধমরা হয়ে গেল”””””
“””””হেই জিসাস কি বলবো আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি আমি””””
“””””খুবই খুবই চমৎকার লাগছে তোমাকে জেস মাই গড ডেভিড তার এক হাত বুকে রেখে বললো জেসমিনের কাছে এসে””””””
“””””তোমাকে অনেক অনেক ধন্যবাদ ডেভিড জেসমিন বলে উঠলো””””
“””” আর তোমাকে ধন্যবাদ জোসুয়াকে দেওয়া উচিত জোসুয়া দিলো আমাকে এই গাউন””””””
“”””ডেভিড জোসুয়া দিকে তাকালে জোসুয়া মাথা নেড়ে ইশারায় না বলে”””””
“”””ডেভিড মুখ টিপে হেঁসে উঠে বললো””””
“”””তোমাকেও সুন্দর লাগছে ডেভিড লিজা কে বলে উঠলো”””””
“””””লিজাও হেঁসে তাকে ধন্যবাদ দিলো”””””
“”””হেই জোসুয়া খুবই চমৎকার লাগছে তোমাকে জোসুয়া হেঁসে বললো তোমাকেও”””””
“””””এইবার চলো সবাই দাঁড়িয়ে আছে””””
“”””জেসমিনের গায়ে এই গাউন টা দেখে ডানার মাথায় যেন বজ্রপাত পরলো”””””
“”””এটা কীভাবে সম্ভব এটা তো ডেভিড তার জন্য কিনেছে তার মানে………””””!!!
“””” ডানা রাগে যেন মাথা ফেটে যাচ্ছে এটা কি দেখলো সেই আজই জেসমিন কে সেই উচিত শিক্ষা দিবো বিড়বিড় করে বললো ডানা”””””
“”””” ডানা আপু তোমাকে খুবই সুন্দর লাগছে জেসমিন মিষ্টি করে হেঁসে বলে উঠলো”””””
“””” ধন্যবাদ ডানা মুখ ভেংচি কেটে বললো””””””
“”” জেসমিন চুপ মেরে গেল”””””
“”””হেই জেস তোমার গাউন টাতো খুবই সুন্দর চেলচি বলে উঠলো জেসমিন কে””””
“”””জেসমিন হেঁসে তাকে ধন্যবাদ দিলো”””
“”””ডানার যেন রাগে শরীর কাঁপছে”””
“”””এরিক গভীর দৃষ্টিতে জেসমিনের উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষন করছে””””
“”””জেসমিন জোসুয়া সাথে গল্প করতে করতে বুঝতে পারলো তার কুটির ভিতরে ঘাড়ের চিকন ফিতা হঠাৎ ছিঁড়ে যাচ্ছে”””””
“”””সেই মনে মনে বিড়বিড় করে বললো একি বিশ্রী কথা নতুন ড্রেসের ফিতা কেন ছিঁড়ছে এখন আমি কি করবো”””””!!!!
“”””” দূরে থেকে এরিক জেসমিনের মনে মনে বলা সব কথা শুনতে পারছে”””””
“”””এরিক তাকিয়ে দেখে জেসমিন ভয়াতুর দৃষ্টিতে এদিক ঔদিক কাকে যেন খুঁজছে”””””
“”””কি হল জেস কাকে খুঁজছো জোসুয়া বলে উঠলো””””
“””” লি…লিজা কে তুমি কোথাও দেখ দেখেছো ভয়াতুর কন্ঠে জেসমিন জিজ্ঞেস করলো”””!!!
“””””হা আমি ওকে হিয়া সাথে উপরে যেতে দেখেছি জোসুয়া বলে উঠলো””””””!!!!
