হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-৭,৮

হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-৭,৮
লেখিকাঃফারু ইসলাম

“””” জানালা দিয়ে মৃদু মৃদু চোখে জেসমিন তাকালো”””
“””” বাইরে অসম্ভব কুয়াশা মনে হচ্ছে এখানো পুরাপুরি সকাল হতে ঘন্টা খানিক দেরী””””
“””” জেসমিন আড়মোড়া ভেঙ্গে উঠলো না আর শুয়ে থাকা যাবে না লেকচার মিস হবে””””
“”””জেসমিন তার চুল হাত খোঁপা করতে করতে ওয়াজরুম চলে গেলো””””
“”””””জেসমিন রা আমেরিকায় যে শহরে উঠছে সেই শহর টা বেশির ভাগ সময় আকাশ মেঘলা হয়ে থাকে রৌদ খুব কমই দেখা দেয় এই শহরে””””””
“””””””একি শহরে বিশাল বড় বাড়ীতে উঠলো এরিকের পুরো ভ্যাম্পায়ার পরিবার”””””
“””””কারন তারা রৌদ্র সহ্য করতে পারে না এই শহর টাই তাদের জন্য উপযোগী””””””
“”””আর মি. নিক যখন মানুষের সাথে বসাবস করতো সেই এই শহরে এই বিশাল বড় বাড়ীতে থাকতো”””””
“”””””আজ হঠাৎ জেসমিনের খুবই সাজতে মন চাচ্ছে কিন্তু কেন তার উত্তর তার কাছে নেই”””””
“”””””একটি নীল চমৎকার টপস কালো জিন্স পরলো”””
“”””চোখে কাজল দিল ঠোঁটে গাড় মেরুন লিপস্টিক দিল মুখে চমৎকার সজ্জা করলো”””
“””””তার লম্বা চুল গুলো কার্ল করে ছেড়ে দিল লং একটি কালো কাডিয়ান পরলো”””
“”””আয়না একবার নিজেকে এক নজর দেখে ব্যাগ হাতে বের হয়ে গেল জেসমিন”””””
“”””ডানা সকাল সকাল তার উগ্র বন্ধু মেরি, ভিয়ানা, চেলচি, হিনা আরো কিছু ছেলে বন্ধুর সাথে ভার্সিটি চলে গেছে”””””
“”””হ্যালো জেস কই তুমি জোসুয়া হরগরিয়ে বলে উঠলো””””!!
“””””জোসুয়া আমি ভার্সিটির সামনে আছি জেসমিন ফোন কানে বললো””””””
“””””ওকে তাহলে আসো””””
“””””জেসমিন ভার্সিটির ভিতরে ডুকলে জোসুয়া লিজা আরো কিছু আমেরিকান বন্ধু দৌড়ে আসলো””””””
“””””মাই গড জেস তোমাকে তো খুবই সুন্দর লাগছে জোসুয়া লিজা আরো অনেক আমেরিকান ছেলে একসাথে বলে উঠলো””””””
“”””জেসমিন মিষ্টি করে হেঁসে ওদের ধন্যবাদ দিল””””””
“”””””সবাই গিয়ে মাঠে দাঁড়ালো কিছু দূরে ডানা আর তার উগ্র বন্ধু গুলো দাঁড়িয়ে হা হা হি হি করছে”””””””
“”””””জেসমিন আমাকে কিছুখনের জন্য একটু বের হতে হবে জোসুয়া বলে উঠলো””””
“”””জেসমিন একটু মিষ্টি করে হেঁসে বললো ডেটের কাছে যাবে””””””!!!
“””””ও মাই ডিয়ার জেস ও আমার শুধু ভালে বন্ধু ও ইংল্যান্ড চলে যাবে কয়েকদিনের জন্য তাই দেখা করতে চাচ্ছে””””””””
“”””তাই বেলার সাথে মিট করতে হবে ও হঠাৎ ফোন করে বললে ও আজই যাবে”””””
“””””আমি কিন্তুু নোট দিবো না জেসমিন দুষ্ট হেঁসে বলে উঠলো”””””
“””””আমি তোমার থেকে নিয়ে নিতে পারবো জেসমিন কে চোখ মেরে জোসুয়া বের হয়ে গেল””””””
“””””লিজা মুখ গোমড়া করে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে বেলা টা কে আবার””””””!!!
