জামাই ৪২০ (পর্ব ১৮)

জামাই ৪২০ (পর্ব ১৮)
Tisha Khan Nabila

সম্রাট একেরপর এক রীতা কে….থাপ্পর মেরেই যাচ্ছে অভিক চেঁচিয়ে বললো..!!

—–সম্রাট কি করছো??ছাড়ো আমার মেয়ে কে..!!

সম্রাটঃ আপনি একটা কথাও বলবেন না আঙ্কেল….নিজের মেয়ে কে ভাল কিছু শেখাতে তো পারেননি..!!😠😠

রীতাঃ শ্যাম আমি তোমাকে ভালবাসি..!!😢

সম্রাট ফল কাটার ছুড়ি দেখলো….ছুড়িটা এনেই রীতা’র গলায় ধরলো..!!

অভিকঃ সম্রাট..!!😤

সম্রাটঃ ওকে আমি মেরে ফেলবো….ওর জন্য মিষ্টি আমাকে চিনতে পারছে না..!!😠😠

হঠাৎ সেখানে রায়হান এলো..!!

রায়হানঃ সোম কি করছো তুমি??

সম্রাটঃ পাপা আই উইল কিল হার..!!😠😠

রায়হানঃ ছাড়ো ওকে ছাড়ো বলছি..!!

রায়হান গিয়ে সম্রাট কে ছাড়িয়ে….টেনে নিয়ে যেতে লাগলো সম্রাট যেতে যেতে বললো..!!

—–আর কোনদিন যদি আমার লাইফে….বা আমার আর মিষ্টি’র লাইফে আসার চেষ্টা করিস….তাহলে কসম আল্লাহর তোকে আমি জানে মেরে ফেলবো..!!😠

রীতা ভীতু চোখে তাকিয়ে আছে….রায়হান সম্রাট কে নিয়ে হসপিটালে গেলো..!!

৬মাস পর..!!

৬মাসেও তিশা সম্রাট কে চিনতে পারেনি….আর ডক্টরও বেশী চাপ দিতে নিষেধ করেছে….মেডিসিনটা দিয়ে যাচ্ছে রোজ….ডক্টর বলেছে ধীরে ধীরে সবটা মনে পড়ে যাবে….তিশা’র ইন্টার ফাইনাল ইয়ারের পরিক্ষা শেষ….সোফায় বসে খবরের কাগজ পড়ছে আরসাল….তখন তিশা নেমে এসে বললো..!!

—–বাপি আমি বাইরে যাচ্ছি..!!

আরসালঃ কেন??

তিশাঃ পরিক্ষা শেষ একটু আড্ডা দিয়ে আসি..!!

আরসাল চৌধুরী কিছু বললো না….তিশা বেরিয়ে গেলো তিশা যাওয়ার পর সম্রাট এলো..!!

আরসালঃ আরে তুমি??

সম্রাটঃ বাবাই আমার কথা আছে..!!

আরসালঃ হ্যা বলো কি বলবে??

সম্রাটঃ আমি মিষ্টি কে বিয়ে করবো..!!

আরসালঃ মিষ্টি তো তোমারই বউ..!!

সম্রাটঃ আমি মিষ্টি কে সবটা মনে করাতে চাই….ওর মাএ কিছু কিছু কথা মনে পড়েছে….বাট আমি চাই ওর সবটা মনে পড়ে যাক….আর তারজন্য মিষ্টি কে আমি আবার বিয়ে করবো….মিষ্টি’র তো মনে নেই আমি ওর হাসবেন্ড….এরপর আমি মিষ্টি কে সবটা মনে করাবো….মিষ্টি যা যা করতো সেই সবটা ওর চোখের সামনে প্রেজেন্ট করবো….এবার সম্রাট হবে মিষ্টি’র জামাই ৪২০..!!😎😎

আরসাল হা করে তাকিয়ে আছে..!!

সম্রাটঃ বাবাই তার জন্য তোমার….মিরপুর যেতে হবে প্লিজ নো মোর কোশ্চেন..!!😣

আরসালঃ তিশা’র সব মনে করাতে হলে তাই যাবো..!!

৪দিন ওরা মিরপুরে গেলো….সম্রাট’রাও ওদের মিরপুরের বাড়ি গেলো….আবার ওদের বিয়ে হলো তবে কাবিন হলো শুধু….বিয়ের সময় অবদিও সম্রাট নিজের আসল রুপেই ছিলো….এরপর সম্রাটে’র সাজ দেখে তিশা’র মেজাজ গরম হয়ে গেলো..!!

তিশাঃ একি এটা কি সেজেছো??😤

সম্রাটঃ আমিতো এমন সেজেই থাকি..!!