“”””কেনো কোন সমস্যা আমাকে বলো জোসুয়া বলে উঠলো”””
“””না না আমি লিজা কে দেখছি এটা বলে জেসমিন হুরমুর করে তার ঘাড়ে হাত দিয়ে উপরে উঠে গেল””””””
“”””ও আল্লাহ এখানে তো অনেক রুম কীভাবে খুঁজবো লিজা কে জেসমিন চিন্তিত স্বরে বলে উঠলো””””””
“””””জেসমিন আবার নিচে নামতে গেলে কেউ একজন এক ঝটকা মেরে জেসমিনকে একটি রুমে ডুকাই ফেলে””””
“””””জেসমিন চিৎকার দিতে গেল দেখে এরিক তার সামনে দাঁড়িয়ে”””
“””””সাথে সাথে জেসমিন তার ঘাড়ে হাত দিয়ে ছিঁড়া জায়গা ডাকার চেষ্টা চালালো”””””
“””তু…তুমি আমাকে এখানে কেন আনলে কাঁপা কাঁপা মৃদুস্বরে জেসমিন বলে উঠলো””””
“”””উপরে কুটি টা খুলো এরিক দৃঢ় কন্ঠে বলে উঠে””””
“””কি যা তা বলছো পাগলের মত জেসমিন মৃদু চিৎকার দিয়ে আংতকো ভরা গলায় বলে উঠে”””””
“”””তোমার ভালো জন্য বলছি তোমাকে আর্ধ নগ্ন অবস্থায় দেখার আমার কোনো শখ নেই””””!!!
“”””তোমার ফিতা টা ঠিক করতে হবে না হলে যে কোনো সময় খুলে সামনে ঝুলে পড়তে পারে এরিক বলে উঠলো”””””
“”””তুমি কি ভাবে দেখলে আমার ফিতা খুলে গেছে ছিঃ তুমি মানুষকে এতো নোংরা ভাবে দেখো জেসমিন বলে উঠলো”””””
“”””এই মেয়ে তোমার এতো বড় সাহস এরিক দাঁত কিড়মিড় করে বলে উঠলো””””
“”””জেসমিন চট করে এরিকের দিকে তাকালো এই কথা টা ঔ দিন জঙ্গলের লোক টাও বলে ছিল একি রকমের কথার সাউন্ড”””””!!!!!
“”””এরিক বুঝতে পারছে জেসমিন মনে মনে কি বলছে তাই সেই জেসমিনের মাইন্ড ঘুরানোর জন্য বলে উঠলো”””””
“”””ওকে তোমার সমস্যা তুমি বুঝবে সেই কাঁধ ঝাঁকিয়ে বের হতে গেল””””
“”””ঠিক আছে ঠিক আছে প্লীজ টিক করে দাও জেসমিন কাঁদো স্বরে বলে উঠলো””””
“””এরিক মুচকি হেঁসে জেসমিনের দিকে তাকিয়ে বললো”””””
“”””উপরে কুটি কি আমি খুলবো মুখে দুষ্ট হাসি নিয়ে এরিক বলে উঠলো”””””
“”””জেসমিন আস্তে আস্তে তার কুটি খুলে পাশে রেখে তার ঘাড়ে হাত দিয়ে রাখে”””””
“”””এরিক আস্তে আস্তে এসে জেসমিনের হাত সরিয়ে নিজে হাত দিলে জেসমিন কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেলে”””””
“”””এরিক মুগ্ধ দৃষ্টিতে জেসমিন কে দেখছে তারপর আস্তে করে ছিঁড়া জায়গা পিন দিয়ে আটকিয়ে পূনরায় জেসমিনের দিকে তাকায়””””””
“”””জেসমিনের চোখ ঠোঁট কাঁপছে এরিক আর নিজেকে ধরে রাখতে পারলো না খুবই টানে এই মেয়ে তাকে””””””
“””””সেই আস্তে করে জেসমিনের দু চোখের পাতায় চুমু খেয় নেই ঠোঁটের দিকে আগাতে গেলে”””””
“”””জেসমিন চট করে চোখ খুলে এরিককে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে তার কুটি টা নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়””””
“”””এরিকও মুচকি হেঁসে তার পিছনে বের হয়ে যায়”””””
“”””এরিক নিচে এসে দেখে তার পাপা মম এরাবেক আংকেল আর এনা আংটের সাথে দাঁড়িয়ে গল্প করছে সেই তাদের মধ্যে গিয়ে দাঁড়ায়””””””
“”””জেস তুৃমি এতোখন কই ছিলে জোসুয়া বলে উঠলো””””!!!
“””” আমি,আমি লিজা কে খুজছিলাম জেসমিন হরগরিয়ে বলে উঠলো”””””
“””ঔ দেখো লিজা জোসুয়া দেখালো লিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোভারে সাথে কথা বলছে””””””
“”””রোভার মুগ্ধ হয়ে দেখছে লিজা কে খুবই চমৎকার লাগছে লিজা কে আজ””””
“””” আমি একটু আমার বন্ধু সাথে কথা বলে আসি লিজা রোভার কে বলে উঠলো”””””
“””””অবশ্যই যাও রোভার মুচকি হেসে বলে উঠলো”””
“”””লিজা জেসমিনের পাশে গিয়ে এটা সেটা বলা শুরু করলো””””””
“””””ও মাই গড (হেই আমার ইশ্বর) তোমরা দেখো কি লাগছে এরিককে উপপস ভিয়ানা বলে উঠলো”””””!!!!