“””””””হঠাৎ অসম্ভব সুন্দর অতি দামি দুইটি গাড়ী এসে ভার্সিটির ভিতরে ডুকলো””””””””
“”””””সবাই অবাক হয়ে গাড়ী গুলো দিকে তাকালো পর পর গাড়ী গুলো এসে এক সাথে থামলো””””””
“”””””প্রথম গাড়ী থেকে দুইটি ছেলে নামলো””””””
“””””অসম্ভব সুন্দর ছেলে দুইটি””””””
“”””””তারপর গাড়ী থেকে নামলো আরো অসম্ভব রূপবতী একটি মেয়ে যে একদম চোখ ধাধানো একটি অতি ক্ষুদ্র কালো পেন্সিল ড্রেস পরে এসেছে””””””””
“”””””মেয়েটির ড্রেস দেখে জেসমিন লজ্জাই অন্য দিকে ফিরে গেল”””””””
“””””হঠাৎ অনেক গুলো মেয়ে মৃদু চিৎকার দিয়ে মেয়ে বললো ও মাই গড””””””
“””””””জেসমিন তাকিয়ে দেখে মেয়েটি যে গাড়ী থেকে নেমেছে ঔ গাড়ী থেকে আরো একটি ভয়ংকর সুন্দর ছেলে নেমে তার পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে”””””
“””””জেসমিন তার বন্ধু দের বললো চলো তোমরা আমাদের ক্লাস বাকী ওদের সবাইকে টানতে টানতে জেসমিন নিয়ে গেল”””””””””
“””””সব গুলো মেয়ে ছেলেটাকে গিলে খাচ্ছে”””””
“”””””ডানা, ভিয়ানা, মেরি অবাক হয়ে দেখছে সেই বিষাক্ত সুন্দর ছেলেটিকে”””””””
“””””হঠাৎ ডেভিড হাতের ইশারায় ওদের কে ডাকলো””””””
“””””এরিক, প্রিয়াঙ্কা, ফিন, রোভার আমি এখানে”””””
“”””” ডানা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি ওদের চিনো নাকি”””””””!!!
“”””””ডেভিড বললো হুম চিনি ওরা আমার বাবার বন্ধুদের ছেলে মেয়ে””””””
“”””ততোখনে এরিক, প্রিয়াঙ্কা, ফিন এবং রোভার চলে আসলো””””””
“””””এরিক ফিন রোভার ডেভিডের সাথে হাত মিলালো”””””
“””””ডেভিড সবাই সাথে ওদের পরিচয় করে দিল ডানা ভিয়ানা মেরি তাদের গ্রুপের সবাই মহা উৎসাহে সবাই সাথে পরিচিত হলো”””””””
“””””ভিয়ানা ফিসফিস করে ডানা আর তার পাশের মেয়েদের বললো মাই গড দেখো এরিক কে “”””””!!!
“””””””কি ভয়ংকর হট ছেলেটা আমি তো শেষ সেই ডোলে ডানার গায়ে গিয়ে পড়লো”””””!!!!
“”””” ডানা হাসতে হাসতে ভিয়ানা কে ধাক্কা মারলো””””””!!!
