হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-১,২

হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-১,২
লেখিকাঃফারু ইসলাম

“””””আমেরিকা”””””
“”””নিক”””””
“”””তোমাকে কত করে বললাম এরিক কে ডেকে আনার জন্য মি. এভরিক কড়া স্বরে বলে উঠলো”””!!!
“”””ফাদার”””
“”””আমিও আপনিকে বার বার বলছি আমি এরিকের সাথে এমন করতে পারবো না ও আমার একমাত্র ছেলে মি. নিক দৃঢ় কন্ঠে বলে উঠলো”””””
“””””আমার সামান্য কথা রাখলে কি তোমার ছেলে মারা যাবে খেখিয়ে উঠলো মি.এভরিক”””””
“”””হ্যা মারা যাবে তার জন্য আমি মত দিচ্ছি না মি. নিক অন্যদিকে মুখ করে বললো”””””
“”””হো হো হো ভ্যাম্পায়ার হয়েও তোমার ছেলে মারা যাবে……..!!”””””
“”””ঘর কাপিয়ে হাসতে লাগলো মি. এভরিক”””
“”””মি. নিক চোখ ছোট ছোট মি. এভরিক দিকে পূর্ন দৃষ্টি দিয়ে বললো””””
“””””তুমি খুব ভালো করে জানো সাগরে ঐ পারে আমাদের যাওয়ার নিষেধাজ্ঞা আছে”””””
“””””আর সবচাইতে বড় কথা উত্তর ঐ বনে ভ্যাম্পায়ার গেলে আর ফিরত আসে না””””
“”””আর তুমি ওকে সেখানে এরিকে ফাটাবে ঔ বিষাক্ত সাপের মাঝ খান থেকে ফুল আনার জন্য মি. নিক রীতিমতো আশ্চর্য হয়ে বললো””””
“””””মি.এভরিক মুখ বিকৃত করে বললেন”””””
“””” নিষেধাজ্ঞা “”””!!!!
“”””ওটা শুধু তোমার জন্য মানতে হচ্ছে না হলে এতো দিনে আমরা রাজ করতাম পুরা আমেরিকায়”””””
“””””ফাদার সাগরে ঔপারে কিছু মানুষ আমাদেরকে বিশ্বাস করে এপারে থাকতে দিয়েছে””””
“”””আমরা তাদের জন্য ভয়ংকর হতে পারি তা জেনেও আর তুমি তাদের শেষ করতে বলছো মি. নিক হতবাক হয়ে বললো”””!!!!
“””” মি. এভরিক নাক মুখ কুঁচকে বললেন তোমার এই নীতিবাদী কথা শুনলে আমার গা জ্বালা করে”””
“”””ভুলে যাবে না আমরা মানুষ না তাই মানুষের মত বিহেভ করা বন্ধ করো”””
“”””আমি তো তোমাকে আর এরিকে দেখলে অবাক লাগে””””
“”””তোমার ছেলে তোমার মত এইরম বোকা হয় নি আমার মত হয়েছে কঠিন মনের মানুষ”””””
“”””ফাদার এরিক এখনো মানুষের ভিতরে একদিনেও থাকে নি যদি থাকতো ঐ এইরম কঠিন মনের মানুষ হতো না মি. নিক কড়া কন্ঠে বলে উঠলো”””””
“””””ঐ কখনো মানুষ নামক ঐ প্রাণীদের সাথে থাকবে না তুমি দেখো”””””
“”””” কারণ ঐ ও আমার মত মানুষ দের ধ্বংস করতে চাই মি. এভরিক বলে উঠলো””””””
“””নো ফাদার এটা আপনি ওকে শিখিয়েছেন না হলো আমার ছেলে এতো হিংস্র হতো না মি. নিক বলে উঠলো”””””
“”””””””বাংলাদেশ”””””””
“”””””রফিক সাহেবের সাথে সেই কখন থেকে ঝগড়া নামক যুদ্ধ করছেন মিসেস বিলকিস আরা””””
“”””” তার কথার মূল বাক্যে হল জেসমিন কে বাংলাদেশে রেখে যাওয়া কোন এক সময় তারা তাকে নিয়ে যাবে””””
“””””কিন্তু বিলকিস আরা কথায় মঠোও সুবিধার মনে হচ্ছে না রফিক সাহেবের””””
“”””কারণ উনি জানেন বিলকিস আরা আর কখনও জেসমিন কে আসি নিবেন না””””
“”””তার আদরের বাচ্চা মেয়েটা শেষ হয়ে যাবে বিলকিস আরা জানোয়ার ভাইয়ের কাছে কারন সেই খুব খারাপ নজরে জেসমিনকে দেখে””””
“””””কিন্তু একথা উনি বিলকিস আরা কে কেমনে বলবে”””!!!