“”””””ওর সাথে এক রাত থাকলেও আমি নিজেকে অনেক বড় ধন্য ভাববো ভিয়ানা বলে উঠলো”””””
“”””হা সত্যি কিন্তু ও তো কেউকে পাত্তা দেয় না এটা বলে ভেংচি কাটলো মেরি”””
“”””””ডানা আর তাদের দলের সবাই অট্ট হাসিতে ফেটে পরলো”””””
“””””এটা তুমি প্রিয়াঙ্কা সমানে বলো ও তোমাকে গিলে নিবে ডেভিড হাসতে হাসতে বললো”””””
“””””কেনো ডানা অবাক হয়ে জিজ্ঞেস করলে””””!!
“””আমি শুনছি খুবই পছন্দ করে নাকি সেই এরিকে পুরা পাগলের মত ভালোবাসে ডেভিড বলে উঠলো”””””
“””””ও গড সি সো লাকি (হেই ইশ্বর সে অনেক ভাগ্যবান) এমন হট মেয়ে তার জন্য পাগল গীভার বলে উঠলো”””””
“”””প্রিয়াঙ্কা ও কম ভাগ্যবতী না এরিকের মত ছেলে পাচ্ছে জোসুয়া বলে উঠলো”””””
“”””জেসমিন সবার কথা গুলা শুনছে আর বার বার আঁড়চোখে এরিকে দেখছে”””””
“”””সত্যি ভয়ংকর সুন্দর ছেলেটা সব কিছু সেই কালো পড়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে””””””
“”””আবার নিজের মাথায় চাপড় মেরে বললো কি যা তা বলছিস জেসমিন ওটা যেমন সুন্দর তেমন চরিত্র খারাপ ছিঃ ছিঃ তখন কি করলো””””
“”””এরিক সব শুনছে আর মুখ টিপে হাসছে”””””
“””””জেসমিন আরেক বার তাকাতে গেলে দেখে এরিক একদম তার সামনে এসে তার কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে”””””
“”””জেসমিন ভয়ে পরে যেতে ধরলে ডেভিড ধরার আগে এরিক ধরে ফেললো””””
“”””সেই জেসমিন কে একটু কাছে টেনে ফিসফিস করে বললো””””
“””””আঁড়চোখে এতো বার না দেখে কাছে থেকে দেখো তোমার জন্য ভালো হবে”””””
“”””জেসমিন শুকনো ঢোক খিললো সর্বনাশ ছেলে টা দেখে ফেললো নাকি”””””!!!
“”””জেসমিন তাড়াতাড়ি জোসুয়াকে ডেকে বললো সেই পানি খেয়ে আসছে এটা বলে সোজা হাঁটা শুরু করলো”””””
“””””জোসুয়া যেতে ধরলে লিজা তাকে বললো হেই জোসুয়া চলো আমরা নাচ করি দেখো সবাই করছে”””””
“”””ফিনের নজর সারাখন জেসমিনের দিকে আছে সেই শুধু সুযোগের অপেক্ষাই আছে কখন ওকো একা পাবে”””””””
“”””জেসমিন পানি খেয়ে এসে দেখে সবাই কাপল নাচ করছে শুধু মাত্র এরিক এক কোনে দাঁড়িয়ে লাল পানীয় জাতীয় কি যেন খাচ্ছে”””””
“”””সেই তাকিয়ে দেখে জোসুয়া, লিজা,ডানা,ডেভিড,প্রিয়াঙ্কা রোভার,ফিন,ভিয়ানা,মেরি গীভার আরো অনেকেই নাচ করছে””””
“””এরিক চোখ ছোট ছোট করে জেসমিন কে দেখে তার কাছে গিয়ে চট করে তার হাত ধরে ফেললো””””
“””জেসমিন হচকিয়ে হাত সরাতে গেলে এরিক আরো শক্ত করে ধরে নাচের আসরে নিয়ে গেল”””””
“”””” ভিয়ানা এরিক আর জেসমিন কে একসাথে দেখে রাগে ফুঁসছিল”””””
“””” প্রিয়াঙ্কা তাকিয়ে তার নাচে মনোযোগী হলো কারন সে জানে এইগুলো এরিকের নিজের শিকার ধরার কৌশল”””””
“””””ডেভিড মুখ অন্ধকার করে ডানা সাথে নাচ করছিল”””