“””””মেরি আর চেলচি বললো পাশের গুলোও কম হট না কিন্তু”””””””
“”””ভিয়ানা চোখ মেরে বললো হুম বাট এরিক বেশি হট আর সেক্সি সব ব্লাক তার উপপসসস””””””
“”””””ওরা সবাই বিভিন্ন গল্পে মসকুল হলো””””””
“””””ডেভিডের বন্ধুরা একটু পর পর প্রিয়াঙ্কা কে দেখছে মেয়েটা চোখ ধাধানো সুন্দরী””””””
“””””ডানা এতো খনে ভালোমত লক্ষ করল এরিককে””””””
“””””অতিমাথায় ফর্সা,চমৎকার চেহারা, নীল চোখ, মাথার ভর্তি সোনাভ বাদামি ঝলমলে চুল, লম্বা দীর্ঘদেহী, চমৎকার মেদহীন স্বাস্থ্য, পরনে একটা কালো শার্ট কালো জ্যাকেট আর কালো জিন্স পায়ে কালো হাইকিং বুট, বাঁহাতে অতি দামি একটি কালো ওয়াচ””””””
“‘”””””ডেভিড এরিক সবাই যখন গল্পে মসকুল তখন হঠাৎ খুবই চমৎকার মিষ্টি হাসির শব্দে সবাই পিছনে ফিরে তাকালো”””””
“‘”””””নো জোসুয়া নো আমি তোমাকে নোট দিবো না জেসমিনের পিছনে পিছনে দৌড়াচ্ছে জোসুয়া””””””
“”””আর খিলখিল করে হেঁসে যাচ্ছে জেসমিন”””””””
“””””এরিক আগুন জ্বরা চোখে তাকিয়ে আছে রাগে ফুঁসতে ফুঁসতে করতে করতে বিড়বিড় করে বললো”””
“”””এই তো সেই বেয়াদব মেয়ে টি বাহ পেয়ে গেলাম তোমায়””””!!!
“””””’জেস জোসুয়া এইদিকে এসো হাত নাড়িয়ে ডেভিড ডাকলো ওদের””””””
“”””””জেসমিন দৌড় থামিয়ে জোসুয়া সাথে টিপটিপ পায়ে ডেভিডদের কাছে এগিয়ে গেলো””””””
“”””””এরিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে জেসমিনের দিকে””””””
“”””যেইটা প্রিয়াঙ্কা চোখে এড়ালো না”””””
“””””সেই একবার এরিকে দিকে তাকালো আরেক বার জেসমিনের দিকে তাকিয়ে রাগে কটমট করা শুরু করলো””””
“”””কারন কোনো মেয়ের দিকে এরিকের এইরম দৃষ্টি তার মোটেও পছন্দ না”””””””
“”””””জেসমিন আর জোসুয়া যখন ওদের অনেক কাছাকাছি চলো আসলে জেসমিন লক্ষ করলো এরিক সুক্ষ্ম দৃষ্টি দিয়ে এক পেশে হেঁসে তার দিকে চেয়ে আছে”””””
“””””এরিক বিড়বিড় করে বললো এবার তোমার রক্ত আমি খেয়ে ছাড়বো কালকে আমাকে থাপ্পড়”””””!!!
“””””জেসমিন একটু কিঞ্চিৎ অবাক হয় এরিক তার দিকে তাকিয়ে হাসতে দেখে”””
“”””পরে নাক মুখ কুঁচকে জোসুয়া সাথে গিয়ে দাঁড়ালো””””””
“””””জেস তোমার শরীর কেমন এখন ডেভিড জিজ্ঞেস করে উঠলো””””””!!!
“””””হুম আমি ভালে আছি জেসমিন মিষ্টি করে হেঁসে বললো”””””
“””””ও মাই গড আমি তো খেয়ালই করি নি আজ খুবই চমৎকার লাগছে তোমাকে ডেভিড বলে উঠলো”””””””
“”””””জেসমিন লাজুক হেঁসে ধন্যবাদ জানালো ডেভিড কে””””””
“””””এতে যেন মনে হাজার ফুল ফুটলো ডেভিডের””””””””
“””””জোসুয়া তুমি কি এদের চিনো ডেভিড এরিকদের দেখিয়ে জিজ্ঞেস করলো”””!!!!
