জামাই ৪২০ (পর্ব ১৫)
Tisha Khan Nabila
সম্রাটঃ চলো এখন থেকে আর….স্টাডিতে ফাকি দিতে পারবে না..!!😠😠
বলে কান ধরে নিয়ে….তিশা কে গাড়িতে বসালো….তিশা ভ্যা ভ্যা করে কান্না করছে….সম্রাট গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলো….তিশা কান্না করেই যাচ্ছে..!!🐸
সম্রাটঃ জাস্ট সাট আপ মিষ্টি..!!🤬
জোরে ধমক দিলো….সাথে সাথে তিশা চুপ হয়ে গেলো….কারন এখন কেউ নেইও….যে ওকে বাঁচাতে পারে সম্রাটে’র ধমক থেকে….তাই মিনি বিড়ালের মতো বসে রইলো চুপটি করে….গাড়ি গিয়ে স্কুলের সামনে থামলো..!!
সম্রাটঃ নামো..!!
তিশা আমতা আমতা করে বললো..!!
—–কাল থেকে ক্লাস করবো..!!😶
সম্রাটে’র মেজাজ গরম হয়ে গেলো..!!
সম্রাটঃ সাট আপ ওকে??তোমার পরিক্ষার তো ২মাস ও নেই….আর কয়দিন বা ক্লাস হবে হ্যা??তাহলে কাল ক্লাস করবে কেন বলছো??চুপচাপ ক্লাসে যাও আর একটা কথাও না বলে….সবগুলো ক্লাস করবে আমি এসে নিয়ে যাবো..!!😠
তিশা ভেংচি কেটে ক্লাসে গেলো….সম্রাট ও গাড়ি নিয়ে চলে গেলো….তিশা সম্রাট কে বকতে বকতে ভেতরে গেলো..!!
রুপঃ কি রে কাকে ঝাড়ছিস??🤨
তিশাঃ কাকে আবার বজ্জাত কে..!!
রুপঃ ভাইয়া আবার কি করলো??
তিশাঃ জোর করে স্কুলে দিয়ে গেলো..!!😭😭
রুপঃ ওকে এখন ক্লাস কর..!!
তিশা বিরবির করেই যাচ্ছে….স্যার চলে আসায় থেমে গেলো….ক্লাস শেষ করে বের হতেই….তিশা সম্রাট কে দেখলো গাড়ির সাথে হেলান দিয়ে….দাড়িয়ে ফোন টিপছে তিশা ধাপধুপ পা ফেলে গিয়ে….নিজে থেকে গাড়িতে বসলো সম্রাট ও বসে বললো..!!
—–বাড়ি যাওয়ার সময়….আমাকে আর গাড়িতে বসতে বলতে হয় না..!!
তিশাঃ 😬😬
সম্রাট ডোন্ট কেয়ার ভাব নিয়ে….গাড়ি ড্রাইভ করছে হঠাৎ তিশা বললো..!!
—–আমিও ড্রাইভ করা শিখবো..!!☺
সম্রাটঃ হোয়াট??তুমি শিখে কি করবে??
তিশাঃ আপনি কি করছেন??গাড়িতে নিশ্চয় ফুটবল খেলছেন না??😏
সম্রাটঃ মিষ্টি..!!🤬
তিশাঃ হিহি সল্লি..!!😅
সম্রাটঃ মিসেস জেরী..!!
তিশাঃ মিস্টার টম..!!😂😂
সম্রাটঃ ড্রাইভ করা শিখতে চাও??
তিশাঃ হামমম, হামমম..!!☺☺
সম্রাটঃ তাহলে আমি যা বলবো তাই শুনবে..!!
তিশাঃ 😒😒😒
ওরা বাড়ি গিয়ে পৌছালো….তিশা স্কুল ব্যাগ ফেলেই দৌড়ে ভেতরে গেলো….সম্রাট ব্যাগ নিলো আর গিয়ে শুনলো..!!
তিশাঃ শাশুড়ি আম্মু আমি ড্রাইভ করা শিখবো..!!
রাইমাঃ ওকে মনপাখি তুমি চেন্জ করে নাও….আমি সম্রাট কে বলছি ও তোমাকে শেখাবে..!!
তিশাঃ ওকে..!!☺
তিশা উপরে যেতেই সম্রাট বললো..!!