“””””কারন ডানা জন্য সেই জেসের জন্য অপেক্ষা করতে পারলো না”””””
“”””এরিক এক হাত জেসমিনের কোমড়ে রেখে আরেক হাত অন্য হাতের মুঠো নিয়ে জেসমিনকে কাছে টেনে নিলো””””
“”””জেসমিন চোখ বড় বড় করে মিনমিন গলা বললো আমি নাচ পারিনা আমাকে দিয়ে হবে না”””””
“””” হুসসসস আমি যেভাবে করবো শুধু তার সাথে তাল মিলাবে তাতে হয়ে যাবে এরিক ভারীস্বরে বললো”””””
“”””এরিক আরো জোরে জেসমিনের কোমড় টেনে ধরলো তার কেন জানি নিজেকে কন্ট্রোলে রাখতে খুবই কষ্টকর হচ্ছে”””””
“””” আবারও সেই পাগল করা রক্তের ঘ্রাণ এরিক শুকনো ঢোক খিললো””””
“”””””এরিক নাচের মধ্যে জেসমিনের ঘাড়ে মুখ নিলে জেসমিন সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে””””
“””””জেসমিনের ঘাড়ে মুখ নিয়ে এরিক ফিসফিস করে বললো ইউ আর লুকিং টু মাচ সেক্সি এন্ড উইথ আউট ড্রেসে তো…..””””
“”””জেসমিন সাথে সাথে চোখ খুলে অবাক দৃষ্টিতে এরিকের দিকে তাকালো”””””
“”””এরিকের মুখে সেই দুষ্ট হাসির রেখা””””
“”””তুমি খুবই খারাপ একটা মানুষ এটা বলে এরিককে মৃদু ধাক্কা দিয়ে নাচের আসর থেকে নেমে গেল জেসমিন””””””
“””””জেসমিন আমার তোর সাথে কথা আছে ডানা বলে উঠলো””””
“”””হুম বলো কি বলবে জেসমিন ডানাকে উদ্দেশ্য করে বললো””””
“””” না এখানে না উপরে চল ডানা শান্ত স্বরে বলে উঠলো'”””
“””””ওকো চলো জেসমিন বলে উঠলো””””
“””””জেসমিন সিঁড়ি দিয়ে ডানা সাথে উপরে উঠলে ডানা টানতে টানতে তাকে একটি রুমে নিয়ে গেল””””
“”””” ডানা আপু কি হয়েছে এমন কেন করছো আপু আমার লাগছে জেসমিন হাত ছুটাছুটি করতে করতে বললো””””
“””” ডানা জেসমিনকে টেনে একটি রুমে এনে দরজা আটকিয়ে ওর গাল টিপে ধরে হিসহিসিয়ে বললো”””””
“”””শেষ পর্যন্ত আমার ডেভিডের দিকে নজর দিলি ছিঃ ছিঃ এতো নজর খারাপ তোর””””
“””””তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না জেসমিন আহতস্বরে বলে উঠলো””””
“””” তাই কিছু বুঝতে পারছিস না এইরম বোকা বোকা চেহেরা করে জোসুয়া কে পাগল করলি””””
“””””এবার ডেভিড কে পাগল করবি, ভাবলি তোর প্লান আমি কাজ হতো দিবো না,এটা বলে ধাক্কা মেরে জেসমিন কে ফেলে চলে গেল ডানা””””””””
“”””” আপু আমার কথা শুনো আমি কিছু করে নি প্লীজ শুনো জেসমিন বেডে বসে হু হু করে কেঁদে দিলো”””””
“””” সাথে সাথে রুমের লাইট বন্ধ হয়ে গেল জেসমিন হচকিয়ে চিৎকার করতে করার আগে কেউ একজন চট করে রুমের দরজা বন্ধ করে দিলো””””
“”””জেসমিন ভয়ে কাচুমাচু হয়ে মৃদুস্বরে বললো কে,কে ঔখানে”””!!!!
“””‘কেউ কোন জবাব দিচ্ছে না
কিন্তু রুমের মধ্যে কারও পায়ের আওয়াজ পাচ্ছে জেসমিন যেটা তার দিকে এগিয়ে আসছে”””””

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here