“”””””জোসুয়া না বোধক মাথা নাড়ালো”””””
“”””””ও এরিক নিক আংকেলের ছেলে, ও প্রিয়াঙ্কা আর ফিন নিক আংকেলের ভাই মি. এরাবেক আংকেলের ছেলে মেয়ে, আর ও রোভান নিক আংকেলের বোন এনা আংটির ছেলে””””””
“””””ওরা সবাই বাইরে দেশ থেকে কালকে এসেছে নিক আংকেল আর তাদের ভাই বোন কে তো তুমি চিনো ওরা বাইরে ছিল তাই ওদের চিনতে পারছে না””””””
“””””জোসুয়া সবাই সাথে সৌজন্য মূলক হাত মিলালো”””””
“””””জেসমিন সবাইকে হাই বললো জোসুয়া জানালো জেস কারও সাথে হাত মিলানো পছন্দ করে না””””””
“”””” ফিন লোভাকাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে জেসমিনের দিকে””””””
“””””রোভান বুঝতে পেরে তাকে চোখের ইশারায় এখন এই সব করতে না করছে””””””
“””””এরিক বললো কেনো ওর কি ছোঁয়াছুয়ি রোগ আছে নাকি যে হাত মিলাই না””””””
“””””জোসুয়া আর ডেভিড বাদে সবাই উচ্চ স্বরে হেঁসে উঠলো”””””
“””””জেসমিন চোখ ছোট ছোট করে এরিকের দিকে রাগান্বিত দৃষ্টি তে তাকালো””””””
“”””এরিক এক পেশে হেঁসে জেসমিনের দিকে তাকিয়ে আছে””””
“””””জেসমিন উত্তর দেওয়ার জন্য মুখ খুলার আগে জোসুয়া বলে উঠলো”””””
“”””””ও মোসলমান (মুসলিম) দেশ থেকে এসেছে ও অপরিচিত কারও সাথে হাত মিলানো পছন্দ করে না””””””
“””””প্রিয়াঙ্কা বললে কেন যত টুকু জানলাম ডেনা (ডানা)তো মোসলমান(মুসলিম) ও কীভাবে হাত মিলালো””””!!!
“””””ডেনার (ডানা) কথা জানি না কিন্তু জেস পছন্দ করে না”””””
“””””জোসুয়ার কথায় ডানা ভিয়ানা ভেংচি কেটে বললো আধিক্ষ্যতা”””””
“””””ওরা শুধু একি ইসলামের না ওরা কিন্তু দুইজনে বোন ডেভিড বলে উঠলো এরিকদের”””””””
“”””””হ্যা ও আমার বোন বাট আপন না ডানা ভেংচি কেটে বলে উঠলো”””””
“””””এরিক জেসমিনের মুখের দিকে তাকালো জেসমিন ছলছল চোখে জোসুয়া কে বললো”””””
“””””আমাকে ক্লাসে যেতে হবে বাই গাইস বলে হাটা শুরু করলো”””””
“”””” তুমি খুবই অসামাজিক একটা মেয়ে সব সময় ওকে কাঁদিয়ে দাও এটা বলে জোসুয়া গটগট করে জেস, জেস বলতে বলতে চলে গেল””””””
“”””ডানা রাগে ফুঁসছিল”””””
“”””” তুমি এটা মোটেও ঠিক করো নি ডেনা(ডানা) ডেভিড বলে উঠলো”””””
“””””ওকে ফাইন তুৃমিও আমাকে তোমার ভাইয়ের মতো অপমান করো ডানা মুখ গোমড়া করে বললো”””””
“””””এরিকের জেসমিন দিকে মোহনীয় দৃষ্টিতে তাকানোর পর জেসমিনের উপর ক্ষোভ প্রকাশ করার জন্য প্রিয়াঙ্কা ডানা কে সাপোর্ট করে বললে”””””
“”””ডেনার (ডানা) কি দোষ ওর আপন বোন না তাই সেই সত্যি বললো এতে অভার করার কি আছে””””””!!!!