“””যে তোমার ভাই মানুষ রুপে একটা জানোয়ার তার কাছে তুমি আমার মা মরা মেয়েকে রেখে যেতে চাচ্ছো””””!!!
“”””কিন্তু না উনি এটা বলতে পারবেন না কারন এটা অনেক বার বলা শেষ এবার আবার একথা উঠালে বিলকিস আরা কান্না কাটি করে মরা বাড়ি মত শোক তুলবে”””””
“”””কিন্তু উনি জেসমিন কে সাথে নি যাবে না হলে এক পা ও তিনি আমেরিকার মাটিতে দিবেন না”””””
“””বিলকিস আরা কতখন চিল্লিয়ে যখন দম নিচ্ছেন তখন কঠিন শব্দে রফিক সাহেব বললেন””””””
“””””আমি সব কাগজ ঠিক করে রেখেছি তুমি গলা ছিড়ে ফেললো লাভ নাই””””
“”””জেসমিন যাবে আমাদের সাথে কাল”””””
“””””আমার কাছে ডানা যেমন মেয়ে জেসমিন ও তেমন আর কোনো কথা হবে না যাও জেসমিন কে ডেকে আনো””””””
“”””বিলকিস আরা বুঝতে পারছে রফিক সাহেব এইবার বেকে বসেছে সেই যে ভাবে হক জেসমিন কে তাদের সাথে নিবে””””
“”””””উনি রফিক সাহেব কে আর খাটালেন না পরে দেখা গেল তার সতিনের মেয়ে জন্য তাদের সবার যাওয়া বন্ধ হয়ে গেল”””
“””””এমনিতে অনেক কাঠগোয় পোহাতে হয়েছে পুরাপরি ভাবে আমেরিকা সেটেল হাওয়ার জন্য রফিক সাহেব কে মানাতে”””””
“””” উনি চুপচাপ কেটে পড়লেন””””
“””””জেসমিনের রুমে এসে মুখ ভেংচি কেটে বললেন যা যা বাবার আদরের দুলালি আপনার বাবা ডাকে”””””
“””””জেসমিন নিঃশব্দে বিলকিস আরা কে পাশ কেটে বাবার রুমে পা বাড়াতে যাবে”””
“””””তখনি জেসমিন আহঃ করে মৃদু স্বরে চিৎকার দিয়ে উঠলো”””””
“””””কারন বিলকিস আরা জেসমিনের চুল মুঠো ধরে বললেন””””
“””””বাপের কারণে আজ তুই আমাদের সাথে আমেরিকা যেতে পারছিস””””
“”””এতো খুশি হস না তোকে ঐখানে ডানার কাজের মেয়ে হিসেবে নিবো বুঝলি”””
“”””একথা বলে ধাক্কা মেরে চলে গেলেন জেসমিনকে”””””
“””””জেসমিন চোখের পানি মুছে বাবার ঘরে দিকে পা বাড়ালো””””

“””””””আমেরিকা””””””””
“”””নিক আমি কত করে বলছি এরিকের কিছু হবে না তুমি কি চাও না তোমার বাবা তার পুরানো শক্তি ফিরে পাক মি. এভরিক বলে উঠলো””””!!!!