তিশাঃ হোয়াট??

সম্রাটঃ হোয়াট মানে কি??🤔

তিশাঃ 😱😱

সম্রাটঃ কিতনি সুন্দার হে..!!😂😂

তিশা আরসাল কে ডেকে আনলো..!!

আরসালঃ কি হলো মা??

তিশাঃ বাপি ও এমন জোকার সেজেছে কেন??😠

আরসালঃ এটাই ওর আসল সাজ মা..!!

তিশাঃ মানে ও না ডক্টর??তুমি তো বললে বাপি..!!

আরসালঃ তোকে বিয়ে দিতে মিথ্যে বলেছি..!!

তিশাঃ কিহহহহ??😵

আরসালঃ হাম না হলে তুই রাজি হতিনা তো..!!

তিশাঃ এটা তুমি ঠিক করোনি বাপি….একে আমি স্বামী বলে মানি না..!!😤😤

বলে তিশা হনহন করে চলে গেলো….সম্রাট নিজেকে আয়নায় দেখে বললো..!!

—–হায়রে সম্রাট এটা কি সাজ তোমার??আমারই পছন্দ হচ্ছেনা আর তো মিষ্টি..!!😑

এরমাঝে নিচে কারো ডাক শুনলো….আরসাল আর সম্রাট নিচে গেলো..!!

আবিরঃ বাপি..!!

আরসালঃ আবির তুই??

আবির এসে আরসাল কে জড়িয়ে ধরলো..!!

আরসালঃ মনে পড়লো সবার কথা??

আবিরঃ রোজ মনে পড়তো বাপি..!!

সম্রাটঃ এটা কে??

আরসালঃ ও আবির আমার ছেলে..!!

সম্রাট মনে মনে বললো..!!

—–আবির এত বছর পর এলো….ধ্যাত আমিতো কথাও বলতে পারবো না এখন….আমার তো স্টুপিট কাজগুলো করতে হবে..!!

আবিরঃ ও কে??

আরসালঃ ও সম্রাট তিশা’র হাসবেন্ড..!!

আবিরঃ হোয়াট??বাপি হোয়াট আর ইউ সেয়িং??🤨

সম্রাটঃ চল সম্রাট স্টার্ট হয়ে যা..!!

মনে মনে বলে এরপর বললো..!!

—–আই ইংরেজের বাচ্চা….এত ইংলিশ বলিস কেন??😑

আবিরঃ হোয়াট দ্যা হেল বাপি??এটা বোনের হাসবেন্ড??

সম্রাটঃ কিহহ আবার বলিস??🐸

বলে তেড়ে গেলো আবিরে’র দিকে..!!

আবিরঃ 😳😳

আরসালঃ জামাই তুমি উপরে যাও..!!

সম্রাটঃ ওকে শ্বশুর ফাদার..!!😶

আরসালঃ ☹

সম্রাটঃ হু আসছে..!!😬

বলে থেমে গিয়ে মনে মনে বললো..!!

—–ওহ গড আসছে না….ওটা যেন কি হবে??আই আই আইছ ইয়েস আইছে..!!

সম্রাটঃ হুহু আইছে..!!😏😼

জোরে বলে উপরে গেলো….আবির হা করে তাকিয়ে আছে….তিশা একটুপর এলো তিশা এসে বললো..!!

—–তুমি ভাইয়া তাইনা??

আবিরঃ তুই আমাকে চিনতে পারছিস না??😵

আরসালঃ আমি তোকে বলবো সবটা….আর মামনি এটাই তোমার ভাইয়া..!!

আবার মেলোড্রামা হলো..!!

আবিরঃ বাপি আমি এখানকার ভার্সিটিতে….অলরেডি ট্রান্সফার হয়ে এসেছি….আমেরিকা আমি আর যাবোনা..!!

এভাবে কাটতে লাগলো দিন….তিশা’র পরিক্ষার রেজাল্ট দিলো….অনেক ভাল রেজাল্ট করেছে….তিশা এলএলবি ফার্স্ট ইয়ারে এডমিশন নিলো….সম্রাট তো লেগেই আছে তিশা কে সব মনে করাতে….আর সাথে এক্সট্রা সবকিছু করলো….বাট সম্রাট যে রাগী তিশা’র জন্মদিনে….নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারেনি….আর ওরকম একটা পরিস্থিতিতে কেউই পারতো না….নিজের রাগটা কন্ট্রোল করতে চুপ থাকতে..!!

#বর্তমান..!!

সম্রাট ওয়াসরুম থেকে বেরিয়ে দেখে….তিশা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে….সম্রাট মুচকি হেসে ঠিকমত শুইয়ে দেয়..!!

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here