“””””ডানা এক গাল হেসে প্রিয়াঙ্কা কে ধন্যবাদ দিল”””””
“””””এরিক চুপচাপ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে””””””
“””””তার মাথায় অন্য খেলা ঘুরছে””””””
“””””জেসমিন ক্লাসে টেবিলে মাথা নিচু করে বসে কান্না করছে””””””
“”””জেস জেস বলে দৌড়ে আসলো জোসুয়া”””””
“”””তাকিয়ে দেখে শেষের সারিতে জেসমিন টেবিলে মাথা রেখে বসে আছে”””
‘”””একটু পর পর কেঁপে উঠছে বুঝাই যাচ্ছে কান্না করছে”””””
“”””জোসুয়া আস্তে আস্তে জেসমিনের পাশে গিয়ে বসলো”””””
“”””আস্তে করে জেসমিনের মাথায় হাত রাখলো জোসুয়া”””””
“”””জেসমিন মাথা তুলে জোসুয়া কে দেখে ওর বুকে গিয়ে পড়লো আর হু হু হু করে কেঁদে উঠে বললো”””””
“””””আমি পারছি না জোসুয়া আর পারছি না আমাকে তার বোন বললে তার কি হয় আমি কি খুবই খারাপ””””””!!!!
“”””জোসুয়া জেসমিনের পিঠে আলতো হাত রেখে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো”””””
“”””””এরিক আমি রাতের পার্ট তে কি পরবো প্রিয়াঙ্কা এরিক কে জিজ্ঞেস করে উঠলো হাতের মধ্যে হাত ডুকিয়ে”””””!!!!
“”””” আই ডোন্ট নো প্রিয়াঙ্কা আমার মাথা খেয়ো না এটা বলে হাত সরিয়ে এরিক গটগট করে আগে হেঁটে ক্লাসে ডুকে গেল”””””
“”””ক্লাসে ডুকে তার চোখে পড়লো শেষের টেবিলে জোসুয়া আর জেসমিনের দিকে””””””
“”””””জেসমিন এখনো জোসুয়া কে জড়িয়ে ধরে আছে”””””
“””””আস্তে করে জেসমিন জোসুয়া কে ছেড়ে বললো আমি খুবই দুঃখিত জোসুয়া হঠাৎ করে কেমনে কি করে হলো””””””!!!
“””””হেই হেই জেস ইটস ওক্কে আমি কিছু মনে করি নিই এইরম হয় মাঝে মাঝে জোসুয়া তড়িঘড়ি করে বলে উঠলো””””
“””” আর এমনে তে ওর মতো একটা ডাইনি মানে ডানার কথার তোমার কিছু মনে করা উচিত না”””
“‘””আমার ওকে বিকৃত মস্তিষ্কের লাগে আর তুমি জানো এইসব মানুষ কি না বলে”””””””
“””””ডাইনি””””!!!!
“””””জেসমিন খিলখিল করে হেঁসে উঠলো জোসুয়ার কথায়””””””
“””””মুখে হাসি রেখে হেই জোসুয়া ও আমার বোন তুমি এইভাবে কেন বলছো জেসমিন বলে উঠলো”””””!!!
“”””””ও গড তুমি হাসলে তো এটার জন্য আমি একশত বার তোমার বোন কে ডাইনি ডাকতে রাজি জোসুয়া বলে উঠলো””””
“”””জেসমিন আবারও খিলখিল করে হেঁসে উঠলো”””””
“”””জোসুয়া মুচকি হেঁসে জেসমিনের দিকে তাকিয়ে আছে”””””
“”””চোখে একটু একটু পানি ঠোঁটে চমৎকার একটি মিষ্টি হাসি কি যে সুন্দর দেখাচ্ছে জেস কে””””””
“”””এরিক দরজা দাঁড়িয়ে কপালে সুক্ষ্ম বাজ করে কঠিন দৃষ্টিতে জেসমিন আর জোসুয়া দিকে তাকিয়ে আছে তার কেন জেন খুবই রাগ লাগছে””””””!!!!
“”””এরিক তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো ডেভিড বলে উঠলো”””””””!!!!