“””” মি. নিক কি বলবেন কিছু বুঝতে পারছেন না””””
“”””উনার নিজের ও তার বাবার জন্যে মায়া হচ্ছে আজ ২০০ বছর তার বাবা বিনা শক্তিতে জীবন যাপন করছেন তারও খুব কষ্ট হচ্ছে””””
“””” কিন্তু উনি বা কি করে তার ছেলেকে বিষাক্ত সাপের মধ্যে ফাটাবে যার একটি কামড়ে শক্তিশালী ভ্যাম্পায়ার বাঁচতে পারবে না”””””
“””” মি এভরিক খেয়াল করলেন তার ছেলে নরম হতে শুরু করেছে””””
“””” তাই তিনি তার কথার জালে ছেলে কে আবারও ফেলার জন্য বললেন””””
“””এরিকে এমন একজন ভ্যাম্পায়ার যেই ঐ উত্তর বনে গিয়ে ঔ বিষাক্ত সাপ গুলোর মধ্যে দিয়ে ঐ ফুল টা আমার জন্য আনতে পারবে আর কারো পক্ষে সম্ভব না”””
“””থাক তুমি যখন তোমার ছেলেকে কষ্টে দেখতে পারবি না বাবা কে দেখতে পারবি তাহলে বাদ দাও লাগবে না আমার শক্তি””””
“””আজ ২০০ বছর আগে থেকে যেমন পরে আছি তেমনি থাকবো”””
“”””আমার এরিক আমাকে খুব ভালো বাসে আমি জানি ঐ যদি জানতে পারে একমাত্র ঔ ফুল আমার হারানো শক্তি ফিরে আনতে পারবে ঐ ছুটে চলে যাবে তাই ওকে কিছু বলোনা””””””
“””এইকথা বলে উনি আঁড়চোখে ছেলের দিকে তাকালেন”””
“””মি. নিক মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে”””””
“””””মি. এভরিক দুষ্ট হেঁসে পাশ ফিরে শুতে শুতে বললেন যাও নিক আমার শরীর টা খারাপ লাগছে একটু রেস্ট নিবো”””””
“””””মি. নিক চিন্তিত মুখে রুম ত্যাগ করলেন””””
“””আজ মি. এভরিক খুশিতে পানিতে ভাসমান হাঁসের মত ভাসছেন””””
“”””কারণ উনি বুঝে গেছেন তার নীতিবাদ ছেলে কে জোর পূর্বক কিছু করাতে পারবেন না যা করতে হবে নীরহ সেজে করাতে হবে””””””
“””””তার ঐ ফুল চাই চাই মরলে মরুক এরিক তার ফুল নিয়ে আসতে পারলে হলো””””””
“””””আহা কত শান্তি লাগছে ২০০ বছর ধরে এই ফুলের অপেক্ষা করছেন তিনি এবার বুঝি তার সাধনা পূরণ হবে মি. এভরিক খুশিতে গদগদ হয়ে গেলেন””””
“””””””বাংলাদেশ””””””
“”””জেসমিন তার বাবার রুমে সামনে গিয়ে বললেন”””
“”””বাবা ডেকে ছিলা”””!!!
“””হ্যা রে মা ভিতরে আয়””””
“””জেসমিন আস্তে আস্তে রুমে ডুকে রফিক সাহেবের পাশে এসে বসলেন””
“””উনি উঠে বসে বললেন তোর কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছিস তো মা””””
“”””জেসমিন না বোধক মাথা নাড়ালো”””
“”””রফিক সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন””””
“”””কেন রে মা তোকে তো অনেক আগে বললাম গুছানোর জন্য কেন গুছালিনা””””
“”””জেসমিন কাঁপা কাঁপা কন্ঠে বললো”””””
“””” আমি ভাবছিলাম তুমি আমাকে মার কথা মতো রেখে যাবে””””
“”””রফিক সাহেব আর কোনো কথা বলতে পারলেন না””””
“”””ঠিক তো উনি তো বিলকিস আরা কোনো কথা ফেলে না তার চোখের সামনে তার মেয়েকে কাজের মেয়ে মতো রাখে উনি কিছু বলতে পারেন না কখনো মেয়ের সাপোর্ট তো নিতেন না মেয়ে তো তার এমন ভাবার কথা “””””””
“”””রফিক সাহেব জেসমিনের হাত ধরে বললেন””””
“””””মারে আমি এতো টা দিন তোর সাপোর্ট নিয় নেয় কতো কষ্ট করে তুই এদের সাথে লড়াই করে বেছে ছিলি””””
“”””আর আমি তোর মার একটা ধমক খেয়ে আর কিছু বলতে পারতাম না আর না এইবার তোর সব পাওয়া জিনিস তুই পাবি”””””
“”””জেসমিন রফিক সাহেব কে জড়িয়ে ধরে কান্না করে দিল”””””
“”””কান্না বেজা কন্ঠে বলতে লাগলো আমার কিছু চাই না বাবা কিছু না তুমি শুধু আমার পাশে থেকো আর কিছু লাগবে না”””””
“”””রফিক সাহেব মেয়ের মাথায় হাত দিয়ে বললেন”””
“””” তুই কাপড় চোপড় গুছিয়ে নিস নি অনেক ভালো হলো জেসমিন রফিক সাহেব কে ছেড়ে দিয়ে অবাক চোখে তার দিকে তাকালো””””
“”””” রফিক সাহেব মিটমিট করে হেসে বললেন তোর জন্য আমি অনলাইন অনেক কিছু কিনছি পছন্দ হবে তোর আমার বিশ্বাস””””””
“”””জেসমিনের কথা যেন গলায় আটকে গেল তার বাবা তাকে এতোটা ভালোবাসে”””!!!!
