জামাই ৪২০ (পর্ব ১৭)

জামাই ৪২০ (পর্ব ১৭)
Tisha Khan Nabila

তিশা আস্তে আস্তে বলে উঠলো..!!

—–আআআই এম সসসসরি….সসসসরি ফফফর এভ্রিথিং সসসম্রাট..!!

বলে চোখদুটো বন্ধ করে নিলো..!!

রাইমাঃ মনপাখি..!!

সম্রাটঃ মিষ্টি চোখ খোলো প্লিজ….আমি আর কখনো তোমার গায়ে হাত তুলবো না….আর কখনো তোমাকে বকবো না প্লিজ….মামনি ওকে বলো না চোখ খুলতে….একবার আমাকে বজ্জাত বলতে..!!😭

রাহেলাঃ সম্রাট ওকে হসপিটালে নিতে হবে..!!

সম্রাটঃ হ্যা আমার মিষ্টি’র কিছু হবে না..!!

সম্রাট তিশা কে কোলে তুলে নিলো….রীতা হা করে তাকিয়ে আছে….সম্রাট রীতা’র সামনে গিয়ে রীতা’র বাবা….অভিকে’র দিকে তাকিয়ে বললো..!!

—–আমার মিষ্টি’র যদি কিছু হয়….কসম আল্লাহর আপনার মেয়ে কে আমি জানে মেরে ফেলবো..!!

বলে তাড়াতাড়ি বেরিয়ে গেলো….গাড়িতে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে….হসপিটালে পৌছালো হসপিটালে পৌছে….ডক্টর কে ডাকতে লাগলো..!!

ডক্টরঃ কি হয়েছে ওর??

সম্রাটঃ ও স্লিপিং পিল খেয়ে নিয়েছে….আর মাথায়ও আঘাত পেয়েছে প্লিজ ডু সামথিং ডক্টর….বাট আই ওয়ান্ট মাই ওয়াইফ প্যাক সেভলি..!!

ডক্টরঃ ওকে আমরা দেখছি..!!

সম্রাটঃ আমিও যাবো..!!

ডক্টরঃ সম্রাট তুমি গিয়ে কি করবে??

সম্রাটঃ আপনি কি জানেন না??

ডক্টরঃ প্লিজ আমাদের কাজটা আমাদের করতে দাও..!!

সম্রাটঃ লিসেন ডক্টর..!!

রাইমাঃ সম্রাট ওনাদের যেতে দে..!!

সম্রাটঃ But মামনি..!!

রায়হানঃ সম্রাট পাগলামি করো না..!!

সম্রাটঃ ওকে সরি ডক্টর..!!

ডক্টর তিশা কে নিয়ে অপারেশন থিয়েটারে গেলো….সম্রাটে’র নিজের উপর রাগ লাগছে..!!

সম্রাটঃ এতটা রেগে যাওয়া উচিত হয়নি….কেন মিষ্টি কে মারলাম আমি??কি করে পারলাম এটা করতে??

রাইমাঃ সম্রাট শান্ত হ….মনপাখির কিছু হবেনা..!!

প্রায় ৪ঘন্টা পর ডক্টর বের হলো..!!

সম্রাটঃ ডক্টর আমার ওয়াইফ??

ডক্টরঃ স্লিপিং পিলটা আমরা বের করেছি….ওর মাথায় আঘাতটা খুবই গভীর….তাই ওর সেন্স না আসা অবদি আমরা কিছু বলতে পারছি না..!!

বলে ডক্টর চলে গেলো….সম্রাট ধপ করে বসে পড়লো….ধীর পায়ে গিয়ে তিশা’র পাশে বসলো….তিশা কে দেখে সম্রাটে’র চোখ দিয়ে….টপটপ করে পানি পড়ছে..!!

সম্রাটঃ সরি মিষ্টি ভেরী সরি….আর কখনো তোমাকে বকবো না….তোমার গায়ে হাত তুলবো না….প্লিজ চোখ খোলো মিষ্টি প্লিজ..!!😢

রাইমা এসে সম্রাটে’র কাধে হাত রাখলো..!!