“””””এরিক পিছনে তাকিয়ে দেখে ডেভিড ডানা,ভিয়ানা, ফিন,রোভার,প্রিয়াঙ্কা আরো অনেকেই তার পিছনে এসে দাঁড়িয়েছে””””””
“”””ভিতরে গিয়ে যে যার টেবিলে বসলো”””””
“”””এরিক ভিতরে ডুকার সাথে সাথে সব গুলো মেয়ে ফিসফিস করা শুরু করলো””””
“”””হি সো হট চি ব্রান্ডের ড্রেস সব কিছু প্রচুর দামি ওরা আরো নানা কথা ফিসফিস করে বলতে থাকলো”””””
“”””” প্রিয়াঙ্কা এরিকের পাশে গিয়ে বসলো””””””
“”””কিন্তু এরিকের নজর এখনো জোসুয়া আর জেসমিনের দিকে””””””
“””””প্রিয়াঙ্কা তার মত বক বক করতে আছে সেই আজ রাতের পার্টিতে এই ড্রেস পরবে ও ড্রেস পরবে””””””””
“””””ডানা ডেভিডের পাশে গিয়ে বসলো সেই মহা খুশি কারন এরিকের বাসায় সেই পার্টিতে দাওয়াত পেয়েছে সেই ডেভিডের সাথে করে যাবে আজ”””””””
“”””” হঠাৎ প্রফেসর আসাতে সবাই বক বক বন্ধ হয়ে গেল”””””
“”””হেই আমি তোমাদের প্রফেসার উইল কিভার্ট””””””
“”””তোমরা আমাকে মি. উইল ডাকতে পারো””””””
“”””তোমাদের মধ্যে চার জন অন্য দেশ থেকে আমাদের ভার্সিটি তে নতুন এডমিশন নিয়েছে তাদের সাথে তোমাদের পরিচয় করে দি””””””
“””””এরিক, ফিন, রোভার প্রিয়াঙ্কা”””””
“””” ওরা সবাই উঠে দাঁড়ায়””””
“”””সবাই সাথে ওদের পরিচয় করে দিয়ে ওদের বসতে বলে”””””
“”””রোভার আমি একদম সহ্য করতে পারছি না মানুষের রক্তের ঘ্রাণ ফিন ফিসফিস করে বলে উঠলো”””””
“””””তোমাকে তো আংকেল নিক ঔষধ টা দিয়ে ছিল যেটা খেলে বারো ঘন্টা নিজেদের আমরা কন্ট্রোল রাখতে পারবো””””””
“”””হুম খেয়েছি বাট আমার তাও সয্য হচ্ছে না তুমি তো জানে আমার মানুষের রক্তের নেশা বেশি””””””
“””””রোভার ফিন কে আরো একটি ঔষুধ দিল খাওয়ার জন্য””””””
“”””মি. উইল হঠাৎ বলে উঠলো””””
“””””ওকে তোমাদের মধ্যে যে চার জন নতুন তাদের কে আমি কিচ্ছু অন্য ছাত্র ছাত্রীদের সাথে বসতে দিবো যাতে করে তোমরা নোট ভালো মত ধরতে পারো””””””
“”””রোভার তুমি লিজা সাথে গিয়ে বসো””””””
“”””” ফিন তুমি ডেভিডের সাথে গিয়ে বসো”””””
“”””প্রিয়াঙ্কা তুমি জোসুয়া সাথে গিয়ে বসো”””””
“”””এবং লাস্ট এরিক তুমি জেসমিনের সাথে গিয়ে বসো”””””
“”””জেসমিন চোখ বড় বড় করে চট করে এরিকের দিকে তাকালো”””””
“”””এরিক জেসমিনের দিকে তাকিয়ে এক পেশে হেঁসে কাঁধ ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো”””””
“””” প্রিয়াঙ্কা হঠাৎ এরিকে হাত টেনে ধরে বললো”””””
“””” তুমি ঔ মেয়ে সাথে বসতে পারবে না এরিক””””””
“”””এরিক মৃদু ধাক্কা দিয়ে প্রিয়াঙ্কার হাত ফেলে দিয়ে দাঁত কিড়মিড় করে আস্তে করে বললো””””””
“”””আমি কখনো কারও কথা শুনে কাজ করি না যতখন না তাতে আমার ইচ্ছা থাকে””””””
“””সবাই প্রফেসরের কথা অনুযায়ী যে যার সাথে গিয়ে বসলো”””””
“”””রোভার লিজার সাথে গিয়ে বসে বললো হাই বলে পরিচিত হলো দুজনে””””
“”””ফিন নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বললো”””””
“”””” উপপ মি. উইল””””
“”””””আই উইল কিল ইউ””””!!