“”””জেসমিন রফিক সাহেব কে আবারও জড়িয়ে ধরে বললো তোমার পছন্দ আমার পছন্দ বাবা”””””
“”””রফিক সাহেব মেয়ের মাথায় হাত ভুলালেন আজ কত বছর পর তার মেয়ে সাথে তিনি মন খুলে কথা বলছেন”””””
“”””আর দিবে উনি তার এই বাচ্চা মেয়েকে কষ্ট অনেক সহ্য করেছে তার মেয়ে আর না””””
“””মেয়েকে রুমে গিয়ে কাপড় গুছাতে বলে উনি ইজি চেয়ারে গিয়ে চোখ বন্ধ করে আগের কথা মনে করতে শুরু করলেন”””””
“”””অনেক বছর আগে তার প্রথম বউকে ঠকিয়ে পরকীয়া জরিয়ে ছিলেন বনলতার সবচেয়ে প্রিয় সখি বিলকিসের সাথে”””””
“”””” বিলকিস একদিন জানাই সেই মা হবে””””!!!!
“””””যার কারনে গোপনে বিয়ে করতে হয় বিলকিস কে”””
“”””তার ৩ বছর পর জেসমিন আসে মিসেস বনলতার গর্ভে””””””
“””””জেসমিনের ১ বছর যখন হঠাৎ একদিন সব বনলতা জেনে যাই””””
“”””আর তার ফলস্বরূপ বনলতা নিজের জীবনে নিজে নিয়ে নেয়””””””
“”””””সহ্য করতে পারেনি সেই রফিক সাহেবের ধোঁকা””””
“”””এরপর থেকে কেমন চুপচাপ হয়ে গেলেন তিনি””””
“”””তখন তিনি বুঝলেন ভালো তো শুধু তিনি বনলতা কে বেসে ছিল বিলকিস আরা ছিল একটা মোহ তার”””””””
“”””এইসব কথা মনে করছিলেন আর নিশব্দে চোখের পানি ফেলছিলেন”””””””
“”উচ্চ ভলিউমে হলিউড গান শুনা যাচ্ছে ডানার রুম থেকে এতো রাতে রফিক সাহেব উঠে কানে তুলা দিলেন””””””
“””আর বিড়বিড় করে বললেন একদম মায়ের মতো বেপরোয়া হয়েছে মেয়েটা””””
“”””না জানি আমেরিকা গিয়ে কি করে, দেখা যাবে ঘরে ফিরবে না””””””
“””””আমেরিকা””””””
“”””অন্য মহল থেকে এরিকের ডাক পরলো””””
“””””তার পাপা তাকে তাদের আগের মহলে যেতে বলছে””””””
“”””সেই চোখ বন্ধ করে তার বাবার কথা শুনে বললো”””
“”””কালকে পাপা”””””
“””””টু নাইট আই এম সো মাচ বিজি”””””
“”””ওকে এরিক বাট জলদি আসবে”””””
“””সেই হুমমমমমমম করে তার পাশের শুয়ে থাকা সুন্দরী ভ্যাম্পায়ার মেয়েটিকে আরো গভীর ভাবে জড়িয়ে ধরলো”””” “”””তার আজকের রাতের বিছানা সঙ্গি এলিনাকে””””
“”””প্রতি রাতের মত আজও সেই সুন্দর ভাবে উপভোগ করতে চাই”””””
চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here