সম্রাটঃ মামনি আমি বুঝতে পারিনি….মিষ্টি এটা করবে আমি বুঝতে পারিনি….বাট আমি মেনে নিতে পারিনি….মিষ্টি রীতা কে বিয়ে করার কথা বললো….আমি সত্যি কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম….আমি কেন ওর গায়ে হাত তুললাম??সবথেকে বেশী কষ্ট পেয়েছে….ওকে তিশা বলেছি আজকে এটাতে….ওকে তো কোনদিন আমি তিশা বলিনি….কোনদিন ওর গায়ে হাতও তুলিনি..!!😥

রাইমাঃ নো ওয়ারী বাচ্চা….আমাদের মনপাখির কিছু হবেনা..!!

রাইমা যতই নিজেকে স্ট্রং দেখাক….ভেতরে ভেতরে ওরও কষ্ট হচ্ছে..!!

পরেরদিন সকালে তিশা চোখ খুললো….চোখ খুলে সামনে সবাই কে দেখলো….সম্রাট এসে তিশা কে ধরে বললো..!!

—–মিষ্টি এখন তুমি ঠিক আছো??

তিশা একভাবে তাকিয়ে আছে..!!

রাহেলাঃ তিশা কেমন লাগছে এখন??

তিশাঃ ভাল..!!

সম্রাটঃ মিষ্টি কোথাও কষ্ট হচ্ছেনা তো??

তিশাঃ আপনি কে??

সবাই হতবাক হলো এমন প্রশ্নে..!!

রাইমাঃ মনপাখি কি বলছো তুমি??

তিশাঃ কে মনপাখি??আপনারা কারা??

সম্রাটঃ মিষ্টি প্লিজ মজা করো না..!!

তিশাঃ হোয়াট??কে মজা করছে??

সম্রাট অবাক হলো খুব….তিশা বড়দের মতো করে কথা বলছে দেখে….সম্রাট ডক্টরের কাছে গেলো..!!

সম্রাটঃ ডক্টর ওর কি মেমোরি লস??

ডক্টরঃ হ্যা ঠিক ধরেছেন….আমারও তাই মনে হচ্ছে..!!

সম্রাট স্তব্ধ হয়ে গেলো….ডক্টর বুঝতে পেরে মেডিসিন এনে….সম্রাটে’র হাতে দিয়ে বললো..!!

—–এটা Cholinesterase inhibitors….আরেকটাতে আছে Memantine এটা রাখো..!!

সম্রাট ভ্রু কুঁচকে তাকালো..!!

ডক্টরঃ এটা ওকে খাওয়াবে….আশা করি তিশা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে..!!

সম্রাটঃ But ডক্টর এটাতো ড্রাগসে….আশক্ত হয়ে ধীরে ধীরে সব ভুললে দেয়….বাট মিষ্টি তো শিরি থেকে পড়ে সবটা ভুলেছে..!!

ডক্টরঃ ডোন্ট ওয়ারী সম্রাট….আই নো তুমি ও একজন ডক্টর….বাট তুমি কিন্তুু হার্ট সার্জন….এন্ড আই এম ইউআর সিনিয়র..!!

সম্রাটঃ আই নো ইইআর মাই সিনিয়র….এন্ড আই রেসপেক্ট ইউ আঙ্কেল….But হার্ট সার্জন হলেও….এতটুকু বোঝার ক্ষমতা আছে….এন্ড এখানে কথা হচ্ছে আমার ওয়াইফ কে নিয়ে..!!

ডক্টরঃ ডোন্ট ওয়ারী কিছু হবে না..!!

সম্রাট গিয়ে তিশা’র পাশে বসলো..!!

সম্রাটঃ মিষ্টি আমাকে চিনতে পারছো না??

তিশাঃ না পারছি না..!!

সম্রাট মেডিসিনটা কোনোরকম….জোর করে তিশা কে খাইয়ে দিলো….তিশা পাগলামি করছিলো যার কারনে….ওকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়েছে….সম্রাট রেগে রীতা’দের বাড়িতে এলো….সম্রাট কে দেখে রীতা দৌড়ে এসে বললো..!!

—–ওয়াও শ্যাম তুমি এখানে??😍

সম্রাট ঠাস করে রীতা কে থাপ্পর মারলো..!!

সম্রাটঃ তোমার জন্য সব হয়েছে….তোমার জন্য মিষ্টি আমাকে চিনতে পারছে না..!!😠😠

রীতাঃ হোয়াট??

সম্রাট রীতা কে আবার থাপ্পর মারলো….এরমাঝে অভিক চলো এলো কিন্তুুু সম্রাট….একেরপর এক রীতা কে থাপ্পর মেরেই যাচ্ছে..!!

চলবে……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here