“””””তুমি আমাকে জেসের সাথে কেন দিলে না সি সো হুমমম করে জিভ বের করে উঠলো সেই”””””””
“””””এরিক গিয়ে জেসমিনের পাশে বসলো”””””
“”””পড়ার মাঝে মাঝে রোভার মহনীয় দৃষ্টিতে দেখছে লিজা কে তার কাছে এই চশমা পরা মেয়েটা খুবই মিষ্টি লাগছে”””””
“””” হঠাৎ জেসমিন খেয়াল করলো এরিক নাক মুখ কুচকে নাকে বার বার হাত দিয়ে আবার সরিয়ে নিচ্ছে”””””
“”””জেসমিন নিজের গা শুকে দেখলো তার গায়ে থেকে কোনো বাজে ঘ্রাণ আসছে কি না”””””””
“”””না ভালোই তো পারফিউমের ঘ্রাণ তার গায়ে তাহলে ও কেন এমন করছে”””””!!!!
“”””এরিকের সহ্য হচ্ছে না এই কেমন মেয়ে যার রক্তের ঘ্রাণ এরিক কে এতো পাগল করে দিচ্ছে””””””
“””””সেই তো ঔষুধ খেয়ে এসেছে এমনে তে তার মানুষের রক্তের জন্য কখনো এতো নেশা হয় না তার উপর ঔষুধ খেলো তাও কেন এতো পাগল করছে এই মেয়ের রক্ত””””””””!!!!!
“”””” হয়েছে তোমার নাটক জেসমিন এরিকের দিকে তাকিয়ে বলে উঠলো”””””!!!
“””এরিক চোখ ছোট ছোট করে জেসমিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে উঠলো কি বললে তুমি”””””!!!
“”””হ্যা তোমাকে কি এক কথা বার বার বলতে হয় নাকি কানে কি কোনো সমস্যা আছে অবাক হওয়ার ভান করে জেসমিন বললো””””””!!!!
“”””এরিক দুষ্ট হেঁসে বললো বাহ রিভেঞ্জ (প্রতিশোধ)নেওয়া হচ্ছে তখন তোমাকে ও কথা বলার জন্য”””””!!!!
“”””””জেসমিন মিষ্টি করে হেঁসে ভেংচি কেটে বললো বাহ তুমি তো ভালোই বুদ্ধিমান হ্যা নেওয়া হচ্ছে”””””
“”””এরিক মুচকি হেঁসে উঠলো ভালোই লাগছে তার এই বাচ্চা মেয়েটার সাথে লাগতে””””
“””””জেসমিন বললো তোমাকে কিন্তু প্রতিদিন আমার সাথে বসতে হবে তাই এইরম নাক চিটকিয়ে লাভ নেই পড়াতে মন দাও””””””
“””” আর আমি নাককে কি রকম করছি না করছি তার দিকে তুমি না তাকিয়ে আমাকে পড়া বুঝাতে মন দাও এরিক বলে উঠলো””””””
“””””দূরে থেকে প্রিয়াঙ্কা শুকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে জেসমিন আর এরিকের দিকে””””””
“””””জেসমিন কপাট রাগ দেখিয়ে বললে নিজেকে কোথা কার রাজ পুত্র ভাবো যে আমি তোমার নাক চিটকানি দেখবো”””””!!!!
“””””রাজপুত্র ভাবি না আমি রাজপুত্র এরিক এক পেশে হেঁসে বলে উঠলো”””””
“”””জেসমিন তার আঙুল তুলে কিছু বলে উঠতে গেলে ঘন্টা বেজে ওঠে””””””
“”””সি ইউ টুমোরো লিলিপুট বলে উঠে গটগট করে বের হয়ে গেল এরিক তার দলবলের সাথে””””””
“””লিলিপুট”””!!!