—–মামনি তুমি মিষ্টি কে কেন বললে??
রাইমাঃ কি??
সম্রাটঃ যে আমি ড্রাইভ শেখাবো..!!
রাইমাঃ তো শেখাও ওকে..!!
সম্রাটঃ মামনি ও এখনো ছোট….এখন ড্রাইভ শিখে কি করবে ও??
রাহেলাঃ ওতো শিখতে চাইছে..!!
সম্রাটঃ চাচীমা মিষ্টিতো কতকিছুই চায়….বাট ওকে সেটা আমি অবশ্যই দেই….যেটাতে ওর ভাল হবে তাইনা??আর আমি বলছি না আমি ওকে….ড্রাইভ শেখাবো না শেখাবো বাট পরে..!!
বলে উপরে চলে গেলো..!!
রাইমাঃ মনপাখি কি মানবে??
রাহেলাঃ তিশা যে জেদী..!!
রাইমাঃ হামমম সেটাই তো..!!😫
রায়হানঃ বাট সম্রাট কে ভয় পায়..!!
সম্রাট রুমে গিয়ে দেখে….তিশা হাত পা ছড়িয়ে শুয়ে আছে..!!
সম্রাটঃ ফ্রেশ হয়েছো তুমি??
তিশাঃ পরে হবো..!!
সম্রাট ব্যাগ রেখে টেনে তিশা কে ওঠালো..!!
সম্রাটঃ যাও ফ্রেশ হয়ে এসো..!!
তিশাঃ 😒😒😒😒
ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়লো….সম্রাট খাবার এনে খাইয়ে দিলো….এভাবে কেটে গিয়েছে ১বছর….তিশা’র বয়স এখন ১৬ গিয়ে ১৭তে পড়েছে….আর তিশা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে যাবে….তবে তিশা একদম চেন্জ হয়নি….আগের মতোই আছে সন্ধ্যা ৭টা….সম্রাট তিশা কে পড়াচ্ছে..!!
তিশাঃ আমি আর পড়বো না..!!😑
সম্রাটঃ কতক্ষণ পড়লে হ্যা??তোমাকে যে আমি আইসিটিতে….ডি-মরগ্যানের উপপাদ্য করতে বললাম….ওটা করেছো এখনো তুমি??
তিশাঃ কালকে করবো..!!
সম্রাটঃ আজকে দিয়েছি আজকেই করবে..!!😠
তিশাঃ 😔
এরমাঝে সম্রাটে’র ফোন এলো….ফোন নিয়ে দেখলো লন্ডন থেকে ফোন এসেছে….সম্রাট ফোন নিয়ে বেলকনিতে গেলো….কিছুক্ষণ পর ফিরে এলো..!!
তিশাঃ কে ফোন করেছিলো??
সম্রাটঃ লন্ডন ইউনিভার্সিটি থেকে কল করেছে..
তিশাঃ কেন??🙄
সম্রাটঃ ডিটিএম এন্ড এইস ডিগ্রির অফার এসেছে….আমাকে যেতে বলছে বাট আমি..!!
তিশা লাফ দিয়ে উঠে….দাড়িয়ে লাফাতে লাফাতে বললো..!!
—–ইয়ে বজ্জাত চলে যাবে….তাহলে আর কেউ আমাকে পড়তে বলবে না….জোর করে খাওয়াবে না….জগিং করাবে না নিজের মতো চলতে পারবো..!!☺☺
সম্রাট থমকে গিয়ে তাকিয়ে আছে..!!
সম্রাটঃ বাট আমি তো যেতে চাইনি….আমি চলে গেলে মিষ্টি এত খুশি??তুমি কি কোনদিন আমাকে বুঝবে না মিষ্টি??আমার ভালবাসা কোনদিন বুঝবে না??ওকে ফাইন তুমি যখন এতটা খুশি হয়েছো….তাহলে আমি চলে যাবো..!!😢😢
মনে মনে বললো সম্রাট..!!
তিশাঃ আচ্ছা বজ্জাত ডিটিএম এন্ড এইস….এটাতো বললেন এটার মানে কি??🙄🙄🤔
সম্রাটঃ ডিপ্লোমা ইন ট্রপিক্যাল মেডিসিন এন্ড হেলথ..!!
বলে সম্রাট আবার বেলকনিতে চলে গেলো..!!
চলবে……