“””আমাকে বলে লিলিপুট জেসমিন মুখ এক হাত বড় করে অবাক হয়ে বিড়বিড় করে বললো”””””
“””””ইডিয়েট রাগে রাগে গজগজ করতে করতে জেসমিন উঠে দাঁড়াতে ডেভিড এসে বললো”””””
“””””জেস তুমি ঠিক আছো””””””!!!!!
“”””জেসমিন বললো হুম আমি তো ঠিকই আছি এক কথা কয় বার জিজ্ঞেস করবে””””””!!!!
“”””” আমি ডানার বেপার টার কথা জিজ্ঞেস করছি””””””
“”””জেসমিন কিছুখন চুপ মেরে চমৎকার একটি হাসি দিয়ে বলে উঠলো””””
“””””আমি ঠিক আছি ডেভিড আমার এইসবের অভ্যাস আছে এটা বলে সেই জোসুয়া লিজা সাথে বের হয়ে গেল”””””””
“”””ডেভিড আস্তে আস্তে ওদের পিছনে পিছনে বের হয়ে আসলো”””””
“””””জেস লিজা তোমরা কি এরিকের বাসায় আজ পার্টিতে যাবে””””””!!!
“”””””ওরা ক্লাসের সবাইকে আজ দাওয়াত করেছে ওদের বাসায়”””
“””””ওরা সবাই অন্য দেশ অনেক বছর পর এসেছে এই কারনে জোসুয়া বলে উঠলো””””””
“””””না আমি যাবে না আমার খালামনির বাসায় আজ আমাদের ডিনার আছে লিজা বলে উঠলো”””””””
“”””নো জোসুয়া আমিও কোনো পার্টিতে যাবো না জেসমিন বলে উঠলো””””””
“””লিজা তো তার কারণ বলেছে তুমি কেন যাবে না তা কারণ বলো জোসুয়া বলে উঠলো””””””
“”””””এমনি যাবো না আমি কখনো এইসব পার্টিতে যাই নি আর আমি ওদের কেউ কে ভালো করে চিনি না জেসমিন বলে উঠলো””””””
“””আমাকে তো চিনো আমি তো যাবো জোসুয়া বলে উঠলো”””””
“””” বাট জোসুয়া….”””””!!!
“”””নো জেস আমি কোনো কথা শুনতে চাই না তোমাকে আজ যেতে হবে”””
“”””আর তোমাকে আজ আমি পিক করতে আসবো সো কোনো না বলা চলবে না জোসুয়া বললো””””””
“””””জেসমিন কতখন চুপ থেকে মাথা নিচু করে আহতস্বরে বললো”””””
“””””ওরা সবাই পার্টি কালার লং গাউন পরে আসবে আমার এইসব ড্রেস নেই””””””
“”””ও মাই ডেয়ার জেস শুধু এই বেপার”””””!!!!
“”””তুমি কোনো চিন্তা করো না তোমার ড্রেস আমি ফাটিয়ে দিব তাও তোমাকে যেতে হবে””””””
“”””জেসমিন কিছু বলার জন্য মুখ খোলার আগে জোসুয়া হরগরিয়ে বলে উঠলো””””””
“”””””নো নো আমাকে তুমি ড্রেস দিতে না করতে পারবে না তুমি এখন চুপচাপ বাসায় যাবে আমি ড্রেস ফাটিয়ে দিবো””””””
“”””উপপস মম কেন যে আজ খালামনির বাসায় ডিনার নিলো কি সুন্দর জোসুয়া সাথে পার্টিতে যেতে পারতাম মনে মনে বিড়বিড় করে বলে উঠলো লিজা”””””
“””””এই বার চলো তোমরা জোসুয়া,জেসমিন আর লিজা সাথে বাইরে চলে গেল””””””
“””””নো জোসুয়া জেস তোমার দেওয়া ড্রেস না আমার দেওয়া ড্রেস পরে যাবে”””
“””””পিছনে দাঁড়িয়ে মুচকি হেঁসে বিড়বিড় করে বলে উঠলো ডেভিড””””””
চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here